Uchhotoro Hishabbigyan | Afran Nisho, Nadia, Azad Abul Kalam | Moyukh Bary| Telefilm | Maasranga TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Telefilm (টেলিফিল্ম): Uchhotoro Hishabbigyan | উচ্চতর হিসাববিজ্ঞান
    কাহিনী ও সংলাপ: আইভানহো মুকিত | Ivanhoe Mukit
    চিত্রনাট্য ও পরিচালনা: ময়ূখ বারী | Moyukh Bary
    প্রধান চরিত্রে: আফরান নিশো, আজাদ আবুল কালাম, সালহা নাদিয়া, জাহাঙ্গীর আলম
    শিল্প নির্দেশনা: আমিনা নওশিন রাইসা
    চিত্রগ্রহণ: বিশ্বজিৎ দত্ত
    সম্পাদনা ও সংগীত বিন্যাস: ময়ূখ বারী
    To Watch More Maasranga Television Program, SUBSCRIBE Our Channel Now ► / maasrangatvofficial
    -----------------------------------------------------------------
    Also Check :
    ✓ Telefilm l Mridumondo Bhalobasha
    ► • Video
    ✓ Natok l Neel Dupur
    ► • Video
    ✓ Natok l Moyna O Mojnur Golpo
    ► • Moyna O Mojnur Golpo |...
    ✓ Telefilm l Rongin Fanush
    ► • Rongin Fanush l Jovan,...
    ✓ Telefilm l Too Late Bachelor
    ► • Video
    ✓ Natok l শেষের কাব্য তুমি
    ► • শেষের কাব্য তুমি | Nay...
    ✓ Telefilm l Obosheshe Amra
    ► • Obosheshe Amra | Safa ...
    ✓ Natok l Ghorbondi
    ► • Ghorbondi | Nayeem, Ap...
    ✓Telefilm l Radhuni
    ► • Radhuni | রাঁধুনি | Ti...
    ✓Telefilm: Utshorgo
    ► • উৎসর্গ | Aparna Ghosh,...
    ✓ Eid Special Natok | Nagorik
    ► • Nagorik | Riaz, Moutus...
    Maasranga Television FaceBook
    / maasrangatelevision

Комментарии • 2,2 тыс.

  • @mdhafijullah7765
    @mdhafijullah7765 5 лет назад +92

    সাধারণত কোন নাটকে আমি কমেন্টস করি না। এটাতে করতে বাধ্য হচ্ছি! এটা আমার দেখা এই পর্যন্ত সেরা নাটক। সেরা নাটক, অসাধারণ! ভাবা যায় না সত্যি।

  • @md.abuhuraira732
    @md.abuhuraira732 7 лет назад +138

    নিশো ভাইয়ের অভিনীত প্রতিটি নাটক যেন নিশো ভাইয়ের মনের বহিঃপ্রকাশ। আমি তাকে ব্যক্তিগতভাবে না চিনলেও, এটা বিশ্বাস করি যে, তার এক একটি নাটক, তার ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গির এক একটি অংশের প্রতিফলন।

    • @mehedihsajib8495
      @mehedihsajib8495 7 лет назад +3

      Md. Abu Huraira একমত ভাই

    • @OTCWorld
      @OTCWorld 7 лет назад +2

      Md. Abu Huraira ruclips.net/video/rI6-edFhVqw/видео.html

  • @imransk2848
    @imransk2848 6 лет назад +44

    জীবনে অনেক ভালো ভালো মুভি, নাটক, লেখা পড়েছি । কিন্তু সত্যি কথা বলতে এমন বিবেক নাড়িয়ে দেওয়া নাটক খুব কমই দেখেছি বা পড়েছি । love from #India.. love u #Niso

  • @farjanakhan5278
    @farjanakhan5278 5 лет назад +42

    আমি ভাবতেও পারিনি, এতো ভালো লাগতে পারে। আমি যে কি কমেন্ট করবো বুঝতেও পারছি না। সবাইকে Beast of luck

  • @saifulislamsakib6463
    @saifulislamsakib6463 6 лет назад +23

    ওহো!!
    অনেক ভাল লাগল।😳
    একবছর পর ঠিক কুরবানীর আগেই দেখলাম।
    সময়োপযোগী হল।
    খুব পছন্দ করি নিশো ভাইকে।
    প্রত্যেকটি নাটক এমন শিক্ষনীয় হওয়া চাই,শুধু প্রেমের গল্প দিয়ে মোড়ানো নয়।

  • @MdMamun-sr4wb
    @MdMamun-sr4wb 7 лет назад +44

    নাটক যদি বলতে হয় তা হলে এটাকেই বলে বাস্তব নাটক,,,, অনেক অনেক ধন্যবাদ এই নাটকের সকল কলা কৌশলীকে,,, বিষেস করে যিনি নাটক টি লিখেচেন, এবং যিনি নাটক টাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন,,,, আর মুল চরিত্র তে অভিনয় করা নিশো কে,,, অসাধারন অভিনয় দিয়ে নাটক টাকে উপস্থাপন করার জন্য,,,,

    • @korbinjaziel5019
      @korbinjaziel5019 3 года назад

      I realize I am pretty randomly asking but do anyone know a good website to stream new movies online ?

  • @KhalidHassanSonchay
    @KhalidHassanSonchay 7 лет назад +33

    ডাইরেক্টর , স্ক্রিপ্ট রাইটার , আর্টিস্ট সকলের অসাধারন প্রচেষ্টায় অনেক দিন পর মনে হচ্ছে কোন মাইন্ডফুল নাটক দেখলাম । সত্যই অসাধারন ।

  • @MoyukhBary
    @MoyukhBary 7 лет назад +140

    ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্টের জন্য। আমরা অনুপ্রাণিত। কাহিনিচিত্রটি রচনা করেছেন আইভানহো মুকিত ভাই, সংলাপ এবং কবিতাগুলোও ওনারই লেখা। ভবিষ্যতে যেন আরো ভাল কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি, দোয়া করবেন। সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা।

    • @fahimaalfarabi1646
      @fahimaalfarabi1646 7 лет назад +2

      পরিচালনা উপভোগ করেছি। আরো কাজ করবেন আশা করি, সব নাটকে মেসেজ না থাকলেও সেগুলো উপভোগ্য হবে মনে করি। শুভকামনা আপনাদের জন্য।

    • @user-zm9mu7xq3b
      @user-zm9mu7xq3b 7 лет назад +2

      i loved this one.Thanks for being brave to present such a thought provoking telefilm.plz contribute to our film industry too.it needs stories like this, instead of overloaded nekami

    • @gooolegoo8953
      @gooolegoo8953 7 лет назад +7

      ইউটিউব ভিওয়ারস এর গণনা নাটকের মান নির্ধারণ করেনা। সবাই বড় ছেলে নিয়ে মাতামাতি করছে কিন্তু এই নাটক কি অসাধারণ আমি ভাষায় প্রকাশ করার মত ক্ষমতা রাখিনা। রবীন্দ্রনাথ এর শেষের কবিতা উপন্যাসের একটি লাইনের সাথে মিলিয়ে বলি হয়তো দেখবার মত মান সম্মত নাটক হয় , সেগুলি দেখিবার মত যোগ্য দর্শক পাওয়া যায় না।

    • @mjrhridoy4360
      @mjrhridoy4360 7 лет назад +4

      শত শত নাটক বানানের চেয়ে একটি নাটক যা দিয়ে মানুষের অন্ততস্থলে ছুঁয়া লাগানো যায় কিছু মেসেজ দেওয়া যায় সেইটাই উত্তম।
      আশা রাখব এবং আপনাদের আর এরকম বা এর চেয়ে ভালো নাটকের জন্য অপেক্ষায়য় থাকব।

    • @mdrubelbyuian397
      @mdrubelbyuian397 7 лет назад

      ভাই আমি আপনেন সাতে এক মত

  • @arrahmanporan9215
    @arrahmanporan9215 5 лет назад +17

    নাটকের স্বার্থকতা জানেন কোথায়, আমরা যদি কমেন্ট করে ক্ষান্ত না হয়ে,একটি ভালো উপদেশ ও যদি জীবনে বাস্তবায়ন করিতে পারি,তাহলেই নাটক দেখার সময়, লেখকের, পরিশ্রমী ঐ অভিনয় শিল্পী দের স্বার্থকতা।আর লাভ টা নিজেরই হয় বইকি❤❤❤

    • @aadatta64
      @aadatta64 Год назад

      সার্থকতা হবে

  • @samitabasak1994
    @samitabasak1994 4 года назад +5

    অসাধারণ একটি নাটক, অসাধারণ অভিনয় সবার। ভালো থাকুক বাংলাদেশ.... বেঁচে থাকার রসদ যুগিয়ে যাক বাংলা ভাষার নাটক।(কলকাতা থেকে শমিতা)

  • @shishir8766
    @shishir8766 7 лет назад +16

    প্রতিটা মানুষের এই নাটক টা দেখা উচিত। বাস্তব জীবনের জন্য অনেক কিছু শেখার আছে।

    • @OTCWorld
      @OTCWorld 7 лет назад

      Shishir ruclips.net/video/rI6-edFhVqw/видео.html

  • @aatishwasif5401
    @aatishwasif5401 7 лет назад +53

    এরকম শিক্ষণীয় নাটক দেখলে নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে।
    জীবনের হিসাব মিলাতে আজ থেকে হুশিয়ার হয়ে গেলাম।

    • @mdjoni9229
      @mdjoni9229 5 месяцев назад

      আপনি ৬বছর আগে হুশিয়ার হইছেন তা হইলে তো আপনি একন অনেক টাকার মালিক😂

  • @mdjubair6874
    @mdjubair6874 7 лет назад +40

    মাঝে মাঝে প্রয়োজন এত সত্য হয়ে যায় যে
    সত্য তার প্রয়োজনীয়তা হারায়।
    কথাটা বেশি ভাল্লাগসে।
    💜💜💜

  • @ashokbhowmik3607
    @ashokbhowmik3607 4 года назад +6

    কোলকাতা থেকে বলছি, অসাধারণ একটা টেলিফিল্ম দেখলাম। অনেক কিছু শেখার আছে। প্রত্যেকের অভিনয়ও অসাধারণ!

  • @colourskymedia256
    @colourskymedia256 5 лет назад +3

    ওফ্, অসাধারন নাটক, অসামান্য পরিবেশনা, অনবদ্য কবিতাগুলো... মন ছুঁয়ে গেলো...
    এইভাবেই মানুষগুলো শঙ্খচিলের দল হয়ে উড়ে যাক... রুপান্তরিত নয় পরিবর্তিত হয়ত কিছুটা....তাই যেন থাকে চিরকাল...❤❤❤

  • @farukbinahmed5326
    @farukbinahmed5326 7 лет назад +44

    ধন্যবাদ নির্মাতাকে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।আর নিশো ভাই তোমার প্রত্যেকটা নাটকেই তুমি নিজেকে ছাড়িয়ে যাও।

  • @erfanulhaque5077
    @erfanulhaque5077 7 лет назад +31

    অসাধারণ....
    এ ধরনের কাহিনীগুলু আমাদের শত বাধা এড়িয়ে সততা কে দৃঢ় করতে সাহায্য করে...
    Love u Nisho vai ☺

  • @mdashrafultalukder6158
    @mdashrafultalukder6158 7 лет назад +72

    বাস্তব বড়ই কঠিন সৎ ভাবে বেঁচে থাকা খুবই কঠিন নাটকটা দেখে চোখে পানি চলে আসছে এমন বাস্তবমুখী নাটক আরও হওয়া উচিত অনেক কিছু শিক্ষার থাকে

  • @parthachakraborty6231
    @parthachakraborty6231 5 лет назад +24

    What an outstanding tele-film!! Hats off to the screen-play writer and the director first... This is undoubtedly a work of art, as the message of the film i.e the eternal values of human beings is represented in subtle artistic way... To me, Bangladesh dramas/telefilms are peerless thematically and artistically. I am really really overwhelmed. The main two performers of the film (Nisho & Nadia Khanom) along with the others are very brilliant. Best wishes to all. (From : West Bengal, India).

  • @mukulayman8024
    @mukulayman8024 5 лет назад +9

    ধন্যবাদ অভিনেতা অভিনেএি নির্মাতা ও ক্যামেরার পেছনের মানুষগুলোদের..
    এত সুন্দর সুস্পষ্ট বাস্তব সম্মত নাটক উপহার দেয়ার জন্য,,
    আর আরেফিন নিসো® কথা কি বলবো পানির মতো অভিনয় সব পাত্রেই রং ধারন করতে পারেন তিনি
    "ভাল্লাগছে..

  • @naimreza2581
    @naimreza2581 7 лет назад +20

    অসাধারণ একটি নাটক। চিত্রগ্রহণ, সংলাপ, চরিত্রচিত্রন সব মিলিয়ে অতুলনীয়। নাটকটির নির্মাতাগণকে শুধু ধন্যবাদ দিলে তা অতি সামান্য হয়ে যায়। জাতি হিসেবে আমরা বিবেক-বঞ্চিত বিনোদনে অভ্যস্থ হয়ে যাচ্ছি তাই নির্মাতাদের কাছে অনুরোধ করছি এই ধরনের নাটক নির্মান করুন। জাতির বিবেক ও সামাজিকতা নির্মানের কারিগর আপনারা তাই আপনাদের সাহায্য একান্ত কাম্য।।

  • @akhlaqzaman2105
    @akhlaqzaman2105 7 лет назад +60

    বর্তমান সময়ের দুর্গন্ধময় বাংলা নাটকের ভিড়ে অনেকদিন পর একটা ভাল নাটক দেখলাম। রচয়িতা, পরিচালক, নির্মাতা সবাইকে ধন্যবাদ।

  • @ahmadjazib7142
    @ahmadjazib7142 7 лет назад +12

    আমার দেখা সবচেয়ে সেরা বাংলা নাটক। এ ধরনের নাটক যেন আরও নির্মাণ করা হয়। অনেক ধন্যবাদ নাটক সংশ্লিষ্ট সকলে।

  • @gopadebnath7051
    @gopadebnath7051 4 года назад +11

    Khub valo laglo.... Best wishes to all performers....(from India) 👏

  • @user-mx8so2vk9z
    @user-mx8so2vk9z 5 лет назад +165

    এই নাটকটি পুরস্কিত হয়েছিল কি না তা জানতে চাচ্ছি
    না পেলে আমার মনের ঈমানি শুভেচ্ছা ভরা অস্কার টা দিলাম

  • @nahidfarhana4617
    @nahidfarhana4617 7 лет назад +17

    ভাবনার উদ্রেক ঘটায় এমন নাটক দেখলাম অনেক অনেক দিন পর।গল্পের লেখক এবং যারা একে নাটকে রূপ দেবার সৎ সাহস রেখেছেন তাদের ধন্যবাদ

  • @nahidhasanhridoy7237
    @nahidhasanhridoy7237 7 лет назад +174

    আবুল কালাম আজাদ -বিলুপ্তপ্রায় বাংলা নাটকের খাটি অভিনেতা 💜

    • @mdmaydulislam7939
      @mdmaydulislam7939 5 лет назад +1

      Thik bolesen vai.

    • @denayetsajal8343
      @denayetsajal8343 3 года назад +1

      Yes , he took the focus of this drama, a living legend of Bangla drama and theatre

    • @FatihasVlog-1
      @FatihasVlog-1 11 месяцев назад

      আজাদ আবুল কালাম

  • @ziadreviews5612
    @ziadreviews5612 7 лет назад +207

    যিনি রচনা করেছেন তার ঈমান এত মজবুত তাকে ধন্যবাদ, আমি ভুল থেকে মুখ ফিরিয়ে নিলাম আবার।হে আল্লাহ্‌ আপনি আমাদের গুনাহ সমুহ মাফ করে দিন।হালাল খেয়ে পরে মরতে চাই।

    • @skmamun363
      @skmamun363 5 лет назад +1

      আমি নাটেক দেক্লে নিছা বস এর নাটেক ছাড়া দেকিনা👌👌👌👌

    • @MdMizanurRahman-zc4cf
      @MdMizanurRahman-zc4cf 5 лет назад +2

      আমিন

    • @shawonjamanshayad2292
      @shawonjamanshayad2292 5 лет назад +2

      ভাই আপনার কথার সাথে আমি এক মত,,, আমিন।।।

    • @randomtrendsvideozone2949
      @randomtrendsvideozone2949 5 лет назад +1

      Amin

  • @MuhammadShipon
    @MuhammadShipon 6 лет назад +8

    এককথায় অনবদ্য।
    অসাধারন চিত্র্যনাট্যের সাথে অস্থির অভিনয়ের দারুন কম্বিনেশন। নিশো ভাই তোমাকে সালাম।

  • @atikurrahman6410
    @atikurrahman6410 6 лет назад +2

    অনেক সুন্দর বাস্তবধর্মী একটা নাটক। দেখে অনেক ভালো লাগলো। আমার মনে হয় এইরকম শিক্ষণীয় নাটক দেখে হয়তো আমাদের সমাজের মানুষের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন আসবে। এমন সুন্দর বাস্তবিক নাটক উপহার দেওয়ার জন্য নাটকের কাহিনীকার এবং পরিচালককে অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

  • @naeem420idiot
    @naeem420idiot 7 лет назад +29

    আমরা মানুষ বড়ই বিচিত্র.... ধন্যবাদ ভাল একটি নাটক উপহার দেওয়ার জন্য।

  • @gooolegoo8953
    @gooolegoo8953 7 лет назад +74

    ইউটিউব ভিওয়ারস এর গণনা নাটকের মান নির্ধারণ করেনা। সবাই বড় ছেলে নিয়ে মাতামাতি করছে কিন্তু এই নাটক কি অসাধারণ আমি ভাষায় প্রকাশ করার মত ক্ষমতা রাখিনা। রবীন্দ্রনাথ এর শেষের কবিতা উপন্যাসের একটি লাইনের সাথে মিলিয়ে বলি হয়তো দেখবার মত মান সম্মত নাটক হয় , সেগুলি দেখিবার মত যোগ্য দর্শক পাওয়া যায় না।

  • @zainalabedin946
    @zainalabedin946 7 лет назад +14

    পরিচালক কে অসংখ্য ধন্যবাদ যে এ ধরনের একটি নাটক আমাদের ঘুষখোর সমাজে উপহার দেয়ার জন্য আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমীন

  • @akshahidulabsarronny4116
    @akshahidulabsarronny4116 5 лет назад +3

    তুমি আদর্শ বান মানুষ হলে তোমার কোন মৃত্যু নেই, হুম একদম শেষ কথা মনে করলে পৃথিবীটা কিছুই না শেষ হিসেবের দিন কেউ কিন্তু কারো না.......
    অনেক সুন্দর হয়ছে নিশো ভাইয়্যা 💜

  • @nuruzzamannur7676
    @nuruzzamannur7676 5 лет назад

    কিছু কিছু নাটক দেখে ভাষা হারিয়ে ফেলি আর ভাবি এমন নাটকের জন্য আমার মন্তব্য কী! ভাবতেও ভাল লাগে আমরা বাঙালি, আমরাও পারি বাঙালি সংস্কৃতির মান রাখতে।
    যাহোক; কাহিনী, চিত্র্যনাট্য অতুলনীয়। সবার অভিনয় ভাল হয়েছে, তবে আবুল কালাম আজাদ ভাইয়ের অভিনয়ে আমি বিমুগ্ধ! ধন্যবাদ রচয়িতা আর পরিচালককে।

  • @sk.rafiqulislamtopu3363
    @sk.rafiqulislamtopu3363 7 лет назад +11

    আমার দেখা এই কুরবানির ঈদের সব চেয়ে সুন্দর ১টি নাটক।এ যেন পুরই আমাদের বর্তমান সমাসবাবস্থা।

    • @nexttuber7755
      @nexttuber7755 7 лет назад +1

      বড় ছেলে, gentlemen দেখেন আর ভালো লাগববে

  • @mayeshadolon8217
    @mayeshadolon8217 7 лет назад +67

    কবিতা টা সবচেয়ে বেস্ট হইসে...
    নিশো তো সবসময়েই জোস !

    • @hanifbindulal5800
      @hanifbindulal5800 7 лет назад +5

      Mayesha Dolon কোথায় তুৃ্মি??
      হাড়িয়ে গেছি,হাড়িয়ে গেছি।
      শেষ বিকেলে সূর্য ডোবা অন্ধকারে।
      হাড়িয়ে গেছি এই অাকাশের মেঘের ভিরে।
      অর্থ ছাড়া অর্থহীনের এই শহরে।
      হাড়িয়ে গেছি ট্রাফিকজ্যাম এর লাল বাতিতে।
      শূন্যগতির চাকায় চেপে ঘামতে থাকার দূর গতিতে।
      হাড়িয়ে গেঋি ছুটতে থাকা সব মানুষের প্রবল ভিরে।
      হাড়ালে কখন??
      এই কিছুক্ষণ অাগে বোধহয়,
      নায় হয় তারও কিছুক্ষণ অাগে।
      কি অাসে যায়? সময় জেনে,
      কেমন হবে বলতো দেখি হাড়াই যদি ভবিষ্যতে??
      অনেক হলো এবার বলোতো দেখি,
      এখন তুমি কোন জগৎএ?
      এখন অামি তোমার চোখের হাসি মাখা মুগ্ধতাতে,
      নয়তো তোমার ঠোট বাকানো বিরক্তিতে।
      এখন অামি তোমার মনের একই পাশে,
      তোমার সাথে এই পৃথিবীর এক বাতাসে।
      অনেক হলো,এখন হলো ফিরবে কখন??
      ফিরতে হবে??
      😍😍

    • @harunrashid3774
      @harunrashid3774 7 лет назад

      +Hanif bin dulal জেবিন নাম্বার 01881855859

    • @sanaullamia875
      @sanaullamia875 7 лет назад

      Mayesha Dolon

    • @arfannisho632
      @arfannisho632 7 лет назад

      ভাই পরের কবিতাটাও লিখেন...!

    • @masumbillah7779
      @masumbillah7779 7 лет назад +1

      Hi

  • @hasanificated
    @hasanificated 7 лет назад +8

    Believe on Bangla natok restored. Some super dialogue and acting. "প্রয়োজন মাঝেমধ্যে এত সত্য হয়ে যায় যে সত্য তার প্রয়োজনীয়তা হারায়"- অসাধারণ!

  • @user-yw3kk1xc2b
    @user-yw3kk1xc2b 6 лет назад +3

    ভাষায় প্রকাশ করতে পারছি না
    কি বলবো।
    অসাধারণ নিশো বস্ এবং আজাদ সাহেব।
    নাটকের সাথে যারা জড়িত সকলকে ধন্যবাদ♥

  • @JobsandCareer20
    @JobsandCareer20 4 года назад +4

    খুব সুন্দর
    বাস্তবমুখী
    সাম্যন্য ইসলামী মূল্যবোধ যোগ করার জন্য ধন্যবাদ

  • @alochaya6048
    @alochaya6048 7 лет назад +30

    ধন্যবাদ নির্মাতাকে বাস্তব একটি নাটক দর্শকদের দেখাবার জন্য অনেক কিছু শেখার আছে

  • @profinder988
    @profinder988 7 лет назад +27

    প্রয়জন যখন সত্য তখন সত্য তার প্রয়জনীয়তা হারায়...! অসাধারন মেসেজ..!

  • @mamunnaser2759
    @mamunnaser2759 7 лет назад +24

    অনেক শিক্ষণীয় একটা নাটক 👌
    নিশো ভাই এর অভিনয় অসাধারণ 👌👌

  • @rifathasan5844
    @rifathasan5844 5 лет назад +3

    এই রকম শিক্ষামূলক নাটক আমাদের সমাজে খুবই প্রয়োজন।
    যাতে করে সবার মাঝে সৎ বার্তা পৌছায়।।।
    ধন্যবাদ আফরান বসকে ও সব অভিনেতা অভিনেত্রীদের,আর বিশেষ করে পরিচালক ভাইকে।।।

  • @simonsabir7090
    @simonsabir7090 5 лет назад +8

    Script presentation, everything was wonderful, I almost gave up watching Bangla drama, I plan to watch the rest of dramas you made. Thanks to the whole team. Society has forgotten at a higher level, someone is balancing the books, doing the higher level accounting, none the less, honest life is a peaceful life an enjoyable life, this drama directs viewers to the correct direction. Thanks to everyone involved.

  • @sayemhossain8323
    @sayemhossain8323 7 лет назад +19

    মঞ্চ নাটকের পরীক্ষিত অভিনেতা আজাদ আবুল কালামকে এই নাটকে সবচেয়ে ভালো লাগলো

  • @BlueCactus-NaimurREmon
    @BlueCactus-NaimurREmon 7 лет назад +26

    দেশের নাটক দেখুন।পারসোনালি আমি আমাদের নাটকের পোকা।প্রতিকা নাটকের শেষে একটা মুল পয়েন্ট থাকে,যা সমাজকে বিবেককে কিছু ইংগিত করে সেটা যেমন টাইপের নাটকই হোক না কেন। যা অনেকেই বুঝেনা। এগিয়ে যান।💜

  • @onirbanislam2791
    @onirbanislam2791 7 лет назад +16

    যদি উপলব্ধি করার ক্ষমতা থাকে তবে এই নাটকটা আপনাকে ভাবাবে। হয়তো বদলাবে। চমৎকার

  • @Shahariyar04
    @Shahariyar04 4 года назад +4

    আরে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলে বোঝা যায় জীবনটা কত কষ্টের।।।।। অসাধারণ হয়েছে নাটক,,, বস বস আমাদের আরফান নিশো ফ্রম কোচবিহার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া,,,, নাম শাহেদ

  • @kamalhossain2415
    @kamalhossain2415 9 дней назад +1

    এই নিয়ে ১২ বার দেখলাম নাটকটা....কয়েকমাস পর পরই আমি নাটকটা দেখতে বসি। অসাধারণ কাহিনী ও সংলাপ....বর্তমান নাটকে যার দেখা পাওয়া খুবই দুষ্কর। আর নিশো ও কালাম আজাদ ছাড়াতো এটা কোনোভাবেই জমতো না।

  • @zerobudgetproduction5649
    @zerobudgetproduction5649 7 лет назад +8

    অমায়িক একটা নাটক! পরিচালক কে ধন্যবাদ এত অসাধারণ একটা নাটক উপহার দেবার জন্য!

  • @PreventDogBite
    @PreventDogBite 7 лет назад +62

    আজাদ আবুল কালামের অভিনয় দেখে আমি মুগ্ধ। এতোটা বাস্তবিক অভিনয় কিভাবে সম্ভব!

    • @newtrend17
      @newtrend17 4 года назад +3

      ভাই,, উনি বিটিভির প্লিয়ার,,,,তাই পুরাণ চাল ভাতে বাড়ে।

    • @arifulislam-mv3wt
      @arifulislam-mv3wt 4 года назад +3

      আমার খুব পছন্দের একজন অভিনেতা।।।

    • @denayetsajal8343
      @denayetsajal8343 3 года назад +1

      He has a strong background in theatre

    • @FatihasVlog-1
      @FatihasVlog-1 11 месяцев назад +1

      সম্ভবত বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতা

  • @aye_j69
    @aye_j69 7 лет назад +39

    পরিচ্ছন্ন বাস্তবমুখী গল্প, সঙ্গে লিজেন্ড আবুল কালাম আজাদ আর নিশোর প্রতিশ্রুতিশীল অভিনয়

  • @JahidulIslam-ek2xq
    @JahidulIslam-ek2xq 5 лет назад

    কতোটা শিক্ষিত, standard, creative একটা সৃষ্টি..
    আবুল কালাম আজাদ ... salute boss again...

  • @shali6388
    @shali6388 4 года назад +1

    আমার জীবনে এমন ফিল্ম খুব কমই দেখেছি। কি অসাধারণ মেসেজ.....……!! শিল্পের নামে আজকাল অনেক অবাঞ্ছিত বিষয় বৈধতা পেয়ে যাচ্ছে! তার মাঝে এই কাজগুলি আসল শিল্পের পরিচয় বহন করছে। শিল্পের জাত চেনাচ্ছে...… আরও দরকার…..
    এর সাথে জড়িত প্রত্যেককে ইন্ডিয়া থেকে শুভেচ্ছা জানাই।
    আর হা.... বাংলাদেশী নাটকের একটা ফ্যান আজথকে বেড় গেল..……

  • @mejan9454
    @mejan9454 7 лет назад +29

    অসাধারন হইছে, আসলে মধ্যবিৃত্ত পরিবার টা এমন একটা পরিবার,,

  • @raihan_the_Bangali
    @raihan_the_Bangali 7 лет назад +55

    নিশু মানেই নাটকটা সুন্দর হতে বাদ্য ! দেখার আগেই কমেন্ট করলাম ! আর এটা বলতে পারেন প্রিয় অভিনেতার উপর বিশ্বাস

  • @ehmahmud4862
    @ehmahmud4862 7 лет назад +12

    শিক্ষণীয় নাটক,এই রকম আরো নাটক দেখতে চাই,আর অভিনয় ও খুব ভালো ছিলো 👌👌👌👌

  • @mdekramulbabu8060
    @mdekramulbabu8060 4 года назад +1

    বাস্তবতা অনেক কঠিন যার সাথে তালমিলিয়ে চলতে যেয়ে অনেক সৎ অফিসার ও অসত হয়ে যাই...এই নাটকরে এটা ফুটে উঠেছে বেশ ভালো লেগেছে

  • @solemanhossain7501
    @solemanhossain7501 2 года назад +1

    এক কথায় যদি বলি"
    অসাধারণ ছিলো নাটক টা"
    আর আমার দেখা' আজ পর্যন্ত ""
    সবচেয়ে সেরা নাটক এটা"""""
    যিনি এটা লিখেছেন ও যিনি পরিচালনা""
    করেছেন তাদের দুজনকেই জানাই"""
    আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও অসংখ্য ধন্যবাদ।

  • @ronyislam9834
    @ronyislam9834 7 лет назад +10

    নাটকটি অনকে ভাল লেগেছে। বাস্তবতার চিএ অামাদের সমাজে এমন হওয়া উচিত।

  • @mdsalauddin6710
    @mdsalauddin6710 7 лет назад +69

    জীবনে অনেক নাটক দেখেছি কিন্তু এই সততা বাসতবতা নিজেকে মানুষ হিসাবে মনে হয়। সমাজে সকলকে এই রকম porsonality নিয়ে বেচে থাকা দরকার।

  • @mazharulamin6826
    @mazharulamin6826 7 лет назад +11

    অসাধারণ,,,,
    আসলে নিজের কাছে সৎ থাকাটাই আসল সততা।

  • @antoram4129
    @antoram4129 6 лет назад +6

    সত্যিই অসম্ভব সুন্দর একটা গল্প
    সাথে নিশোর নিয়ন্ত্রিত অভিনয়
    মুগ্ধ করার মত
    বস♥♥♥♥

  • @mrfie582
    @mrfie582 6 лет назад +6

    Azad bhai and Afran nisho their acting was really impressive 👏👏👏

  • @muhammadhaquenazmul6986
    @muhammadhaquenazmul6986 7 лет назад +5

    নাটক হয়া উচিত ঠিক এমনই!!
    বাস্তবমুখী!!
    অসাধারণ!!
    কালাম আর নিশু ভাইয়ের অভিনয়ও ছিলো জীবন্ত!!!

  • @md.mahmudulhasanfirdous2070
    @md.mahmudulhasanfirdous2070 7 лет назад +4

    অসাধারণ , সত্যিই আমি বিমোহিত নাটকটি দেখে । ধন্যবাদ জানাচ্ছি নাটকের সংশ্লিষ্ট সকল কলাকৌশলিদের ॥॥

  • @moriamrumu9069
    @moriamrumu9069 7 лет назад +7

    গল্পটা যেমন আসাধারান।
    সংলাপ গুলো ও তেমনি অনেক উচ্চস্তর এর।যা নাটকের মান বহু গুন বাড়িয়ে দিয়েছে।আর আজাদ আবুল কালাম এবং নিশো নাটকটি পরিপূর্ণ করেছে।
    ভালো লেগেছে অনেক।

  • @biswajitbanerjee9887
    @biswajitbanerjee9887 4 года назад +1

    অসাধারণ চিত্র নাট্যরূপ অসাধারণ অভিনয় আর মানুষ কে মুল্য বোধের শিক্ষা আপনাদের দেওয়া র অধিকার আছে।

  • @mohsinislamuzzal6760
    @mohsinislamuzzal6760 6 лет назад

    এত ভাল মানের নাটক রিয়েলি অসাধারন। যে নাটক টা দেখলাম আমার দেখা সবচেয়ে বাস্তব ধমী নাটক। ধন্যবাদ পরিচালক মহোদ্বয়। এবং ধন্যবাদ আরেফিন নিশো এমন বাস্তব অভিনয় করার জন্য

  • @mdSaifulIslam-ec7un
    @mdSaifulIslam-ec7un 7 лет назад +37

    ফেসবুকের মতো লাভ রিয়েক্ট থাকলে অবশ্যই দিতাম 👍💜

  • @batterylow5819
    @batterylow5819 7 лет назад +288

    ঈদের আগে এই নাটক দেখালে, মানুষ কিছুটা শিখতে পারতো,
    যে নাটকটা তৈরি করেছে তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না।গতানুগতিক ধারা নাটক তৈরি বাদ দিয়ে, বাস্তব বাদি নাটক তৈরি করলে, আমরা আমাদের বিবেক সম্পকে যানতে পারবো।

    • @OTCWorld
      @OTCWorld 7 лет назад

      ruclips.net/video/rI6-edFhVqw/видео.html

    • @JohnWilliams-cf3nh
      @JohnWilliams-cf3nh 7 лет назад +5

      Natok theke shikkha na nia QURAN theke shikha nao jodi besi shikhte mon chai

    • @batterylow5819
      @batterylow5819 7 лет назад

      sayem ahmed 👏

    • @SohelRana-tq3sw
      @SohelRana-tq3sw 7 лет назад

      nyc.........natok

    • @arindamdas7995
      @arindamdas7995 7 лет назад

      this is the best natok i have ever seen

  • @muslemazadctg.bangladesh6221
    @muslemazadctg.bangladesh6221 7 лет назад +23

    অসাধারন।এই নাটক থেকে সবাইকে শিক্ষা নিয়া উচিত।বিশেস করে মেয়েদের

  • @njkoli6836
    @njkoli6836 4 года назад +1

    অনেক বেশি শিক্ষনীয় একটা নাটক। অনেক কিছু শিখার আছে এই নাটক থেকে। অসাধারণ বাস্তব একটা নাটক। নিশুর জন্য অনেক অনেক ভালবাসা 💓💓

  • @johirulislam6150
    @johirulislam6150 6 лет назад

    আফরান নিশো মানেই অসাধারণ ...প্রেতেকটি নাটক আমার কাছে অনেক প্রিয়.নিশো ভাই আপনাকে সালাম ..
    আমরাদের বাংলাদেশর মানুষ যে কি ভেবে জি বাংলা ইষ্টার জলসার নাটক দেখে আমার মাথায় আসে না...
    বাংলারদেশের নাটকে অসাধারণ অভিনয় মন ছুয়ে ছুয়ে যায়.
    কুয়েত থেকে ...জহির

  • @mehedifardous1594
    @mehedifardous1594 7 лет назад +21

    অনেক দিন পর ভালো একটা নাটক দেখলাম, আশা করি সামনে আরো দেখব।
    "সুবোধ তুই ফিরে আয়........ ।"
    -From an accountant...

  • @junayethossain4636
    @junayethossain4636 7 лет назад +11

    এমন নাটকই তো চাই... খুবই ভালো একটা নাটক... আর নিশো ভাই তো সবসময়ই জোসসসসস...

  • @rakibkhaiyam520
    @rakibkhaiyam520 7 лет назад +10

    নিঃসন্দেহে নিশো ভাইয়ার অভিনয় অসাধারণ ছিলো ।। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে আজাদ স্যার এর সাবলীল অভিনয় ।তিনিও জীবন নামক যুদ্ধের এক সৈনিক ।।

  • @shahidbro1878
    @shahidbro1878 Год назад +5

    আগের নাটক কত সুন্দর ছিল,,২০২২ সালে এসে আফসোস হচ্ছে,, এরকম ভালো নাটক হয়তো আর পাবো না..!❤️🖤🤞

  • @rahimojumder7231
    @rahimojumder7231 5 лет назад +1

    Khub sundor akta natok. Bastobotar sathe onek mil

  • @mishukmoshiur1176
    @mishukmoshiur1176 7 лет назад +38

    প্রয়োজনটাই এত সত্য হয়ে যায় যে, সত্যতার প্রয়োজনীয়তা হারায়!

  • @abirahamed3751
    @abirahamed3751 7 лет назад +26

    চরম বাস্তবতার সাথে সততা কে খুব সুন্দর করে ফুটিয়ে তুলা ☺☺☺

  • @tauhidahmed1266
    @tauhidahmed1266 7 лет назад +11

    মাঝে মধ্যে প্রয়োজনটা এতটাই সত্য হয়ে যায় যে,সত্য তার প্রয়োজনীয়তা হারায়।
    বাস্তবতা,নিখাদ বাস্তবতা😊

  • @mdreza8555
    @mdreza8555 6 лет назад

    মনের ভাষা হারিয়ে ফেলেছি,,,,,এতটুকো বলবো,,,,,অসাধারণ।

  • @showkathossen877
    @showkathossen877 2 года назад

    অসাধারণ নির্মাণ
    বিশেষ ধন্যবাদ রচয়িতা আইভানহো মুকিত ও পরিচালক ময়ূখ বারিকে। আযাদ আবুল কালামের অভিনয়টা অসাধারণ হয়েছে। সামনে আরও ভাল কিছু পাওয়ার লোভটা সামলাতে পারছি না।

  • @shahadatsumon6802
    @shahadatsumon6802 7 лет назад +4

    Nisho u r superb bro.... salute.. AK Azad bhai always rocks

  • @OneySI
    @OneySI 7 лет назад +5

    অনেক অনেক দিন পর এই নাটকটার সংলাপ গুলা অত্যন্ত সুন্দর, যেটা বাংলা নাটকে অনেক অভাব। কিপ ইট আপ👌👏

  • @nahinsultana9315
    @nahinsultana9315 7 лет назад +19

    Respect for every single person who made this drama happen! I wholeheartedly appreciate you all!! I feel proud and relieved that we haven't lost our industry to shallow, cheap contents of entertainment which was making me very averse to our drama industry. May our industry keep coming with such deep, valuable contents. I feel proud of our artists you are still keeping our hopes high

  • @anirbanbose8152
    @anirbanbose8152 4 года назад +3

    I am from Kolkata. Hats off to everyone, engaged in this marvelous drama. Really mind blowing.

  • @russellquraishie6076
    @russellquraishie6076 5 лет назад

    এটি আমার দেখা সবচেয়ে ভালো নাটকগুলোর একটি। অসাধারণ কাজ। নাটক সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ!

  • @debapriyokarmakar2187
    @debapriyokarmakar2187 7 лет назад +16

    সহজ কথা সহজ ভাবে হক বলা ... Ei sng tar link pele valo hoi ..
    Bdw nyc natok...afran da r fan hye gelam ..😄😄😍😎😎

  • @tonmoytopu9161
    @tonmoytopu9161 7 лет назад +14

    আজ সহজ কথা টা
    হোক সহজে বলা
    উড়ছে উড়ুক সপ্ন গুলো
    জানালাটা খোলা
    মনের জানালাটা খোলা
    আকাশ ও আকাশ
    তোমার মতন আলো
    আজ আমার গানেও ঢালো
    আমি গাইবো প্রান ভরে
    উড়ে বেড়াবো সুরে সুরে
    চলো কান পেতে শুনে আসি
    বাতাস বলছে সহজ কথাটা তোমায় !
    ভালোবাসি ভালোবাসি
    আজ সহজ কথা টা
    হোক সহজে বলা

  • @ninakib6455
    @ninakib6455 7 лет назад +23

    অনেক দিন পর এমন একটা নাটক দেখলাম👌👌👌👌

  • @sougataroy1923
    @sougataroy1923 6 лет назад

    Jibon er sera natok ti deklam aj.. Love u Nisho Vai.. chomotkar hoyeche .!

  • @abhijitkundu1484
    @abhijitkundu1484 6 лет назад +3

    Sudhu matro ei karone Aponader desher natok gulo amar eto valo lage. Bastobadi natok. Jodio amar priyo ovineta Mosaraf Karim. Tobe sesh kichu din dhore ami Nisho vai r Apurbo vai er natok dekhchi. Apurbo vai er theke Nisho vai er bastobbadi struggling charecter ebong chyablamo carecter er ovinoy amar onek beshi valo lage. Uparwalar kache prathona kori, aponader natok dirghojibi hok. Onek shrodhha ebong valobasha roilo ekjon Bharotiyor torrof theke.

  • @varmygirl1183
    @varmygirl1183 7 лет назад +9

    এবারের ঈদএর সবচেয়ে সুন্দর নাটকটা দেখলাম..নিশোর অভিনয় আসলেই অসাধারণ..আর তাঁর নাটকগুলো মনে দাগ কেটে যায়।।..

  • @sahadathossain8956
    @sahadathossain8956 7 лет назад +4

    অসাধারণ !!!! যত দেখছি --- মনটা কোঠায় যেন হাড়িয়ে যাচ্ছে ...... অনেক ধন্যবাদ ....এত সুন্দর কাজের জন্য .........কিন্তু আফসোস বাংলা ছবির যদি এত সুন্দর কাজ হত ...।।

  • @komolkhoka9932
    @komolkhoka9932 7 лет назад +4

    আমাদের সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য বার বার এমন নাটক হওয়া দরকার। দূর্নীতি, ফরমালি, ক্ষমতানীতি সকল জনগনের জীবন অতিষ্ট করে দিয়েছে, এমন নাটকের মাধ্যমে যেন তাদের একটু শিক্ষা হয়, মৃত্যু অবধারি।

  • @mdjuyel8640
    @mdjuyel8640 6 лет назад

    নাটক দেখে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি অসাধারণ নাটক

  • @sportshub9666
    @sportshub9666 8 месяцев назад

    মারাত্মক লেভেলের গল্প! পরিচালক, গল্পের লেখক কে ধন্যবাদ জানাই এরকম অসাধারণ একটা সামাজিক ও ধর্মীয় নাটক উপহার দেওয়ার জন্য! এরকম নাটক আরও তৈরি হোক ❤️❤️