আপনার আজকের ভিডিও টা আমার ঘরে ফেরার মতন শুভ্রবাবু। বিবেকানন্দ রোডের বাসিন্দা আর বেথুন এর ছাত্রী ছিলাম। নকুড়ের মিস্টির স্বাদ তাই আজ ও অমলিন। প্রেসিডেন্সি কলেজের সামনের ফুচকা আর -কলেজ স্ট্রিটে বই কেনা - মানেই ছিল পুঁটিরামের কচুরি খাওয়া।তবে পুঁটিরামের মিস্টি কোনোদিন ই আহামরি ছিল নাহ। নকুড়ের ( নাকি কান্ড কারখানা!) কারখানা দেখে মনে হলো মিস্টির উৎসব পালন হচ্ছে! খুব সুন্দর ভাবে আপনাকে শুট ও করতে দিয়েছেন ওনারা।আর সাধারনত মিস্টির দোকানের কারখানা এত পরিস্কার হয় নাহ। আর লস্যির দোকান টা খুব পুরোনো। আগে ওনার বাবা বসতেন।
বেথুন কলেজে একবারই গেছি আমার গিন্নির ফার্স্ট ইয়ারের ফর্ম তুলতে, আমার কলেজ ছিল সেন্ট পলস। সেই সুবাদে যেদিন বিকেলে সল্টলেকে পড়তে যাওয়া থাকত সেদিন পুঁটিরাম থেকে সিঙ্গাড়া খেয়ে প্রেসিডেন্সির সামনে থেকে 46 বাস ধরতাম! 😊😊😊 এ এক্কেবারে বাঁধা রুটিন। আর ওই দোকানের লস্যির নাম আগে শুনেছিলাম, সেদিন প্রথম খেলাম। আমার লস্যির ফেভারিট দোকান ছিল ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের একটা দোকান
@@GypsyBong Dada, tomay goto 2 yrs dhore follow kori, darun lage, ar amake Apni bolo na plz, Subscribers are Family .. family member der keu Apni Apni bole ki .
কোলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় আমার মত সাধারণ ঘরের ছেলের সস্তায় জলখাবারের জায়গা ছিল পু৺টীরাম। আপনি আমার ছাত্র জীবনের স্মৃতি রোমন্থনের জায়গায় নিয়ে গেলেন জানিনা সেই স্বাদ এখনও আছে কিনা। অনেক ধন্যবাদ।
Nakur er video mone hoi 1 st dekhlam..... Oi mishti er swad na nile kolkata er mishti journey apurno roye jai... Thank you for covering nakur.... Tobe hya dam ta ekhon boddo beshi🥲🥲🥲🥲... Putiram chirokal i college street thakar janyo over hyped amar mone hoi... Amader je kono parar dokan eo ek i jinis paoa jai....apnar video te legendary dokan gulo jeno sei itihas er boi khule bose.... Darun....
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিও এনজয় করার জন্য, পুঁতিরামের যে রাজভোগ আমি খেলাম, সেটা তেমন কিছু না, সাধারন। তবু ওঁদের কচুরি বা রাধাবল্লভি সাথে ছোলার ডাল বেশ ভালো ছিল।নকুর আমিও বাংলার ফুড ভিডিওতে দেখি নি, জানি না কেন। তবু আমাকে ওঁরা খুব ভালো করে শুট করতে দিয়েছেন। নকুড়ের কিন্তু 20/25 টাকার রেঞ্জে প্রচুর মিষ্টি আছে, আমি সব দেখিয়েওছি। 60 টাকার মিষ্টি মাত্র তিন চার রকমের
আমি যখন সি সি সি বি এ, সূর্যসেন স্ট্রিট এ কলেজে পড়তাম তখন কতবার যে পুঁটি রামের দোকানে কচুরী আর ছোলার ডাল খেয়েছি হিসেব করে উঠতে পারবনা। আগে অনেক বড়ো দোকান ছিল ( ১৯৬৭/৬৯ )। তারপর অনেক বছর পর একবার গেছিলাম। তখন চাকরি জীবন শুরু করেছি। দোকান টা অনেক ছোট সাইজ হয়ে গেছিল। কথা বলে শুনেছিলাম সম্পত্তির বিভাজন হয়েছে। একটু দূরেই ছিল *** কালীমাতা তেলে ভাজার দোকান ও আরেক টা তেলেভাজা দোকান । আমাদের কলেজের রেক্টর ছিলেন শ্রী অরুন কুমার সেন। আজ সব ইতিহাস। ভালো লাগলো।
দারুন লাগলো। কলেজ স্ট্রিট এ বই কিনতে গেলে পুটিরামের রাধাবললভী খাই। অপূর্ব লাগে।নকুড়ের মিষ্টি খুবই ভালো। আর শিব আশ্রমের লস্যি তো খুব সুন্দর। আপনার ভিডিও খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
Video dekhe ami r amar husband ekdm nostalgic hoe gechi..dada... Old memories revive holo... Thank you very much...ghisa pita buffet video r repeat vlog dekhar theke apnar contect onk onk valo.... Dekhben ekdin apnar millions of subscribers thakbe.. wish you a successful journey of RUclips vlogging💐
@@GypsyBong apnar kaj dkhe passionate lage..tai parle aro explore korun ,prantik bishoy gulo keo. Peyaj rosun ada badeo and obviously chicken mutton charao j ro pod r aro variety of moshla ache ja use kore darun ranna hy..sei gulo chesta korun tule dhorar.. Content theke jabe asha kori.. Ha obossoi majhe majhe view er jonno mutton biriyani teo Jan. Amar dharona apnar max subscriber quality bojhe.
Darun laglo bhai...Nokur er mishti r kono jowab nei...amra choto belai ei dike thaktam tai onek baar jawa r sujog hoyche...ar sathe Paramount er kacha aam shorbot...ahhhaaa!!! Ekhuno taste ta mukhe lege ache...nice vlog!!
ভাল ভিডিও হয়েছে। এক দিনে এর চাইতে বেশি খেয়ে ওঠা মুশকিল। পুঁটিরামে সঠিক জিনিস খেয়েছেন, মিষ্টিটা ছাড়া। নকুড়ে গেলে আমার বড় কষ্ট হয় যখন দেখি প্রতিদ্বন্দ্বীর চাপে পড়ে ওনারাও ওই সব ফিউশন মিষ্টি বিক্রি করছেন, কিন্তু কি আর করা যাবে! খেয়েই বুঝেছেন আমি কি বলতে চাইছি। ওই সিঙ্গারা আমি আগে দেখিনি, কোনোদিন ওদিকে গেলে খাওয়ার কথা মাথায় রাখতে হবে। বাড়ির বাইরে চা ছাড়া অন্য কোন পানীয় আমি এড়িয়ে চলি, কিন্তু একদিন সাহস করে প্রসাদ গ্রহণ করবো ভাবছি। তবে শরীরে সইলে হয় 🤔🥺 উত্তর কলকাতায় আরো বেশ কিছু ঐতিহ্যবাহী মিষ্টির দোকান আছে, পরে কোনো একদিন ঘুরে দেখতে পারেন। ভাল থাকবেন 🙏
মালাই সিঙ্গাড়া বা সরের সিঙ্গাড়া যেটা খেলাম সেটা সত্যিই দুর্দান্ত। আর ফিউশন সন্দেশ কিন্তু বাটার স্কচ ভালোই, আর একটু ঠান্ডা হলে আরো ভালো লাগত। পুঁটিরাম আমি সেন্ট পলসে পড়তাম তো কলেজে জীবনে খেয়েছি 1997 থেকে 1999 বিকেলের দিকে যেতাম মোস্টলি যেদিন সল্টলেকে পড়তে যাওয়া থাকত, ওখান থেকে সিঙ্গাড়া খেয়ে প্রেসিডেন্সির সামনে থেকে 46 বাস ধরতাম! 🤩🤩 ভিডিও এনজয় করার জন্য অনেক ধন্যবাদ। বাবার প্রসাদ খাবার দরকার নেই, অনেক সময়েই মুশকিল হয়ে, অভ্যাস না থাকলে। তবে ওঁদের লস্যি খুবই ভালো
এই তিনটে জাইগাই আমার জন্মস্থানের খুব কাছাকাছি তবে সব থেকে কাছে গিরিশ চন্দ্র দে নকুর চন্দ্র নন্দীর দোকান যার Ambiance & Quality আমার দেখা এই ষাট ঊর্ধ্ব বছরেও একই রকম রয়ে গিয়েছে যা এই ভেজালের যুগে প্রায় অকল্পনীয় বলে আমার মনে হয় - এদের দোকান একটা বাংলা প্রবাদ বাক্যকে ভুল প্রমাণ করেছে আর সেটি হল " Pahele Darshan Dhari Piche Gun Bichari " তাই আমার নিজেকে খুব Lucky মনে হয় এই উত্তর কোলকাতার পুরানো বাসিন্দা হিসাবে - আপনার করা এই উত্তর কোলকাতার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে যা আমাকে মাঝে মধ্যেই খুব Nostalgic করে তোলে - আরও বেশী বেশী করে North Kolkata related video post করুন , খুব ভালো থাকবেন - ধন্যবাদ ।
Osadharon video korechen subhro dadabhai.excellent inside video of varieties sweets & hard worker.evabe uttor o dokhhin Kolkata r famous sweet shop er erom detail video korun.khub valo lagbe dadabhai.kamdhenu,hindusthan,baloram mollick etc.
Arrey Waah Daroon laglo Vlog ta khub sundor ❤️❤️ eta Osaaadharon Chhilo..👌👌😍 Haa Putiram hochhe one of the best of North Kolkata..Kochuri torkari , Son papdi , Singara ar Khasta kochuri amar sob kotai Fvrt..😋😋 iss agey janle dekha kortam..Nakur amader ekhankar bohu purono dokan..prochur rokom er mishti ar bhir toh legei achhe..mishti r choice ta bhalo korechho..Jolbhora ta toh Excellent khetey 😋😋 Malai Singara tao Aweesome..😋 Nxt time Monohora , Mousumi , Chocolate egulo try korbe..Shiv Assram er sharbat laa jawab..Good Review..keep it up..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
সাবস্ক্রইবার দিয়ে যে সব ব্লগার ( গল্প কথক টাই বেশি মানানসই যদিও) কে যাচাই করা যায় না তুমি তার প্রমাণ। আরেকটা অসাধারণ ব্লগ। পুরো স্টেপ আউট করে ছক্কা।। ❤️
We were the origins from North Kolkata & the sweet shops in & around NK are very authentic in terms of quality & taste - if one has to talk about food & foodies - North Kolkata stands rest apart from all others.
Khb vlo laaglo....asha rakhbo Jolbhora/taalsaas sondesh er abishkarok chandannagore er Surya Kumar Modok and Bhadreswar er Mrityunjoy sweets er video korben..... Thank u dada.....
Gopro Hero7 Black, Canon G7X Mark ii আর আমার ফোন Samsung A71 এই তিনরকম ক্যামেরা ব্যবহার করি, আর Rode Video Micro আর Boya MM1 এই দুইরকম মাইক ব্যবহার করি
এতটা ইস্যু হবে ভাবতে পারিনি, তাহলে ঐ কারিগরের উঠে হাত ধোয়ার দৃশ্যটাও রাখতাম, অথবা এডিট করে পুরোটা বাদ দিতাম! একটা জিনিস মনে রাখুন একজন কন্টেন্ট ক্রিয়েটর যা দেখাতে চান আপনারা সেটাই দেখেন, আমি এডিটের সময় অন্তত একশবার সব দৃশ্য দেখি, ওটা দুটো আলাদা শট ছিল, আমি আগেও এই নিয়ে কমেন্ট বক্সে একই কথা বলেছি।
Onek din por apnar vlog dekhlam..khubee valo laglo ato ditails e GCD & NCN r dokaner bibhinno sondesh dekhanor jonne...Btw apner pet bere jachhe ... So control immediately
Churanto legeche.. Ritimoto jive jol ese galo.. Specially Nakur chandrer misti ar Shivasramer lassi.. Uffff..raat akhon pray 12ta baje tobu mone hocche akhon i chole jai 😋😋😋
থ্যাংক ইউ, এই সবকটা দোকান নিজের জায়গায় খুবই জনপ্রিয় আর সত্যিই ভালো খাবার পাওয়া যায়
আপনার আজকের ভিডিও টা আমার ঘরে ফেরার মতন শুভ্রবাবু। বিবেকানন্দ রোডের বাসিন্দা আর বেথুন এর ছাত্রী ছিলাম। নকুড়ের মিস্টির স্বাদ তাই আজ ও অমলিন। প্রেসিডেন্সি কলেজের সামনের ফুচকা আর -কলেজ স্ট্রিটে বই কেনা - মানেই ছিল পুঁটিরামের কচুরি খাওয়া।তবে পুঁটিরামের মিস্টি কোনোদিন ই আহামরি ছিল নাহ। নকুড়ের ( নাকি কান্ড কারখানা!) কারখানা দেখে মনে হলো মিস্টির উৎসব পালন হচ্ছে! খুব সুন্দর ভাবে আপনাকে শুট ও করতে দিয়েছেন ওনারা।আর সাধারনত মিস্টির দোকানের কারখানা এত পরিস্কার হয় নাহ। আর লস্যির দোকান টা খুব পুরোনো। আগে ওনার বাবা বসতেন।
বেথুন কলেজে একবারই গেছি আমার গিন্নির ফার্স্ট ইয়ারের ফর্ম তুলতে, আমার কলেজ ছিল সেন্ট পলস। সেই সুবাদে যেদিন বিকেলে সল্টলেকে পড়তে যাওয়া থাকত সেদিন পুঁটিরাম থেকে সিঙ্গাড়া খেয়ে প্রেসিডেন্সির সামনে থেকে 46 বাস ধরতাম! 😊😊😊 এ এক্কেবারে বাঁধা রুটিন। আর ওই দোকানের লস্যির নাম আগে শুনেছিলাম, সেদিন প্রথম খেলাম। আমার লস্যির ফেভারিট দোকান ছিল ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের একটা দোকান
Hi...
Nakol chana ur nokol syruper misti khea valoi acho. Kicku porasuna korecho na east jorjiya university
Khabar gulo dekhe jibe jol chole elo karon ami ekjn je misti khete bison vlobasi🤣🤣♥️♥️♥️👍
আমিও খুব মিষ্টি পছন্দ করি
Satti osadharon voice ei video ta. Sei songe misti r lossi r combination darun
ধন্যবাদ
দারুন .....
দাদা ইউটিউব বাংলা ফুড ভ্লগার কমিউনিটির মধ্যে বেস্ট ফুড রিভিউয়ার .....
🤩🤩🤩
@@GypsyBong ekdom, ektuo barite bolchi na kintu 😀
অসংখ্য ধন্যবাদ আপনাকে 👍❤️
@@GypsyBong Dada, tomay goto 2 yrs dhore follow kori, darun lage, ar amake Apni bolo na plz, Subscribers are Family .. family member der keu Apni Apni bole ki .
কোলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় আমার মত সাধারণ ঘরের ছেলের সস্তায় জলখাবারের জায়গা ছিল পু৺টীরাম। আপনি আমার ছাত্র জীবনের স্মৃতি রোমন্থনের জায়গায় নিয়ে গেলেন জানিনা সেই স্বাদ এখনও আছে কিনা। অনেক ধন্যবাদ।
🙏
Nakur er video mone hoi 1 st dekhlam..... Oi mishti er swad na nile kolkata er mishti journey apurno roye jai... Thank you for covering nakur.... Tobe hya dam ta ekhon boddo beshi🥲🥲🥲🥲... Putiram chirokal i college street thakar janyo over hyped amar mone hoi... Amader je kono parar dokan eo ek i jinis paoa jai....apnar video te legendary dokan gulo jeno sei itihas er boi khule bose.... Darun....
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিও এনজয় করার জন্য, পুঁতিরামের যে রাজভোগ আমি খেলাম, সেটা তেমন কিছু না, সাধারন। তবু ওঁদের কচুরি বা রাধাবল্লভি সাথে ছোলার ডাল বেশ ভালো ছিল।নকুর আমিও বাংলার ফুড ভিডিওতে দেখি নি, জানি না কেন। তবু আমাকে ওঁরা খুব ভালো করে শুট করতে দিয়েছেন। নকুড়ের কিন্তু 20/25 টাকার রেঞ্জে প্রচুর মিষ্টি আছে, আমি সব দেখিয়েওছি। 60 টাকার মিষ্টি মাত্র তিন চার রকমের
Khub famous misti shop girish Chandra dey nakur chandra nandi darun vlog
ধন্যবাদ
Bhai aur v sweet shop ka video banau. Nice video ❤❤
সত্যিই প্রাণ-মন জুড়িয়ে গেল, এই গরমে।🙏
অসংখ্য ধন্যবাদ দাদা 🙏
খুব ভালো লাগলো এতো রকমের অসাধারন মিষ্টি দেখে..
ধন্যবাদ
Ashadharon Video..
Jivey Jol eshe gelo!!!
Masterpiece from a vlogger with a difference!! খুব ভালো লাগলো!! Stay safe.. 🙂🙂
Thank you so very much, overwhelmed by this comment of your
Ei video ta khub valo. Breakfast - misti - lassi er jaygar selection best. ❤️👍
অনেক অনেক ধন্যবাদ
Putiram...nokur...shivasram nia joto vlog aj porjonto dekhechi.....this is the best.....arokom detail kothao paini age. R arokom sundor presentation
অসংখ্য ধন্যবাদ আপনাকে
Bhalo laglo apnade video blog!
ধন্যবাদ
অনেকদিন আগে মীর আফসার আলী র বাঙালির ভুরিভোজ এ দেখেছিলাম এই বিখ্যাত দোকান গুলি। আজ আপনার ভিডিও সেই নস্টালজিয়া ফিরিয়ে দিল। অনেক ধন্যবাদ 🙏 😊
ওই শো টা খুবই জনপ্রিয়তা পেয়েছিল। ভিডিও এনজয় করার জন্য অনেক ধন্যবাদ
@@GypsyBong 👍
খুব ভালো লাগলো।
দাদা আপনার পরিবেশনা দেখে মনে হয়, "শেষ হয়েও হইলো না শেষ"
অসাধারণ একটা উপস্থাপনা।
এগিয়ে যান এভাবেই।
অসংখ্য ধন্যবাদ 🤩👍
Darun darun. Apnar subscriber khub taratari 1 million hoye jabe.
Khub bhalo laglo. Egie cholun. Take care.
ধন্যবাদ
Good presentation..... nostalgic ....with lots of information. ... really good video.....thanks a lot.....carry on.....
This guy deserves much more appreciations and recognitions. His subtle yet informative style of vlogging is commendable.
Thank you so much, I am glad that you enjoy my kind of vlogging
Asamvab valo laglo..👌👍
ধন্যবাদ দাদা
Bhalo...kintu Chandannagar ta amar kache nostalgic baki gulu dekhe jete hobe...apnar bari kothay...
আমি বারাসাত থাকি
আমি যখন সি সি সি বি এ, সূর্যসেন স্ট্রিট এ কলেজে পড়তাম তখন কতবার যে পুঁটি রামের দোকানে কচুরী আর ছোলার ডাল খেয়েছি হিসেব করে উঠতে পারবনা। আগে অনেক বড়ো দোকান ছিল ( ১৯৬৭/৬৯ )। তারপর অনেক বছর পর একবার গেছিলাম। তখন চাকরি জীবন শুরু করেছি। দোকান টা অনেক ছোট সাইজ হয়ে গেছিল। কথা বলে শুনেছিলাম সম্পত্তির বিভাজন হয়েছে। একটু দূরেই ছিল *** কালীমাতা তেলে ভাজার দোকান ও আরেক টা তেলেভাজা দোকান । আমাদের কলেজের রেক্টর ছিলেন শ্রী অরুন কুমার সেন। আজ সব ইতিহাস। ভালো লাগলো।
সত্যি সত্যি এদের সন্দেশ অনেক দিন খাই নি। কিন্তু অসাধারণ স্বাদ।
দারুন লাগলো। কলেজ স্ট্রিট এ বই কিনতে গেলে পুটিরামের রাধাবললভী খাই। অপূর্ব লাগে।নকুড়ের মিষ্টি খুবই ভালো। আর শিব আশ্রমের লস্যি তো খুব সুন্দর। আপনার ভিডিও খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভিডিও এনজয় করার জন্য
Video dekhe ami r amar husband ekdm nostalgic hoe gechi..dada... Old memories revive holo... Thank you very much...ghisa pita buffet video r repeat vlog dekhar theke apnar contect onk onk valo.... Dekhben ekdin apnar millions of subscribers thakbe.. wish you a successful journey of RUclips vlogging💐
অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এনজয় করার জন্য। 😊👍
darn video ta 👌👌👌👌👌👌👌. dekhe mon bhalo hoa galo.
অনেক ধন্যবাদ
Exceptional vlogging and a very interesting narrative. The variety of sweets is absolutely mind blowing.
Thank you so very much, I am glad that you enjoyed the show
Khoobi enjoy korbaar moton r khoob shoondor vivid description 😊👌🙏
অসংখ্য ধন্যবাদ
Vison sundar video.
Aami amhar street er Rammohan college partam bole punters e kachuri kheyechi.
Malai singara khub bhalo legeche.
Khub bhalo theko baba.
Eirokom upohar dio baba.
আমারও আৰ্মহার্স্ট স্ট্রিটে কলেজ ছিল, সেন্ট পলস। আপনিও খুব ভালো থাকবেন
12:57 এই এত্ত সুন্দর ব্যাখ্যা করা ও সঠিক বিশ্লেষণের জন্যই তোমার ভক্ত শুভ্র দা 🙏♥️
অসংখ্য ধন্যবাদ 🙏❤️
অসাধারণ ভিডিও! আমি শিয়ালদহের বাসিন্দা, বেশ লেগেছে আমার! ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
ভিডিও এনজয় করার জন্য অনেক ধন্যবাদ
আপনার ভ্লগ গুলো এত মনের কাছাকাছি হয়। মনে হয় নিজের কোনও মানুষ কোনও খাবার খেয়ে তার বর্ণনা দিচ্ছেন।
অসংখ্য ধন্যবাদ
দারুন একটা এপিসোড পেলাম।👌👌👌
ধন্যবাদ
Khub bhalo laglo dada. Darun 😊😊🙏
ধন্যবাদ
Porichchonno presentation.onek obhinondon.
👍
Khub vlo kaku... One of the Sophisticated vlogger ever seen
ধন্যবাদ
Very good execution. Super vlog
Khub valo presentation.
❤️
ধন্যবাদ
@@GypsyBong apnar kaj dkhe passionate lage..tai parle aro explore korun ,prantik bishoy gulo keo.
Peyaj rosun ada badeo and obviously chicken mutton charao j ro pod r aro variety of moshla ache ja use kore darun ranna hy..sei gulo chesta korun tule dhorar..
Content theke jabe asha kori..
Ha obossoi majhe majhe view er jonno mutton biriyani teo Jan.
Amar dharona apnar max subscriber quality bojhe.
পুরো "মিষ্টি ময়" একটা ব্লগ উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
থ্যাংকস দেখার জন্যে, সেদিন একটা অন্য জায়গায় লাঞ্চ করতাম কিন্তু আর যাওয়া হল না
Excellent presentation bhai better than the best
আমরা পুঁটিরাম ও নকুরের মিষ্টি - দু জায়গাতেই খেয়েছি। অসাধারণ লেগেছে।
ধন্যবাদ
Darun laglo bhai...Nokur er mishti r kono jowab nei...amra choto belai ei dike thaktam tai onek baar jawa r sujog hoyche...ar sathe Paramount er kacha aam shorbot...ahhhaaa!!! Ekhuno taste ta mukhe lege ache...nice vlog!!
অনেক ধন্যবাদ ভিডিওটা এনজয় করার জন্য! 😊👍
ভাল ভিডিও হয়েছে। এক দিনে এর চাইতে বেশি খেয়ে ওঠা মুশকিল।
পুঁটিরামে সঠিক জিনিস খেয়েছেন, মিষ্টিটা ছাড়া।
নকুড়ে গেলে আমার বড় কষ্ট হয় যখন দেখি প্রতিদ্বন্দ্বীর চাপে পড়ে ওনারাও ওই সব ফিউশন মিষ্টি বিক্রি করছেন, কিন্তু কি আর করা যাবে! খেয়েই বুঝেছেন আমি কি বলতে চাইছি। ওই সিঙ্গারা আমি আগে দেখিনি, কোনোদিন ওদিকে গেলে খাওয়ার কথা মাথায় রাখতে হবে।
বাড়ির বাইরে চা ছাড়া অন্য কোন পানীয় আমি এড়িয়ে চলি, কিন্তু একদিন সাহস করে প্রসাদ গ্রহণ করবো ভাবছি। তবে শরীরে সইলে হয় 🤔🥺
উত্তর কলকাতায় আরো বেশ কিছু ঐতিহ্যবাহী মিষ্টির দোকান আছে, পরে কোনো একদিন ঘুরে দেখতে পারেন।
ভাল থাকবেন 🙏
মালাই সিঙ্গাড়া বা সরের সিঙ্গাড়া যেটা খেলাম সেটা সত্যিই দুর্দান্ত। আর ফিউশন সন্দেশ কিন্তু বাটার স্কচ ভালোই, আর একটু ঠান্ডা হলে আরো ভালো লাগত। পুঁটিরাম আমি সেন্ট পলসে পড়তাম তো কলেজে জীবনে খেয়েছি 1997 থেকে 1999 বিকেলের দিকে যেতাম মোস্টলি যেদিন সল্টলেকে পড়তে যাওয়া থাকত, ওখান থেকে সিঙ্গাড়া খেয়ে প্রেসিডেন্সির সামনে থেকে 46 বাস ধরতাম! 🤩🤩 ভিডিও এনজয় করার জন্য অনেক ধন্যবাদ। বাবার প্রসাদ খাবার দরকার নেই, অনেক সময়েই মুশকিল হয়ে, অভ্যাস না থাকলে। তবে ওঁদের লস্যি খুবই ভালো
ভাল লাগল দেখে।
আপনার উপস্থাপনা খুবই ভালো। I like it.
অসংখ্য ধন্যবাদ
এই ভিডিওর শুরুতে খুব ভালো হয়েছে আর মিষ্টি দেখে তো কি আর বলবো ভাষা হারিয়ে ফেলেছি 👍
অনেক ধন্যবাদ ম্যাডাম
Durdanto...onek kheyechi babar sathe r akhon chele meyer sathe khete jai..amra bishal misti premi
ভিডিও এনজয় করার জন্য ধন্যবাদ
Khub bhalo...darun darun 👏👏
ধন্যবাদ
College street more theke Girish er sweets kibhabe jabo.
Sokal 5am now....dkhchi akhn...khub e vlo hoyeche...
আরে অনুভৱ, থ্যাংক ইউ ভাই 🤩🤩👍
Satisfied puro video ta dekhe
থ্যাংক ইউ
Khub valo laglo DADA 👍
ধন্যবাদ
Dada tumi eber bhim chandra nag e jaben eta bowbazar e.
Nakur er sandesh sei khate.
এই তিনটে জাইগাই আমার জন্মস্থানের খুব কাছাকাছি তবে সব থেকে কাছে গিরিশ চন্দ্র দে নকুর চন্দ্র নন্দীর দোকান যার Ambiance & Quality আমার দেখা এই ষাট ঊর্ধ্ব বছরেও একই রকম রয়ে গিয়েছে যা এই ভেজালের যুগে প্রায় অকল্পনীয় বলে আমার মনে হয় - এদের দোকান একটা বাংলা প্রবাদ বাক্যকে ভুল প্রমাণ করেছে আর সেটি হল " Pahele Darshan Dhari Piche Gun Bichari " তাই আমার নিজেকে খুব Lucky মনে হয় এই উত্তর কোলকাতার পুরানো বাসিন্দা হিসাবে - আপনার করা এই উত্তর কোলকাতার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে যা আমাকে মাঝে মধ্যেই খুব Nostalgic করে তোলে - আরও বেশী বেশী করে North Kolkata related video post করুন , খুব ভালো থাকবেন - ধন্যবাদ ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিও এনজয় করার জন্য, খুব ভালো থাকবেন
Darun laglo dada. Ei vabe chaliye jaw❤❤
🤩🤩🤩👍
Mouthwatering sweets. Dada Lassi r colour ta Tshirt er sathe match kore gache. Barir ki khabor sobai valo ache to?
ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, বাড়িতে সব্বাই ভালো
Classy video hoyeche ajke 👌🏻. Amar best legeche mishtir dokaner kitchen ta. Apnar detailing tao eto sundor chilo I can actually feel the taste 😀.
Thanks, কলকাতা এলে নকুড়ের মিষ্টি ট্রাই করবেন, ভালো লাগবে। 🤩🤩👍
পুঁটিরাম এর সাদা মিষ্টি দই is also must have।🙏🏼
Osadharon video korechen subhro dadabhai.excellent inside video of varieties sweets & hard worker.evabe uttor o dokhhin Kolkata r famous sweet shop er erom detail video korun.khub valo lagbe dadabhai.kamdhenu,hindusthan,baloram mollick etc.
আমি মিষ্টির আরো কয়েকটা এপিসোড বানানোর নিশ্চয়ই চেষ্টা করব, এই ভিডিওটা এনজয় করার জন্য অনেক ধন্যবাদ
দারুন লাগলো দাদা। খুব আনন্দ পেলাম।
🤩👍
পুটিরামে সেল্ফ সার্ভিস।পুঁটি রামের দই অসাধারণ।
*Too sweet video, thanks for presenting the most authentic and sophisticated sweets shop, the best of best 👌👍*
Thanks, I am glad that you enjoyed
Great video. You just don't eat but analyze and explain the test of the food. Very useful.
Thank you so much
gypsy da ebong amr moto Kara Kara misti jinish khete valobasao? hat tolo?
🤩🤩🤩
Lovely vdo dada....Sunday morning ta apnar vdo diye strat korlam...darun laglo...last 2 week ami hospitalised chilam tai apnar oi vdo gulo dekha hoyeni...aj dekhbo baki vdo gulo...belated suvo noboborsho...amr noboborsho to hospitalei katalam...
শুভ নববর্ষ, কি ব্যাপার, কি হল, হাসপাতালে যেতে হল কেন! সাবধানে থাকবেন, শরীরের যত্ন নেবেন। ভিডিও তো আসতেই থাকবে, কিন্তু শরীর সব্বার আগে।
@@GypsyBong nak diye blidding hocchilo....any how naker vetor sira chire geche... blidding bondhoi hocchilo na..then hospitalised...
ওহ! এখন কেমন আছেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন
@@GypsyBong ekdom ok....
Khub bhalo laglo dekhte..r iconic holo nakur er sandesh, try korte hocchey malai singra....r satti oi industrial ice er bhoi e amio baire kothao thanda khai na...jene upokrito holam..ami regular apnake instai follow kori...bhalo thakben r bhalo vlog deben😊
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিও এনজয় করার জন্য
Vintage Kolkata Masterpieces narrated by vintage Subhro Sir on a scorching sultry summer day 👍
Keep it up dada 🙏
Thank you so much
জিভে জল এসে গেলো। আহা!!
অনেক ধন্যবাদ
Arrey Waah Daroon laglo Vlog ta khub sundor ❤️❤️ eta Osaaadharon Chhilo..👌👌😍 Haa Putiram hochhe one of the best of North Kolkata..Kochuri torkari , Son papdi , Singara ar Khasta kochuri amar sob kotai Fvrt..😋😋 iss agey janle dekha kortam..Nakur amader ekhankar bohu purono dokan..prochur rokom er mishti ar bhir toh legei achhe..mishti r choice ta bhalo korechho..Jolbhora ta toh Excellent khetey 😋😋 Malai Singara tao Aweesome..😋 Nxt time Monohora , Mousumi , Chocolate egulo try korbe..Shiv Assram er sharbat laa jawab..Good Review..keep it up..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ ভিডিও এনজয় করার জন্য
Dada..amar Akjon valo kormocharir proyojon..apni ki akta khoj dite parben?
khub siggiri dekha hobe dada❤
একদম ভাই, নিশ্চয়ই দেখা হবে, ভালো থেকো
Please mention the address of Shiv Ashram
সাবস্ক্রইবার দিয়ে যে সব ব্লগার ( গল্প কথক টাই বেশি মানানসই যদিও) কে যাচাই করা যায় না তুমি তার প্রমাণ। আরেকটা অসাধারণ ব্লগ। পুরো স্টেপ আউট করে ছক্কা।। ❤️
আরে বন্ধু, অসংখ্য ধন্যবাদ!আর কি বলি বলো, অল্পকিছু মানুষ দেখেন, তোমাদের মত ওটাই আমার পাওনা
@@GypsyBong dekhbe dekhbe akdin osonkhyo manush dekhbe ❤️
Khub sundar hoyeche ... BTW amar o jonmo 1978 a ha ha ha❤❤❤
Thanks 🤩🤩👍
Thank you dada shyambazar food vlog cover korbar jonno thank you so much
এই ভিডিওতে কোথায় শ্যামবাজার পেলেন আপনি!
@@GypsyBong eta shyambazar video noi sorry my mistake but still food vlog er video ta khub bhalo hoyeche all the best gypsy bong
DARUN😊
Darunn... barrackpurer food explore dekhaben ekdin
ধন্যবাদ, চেষ্টা করব ব্যারাকপুর
You r a gem of food blogging... Different from others.
Thank you so very much
Ya. Gypsy is the only Kolkata food blogger I watch after all these years. Rest all are crap.
We were the origins from North Kolkata & the sweet shops in & around NK are very authentic in terms of quality & taste - if one has to talk about food & foodies - North Kolkata stands rest apart from all others.
তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে,আরো ভিডিও চাই
🤩🤩🤩👍
What a great 👍 presentation of klkta's 🧁 .Appreciable venture. Tk care
Thanks
Khb vlo laaglo....asha rakhbo Jolbhora/taalsaas sondesh er abishkarok chandannagore er Surya Kumar Modok and Bhadreswar er Mrityunjoy sweets er video korben.....
Thank u dada.....
সূর্যকুমার মোদক অলরেডি দুই সপ্তাহ আগেই ভিডিও করেছি, চ্যানেলে আছে তো ভিডিও
@@GypsyBong sry dada...ami video ta comment korar por dekhlam.....thank u....
Ek no paaji,you are the best food vlogger
Thanks paaji
Dada aapnar vlog Amar khub bhalo lage.. vlog er jonno apni ki camera use Koren?
Gopro Hero7 Black, Canon G7X Mark ii আর আমার ফোন Samsung A71 এই তিনরকম ক্যামেরা ব্যবহার করি, আর Rode Video Micro আর Boya MM1 এই দুইরকম মাইক ব্যবহার করি
Master piece no doubt.👌👌👌👌👌👌👌
Thank you so much
Khub e lovonio episode 😋
ধন্যবাদ
Gypsy, the only gentleman among food bloggers in Kolkata.
Another unique video 🔥👌
Where is Bhim Nag ested 1825?
Aam Thandai Just Awesome...Hope to Try Baba ka Prasad💖👍
এনজয়! 😊😊👍
দাদা আপনার বাড়ি কোথায় আমি আপনার সাথে একবার দেখা করতে চায় আপনার ভিডিও খুব ভালো
১) আপনার বাড়ি কোথায় ??
Nakur er dokan-e @8:18 pa chulkate-chulkate mishti banano, byapar ta nite parlam na… ektu hygiene maintain korte ki eder pechon fate?
এতটা ইস্যু হবে ভাবতে পারিনি, তাহলে ঐ কারিগরের উঠে হাত ধোয়ার দৃশ্যটাও রাখতাম, অথবা এডিট করে পুরোটা বাদ দিতাম! একটা জিনিস মনে রাখুন একজন কন্টেন্ট ক্রিয়েটর যা দেখাতে চান আপনারা সেটাই দেখেন, আমি এডিটের সময় অন্তত একশবার সব দৃশ্য দেখি, ওটা দুটো আলাদা শট ছিল, আমি আগেও এই নিয়ে কমেন্ট বক্সে একই কথা বলেছি।
@@GypsyBong "একটা জিনিস মনে রাখুন একজন কন্টেন্ট ক্রিয়েটর যা দেখাতে চান আপনারা সেটাই দেখেন" Joy Guru
এটা খাঁটি সত্যি কথা, পৃথিবীর সব জায়গায় সত্যি
Very nicely done
ওহো এইতো পুরোনো শুভ্র দা কে ফিরে পেয়েছি। সত্যি বলতে কি আপনার ব্লগ আমার জাস্ট সেরা লাগে। ভালো থাকবেন দাদা।
অসংখ্য ধন্যবাদ ভিডিও এনজয় করার জন্য, আপনিও খুব ভালো থাকবেন
Amar maa er o 78 😄😄😄😄....kub bhalo akta video dekhlam.... Tomar banano one of the best video ❤
অনেক ধন্যবাদ ভিডিওটা এনজয় করার জন্য, তোমাকে আর তোমার মা কে আন্তরিক শুভেচ্ছা
Onek din por apnar vlog dekhlam..khubee valo laglo ato ditails e GCD & NCN r dokaner bibhinno sondesh dekhanor jonne...Btw apner pet bere jachhe ... So control immediately
অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, আমি এক্সারসাইজ শুরু করেছি