আমার দুকানে শব্দ একটানা সুর বেজে যায়। মনটা ওদিকে দিলে শব্দটা জোরালো হয় বিশেষ করে রাতে বেশী বাড়ে। শীতে বেশী হয়, নামটার দিকে চেষ্টা এখন বেশী শরন মনন করার সাধনায় আছি ,স্বস্তয়নী ব্রত,, নিরামিষ আহার করে থাকি , নিত্য ও অনিত্য বোধ ঠাকুরের দয়ায় বুঝতে আর অসুবিধা হয় না। আপনার কথা আলোচনা আমার খুব ভালো লাগে। বিশেষ কোরে ঠাকুরের সম্বন্ধে বাস্তব সত্যে জীবন চলন , আর ঠাকুর যে অবতার এটা নিশ্চিত বোধে বোধ হয়। সবাইকে তো প্রকৃত সত্যটি বলার আঁধার তো সবাই নয়। শ্রীচরণে যেন সদা প্রাণবন্ত মোতি থাকে এটা আমার জন্য আপনি পরমপিতার কাছে প্রার্থনা করবেন। জয় গুরু পুরুষোত্তমায় নমঃ।
জেনে খুব ভালো লাগলো। এটাই হলো শুরু। ডান কানের দিকে শব্দে মন দেবেন। এবং অনেকক্ষণ ধরে মনোনিবেশ করবেন। ধীরে ধীরে দেখবেন অন্য শব্দ আসছে। আরো অনেকটা এগুলো তারপরে ভজন দীক্ষা নেয়া ভালো
Joyguru dada apurba 🎉
আমার দুকানে শব্দ একটানা সুর বেজে যায়। মনটা ওদিকে দিলে শব্দটা জোরালো হয় বিশেষ করে রাতে বেশী বাড়ে। শীতে বেশী হয়, নামটার দিকে চেষ্টা এখন বেশী শরন মনন করার সাধনায় আছি ,স্বস্তয়নী ব্রত,, নিরামিষ আহার করে থাকি , নিত্য ও অনিত্য বোধ ঠাকুরের দয়ায় বুঝতে আর অসুবিধা হয় না। আপনার কথা আলোচনা আমার খুব ভালো লাগে। বিশেষ কোরে ঠাকুরের সম্বন্ধে বাস্তব সত্যে জীবন চলন , আর ঠাকুর যে অবতার এটা নিশ্চিত বোধে বোধ হয়। সবাইকে তো প্রকৃত সত্যটি বলার আঁধার তো সবাই নয়। শ্রীচরণে যেন সদা প্রাণবন্ত মোতি থাকে এটা আমার জন্য আপনি পরমপিতার কাছে প্রার্থনা করবেন। জয় গুরু পুরুষোত্তমায় নমঃ।
জয়গুরু ❤🙏
জেনে খুব ভালো লাগলো। এটাই হলো শুরু। ডান কানের দিকে শব্দে মন দেবেন। এবং অনেকক্ষণ ধরে মনোনিবেশ করবেন। ধীরে ধীরে দেখবেন অন্য শব্দ আসছে। আরো অনেকটা এগুলো তারপরে ভজন দীক্ষা নেয়া ভালো