শীতের রাতে ইউছুপেরখীল সীরত ময়দানে মাওলানা তারেক মনোয়ার

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 5

  • @Sharifulislam-i1d
    @Sharifulislam-i1d Месяц назад

    হে দয়াময় আল্লাহ বিশুদ্ধ আকিদা যুক্ত ভ্রান্ত আকিদা মুক্ত শিরক বিদআত কুফরি মুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ তোমার পছন্দনীয় সকল হক্কানী আলেমদের দল সহ ঐক্য হয়ে ইসলামী রাষ্ট্র গঠনে তোমার পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করিও। হে দয়াময় আল্লাহ তোমার ইক্বামতে দ্বীনকে নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ যোগ্যতা আমাদেরকে দান করো। হে রহমানুর রহিম তোমার প্রতিনিধির এ দায়িত্ব পালনের মাধ্যমে আমাদেরকে ইন্তেকালের পর কবর হাশর দাঁড়িপাল্লা পুলসিরাত পার হয়ে তোমার সন্তুষ্টিমূলক সুপ্রশান্তময় টেনশনমুক্ত সেই জান্নাতের মঞ্জিল পর্যন্ত পৌছিয়ে দাও আমিন।

  • @Mahmudhasan-gu1xs
    @Mahmudhasan-gu1xs Месяц назад

    ইসলাম ক্ষমতায় আসুক

  • @Sharifulislam-i1d
    @Sharifulislam-i1d Месяц назад

    আওয়ামী লীগ সহ মানুষের তৈরি বিভিন্ন মতবাদ যেমন ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ প্রতিষ্ঠায় সহযোগি ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা দেশের সার্বভৌমত্বের স্বার্থে মানুষের কল্যাণের স্বার্থে সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগ সহ মানব রচিত সব মতবাদ থেকে তওবা করুন। কারণ মানব রচিত মতবাদিরা স্বার্থপর লোভী জালিম হয়। উদাহরণ হিসেবে আওয়ামী লীগের এই দলটি। আল্লাহর ভয় অন্তরে না থাকলে যা হয়।এ দলটি হচ্ছে শেখ হাসিনার পারিবারিক দল । একাত্তরের যুদ্ধের আগে আগরতলায় ষড়যন্ত্র করে একাত্তরে যুদ্ধ বাঁধিয়ে দিল এবং পরবর্তীতে এদেশের মানুষের উপর সর্বহারা বাহিনী শান্তি বাহিনী রক্ষী বাহিনী নাম করে মানুষের উপর নির্যাতন হত্যার ধ্বংসযজ্ঞ করেছিল এমনকি এ দেশীয় সম্পদ লুটপাট পাচার করে দুর্ভিক্ষ পর্যন্ত ঘটিয়েছিল যার কারণে এদেশের কিছু দেশ দরদী বন্ধুরা শেখের পুরো পরিবারকে ধ্বংস করছিল শুধু দুজন ছাড়া। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতার মসনদে বসে শেখ পরিবারের হত্যার প্রতিশোধ হিসেবে কিভাবে মানুষ হত্যা করেছে তার প্রমাণ বর্তমান প্রজন্ম। বাঙালি হত্যার উদ্দেশ্যে বলে এক লাশের পরিবর্তে দশ লাশ পালা দেখা মাত্র গুলি কর ইত্যাদি বিভিন্ন ভাবে দেশীয় সম্পদ লুটপাট করে অন্যের ন্যায় অধিকার হরণ করে তার পরিবার হত্যার প্রতিশোধ নিচ্ছে। নৃশংসতার চরম সীমায় পৌছিয়ে বিডিয়ার বিদ্রোহের নামে ৫৭ সেনা অফিসার হত্যা করে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পেলে শেষ পর্যন্ত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সহস্রাধিক মেধাবী শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এদেশ থেকে পালিয়ে তার পিতার এ দেশকে নিয়ে ষড়যন্ত্রের রাজ্য আগরতলায় পালিয়ে পরে দিল্লিতে অবস্থান করেছে। অতএব রাষ্ট্রদ্রোহী মানবতার বিরোধী অপরাধী এই শেখ পরিবার আওয়ামী লীগ দলকে আজীবন নিষিদ্ধ করা হোক নইলে আপনার আমার সবার নিরাপত্তা হুমকির মুখে থাকবে অন্তত দেশকে ভালোবাসার স্বার্থে নিজেকে ভালোবাসুন নিজের দেশকে ভালবাসুন আওয়ামী লীগ সহ মানব রচিত সব মতবাদকে না বলুন। সমাধান হিসেবে আসুন বন্ধুরা একটি উন্নয়নশীল দূর্নীতি মুক্ত শান্তিময় দেশ গড়তে নিজেকে খাঁটি মমিন আল্লাহ ভীরু মন তৈরি করিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিজ নিজ অবস্থানে নিজেকে প্রতিনিধির যোগ্য হিসেবে তৈরি করি। কারণ আল্লাহ আমাদের প্রতিনিধি বা খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর খলিফা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টায় সহযোগিতা করবে আর শয়তানের খলিফা মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠা করিয়ে জাহান্নামী হবে।মনে রাখবেন আল্লাহ ভয় অন্তরে থাকলে দূর্নীতি অনিয়ম একেবারেই অসম্ভব যার প্রমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি মন্ত্রী গন দ্বায়িত্বে থাকা অবস্থায়।