নিয়োগ বানিজ্য এবং নিয়োগ সংক্রান্ত প্রতারণা চিরতরে হবে বন্ধ
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- বাহিনীর যেকোন পর্যায়ের সদস্যদের নিয়োগ, প্রশিক্ষণ বা পদায়নসহ কোন ক্ষেত্রেই কোন প্রকার অবৈধ লেনদেনের সুযোগ থাকবে না বলে দৃঢ় অংগীকার ব্যক্ত করেছেন বাহিনীর মহাপরিচালক মহোদয়।
ইতিপূর্বে নিয়োগ বা প্রশিক্ষণের পূর্বে প্রতারক বা দালাল চক্র বিভিন্ন ভুয়া নিউজ সোশ্যাল মিডিয়াতে প্রচার করে হাতিয়ে নিতো বিপুল পরিমাণ অর্থ। সে সকল দালাল চক্রকে প্রতিহত করার জন্য এখন নিয়মিত সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্রচার মাধ্যমকে গভীর নজরদারির আওতায় আনা হয়েছে। বন্ধ করা হয়েছে সকল প্রকার অপপ্রচার যা ভবিষ্যতেও চলমান থাকবে। আসন্ন নিয়োগ এবং ভবিষ্যতের সকল নিয়োগ / প্রশিক্ষণের জন্য বাহিনী প্রধান শুধুমাত্র বাহিনীর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব এবং জাতীয় দৈনিকে বাহিনী কতৃক প্রচারিত বিজ্ঞপ্তি গুলোর প্রতি নির্ভরশীল হবার জন্য আহ্বান জানিয়েছেন।
#VDP #আনসারবাহিনী #ansarbattalion #dgansar
ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক মহোদয় কে।
❤❤ ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক মহোদয়কে❤❤
ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মহাপরিচালক মহোদয়কে।
ধন্যবাদ ডিজি মহোদয় কে
ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক মহোদয়
অসংখ্য ধন্যবাদ স্যার।
পুনরায় তদন্তের মাধ্যমে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া জন্য অনুরোধ করছি স্যার।
আমি বাসায় রেস্ট এ ছিলাম কোন ভাবে আন্দোলন বা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। বাহিনীর মান সম্মান নষ্ট হয় এমন কোন কাজ ও আমি করিনি। আমাকে ব্লাক দেখাচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে আমর চাকরিটা ফিরিয়ে দেওয়া জন্য অনুরোধ করছি স্যার। পরিবার নিয়ে ঘুব কষ্টে আছি।
আলহামদুলিল্লাহ
ধন্যবাদ সম্মানিত ডিজি মহোদয়।
ইনশাআল্লাহ
আলোকিত নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
দয়া করে কারাগারে থাকা আনসার দের মুক্তি দিয়ে ওদের বাঁচান ওদের পরিবারের লোকদের বাচতে দেন প্লিজ
Sir apni doya kore karagare thaka ansar Der muktir bebostha koren
Thank you
আমার ছেলে ফিজ করে আসছিলো পরিকা দিতে আনন্দ লনের আগে চট্টগ্রাম থেকে এখন যোগাযোগ করলে বলে স্থগিত চট্টগ্রাম থেকে যারা আনন্দ লনের গেছে তাদের মেসেজ আসছে আর যারা আনন্দ লনের যাই নাই তাদের মেসেজ আসছে না এ কেমন বিচার
ধন্যবাদ স্যার
আসসালামু আলাইকুম স্যারকে বলেন দয়া করে আমাদের পরিবার পরিকল্পনা অফিসে স্টোরের দায়িত্বে যারা আছি তাদের বেতনের ব্যাপারে একটু কথা বলতো আজকে ছয় মাস আমরা বেতন পাচ্ছিনা
Sir বেতন বৃদ্ধি হলেই সুন্দর ভাবে জীবন অতিবাহিত করা যাবে
64 জেলা সৈনিক আনসার সদস্য দের ফ্রিজ খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হল,
আপনি শেখ হাসিন নিয়োগ প্রাপ্ত আনসার প্রদান চুক্তি ভিত্তিক নিয়োগ রাখা জরুর এতে ছাত্র পড়াশোনা পাশাপাশি চাকুরী সুযোগ পাবে দুই বছর তিন বছর পর এই কিছু টাকা দিয়ে ব্যবসা এবং গরীব দুঃখী ছাত্র-ছাত্রীরা বিদেশ যাওয়ার সুযোগ পাবে
❤❤❤
❤❤❤❤❤❤
চট্টগ্রাম কবে খুলবে
❤❤❤❤❤
ধন্যবাদ স্যার