বাঙালি কি রাম বিরোধী? আলোচনায় Nrisingha Bhaduri ও Jayanta Ghosal | Sahitya AajTak Kolkata

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 286

  • @sibsankarmandal7794
    @sibsankarmandal7794 6 месяцев назад +11

    কৃত্তিবাস বাঙালির রাম মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে মূল ভূমিকা নিয়ে ছিলেন। তাঁর চোখ ও হৃদয় দিয়ে আমরা রামচন্দ্রকে চিনেছি ও ভালোবেসেছি।

  • @kumudbiswas6328
    @kumudbiswas6328 8 месяцев назад +8

    এত সুন্দর আলোচনা আগে শুনি নি

  • @AbdurRahman-g7y4l
    @AbdurRahman-g7y4l Месяц назад

    এই ধরনের আলোচনা অত্যন্ত জরুরি কারণ মানুষ জানতে পারব। খুব সুন্দর আলোচনা,, খুব ভালো লাগলো। ধন্যবাদ জানাই আজতক বাংলা কে।

  • @ankursikder7366
    @ankursikder7366 9 месяцев назад +12

    Eto shundor ekta alochona r matro koyek hajar views 😢.. Amder Ogyanota r Durdoshar e proman 🥹

  • @biswanathdas3769
    @biswanathdas3769 8 месяцев назад +27

    আমি অনেক যায়গায় গেছি, আমার এই 70বছরের জীবনে এত বড় পন্ডিত এত সুন্দর প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেওয়া মানুষ এর আগে দেখিনি। উনাকে যেন ভগবান দীর্ঘ জীবি করেন।

    • @samirroy5633
      @samirroy5633 6 месяцев назад +4

      Khub bhalo Lazlo Tobe are actually hole bhalo hoto

  • @md.habiburrahman4019
    @md.habiburrahman4019 7 месяцев назад +19

    হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ লোক তাদের ধর্ম সম্পর্কে সম্যক অবগত নন।

    • @tapatibiswas8297
      @tapatibiswas8297 6 месяцев назад +4

      Na jeneo, palon na koreo dibyi benche achi. Pasher loker bipode pashe thaki, amar dharma eta.

    • @mithuramim
      @mithuramim 6 месяцев назад +7

      হিন্দুরা সিরিয়াল দেখেই ধর্ম শিখেছে

    • @mdrafikakon-pl8hw
      @mdrafikakon-pl8hw 6 месяцев назад +2

      কিন্তু মুসলিমরা সম্যক অবগত। আপনি একজন সাধারণ নামাজী মুসলমানকে যেই প্রশ্নই করুন না কেন, যত কঠিন প্রশ্নই করুন না কেন। আমি 100 percent sure সে উত্তর দিতে পারবে

    • @Sirajul151
      @Sirajul151 5 месяцев назад

      @@mdrafikakon-pl8hw একদম ই পারবে না । যে কোন মুসলমানকে যে কোন একটি প্রশ্ন করুন । যেমন ,
      1) চতুর্থ খলিফার নাম কি ?
      2) কোন আয়াত ছাগলে খেয়েছিল ?
      3) কোন যুদ্ধে নবী করিম গুরুতর আহত হয়েছিলেন ?
      4)উসমান হত্যার কারণ কি ?

  • @barunneogi985
    @barunneogi985 6 месяцев назад +3

    গুনী মানুষদের মুখে তথ্য ভিত্তিক আলোচনা শুনে মুগ্ধ হলাম । অসাধারণ এবং অনবদ্য। 👍👍👍

  • @bijaliSarkar-jj4op
    @bijaliSarkar-jj4op 6 месяцев назад +9

    রাম বিরোধীদের কিছু নেই। বাঙালি সবাইকেই ভালোবাসে। ভালোবাসার বস্তুই হলো বাঙালি। অতিরিক্ত বাড়াবাড়ি না।

  • @ajantabhattacharjee5356
    @ajantabhattacharjee5356 6 месяцев назад +13

    খুব ভালো লাগলো আলোচনা,যেটা বেশি ভালো লাগলো ' we are more spiritual than religious' . সত্যি আমরা বাঙ্গালীরা ভাগ্যবান সব দিক থেকে,কিছুতেই আমরা গণ্ডীবদ্ধ নই।

  • @sikhabanerjee4535
    @sikhabanerjee4535 8 месяцев назад +6

    Politics should not be associated with religion.

    • @amjadhossain4200
      @amjadhossain4200 8 месяцев назад

      ❤❤❤❤

    • @HungryWolf-n7s
      @HungryWolf-n7s 6 месяцев назад +1

      শেষ পর্যন্ত এই ধর্মের উপর ই রাজনীতিটা এসে টিকেছে।।।।।

  • @shyamalsaha4397
    @shyamalsaha4397 6 месяцев назад +3

    AajTak bangla কে ধন্যবাদ এই ধরনের একটা প্রোগ্রাম সম্পচরণ করার জন্য

  • @ritasingharoy1411
    @ritasingharoy1411 6 месяцев назад +1

    বড় সম্বৃদ্ধ হলাম আজ ।ভীষন ভালো লাগলো ধন্যবাদ।

  • @khairulomamshuvo220
    @khairulomamshuvo220 8 месяцев назад +3

    May the creator of All give Nrisingha Bhaduri a good health.....From Bangladesh

  • @ShyamalMukherjee-ys7gv
    @ShyamalMukherjee-ys7gv 7 месяцев назад +5

    17:35 at our child days we were told by our parents to chant RAM RAM when were afraid of ghost

    • @Tiktiki-zu3ub
      @Tiktiki-zu3ub 6 месяцев назад +1

      ঠিক, বাংলার এক পেত্নীর তাই রাম নামে খুব রাগ!

    • @bhabaniprasadghosh1974
      @bhabaniprasadghosh1974 6 месяцев назад

      Petni ke tor barir keu.?

  • @jyotirmoydas7229
    @jyotirmoydas7229 7 месяцев назад +7

    রাম অথবা কৃষ্ণ এ সপ্তাহে কাল্পনিক গ্রন্থ ভগবান ঈশ্বর বলে কিছু হয় না এটা সম্পূর্ণ অন্ধবিশ্বাস কুসংস্কার তবুও আপনাদের কথোপকথনের মধ্যে আমি একটু ঢুকিয়ে কমেন্ট করি দেখুন রামনবমী বলে কিছু আমরা আগে জানতাম না বর্তমান বিজিবি শাখার আসা থেকে এটা জানতে চাচ্ছি তবে হ্যাঁ রামায়ণ টা অনেক আগের থেকেই আমরা শুনি এবং রামকে আমরা ভগবান হিসেবে মানি তাকে নিয়ে বিরাট বাড়াবাড়ি করি না বলে আমরা রামের ভক্তই নয় এরকম নয় আমার আসল প্রশ্ন হলো রামনবমী কেন কবে কোথা থেকে আসলো রামনবমীর আসল চেহারাটা কি? বিজেপি সরকার আসার পর আমরা যেটা দেখতে পাই আমরা রামকে যেভাবে চিনেছিলাম জেনে ছিলাম বিজিবি সরকার প্রেজেন্ট করছে অন্যরকমভাবে এটা আমার ঠিক মনে ধরে না এবং রাগও হয় রামনবমীর মিছিল হচ্ছে সেই মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে অগ্র উল্লাস করছে কারো হাতে বন্দুক কারোর হাতে দা কারোর হাতে লম্বা লম্বা কি সব নাম জানিনা কাটারি ভাটারি হবে তরবারি এক কথায় বলা যায় ভয়ঙ্কর অস্ত্রপাতি সেই সমস্ত নিয়ে মিছিল করছে কপালে একটা লম্বা তিলক মাথায় একটা ফেট্টি বাধা হাতে একটা কাপড় পেচানো একটু আত্মক মদও সকলে খায় এবং জয় শ্রীরাম হুংকার এ কেমন পরিবেশ এটা কি একটা ভগবানের ধরন হতে পারে আচরণ হতে পারে রীতিমতো মানুষ তো আতঙ্কে ভোগে যখন ওই রামনবমীর মিছিল বেরিয়ে যায় এই বুঝে কোন গন্ডগোলের আশঙ্কা আছে এই বুঝি কাকে খুন করবে এটা কি কোন ধর্মীয় আচরণবিধি হতে পারে আমরা দুর্গা পুজো করি কালী পূজা করি তাদেরও হাতে কিন্তু অস্ত্রপাতি আমরা দিয়ে থাকি কারণ তারা রণক্ষেত্রের ব্যবহার করেছিলেন বলে তাই বলে আমরা যখন দূর্গা পুজো বা কালীপুজোর অঞ্জলি দিতে যায় বিসর্জন দিতে যায় তখন কি আমাদের বাঙ্গালীদের প্রত্যেকের হাতে সেইসব অস্ত্রপাতি থাকে যা দেখলে মানুষ আতঙ্কিত হবে নিশ্চিতভাবে বলা যায় তা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয় না কারণ আমরা সেইসব অস্ত্রপাতি গুলো হাতে নিয়ে ঠাকুর বিসর্জন দিতে অঞ্জলি দিতে যায় না শুধুমাত্র ঠাকুরের কাছেই সীমাবদ্ধ থাকে এই জায়গায় আমি রামনবমীর বিরোধিতা করে এই হিন্দু ধর্ম যেন একটা হিংস্র ধর্মে পরিণত হয়েছে কখনো কখনো মুসলিমদেরকে জোর করে ধরে পেটানো হচ্ছে গাছে বেঁধে খুন করা হচ্ছে তাদেরকে জোর করে বলিয়ে নেওয়া হচ্ছে বলো জয় শ্রীরাম না বললে তার জীবনহানি করা হবে মার্ডার করা হবে খুন করা হবে এটা কি কোন ধর্ম হতে পারে মুসলিমরা তাদের মতো করে তাদের ধর্ম পালন করবে আমাদেরও ব্যক্তিগত মদ অনুযায়ী আমরা আমাদের ধর্ম পালন করব কিন্তু এই হিন্দু ধর্ম আমার পছন্দ নয় যেখানে কোন শান্তি নেই প্রেম নেই ভালোবাসা নেই না কখনোই এই ধর্ম আমি মানি না একটা ধর্ম হবে পবিত্র যে ধর্মে কোন হিংসা থাকবে না যে ধর্মে কোন উগ্রতা বাদ থাকবে না মানুষকে আলিঙ্গন করতে হবে প্রেম করতে হবে ভালোবাসতে হবে ভরসা জোগাতে হবে পাশে দাঁড়াতে হবে সে যেন কোন সময় আমাদেরকে দেখে আতঙ্কিত না হয় এরকমই হোক একটা ধর্ম ধর্ম যার যার মত অনুযায়ী ভিন্ন হতে পারে কিন্তু সব ধর্মের তো একই নিয়ম শান্তি আমি অন্তত সেটাই বুঝে এসেছি কিন্তু রামনবমী বিষয়টা আমি আজও মানতে পারিনা কারণ ওতে একটা বিরাট উগ্রবাদী উগ্র হুংকার বয়ে নিয়ে আসছে এটা বন্ধ করা উচিত একটা ভগবানের আদর্শ কখনো উগ্রতাবাদী হতে পারে না এইজন্যে রামনবমী আমাদের কাছে স্থান পায়নি এটা বিজেপি জোর করে আমাদের বাংলাতে নিয়ে এসেছে এবং বর্তমান যুগে 90% মানুষ মাতাল তাই এই রামনবমী টা নিয়ে তারা একটু মাতামাতি করে কারণ হাতে যন্ত্রপাতি নিয়ে অস্ত্রপাতি নিয়ে মাস্তানি করা যায় হিরো সাজা যায় হুংকার মারা যায় দেখুন অস্ত্রপাতি হাতে থাকা মানেই মানসিকতা একটু চন্ডাল প্রকৃতির হয়ে যায় পাশ থেকে কেউ যদি একটু কটুক্তি করে মনে হতেই পারে ধরে তাকে কুপিয়ে দিই এই কারণে এই ধর্ম আমার পছন্দ নয় ভবিষ্যতে যদি এমন ধরনের অনুষ্ঠান কখনো করে থাকেন আমার এই প্রশ্নগুলো তাদের কাছে রাখবেন

    • @admiralgeneralaladeen7445
      @admiralgeneralaladeen7445 7 месяцев назад

      প্রথম কথা বিজিবি না বিজেপি হবে। বিজিবি হল বর্ডার গার্ড বাংলাদেশ। বাকি আপনার বক্তব্য রাজনৈতিক তার মধ্যে ধর্মীয় জ্ঞান নেই।

  • @jajatisinha3579
    @jajatisinha3579 7 месяцев назад +2

    Fantastic discussion
    Took me by a pleasant surprise
    I learned a lot ❤

  • @MdIsha-n2j
    @MdIsha-n2j 3 месяца назад

    Very very important discuss 💐🙏👍

  • @MdIsha-n2j
    @MdIsha-n2j 3 месяца назад

    Ami monekori ei alochona Hindu Muslim sabaike suna uchit 🙏👍

  • @lalitmohan9911
    @lalitmohan9911 6 месяцев назад +6

    বাঙালি হিন্দু রাম বিরোধী নয়। কিন্তু সবসময় রহিমের পক্ষে।

    • @SubrataRabidas123
      @SubrataRabidas123 4 месяца назад

      Chal be amra to ram er pakhe thakbo tora keno bolchis amader niye.

  • @calmedbythewind3453
    @calmedbythewind3453 5 месяцев назад +1

    devnagri script e Sahitya Aajtak keno lekha ache tao abr Bangla show te kolkata e?

  • @গানেরঘর-ট৮ছ
    @গানেরঘর-ট৮ছ 8 месяцев назад +4

    ওগুলোও তো কারো না কারো লেখা। তাই ভগবানকে জানতে নিজের কল্পনা দরকার।

  • @tarunvelki5697
    @tarunvelki5697 6 месяцев назад +2

    আমার প্রাপিতামহাদের নাম রামলাল, রামপদ ( + মাতামহ ) রামপ্রসাদ ,রামসহায়, রামচন্দ্র, রামকানাই র এমন 7 ভায়ের নাম ।
    পিতামহ রা 7 ভাই পঞ্চানন , ত্রিলোচন ইত্যাদি 7টি মহাদেব এর নাম ।

  • @sumidas4852
    @sumidas4852 7 месяцев назад +1

    অনেক সুন্দর একটি আলোচনা 🙏

  • @chandrapal2376
    @chandrapal2376 6 месяцев назад +1

    ছোটবেলায় গেখা পরিবারে কোন কারণে শুভ বাঅশুভ ঘটনা ঘটলে গুরুজনরা সঙ্গে২ এক ছত্র রামায়ণ পড়তেন। অবশ্য গ্রামের দিকে বেশী 🙏🌷

  • @nibarandas0423
    @nibarandas0423 9 месяцев назад +3

    খুব সুন্দর

  • @samiradhikary5641
    @samiradhikary5641 6 месяцев назад +2

    নদীয়া জেলার শিবনিবাসে মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলের রামসীতার মন্দির আছে। কষ্টি পাথরের রামমূর্তির পাশে স্বর্ণ সীতার মূর্তি আছে।

  • @probiirkumardeb529
    @probiirkumardeb529 6 месяцев назад

    📢 Ekdom thik 👍👍

  • @mdimrusshah-ed2tp
    @mdimrusshah-ed2tp 6 месяцев назад +1

    হাজার হাজার বৎসর ধরে বাঙলার ভাষা সাহিত্য, কৃষ্টি ও ধর্ম ভারতীয় ভাষা, সাহিত্য কৃষ্টি ও ধর্ম সম্সুর্ম পৃথক। এমন কি ভাল করে দেখুন রাজনীতি ও পৃথক।রাম বাহিরের বাঙলার নয়।

  • @prabhassen7287
    @prabhassen7287 7 месяцев назад +3

    Ram has been needlessly dragged into politics.There lies the matter.

    • @brojosingha6700
      @brojosingha6700 6 месяцев назад

      SreeRam and SreeKrishna were same. SreeRam is acceptable to Siks, Jainas and Buddhists. That is why SreeRam is in Politics.

  • @anitsadhu8662
    @anitsadhu8662 10 месяцев назад +2

    Good Session of these 2 individuals. Good Insight why Bengal is different from others.

  • @sankarmajumder6491
    @sankarmajumder6491 6 месяцев назад +1

    সীতা র সঙ্গে রাম ও তো বনবাসে যেতে পারতেন,তাহলে ভালোবাসা আর ও উদাহরন হয়ে যেত, না যাওয়ার কারন কি? এমন ন্যায় পুরুষ কিভাবে নিজের অন্তসত্বা স্ত্রীকে বনবাসে পাঠাতে পারেন?

    • @soumyajit_rakshit
      @soumyajit_rakshit 6 месяцев назад

      আপনার প্রশ্নটিকে অভিযোগের পরিবর্তে প্রশ্ন আকারেই নেওয়া যাক।
      *বাল্মীকি রামায়ণ যতটা আমি বুঝেছি
      শ্রীরাম এবং মাতা সীতার পারস্পরিক সম্পর্ক বিষয়ে কয়েকটি প্রসঙ্গ উল্লেখ করছি। মৌন দশরথের সামনে রাণী কৈকেয়ীর ১৪ বছরের বনবাসের প্রস্তাব শুনে রাম যখন অন্দরমহলে ফিরলেন, তখন সীতা তার সাথে রীতিমতো তর্ক করেন। বর্তমানে যেমনটি আমরা জানি, যে বরের মুখের উপর একটি কথাও নয়, তেমনটি নয় কিন্তু। বেশ কয়েকটি সুক্ত ধরে বাল্মীকি লিখছেন, যে সীতা বলছেন রামের কাছে পারিবারিক বাদবিবাদের চাইতে রাজধর্ম ও প্রজাস্বার্থ বেশি জরুরি হওয়া উচিত, রাম বলছেন রঘুকূলের বচন, সীতা বলছেন আমিও যাবো, রাম বলছেন বৈদেহী বনকন্টক সইতে পারবেন না, আরোও অনেককিছু। তাদের বৈবাহিক সম্পর্ক যথেষ্ট fluid ছিল।
      বনবাসে যাওয়ার পর, সীতা অপহরণের আগের তেরো বছরে উভয়ের দাম্পত্য জীবনের যেমন বর্ণনা আছে, হাজার চেষ্টা করেও আজকালকার কেউ তেমন করতে পারবেন না। নিজেই কদম ফুলের মালা গেঁথে সীতাকে পরিয়ে দিচ্ছেন, কখনো নিজেই সীতাকে পাশে নিয়ে শিশুদের মতো "ঐ দেখো কী সুন্দর সরোবর", "ঐ দেখো কী সুন্দর আকাশ আর মেঘ", "তুমি এই বসন্তের চেয়ে মনোরমা" এসব বলে বেড়াচ্ছেন, কখনো বা বনজঙ্গল ঘুরে সুস্বাদু নতুন নতুন ফল নিয়ে আসছেন আর হাতে করে খাওয়াচ্ছেন, হঠাৎ হঠাৎ বলে উঠছেন "তুমিই আমার সবচেয়ে প্রিয়", "তোমাকে ছাড়া আমি স্বপ্নেও কোনোদিন স্বর্গের কথাও ভাবতে পারিনা"। সুর্পনখা পরম সুন্দরী সেজে রামের কাছে বিবাহ প্রস্তাব নিয়ে গেলে রাম একবাক্যে বলেন, "আমার হৃদয়ের পুরোটাই যে সীতাময়, তোমাকে স্থানই বা দেবো কোথায়?" । সুর্পনখার নাক কাটা গেলে তার দুই ভাই মহারথী খর ও দূষণ, ১৪০০০ রাক্ষসের বিশাল সশস্ত্র সেনাদল নিয়ে আক্রমণ করলে, রাম সীতাকে অনেক ঝগড়াঝাঁটি করে কুটিরে পাঠিয়ে দেন, ও একা ঐ সবকটাকে বাণবর্ষায় ছিন্নভিন্ন করে দেন, অনেকগুলি বাণ নিজের শরীরেও বেঁধে, তখন রক্তাক্ত হয়ে মুর্ছে যাওয়ার দশা। যেমনটা বলা হলো, সোনার হরিণ হতে পারে না জেনেও সীতার বায়না মেটাতে একগাল হাসি নিয়ে ধনুর্বাণ নিয়ে ছুটলেন।
      ফিরে এসে যখন জানতে পারলেন কী কাণ্ড হয়েছে, তখন কেঁদে কেঁদে হয়রান। চিৎকার, বিলাপ, নদী, বন, পশুপাখি, পাহাড়ের দিকে তাকিয়ে পাগলের মতো কাঁদছেন, "আমার প্রাণ কোথায়? আমার সীতা কোথায়?", কখনো বলছেন আত্মহত্যা করবেন, পরক্ষণেই বলছেন পাশুপতাস্ত্র মেরে জগৎসংসার ভস্ম করে দেবেন। সেই মধ্যভারতের জঙ্গল থেকে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক হাঁটতে হাঁটতে কিষ্কিন্ধ্যা পর্যন্ত (গুগল করুন জায়গাদুটো কত দূরে)। পথে কোথাও কদমগাছ দেখলেই সীতা-সীতা করে অজ্ঞান হয়ে যান। নদীর জলে চোখ পড়লেই "সীতার প্রতিচ্ছবি এতে কোথায়?" বলে জলে ডুব দিতে যান।
      সমুদ্রের উপর সেতু বানাতে দেবেনা বলে অগ্নিবাণ বার করছেন, কেন? না, সারা পৃথিবীর সমুদ্র শুকিয়ে ফেলে হেঁটে হেঁটেই লঙ্কায় যাবেন!
      যুদ্ধের মাঝে একরাত্রে মেঘনাদ মায়াবলে যখন সীতার নকল ছিন্নমুণ্ড ফেলে দিয়ে পালিয়ে গেলেন, রাম সে দৃশ্য দেখে তাকে জড়িয়ে ধরে আবারও আত্মহত্যার তাল তুললেন।
      আজকালকার পাঠকদের চোখে এতকিছুর মধ্যে একটা শব্দও কেন পড়েনা বুঝিনা।

    • @soumyajit_rakshit
      @soumyajit_rakshit 6 месяцев назад

      একটা গল্প বলি, গ্ৰিক সভ্যতার। জুলিয়াস সিজার তার পরমপ্রিয়া রাণী পম্পেইকে অপ্রত্যাশিত ভাবে ত্যাগ দিলেন। কারণ? রাণী যথার্থই নির্দোষ। কিন্তু একটি উৎসবের দিনে একজন দ্বাররক্ষীকে তিনি সন্ধ্যাকালে একাকী ডেকেছিলেন বলে অভিযোগ। কার অভিযোগ? কিছু হাতেগোনা প্রান্তীয় চরিত্রের। ঘটনার কোনো প্রমাণ? দরবারের সবাই বলছেন রাণী নির্দোষ। তাহলে বিবাহ বিচ্ছেদ? সিজারের বক্তব্য সেই বিখ্যাত প্রবাদ, "Caesar's wife must be above suspicion!"… সন্দেহও করা চলবেনা!
      তাই, সিজারকে গ্ৰিকরা মডেল-রাজা গণ্য করেন।
      নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে - যার জন্য এত বনবাস, এত অভিযান, এত যুদ্ধ, এত রক্তপাত - তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় সরযুপারের তপোবনে ছেড়ে দিয়ে আসতে কেমন লাগে তাহলে ভাবুন। কারণ, গোঁড়া মুর্খ সমাজ তাকে সন্দেহ করতো। এই ত্যাগের পর শ্রীরাম নিজেও কয়েকদিন সিংহাসনের কাছে পর্যন্ত যেতে পারছেন না। কেন জানেন? বিশাল প্রাসাদে গঙ্গার চেয়েও পবিত্র স্ত্রীর সাথে সুখী বৈবাহিক জীবনের চেয়ে, তখনকার যুগে আ-আফগানিস্তান-আন্দামান ব্যাপী ভারতের প্রজার স্বার্থ সবসময়ই একজন ভদ্রসভ্য সম্রাটের কাছে লক্ষকোটিগুণ উপরে। ভেবেই দেখুন না, আজকালকার পাড়ার নেতামন্ত্রীদের সাথেই প্রয়োজনের চেয়ে (প্রয়োজন ≈ খারাপ দেখতে) অল্প বেশি সুন্দর দেখতে মেয়েকে এক সেকেন্ড দেখলে দেশের লোক "হায় হায়" বলে তার চরিত্রহনন করে নির্বাসন দিতে লাগে। আর এটা তো সম্রাটের স্ত্রী আর আগামী সম্রাটের জন্মদাত্রী নিয়ে কথা হচ্ছে! আর রাম কেন সাথে গেলেন না? একটা গোটা দেশ আপনাকে মনে মনে শাসক বলে মেনেছে, ১৪ বছর অধীর অপেক্ষায় থেকেছে, ধনসুখ ত্যাগ দিয়েছে, আপনি তাদের ছেড়ে চলে যাবেন জঙ্গলে?
      রাম রাজধর্মে আবদ্ধ, রাজধর্ম (=প্রজাতুষ্টি) পরিবারতন্ত্রের চেয়ে অনেক উপরে, সীতা বিধির নিষ্ঠুর পরিহাসে জর্জরিত। আমার মতে, আসল ভিলেন এখানে আমরা - মুর্খ জনগণ - যারা তখনোও বউকে ঘরছাড়া করিয়ে ছেড়েছি - আবার এখন নিজেরাই "কেন বউ তাড়ালে?" বলে লেগেছি!

  • @surajitdatta99
    @surajitdatta99 6 месяцев назад

    Anything new here, you'll find Suja there ❤... keep it up with your infectious smile and charms ❤❤❤

  • @tapanssha1799
    @tapanssha1799 6 месяцев назад +1

    Jai Sita Ram

  • @leenadamini6061
    @leenadamini6061 5 месяцев назад +1

    রামচন্দ্র সারা পৃথিবীতে সম্মানিত। সারা পৃথিবী একসময় সনাতনী ই ছিলো। সেখানে বাঙালি কোনো আলাদা গ্রহের মানুষ নয়। তিনি আমাদের সবার আদরের। আদর্শ। যুগে যুগে বহু মানুষ এসেছেন। তাতে কি এসে গেলো?

  • @samirchatterjee9208
    @samirchatterjee9208 6 месяцев назад +2

    কালীঘাট মন্দিরে রাম নবমীর দিন আমরা শামরাই মন্দিরে দোল খেলা দেখতে পাই (রাম নবমীর দোল বলে) ।

  • @arnabocean3611
    @arnabocean3611 7 месяцев назад +10

    আমাদের যেমন চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ রয়েছেন তেমনই উত্তর ভারতে তেমন রামানন্দ, তুলসীদাস, কবীর, বল্লভাচার্য, রাইদাস , সুরদাস এবং মীরাবাই আছে।

    • @arunavamishra8406
      @arunavamishra8406 6 месяцев назад

      বাল্লাভাচার্জ কি বাঙালি নন?

    • @arunavamishra8406
      @arunavamishra8406 6 месяцев назад

      বাল্লাভাচার্জ কি বাঙালি নন?

    • @arnabocean3611
      @arnabocean3611 6 месяцев назад

      @@arunavamishra8406 না।

    • @arnabocean3611
      @arnabocean3611 6 месяцев назад

      না। বারাণসীতে বল্লভাচার্য তেলেগু তাইলাং ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।

    • @arnabocean3611
      @arnabocean3611 6 месяцев назад

      @@arunavamishra8406 না। বারাণসীতে বল্লভাচার্য তেলেগু তাইলাং ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন

  • @taraknathmukhopadhyay8329
    @taraknathmukhopadhyay8329 2 месяца назад

    বাঙ্গালী বোধহয় আধ্যাত্মিক রামচন্দ্রের তুলনায় মহাকাব্যিক রামকে বেশি শ্রদ্ধা করি।

  • @shrawankumaragarwala2863
    @shrawankumaragarwala2863 6 месяцев назад +1

    গননা এক থেকে নূরু না করে রাম ,দুই ,তিন, চার অনেকে করেন এখনো । রামায়নী কথা মেঘনাধ বধ ইত্যাদি শিক্ষা পেয়ে এ ধরনর মানসিকতা র জন্ম

  • @AnimaDebnathJoardar
    @AnimaDebnathJoardar 6 месяцев назад +1

    Ekadashi, Nrsimha Chaturdashi, Ramnavami, Gaur Purnima are four to be observed.

  • @AnonymousGen-Z
    @AnonymousGen-Z 3 месяца назад +3

    যারা মাংস খাচ্ছেন আর যারা অল্প খাচ্ছেন,
    সবাই মাংস খাওয়া একেবারে ছেড়ে দিন।
    এটা নিয়ে আর কোনো সমস্যা, সন্দেহ থাকবে না।
    যারা সর্বদা মাংস খায় তাদেরকে পেট ভরে খেতে দিন। তাদের জন্য মাংসকে সহজলভ্য করে দিন। এতে করে মাংসের দামও কমবে,তৃপ্তি সহকারে খেতে পারবে। সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় থাকবে। নয়তো, বাহিরের দেশে মাংস রপ্তানি করে দিন। বৈদেশিক মুদ্রাও অর্জন হবে, দেশের জিডিপি বাড়বে

  • @dhimankhan6486
    @dhimankhan6486 4 месяца назад

    39:39..... এটাই হলো আসল বাঙালির পরিচয়

  • @youtubewhatwhyandhow
    @youtubewhatwhyandhow 8 месяцев назад +2

    He is just a gentle man

  • @krishnaradhakantadas3273
    @krishnaradhakantadas3273 8 месяцев назад +2

    Slok nambar ta bolen

  • @arunavamishra8406
    @arunavamishra8406 6 месяцев назад +1

    শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণ ছিলেন।

  • @jyotidas2734
    @jyotidas2734 6 месяцев назад +2

    Calcutta= sr.citizen= Thanks to channel for the video. Yes, correctly said=Bengalis are ill-behaved by Upper/North Indians always. It is learnt= 1) Like bad Britishers had been transferred to Australia by British Kings as punishment; 2) As Ramayan was there, Michael could wrote "Meghnad badh" 3) Yes Sen dynasty brought 5 types of Brahmins from Kannyakubja city to Bengal to help worship Gods -correctly, in Bengal4) Britishers wrongly said -Indians does not know to write their Past History; actually, Bhagbatam ( 12 parts = skandhas) consists whole History of Bharatbarsha= 7th part = Ram's life; 10th + 11 th part = Krishna lila 12th/ last part= predictions if Kaliyuga. # Therefore RAMACHANDRA ( 7th part) , Krishna( 10+11part) .Bengalis are advance-thinking people = worshipping Krishna = Chaityanya dev's influence also. HIS Mahamantra= Hare Rama Hare Krisna= no problem for Bengalis to chant. $ After destruction by Invadors in North India, then StiChaityannya discovered Vrindavan in U.P. & not by people of that region.Bengalis worship Ramchandra & Krisna always with love & devotion.Not good to defame Bengalis . All religious books -available in ISKCON Temple book shop @ affordable price.God bless a l l.Like old Britishers ;; Aryans sent those persons to Bangabhumi @ that tume, whom they did not like in society !

  • @syedshahidulhaquechowdhury6776
    @syedshahidulhaquechowdhury6776 8 месяцев назад +3

    Dada,I am a bangali muslim. I have collected many Hindu religion 's books and went through these books.But I couldn't find any gist from these books.However if you love your wife you couldn't test her chastity.

    • @saswatichowdhury6417
      @saswatichowdhury6417 7 месяцев назад

      He was not only a husband..just by reading some books u can understand santan😅😅

    • @saswatichowdhury6417
      @saswatichowdhury6417 7 месяцев назад +1

      First understand the signifance of fire...

    • @admiralgeneralaladeen7445
      @admiralgeneralaladeen7445 7 месяцев назад +2

      Brother, at first you need to study your own books like quaran and Bukhari Hadis with meaning. ঘরের খেয়ে বনের মোষ তারিয়ে কি হবে?

    • @tapatibiswas8297
      @tapatibiswas8297 6 месяцев назад

      Sathik jobab jana nei balun. Ajatha baje bokchen keno? Unito kichu bhul bolen ni. Muslim bolei ei bhabe bolchen?

    • @sumanari4116
      @sumanari4116 6 месяцев назад +1

      You read Vedant. All are coming under it.

  • @rkclassesofphysics34
    @rkclassesofphysics34 6 месяцев назад

    অসাধারণ।

  • @aponbiswas4669
    @aponbiswas4669 4 месяца назад

    40:00

  • @findingknowledge8221
    @findingknowledge8221 5 месяцев назад +1

    বাংলার বাঙালি মুসলিম সংখ্যাগুরু আল্লাহু আকবার।

  • @Abelfromindo
    @Abelfromindo 7 месяцев назад +1

    অসাধারণ

  • @travelpriority2383
    @travelpriority2383 7 месяцев назад +1

    ekta osadharon ar darun aalochona ... sudhu sonchalok k baad diye .. uni na thakle program ta aaro sundor hoto..

  • @walkspiritually
    @walkspiritually 7 месяцев назад +2

    বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর

  • @krishnaradhakantadas3273
    @krishnaradhakantadas3273 8 месяцев назад +2

    Ramayan a kothay lekha ache

  • @dilipdas-gq6zi
    @dilipdas-gq6zi 6 месяцев назад +1

    Not only Ram but Bengalis are the also Dharmabirodhi

  • @jayashreeghosh6120
    @jayashreeghosh6120 6 месяцев назад

    Important discusson

  • @soumitraseth6921
    @soumitraseth6921 4 месяца назад

    🕉🙏🙏🕉

  • @pradeepdasgupta8820
    @pradeepdasgupta8820 6 месяцев назад +1

    বাঙালি কিসের বিরোধী, এটা আলোচনার বিষয় হতে পারেনা। এর থেকে আমরা জানতে চাই বাঙালি কিসের সমর্থন।
    যদি দুচারটে বিষয়ে থেকে থাকে যা বাঙালি সমর্থন করে তবে আমাদের জ্ঞান বর্ধন হোক।

  • @sankarmajumder6491
    @sankarmajumder6491 6 месяцев назад +3

    Sir,রামের পুরো নাম কি ?

    • @Sirajul151
      @Sirajul151 6 месяцев назад +1

      রামচন্দ্র । জানেন না বুঝি ?

    • @agnosticatheist4093
      @agnosticatheist4093 3 месяца назад

      Kalponik byaktir surname hoy ki?

  • @shuvoDhar.5537
    @shuvoDhar.5537 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @nabanitaghosh1371
    @nabanitaghosh1371 6 месяцев назад +1

    Amar aj 65 years age, aj theke 60 bachar agey amar thakuma amake dhore puro Baisakh mas jure bhor balay akta broto karaten, ajo amar mone ache Shiv pujo kote hoto and sese amay bolte hoto Ami jano Ramchandra er moton swami pai, Dasarather moton sasur, Kousalyar moton sasuri r Laxmaner moton deor pai. Amar Thakuma proper Kolkata er mey chilen. Akhon kintu Ram nie ato udarata r nei kolkatay

  • @MrigankaRoy
    @MrigankaRoy 7 месяцев назад +1

    অনেক কিছু নতুন জানলাম 🥰

  • @kartickbhattacharjee3920
    @kartickbhattacharjee3920 7 месяцев назад +2

    Ranjit babur পরিচালনা একদমই ভালো লাগলো না কারন উনি বক্তার বক্তব্য পুরো বলতে দিছেন না।

  • @aponbiswas4669
    @aponbiswas4669 4 месяца назад

    29:24

  • @samiradhikary5641
    @samiradhikary5641 6 месяцев назад

    কৃত্তিবাসি রামায়ণের ভাষা যেমন আধুনিক ,তাতে করে কি বলা যায় এটি সত্যিকারের কৃত্তিবাসের রচনা ?

  • @lalibanerjee4881
    @lalibanerjee4881 6 месяцев назад

    🙏🙏🙏

  • @pabitramondal6013
    @pabitramondal6013 6 месяцев назад

    Dada vagwan foundation and ramkrisna sarda maa ram Pronam my favourite❤❤

  • @tapaschattaraj7872
    @tapaschattaraj7872 9 месяцев назад +3

    ভগবান প্রশ্নাতীত। ভগবানের অস্তিত্ব, মহিমা সম্পর্কে জানতে বড় বেশি বিদ্বান হবার প্রয়োজন হয় না। বাঙালি ও মানুষ। অতএব এ বিষয়ে তর্ক বা দ্বন্দ্বের অবকাশ বোধগম্য নয়।

    • @swarnadeepsarkar6760
      @swarnadeepsarkar6760 6 месяцев назад

      ধর্মকে প্রশ্ন করা কোনো ধর্মই পছন্দ করে না ।কারন এগুলো সব বানানো গল্প ।বেশী প্রশ্ন করলে ধর্ম ব্যাবসার দোকান বন্ধ হয়ে যাবে।

    • @tapaschattaraj7872
      @tapaschattaraj7872 6 месяцев назад

      @@swarnadeepsarkar6760 ভালোবাসা বা ঈর্ষা দুই ই অস্তিত্বের প্রমাণ। ঈশ্বর ও ধর্ম দুটি পৃথক শব্দ। ধর্ম নিজ নিজ। তা' নিয়ে অনেকে ব্যবসাও করেন এবং সেটাই তাঁর " ধর্ম " । করুণাময় ঈশ্বর সবার।

    • @organ21st
      @organ21st 5 месяцев назад

      আসলে আপনাদের ভগবান কয়টা? আমরা এক স্রষ্টায় বিশ্বাস করি।

  • @পিঁপড়েরঘর
    @পিঁপড়েরঘর 5 месяцев назад

    হোস্ট -এরও মিনিমাম কিছু পড়াশোনা করে আসা উচিৎ। নাহয় এরকম অপ্রাসঙ্গিক বকবক ই চলতে থাকবে। ফাঁকা কলসির আওয়াজ বেশী।

  • @mortajaali3974
    @mortajaali3974 6 месяцев назад

    ভগবান কতগুলো ?ভগবানের অর্থ কি ?কি অর্থে কাকে ভগবান বলা যায় ?রাম কি ভগবান ?আমরা কি সকলে ভগবান নয় ?

  • @sanjaychakraborty440
    @sanjaychakraborty440 Месяц назад

    আমি তো মনে করি বাঙালির মধ্যে একটি ভারত বিরোধী মনোভাবও রয়েছে।
    কৃত্তিবাসের অনেক অনেক আগে আদি কবি বাল্মীকি রামায়ণ লিখেছিলেন।
    তাহলে রাম বাঙালির কাছে অজানা থাকবেন কেন?

  • @prabhaspanda2455
    @prabhaspanda2455 8 месяцев назад +1

    Sundar

  • @ranjitpramanik2354
    @ranjitpramanik2354 6 месяцев назад +1

    Motei na kintu. Na Dhuye Ramer poojo Bangali ra kare naaaa i ami Bengali lav kush Sita , sab vakto 🤫

  • @AparnaBiswas-h4u
    @AparnaBiswas-h4u 6 месяцев назад +1

    হিসাব বলে বাঙালি হিন্দু ৫০০টাকাই অখাদ্য মাঙস খেতে পারে।

  • @srikashshaw8721
    @srikashshaw8721 2 месяца назад

    Jai shree Ram

  • @eudee21
    @eudee21 6 месяцев назад

    The subject is relevant, the participants are very respectable but the platform is not. Sad to say.

  • @24by265
    @24by265 6 месяцев назад

    Saahitya aajtaj lekhata hindite keno?

  • @mintusom960
    @mintusom960 6 месяцев назад +2

    একচুয়ারি ছয় এর দশকের দিকে এবং সাতের দশকের কিছু দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে রামায়ণ গান এর প্রচলন ছিলো। তার পর থেকে আস্তে আস্তে রামায়ণ গান পশ্চিমবঙ্গ খেকে একপ্রকার উঠে গিয়েছে। পূর্ব বাংলায় কিন্তু খুব রামায়ণ গানের প্রচলন আছে। বিহার থেকে আরম্ভ করে হিন্দি বলয়ে খুব ই রামায়ণ গান হয়। পশ্চিমবঙ্গে কিন্তু কৃষ্ণ নাম গানের খুব ই প্রচলন আছে। যেমন হরিসভা বা হরি বাসর খুব ই হয়। কোথাও 24 প্রহর কোথাও অষ্টম প্রহর আবার উদয় অস্ত কৃষ্ণ নাম গান ও হয়।

    • @mintusom960
      @mintusom960 6 месяцев назад

      এটা চৈতন্য মহাপ্রভুর জন্য ও হতে পারে।
      উনিই হরিবাসর শুরু করেছিলেন।

  • @sahadevbera9547
    @sahadevbera9547 7 месяцев назад +1

    Amra Sanatan . jio Sri Ram balbo

  • @chandrapal2376
    @chandrapal2376 6 месяцев назад

    আচার্য্য শঙ্করের মঠাম্নার নিয়মও করনিয় অনুষ্ঠান সূচি পড়লেইমোটামুটি সব জানতে পারবেন !?!

  • @bidyutdebnath7626
    @bidyutdebnath7626 6 месяцев назад +1

    কৃষ্ণ নিজেই তো যাদব ছিলেন । তিনি তো ব্রাহ্মণ নন ।

    • @soumyajit_rakshit
      @soumyajit_rakshit 6 месяцев назад

      প্রথমতঃ, ঋগ্বেদের মতে ব্রাহ্মণ কোনো জাতি নয়, বরং একটি পেশা। শূদ্রেরাও বেদ অধ্যয়ন করে ব্রাহ্মণ হতে পারেন। উদাহরণ: মহাভারতের বিদূর শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছিলেন, মুনি বিশ্বামিত্র ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়েছিলেন।
      আর আপনার লজিক যদি ধরা হয়…
      …তাহলে ব্রহ্মার ছেলে মরীচি, তার ছেলে কশ্যপ, তার ছেলে বিবস্বান, তার ছেলে মনু, তার ছেলে ইলা, তার ছেলে পুরুরাবাস, তার ছেলে আয়ুষ, তার ছেলে নহূষ, তার ছেলে যযাতি, তার ছেলে যদু, যদুর বংশধরেরা যাদব। বংশের প্রত্যেকেই তো বামুন!

  • @dilipsinha9389
    @dilipsinha9389 6 месяцев назад

    We are not agree to hear any clarification of RAMCHANDRA PURUSOTTAM from Nrisinbha Bhadhuri because 8:28 he is a ANTEL Person and Hindu birodhi .

  • @Tarnishtha
    @Tarnishtha 6 месяцев назад +1

    Bengali hinduttwa birodhi.Nijeder dhormi nijerai mane na .Nijeder devi Devta samparke negative bole.Nijeder nastik secular bole.Kintu anyer dhormo ke khub respect kore ,church e Jai ,iftar e Jai.

  • @sohamg.ghosal3009
    @sohamg.ghosal3009 8 месяцев назад +1

    কোথায় সন্যাসে পৈতে রাখা হয় ?!!!

  • @chandrapal2376
    @chandrapal2376 6 месяцев назад

    দেখেছি

  • @adityadas1590
    @adityadas1590 6 месяцев назад

    Gota byapar ta emon bhabe ho66e j amra ekta culture/civilisation vs its remaining form as a religion that is hindusim er moddhe ekta debate nd confusion er moddhe lead kor6i...we either want to prove it right or wrong...not understanding its all about being one with everything...till we accept the vastness of our culture we can't be confident of our identity...

  • @TapanDas-ei3lw
    @TapanDas-ei3lw 6 месяцев назад +1

    পান্ডিত্য ভাল কিন্ত চরম পান্ডিত্য ভাল নয়।

  • @debabratabanerjee7159
    @debabratabanerjee7159 6 месяцев назад

    Educated Hindus bengali doesn't know, what is their religion. Very sad.One type of self destructive.

  • @AnirimaGhosh
    @AnirimaGhosh 4 месяца назад

    Nrisingha Bhaduri himself is a legend. But really sorry to say Ramayana, Mahabharata are epics. They are not based on real events. DNA studies nowadays clearly shows Aryan migrated around 1500 bc from steppe of Central Asia. Before that harappan civilisation is clearly dated and that was clearly not Vaidic ( I mean even AI is not able to decode the language). Goutam Buddha was born 500 bc. If Ram , krishna.. had they been historical people.. there would have been some stambha or stone like Ashoka’s.
    And before even Harappa ice age was ending…
    Why people disown science while studying religion and culture

  • @chandrapal2376
    @chandrapal2376 6 месяцев назад

    👌🙏🌷🕉🌷🙏

  • @TapanDas-ei3lw
    @TapanDas-ei3lw 6 месяцев назад +2

    ভাদুরী মহাশয়,আপনার কথা শুনে মাঝে মাঝে মনে হয় আপনি ভগবানে বা ঈশ্বরে অবিশ্বাসী তার অপার শক্তিতে অবিশ্বাসী। আপনি যেন কতকগুলি ঘটনাক্রম বলতে চান মাত্র গল্পের মতো করে।

    • @Tiktiki-zu3ub
      @Tiktiki-zu3ub 6 месяцев назад

      ইনি এক ভণ্ড পণ্ডিত। অহংকারী মানুষ।

  • @sasadharhaldar5527
    @sasadharhaldar5527 5 месяцев назад +1

    এই আলোচনায় দীনকৃষ্ণ ঠাকুর উপস্থিত থাকলে ভালো হত ।

  • @combinatorics1224
    @combinatorics1224 6 месяцев назад

    I think Hector of Iliad is greater than Rama.

  • @BuddhadevRana-p9g
    @BuddhadevRana-p9g 6 месяцев назад

    রাম বনে গিয়েছিল বলেই রাম হয়েছে দারুণ লাগল

  • @biswanathghosh7082
    @biswanathghosh7082 6 месяцев назад

    Sir, kichhu kajer katha balun!

  • @debapomdas5895
    @debapomdas5895 8 месяцев назад +1

    আরেকটা হলো কৃষ্ণজন্মাষ্টমী

  • @ranjankumardas8115
    @ranjankumardas8115 6 месяцев назад

    খুব ভালো লাগলো। এমনি প্রোগাম আর ও করবেন দয়া করে ।

  • @bharatpariyar9188
    @bharatpariyar9188 3 месяца назад

    সত্য মিথ্যা কি আছে জানিনা শাস্ত্র কে বিশ্বাস করি

  • @SubrataRabidas123
    @SubrataRabidas123 4 месяца назад

    Why I like Islam because Science in Islam
    (Qur'an).
    1. The earth is flat. (Qur'an 88:20)
    2. The Qur'an claims that the sun sets in a muddy
    pool. (Quran 18:86)
    3. The semen is formed between the backbone
    and the ribs. (Qur'an 86:6-7)
    4. There are seven earths. (Qur'an 65:12)
    5. The sun orbits the earth. (Qur'an 36:38-40)
    6. Human embryos are blood clots. (Qur'an 22:5)
    7. The sky would fall on the earth if Allah didn't
    hold it up. (Qur'an 22:65)
    8. Stars are missiles that Allah uses to shoot
    demons who try to sneak in to heaven. (Qur'an
    67:5),(Qur'an 37:6-10).
    Guys please send this to your science teacher

  • @MangalGharami-u9s
    @MangalGharami-u9s 6 месяцев назад

    Rama murdered Shambhuka in a terr0rist attack.

  • @RathinBanerjee-fv6nw
    @RathinBanerjee-fv6nw 6 месяцев назад

    Bangali Ram piyari noi. Ram birodhi o noi. Jar jakey ichha piyar karuk kichu jaye ashey na Bangalir.