আমি মনে করি এই গানটি যে সকল শিল্পীরা পরিবেশন করেছেন খুব ভালো হয়েছে। কিন্ত নন্দিতা অসাধারণ, আমি ভারতে থাকি, খুব সুন্দর ও আকর্ষণীয় গায়কী প্রতিভায় আমি মুগ্ধ। আমার মনে হয় তুমি বাংলাদেশের লতা। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ ও সুন্দর থাকো।।
আহ ! ভারি শ্রুতি মধুর কণ্ঠ শিল্পী নন্দিতার ! এটা মাসুদ রানা সিনেমার গান। এই সিনেমার সব গানই এখনো জনপ্রিয়। এই সিনেমাটা ১৯৭৬ সালে টাঙ্গাইলের একটা সিনেমা হলে দেখেছিলাম। গানের কণ্ঠে সুরকার গীতিকার আজাদ রাহমানের স্ত্রী সেলিনা আজাদ। সিনেমায় লিপ সিঙ্গার ছিলেন লাস্যময়ী নায়িকা কবরী ।
নন্দিতার গান আর কন্ঠের সুরেলা আওয়সজ আমাকে বরাবরই মুগ্ধ করে কিন্তু আজ লতা মুংগেশকরের গাওয়া গান শুনে আবারও বিস্মিত হলাম, ওর জন্য আমার প্রান ঢালা শুভেচ্ছা, নিউইয়র্ক থেকে।
Coke Studio এর Bulbuli গানটা শুনে গায়িকার খোজ করতে এলাম। নন্দিতা আপুর ভয়েসটা অনেক সুন্দর। আফসোস এতো আজেবাজে শিল্পীর আজেবাজে গান হিট হয়, অথচ এমন দারুণ শিল্পীগুলোর মূল্যায়ন নেই। আশা করি,আমরা আবার ৯০ এর বাংলা গানের দশটাকে ফিরিয়ে আনবো এভাবেই। বাংলা গানের ভান্ডার সত্যিই অসাধারণ এবং অতুলনীয়।শুধু বিশ্ববাসীর সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। ❤❤❤
Love 5822 , Bhai , Dater Fak to aar shobdo utponno kore na , shobdo utponno kore thake kontho.Ei Dater Fak gulo Nandita er arekti soundarja.Bhalo thakben.
প্রত্যয়ের প্রত্যেকটি গান প্রাণছোয়া। আমার এখন আশি। আমার কিশোর ও যুবক বয়সের গানগুলো তোতার কন্ঠে অত্যন্ত হৃদয় গ্রাহী। এগিয়ে যাও। কন্ঠস্বর সত্যিই সুরেলা ও আবেগপূর্ণ। বজায় রাখো।
আফসোস আপনার জন্য, আপনার এই কন্ঠের এই গানগুলো চিত্ররুপ দেয়ার মত ফ্লিম ইন্ডাষ্র্টি অাজ এদেশে নাই ৷ আপনি ভুল সময় ভুল দেশে জন্মগ্রহন করেছেন ৷ তথাপিও আপনার জন্য শুভকামনা ৷
এই সকল প্রতিভার যথাযথ মূল্যায়ন করতে পারলে জাতিকে সাংস্কৃতিক ভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে.....ক্ষনজন্মা এমন শিল্পীর প্রতিভার যথাযথ মূল্যায়ন করতে এখনই পদক্ষেপ নিতে হবে।।।।।
গানের কথামালার গভীরতা, সুরের লহরী, very natural presentation, মোহনীয় ব্যক্তিত্ব......সব মিলিয়ে মানসপটে deep impression ফেলে যায়, চোখ বুজে বার বার শুনতে ইচ্ছে যায়।
Excellent, Extraordinary, Exquisite rendition , Nandita.Thank you so much.Uploading of such wonderful melody will undoubtedly divert our derailed young generation from westernised turbulent music to a significant extent.
খুব সুন্দর গাও তুমি, ভয়েস খুব সুন্দর,আর এই গানটি আমার ছোট বেলার কথা মনে করে দিল,এই গানগুলি একদম হৃদয়ঙ্গম হয়ে আছে, তুমি নির্ভুল গেয়েছ, অনেক অনেক আশীর্বাদ রইল।
আপনি আস্তে আস্তে মনে জায়গা করে নিয়েছেন। কি অদ্ভুত মানুষ আপনি?এমন পাওয়া আমার জীবনে বড় পাওয়া। আমি কল্পনাতেও করতে পারিনি আমি জীবনে এতো বড় কিছু পাবো। এজন্য বলি ফ্রেশ বুকে রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে গ্রহণ করেছেন।এখন মনে হচ্ছে আমার আল্লাহ আমাকে অনেক দিয়েছেন।এ পৃথিবীতে আমার অনেক পাওয়া। আমার জীবনে আর কোন দুঃখ নেই। আমি অনেক সুখী।
ahhh.. pran juriye gelo ~ ~ ~ ami mone kortum ini bujhi Kolkatar kuno guni shilpi .. obak holum amader Bangladeshe eai projonme-o eto bhalo shilpi toiri hocche - you made us so proud & hats off to you, dear!
Excellent. Nandita Best prayers for you. Also I like to thanks all musician brothers. They did extra ordinary job. Feel the real song's flavor. Thanks again Nandita.
I absolutely love Ms Nandita‘s Voice!This Song made a Sence to me now that I listen to her perfectly throwing of words touched me on mind Deep and pretty Deep. She is Muslim
আমি মনে করি এই গানটি যে সকল শিল্পীরা পরিবেশন করেছেন খুব ভালো হয়েছে। কিন্ত
নন্দিতা অসাধারণ, আমি ভারতে থাকি, খুব সুন্দর ও আকর্ষণীয় গায়কী প্রতিভায় আমি মুগ্ধ। আমার মনে হয় তুমি বাংলাদেশের লতা। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ ও সুন্দর থাকো।।
অসাধারণ কন্ঠ
Really. Nice. Thanks.
অসাধারণ, বাংলার সংগীতের সব অমূল্যসম্পদ এই সব শিল্পী সততা।
কি নেই গানটাতে! অসাধারণ! শিল্পী, গায়কী, বাদ্যযন্ত্র শিল্পী, সেট ডিজাইন মানে এক কথায় অসাধারণ সবকিছু। বিমোহিত ❤
👌
এইসব সিনিয়র অর্কেস্ট্রা শিল্পীদেরকে সালাম রইলো। উনাদের বাজানো দেখলেই বুঝা যায় যে আমরা কি ছিলাম আর কি আছি!
আহ ! ভারি শ্রুতি মধুর কণ্ঠ শিল্পী নন্দিতার ! এটা মাসুদ রানা সিনেমার গান। এই সিনেমার সব গানই এখনো জনপ্রিয়। এই সিনেমাটা ১৯৭৬ সালে টাঙ্গাইলের একটা সিনেমা হলে দেখেছিলাম। গানের কণ্ঠে সুরকার গীতিকার আজাদ রাহমানের স্ত্রী সেলিনা আজাদ। সিনেমায় লিপ সিঙ্গার ছিলেন লাস্যময়ী নায়িকা কবরী ।
thank you sir sharing your memeory.
নন্দিতার গান আর কন্ঠের সুরেলা আওয়সজ আমাকে বরাবরই মুগ্ধ করে কিন্তু আজ লতা মুংগেশকরের গাওয়া গান শুনে আবারও বিস্মিত হলাম, ওর জন্য আমার প্রান ঢালা শুভেচ্ছা, নিউইয়র্ক থেকে।
এই প্রজন্মের শিল্পীদের মধ্যে নন্দিতা এক আশ্চার্য প্রতিভা। তার গান যত শুনি তত মুগ্ধ হই। মনে হয় সারা দিন তার গান শুনি...
সানজিদা মাহমুদ নন্দিতা, মন ছুঁয়ে গেছে, শুভেচ্ছা ও অভিনন্দন ❤️
ধন্যবাদ বাংলাদেশ টিভিকে ।(আসাম,, ইন্ডিয়া)🙏🙏🙏
কণ্ঠে স্বর্ণযুগের গানের আবেশ। সেই আবেশে ভেসে যাচ্ছি। অপূর্ব, অসাধারণ।
অনেক ধন্যবাদ।
শিল্পী আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️❤️
সেলিনা আজাদের মতোই গাইলো, সুন্দর।
@@lajulkasturi8762 eeaeeeeeeaaqqqá1
.
Nice
Coke Studio এর Bulbuli গানটা শুনে গায়িকার খোজ করতে এলাম। নন্দিতা আপুর ভয়েসটা অনেক সুন্দর। আফসোস এতো আজেবাজে শিল্পীর আজেবাজে গান হিট হয়, অথচ এমন দারুণ শিল্পীগুলোর মূল্যায়ন নেই। আশা করি,আমরা আবার ৯০ এর বাংলা গানের দশটাকে ফিরিয়ে আনবো এভাবেই। বাংলা গানের ভান্ডার সত্যিই অসাধারণ এবং অতুলনীয়।শুধু বিশ্ববাসীর সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। ❤❤❤
আমি বুঝলাম না দাঁতের ফাঁকে এত সুন্দর গান কি করে বের হয়🤔🤔🤔
অসাধারণ মিষ্টি কণ্ঠ আমি মুগ্ধ❤️🩹❤️🩹❤️🩹
Love 5822 , Bhai , Dater Fak to aar shobdo utponno kore na , shobdo utponno kore thake kontho.Ei Dater Fak gulo Nandita er arekti soundarja.Bhalo thakben.
@@m.a.quashem1989 খুব সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপনাকে ধন্যবাদ
বাংলার আগামী দিনের কন্ঠের রাণী হবে নন্দিতা।
ধন্যবাদ শিল্পী কে। হারিয়ে যাওয়া সেই পুরনো দিনের গান গুলো আভার গাওয়ার জন্য।
খুব সুন্দর গেয়েছেন। মুগ্ধ হলাম। পুরনো দিনের কিছু স্মৃতি মনে ভেসে উঠলো।
আমি ভারত থেকে : কি অসাধারণ : কতবার যে শুনলাম : মা সরস্বতী বিরাজ করছেন তোমার গলায় :
কথা, সুর, প্রকাশভঙ্গী, ব্যক্তিত্ব .....সব মিলিয়ে সত্যিই অসাধারণ পরিবেশনা! শব্দ দিয়ে সবটা প্রকাশ সম্ভব নয়।
কণ্ঠে স্বর্ণযুগের গানের আবেশ। সেই আবেশে ভেসে যাচ্ছি। অপূর্ব, অসাধারণ।
কিরে বলবো ভেবে পারছিনা, এক অনন্য অসাধারণ গায়কি । দোয়া ও শুভকামনা রইলো মা তোমার জন্য
আমার মনে হচ্ছিল আবার সেই দিনের কথা গুলো। কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম
কতদিন পর নন্দিতার এই সুন্দর গানটা শুনলাম। মনটা ভরে গেলো। কালা কালা, সাদা সাদা, আর তৈ তৈ গানের ধাক্কায় এই মন ভালো করার গানগুলো আমরা হারিয়ে ফেলেছি।
নন্দিতার গান যেমন সুন্দর দেখতে ও তেমন সুন্দরী । শুভকামনা ।
নন্দিতা নন্দিতা আশ্চর্য্য প্রতিভা তোমার। অসাধারন গায়কী তুমি । আল্লাহ রাব্বুল আলামীনের দয়ার ভান্ডার তোমার কন্ঠে। নিউ ইয়রক থেকে শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি আমিন
মুগ্ধতা ছড়িয়েছে নন্দিতা। শুভকামনা অবিরাম।
কিভাবে সম্ভব এখনকার যুগে সেই পুরোনো সুরের আভাস🥰🥰
চেষ্টা করলেই সম্ভব। আমাদের উচিত পুরানো গান গুলোকে চর্চা রাখা।
প্রত্যয়ের প্রত্যেকটি গান প্রাণছোয়া। আমার এখন আশি। আমার কিশোর ও যুবক বয়সের গানগুলো তোতার কন্ঠে অত্যন্ত হৃদয় গ্রাহী। এগিয়ে যাও। কন্ঠস্বর সত্যিই সুরেলা ও আবেগপূর্ণ। বজায় রাখো।
মুগ্ধতা ছড়িয়েছে পুরোটা গান জুরে। এক কথায় অসাধারণ।
আপনি যেমন মায়াবী,আপনার কন্ঠ আপনার গায়কীও তেমন মায়াবী, অসম্ভব সুন্দর গেয়েছেন, এগিয়ে যান
ধ
আফসোস আপনার জন্য, আপনার এই কন্ঠের এই গানগুলো চিত্ররুপ দেয়ার মত ফ্লিম ইন্ডাষ্র্টি অাজ এদেশে নাই ৷ আপনি ভুল সময় ভুল দেশে জন্মগ্রহন করেছেন ৷ তথাপিও আপনার জন্য শুভকামনা ৷
ঠিক বলেছেন
Beautiful performance. I am so greatful to you Nandita, Bangladesh. Wonderful rendition. Singing superbly.
সানজিদা তোমাকে অনেক ধন্যবাদ. পুরোনো দিনের গানগুলি কে তুলে ধরার জন্য. চমৎকার প্রচেষ্টা এবং তোমার কণ্ঠস্বর টা খুব মিস্টি. Keep singing
এক কথায় অসাধারণ, অতুলনীয়। বাংলাদেশের গর্ব এসব শিল্পী।
Metternich said, "I have come in this world either too early or too late"..., কিন্তু নন্দিতা ম্যাডাম আপনি অসাধারণ👏✊👍
অনেক শুভকামনা জানাই🙏🙏
এই সকল প্রতিভার যথাযথ মূল্যায়ন করতে পারলে জাতিকে সাংস্কৃতিক ভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে.....ক্ষনজন্মা এমন শিল্পীর প্রতিভার যথাযথ মূল্যায়ন করতে এখনই পদক্ষেপ নিতে হবে।।।।।
সত্যি, কিছু সময়ের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছি। বিষাদে ভরা মনটা প্রাণ খুঁজে পেল।অনেক, অনেক, শুভকামনা রইলো। আশাকরি এইরকম আরো অনেক ভালো, ভালো, গান শুনতে পাবো।
বেশ সুন্দর, মনে হয় ছোটকালে রেডিও তে মিসেস আজাদ এর গান শুনছি। বেশ মিষ্টি গলা নন্দিতার।
নন্দিতা অসাধারণ কন্ঠ, অনেক অনেক শুভেচ্ছা রইল। আরও সুন্দর সুন্দর গান চাই।
অপূর্ব সুন্দর কন্ঠ। গানের গলা জড়িয়ে ধরলো আর কি বলার আছে শুনেছি বার বার। মন ভরে দোয়া। সত্যি বলছি অসাধারণ একটা গীত।
গানের কথামালার গভীরতা, সুরের লহরী, very natural presentation, মোহনীয় ব্যক্তিত্ব......সব মিলিয়ে মানসপটে deep impression ফেলে যায়, চোখ বুজে বার বার শুনতে ইচ্ছে যায়।
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে
তরুলতা
পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা!!
সুরেরও ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা
নন্দিতা তোমার কন্ঠ মন ছুঁয়ে গেছে। অনেক অনেক শুভ কামনা।
মিষ্টিমেয়ে মিষ্টি কন্ঠে সেই 'আগুনের আলো' ছায়া ছবির গান। খুবই সুন্দর।
আহা! মুগ্ধতায় ভরে গেলো মনটা! ফিরে গেলাম ৮০'র দশকের রেডিওর সেই "দুর্বার" অনুষ্ঠানে! ❤
পুরনো গান পুরনো সুর ছড়িয়ে পরুক আবারও সমগ্র বাংলায়,এই গান গুলো শুনলে আবেগ প্রবন হয়ে পরি, ফিরে যায় অতীতে।
Lyrics:
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে
তরুলতা
পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা!!
সুরের ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
কি লিখবো ভাষায় খুঁজে পাচ্ছি না গান শুনে মন ভরে গেল শুভকামনা রইল আপনার জন্য
তাহার গান এর তুলনা হয় না,,, আমার অবিজ্ঞতা থেকে বলতে পারি তিনি সুন্দর গান তাহার অসাধারণ গায়কি যার তুলনা হয় না
এই সকল শিল্পীদের জন্য সকল ভালোবাসা,কারণ তারা অন্যের আনন্দের জন্য নিজেদের একদম বিলিয়ে দেয়, কিন্তু তাদের আনন্দকে সবাই খুব কম প্রাধান্য দেয় 🥰🥰🥰🥰
অস্বাভাবিক সুন্দর। একেবারে অরিজিনাল।
Excellent, Extraordinary, Exquisite rendition , Nandita.Thank you so much.Uploading of such wonderful melody will undoubtedly divert our derailed young generation from westernised turbulent music to a significant extent.
স্বর্ন কন্ঠিত গান উপহার দেয়ার জন্য নন্দিতাকে প্রানঢালা শুভেচ্ছা 🌱
খুব সুন্দর গাও তুমি, ভয়েস খুব সুন্দর,আর এই গানটি আমার ছোট বেলার কথা মনে করে দিল,এই গানগুলি একদম হৃদয়ঙ্গম হয়ে আছে, তুমি নির্ভুল গেয়েছ, অনেক অনেক আশীর্বাদ রইল।
Excellent! Heart-penetrated song. Congratulations Nandita.
আপনি আস্তে আস্তে মনে জায়গা করে নিয়েছেন। কি অদ্ভুত মানুষ আপনি?এমন পাওয়া আমার জীবনে বড় পাওয়া। আমি কল্পনাতেও করতে পারিনি আমি জীবনে এতো বড় কিছু পাবো। এজন্য বলি ফ্রেশ বুকে রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে গ্রহণ করেছেন।এখন মনে হচ্ছে আমার আল্লাহ আমাকে অনেক দিয়েছেন।এ পৃথিবীতে আমার অনেক পাওয়া। আমার জীবনে আর কোন দুঃখ নেই। আমি অনেক সুখী।
নন্দিতার কন্ঠের গান গুলো, আমার খুব প্রিয়। আমি খুব মনোযোগ দিয়ে নন্দিতার গান গুলো শুনি খুব ভালো লাগে নন্দিতা আপনাকে অনেক শুভেচ্ছা জানাই ।🙏(আসাম)
স্বরলিপি দিলে কৃতার্থ হব। গিটারে তুলবো।
আপনার গান আমি লাইভে দেখেছি। অসাধারণ লেগেছিলো সেদিনও। গান বাছাইও খুব সুন্দর, পরিশীলিত।
দারুন গানের কন্ঠ। ❤️❤️
ভালো বলেছেন
আমি নন্দিতার অনেক গান শুনেছি খুব ভালো গান গায় শুভকামনা রইলো নন্দিতার জন্য
নন্দিতা তোমাকে ভালোবাসি।
তুমি আমার মন কেড়ে নিয়েছো।
এসব গানের চেয়ে ভালো কোন গান ই হতে পারে না।।
নোয়াখালী থেকে। ধন্যবাদ ❤❤❤
ahhh.. pran juriye gelo ~ ~ ~ ami mone kortum ini bujhi Kolkatar kuno guni shilpi .. obak holum amader Bangladeshe eai projonme-o eto bhalo shilpi toiri hocche - you made us so proud & hats off to you, dear!
দারুণ, অসাধারণ, ❤ অনেক বছর পর শুনলাম, আমার প্রিয়গানের মধ্যে একটি❤ শুভ কামনা নিরন্তর
কন্ঠে জাদু আছে,অসাধারণ
খুব সুন্দর গেয়েছো। আর সুরের সাথে তোমার expression খুব মানায় ।
আধুনিক বাংলা গানের জন্য নন্দিতার কন্ঠটা সেরা।আরো ভালো কিছুর প্রত্যাশায়
Right
অসাধারণ একটি গান চমৎকার পরিবেশনা ❤❤
অসাধারণ তোমার কন্ঠ,দূঃখ এই কণ্ঠ কোন পরিচালক কাজে লাগাতে পারেনি।
অসাধারণ, অনেক অনেক শুভেচ্ছা।
🌈 অসাধারণ কণ্ঠে এ গানটিও প্রজন্ম থেকে প্রজন্ম, নতুন থেকে নতুনে আকাশের মতো একই থাকবে।
খুবই ভালো লাগলো আপনার গান। আপনার কাছ থেকে আরও অনেক গান আশা করি। অনেক অনেক শুভেচ্ছা।
I clap for the orchestra. This song is so beautiful for this fantastic orchestration
খুবই ভালো লাগলো
আমার খুব প্রিয় একটা গান।
Excellent. Nandita Best prayers for you. Also I like to thanks all musician brothers. They did extra ordinary job. Feel the real song's flavor. Thanks again Nandita.
নন্দিতার গান শুনলেই, নন্দিতার প্রতি আমার প্রেম জেগে যায়।
What a lovely cover of this classic Bangla pop. Thank you and best regards to Ms Sanjida Mahmud Nondita.
এ মেয়েটা পুরনো গান গুলি অসাধারণ ভাবে গাইছে।গান গুলি শুনলে বুঝতে পারছি, কে গাইছে। ❤❤❤❤
সত্যিই যদি বলতে হয় কোন ভাষায়, কিভাবে প্রকাশ করব ,বুঝে উঠে পারছি ন। এক কথায়, অসাধারণ এর আগ কি কোনো শব্দ আছে?
আমার কিছু বলার নাই এক কতাই অসাধারণ
আপনার কন্ঠে মুক্তা ঝরে আপনার প্রত্যেকটা গান আমি মনোযোগ সহকারে শুনি
Onek sondor ganayr kotha.abong Onek sondor ganayr kontho❤
SubhanAllah ! Extra - ordinary singing & voice. May Allah bless u Nandita.
দারুন গলা ত। অরিজিনাল ক্লাসিক গলা। যত্ন নেয়া উচিত।
Darun gla khub sundar. Asa kori Aro bhalo bhalo gan sunte pabo. Meny menyThanks.
নন্দিতার আরও কিছু গান শুনেছি। সবকটা গান এক কথায় অসাধারণ।
Very High quality tone thanks.
Darun. Onek Suveccha.
I absolutely love Ms Nandita‘s Voice!This Song made a Sence to me now that I listen to her perfectly throwing of words touched me on mind Deep and pretty Deep.
She is Muslim
Excellent!& matchless.wishing you see frequently.Thanks a lot
Wonderful n amazing singing. My heartiest congratulations
Music composition is just excellent. Nowadays we did not get all these instrument. That is why we did not get the original flavour. Thanks BTV.
নিলুফার শুনে যাও
কী মধুর
সুর মূর্ছনা ধ্বনি....
আকাশ পাতাল খুঁজি
না আমি
তোর ভিতরেই মোর
না পাওয়ার সব খনি......🌹🌹
Fantastic, so beautiful. So sweet your voice, may Almighty bless you. Nandita you are so cute and innocent.
নন্দিতা এইসময় আমার সব থেকে প্রিয় গায়িকা মনে হয় উনার কণ্ঠে সায়াং মা সরস্বতী বিরাজ করছে
এইসব গান কখনও পুরাতন হয় না। বড় ভাল গেয়েছেন।
যেমনি সুন্দর গান তেমনি মিষ্টি কন্ঠ মন জুড়িয়ে যায় ❤
Namdita madam
Very beautiful singing touched my heart keep it up madam
আল্লাহ কতো সুন্দর কন্ঠ দিয়েছে,সুবহানাল্লাহ
সুন্দর, খুব সুন্দর গেয়েছো, অতিতে পৌঁছাতে দেরি হোল না...
এ প্রজন্মের মিষ্টি গায়িকা নন্দিতা ৷ দোয়া রইলো
যতো শুনি ততো ভালো লাগে ❤️❤️❤️❤️
অসম্ভব প্রিয় গান এটি
বাহ! কি চমৎকার।।
গানটি চমৎকার গেয়েছেন,যেন গানটির মূল শিল্পী সেলিনা আজাদ মত।