জাওয়াল’ অর্থ হলো স্থানান্তর, স্থানচ্যুতি, পরিবর্তন, আবর্তন, সরে যাওয়া ও হেলে যাওয়া ইত্যাদি। শরিয়তের পরিভাষায় জাওয়াল হলো দিনের তৃতীয় প্রহরের প্রারম্ভ, মধ্যাহ্নোত্তর, অপরাহ্ণের সূচনা সময়; দিনের মধ্যভাগে বা দুপুরে সূর্য যখন মাথার ওপর থেকে পশ্চিম দিকে হেলে যায়। এই সময়কে ওয়াক্তুজ জাওয়াল বলা হয়। এটি মূলত মধ্যদিনের সিজদা ও নামাজ নিষিদ্ধ সময়ের পর জোহরের ওয়াক্তের সূচনাপর্ব। এ সময় যে নফল নামাজ আদায় করা হয়, তাকে জাওয়ালের নামাজ বলা হয়। হজরত আবু আইয়ুব আনসারি (রা.) বর্ণনা করেন, মহানবী হজরত মোহাম্মদ (সা.) সর্বদা সূর্য ঢলে পড়ার পর চার রাকাত নামাজ আদায় করতেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল (সা.)! আপনি সদা সূর্য হেলে পড়লে চার রাকাত নামাজ কেন আদায় করেন? তিনি (সা.) বললেন, সূর্য ঢলে পড়লে আসমানের দরজা খোলা হয়, এরপর জোহর নামাজ পর্যন্ত তা বন্ধ করা হয় না। আমি চাই, ওই সময়ে আমার কোনো নেক আমল ওপরে যাক। (ইবনু মাজাহ: ১১৫৭)। জাওয়াল নামাজ চার রাকাত, দুই রাকাত পড়লেও তা নামাজরূপে পরিগণিত হয়। এ কথা অনস্বীকার্য যে, সালাতুয যাওয়াল তথা সূর্য ঢলার সালাত নামে কোন সালাতের অস্তিত্ব আছে এ বিষয়টি অধিকাংশ মানুষের কাছে অপরিচিত। অথচ রাসূল সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য ঠিক মাথা বরাবর থেকে পশ্চিম দিগন্তে একটু ঢলে গেলে নিয়মিতভাবে চার রাকআত সালাত আদায় করতেন। এ সময় আসমানের দরজাগুলো খোলা হয় এবং বান্দাদের আমলগুলো উপরে উত্তোলন করা হয়। হাদিসের কিতাবগুলোতে এ বিষয়ে পর্যাপ্ত হাদিস বর্ণিত হয়ে আছে আর মুহাদ্দিস ও ফকিহগণ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নিম্নে এ প্রসঙ্গে কয়েকটি হাদিস পেশ করা হল: ☞১ম হাদিস: عَنْ أَبيِْ أَيُّوْبَ الْأَنْصَارِيْ رَضِيَ اللهُ عَنهُ : أُنَّ النَّبِيَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كاَنَ يُدْمِنُ أَرْبَعُ رَكْعَاتٍ عِنْدَ زَوَالِ الشَّمْسِ فَقُلْتُ : يَا رَسُوْلَ اللهِ إِنَّكَ تُدْمِنُ هَذِهِ الأْرْبَعَ رَكَعَاتٍ عِنْدَ زَوَالِ الشَّمْسِ ؟ فَقَالَ إِنَّ أَبْوَابِ السَّمَاءِ تُفْتَحُ عِنْدَ زَوَالِ الشَّمْسِ فَلاَ تُرَتِّجُ حَتَّى يُصَلِّى الظُّهْرَ فَأُحِبُّ أَنْ يَّصْعَدَ لِيْ فِيْ تِلْكَ السَّاعَةِ خَيْرٌ قُلْتُ : أَفِيْ كُلِّهِنَّ قِرَاءَةٌ ؟ قَالَ نَعَمْ قُلْتُ : هَلْ فِيْهِنَّ تَسْلِيْمٌ فَاصِلٌ ؟ قَالَ لاَ আবু আইয়ুব আনসারী (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রতিনিয়ত সূর্য ঢলার সময় চার রাকআত নামায পড়তেন। একদা আমি বললাম: ‘হে আল্লাহর রসূল! আপনি সূর্য ঢলার সময় এই চার রাকআত প্রতিনিয়তই পড়ছেন?’ তিনি বললেন: “সূর্য ঢলার সময় আসমানের দরজাসমূহ খোলা হয় এবং যোহরের নামায না পড়া পর্যন্ত বন্ধ করা হয় না। অতএব আমি পছন্দ করি যে, এই সময় আমার নেক আমল (আকাশে আল্লাহর নিকট) উত্তোলন করা হোক।” আমি বললাম: এ সালাতের প্রত্যেক রাকআতেই কি কিরাআত আছে?’ তিনি বললেন: “হ্যাঁ।” আমি বললাম: ‘তার মাঝে কি পৃথককারী সালাম আছে?’ তিনি বললেন: “না।” (শাইখ আলবানী রচিত মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়াহ, হা/২৪৯, তিনি এটিকে সহিহ বলেছেন)
আসসালামু আলাইকুম হুজুর। এখন মিশানোর দিন শেষ এখন কেউ খেলে সে যদি ঘরের শত্রু হয় তাহলে খাওয়ার সময় তার দিকে তাকিয়ে পড়া মাত্রই একশন শুরু করিয়ে দেয়। এখন দুশমন যে তাকি কালাম পাঠ করে নিরীহদের উপর এরকম ভিডও তৈরি করুন।
asalam alaikum huzur apnar sob video ami dakhi khub valo lage Jodi kau khabar sathe jadu tona kufri kore kheya dile ki dua porle seta pet theke bariya jabe nosto hoye jabe Jodi ayrokhm video te apni bole ditan 🤲💚
হজুর আমার মনে হয় আমার সামিকে খাবার কিছু খাওনো হয়েছে। আমার সামি আমার সাথে কথা বলে না। মা বোনদের কথা বিশাস করে।আমার সাথে কখনো রাগ করে নাই। আর এখন আমার আর আমার ছেলের খবর নেই না।কী করে আমার দিকে আনবো।বলবেন পিলজ।
Hujur apnar kase akta kotha janar silo doya kore sothikta amake janaben ami valo bese biye koresi prothome sobaike janiyesi amra kintu seler femeli mene neyni pore amra akarai biye kore felsi age ami jantamna ma baba doya na niye biye korle shukhi howya jayna najene kore felsi akhon amra ki korbo hujur amake janaben plz??
এমনতো হতে পারে যে খাবার এ কিছু নায় কিন্তু আমার সন্দেহ হয়তাছে তখন কী এই দোয়া পড়ে ফুঁ দেয়া যাবে । যদি শরীর পবিত্র না থাকে কিন্তু এই দোয়া পড়ার প্রয়োজন হয় তখন কী এই দোয়া পড়া যাবে
হুজুর আপনে এমন কিছু করে দিতে পারবেন যেটা করলে ভালোবাসার মানুষ সারাজীবনের জন্য আমার হয়ে যাবে আমার একটা ছেলের সাথে কাবিন হয়েছে সে বিদেশে থাকে কিন্তু এখন সে আর আমার সাথে যোগাযোগ করতেছে না অন্য মেয়ের সাথে কথা বলে এটা থেকে ফিরিয়ে এনে দিতে কিছু করতে পারেন?
কিছু মনে করিয়েন্না অনেক প্রশ্ন করতেসি তাই আরেকটি প্রস্ন জানার আছে জে husband যদি প্রবাসে থাকে তাহলে কেমনে ফু দিব।কারন তিনি জদি দুয়া টি না পরে তাহলে আমি কেমনে পরে ফু দিব?plz bolben
আসসালামু আলাইকুম, হুজুর শরীরে যদি আগে থেকেই জাদু,চালান থেকে থাকে তাহলে এই আয়াত পড়ে পানিতে ফুক দিয়ে পান করলে কি জাদুটোনা কাটবে? আমার তিন বছরের বাচ্চাকে নিয়ে অনেক কষ্টে আছি, উত্তর দিবেন প্লিজ!
সুরা আয়াতুল কুরসি ৩ বার সুরা কাফিরুন ৩ বার সুরা ইখলাছ৩ বার সুরা ফালাক৩ বার সুরা নাছ ৩ বার পরে হাতে ফু দিয়ে সারা শরীর মেজেস করুন আপনার শরীর সারা রাতের জন্য বন্ধ হয়ে জাবে কিনতু আপনে পবিত্র তাকা লাগবে না হলে কাজ হবে না।
বিসমিল্লাহিল্লাজি লা-ইয়া দুর্রু মায়াসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।
এটা মুখ দোসের জন্য ও ভালো কাজ করে। প্রমানিত সত্য।
আপনার কাছ থেকে শেখার পর এখন আমি নিয়মিত পড়ি। হুজুর জাওয়াল নামাজের নির্দিষ্ট সময়টা বলে দিবেন Plz.
জাওয়াল’ অর্থ হলো স্থানান্তর, স্থানচ্যুতি, পরিবর্তন, আবর্তন, সরে যাওয়া ও হেলে যাওয়া ইত্যাদি। শরিয়তের পরিভাষায় জাওয়াল হলো দিনের তৃতীয় প্রহরের প্রারম্ভ, মধ্যাহ্নোত্তর, অপরাহ্ণের সূচনা সময়; দিনের মধ্যভাগে বা দুপুরে সূর্য যখন মাথার ওপর থেকে পশ্চিম দিকে হেলে যায়। এই সময়কে ওয়াক্তুজ জাওয়াল বলা হয়। এটি মূলত মধ্যদিনের সিজদা ও নামাজ নিষিদ্ধ সময়ের পর জোহরের ওয়াক্তের সূচনাপর্ব। এ সময় যে নফল নামাজ আদায় করা হয়, তাকে জাওয়ালের নামাজ বলা হয়।
হজরত আবু আইয়ুব আনসারি (রা.) বর্ণনা করেন, মহানবী হজরত মোহাম্মদ (সা.) সর্বদা সূর্য ঢলে পড়ার পর চার রাকাত নামাজ আদায় করতেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল (সা.)! আপনি সদা সূর্য হেলে পড়লে চার রাকাত নামাজ কেন আদায় করেন? তিনি (সা.) বললেন, সূর্য ঢলে পড়লে আসমানের দরজা খোলা হয়, এরপর জোহর নামাজ পর্যন্ত তা বন্ধ করা হয় না। আমি চাই, ওই সময়ে আমার কোনো নেক আমল ওপরে যাক। (ইবনু মাজাহ: ১১৫৭)। জাওয়াল নামাজ চার রাকাত, দুই রাকাত পড়লেও তা নামাজরূপে পরিগণিত হয়।
এ কথা অনস্বীকার্য যে, সালাতুয যাওয়াল তথা সূর্য ঢলার সালাত নামে কোন সালাতের অস্তিত্ব আছে এ বিষয়টি অধিকাংশ মানুষের কাছে অপরিচিত।
অথচ রাসূল সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য ঠিক মাথা বরাবর থেকে পশ্চিম দিগন্তে একটু ঢলে গেলে নিয়মিতভাবে চার রাকআত সালাত আদায় করতেন। এ সময় আসমানের দরজাগুলো খোলা হয় এবং বান্দাদের আমলগুলো উপরে উত্তোলন করা হয়।
হাদিসের কিতাবগুলোতে এ বিষয়ে পর্যাপ্ত হাদিস বর্ণিত হয়ে আছে আর মুহাদ্দিস ও ফকিহগণ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নিম্নে এ প্রসঙ্গে কয়েকটি হাদিস পেশ করা হল:
☞১ম হাদিস:
عَنْ أَبيِْ أَيُّوْبَ الْأَنْصَارِيْ رَضِيَ اللهُ عَنهُ : أُنَّ النَّبِيَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كاَنَ يُدْمِنُ أَرْبَعُ رَكْعَاتٍ عِنْدَ زَوَالِ الشَّمْسِ فَقُلْتُ : يَا رَسُوْلَ اللهِ إِنَّكَ تُدْمِنُ هَذِهِ الأْرْبَعَ رَكَعَاتٍ عِنْدَ زَوَالِ الشَّمْسِ ؟ فَقَالَ إِنَّ أَبْوَابِ السَّمَاءِ تُفْتَحُ عِنْدَ زَوَالِ الشَّمْسِ فَلاَ تُرَتِّجُ حَتَّى يُصَلِّى الظُّهْرَ فَأُحِبُّ أَنْ يَّصْعَدَ لِيْ فِيْ تِلْكَ السَّاعَةِ خَيْرٌ قُلْتُ : أَفِيْ كُلِّهِنَّ قِرَاءَةٌ ؟ قَالَ نَعَمْ قُلْتُ : هَلْ فِيْهِنَّ تَسْلِيْمٌ فَاصِلٌ ؟ قَالَ لاَ
আবু আইয়ুব আনসারী (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রতিনিয়ত সূর্য ঢলার সময় চার রাকআত নামায পড়তেন।
একদা আমি বললাম: ‘হে আল্লাহর রসূল! আপনি সূর্য ঢলার সময় এই চার রাকআত প্রতিনিয়তই পড়ছেন?’ তিনি বললেন: “সূর্য ঢলার সময় আসমানের দরজাসমূহ খোলা হয় এবং যোহরের নামায না পড়া পর্যন্ত বন্ধ করা হয় না। অতএব আমি পছন্দ করি যে, এই সময় আমার নেক আমল (আকাশে আল্লাহর নিকট) উত্তোলন করা হোক।”
আমি বললাম: এ সালাতের প্রত্যেক রাকআতেই কি কিরাআত আছে?’ তিনি বললেন: “হ্যাঁ।”
আমি বললাম: ‘তার মাঝে কি পৃথককারী সালাম আছে?’ তিনি বললেন: “না।” (শাইখ আলবানী রচিত মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়াহ, হা/২৪৯, তিনি এটিকে সহিহ বলেছেন)
@@Sharolpothe জাযাকাল্লাহু খাইরান হুজুর। 💕
আপনি একটু শর্ট করে ভিডিও বানাবেন কারণ আমরা মায়েরা সবসময় ব্যাস্ত থাকি, এত সময় নিয়ে ধৈর্য ধরে শোনা আমাদের পক্ষে সম্ভব না।
ধন্যবাদ আপনাকে, আল্লাহ আপনাকে সব সময় দিনের পথে রাখুক আমিন
@@Sharolpothe accaha Jodi tel ba Khabar chara onno Kichu te fue dile o cholbe
শুকরিয়া, আসসালামু আলাইকুম ভাই।ধন্যবাদ আপনাকে।
ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ প্রিয় আপনাকে
আসসালামু আলাইকুম হুজুর। এখন মিশানোর দিন শেষ এখন কেউ খেলে সে যদি ঘরের শত্রু হয় তাহলে খাওয়ার সময় তার দিকে তাকিয়ে পড়া মাত্রই একশন শুরু করিয়ে দেয়। এখন দুশমন যে তাকি কালাম পাঠ করে নিরীহদের উপর এরকম ভিডও তৈরি করুন।
বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দূর
রু মাআসমিহি সাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিসসামায়ি ওয়া হিওয়াস সামিউল আলিম।
আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে।।।
ধন্যবাদ প্রিয় আপনাকে
আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? এই আমলটি করার জন্য অনুমতি চাইছি 😢
asalam alaikum huzur apnar sob video ami dakhi khub valo lage Jodi kau khabar sathe jadu tona kufri kore kheya dile ki dua porle seta pet theke bariya jabe nosto hoye jabe Jodi ayrokhm video te apni bole ditan 🤲💚
Thanks. Aimn
হুজুর আপনার সাথে আমার খুবই জরুরি কথ আছে
Hujur dua Korben Amar jonno
4:50 real video starts🙂
হুজুর আমি তো হিন্দু আমি কি করতে পারবো অনুমতি দিন 🙏🏻🙏🏻! আমি মৃত্যুর সম্মুখে পতিতো 😢😢
Ji apni porte parben in sha Allah
Wa wa bhal video
Assalamualai Kum hujur dhonnobad hujur
হুজুর আমি প্রতিদিন সকালে ফজর আর মাগরিবের উক্ত
Huzur amar ghore dusmon ache khaber sathe misiye dei onek kichu
হজুর আমার মনে হয় আমার সামিকে খাবার কিছু খাওনো হয়েছে। আমার সামি আমার সাথে কথা বলে না। মা বোনদের কথা বিশাস করে।আমার সাথে কখনো রাগ করে নাই। আর এখন আমার আর আমার ছেলের খবর নেই না।কী করে আমার দিকে আনবো।বলবেন পিলজ।
এই আমলটি করার জন্য অনুমতি চাচ্ছি
Koren
গরম জিনিসে ফু দিলে কি কাজ হবে দয়া করে একটু জানাবেন
ধন্যবাদ ভাই আপনাকে
Hujur apnar kase akta kotha janar silo doya kore sothikta amake janaben ami valo bese biye koresi prothome sobaike janiyesi amra kintu seler femeli mene neyni pore amra akarai biye kore felsi age ami jantamna ma baba doya na niye biye korle shukhi howya jayna najene kore felsi akhon amra ki korbo hujur amake janaben plz??
এমনতো হতে পারে যে খাবার এ কিছু নায় কিন্তু আমার সন্দেহ হয়তাছে তখন কী এই দোয়া পড়ে ফুঁ দেয়া যাবে । যদি শরীর পবিত্র না থাকে কিন্তু এই দোয়া পড়ার প্রয়োজন হয় তখন কী এই দোয়া পড়া যাবে
আলহামদুলিল্লাহ
হুজুর আমি হিন্দু তাই আলাম টা পড়তে পারবো একটু অনুমতি দিন
জি পারবেন কোন সমস্যা নাই
হ্যাঁ
হুজুর আপনে এমন কিছু করে দিতে পারবেন যেটা করলে ভালোবাসার মানুষ সারাজীবনের জন্য আমার হয়ে যাবে আমার একটা ছেলের সাথে কাবিন হয়েছে সে বিদেশে থাকে কিন্তু এখন সে আর আমার সাথে যোগাযোগ করতেছে না অন্য মেয়ের সাথে কথা বলে এটা থেকে ফিরিয়ে এনে দিতে কিছু করতে পারেন?
eta te ki sure kaj hobe ... ?
Bhai,
Angti, kaner dul j kono jinishe ki pore fuu dile jadu kete jabe
হুজুর আপনার aii amol ta korte chai tar jonno kono ক্ষতি হবে না তো একটু বলবে হুজুর
বাসা বাড়িতে তাবিজ নষ্ট করার একটা আমল দেন
আসসালামু আলাইকুম আপনার সাথে কি কথা বলা জাবে
ফালতু সময় নষ্ট। ১ মিনিট এর একটা কথা বলার জন্য দশ মিনিট লাগাইছে। বিরক্তি কর।
ধন্যবাদ 🥰🖤
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
হুজুর আমর এক জনকে সন্দেহ লাগছে, তাকে খাবারের সাথে খাওয়ানো হয়েছে, সে পরতে পারেনা, এখন আমি যদি তার খাবারে ফু দিয়ে খাওয়ালে কি কাজ হবে,দয়া করে বলবেন।
হুজুর শুকনা বান কাটার আমল দেন
আসসালামু আলাইকুম হুজুর
আমি অনেক দিন ধরে অসুস্থ
আমি অনেক বিপদের মধ্যে আছি
হুজুর দয়া করে আপনার ঠিকানাটা দিন 🙏🙏
আসসালামু আলাইকুম আমি যদি এই দোয়া পড়ে আরোক জন কে ফু দিয়া দেই তাইলে কি সে হবে
আসসালামু আলাইকুম, দুধের গাভী নষ্ট করে দিলে তা ঠিক করার উপায় বলবেন প্লিজ। উপকৃত হবো
হুজুর জাদু টোনা কি ভাবে নষ্টো করা জাবে
আসসালামুয়ালাইকুম আপনার ভিডিও আমি এক কথা আপনি বারবার বলেন সংক্ষেপে বলবেন❤❤❤❤
Amin
হুজুর আমি সপনে খেলে অেনক অস্তত হয়ে জাই। কেও। ভালো করতে অনেক। হুজুর দেখাইছি
Ata kore ki angti te kora jadu o nosto kora jabe
হুজুর আমি আপনার সাথে কথা বলতে চায়
সাধারন কথা গুলোকে টেনেটুনে এত লম্বা করার প্রয়োজন ছিলো না!!
Alhumdulillah
ALLA HUKBAR
কিছু মনে করিয়েন্না অনেক প্রশ্ন করতেসি তাই
আরেকটি প্রস্ন জানার আছে জে husband যদি প্রবাসে থাকে তাহলে কেমনে ফু দিব।কারন তিনি জদি দুয়া টি না পরে তাহলে আমি কেমনে পরে ফু দিব?plz bolben
হুজুর আমার বাড়িতে এই জাদুটোনা করতেছে কি করবো বুঝতে পারছি না হুজুর..?
Chal pora thka mukti ki pba
খুব ভালো
Assalamo alikum, apnar sekhano amol khubi karjokor, ami nije kori
(Lingo somto howar amol diben hujur please)
আসসালামুয়ালাইকুম
শুকনা বান কাটা আমল দেন
বাজারে একজন একটু মাটি খাইয়ে দিয়ে ছিল তো আমি কোন দুয়া পড়বো
❤❤🎉😂
Allah hu Akbar
হুজুর এটা কোন হাদিসের আলোকে বললেন?
👌
আমি একটা বিপদে পড়েছি
❤
ভিডিওটা দুই মিনিটে শেষ করা সম্ভব ছিল।
অযথা কতগুলো অপ্রয়োজনীয় কথা বলল।
আসসালামু আলাইকুম, হুজুর
শরীরে যদি আগে থেকেই জাদু,চালান থেকে থাকে তাহলে এই আয়াত পড়ে পানিতে ফুক দিয়ে পান করলে কি জাদুটোনা কাটবে?
আমার তিন বছরের বাচ্চাকে নিয়ে অনেক কষ্টে আছি, উত্তর দিবেন প্লিজ!
Akon kono problem ace
হুজুর আসসালামু আলাইকুম, আমাকে স্বপ্নে খাওয়ায়।এর কি কোন আমল আছে।???
সুরা আয়াতুল কুরসি ৩ বার
সুরা কাফিরুন ৩ বার
সুরা ইখলাছ৩ বার
সুরা ফালাক৩ বার
সুরা নাছ ৩ বার
পরে হাতে ফু দিয়ে সারা শরীর মেজেস করুন আপনার শরীর সারা রাতের জন্য বন্ধ হয়ে জাবে কিনতু আপনে পবিত্র তাকা লাগবে না হলে কাজ হবে না।
তাই
হজুর আপনার নাম্বারটা দেন। দয়া করে আপনার কাছে কিছু জিজ্ঞেস করা খুব দরকার।
হুজুর নাম্বারটা খুব দরকার দয়া করে যদি দিতেন।
Assalamualikum
সরলপথে
huzur apnar nambarta den plz huzur
আসসালামু আলাইকুম ভাইয়া কবিরাজ টেলিফোন নম্বরটি দিবেন pls.
হুজুর আপনার ফোন নাম্বার টা দেন,আমি অনেক বিপদে আছি, আপনার সাথে যোগাযোগ করতে চাই।
😢🥹😭
Assalamulaikom hojur Ami apnar sathe Kotha bolte chay
আপনি বেশি কথা বলেন,আসল কথা বলতে এতো সময় লাগে?
🥵🥵🥵
অনেক বেশি বলেন
Dohabangladesbn
বকবক বেশি করে লোকটা
এই দুয়া কুনটা এইটা বলতে পারেন না এত কথা না বলে
আলহামদুলিল্লাহ
❤
শুকনা বান কাটার আমল দেন