মাত্রদুটি ফ্রিজিয়ান গাভী পালন করেই দারিদ্রতা দূর করা যায়।Poverty can be eliminated by keeping 2 cows

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • প্রান্তিক পর্যায়ে মাত্র দুটি গাভী লালন-পালন করে সাফল্য লাভ করেছেন এবং নিজের দারিদ্রতা থেকে মুক্তি লাভ করেছেন আদমদীঘির বাসুদের পাড়া গ্রামের বাবলু প্রামানিক নামের জনৈক প্রবীন ব্যক্তি। তিনি মাত্র ২টি ফ্রিজিয়ান জাতের গাভী পালন করে এই সাফল্য অর্জন কারছেনা।
    জানা গেছে বাবলু প্রামানিক ২০২০ সালে ১ লাখ টাকা দিয়ে ৬ মাস বয়সী ফ্রিজিয়ান জাতের ২টি বাছুর ক্রয় করেন। গরুগুলোর বয়স ১৮ মাস হলে তারা প্রথম বার বাচ্চা প্রসব করে। গাভী দুটি ২০ লিটার দুধ দেয়া শুরু করে। এতে বাবলু প্রামাণিকের অভাবের সংসারে আসে স্বচ্ছলতা। গাভীর বাছুর দু’টির বয়স যখন ১২ মাস তখন তিনি ১ লাখ ৩০ হাজার টাকায় সেগুলো কে বিক্রি করেন। এতে তার বিনিয়োগ করা টাকা উঠে আসে। ২য় বার গাভীগুলোর বাচ্চা প্রসব করার পর বর্তমানে ১০ লিটার দুধ হচ্ছে। প্রথম দিকে আরও বেশি দুধ হয়েছে। সব খরচ বাদে এখন দুধ বিক্রি থেকেই এখন মাসে প্রায় দশ হাজার টাকা আয় করছেন বাবলু প্রামাণিক।
    #farming #cowrearing #selfemprovement #entrepreneur
    #farming#dairyfarm#cowrearing#cattkerearig

Комментарии • 16

  • @sheregulalam549
    @sheregulalam549 5 месяцев назад +5

    খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ❤❤❤❤❤❤❤

  • @Md.Jalaluddin-gv3ei
    @Md.Jalaluddin-gv3ei 5 месяцев назад +5

    Very good ❤❤❤❤❤❤❤

  • @SheregulAlam-dj3fo
    @SheregulAlam-dj3fo 4 месяца назад +3

    Very good video thanks ❤

  • @SOYAIBHOSSAIN.
    @SOYAIBHOSSAIN. 4 месяца назад +4

    ❤❤❤❤

  • @masallahjajakallahkhaira931
    @masallahjajakallahkhaira931 5 месяцев назад +4

    Nice video

  • @fazlurrahman2528
    @fazlurrahman2528 5 месяцев назад +6

    আশা করি বাবলু পরামানিকের কথায় অনেক বেকার যুবক কর্মজীবী হয়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা 👍

  • @ভবঘুরে.কম
    @ভবঘুরে.কম 4 месяца назад +2

    খুব ভালো লাগলো, এই চাচা আমাদের বাজারে দুধ এবং চা বিক্রি করে,