সে ই প্রকৃত বন্ধু যে ঝগড়ার সময় দূর্বলতা নিয়ে অপমান করে না। সে ই প্রকৃত বন্ধু যে অনেক সঙ্গে ঝগড়ার সময় আমার পক্ষ নেবে। আমার ভুল গুলো আমাকেই বলবে, অন্যদের নয়। যদিও এমন বন্ধুর দেখা পাওয়া আর ঈশ্বরের দেখা পাওয়া একই। তাই হয়তো ব্যক্তিগত কষ্ট থেকেই বলবো - বন্ধু শব্দ টি যতটা ছোটো তার ব্যাপ্তি ততই বিশাল। মনে হয়না কখনও আর খুঁজে পাবো।
অন্তর চক্ষু দিয়ে খুঁজুন অনুভব করুন পেয়ে যাবেন ইনশা আল্লাহ,সে আমাদের মাঝেই আছে হয়তোবা এক সাথে চলা কথা বলা হয়না বা হয় কিন্তু সেভাবে তাকে বোঝার চেষ্টা করা হয়না, বিষয়টি এমন যে অনেক সময় যে জিনিস খোজা হয় সেটা কাছেই থাকে কিন্তু দেখতে পাইনা 👍☝️
আপনার জন্যও অবশ্যই ভিডিওতে শিক্ষণীয় বিষয় ছিল। তারপর ও আপনার জন্য আরও ভিডিও আসবে ইনশা আল্লাহ। ভিডিওটি দেখে সুচিন্তিত মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
এটা আমার সৌভাগ্য যে, আমাদের ভিডিও আপনার ভালো লাগে। কিন্তু প্রতিদিন দেওয়া তো সম্ভব নয়। ইউটিউব আমার পেশা নয়। পেশাগত দায়িত্ব পালনের পর যতটুকু সুযোগ পাই ততটুকু কাজ করি। সেজন্য দেরি হয়। তবে চ্যানেলের সঙ্গে থাকুন। অনেক ভিডিও পাবেন ইনশা আল্লাহ।
সেন্সিটিভ ইস্যু। হাতে আইডিয়াও আছে। কিন্তু অনেক কিছু বিবেচনা করতে হয় ভিডিও তৈরির ক্ষেত্রে। দেখি কী করা যায়। আপাতত কঠোর মানসিক সাধনা ছাড়া কোনো উপায় দেখছি না। আপনি মনে করুন, এই জীবনে যত বড় কষ্টের কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে কঠিন এ কাজ। হিমালয় জয় করার চেয়েও কঠিন। আপনি মনে করুন, আপনি হিমালয় জয় করতে চান। কল্পনাশক্তিকে নিয়ন্ত্রণ করুন হিমালয় জয় করার বাসনা নিয়ে।
Sir, all of your videos are highly valuable...
Thanks a lot dear brother. Please stay tuned for next videos
শিক্ষনীয় ও হেল্পফুল ভিডিওটি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
খুব সুন্দর লাগলো সঠিক পরামর্শ দিয়েছেন
আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরও জেনে ভালো লাগলো
সে ই প্রকৃত বন্ধু যে ঝগড়ার সময় দূর্বলতা নিয়ে অপমান করে না। সে ই প্রকৃত বন্ধু যে অনেক সঙ্গে ঝগড়ার সময় আমার পক্ষ নেবে। আমার ভুল গুলো আমাকেই বলবে, অন্যদের নয়। যদিও এমন বন্ধুর দেখা পাওয়া আর ঈশ্বরের দেখা পাওয়া একই। তাই হয়তো ব্যক্তিগত কষ্ট থেকেই বলবো - বন্ধু শব্দ টি যতটা ছোটো তার ব্যাপ্তি ততই বিশাল। মনে হয়না কখনও আর খুঁজে পাবো।
দিদি, আপনি সত্যিই অসম্ভব কাউকে চাইছেন। এরকম কাউকে পাওয়া সম্ভব নয়। তবে আকাঙ্ক্ষার কাছাকাছি যতটা পাওয়া যায়, মনে করতে হবে সেটাই সৌভাগ্য। আপনার সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।
@hahsuccess হায় আল্লাহ র কৃপায় আমার বলা ওপরের একটি মাত্র গুন সম্পন্ন মানুষের খোঁজও যদি পেতাম, তাহলেই আমার জীবন ধন্য হয়ে যেত ভাই
Alhamdulillah bhon 😊@@aparnachakraborty6113
অন্তর চক্ষু দিয়ে খুঁজুন অনুভব করুন পেয়ে যাবেন ইনশা আল্লাহ,সে আমাদের মাঝেই আছে হয়তোবা এক সাথে চলা কথা বলা হয়না বা হয় কিন্তু সেভাবে তাকে বোঝার চেষ্টা করা হয়না, বিষয়টি এমন যে অনেক সময় যে জিনিস খোজা হয় সেটা কাছেই থাকে কিন্তু দেখতে পাইনা 👍☝️
জাযাকাল্লাহ খাইরান । অনেক উপকারী একটি পোস্ট ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
পরিণত বয়সে জানলাম। তবে সন্তান কে শিক্ষা দিব তাহলে নিজের জন্য? পরামর্শ দিবেন!
অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।
আল্লাহ আকবর।
আপনার জন্যও অবশ্যই ভিডিওতে শিক্ষণীয় বিষয় ছিল। তারপর ও আপনার জন্য আরও ভিডিও আসবে ইনশা আল্লাহ। ভিডিওটি দেখে সুচিন্তিত মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
দাদা আপনার ভিডিও আমার খুবই ভালো লাগে।।। তাই আমি চাইছি যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও দিলে ভালো হতো 🥀🥀♦️✨✨
এটা আমার সৌভাগ্য যে, আমাদের ভিডিও আপনার ভালো লাগে। কিন্তু প্রতিদিন দেওয়া তো সম্ভব নয়। ইউটিউব আমার পেশা নয়। পেশাগত দায়িত্ব পালনের পর যতটুকু সুযোগ পাই ততটুকু কাজ করি। সেজন্য দেরি হয়। তবে চ্যানেলের সঙ্গে থাকুন। অনেক ভিডিও পাবেন ইনশা আল্লাহ।
মাশাআল্লাহ খুবই সুন্দর কথা ♦️♦️🥀🥀
আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের নিয়মিত দর্শক। আপনার সাফল্য কামনা করছি।
অপূর্ব, দারুণ শুনলাম
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
তবে আপনার বক্তব্য ও বিষয়বস্তু চমৎকার।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
darun
আপনি আমাদের নিয়মিত ভিউয়ার স্যার। আপনাকে অনেক ধন্যবাদ।
ভিডিওটা অনেক ভালো লাগছে ভাই
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
Absolutely
Thanks a lot
Highly valuable
Thanks a lot for your valuable comment
Right
Thank you
আরো ভিডিও দিয়েন😊😊
জি দেব ইনশা আল্লাহ
Sir..all points are high quality human s...very few humannprocess this.
Thanks a lot for your valuable comment
So true
Thank you
Sir,আপনার কথাগুলো সুন্দর, কিন্তু এই বন্দু পাবো কই!
আমাদের সমাজে এমন বন্ধু আছে। খুঁজে নিতে হবে ভাই।
❤❤❤❤❤
জ্ঞান অর্জন করুন ,
অনেক ধন্যবাদ। দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের প্রত্যেকেরই এটা করতে হবে।
বাস্তব তাইতো আমি
অনেক ধন্যবাদ
❤️🩹🫶
Porngrafi or musterbation kivabr teg korbo bhaiya??
সেন্সিটিভ ইস্যু। হাতে আইডিয়াও আছে। কিন্তু অনেক কিছু বিবেচনা করতে হয় ভিডিও তৈরির ক্ষেত্রে। দেখি কী করা যায়। আপাতত কঠোর মানসিক সাধনা ছাড়া কোনো উপায় দেখছি না। আপনি মনে করুন, এই জীবনে যত বড় কষ্টের কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে কঠিন এ কাজ। হিমালয় জয় করার চেয়েও কঠিন। আপনি মনে করুন, আপনি হিমালয় জয় করতে চান। কল্পনাশক্তিকে নিয়ন্ত্রণ করুন হিমালয় জয় করার বাসনা নিয়ে।
@hahsuccess ☺️☺️☺️
Fantustik
Thanks a lot
আপনার বক্তব্যের মধ্যে অপ্রয়োজনীয় বিদেশি ছবি ব্যবহার করেছেন, কোন প্রয়োজন ছিল না।
তাহলে ভিডিও হবে কীভাবে?
সব ডপবাজী নাটক বুজরুকি
আপনার মতামতকে সম্মান জানাচ্ছি