@@mdrakibulhasan7086 ভাইজান েএটাই তো লজ্জার বিষয় সরকারে যারা দায়িত্বে আছেন তারা জনগণের হক নিজেদের পকেটে ঢুকাচ্ছেন। অথচ তাদেন উচিত ছিল এই দায়িত্বটা গ্রহণ করা। কিন্তু চোর বাটপারে ভরা এই দেশে সরকারের মাধ্যমে এই ধরনের জনবান্ধব উদ্যোগ নেয়া সম্ভব না। সব চাটার দল খেয়ে সাফ করে ফেলবে।
@@rashedarashu6204 ভাইয়া যারা ভালো কিছু আয়োজন করছে ,আমি তাদের কে ধন্যবাদ জানিয়েছি, এবং আমার কথা হলো ভালো কিছু করে এগিয়ে যাও বাংলাদেশ, আর যারা মানুষের প্রতি অবিচার ,এবং ঘুম খুন করে তাদের একদিন বিচার হবে, হয়তো দুনিয়াতে ,না হয় আখেরাতে ,الله ছাড় দিয়েছেন কিন্ত ছেড়ে দিবেন না ,الله আমাদের কে হেদায়েত দান করুন, آمين...؟
@@mdshahiduzzaman3668 কোন সোর্স নাই, ঐ লোক ইসলাম বিদ্বেষী । বিদ্যানন্দ কোন স্পেশাল ধর্মীয় সংগঠন না। ঐ সংগঠনে কিছু অমুসলিম কাজ করে, এটা সত্য। তার অর্থ এই না যে ঐটা ইসকন অথবা হিন্দুদের ।
গরিবের সুপার সপ, এমন একটা সংগঠন আমাদের এই দেশে আছে?? ভাবতেই অবাক লাগে।এই সংগঠনের প্রতি রইলো আমার পক্ষ্য থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ধন্যবাদ ফাউন্ডেশন কে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সকল সেচ্ছাসেবীর জন্য রইলো প্রাণঢালা ভালবাসা, আর অনেক অনেক দোয়া। তোমাদের কাজগুলো দেখলে মনে হয়, সোনার বাংলার সোনার মানুষেরা কাজ করছে।"মানবতা উজ্জ্বল হোক - সেবার আলোয়।"তোমরাই বাংলাদেশ। তোমাদের পদধ্বনিতেই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।
গরিব মানুষের জন্য এমন ব্যবস্থা যেন সারামাসি করা হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ!!! আর সরকার কে বলতে চাই, দেখুন দেখে শিখুন! ক্ষমতায় বসলে হয় না,যোগ্যতা থাকা লাগবে!!!
এগিয়ে যাও বাংলাদেশের সোনার ছেলেরা তোমাদের জন্য বিশ্ব-জাহানের রব আল্লাহ সুবহানাল্লাহ তা'আলার দরবারে মন ভরে দোয়া করি তিনি যেন তোমাদেরকে নেক হায়াত দান করেন এবং ভবিষ্যতে আরও এমন মহতী কাজ করতে পারো
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার দুনিয়ায় এখনো মানবতা বেঁচে আছে। আল্লাহ তাআলা এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন এবং উত্তম জাযা প্রদান করুন। ভবিষ্যতে এমন আরো ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন।
স্যালুট বিদ্যানন্দ ফাউন্ডেশনকে, মানুষের মাঝে আজীবন এভাবে বেচে থাকবেন আপনারা। যে কাজ দেশের অনেক বিত্তশালীরা করতে পারতো সেই সব কাজসমূহ আপনারা দেশের যে কোন দূঃসময়ে করে দেখিয়েছেন। ❤️
এরাই হল বাস্তবে গরিবের বন্ধু, উপরওয়ালা আপনি ওই গ্রুপের সবাইকে শান্তিতে ও হেফাজতে রাখুন, আর আমাদেরকে ও তৌফিক দান করুন আমরা যেন ওদের মত হতে পারি ,,????????????
আলহামদুলিল্লাহ। এমন উদক্তা যারা আল্লাহ তাদের নেহ হায়াত দারাজ করুন। তাদের মন দিল আল্লাহ আরো প্রসস্থ করুন। আল্লাহ তাদের কে এমন নেক কাজের সামথ বাড়িয়ে দিক। তাদের মনের নেক আশা পূর্ণ করুন। তাদের সকল বালা মসিবদ দূর করুন। মানুষের নেক ইচ্ছা থাকলে যে কোন দেশে থেকেই ভালো কাজ করা সম্ভব।সেটা এই ভাই আর আপু রা বুঝিয়ে দিল।
কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। চোখে জল এসে গেল। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা মহামারীর সময় চাল ডাল লুটপাট করে খেয়েছে। আর এরা সবসময়ই মানুষের পাশে ছিল, আছেন, থাকবে। God bless all of you.
নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। কারন গরীব মানুষ যারা একটু ভালো খাবার খেতে চায় কিন্তু পয়সার অভাবে কিনতে পারে না কিংবা আকাশছোঁয়া দামের কাছে অসহায় তাদের জন্য খুবই ভালো হবে।অন্তত পরিবারের জন্য কিছু কিনতে পারবে❤️♥️
কত খুসি সাধারন মানুষ। আল্লাহ ও খুসি এমন উদ্যোগ যদি যুব সমাজ জাগায় জাগায় গরেতুলতো সাদারন মানুষেরা হাজার গুন খুসি হতো আল্লাহ আমাদের সবার মনগুলো এরকম দানশিল করে দিন আমিন
আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সব মানুষ খুব হাসি খুশিতে বেঁচে থাকবে, সালাম জানাই বিদ্যানন্দ ফাউন্ডেশনের সকল সদস্য কে,বেচে থাকো তোমরা বেঁচে থাকুক তোমাদের মহৎ কাজ গুলো।
ধন্যবাদ দিয়ে ছোট করবোনা আল্লাহ পাক আপনাদের এই ভালো মহত কাজ করার মংগল করুক বিপদ আপদ থেকে হেফাজত করোন রহমত বাড়িয়ে দেউক দির্গ নেক আয়ু বাড়িয়ে দেউক এবং এমন ভালো কাজের সাথে বেশি বেশি করে থাকার তৌফিক দান করুক আমিন 👉🕋🕋🕋🤲🤲🤲🤲🤲😍😍😍🌹🌹🌹
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু" আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আবার একদিন থাকব ও না। আসুন আমরা সবাই মিলে সালাত কায়েম করি। অতএব, নিজে সালাত আদায় করুন এবং অন্যকে সালাত আদায় করার জন্য দাওয়াত দিন
খুবই ভালো উদ্যোগ নিয়েছে তবে এতো কম দামে বিক্রি না করে মোটামুটি একটা দামে বিক্রি করলে সব ধরনের মানুষ কিনে খেতে পারবে এবং এটাকে আরও বিদ্ধি করলে ভালো হতো যেমন সারা বাংলা দেশে।
বিষয়টা আপনি মনে হয় বুঝতে পারেন নি কম দামে ২ দিন দিবেন বাকি ২৮ দিন বেশি দামে কিনতে হবে তার জন্য বলছি দোকানের ছেয়ে কম দামে বিক্রি করলে সারা মাস কিনতে পারবে কারণ একদিন খেলেতো চলবেনা সারা মাস খেতে হবে বুঝলেন।
আনন্দ লাগতাছে মানে অনেক আনন্দ লাগতাছে আজকে আমার পোলা অনেক খুশি হয়বো তরমুজ দেইখা ❤️ বড়লোক গুলো ১ জন হাজার কোটি টাকার মালিক আরেকজন ১ টাকার মালিক এতো ধনী গরিব বোষম্যোর মুল কারণ যাকাত না দিয়া
ছেলের জন্য মায়ের তরমুজ কেনার কথাটা অনেক লাগছে আমার,,,আলহামদুলিল্লাহ
আল্লাহ এই উদ্যোক্তাদের নেক হায়াত দান করুন,, আমিন
Amar o vai❤️❤️❤️
amin
amin
বাংলাদেশ সরকারের উচিত এ ধরনের সংগঠনের পাশে দাঁড়ানো 😊✌
আহারে মনবতা,,জয় হোক মনোবতার,,দোয়া রহিল ভাইয়েরা ,বোনেরা তোমাদের জন্য,,এগিয়ে যাক, মানবতা,,
সবার জন্য দোয়া করি
অনেক ভাল কাজ করছেন আপনারা দোয়া রয়লো এগিয়ে জাক মানবতা ❤❤
আল্লাহ তো মানবতার কথাই বলছেন সব সময়! কিন্তু কেউ সেটা মানে না, তাই মানবতা বিবেক হারিয়ে গেছে।
ফি আমানিল্লাহ্
আরে ভাই মিডিয়ার লোক বলল আর বিশ্বাস করলেন নিজের চোখে দেখে তার পরে কথা বলবেন ভাই ওরে এগুলো লোক দেখানো কাজ করছে
নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তবে লজ্জার বিষয় হলো দায়িত্বটা ছিল দেশের সরকারের আর সেটা করছে একটি ফাউন্ডেশন। শুভ কামনা রইল উদ্যোক্তাদের প্রতি।
Jdi sorkar korto ta hole public paito na .
Member cheirman ra khaiea ses korto .
Fowndation ra korse tai paise public ra
right
@@mdrakibulhasan7086 ভাইজান েএটাই তো লজ্জার বিষয় সরকারে যারা দায়িত্বে আছেন তারা জনগণের হক নিজেদের পকেটে ঢুকাচ্ছেন। অথচ তাদেন উচিত ছিল এই দায়িত্বটা গ্রহণ করা। কিন্তু চোর বাটপারে ভরা এই দেশে সরকারের মাধ্যমে এই ধরনের জনবান্ধব উদ্যোগ নেয়া সম্ভব না। সব চাটার দল খেয়ে সাফ করে ফেলবে।
Right 👍
Absolutely right
সাচ্চা সেবক ভাই দের কে ধন্যবাদ জানাচ্ছি ,এই রকম আয়োজন করার জন্য, এভাবেই এগিয়ে যাও আমার সোনার বাংলাদেশ , انشاءالله...؟
Wow.great job
র
Yes it is great job, don't forget to say, ماشاءالله ...؟
😊😊এদেশ কে সোনার বাংলাদেশ বলতেছেন😄😄আমার তো ভাই ঘৃনা হয় এদেশতো এখন গোম খুনের অপরাধ রাজ্যের বাংলাদেশ বলি এখানে সঠিক বিচার আছে মনে করেন🤭🤭🤫
@@rashedarashu6204 ভাইয়া যারা ভালো কিছু আয়োজন করছে ,আমি তাদের কে ধন্যবাদ জানিয়েছি, এবং আমার কথা হলো ভালো কিছু করে এগিয়ে যাও বাংলাদেশ, আর যারা মানুষের প্রতি অবিচার ,এবং ঘুম খুন করে তাদের একদিন বিচার হবে, হয়তো দুনিয়াতে ,না হয় আখেরাতে ,الله ছাড় দিয়েছেন কিন্ত ছেড়ে দিবেন না ,الله আমাদের কে হেদায়েত দান করুন, آمين...؟
স্যালুট জানাই তাদের যারা গরিবের কষ্ট বুঝে এই পদক্ষেপ নিয়েছেন ।
আফসোস যদি আমিও আপনাদের সাথে থাকতে পারতাম 😑😑
উনাদের আনন্দ দেখে চোখে পানি ধরে রাখতে পারলাম না, শুভকামনা রইলো বিদ্যানন্দ ফাউন্ডেশনের জন্য…..💞💞
❤❤❤❤
হুম ভাই আমিও
এই প্রথম মনে হচ্ছে বাংলাদেশে এখনো ভালো মানুষ আছে। সবার মুখে হাসি দেখে চোখের জল চলে আসলো আনন্দে। মহান আল্লাহ তালা এই উদ্যোক্তাদের সহায় হোন।
যারা এই সংগঠন চালাচ্ছে, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
যাদের যথেষ্ট টাকা আছে তাদেরও এই ভাবে এগিয়ে আসা উচিত।
এই সংগঠন চালায় হিন্দু উগ্র পন্থি ইসকন। আপনি তাদের কে পেট ভরে দোয়া করেন।
i pray for them .It doesn't matter they are from which religion.
@@selimchand5591 সোর্স কী যে তারা হিন্দু
@@mdshahiduzzaman3668 কোন সোর্স নাই, ঐ লোক ইসলাম বিদ্বেষী । বিদ্যানন্দ কোন স্পেশাল ধর্মীয় সংগঠন না। ঐ সংগঠনে কিছু অমুসলিম কাজ করে, এটা সত্য। তার অর্থ এই না যে ঐটা ইসকন অথবা হিন্দুদের ।
এক জন মানুষ মানুষের জন্য এগিয়ে এসেছে এটাই বড়ো কথা কোন ধর্ম এটা বড় কথা নয়।
বেচে থাকুক মানবতা 💞 চোখের পানি ধরে রাখতে পারলাম না
যারা এই সব উদ্দেগ নিচে
তাদের অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ❤️
খুব ভাল উদ্যোগ।ধন্যবাদ এরকম সব জেলা,উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে চালু হউক।
@Mr Wonder টাকা না দিতে পারলে কি উৎসাহ দেওয়াও যাবেনা ?
আলহামদুলিল্লাহ
আহারে মায়ের কথা শুনে মনটা ভরে গেলো তরমুজ ছেলের জন্য সকল মা বাবারা ভালো থাকুক ❤️
বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিনা।
মহান আল্লাহ তায়া’লা এই সকল সেচ্ছা সেবক দের হায়াত বাড়িয়ে দিক। আমিন।
এটাই মানবতার ধর্ম এই মহৎ উদ্যোগের জন্য এর সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে আল্লাহতালা নেক হায়াত দান করুন আমিন
গরিবের সুপার সপ, এমন একটা সংগঠন আমাদের এই দেশে আছে?? ভাবতেই অবাক লাগে।এই সংগঠনের প্রতি রইলো আমার পক্ষ্য থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ধন্যবাদ ফাউন্ডেশন কে।
মানুষ তো মানুষের জন্যে ♥️ এই গানটার বাস্তবতা এটাই♥️ ধন্যবাদ সকল সেচ্ছাসেবী ভাই বোনদের কে,
এই অসহায় মানুষের চোখে খুশি দেখলে মনটা আনন্দে ভরে যায়,
যাদের প্রচেষ্টায় এই উদ্যোগ তাদেরকে অসংখ্য ধন্যবাদ 💕💕💕💕
মাশাআল্লাহ
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সকল সেচ্ছাসেবীর জন্য রইলো প্রাণঢালা ভালবাসা, আর অনেক অনেক দোয়া। তোমাদের কাজগুলো দেখলে মনে হয়, সোনার বাংলার সোনার মানুষেরা কাজ করছে।"মানবতা উজ্জ্বল হোক - সেবার আলোয়।"তোমরাই বাংলাদেশ। তোমাদের পদধ্বনিতেই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।
বিদ্যানন্দ ফাউন্ডেশন ও তার সকলে সদস্য কে অসংখ্য ধন্যবাদ।
এই মানুষ গুলোর মুখের হাসিটা দেখলে মনটা জুরিয়ে যায় ❤️❤️দোয়া রইল ভাই বোন তোমাদের জন্য 🤲🤲
বাংলাদেশের প্রধান বাজার, গরীবদের জন্য অনেক আনন্দের। আপনাদের টিমের সকলকেই অনেক ধন্যবাদ এই রকম একটি অসাধারন কাজ করে গরীবদের পাশে থাকার জন্য।
আমাদেরও উচিত,এসব অসহায়দের পাশে দাড়ানো।যাদের সামর্থ্য আছে, আশা করি তারা একটু বিবেগহীন হোক।
যারা সংগঠনটি চালু করছে না তাদের জন্য দোয়া ও আন্তরিকতা শুভেচ্ছা আল্লাহ যেন সবসময় তাদেরকে ভালো রাখে আমিন
আল্লাহ আপনাদের আরও অনেক ধন সম্পদ বৃদ্ধি করুক,,আপনাদের এমন মানবতার কথা জীবনেও কেও ভুলবেনা,,,
গরিব মানুষের জন্য এমন ব্যবস্থা যেন সারামাসি করা হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ!!! আর সরকার কে বলতে চাই, দেখুন দেখে শিখুন! ক্ষমতায় বসলে হয় না,যোগ্যতা থাকা লাগবে!!!
Saramas kokonoi korte parbe na..1 mas korce aitai anek vi
সত্যিকারের খুব ভালো একটি কাজ এটাতে সব ধনীদের ও প্রবাসীদের এগিয়ে আসা উচিত । প্রবাস থেকে।
আল্লাহ তাদের আরও দেওয়ার তৌফিক দান করুক আমিন 😀🇧🇩আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো 🚹
চোখের পানি ধরে রাখতে পারলাম না ভাই। আল্লাহ তৌফিক দিক আপনাদের এমনি করে গরিব মানুষের মুখে হাসি ফুটানোর।
মন ছুয়ে গেছে এই উদ্যোগ ❤️❤️❤️,,,,
তাদের মনের নেক আশা আল্লাহ পুরন করুক।
তাদের মুখের এই হাসি কোটি টাকার চেয়ে দামি। ❤️❤️❤️
ভিক্ষা না দিয়ে বিক্রি করছে ব্যাপারটা খুব ভালো লাগছে, একজন মানুষকে এর চাইতে আর সম্মান দেওয়ার রাস্তা হয়না।
Hmmmm
Ctg a ai songgoton rail line a baccader 1 takai khabar dey,,,,
❤️😥👍
এটাতো ভিক্ষা দেওয়া হচ্ছে
@@mithu237 না এটি মানব সেবা।
এগিয়ে যাও বাংলাদেশের সোনার ছেলেরা তোমাদের জন্য বিশ্ব-জাহানের রব আল্লাহ সুবহানাল্লাহ তা'আলার দরবারে মন ভরে দোয়া করি তিনি যেন তোমাদেরকে নেক হায়াত দান করেন এবং ভবিষ্যতে আরও এমন মহতী কাজ করতে পারো
বিদ্যানন্দ ফাউন্ডেশনকে স্যালুট, তাদের মতো করে যদি বিত্তশালী ক্ষমতাশালীরা ভাবতো দেশের গরিব মানুষের এত কষ্ট থাকতো না ।
ভাই বোনেরা বলার মতো কোন ভাষাই খুজে পাচ্ছি না এতটুকুই বলবো আল্লাহ তোমাদের কে কবুল করুক। 💚🤲
নিরবে কিছু শিক্ষা 💙
এখানেই কেউই কোটিপতি না। আর যারা কোটিপতি তারা কেউই এই স্টেজের না
দোয়া রইলো বিদ্যানন্দ ফাউন্ডেশনের জন্য ❤️❤️❤️
এই রকম ভালো মানুষ যেন প্রতি ঘরে ঘরে জন্ম নেয়
আলহামদুলিল্লাহ,, দেশের প্রতিটি জায়গায় গড়ে উঠুক এই সুপার সপ
ভীষন ভালো উদ্যোগ,আমি ভারতীয় হলেও আমার মন ও অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা রইল আপনাদের জন্য, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।
এই মহান উদ্যোগ নেয়ার জন্য আন্তরিক অভিবাদন এই টিমকে।আল্লাহ আপনাদের সহায় হোক 💕💕
গরিব মানুষের জন্য অনেক ভালো
বাংলাদেশের প্রধানমন্ত্রীর লজ্জা হওয়া উচিৎ আল্লাহ ভাইদের কে রহমত দান করেছেন
এইসব সেচ্চাসেবীদের ধরে ধরে দেশের প্রধানমন্ত্রী বানানো হলে দেশের চিত্র পাল্টে যেত।
👍
লজ্জা কি জিনিস তাও তো মনে হয় জানে না
এখানে প্রধানমন্ত্রীর লজ্জা আসবে কেনো লজ্জা তো তোর আসা উচিত সালা কয় টাকা দান করেছিস এই পর্যন্ত মূর্খ্য গোয়ার কোথাকার।
হাসিনার লজ্জা থাকত তাহলে অনেক আগেই গদি ছেড়ে নেমে যেত
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার দুনিয়ায় এখনো মানবতা বেঁচে আছে। আল্লাহ তাআলা এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন এবং উত্তম জাযা প্রদান করুন। ভবিষ্যতে এমন আরো ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন।
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল বিদ্যানন্দ ফাউন্ডেশন এর জন্য। এই সংগঠনের প্রতিটি সদস্য সমাজ ও রাষ্ট্রের জন্য একেকজন আইডল।
তাদের চলার পর মসৃণ হোক।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সকল অভিভাবক ও সদস্য দের সার্বিক সাফল্য কামনা করছি।আল্লাহ আপনাদের সহায় হন।এমন অভিনব উদ্যোগ দেখে সত্যিই মন টা ভরে গেলো।
কি ভালো একটা সিদ্ধান্ত উদাহরণ হয়ে থাকবে।একেই বলে মানবতা।কত ধনী রয়েছে দেশে।কারও মাথায় এরকম আসে না।
স্যালুট বিদ্যানন্দ ফাউন্ডেশনকে, মানুষের মাঝে আজীবন এভাবে বেচে থাকবেন আপনারা। যে কাজ দেশের অনেক বিত্তশালীরা করতে পারতো সেই সব কাজসমূহ আপনারা দেশের যে কোন দূঃসময়ে করে দেখিয়েছেন। ❤️
এটাই সেবা এবং মানবতার সরল পথ। সকল ধনী এবং সাহায্য কারিরা যেন এভাবেই গরিবের সেবা করেন। সবাইকে ধন্যবাদ মানুষ মানুষের জন্য।
এরাই হল বাস্তবে গরিবের বন্ধু, উপরওয়ালা আপনি ওই গ্রুপের সবাইকে শান্তিতে ও হেফাজতে রাখুন, আর আমাদেরকে ও তৌফিক দান করুন আমরা যেন ওদের মত হতে পারি ,,????????????
দেখে মনে হলো ক্রেতা সবাই গরিব মানুষ,,, অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাদেরকে। সরকারী অনুদান হলে কি জে হতো নিজেদের মাঝেই লুটপাট হয়ে যেতো
এদের থেকে সরকারের শিক্ষা নেয়া উচিৎ। কিন্তু , তারা তো খিচুড়ি রান্না শিখতে ও বিদেশ যায়।
@@lailabegum516 🤣🤣🤣😄
আলহামদুলিল্লাহ। এমন উদক্তা যারা আল্লাহ তাদের নেহ হায়াত দারাজ করুন।
তাদের মন দিল আল্লাহ আরো প্রসস্থ করুন।
আল্লাহ তাদের কে এমন নেক কাজের সামথ বাড়িয়ে দিক।
তাদের মনের নেক আশা পূর্ণ করুন।
তাদের সকল বালা মসিবদ দূর করুন।
মানুষের নেক ইচ্ছা থাকলে যে কোন দেশে থেকেই ভালো কাজ করা সম্ভব।সেটা এই ভাই আর আপু রা বুঝিয়ে দিল।
বিদ্যানন্দের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য ।ধন্যবাদ ।এই প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক ।
মাশাআল্লাহ,যারা এই উদ্দোগ নিয়ে গরীবের জন্য কিছু করছেন সবাইকে অভিনন্দন, দোয়া রইলো
সাধারণ মানুষ দোয়া করলে ওদেরকে আর আটকায় কিডা???
জয় ভালো মানুষের জয়
কি বলবো বলার কোনো ভাষা নেই শুধু এতোটুকুই বলবো আল্লাহ্ আপনাদের এই দান কবুল করুক আপনাদের মনের আশা পুরন করুক আমিন ছুম্মা আমিন 🤲
খেয়াল রাইখেন এলাকার চেয়ারম্যান মেম্বর ও কিন্তু সুজোগ নিবে।তারা কিন্তু আরো গরিব।
🤣
Right
Parbe na bro.... its biddanando 😎
eta biddanondon tader list er baire kaw k dibena….era valo jane manus koto rup er tai tara age list erpr sei moto bebsta
ভাই তারা আসলেই বেশি গরিব
কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। চোখে জল এসে গেল। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা মহামারীর সময় চাল ডাল লুটপাট করে খেয়েছে। আর এরা সবসময়ই মানুষের পাশে ছিল, আছেন, থাকবে। God bless all of you.
সমাজের বিত্তবান, শিল্পপতিরা এগিয়ে আসুন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সামিল হন , আগামীতে সারা দেশে যেন তাদের এই উদ্যোগ ছড়িয়ে দিতে পারেন,
প্রথমে আপনাদের জানাই হাজারো সালাম। আপনাদের এই চলা যেন শেষ না হয়। মহান আল্লাহ তায়ালা আপনাদের সাথে এইসব আছেন আর থাকবেন ইনশাআল্লাহ।
সত্যি অসাধারণ একটি মহত্ কাজ অভিনন্দন সকল কে
হৃদয় নিঃড়ানো ভালোবাসা ও অফুরান দোয়া রইলো উদ্যোক্তাদের প্রতি।
বিদ্যানন্দকে ফাউন্ডেশন কে রমজানুল মোবারক ও অগ্রীম ঈদ মোবারক ও শুভেচ্ছা রইলো।
ভাই অতি সতর্কতার সহিত কাজ চালিয়ে যান।। আপনাদের জন্য অসংখ্য শুভকামনা রইলো।। এভাবেই আপনাদের মতো সকলে এগিয়ে আসলে দেশে গরিবের সংখ্যা কমে যেতো!!
কি যে আনন্দের বিষয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে,,
অভূতপূর্ব! এ মহতী উদ্যোগের কলেবর হোক কূল ছাপানো,
উদ্যোক্তার সব সীমাবদ্ধতা হোক দূরীভূত,
তুষ্টি ও তৃপ্তি হোক দীর্ঘস্থায়ী।
আমীন,
ইয়া রাব্বুল আলামীন।
নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ নিয়েছেন।
কারন গরীব মানুষ যারা একটু ভালো খাবার খেতে চায় কিন্তু পয়সার অভাবে কিনতে পারে না কিংবা আকাশছোঁয়া দামের কাছে অসহায় তাদের জন্য খুবই ভালো হবে।অন্তত পরিবারের জন্য কিছু কিনতে পারবে❤️♥️
এমন উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই!যার উছিলায় তিন বেলা খাবার জুটবে সমাজের দরিদ্র মানুষের
গরিবের মোখের হাসি দেখে অন্তর জুরিয়ে গেল। আপনাদের জন্য দোয়া রইলো ভাই।
এটায় হওয়া উচিত মানুষের ধর্ম,,
তাহলেই পৃথিবী তে শান্তি নেমে আসবে,,
কত খুসি সাধারন মানুষ। আল্লাহ ও খুসি এমন উদ্যোগ যদি যুব সমাজ জাগায় জাগায় গরেতুলতো সাদারন মানুষেরা হাজার গুন খুসি হতো আল্লাহ আমাদের সবার মনগুলো এরকম দানশিল করে দিন আমিন
এই সংগঠন কে আথির্কভাবে সহযোগিতা করতে বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। আল্লাহ্ উত্তম বদলা দান করুক।
আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সব মানুষ খুব হাসি খুশিতে বেঁচে থাকবে, সালাম জানাই বিদ্যানন্দ ফাউন্ডেশনের সকল সদস্য কে,বেচে থাকো তোমরা বেঁচে থাকুক তোমাদের মহৎ কাজ গুলো।
আলহামদুলিল্লাহ, এদের কাছ থেকে সবাই কে শিক্ষা নেওয়া উচিৎ
এই সংগঠনটা কে অনেক অনেক ধন্যবাদ তারা গরীব মানুষের পাশে দাঁড়াচ্ছে এজন্য
ধন্যবাদ দিয়ে ছোট করবোনা আল্লাহ পাক আপনাদের এই ভালো মহত কাজ করার মংগল করুক বিপদ আপদ থেকে হেফাজত করোন রহমত বাড়িয়ে দেউক দির্গ নেক আয়ু বাড়িয়ে দেউক এবং এমন ভালো কাজের সাথে বেশি বেশি করে থাকার তৌফিক দান করুক আমিন 👉🕋🕋🕋🤲🤲🤲🤲🤲😍😍😍🌹🌹🌹
এমন মানবতার জয় হোক, আল্লাহ তুমি উনাদের কে এমন আরো কিছু অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দেও
ধন্যবাদ ভাইদের
ধন্যবাদ। লাখ টাকায় এ হাসি কেনা যায় না।যে হাসি তোমরা গরীবের মুখে এনে দিয়েছ।সালাম তোমাদের
জয় হোক মানবতার।
আন্তরিক ধন্যবাদ বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং এর সকল স্বেচ্ছাসেবকদের।
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু"
আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আবার একদিন থাকব ও না। আসুন আমরা সবাই মিলে সালাত কায়েম করি। অতএব, নিজে সালাত আদায় করুন এবং অন্যকে সালাত আদায় করার জন্য দাওয়াত দিন
এই টিমের লিডার কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ❤️❤️
কতো বড়ো মনের মানুষ হলে এই সমস্ত মানুষের পাশে দাড়ানো যায় ❤
খুবই ভালো উদ্যোগ নিয়েছে তবে এতো কম দামে বিক্রি না করে মোটামুটি একটা দামে বিক্রি করলে সব ধরনের মানুষ কিনে খেতে পারবে এবং এটাকে আরও বিদ্ধি করলে ভালো হতো যেমন সারা বাংলা দেশে।
বিষয়টা আপনি মনে হয় বুঝতে পারেন নি কম দামে ২ দিন দিবেন বাকি ২৮ দিন বেশি দামে কিনতে হবে তার জন্য বলছি দোকানের ছেয়ে কম দামে বিক্রি করলে সারা মাস কিনতে পারবে কারণ একদিন খেলেতো চলবেনা সারা মাস খেতে হবে বুঝলেন।
এ রকম চিন্তা ধারার মানব জাতি হাজার হাজার বছর বেচে থাকুক।
যারা এ উরধেক নিয়েছে তাদের প্রতি দোয়া ও ভালো বাসা রইলো 💕💞
মাশাআল্লাহ্, নিঃসন্দেহে ইহা একটি মহৎ কর্ম।
গরিবের মুখে হাসি ফোটাতে সবাই পারে না, বিশাল একটি মনের দরকার যা কি না এই সেচ্ছাসেবী সংগঠনের লোকদের আছে।
মাশাআল্লাহ ❤️ সুবহানআল্লাহ ❤️ আলহামদুলিল্লাহ,,, অসাধারণ,,,এমন বিদ্যানন্দ ফাউন্ডেশন যেন প্রতিটি সমাজে তৈরি হয় মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমীন।
পয়সাওয়ালা লোক যেন সামান ক্রয় করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন ।
আজ সত্যি অনেক আনন্দ লাগে ভিডিওটা দেখে সবার খুশি দেখে ধন্যবাদ সবাইকে
আনন্দ লাগতাছে মানে অনেক আনন্দ লাগতাছে
আজকে আমার পোলা অনেক খুশি হয়বো
তরমুজ দেইখা ❤️
বড়লোক গুলো ১ জন হাজার কোটি টাকার মালিক আরেকজন ১ টাকার মালিক
এতো ধনী গরিব বোষম্যোর মুল কারণ যাকাত না দিয়া
বলার ভাষা নেই।রইল ভালোবাসা, দোয়া এবং শুভকামনা।
দেখে চোখ ও মন দুটোই জুড়িয়ে গেলো। তার সাথে প্রশ্ন জাগে আমাদের দেশের প্রেক্ষাপটে এ অসম্ভব কাজকে কে বা কারা সম্ভব করলো?
এরাই হচ্ছে আসল হিরো। salute all of you.
সমাজের বিত্তশালী লোকদের উচিত, এই ফাউন্ডেশনের পাশে দাড়ানো।
তাহলে দেশের নিম্নবিত্ত লোকেরা এই ফাউন্ডেশনের মাধ্যমে একটু খেয়ে বেচে থাকতে পারবে ❤️❤️❤️❤️
মাশাআল্লাহ খুব ভালো উদ্যোগ এভাবে বাংলাদেশের সব জেলায় এই শপ যেন পৌছে যায় আর যারা এই ভালো কাজের সাথে আছে তাদের সবার জন্য অনেক দোয়া রইল
এই মহান উদ্যোক্তাদের আমার অন্তরের গভীর থেকে স্যালুট জানাই আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইদের মহান উদ্যোগ কে কবুল করুক আমিন।
তোমার একজন একটি বাংলাদেশ
তোমারদের জন্যে দোয়া ও ভালোবাসা রইলো
মহৎ উদ্যোগ, প্রশংসা পাওয়ার যোগ্য ফাউন্ডেশনটি। আমাদের সমাজের বৃত্তবানদের এই ফাউন্ডেশনটির পাশে দাঁড়ানো।
আলহামদুলিল্লাহ,, তোমাদের জন্য দোয়া রইলো এমন ভালো কাজ আরো বেশি করতে পারো আমিন
সরকারের চোখে আঙ্গুল
দিয়ে কালো পর্দা খুলে দিলো
এই মহান প্রতিষ্টানেের উদ্দোগতারা
আল্লাহ হেফাযত করুক
আমিন
ইস কি হাসি রে!!!❤️❤️❤️
গরিবের মুখের হাসি হচ্ছে চোখের প্রশান্তি!!! ❤️❤️❤️
আল্লাহ তাআলা আপনাদের রমজান মাস উপলক্ষে সকল কে সুস্থতা দান করুক
কুড়িগ্রামের মানুষ খেতে পারছে না, সুপার সপ এর পরিচালক কে আহবান জানায় একটু তাদেরকে ও সহায়তা প্রদান করার জন্য।