Majhe Majhe Tobo Dekha Pai | Rabindra Sangeet | Shwapnil Shojib

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 406

  • @belalkhan7185
    @belalkhan7185 Год назад +17

    বুকে ব্যথা জমা রেখে কালি করে কলমের অশ্রু হিসাবে বহিঃপ্রকাশ -গুরুদেবের একান্ত নিজস্বতা,তার সাথে হৃদয় নিংড়ানো গায়কী---চোখের সাধ্য কী চুপ থাকে....সেও সজল সঙ্গত দিল...উহঃ

  • @nilkamalbiswas4487
    @nilkamalbiswas4487 2 года назад +11

    মানুষের আকাংখা এবং প্রাপ্তির মধ্যে স্বপ্ন এবং সংগঠনের মধ্যে কোথাও একটা মস্ত খন্ড আছে। কিছু অপ্রাপ্তির কথা মনে করায় দিলো আপনার গান। আমি অনেক গায়কের কন্ঠে শুনেছি এই গানটা কিন্তু এমন আবেগ প্রবণ কখনো হই নাই। এক কথায় অসাধারণ।

  • @sadekurrahman4618
    @sadekurrahman4618 4 года назад +41

    চোখের পানি ধরে রাখতে পারিনি সজীব ,গানের কথা , তোমার গায়কী মিলেমিশে অন্যরকম ভালোলাগার জায়গায় নিয়ে গেলে ভাই আমার ।অনেক দিন পর গান শুনে আবেগী হয়েছি কিছু সময়ের জন্য।কৃতজ্ঞতা ।

    • @krishnagopalray8026
      @krishnagopalray8026 2 года назад +6

      বাংলাদেশের মানুষের এত প্রেম মুগ্ধ করে, গর্বিতও করে। কিন্ত কী থেকে কী হয়ে গেছে --ওপারে তুমি শ্যাম এপারে আমি!

    • @Aversiontostupidity
      @Aversiontostupidity 6 месяцев назад

      Chokher jol....
      Pani ta bangla noy.

  • @mukthizcreation
    @mukthizcreation 3 года назад +5

    বেচে থাক এটাই গাওয়া এটাই জীবনের বড় পাওয়া। এত বড় বড় শিল্পীদের সামনে বাংলাদেশের শিল্পীর গান পরিবেশন করা, তাও আবার রবীন্দ্র সংগীত। আল্লাহ তোমাকে অনেক দূর যেতে সাহায্য করবেন।

  • @priyasankarghoshhajra7508
    @priyasankarghoshhajra7508 Год назад +10

    TV তে দেখে সাক্ষী ছিলাম সেই আবেগঘন সময়টার ,সেই সকল গানপ্রিয় বাঙালীর কান্না ভেজা পয়লা বৈশাখের সকাল বেলার। স্বপ্নীল বাংলাদেশ থেকে এসে তার দিলখোলা গায়কীতে গান গেয়ে স্টুডিওর মধ্যে থেকে দিগন্তময় মাঠ , সবুজ গাছ ও অসীম আকাশের খোলা হাওয়ায় আমাদের সকলকে মুহূর্তে নিয়ে গেলো ।। রবি ঠাকুরের আশীর্বাদে ধন্য হোক স্বপ্নীলের জীবন ও জীবনবোধ ।।

    • @jaybiswas1760
      @jaybiswas1760 Месяц назад

      Ki hoyechilo oi din jante pari ki?

  • @shadhinhossan5285
    @shadhinhossan5285 5 лет назад +27

    চোখের পানি ধরে রাখতে পারলাম না।অসম্ভব সুন্দর কন্ঠ আমাদের বাংলার অহংকার ধন্যবাদ।

    • @asutoshsarkar7219
      @asutoshsarkar7219 3 года назад +1

      খুবই দরদ দিয়ে গাওয়া গানটা শুনে আমার মনটা তৃপ্ত হল ।

  • @SelimJaman-jh4bx
    @SelimJaman-jh4bx 7 месяцев назад +2

    অনেক প্রখ্যাত শিল্পীর কণ্ঠেই এ গানটি শুনলেও বয়সে নবীন এই শিল্পীর গায়কী মনকে নাড়া দিয়ে গেলো!
    বাংলাদেশ থেকে শুভেচ্ছা অফুরন্ত!

  • @shyamalsaha5383
    @shyamalsaha5383 5 лет назад +46

    অপূর্ব। অসাধারণ। যেমন গান তেমনি গায়কী। অশ্রু সংবরণ করা যায় না। খুব খুব ভালো গেয়েছো ভাই।
    --শ্যামল সাহা,আলমবাজার, কলকাতা।

  • @sunilbanerjee6073
    @sunilbanerjee6073 3 года назад +6

    গান টা তো অসাধারণ গেয়েছেন,সব থেকে ভালো লাগলো গান শুরু করার আগে উপস্থাপনা,কি সাধারণ ভাবে কথা বলল অথচ ভীষণ ভাবে নাড়া দিয়ে দেয়, খুব ভালো লাগলো

  • @plaintruth7503
    @plaintruth7503 5 лет назад +16

    আহারে - কত লোকের হৃদয় উজাড় করে চোখে পানি আসছে!!!

  • @shofiqself73
    @shofiqself73 Год назад +2

    কবি গুরুকে শ্রদ্ধা। সেই সাথে বাংলাদেশের অহংকার সপ্নিল কেও অনেক শুভকামনা।এর আগে এমন ভাবে গাইতে শুনিনি। ননস্টপ ২০ বার শুনেও মন ভরছে না।

  • @proudindia88
    @proudindia88 3 года назад +33

    পৃথিবীর সবচেয়ে সুন্দর সঙ্গীত একমাত্র রবীন্দ্র সঙ্গীত। 😭😭😭 চোখে জল এসে গেলো।

  • @SD-yv5iy
    @SD-yv5iy 4 года назад +8

    বা খুব সুন্দর হইছে প্রাণটা ভরে গেল গান শুনে ও কথা গুলো শুনে। শেষ ভালো যার সব ভালো। অনেক অনেক বড় মাপের শিল্পী যেন ঈশ্বর করেন আশীর্বাদ করি।

  • @Star40ish
    @Star40ish 7 лет назад +26

    Absolutely beautiful song!! Shame on these people who disliked it.

  • @mohammadabdullahelbaki3182
    @mohammadabdullahelbaki3182 5 лет назад +18

    Shwapnil, excellently presented such an emotional song and in such a moment, that you proved that in both sides of Bengal, our thought process is same, in fact we are same though apart by border. Thanks a million.

  • @jinnatunjahan3134
    @jinnatunjahan3134 9 лет назад +26

    চোখে পানি আসার মতই একটা গান। অসাধারণ।

  • @RanjitMajumder-v6m
    @RanjitMajumder-v6m Год назад +3

    অসাধারন ভাই। চোখে জল এসে যায়

  • @omarfaruque7965
    @omarfaruque7965 8 лет назад +21

    such a way of singing I can't believe how is possible for a little boy . really touching

  • @mizanurrahman6257
    @mizanurrahman6257 4 года назад +10

    পরিবেশ বুঝে গান নির্বাচন। মুগ্ধ হয়েছি।হৃদয়ের ভেতরে নাড়া দিয়েছে। তারা পরিবারের কী হয়েছিল,জানালে কৃতজ্ঞ হব।

    • @anutapabhattacharya7541
      @anutapabhattacharya7541 2 года назад

      রাজনৈতিক দ্বন্দ থেকে এই চ‍্যানেলটি উঠিয়ে দেওয়ার ঘোষণা করা হয়।হয়তো কিছু আইনসঙ্গত ত্রুটি বিচ‍্যুতি ছিল। সে সবারই কিছু না কিছু থাকে।তবে বাংলা সংস্কৃতির বিরাট ক্ষতি হয়েছে এই চ‍্যানেলটি বন্ধ হওয়ায়।

  • @siddharthasanyal796
    @siddharthasanyal796 3 года назад +3

    Beautiful sajib,,, sweet voice,,,listen after long seven years ,,stay blessed and happy

  • @shantanusarkar3255
    @shantanusarkar3255 Год назад +4

    This is Rabindranath. Every single word penetrates the heart of every audience. His singing makes everyone tearful. 🙏🙏

  • @mainuddinmollah4018
    @mainuddinmollah4018 3 года назад

    Khuv khuv khuv valo hoyese........mashaallah Oshadaran mon joriye gelo tomar jonna Doya roilo

  • @shofiqself73
    @shofiqself73 Месяц назад

    এই গানটি কত বার শুনলাম, ঠিক হিসাব রাখতে পারিনি। বাংলা ভাষা, বাংলা শীল্প সাহিত্য, সংস্কৃতি কেমন যেন হারিয়ে যাচ্ছে। তবুও স্বপ্নীল সজীবের এই গানটি দীর্ঘদিন বাংলা গান প্রেমী মানুষের মনে বেঁচে থাকবে আশা করি।

  • @mallinathghosh
    @mallinathghosh 6 лет назад +9

    কী গলা রে ভাই ........অসাধারণ

  • @suranjandas1634
    @suranjandas1634 Год назад +2

    অপূর্ব। অনেক অনেক ধন‍্যবাদ ভাই। আমি প্রায় প্রতিদিন রাতেই তোমার এই গানটা শুনতে শুনতে ঘুমাই।

  • @TapanDas-g4c
    @TapanDas-g4c 6 месяцев назад +1

    চোখের জল আর রাখতে পারিনি!প্রথম টানেই চোখেরজল চলে এল

  • @khalilnabi9229
    @khalilnabi9229 3 года назад +4

    মন ছুঁয়ে যাওয়া অসাধারনভাবে
    গীত একটি গান। শিল্পীকে ধন্যবাদ।

  • @mohammadimrose2037
    @mohammadimrose2037 2 года назад +4

    অমূল্য! মূল্যাতীত! অনেক অনেক শুভকামনা!.......🌺💕🌷

  • @shirazulislamnayon1231
    @shirazulislamnayon1231 4 года назад +4

    আমার খুব ভালো লেগেছে এই অনুষ্ঠান টা। গানটাও আমার মন কেড়েছে।উপস্থাপিকা টা দারুণ উপস্থাপনা করেছে

    • @chiranjitdash1399
      @chiranjitdash1399 4 года назад

      আপনার কি টা-এর দোষ আছে?

  • @manasjana4589
    @manasjana4589 4 года назад +5

    এমন প্রাণ দিয়ে গাওয়া রবীন্দ্রনাথের গান খুব কম শোনা যায়। মাঝে মাঝে পাওয়ার অনুভূতি যেন
    সবাইকে আকুল করে তোলে ‌।

  • @s.p.bhattacharya3201
    @s.p.bhattacharya3201 Месяц назад

    May God bless you, come back again and again with your new SONG.WHAT A IMMOTION, FEELINGS

  • @bimalchandradas1819
    @bimalchandradas1819 11 месяцев назад +1

    মন স্পর্শ করে গেল! মনপ্রাণ দিয়ে গাওয়া গান, বিমুগ্ধ হয়ে গেলাম!

  • @jaharsaha6418
    @jaharsaha6418 3 года назад +7

    A different way the song sang with lots of emotions , devotions and love.

  • @mihirbasak3812
    @mihirbasak3812 4 года назад +2

    অসাধারণ এবং অপূর্ব উপস্থাপন। মন ছুঁয়ে গেলো। তোমারে সেলাম স্বপ্নিল সজীব

  • @mhsharif033
    @mhsharif033 10 месяцев назад

    এককথায় অসাধারণ। এমন আবেগ আর দরদ দিয়ে গাওয়া যে, নিজেকে নিজের মাঝে রাখা দায়।

  • @nisithranjanbiswas495
    @nisithranjanbiswas495 3 года назад +4

    গানটি পূজা পর্যায়ের (ভুল হলে ক্ষমাপ্রার্থী) কিন্তু প্রতিটি ব্যর্থ
    প্রেমিক প্রেমিকার মন ভারাক্রান্ত হয়ে যায় এই রবীন্দ্র সঙ্গীতটি শুনলে। চোখের জল বাধা মানে না।

    • @jyotishree670
      @jyotishree670 Год назад +2

      ভালোবাসা তো কোনো অংশে আরাধনার তুলনায় কম নয়!

    • @mitaghosh6284
      @mitaghosh6284 Год назад +1

      রবীন্দ্র ভাবনায় প্রেম আর পূজা সমার্থক।

  • @ashimsarkar1156
    @ashimsarkar1156 7 месяцев назад +1

    Who can hold the tears let me know ?
    Excellent sojib❤

  • @HopeinMedia
    @HopeinMedia 3 года назад +3

    যে গান এতজনকে কাঁদাল.... হৃদয়স্পর্শী ছিল।

  • @vocal1997
    @vocal1997 8 лет назад +9

    আহা কী গেয়েছো তুমি সোনা... অপূর্ব!!

  • @ratnasahachowdhury5159
    @ratnasahachowdhury5159 4 года назад +6

    সজীবের গাওয়া এই গানটি আমি প্রতিদিন ২/৪ বার শুনি।গানটি আমার প্রিয় গানের একটি।তোমার গলায় গানটি অসাধারণ হয়েছ।

  • @prabhatsarkar946
    @prabhatsarkar946 7 лет назад +6

    অসাধারন ভাই স্বপ্নীল, অসাধারন।

  • @runumozumder696
    @runumozumder696 8 лет назад +21

    excellent presentation Sajib thank you.

    • @review142
      @review142 Год назад +2

      খুব ভালো একটা গান 🥺

  • @subhodip7722
    @subhodip7722 2 года назад +11

    কষ্টের অনলে দগ্ধ না হলে লোককে কাঁদানো যায়না । আর রবি ঠাকুর এই জায়গাতেই অন্যন্য অনবদ্য, নিজের কান্না বুকে জমিয়ে লেখার প্রকাশ করলে লোক তো কাঁদবেই 😶😶😞❣️

  • @arindombhattacharjee7537
    @arindombhattacharjee7537 Год назад +2

    I found best version of this song. Thanks Shopnil Da.

  • @kabyakarmaker
    @kabyakarmaker 8 лет назад +7

    Ei gan ta tumi e sobcheye bhalo geyecho.... Thank you for uploading....

  • @prakashaich1273
    @prakashaich1273 3 года назад

    Asadharon.hridoy touch kore galo

  • @souradipganguly3328
    @souradipganguly3328 7 лет назад +23

    I have recently tried to sing this song. I have listened to you a countless number of times. It really helped. Thank you so much for setting such a high standard of accuracy. You felt each and every lyric while singing. Thank you so much, Big Bro. Souradip

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 Год назад +2

    Very nice and extraordinary song. The singer is really appreciable. Because this song bring back all my past memories every moment. This is heart wrenching every moment.

  • @gitoshudha364
    @gitoshudha364 2 года назад +2

    রবীন্দ্রসংগীত গাওয়া সার্থক হয়েছে 👌💗

  • @nonigopalgoshami8453
    @nonigopalgoshami8453 4 года назад +7

    সত্যি অসাধারন গেয়েছে🙏

  • @arunbaranchowdhury899
    @arunbaranchowdhury899 Год назад

    বার বার শুনি গানটা,ধন্যবাদ,আর্শীবাদ রইল,এগিয়ে যাও।

  • @indranidutta1298
    @indranidutta1298 7 лет назад +6

    vison valo laglo mon vore gelo

  • @debdashaldar4000
    @debdashaldar4000 5 лет назад +7

    এই গান শুনলে কান্না ছাড়া আর কিছুই হয়না! ঘোর লেগে যায়।

  • @AnisurRahman-gx9di
    @AnisurRahman-gx9di Год назад +3

    বাউল সুরের এ গান যেন অচিনকে চেনার এক ব্যাকুল আর্তনাদ!! "

  • @manasjana4589
    @manasjana4589 6 лет назад +6

    A wonderful event and a glorious song on a fateful day , a time that will be remembered by many. TARA was so adorable that our loss remained
    a matter of grief to music lovers for many a days.

    • @tatai4ualways
      @tatai4ualways 2 года назад

      What exactly happened on that particular day?

  • @khademulislam2584
    @khademulislam2584 8 лет назад +12

    অসাধারণ, ভাই।।।। আমার মনে হয় আবিদ দা আর আপনি দুই জন এ গান টা সবচেয়ে ভাল গেয়েছেন।।।।

  • @manasjana4589
    @manasjana4589 5 лет назад +3

    অসাধারন গান। সেই বিশেষ দিনটি ভুলতে
    পারিনি‌।

  • @indranighosh5308
    @indranighosh5308 Год назад +1

    যতক্ষণ শুনি অন্য কিছু দেখতে পাই না শুনতেও পাই না।কি কন্ঠ কি সুর মন ভরে গেল।❤❤❤❤🙏🙏🙏🙏

  • @TheManik1985
    @TheManik1985 8 лет назад +6

    অসাধারণ ভাই!!!! God bless you!

  • @molydas4661
    @molydas4661 6 лет назад +4

    Khub sundar gaan.& Singer.

  • @bandanadas1441
    @bandanadas1441 4 года назад +4

    আগেও অনেক বার শুনেছি.....
    চোখের জল ধরে রাখা যায় না।

  • @chinmoychakrabarti6890
    @chinmoychakrabarti6890 3 года назад +1

    অসাধারন। বারে বারে শুনি। মুগ্ধ হই।

  • @apixuk4044
    @apixuk4044 7 лет назад +11

    A team of very dedicated people, very emotional. It was wonderful to see a Bangladeshi singer welcomed by these wonderful people of Kolkata.................God bless you, may this bonding and friendship go on forever....................Joy Bangla

  • @mdshimul9058
    @mdshimul9058 5 лет назад +20

    এতই আবেগপ্লুুত হলাম কিছু লিখার মত ভাষা নেই।

  • @jayatubhattacharya9003
    @jayatubhattacharya9003 5 лет назад +14

    স্বপ্নিল সজীব অসাধারণ, প্রণাম ও ভালোবাসা নিও

  • @minagomes4963
    @minagomes4963 5 лет назад +5

    Small boy sung. Excellent
    This song my favourite.

  • @joyofexcursion
    @joyofexcursion Год назад

    Asadharan..mon vore galo porom sukhe

  • @suparnamajumder3846
    @suparnamajumder3846 4 года назад +3

    মন মুগ্ধ হয়ে গেছে ভাই। দরাজ গলায় গেয়েছ।

  • @erd9566
    @erd9566 3 года назад +8

    দারুণ ।এত দরদ দিয়ে গেয়েছেন শিল্পী ।নমস্কার ।

  • @uttamkumarbiswas3397
    @uttamkumarbiswas3397 6 лет назад +2

    Ei gan ta bodh hoy ei silpir konthe osadharan laglo... eto darod mesano...

  • @Fimaa2zBD
    @Fimaa2zBD 3 года назад +1

    কিছু বলার ভাষা নাই হারিয়ে ফেলেছি চোখের পানি ধরে রাখতে পারলাম না😭

  • @OxfordEnglishAcademyOffial
    @OxfordEnglishAcademyOffial 4 года назад +1

    গানটি শুনলেই হারিয়ে যাই। কি মধু মাখা!
    কবি এম.এইচ. সানি

  • @mdsuruj123
    @mdsuruj123 Год назад +1

    চোখে পানি এসে গেলো ❤❤

  • @ashokkumermalaker4087
    @ashokkumermalaker4087 7 лет назад +4

    মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
    কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?।
    ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমার যবে পাই দেখিতে
    হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে ।। অসাধারণ গানটি I

  • @shyamalmandal4325
    @shyamalmandal4325 4 года назад +3

    অসাধারন গান খুব ভাল লাগল

  • @subalsarkar6913
    @subalsarkar6913 2 месяца назад +1

    Excellent excellent really excellent

  • @anjudas5743
    @anjudas5743 6 месяцев назад +1

    তোমার নামের প্রতিটি শব্দই সার্থক নামা। স্বপ্নীল -সজীব-সুন্দর । তোমাক অনেক ছোট থেকেই দেখে আসছি খুব ভালো থেকো।।

  • @muhammedbabul8115
    @muhammedbabul8115 7 месяцев назад +2

    অখন্ড বাংলার এক ভাষা এক চেতনা এক অনুভূতি এক রবীন্দ্রনাথ । কোন অভিসাপে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হলো ? বার্লিন দেয়াল ভেঙে ফেলা হলো,কবে কাঁটাতারের দেয়াল ভাঙা হবে ? আমাদের সব বাঙালীর ভালবাসা তো এক !

    • @sultannagarskus4462
      @sultannagarskus4462 6 месяцев назад +1

      কিছু স্বার্থান্বেষী মানুষের ধর্মীয় ব্যবসার নির্লজ্জ পরিনতি এই দেশ ভাগ।

  • @bagbulislam4919
    @bagbulislam4919 Год назад

    Very nice...hearts touching painful experience....❤

  • @sunilbanerjee6073
    @sunilbanerjee6073 3 года назад +2

    অসাধারণ অপূর্ব,

  • @prosenjitbiswas197
    @prosenjitbiswas197 4 года назад +3

    Swapnil very much polite. Singer as good. Namaskar.

  • @sushobhanchowdhury6413
    @sushobhanchowdhury6413 5 лет назад +3

    খূব ভালো লাগলো।

  • @swarupmajumder3825
    @swarupmajumder3825 7 лет назад +5

    যতবার শুনি ততবারই হারাই...

  • @rajumandal4959
    @rajumandal4959 4 года назад +2

    মুগ্ধ হয়ে গেলাম ❤️

  • @rajatkantisarker8681
    @rajatkantisarker8681 5 лет назад +5

    Sundor...from Dhaka....

  • @kamaldas6559
    @kamaldas6559 5 лет назад +2

    Oshadharon vi

  • @nirmoydasjoy7188
    @nirmoydasjoy7188 4 года назад +3

    আসলেই অসম্ভব সুন্দর গেয়েছেন দাদা

  • @Petefdl
    @Petefdl 4 года назад +5

    Added a lot of passion and feeling to the song!! Beautiful 😍

  • @rashedmonowar5092
    @rashedmonowar5092 6 месяцев назад

    তাঁরা টিভির দূ:সময়ে এই গানটি বাছাই আবেগ অনুভূতিতে কান্না করেছিলাম। স্মৃতিতে রাখলাম দিনটি।

  • @samirkumarpal8852
    @samirkumarpal8852 Год назад +1

    A perfect combination of emotion and rhythm.

  • @nomitamojumdar810
    @nomitamojumdar810 7 месяцев назад

    হৃদয় নিংড়ানো একটি গান শুনতেছি। মনটা ভরে গেল। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @manikdas1648
    @manikdas1648 Год назад

    অসাধারণ----অসাধারণ গেয়েছো তা বলার অপেক্ষা রাখে না, এ গানটা অনেকের গলায় শুনেছি, কিন্তু তোমারটা যেন আলাদা অন্ততঃ আমার কাছে, সব শিল্পিই নমস্যঃ কাউকে ছোট করে দেখা আমার কাম্য নয়, ভাল থাকবেন সবাই‌, এভাবে এপার বাংলা ওপার বাংলা এক হয়ে এক হৃদয় নিয়ে থাকিনা যে কদিন আছি।

  • @kaizerjoarder6934
    @kaizerjoarder6934 Месяц назад +1

    আমি তো সময় পেলেই সজীব এর এই গান টা শুনি হৃদয় স্পর্শী গান

  • @dilipkumardas4343
    @dilipkumardas4343 5 лет назад +4

    Unbelievable expression, singing with feelings from Heart. Hats off Sapnil Bhai.

  • @jenniferrahman8060
    @jenniferrahman8060 8 лет назад +3

    heart touching song.best of luck .

  • @hasinasayeda3334
    @hasinasayeda3334 5 лет назад +3

    আজ দিনে অনেকবার শুনছি গানটা, খুব ভাল লাগছে, কে কোথায়, কাকে ঁজছে, একটু পাওয়াই তো মজার, মজার এই সব সময়ে না পাওয়ার কষ্টটা। পেলে সব সময়, এমন কথা আর সুরই হোত না

  • @hellopickering
    @hellopickering 11 лет назад +10

    মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
    কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?।
    ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমার যবে পাই দেখিতে
    হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে ।।
    কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে ।
    এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?
    আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ-
    তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন ।।
    Buy "Majhe Majhe Tabo Dekha

  • @bimal07549
    @bimal07549 5 лет назад +4

    হৃদয় ছুয়ে গেল

  • @milimax-g5j
    @milimax-g5j 4 года назад +2

    আমাদের অহংকার😍

  • @nirmalgomes6307
    @nirmalgomes6307 10 лет назад +9

    So nice song! Shojib it's so heart-touchy song by your voice... More it listens, it takes to deepest in heart...