নকল মুখ (Mystery Thriller!!!) - Midnight Horror Station | Anirban Bhattacharya |
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- রহস্য, অলৌকিক, সাস্পেন্স!!
গল্পের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।।
**আমাদের এই গল্পটি সব ধরনের শ্রোতাদের জন্য নয়, গল্পের প্রথমে কিছু নৃশংস ও বীভত্স দৃশ্যের বর্ণনা রয়েছে। এ ধরনের বর্ণনা যদি আপনাকে মানসিক ভাবে আহত করে তবে গল্পটি শোনা থেকে বিরত থাকতে অনুরোধ করব। **
@SVFsocial এর নতুন সিনেমা "মুখোশ, আড়ালে অন্ধকার" মুক্তি পাচ্ছে উনিশে অগাস্ট। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য কে আন্তরিক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।
-----------------------
বৃষ্টির রাতে বাড়ি ফিরতে গিয়ে রাস্তায় আটকে পড়ে সায়ন। এই অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি যেচে পড়েই লিফট দেন তাকে। পথে যেতে যেতে এক অদ্ভুত মুখোশের গল্প বলতে শুরু করেন ভদ্রলোক। এক নৃশংস কিন্তু রহস্যে ঘেরা অতীতের উপাখ্যান। সত্যি কি এমন বিচিত্র মুখোশ বানানো সম্ভব? এখন কোথায় সেই মুখোশ? কী হয় তা দিয়ে? এবং সব থেকে বড় কথা - কী উদ্দেশ্য এই মানুষটির? সায়ক আমানের কাহিনী - নকল মুখ।
কাহিনী - সায়ক আমান
পাঠে - সায়ক আমান
অজ্ঞাত লোক - অনির্বাণ ভট্টাচার্য
বাবা - রণদীপ
মা - সায়নী
সায়ন - সায়ক
দম্পতি ১ - অন্বেষ
দম্পতি ২ - সোমদত্তা
আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্ট - ম্যাক্স
পোস্টার ডিজাইন - কভারম্যান অভিব্রত
লালনের গান - মৌমিতা রুইদাস
Special Thanks to @EsoGolpoKori For their Support
---------------------
Like us on Facebook -
/
Follow us on Instagram -
...
#SayakAman #mhs #midnighthorrorstation #horrorstory #suspense #bengaliaudiostory
#murdermystery #MaskUp #Mukhosh #SVF25 #RoaringReleases
---------------------
Send Your Story at - submit@mhstation.com
Contact US - sayak@mhstation.com
-------------------
বাংলায় ইন্ডিপেন্ডেন্ট অডিও স্টোরি ক্রিয়েটারদের জন্য আজ অদ্ভুত একটা দিন। প্রথম শ্রেণীর প্রোডাকশন হাউজ তাদের সিনেমার প্রচারের জন্য বেছে নিয়ে বাংলা অডিও স্টোরিকে। আজ যারা দুপুরের প্যাচপ্যাচে গরমে ঘরের দরজা জানলা বন্ধ করে, পাখা বন্ধ করে ঘামতে ঘামতে বসছে মোবাইল ফোন কী সস্তার মাইকের সামনে, গাড়ির আওয়াজ, পাশের ঘর থেকে ভেসে আসা কাশির শব্দে বারবার থেমে যাচ্ছে যারা, তারপর আবার শুরু করছে ন্যারেশন, যারা বাড়ির লোক কিংবা পাড়ার লোকের চোখে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, যারা জয়েন্ট ক্যাট ম্যাটের পড়াশোনা সরিয়ে রেখে গোপনে লালন করছে একটুকরো স্বপ্ন, তাদের কাছে এটুকু বার্তা পৌঁছে যাক যে কোন "ছোটখাটো কাজ" করছে না তারা।
এরপরেও পাশের বাড়ির কাকিমা "অডিও স্টোরি বানায়" শুনে নাক কুঁচকালে মুখে চিকেন চাউমিন আর চিলি ফিস ছুঁড়ে মারুন। সাবস্ক্রাইবার কী ভিউ যাই হোক না কেন, পাঁচ থেকে পাঁচ লাখ আমাদের সবার আজ এক নতুন শৃঙ্গ জয়ের দিন।
বলা বাহুল্য বাংলার নারীকূল আজ এখানে ভেঙ্গে পড়তে চলেছে। কেউ ফুচকা, কাঁচের চুড়ি কিংবা শাড়ির স্টল দিতে চাইলে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন (লভ্যাংশের ১৬% + এডভ্যান্স)
সকলের জন্য ভালোবাসা রইল ❤️❤️❤️।
আজ সত্যিই এমএইচএস বা অন্যান্য অডিও স্টোরি চ্যানেলের জন্য একটি স্মরনীয় দিন...বাঙালি শ্রোতাকে আবার সাহিত্যমুখী করতে তোমাদের অবদান ভোলার নয়...আশা করি আজকের পর আরো অনেক মানুষ নতুন যুগের বাংলা সাহিত্যের দিকে আকৃষ্ট হবেন...আর এভাবেই আবার বাংলার সাহিত্য আরো উন্নতি করবে আশা রাখি❤️
❤
লাস্ট প্যারাটার জন্য ধন্যবাদ🙂
১৬ বড্ড বেশি🙂
🤭
অনির্বাণ পারফেক্ট ভট্টাচার্য আর সায়ক বিভীষিকা আমানের যুগলবন্দী। ❤️❤️❤️
বড় বিচিত্র অনুভূতি হচ্ছে আজ, চোখের জল ধরে রাখতে পারছিনা আবার বুকের ভেতরটা কি অদ্ভুত শান্তি। এভাবেই সাফল্যের শৃঙ্গ স্পর্শ করুক তোমার হ্দয়স্পর্শী কাহিনী গুলো।ভালো থেকো সায়কদা।❤
Khuuuuuuuub valo laglo,oshadharon ❤️❤️❤️❤️❤️
Areee didi r comment je😍😍😍
Big fan dii😍❤
Ame o
Ame o
Big fan debolina di ❤️❤️
Op
'The Skin I Live In' এর inspiration-এ বানানো এক ভয়ঙ্কর-সুন্দর উপস্থাপনা।
পোষ্টার এ অনির্বাণ দার মুখ দেখে হঠাৎ চমকে উঠলাম 😯... এই প্রথম বার সায়ক এর সাথে অনির্বাণের যুগলবন্দী... আর অপেক্ষা করতে পারছিনা বাপু 🥺
একদমই তাই❤❤❤
Akdom i agree❤
Ei Bapu kathata amar granny bolto but she is no more l miss her🥺
@@debjitsaha5462 😌💖
@@soumadipbhadury1238 yeah bro
সত্যি পৃথিবীর সবকিছু বদলে গেলেও মায়ের ভালোবাসা কোনোদিন বদলায় না..❤️❤️
ধন্যবাদ Midnight Horror Station কে আমাদের এত সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য ❤️❤️❤️
একদম ঠিক!!❤
অনির্বাণদার গলায় প্রথম গল্পো শুনেছিলাম sunday suspense এ সতীশোভনা গল্পে। দারুন লেগেছিল ।আজ আবার MHS er উদ্যোগে শুনবো। অপেক্ষায় আছি।
গল্প টা ভয়ংকর নয়, এক ধরনের চাপা কষ্টের😔😔 একজন মা, একজন জন্ম দাএী মা ❤️
২ টি কারণে গল্পটা সেরা হতে বাধ্য
১. গল্পটা সায়ক আমানের লেখা 🔥
২. গল্প পাঠে অনির্বাণ ভট্টাচার্য্য রয়েছে 😲😲
Akdom 😍👍
Ekdom tai
Akdom ❤️❤️
Ar akta karon ache . Seta holo mayer valobasa.
Are akta karon ache . Seta holo mayer valobasa.
I got goosebumps after listening to this story. Hats off to the writer to bring out a cruelty that has forced so many women who fall prey to a man's physical desire and as a result of that have to leave their children at the doorsteps of orphanage for the sake of so called social tabeu. Congratulations to the narrator for portraying the story so well. Looking forward to many such stories.
Same ♥️♥️♥️
অনির্বাণদাকে খুব ভালোবাসি 🥰 তার কন্ঠে অনেকদিন পর গল্প শুনবো,, এটা জেনেই মন খুশিতে ভরে গেলো,,,
আশা করি গল্পটা খুব খুব ভালো হবে 😎
শুভকামনা ✌️🇧🇩🤟
অত্যন্ত উচ্চমানের একটি গল্প শোনালেন 🙏🏻 অসাধারণ 👌🏻
একটা ছোট্ট কথা- 'উরস' শব্দের অর্থ 'বক্ষ' হলেও 'ঔরস' বলতে 'Semen' বা 'বীর্য' বোঝায়; তাই 'ঔরসজাত সন্তান' পুরুষের হয়, নারীর ক্ষেত্রে কথাটা ঠিক প্রযোজ্য হয় না।
ধৃষ্টতা মার্জনা করবেন।
এত অপূর্ব একটি Performance উপহার দেবার জন্য অশেষ ধন্যবাদ 🙏🏻
Darun vaben apni.
ঔরস means legitimate also.
দারুণ বলেছেন আপনি 👍🏼🙏🏼
ম্যাম, আপনার কমেন্ট পড়ে আমি ডিকশনারি দেখলাম। ঔরস মনে Semen ও হয় আবার Legitimate Child ও হয়।
হ্যাঁ, অভিধান অনুযায়ী 'ঔরস' এর অর্থ Legitimateও হয়। সেই মানে ধরলেও এই গল্পে ঐ শব্দ টি যাবে না। কারণ বাচ্চাটি মহিলাটির Legitimate child নয়। এক দুর্ঘটনার ফলে তিনি গর্ভবতী হন। কাজেই এই ক্ষেত্রেও শিশুটি তাঁর ঔরসজাত নয়।
ধন্যবাদ।
অসাধারণ লাগলো, তবে এতো বছরে কখনও মায়ের ঔরসজাত কথাটা শুনিনি।চিরকাল মায়ের গর্ভজাত এই কথাটা ই শুনে এসেছি, আর বাবার ঔরসজাত শুনেছি। আজ প্রথম শুনলাম মায়ের ঔরসজাত।
কী অদ্ভুত,বিচিত্র গল্প। মন ছুঁয়ে গেলো❤️❤️ আর লালন গীতি যিনি করছিলেন কি সুন্দর করলেন ।অনেক ভালোবাসা আপনাদেরকে🥀🍁❤️
Nekamo
❤️👍🏿
গল্প এবং গল্পের উপস্থাপনা ভঙ্গি গোটা শরীর মন কে স্তব্ধ করে দিল । এক মুহূর্তের মধ্যে ইন্দ্রিয়ের বোধ শক্তি গুলোকে কেরে নিয়ে চলে গেল দুর আকাশে, শুধু ফেলে গেলো এক মুঠো ঠান্ডা আবেগ ভরা ভালোবাসা ।
অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে গল্পটি তুলে ধরার জন্য ।
আজকে মিডনাইট হরর স্টেশন এবং তার সকল শ্রোতাদের জন্য ভীষণ আনন্দের দিন্....দারুন চমক অপেক্ষা করছে..... অপেক্ষায় রইলাম..... এইরকম আরো নতুন নতুন চমকের অপেক্ষায় থাকবো.....❤
শেষটা চমক ছিলো,,, অসাধারণ হয়েছে গল্পটা,,, মায়েরা এমন কেনো নিজের সব কিছু উজাড় করে সার্থ ছাড়া সব দিয়ে ভালোবাসে
আশা করি মিডনাইট হরর স্টেশনে সবচেয়ে সেরা গল্পগুলোর একটা হয়ে যাবে এই গল্প।
জানি না কতটা কষ্ট... গল্পটা শুনতে শুনতে শেষে যন্ত্রনায় মুচড়ে বুকের থেকে অব্যক্ত বোবা এক আর্তনাদ হয়ে হয়ে বেরিয়ে এলো চোখের জল।
বহু পুরোনো গল্প শুনে দেবজানি দি কে খুব মনে পরে.... আর আমি চিনতাম সেই মানুষ টাকে.... 27th august, coincidentally birthday টাও same দিনে... আজ 3 বছর হলো সে আমায় wish করেনি বা আমিও তাকে করিনি... জানি না কেন এগুলো বলছি.... তবুও অনেক টা নিজের ছিল সে... অনেক টা ভালোবাসা রইল... সে যেই প্রদীপ তোমার হাতে দিয়ে গেছে আমি শুধু নয় বরং আমরা সবাই জানি তুমি সেই প্রদীপের আলোয় আরও অনেক আলো ভরিয়ে তুলবে...... 🧿🌻
Vi khub valo laglo ❤️
আমি এখনও জানিনা, দেবযানী দিদির কি হয়েছে।
কেউ যদি একটু জানায়, আমায়।।😞😞
@@kousam Debjani di r nei.... Khub somvoto Uni heart attack e amader chhere chole gechhe....😞😞😭
এবার বুঝলাম
@@eshanimallick7399 😞😞😞😞...
উনি যেখানে থাকুক, ভালো থাকুক😞
সত্যি অসাধারণ ছিল😌❤.... শুনতে শুনতে একটা সময় নিজেকেও সেই চরিত্রের সঙ্গে হারিয়ে ফেলে ছিলাম 🍂🍁....মনে হচ্ছিল সবটা চোখের সামনে ভেসে উঠছে.
MHS er jatra ta chokher samne bhese uthche, kotha theke shuru korechile Sayak da tumi ar Debjani di..... Aj eto bhalo bhalo lokeder sathe kaaj korcho.... MHS er success mane amader o success, aro aro egiye jao amra sob somoy pashe achi.... Lots of love team MHS ❤️❤️❤️ Golpo tar jonno Hebby excited eke Sayak da tai Anirban da.... 💕💕
I completely agree with you 😊
the sad part is this success is missed by debjani di
The story plot was damn interesting and the way it was executed by Sayak Aman and Anirban Bhattacharyya is truly commendable. Anirban Bhattacharyya took all his audiences' breath away with his mesmerising voice. Overall presentation was soooo good. Keep going team!
লেখকের নামটাই যথেষ্ট, সায়ক আমন....!!
সাথে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য!!!!
অতিরিক্ত পাওয়া হচ্ছে না কী????
প্রিয় সায়ক আমানের কাছে বিনীত নিবেদন সন্তান মায়ের ঔরসজাত হয়না, গর্ভজাত হয়। পিতার ঔরসে মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করে।
ঔরস কী?
@@uglydemon5189 I guess physical desire
@@kaustavnayek1936 না মাল মালবীর্য
হুম ঔরস মানে বীর্য যা পিতার থেকে আসে
আপনি ভুল বললেন। সন্তান পিতা মাতা উভয়ের ঔরসে। কারণ সন্তানের অর্ধেক DNA বা genes/chromosomes আসে মায়ের Ovum Cell থেকে এবং বাকি অর্ধেক আসে পিতার sperm cell থেকে। সুতরাং যা জানেন না, তা নিয়ে পড়াশোনা করুন আগে। ঔরস মানে শুধু পিতার semen নয়।
সেরা লাগছে শুনতে❤️❤️❤️❤️।।।।অসাধারণ স্টোরিলাইন...পুরোটা শুনে ফাইনাল ফিডব্যাক দেব😁😁
Bolun kamon ?
@@riyasec-croll-37halder38 ha
are o moshay meghe meghe bela to onek goralo final feedback ta din ebar 😁😁
আমি সত্যিই প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছি না। স্তব্ধ হয়ে শুনলাম, মুহূর্তে মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে উঠছিল।
Sayak Aman + Anirban Bhattacharya = Explosive combination💥. Moumita Ruidas deserves a standing ovation 👏👏👏
হে ঠিক বলেছেন দিদি👍🏿
সত্যিই অনবদ্য একটি কাহিনী, গায়ে কাঁটা দিল।। শুভ কামনা রইলো ভবিষ্যতের জন্য, এরকম আরো কিছু শুনবো এই আশায় রইলাম।।
অপেক্ষায় রইলাম।। অনির্বান স্যার, আর সায়ক দা...😊 জমে যাবে পুরো।। আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো কোনো কথা হবে না।। অনেক ভালোবাসা mhs...💛🧚
@@souvikbanik113 ধন্যবাদ, আমি চাই আর না চাই বৃষ্টি প্রকৃতির হাতে ,হলে জল জমবেই..😊... অবশ্যই সবার কথা ভাবা উচিত, কিন্তু প্রকৃতি তো আপনার বা আমার কথা শুনবে না। বর্ষা কাল এ বৃষ্টি হবে স্বাভাবিক... এতে নিজের কথা ভাবা, অন্যের কথা চিন্তা করছি না, এরম কোনো ব্যাপার না।।
@@First_Rain_of_the_Year না শুধু নিজের কথাই ভাবা উচিত ৷
Amio brishti bhalo basi...ufff....i am waiting
আমার শোনা অন্যতম সেরা স্টোরি এটা ♥
সায়কদা অনেক ধন্যবাদ আপনকে এতো ইউনিক কিছু উপহার দেয়ার জন্য
মস্ত বড় ধামাকার অপেক্ষায় রইলাম ❤️
সায়ক দা সাথে অনির্বাণ দা... সত্যিই অবিশ্বাস্য 🔥❤️
@dsp Raju khan হালকা মুতে ঘুমিয়ে পড় যদি অনির্বান কে না চিনিস
The last plot twist is amazing. Hats off to midnight horror station
Sayak, eta just ki chilo!!!! Twist ta aamar matha ekhono hajom korte paarche na. Honestly this is ur best creation according to me.... All the very best for ur future endeavours.
বোধ হয় একেই বলে মা😭😭😭
যে মানুষটা শুধুমাত্র নিজের সন্তানের মুখের দিকে চেয়ে কঠিন থেকে কঠিন কষ্ট নিরবে হাসিমুখে সহ্য করে যায়। তোমার চরণে শত কোটি প্রণাম মা ♥️♥️♥️
সায়ক দা এবং অনির্বাণদা কে অসংখ্য ধন্যবাদ এই অভূতপূর্ব উপস্থাপনার জন্য🙏🏻🙏🏻🙏🏻
I'm SPEECHLESS..... admire Anirban A LOTTT.... extremely talented. His voice, expressions everything I love about him. Aman is excellent too..... Best wishes to you all.....🌷🌷🌷
❤️👍🏿👍🏿
অব্যক্ত একটা অসাধারণ গল্প... প্রিয় নায়ক আর প্রিয় গল্পকারের এই রকম মেলবন্ধন একদম আলাদা এক ভালোবাসা ❤
আমি তোমার সব গল্পঃ শুনেছি দা.........এই গল্পঃ টার মধ্যে এক অদ্ভুত মাতৃত্বের স্বাদ জড়িয়ে আছে
গল্পঃ টা অসাধরন হবে জানতাম -
1. গল্পটা সায়ক দা র
2. অনির্বাণ ভট্টাচার্য
গল্পটা এতটাই হৃদয় স্পর্শী যে, তার গভীরতা ভাষায় প্রকাশ করার মতো নয় ............❤️❤️❤️❤️
"আমার যত গল্প ছিল" র মতো গল্প চাই🧿🌻
I was totally confused that what was happening!! But wasn’t prepared to find such a finishing
সায়ক দা + অনির্বাণ স্যার একসাথে.....😍😍😍 পুরো জমে ক্ষীর... ❤️❤️❤️
অপেক্ষায় রইলাম।। 🤗
@dsp Raju khan actor 😑
অনেকদিন পর একটা গল্প শুনলাম অন্তরের সূক্ষ্ম অনুভূতি নিয়ে।
দারুণ একটা উপস্থাপনা।
শুনতে শুনতে কখন অজান্তে যেনো ডেকে উঠলাম ...... "মা" !
💕কভারম্যান অভিব্রত দার জবাব নেই 💕🌸♥️আর অপেক্ষায় রইলাম 💙💚 দ্য লিজেন্ড🙏 অনির্বাণ দার কন্ঠে লিজেন্ড 🙏সায়ক দা র গল্প 💥🙏💚💙MHS এর সেরা গল্প হতে চলেছে
Ki bolbo bujhte parchi na ei rokom twist hobe golpo tar kolponar baire tomake salam tumi amader generation r ekjon osadharon lekhok... Rhyme,Sokh amar favorite aaj tumi seta keo chapiye chole gele... Ar Anirban Bhattacharya jekhane ache sekhane to super duper dhamaka hote baddho.... Please erokom aro story likho... Lot's of love and respect❤.....
Speeches দাদা 🥺 একি করলে তোমরা ? এত নিখুত এত????? Salute sir salute... যেনো আসতো একটা ফিল্ম দেখলাম তবে চোঁখ দিয়ে নয় কান দিয়ে🔥
Anirban + sayak aman = match made in heaven. Love this piece of art. A creation that will be memorized for decades.
অপেক্ষায় রইলাম ৷ 💝💝
আর যেহেতু এটা " সায়ক আমান " - এর লেখা , তাহলে তো কোনো কথাই নেই। এখন থেকেই মনে হচ্ছে যে পুরো জমে যাবে !😍😍
1000000000/10 ........it was THE best ever story in audiobook history.... magnificent plot twist and beyond imagination story telling ❤️❤️❤️....
MINDBLOWING. JUST FANTASTIC.
Sayak da ke anek dhonyo baad for writing this story..!
Myy goodness's 🙏🙏🙏🙏
Puro bhinnoshader golpo.❤️❤️❤️
R Anirban da k etoogullo chummu😘😘😘😘
শ্রোতাদের খুশি র জন্য একটি কথা ই যথেষ্ট - ' সায়ক আমানের গল্প ' আর অনির্বান দা আছে মানে কোন ও কথা বলার অপেক্ষা ই রাখে না ❤❤
Speechless. Although being a mother, I can't even dare to feel the pain. Hats off and thank you for the story.
কমেন্ট পড়াটা যেনো রোজকারের অভ্যাস এ দাড়িয়ে গিয়েছে 😌❤️
আপনারা কি বলেন....??????
Hmm akdom ❤️😀
@@puja_27__😯💞
Right
@@railohar4105 🥺
গল্পটার সাথে আমার জীবন কাহিনীর অনেক মিল আছে....
কারণ, আমিও তো adopted child....
আসল মা কে দেখিনি কক্ষনো, তবে তার গায়ের গন্ধ এখনও মনে পরে...
কিন্তু যখন দশ মাস আমার, তখন.....
যাক....
গল্পটা শুনতে শুনতে পুরনো সৃতি গুলো খুব মনে পড়ছিল....
আজ অনেক কেঁদেছি....অনেক টা....
বুক চাপা কষ্ট গুলো অনেক দিন পর বের করতে পারলাম....
লালন গীতি টা আমার কান্নার আগুনে ঘী ঢাললো....
ধন্যবাদ.... ❤️
আরো শক্ত করতে পারলাম নিজেকে....
Oh nonono😮 .... এই দুই অসাধারণ কণ্ঠ, প্রিয় channel-এ, একসাথে... ভাবাই যাচ্ছে না জাস্ট... প্রচণ্ড excited... আর thanks এই দুর্দমনীয় উপস্থাপনার জন্য ❤️
While hearing this i got tears running down my eyes! What a story!! Best story aaj obdi shona
আরে বাঃ!!😁😁😍😍 সক্কাল-সক্কাল দুর্দান্ত খবর। মনটা ভালো হয়ে গেলো। একদিকে সায়কদার লেখা অন্যদিকে অনির্বাণ স্যারের কন্ঠস্বর 😍😍
কিছু বলার নেই .. শুধু একটাই কথা "মুখোশে ভয় পাই আমি" ..
আরো অনেক জন কে শোনাবো এই গল্প
Din ke din aro aro jome jaachhe hain?!! 🤩
Anirban Da has lately become one of the most fabulous young actors of Bangla cinema, but before that he was an exceptional theatre artist!! And the history of performing arts will tell you that without thought provoking theatre, the history of cinema would’ve been incomplete. Around 80 percent of the best actors that you see in the entire INDIAN CINEMA fraternity are products of the Indian theatre scene. Aar theek oi kaaron ei Anirban da r voice acting o exceptional! Saradindu Bandopadhyay er historical novels gulo rendition er somoy, Mirchi te last sune chhilaam!!
Aar amader Kolkata r priyo lekhok ke niye toh kono kothai hobe na!! It’s just so awesome to see these two creative minds to come together for a project like this!!
Just can’t wait!! ❤️
Ufff this type of story, i have never heard in my life.... অসাধারণ... 😍😍মন টা যেনো কেমন হয়ে গেলো... 😔😔😔কিন্তু গল্প টা আর উপস্থাপনা দারুণ... মোট কথা হৃদয় ছুঁয়ে গেল.... ❤️❤️❤️😍😍
মন ছুঁয়ে গেল ❤️💓। আর সঙ্গে লালন গীতি টি গল্পটিকে আলাদা মাত্রা দিয়েছে। সব মিলিয়ে অসাধারণ🙏।
এই প্রথম সায়ক আমানের গল্পপাঠ শুনলাম, চমৎকার বলার ভঙ্গী! অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় বলার অপেক্ষা রাখে না। মনে হচ্ছিল যেনো সবটুকু চোখের সামনে ঘটছে! আর কাহিনীটি ও নতুনত্ব এ ভরা। মা তো মা-ই হয়, শেষে মা এর ঐ আর্তনাদ ভরা কান্না শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না। মনে হলো যেনো আমার নিজের মা-ই কাদঁছে। আমি আমার মাকে খুব ভালোবাসি। ওরকম মুখোশ জীবনে না আসাই ভালো, লেখক মশাই ঠিকই বলেছেন!🙏🙏
শেষ এর সেই গান আর কথা কটা চোখে জল এনে দেওয়ার মতো 🙃
Hi
Just speechless 💝💝💝💝💝💝💝 অনির্বাণ এমনিতেই ক্রাশ 😍 এবার গল্প টা হরর বিহীন but এটা অন্য মাত্রায় পৌঁছল💝💝
এই চ্যানেলটা যে আমাদের কাছে কি তা বলে বোঝানো যাবে না। গল্পটা এককথায় চমৎকার। আর ওই দুটো কন্ঠ (সায়কদা আর অনির্বাণ দা) নিয়ে কিছু বলার নেই! এই ৫১মিনিট ৪৩সেকেন্ড মুগ্ধ হয়ে গল্পটা শুনছিলাম ❤।
Best! Best! Best! Best!...👍👍👍👍kono dinoo bhulbo na... Lots of love Anirban da ebong Shaok da... 💖💖💖💖
The way he said "এই ছাদে যাবি ? " 😯😯😯.... U guys r the best❤️❤️. Anirban and Sayak ...... ❤️❤️❤️
Ata amon akta golpo jakhane mayedar kosto sojjo korar khomota bojajai
Amr kache ata best golpo ❤️
I have never heard this kind of story, it is so different. Lovely narration.
👍🏿👍🏿👍🏿
অসাধারণ এতো আত্মত্যাগ❤️ মন টা ভরে গেল 😘😘😘 খোকা আর তার খোকা এর জন্য অনেক শুভকামনা রইলো ❤️🌹🌹🌹
অসাধারণ❤❤❤😘
chokhhey jol chole alo..
দুখ জাগানিয়া গল্পে নিজের নামটা শুনে বড্ড খুশি হয়ে ছিলাম.... ধন্যবাদ দেওয়াটা কী ঠিক হবে? তবুও বলব,আমার কাছে মন খারাপের দিনে বা খুব আনন্দের দিনে সঙ্গীর নাম "সায়ক আমান"... খেয়া গল্পে যেরকম অন্ধকার বারান্দা ছিল, তুমি ও আমার জন্য ঠিক সেরকম.... গানের গলাটা তোমার বরাবর ভালো... গান ও তো শোনাতে পারো...গান শুনতে চাওয়া টা একটা আবদার বলতে পারো....অনেক কিছু ভাবি বলব... কিন্তু ওই বলে ওঠা হয় না...শেষে একটা কথা না বললেই চলে না... তোমার সঙ্গে দেখা করার লোভ টা ছাড়তে পারছিনা.... তো আশা রাখি দেখা হবে.... 🧿🌻
Darun golpo!! @Sayak Aman and @Anirban Bhattacharya
What a story! Just loved it .. ❤! So much emotion, so much warmth.. just a stunner. Great job 👏
সায়কের কত গল্পই তো শুনলাম কিন্তু এমন মানবিক মর্মস্পর্শী আর একটাও শুনেছি বলে মনে পড়ছে না।আর কি উপস্থাপনা!লালনগীতির এমন অনবদ্য ব্যবহার গল্পটিকে অন্য মাত্রা দিয়েছে।ধন্যবাদ team mid night horror station কে।
51:43😍😍 uuuuufffffffffff......🎉🎊
জমে পুরো দই, ক্ষীর, মাখন, পনির ,আইসক্রিম, চকলেট, সব....🎉🎊👍🏻👍🏻😍😍❤️❤️
😆🤣😂
গল্পটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো
এই ভাবেই এগিয়ে যাও সায়ক দাদা 🙂। আশা রাখছি এই "Midnight horror station"❤️ আরও অনেক দূর এগিয়ে যাবে। তবে অনেক দিন খিল্লি করা হয় না🤔। সব serious level এর গল্প। এমন এক্কানা গল্প আনো দিকি যাতে দন্ত বিকশিত করিতে করিতে খাট হইতে উলটাইয়া পইরা যাই🤔🤔।
😂🤣😂🤣👍🏻👍🏻
@Riju Sau tai naki 😯!! Kon channel?
@Riju Sau ei tumi r prokhor rudra prokhor rudra koro na toh ..ekta new dialogue bolo..🙂
অপূর্ব.. এরই নাম সায়ক আমন...
এক গল্পপ্রেমী সাহিত্যপ্রেমী প্রৌঢ়ার, ভালোবাসা নিও। আর গুণীকে প্রণাম জানাই।
Storm in summer afternoon and climax of sayak aman story is just unpredictable...... Lots of love... Would like to hear some crime thrillers
Golper level ta just kolponai korte parchina...sotti Sayak Aman er proti respect din din berei jache ..r Anirban Bhattacharya to sobsmy priyo chiloi....sotti darun uposthapona...darun laglo....hats off ..❤️❤️
বহুদিন বাদে এক বাকরুদ্ধ গল্প শুনলাম ।। দুই নক্ষত্র একসাথে সায়ক দা এবং অনির্বান দা ♥️✨
Sayani dir ki voice acting 😲 Ranadip da ki darun voice actor seta vebe bhoy lagche 😱🤯
অপেক্ষা করছি সায়ক দা। অনেক দিন পর তোমার লেখা গল্প শুনতে পাবো ভেবেই খুব আনন্দ হচ্ছে❤️
এক অসাধারণ গল্প শুনলাম, গল্পের কনসেপ্ট এত দুর্দান্ত, ভাবনার বাইরে এইরকম কিছু হতে পারে, ভীষণ ইউনিক কনসেপ্ট থাকে আপনার প্রতিটি গল্পে আর থাকে এক অদ্ভুত রেশ, মন কেমন করা এক অনুভূতি।
Sayak Aman is legend of twist in bengali modern literature, hats off man 💚 anirbanbabu is the best always in terms of executing any difficult character🤩 thank you for the combo midnight horror station
কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। কিছু গল্প অনুভূতিতে সারাজীবন মিশে থাকে। এই গল্পটাও সেরকম। যখনই মনে পড়বে,সারা শরীর আর মনে ঠিক গল্পের রাতের মতোই ঝর ঝাপটা বইবে। অসংখ্য ধন্যবাদ
Eagerly waiting for the story and the most special thing is..it is written by my favourite Sayak Amam
এই গল্পটা সায়ক আমনের একটা চিরকালের সেরা গল্প হিসেবে রয়ে যাবে। এতো অদ্ভুত সুন্দর যে মনকে গভীর ভাবে ছুঁয়ে গেল। এর রেশ থেকেই যাবে। One of the best climax.. সত্যি বর্ণনা করার কোনো ভাষা নেই।
আমি তোমার থেকে অনেক বড়ো হ্ই।আর্শীবাদ করি, অনেক বড়ো হও... সাহিত্যে চর্চা আরও সমৃদ্ধ হোক। সুস্থ থাকো।
প্রথম দিকে মনে হচ্ছিল গল্পটা শুনবো না।ভীষণ অস্বস্তি হচ্ছিল। কিন্তু সায়ক এর নামের ওপর ভরসা করে শুনেই ফেললাম
।আর বারবার কেঁপে উঠছিলাম। শেষমেশ কেঁদে ফেললাম। আর কিছু লিখতে পারছিনা। সুস্থ সংসার খুব দরকার একটা সুন্দর সুস্থ মানুষ তৈরি করার জন্য।গল্প থেকে গান ,পোস্টার থেকে অভিনয় সব 200/100।
গল্পটা শুনতে শুনতে বুঝতেই পারিনি কিভাবে এক এক করে একান্ন টা মিনিট কেটে গেলো..🙂❤️
Goosebumps throughout the story and tears at the end, Bravo Sir Sayak, Bravo !
গল্পটি শুধু শুনলাম না মনে হল প্রান দিয়ে অনুভব করতে পারলাম। অসাধারণ সুন্দর উপস্থাপনা। অবশ্যই এরকম একটা গল্প লেখার জন্য লেখক আলাদাভাবে প্রশংসার দাবি রাখে।
Sayak da I listened all your stories from different platforms. Believe me you have "gifted " writing skill . All your stories are very very " different" and very engaging. You will definitely get ultra success in life. Very few person have this kind of thinking skills. R Anirban dar kotha ki ba bolbo . Today's Bengali flim industry has an indentity just because of few "actors". Anirban da is one of the biggest part of it. So there is nothing much say about him. He is a legend of bengali flim industry. 👍❤️.
আমি না একটু কনফিউজড যে লোক টা গল্প বলছিলো এবং শেষে সুইসাইড করলো ওই ক্যারেক্টারটা আসলে কে ছিলো?
সায়কের সাথে কি সম্পর্ক!?
@@nidhiniloy686 je lokta golpo bolchilo sei holo sayan er ma
Jake tar baba shorir bodle diechilen
গল্পটা শুনে ভয় পেয়েছি, কষ্ট পেয়েছি, কেঁদেছি, এত রকম অনুভূতির এত অদ্ভুত মিশ্রণ কোন গল্প শুনে খুব কমই হয়।নিঃসন্দেহে এটা একটা অসাধারণ গল্প। অর্নিবাণদার voice এ এটা যেনো একদম বাস্তব হয়ে উঠেছে। খুব ভালো লাগল এত সুন্দর গল্পটা শুনে ❤️❤️❤️❤️❤️
I got goosebumps listening to it. The end twist was soo unexpected. The story is so intense. Anirban so good
আমি অনেক অনেক গল্প শুনেছি। পড়েছি। আজ অবধি কোনো গল্প আমাকে এইভাবে নড়াতে পারেনি আজ আপনারা যেটা করলেন। হয়তো আমার অনেক মিল খুঁজে পাওয়ার জন্য। বা হয়তো আপনাদের অভূতপর্ব বলার ভঙ্গিমা। যাই হোক। আমাকে এইভাবে কাদানোর জন্য, বোঝানোর জন্য যে আসলে অঙ্গ কি , সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। চিরও শ্রোতা ছিলাম। আছি। তবে এর থেকে ভালো কোনো কিছু আপনাদের থেকে হয়তো আর নিয়ে যেতে পারবোনা। সকল কে ধন্যবাদ।
কিছু বলার নেই, অসাধারণ, অপূর্ব, সুন্দর বললেও কম midnight horror station এর সেরা এই "নকল মুখ"👈🏻❤️