প্রথম উপস্থাপক বললেন জৈব সার দিয়ে মাটি প্রস্তুত করা হয়েছে, কিন্তু কৃষি কর্মকর্তা বললেন পাইপ দিয়ে সার দিতে হবে - একটু confusing নয়কি? তাছাড়া কত ঘন্টা রোদ লাগবে সেটাওতো জানানো হয় নি। একজায়গায় রেখে দিলেতো একদিকেই রোদ লাগবে অন্যদিকে নয়। তাহলে এটাকি সমতলের বিকল্প হতে পারে? উপস্থাপককে তো কেউ জিজ্ঞেস করেনি যে আপনি ভাল আছেন কি - তাহলে অপ্রাসঙ্গিক এবং অসূন্দর সূচনা কেন ? অন্যদের জন্য কোন বিষয় উপস্থাপনের আগে আরো গবেষণা এবং প্রস্তুতি নয়া জরুরী মনে করি। ধন্যবাদ।
আপনার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ, বস্তাটা এমন জায়গায় রাখা হয়েছে যাহা পূর্ব পশ্চিমে সূর্যের সাথে বস্তার দুই পাশে ই রোদ পাবে। আর সারের কথা বলা হয়েছে জৈব সার যাহা লিকুইড করে পাইবের মাধ্যমে গাছের শিকড়ে পৌঁছানো সম্ভব।
আপডেট দিয়েন প্লিজ, কতটূকু পেয়াজ পেলেন।
Very nice video
Thanks
মাথা মোটা 200 মধ্য 10 টাও টিকবে না
এটা ভার্টিকাল কৃষি, চায়না এখন এই পদ্ধতিতে চাষ করছে।
প্রথম উপস্থাপক বললেন জৈব সার দিয়ে মাটি প্রস্তুত করা হয়েছে, কিন্তু কৃষি কর্মকর্তা বললেন পাইপ দিয়ে সার দিতে হবে - একটু confusing নয়কি?
তাছাড়া কত ঘন্টা রোদ লাগবে সেটাওতো জানানো হয় নি। একজায়গায় রেখে দিলেতো একদিকেই রোদ লাগবে অন্যদিকে নয়। তাহলে এটাকি সমতলের বিকল্প হতে পারে?
উপস্থাপককে তো কেউ জিজ্ঞেস করেনি যে আপনি ভাল আছেন কি - তাহলে অপ্রাসঙ্গিক এবং অসূন্দর সূচনা কেন ?
অন্যদের জন্য কোন বিষয় উপস্থাপনের আগে আরো গবেষণা এবং প্রস্তুতি নয়া জরুরী মনে করি।
ধন্যবাদ।
আপনার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ, বস্তাটা এমন জায়গায় রাখা হয়েছে যাহা পূর্ব পশ্চিমে সূর্যের সাথে বস্তার দুই পাশে ই রোদ পাবে। আর সারের কথা বলা হয়েছে জৈব সার যাহা লিকুইড করে পাইবের মাধ্যমে গাছের শিকড়ে পৌঁছানো সম্ভব।
বাংলাদেশ এর উপস্থাপনা এর চেয়ে ভালো আশা করেন কি ভাবে, পিয়াজ এর জন্য ভারত সরকার এর উপর নির্ভরশীল সারা জীবন থাকতে হবে
আপনাকে অসংখ্য ধন্যবাদ পরামর্শের জন্য