সওয়াবের উদ্দেশ্যে যেসমস্ত স্থানে যাওয়া যাবেনা || Mau. Mozammel Haque New Waz

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • সূরা মুনাফিকুন এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৪ [শেষপর্ব], আয়াত : ৭-১১ || Surah Munafikun Tafsir : 7-11 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center.
    #tahjibcentermozammelhaque
    Stay tuned by subscribing to our channel to hear more new Waz mahfil, tafsir mahfil, hamd-naat / Islamic music, and recitation of the Holy Quran.
    সুরা মুনাফিক্বুন
    هُمُ الَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُوا عَلَى مَنْ عِندَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنفَضُّوا وَلِلَّهِ خَزَائِنُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَفْقَهُونَ
    তারাই বলেঃ আল্লাহর রাসূলের সাহচর্যে যারা আছে তাদের জন্যে ব্যয় করো না। পরিণামে তারা আপনা-আপনি সরে যাবে। ভূ ও নভোমন্ডলের ধন-ভান্ডার আল্লাহরই কিন্তু মুনাফিকরা তা বোঝে না। [সুরা মুনাফিক্বুন - ৬৩:৭]
    يَقُولُونَ لَئِن رَّجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ
    তারাই বলেঃ আমরা যদি মদীনায় প্রত্যাবর্তন করি তবে সেখান থেকে সবল অবশ্যই দুর্বলকে বহিস্কৃত করবে। শক্তি তো আল্লাহ তাঁর রসূল ও মুমিনদেরই কিন্তু মুনাফিকরা তা জানে না। [সুরা মুনাফিক্বুন - ৬৩:৮]
    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْخَاسِرُونَ
    মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ত তি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয়, তারাই তো ক্ষতিগ্রস্ত। [সুরা মুনাফিক্বুন - ৬৩:৯]
    وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ
    আমি তোমাদেরকে যা দিয়েছি, তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় কর। অন্যথায় সে বলবেঃ হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। [সুরা মুনাফিক্বুন - ৬৩:১০]
    وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاء أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
    প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। [সুরা মুনাফিক্বুন - ৬৩:১১]

Комментарии • 79

  • @mctv895
    @mctv895 Год назад +3

    আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোরআনের থেকে আলোচনা ধন্যবাদ হুজুরকে

  • @TafsirulQuranbangla
    @TafsirulQuranbangla Год назад +2

    আল্লাহ হুজুরের মঙ্গল করুন, তাকে সুস্থ রাখুন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এমন মহান আলেমের কাছ থেকে কুরআনের দর্শন বোঝার সু্যোগ করে দিয়েছেন।

  • @AbdulMatin-sn6vu
    @AbdulMatin-sn6vu 11 месяцев назад

    সকল প্রসংশা আল্লাহর জন্য। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। হুজুরের নেক হায়াত দান করুন হে আল্লাহ।

  • @mainulhasan8565
    @mainulhasan8565 Год назад +2

    আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান

  • @mdmahfujarrahman52
    @mdmahfujarrahman52 Год назад +4

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়ের, আমিন।

  • @tusharkuakata8188
    @tusharkuakata8188 Год назад +2

    আলহামদুলিল্লাহ অসাধারণ

  • @KS3nnn937
    @KS3nnn937 Год назад +4

    Allhumdulillah❤

  • @MRFIslamicTV
    @MRFIslamicTV Год назад +9

    আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্,,🌴🌴🌾🌾🌿🌿

  • @mdzsz1997
    @mdzsz1997 Год назад +3

    Alhamdulillah

  • @user-cu7hv5hc5l
    @user-cu7hv5hc5l 3 месяца назад

    আলহামদুলিল্লাহ

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 Год назад +6

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,
    পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,,,
    হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন আমিন,,,,,,,

  • @jahangirhossain3803
    @jahangirhossain3803 Год назад +6

    আলহামদুলিল্লাহ্, হুজুরের তাফসির যতই শুনি ততই ভালো লাগে। নতুন নতুন অনেক তথ্য জানতে পারছি। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন আমিন।

    • @bazlurrahman3265
      @bazlurrahman3265 Год назад

      আল্লাহর তফছির কি অসম্পূর্ণ? আল্লাহ নিজেই বিস্তারিত তফছির করে দিয়েছেন ।হুজুর কে তফছির করার অনুমতি কে দিল? কুরআন পড়ুন ও বুঝুন। বজলুর রহমান। ১-২১৩-৪৭৬-২৮২০। ॥

  • @user-dr9jv1tf2z
    @user-dr9jv1tf2z Год назад +3

    আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততোই ভাল লাগে অনেক কিছু জানতে পারি। আল্লাহ হুজুরের সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আর আমি সহ সকল মুসলিম ভাইদের হেদায়েতের পথে রাখেন আমিন। হুজুর আমাদের দেশের জন্য বড় নেয়ামত যারা বুঝতে পারেন।

  • @mdlutfurrahman1678
    @mdlutfurrahman1678 Год назад +5

    Allah bless you. Thanks for your new lecture ❤

  • @KamalHushen123
    @KamalHushen123 Год назад +3

    হায় আল্লাহ এই ব্যপার আমার মধ্যে আছে ❤

  • @md.ataurrahman1392
    @md.ataurrahman1392 Год назад +2

    খুব ভাল

  • @MdSattar-dq4yu
    @MdSattar-dq4yu 6 месяцев назад +1

    ❤❤❤❤

  • @safwanreactionbd4926
    @safwanreactionbd4926 Год назад +2

    ❤ Alhamdulillah ❤

  • @IslamAzizul-ze5dc
    @IslamAzizul-ze5dc Год назад +1

    Amin

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Год назад +1

    আলহামদুলিল্লাহ্‌

  • @IslamAzizul-ze5dc
    @IslamAzizul-ze5dc Год назад +1

    Mashaallah

  • @md.abuhasanbabul6992
    @md.abuhasanbabul6992 Год назад

    সুবাহানাল্লাহ্

  • @user-fc8hw5qq6b
    @user-fc8hw5qq6b Год назад

    আলহামদুলিল্লাহ।

  • @MizanurRahman-lx3te
    @MizanurRahman-lx3te Год назад +2

  • @IslamAzizul-ze5dc
    @IslamAzizul-ze5dc Год назад +1

    Subhanallah

  • @sopikulislam6236
    @sopikulislam6236 Год назад +1

    ❤❤❤❤❤❤অাল্লাহর জন্য ভালো বাসি হুজুর কে, আল্লাহ হুজুর কে নেক হায়াত দান করুন আমিন

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Год назад +1

    Thanks for your new lecture

  • @syedahmed2728
    @syedahmed2728 Год назад

    Bismillahirrahmanir rahim
    Maulana sab mittah hadith keho e manbena,
    aponi shobdo korun aborjona shobder poriborthe jaal bolajethe pare shobder shalinothar jonno
    Abong jaal hadith amora kewyi manbona
    Jazakallahu khairan

  • @aktarujjamanmolla28gmail
    @aktarujjamanmolla28gmail Год назад

    আল হামদুলিল্লাহ

  • @AlQuranAcademy-bu6it
    @AlQuranAcademy-bu6it 10 месяцев назад

    আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই,, এইসব গল্প কাহিনী শুনা থেকে।

  • @abdurroufkhan954
    @abdurroufkhan954 Год назад +2

    সুরা বাকারা আয়াত ১৭৭ এর তফসির করেন

    • @IsmailHossain-sm9ok
      @IsmailHossain-sm9ok Год назад

      বিশ্বাস আর সৎ কর্ম করলেই জান্নাত ॥

  • @JahanaraBegum-ix4bm
    @JahanaraBegum-ix4bm Год назад +1

    Assalamualikum sukriya

  • @mdfoyejahmed4908
    @mdfoyejahmed4908 Год назад

    ❤❤❤❤❤

  • @mamunmamun135
    @mamunmamun135 Год назад

    শুক্রবারের ফরজ নামাজ দুই রাকাত। যদি একা একা নামাজ পরি তাহলে কত রাকাত নামাজ পরতে হবে।উত্তর দিবেন

  • @raferafe5067
    @raferafe5067 5 месяцев назад

    মা'র ফতের বয়ান করুন কুরানের মধ্যে কোন আয়াত আছে।

  • @amirhossain4072
    @amirhossain4072 Год назад

    হযরতের বিরুদ্ধে বেশ কয়েকবার হাদিস অস্বীকারের অভিযোগ উঠেছে। কাজেই উনার ওয়াজ নসিহত সকলের বর্জন করাই শ্রেয়।

  • @shamsuddinchowdhury8490
    @shamsuddinchowdhury8490 Год назад

    মুহতারাম
    আসসালামু আলাইকুম
    আজরাইল কে বলবেন কি?

  • @abduljalilkhan5180
    @abduljalilkhan5180 Год назад +1

    আল্লাহ তায়ালা পৃথিবী ভ্রমন করতে বলেছেন। নবীজী তিন যায়গা বলেছেন। মর্মার্থ কি? হুযূর বুঝিয়ে বলুন।

  • @mahbuberrahman9994
    @mahbuberrahman9994 Год назад

    Hujor Sahid minara ful deya ki Sirk. Plz janaben.

  • @SkRejaulHaqueRejaul
    @SkRejaulHaqueRejaul Год назад

    Tahajob centre er kache ekta request,hujor k ekta posno tabij use ki sirk

  • @MdAlal-qp2ul
    @MdAlal-qp2ul Год назад +1

    ✋✋✋✋✋✋✋✋✋✋✋✋✋✋✋🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕👍👍👍👍🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👍👍🇧🇩😭👍✋🤲🖕

  • @mrm-0764
    @mrm-0764 Год назад

    Hujur salat nije noje porle hobe na o jamat er shate porte hobe eta Quran e kothay ache? Ar kivabe munafek hoy Quran e ache?

  • @choncholhossen
    @choncholhossen Год назад

    মাঝে মধ্যে একটু হাদিসও বলতে হবে। শুধু কোরআন দিয়ে কি সব কিছু বোঝানো সম্ভব?

  • @IsmailHossain-sm9ok
    @IsmailHossain-sm9ok Год назад +2

    হুজুর নামাজের কথাই যেহেতু বলছেন সেহেতু আপনাকে একটা প্রশ্ন করি সম্ভব হলে উত্তর দিয়েন,
    প্রশ্ন টা হলো পাঁচ ওয়াক্ত নামজ নিয়ে পবিত্র কোরআনে কত নাম্বার আয়াতে বলছেন ?
    আমার জানামতে সকাল সন্ধ্যা হাজির হওয়ার কথা বলা হয়েছে,
    কিন্তু হাজির হয়ে এই প্রচলিত সেজদাহ রুকু সুরা কেরাত পড়া হয় এ গুলো আমরা কোথায় পেলাম ?
    আর বাকি তিন ওয়াক্ত নামাজের কথা কোন আয়াতে পেলেন ?
    এবং আমরা যে নিদৃষ্ট করে ফরজ এতো রাকাত সুন্নত এতো রাকাত পড়ি এটা কোরআনের কোন আয়াতে পেলেন ?
    জানিনা উত্তর দিবেন তবে উত্তর টা দিলে অনেক উপকৃত হবো॥
    আপনি যেহেতু কোরআনের কথা সরাসরি বলেন তাই সম্ভব হলে সরাসরি উত্তর দিয়েন॥
    আর পবিত্র কোরআনে সালাত শব্দ টি অনেক বার এসেছে কিন্তু এই সালাত শব্দগুলোর অর্থ কি এই প্রচলিত নামাজ ?

    • @Guerilla_pubgmbd1999
      @Guerilla_pubgmbd1999 Год назад

      আপনি যদি হাদীস না মানেন, তাহলে আপনার কোনো প্রশ্নের উত্তরই পাবেন না। সব কিছুই যদি কুরআন থেকে চান, তাহলে রাসূলের কথা/ব্যাখ্যা নিবেন কোথায় থেকে?

    • @IsmailHossain-sm9ok
      @IsmailHossain-sm9ok Год назад

      @@Guerilla_pubgmbd1999 আমার প্রশ্নের উত্তর দিন কোরআনে না থাকলে হাদিস দিয়ে দিন॥
      তারমানে সালাতের অর্থ এই প্রচলিত সালাত নয় আর সালাত মানে এই প্রচলিত নামাজ না ॥
      সৌদি আরব যখন একে একে হাদিসের পথ বন্ধ করে দিবেন তখন বুজবেন কত ধানে কত চাল॥
      সঠিক উত্তর দিয়েন প্লিজ ॥

    • @IsmailHossain-sm9ok
      @IsmailHossain-sm9ok 11 месяцев назад

      আমার প্রশ্নটা কি সঠিক প্রশ্ন হলো না ?

  • @mdakhtarhossain3205
    @mdakhtarhossain3205 Год назад

    ফজর ও এশার নামাজ মসজিদে পড়ব কিন্তু ইমাম সাহেব হাদিসের বয়ান করেন।হাদিসের জালজয়িপ আছে। তা হলে কেমন করে নামাজ আদায় করবেন।

  • @AminulIslam-cg8qe
    @AminulIslam-cg8qe Год назад

    Se se?

  • @ZakirHossain-wh2qj
    @ZakirHossain-wh2qj Год назад

    আমি আহালে কোরান বলছি:
    ১। দুনিয়ীতে রাসুল এর জামা পাইল, জানাজা পাইল , চাচারে মুসলিম বানাতে পারলনা, আল্লাহ বলেছে তুমি ৭০ বার বল্লেও আমি কবুল করব না । তাহলে পরকালে রাসুল কিভাবে দোজক থেকে উদ্ধার করবে?????

    • @bablu-ig7ro
      @bablu-ig7ro Год назад

      Vai Allah Ader ke Eman dei nai tader kufrir karone ,onek beshi kufri korese, tai rasul tader imander banate pare nai, kintu jara Iman Nia mrittu boron korese kintu genaher karone Jahanname jasse tader k shafaet Kore jannate Nia jete parben, jemon duniate Chakrir khettre tulonamulok Kom medhabir Chakri hoi, Jodi Chakri Datar Sathe kono Valo somporko thake, jara duniate rasul k onusoron korbe Valo basbe tader k jannate Nia Jabar permission Allah rasul k diben. Vai apna k bossi Hadis ba rasuler jibon dorson Sara kuran bujhte parben na mane Allahor ebadat kivabe korte Hobe bujhte parben na Tahole Apni Ahole Kuran kivabe hote paren. Rasul bidai hojjer vasone Bolesen Tomra 2 jinis k Akre dhore thakbe
      1. Kuran 2. Rasuler Sunnah,

    • @ZakirHossain-wh2qj
      @ZakirHossain-wh2qj Год назад

      @@bablu-ig7ro আমি আহালে কোরান বলছি:
      আপনাকে ধন্যবাদ চেষ্টা করেছেন বুঝতে ও আমাকে বুঝাতে। তবে ভাই ধর্ম বুঝতে হবে কোরান যে ভাবে বলেছে ।
      ১। রাসূলগন যখন কোরান এর বাহির চিন্তাও করতেন তখন শয়তান ফুৎকার দিত। আল্লাহ আয়াত দিয়া সোজা করতেন।
      এ আয়াত মাফিক আপনি কোরান এর বাহির ধর্মের কোন কিছু বুঝতে বা শুনতে পারবেন না।
      ২। আয়াত বলে মৃত্যুর সময় কাফের বলবে আমাকে সময় দেন ঈমান আনার জন্য ও দান করার জন্য।
      ঈমান দুনিয়ীতে আনতে হয় ও দান করলে গুনাহ মাফ দুনিয়াতে । পরকালে বিনিময় হয় না।
      ৩। মৃত্যুর পর মানুষ দু ভাগে বিভক্ত
      ক. কাফের:
      যারা আল্লাহ কে বিশ্বাস করে না।
      যারা আল্লাহ কে বিশ্বাস করে ও মুত্তি পুজা খরে।
      যারা আল্লাহ ও রাসূল এর নামে মিথ্যাচার কর।
      আল্লাহ বলে কোরান ছারা সমস্ত বই লিখার জন্য কৈফিয়ত দিতে হবে।
      খ। ঈমানদার:
      আল্লাহ কে এক মানে ।পরকাল মানে। রাসূলদের মধ্যেও পার্থক্য করে না। কোরান মানে । ফেরেস্তাদের মানে সৎকাজ করে।
      আয়াত বলে আমি যাদেরকে বেহেস্তে নেব তাদেরকে দুজন অতিরিক্ত ফেরেস্তাদের দারা দুনিয়াতে সৎ করাই যার বিনিময় বেহেস্ত দেই।
      উদাহরন কোরান থেকে:
      অপরাধ করার পর আল্লাহ কেন কি ভাবে মাফ করেন?
      ১। আদম আ: গাছের নিকট গিয়া অপরাধ করেছে। আল্লাহ শিখানো দোয়া পরেছে ।আল্লাহ মাফ করে দিছে।
      ২। মুছা আ: থাপ্পড় দিয়ে মানুষ মেরেছে । মাফ চাইছে মাফ করে দিছৈ।
      ৩। আল্লাহ কথা না মানাতে মাছের পেটে গেছে । দোয়া পড়ছে. মাফ হয়েছে।

    • @mominulhasantarif3676
      @mominulhasantarif3676 Год назад

      মোজাম্মেল বল তো উহুদের যুদ্ধ কোরআনের কোথায় আছে?

    • @ZakirHossain-wh2qj
      @ZakirHossain-wh2qj Год назад

      @@mominulhasantarif3676 উহু যুদ্ধ নবীর আমলে, নবীর জন্য কর্তব্য। আমাদের কে ঐ ব্যপারে জিজ্ঞেস করা হবে না। যে ঘটনা কোরান দারা যতটুকু জানাইয়াছেন তার অতিরিক্ত বলা যাবে না।

  • @ShafiqulIslam-et1lg
    @ShafiqulIslam-et1lg Год назад +1

    😂😂😂 হাদিস বাদ দিয়ে কুরআন দিয়ে প্রমাণ দিন।

  • @kumkumislam8567
    @kumkumislam8567 4 месяца назад

    😂

  • @abdussalam-vd6qt
    @abdussalam-vd6qt Год назад +3

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,

  • @mdnazmulhuda9973
    @mdnazmulhuda9973 Год назад +3

    আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাল্লাহ

  • @md.abuhasanbabul6992
    @md.abuhasanbabul6992 Год назад

    সুবাহানাল্লাহ্

  • @mozammelmozammel5886
    @mozammelmozammel5886 Год назад +1

    Alhamdulillah

  • @ziauddin7121
    @ziauddin7121 Год назад

    আলহামদুলিল্লাহ

  • @raferafe5067
    @raferafe5067 5 месяцев назад

    মা'র ফতের বয়ান করুন কুরানের মধ্যে কোন আয়াত আছে।

  • @Sooneeta405
    @Sooneeta405 Год назад +1

    Alhamdulillah