CISF এর জন্য ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পক্ষ থেকে আনা হলো নতুন ট্রিচি অ্যাসল্ট রাইফেল।

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024
  • CISF এর জন্য ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পক্ষ থেকে আনা হলো নতুন ট্রিচি অ্যাসল্ট রাইফেল। শুক্রবার যার আনুষ্ঠানিকভাবে CISF এর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। শুধু CISF না এই আগ্নেয়াস্ত্র বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। যা ১ মিনিটে ৬০০ থেকে ৬৫০ রাউন্ড কার্তুজ বের হবে।অত্যাধুনিক এই আগ্নেয়াস্ত্রের ওজন ৩.৫ কেজি বলে জানানো হয়েছে রাইফেল ফ্যাক্টরির পক্ষ থেকে।
    বাইট:-
    ১) সুধীর কুমার (IG, CISF Headquarter)
    ২) পি কে বেহেরা (Executive Director Ichapur Rifle Factory)

Комментарии •