কোরআন টা আপনি কতটুকু জানেন ভাই? আমার মনে হয় কিছুই জানেন না, শুধু অন্ধবিশ্বাস। সমাজে প্রতিষ্ঠিত মোল্লার ইসলাম আর আল্লাহর মনোনীত কোরআনের ইসলাম এক নয়। বাংলাদেশের ৯৯% মুসোলমান এবং মোল্লারা কোরআন অনুযায়ী জালেম। সাধারণ মুসলমানরা ২/১৭৪ নং আয়াত অনুযায়ী জাহান্নামের আগুনখোরের অন্ধ ভক্ত এবং অনুসারী। আমার জীবনের ২৭ বছরের গবেষণা এবং অভিজ্ঞতা থেকে বলছি। ধন্যবাদ।
স্যার ভুল বললেন, আমাদের সংবিধান ৫৩ বছর টিকে নেই। একাধিকার পরিবর্তন করতে হয়েছে, হয়তো বাদ দেওয়া হয়নি কিন্তু আমাদের সংবিধান ও ৫৩ বছর মৌলিক নয়। আপনার মেনশন করা বিষয়টা মূলত মৌলিকতাকে বুঝিয়েছিলো। আমাদের সংবিধান শক্ত নয় বরং দূর্বল। এই যে আমরা ২৪ এও আবার পরিবর্তন চাচ্ছি এটাই দূর্বলতাকে প্রকাশ করে। এমনকি অনেকেই যে ভেঙ্গে দিয়ে নতুন সংবিধান লিখতে বলছে সেটাই মূলত সংবিধান কা প্রশ্নবিদ্ধ এবং বাতিল করে দিয়েছে। আশা করি বিবেচনা করবেন। ধন্যবাদ
সংবিধান সংরক্ষণ এবং সংবিধান অক্ষুন্ন রাখার চেষ্টার অভাব আছে এ জাতির💔 যতদিন' না সংবিধান এর প্রতি সম্মান,চর্চা এবং ভালোবাসা জন্মাবে ততদিন কাটাঁছেড়া চলবেই🥴 জাতিগত স্বত্তা এবং অন্য সংস্কৃতি'কে বেশি প্রাধান্য দেওয়ার কারনেই এ সমস্যা😒
সহমত। সংবিধানের পূনর্লিখন করতে হবে। ২০১৪, ২০১৮, ২০২৪ সালের অবৈধ নির্বাচনের কলংক, ১৯৭২-৭৫ মুজিব শাসনামলের মৌলিক অধিকার হরণের লজ্জা ও একদলীয় বাকশালের নোংরা স্মৃতি এবং আওয়ামী মাফিয়াতন্ত্রের স্মারকলিপি এই নিপীড়িত সংবিধান। সংবিধানের এহেন বলাৎকারের ইতিহাস নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা পদে পদে হোঁচট খাবে। ডঃ কামাল হোসেনের কপি পেস্ট সংবিধান, মানি না মানবো না। সংবিধানের পূনর্লিখন করতে চাই, দিতে হবে। ঢেলে সাজাবো বাংলাদেশ, সংবিধান পাবে নববধূর বেশ।
@@muhammadatiq7709 কিন্তু সেই সংশোধন যদি একটার সাথে আরেকটা সাংঘর্ষিক হয়, সেটা সংশোধন না বলে পরিবর্তনই বলা শ্রেয়। ইনশিয়াল এমেন্ডমেন্ডস আর বর্তমান টার মধ্যে এতবার এমন এমন পরিবর্তন গিয়েছে সেইগুলো সংশোধন কম পরিবর্তন বলা চলে, এমনকি প্রেসিডেন্সিয়াল কাঠামো পরিবর্তনও গেছে। এটাকে দূর্বলতাই বলে ভাই। আগে বুঝুন কি বলেছি। ওই ১০ নং পয়েন্ট ই গোজামিল দিচ্ছে, সে হিসেবে ভারতের টা তো ৭৬ বছর যাবৎ স্ট্রং।
আলোচনার ২য় পর্ব: ruclips.net/video/t19f8ljLKkY/видео.html
মোট ১১
৩= প্রথম তিনটি ফিলোসফি সম্পর্কিত
৩= দ্বিতীয় তিন তিনটি ইনস্টিটিউট
৩= তৃতীয় তিন তিনটি অর্গানাইজেশন
১= সংশোধন
১= বিবিধ
I had the privilege to work with Arif Bhai at an MNC. Such a nice person.
সমৃদ্ধ, আনন্দদায়ক এবং একইসাথে প্রয়োজনীয় আলোচনা।
আপনার লেখা সংবিধান নিয়ে বইটা আমি পড়ি।আপনার প্রতি কৃতজ্ঞতা 🙏
বইটির নাম কি একটু জানাবেন?
তথ্য উপাত্ত সহ বাংলাদেশের সংবিধান
আরিফ খান
সহজ ভাষায় সংবিধান
আরিফ খান
Mashallah Alhamdulillah ❤ excellent learning..
Very articulated discussion. Well-done...
আলোচনা অনেক সুন্দর হয়েছে
বাহ! সুন্দর আলোচনা
This guy possesses scholarly instructional skills. May you live longer & healthier.
QURANIC CONSTITUTION IS THE FINAL CONSTITUTION FOR THE WORLD HUMANITY
সুন্দর আলোচনা
বাহ!!খুবই ভালো লাগলো
Lucky man
Great😊
Really helpful. Thanks a lot.
ওনার বাচনভঙ্গি সলিমুল্লাহ স্যারের মতো😮❤
Correct
He looks like Sheik Mujibur Rahman
❤
❤❤❤❤❤❤❤❤
মানুষের সৃষ্টিকর্তা মানুষ সঠিকভাবে কিভাবে পরিচালিত হবে সেটার জন্য আলকোরআন
কোরআন টা আপনি কতটুকু জানেন ভাই?
আমার মনে হয় কিছুই জানেন না, শুধু অন্ধবিশ্বাস।
সমাজে প্রতিষ্ঠিত মোল্লার ইসলাম আর আল্লাহর মনোনীত কোরআনের ইসলাম এক নয়।
বাংলাদেশের ৯৯% মুসোলমান এবং মোল্লারা কোরআন অনুযায়ী জালেম।
সাধারণ মুসলমানরা ২/১৭৪ নং আয়াত অনুযায়ী জাহান্নামের আগুনখোরের অন্ধ ভক্ত এবং অনুসারী।
আমার জীবনের ২৭ বছরের গবেষণা এবং অভিজ্ঞতা থেকে বলছি।
ধন্যবাদ।
কাকা ❤️❤️❤️❤️
Sir k Sheikh Mujibur er moto lage
3 ta organization a dudok ny?
স্যার ভুল বললেন, আমাদের সংবিধান ৫৩ বছর টিকে নেই। একাধিকার পরিবর্তন করতে হয়েছে, হয়তো বাদ দেওয়া হয়নি কিন্তু আমাদের সংবিধান ও ৫৩ বছর মৌলিক নয়। আপনার মেনশন করা বিষয়টা মূলত মৌলিকতাকে বুঝিয়েছিলো। আমাদের সংবিধান শক্ত নয় বরং দূর্বল। এই যে আমরা ২৪ এও আবার পরিবর্তন চাচ্ছি এটাই দূর্বলতাকে প্রকাশ করে। এমনকি অনেকেই যে ভেঙ্গে দিয়ে নতুন সংবিধান লিখতে বলছে সেটাই মূলত সংবিধান কা প্রশ্নবিদ্ধ এবং বাতিল করে দিয়েছে। আশা করি বিবেচনা করবেন। ধন্যবাদ
সংবিধান সংরক্ষণ এবং সংবিধান অক্ষুন্ন রাখার চেষ্টার অভাব আছে এ জাতির💔
যতদিন' না সংবিধান এর প্রতি সম্মান,চর্চা এবং ভালোবাসা জন্মাবে ততদিন কাটাঁছেড়া চলবেই🥴
জাতিগত স্বত্তা এবং অন্য সংস্কৃতি'কে বেশি প্রাধান্য দেওয়ার কারনেই এ সমস্যা😒
সহমত। সংবিধানের পূনর্লিখন করতে হবে। ২০১৪, ২০১৮, ২০২৪ সালের অবৈধ নির্বাচনের কলংক, ১৯৭২-৭৫ মুজিব শাসনামলের মৌলিক অধিকার হরণের লজ্জা ও একদলীয় বাকশালের নোংরা স্মৃতি এবং আওয়ামী মাফিয়াতন্ত্রের স্মারকলিপি এই নিপীড়িত সংবিধান। সংবিধানের এহেন বলাৎকারের ইতিহাস নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা পদে পদে হোঁচট খাবে। ডঃ কামাল হোসেনের কপি পেস্ট সংবিধান, মানি না মানবো না। সংবিধানের পূনর্লিখন করতে চাই, দিতে হবে। ঢেলে সাজাবো বাংলাদেশ, সংবিধান পাবে নববধূর বেশ।
১০ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। সংশোধন হলো পার্ট অব সংবিধান।
পরিবর্তন.......?????😂😂
একাধিকবার (১৭ বার ) সংশোধনী হইছে যা ১০ নং এর বিধান....... স্যার শেষ এ সেই ব্যাপার টাও বুঝিয়ে দিয়েছেন... 😏
@@muhammadatiq7709 কিন্তু সেই সংশোধন যদি একটার সাথে আরেকটা সাংঘর্ষিক হয়, সেটা সংশোধন না বলে পরিবর্তনই বলা শ্রেয়। ইনশিয়াল এমেন্ডমেন্ডস আর বর্তমান টার মধ্যে এতবার এমন এমন পরিবর্তন গিয়েছে সেইগুলো সংশোধন কম পরিবর্তন বলা চলে, এমনকি প্রেসিডেন্সিয়াল কাঠামো পরিবর্তনও গেছে। এটাকে দূর্বলতাই বলে ভাই। আগে বুঝুন কি বলেছি। ওই ১০ নং পয়েন্ট ই গোজামিল দিচ্ছে, সে হিসেবে ভারতের টা তো ৭৬ বছর যাবৎ স্ট্রং।
7:30
প্র রা মো নি আ বি নি মহা কর্ম সংবিধান সংশোধন করি
~বিবিধ
Apnar ta tik ase vai
ওনি কি সেই বাংলাদেশের সংবিধান বইয়ের লেখক?
হ্যাঁ
যেটা রিটেন আছে টা মনে রাখার দরকার কি? এই ফালতু সিস্টেম আগে বাদ দিতে হবে।
দুই দিন পর সংবিধান চেন্জ্ হবে
তহ ৪৭ তম বিসিএসের আগে আগে পরিবর্তনীয় সংবিধান প্রকাশ হবে নি?
ওনার বইটা কিনেছিলাম,এখন ফেলে দিতে হবে
কেনো?
Kn?
কেন
Songbidhan change hobe tai
হ রাজাকার রা সংবিধান চেন্জ করছে তো,😂@@thejashorianguyofficial
আলোচনা অনেক সুন্দর হয়েছে