Koto Shopno Dekhechi Koto Chobi Ekechi - Pankaj Udhas

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 сен 2024
  • Koto Shopno Dekhechi
    Artist: Pankaj Udhas
    Album: Bhalobasha
    Released: 1989
    COPYRIGHT DISCLAIMER: I do not own any of the material used in this post. All material belongs to their respective owners. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use", including non-profit, educational, or personal. This is purely a personal RUclips channel. No copyright infringement intended !!!

Комментарии • 1,5 тыс.

  • @shormeratna4165
    @shormeratna4165 Месяц назад +20

    ৯০ দশকের মানুষ আমি ২০২৪ এ বয়স মধ্য গগণে। চুলে পাক ধরেছে, তবুও এই গানটি শুনলে আবার নতুন করে স্বপ্ন দেখতে সাধ জাগে।

    • @Prince56837
      @Prince56837 24 дня назад +2

      যদি ফিরে পেতাম ছেলে বেলা..😭

    • @AshaduzzamanAsha-tl2rn
      @AshaduzzamanAsha-tl2rn 22 дня назад +1

      আমার খুব প্রিয়

  • @rasalahmed3401
    @rasalahmed3401 6 месяцев назад +53

    আহা ! কত কিছু জড়িয়ে আছে এই গান গুলার সাথে! যারা ৯০ দশকের মানুষ তারা এই এলবাম অবশ্যই শুনে থাকবে।
    এই গুনি শিল্পী আজ আমাদের মাঝে নেই কিন্তু উনার অমর এই গান গুলো আগামী কয়েক প্রজন্ম রয়ে যাবে।উনার আত্মার শান্তি কামনা করি ❤️

  • @sultanaparvin4597
    @sultanaparvin4597 4 года назад +808

    ৯০ সালের জুন মাসে ক্যাসেটের ফিতায় টেনে টেনে এ গানটি ৫০ বারের বেশী শুনেছি এক নাগাড়ে কারন জানুয়ারীর ১ তারিখে আমার মনের মানুষটি পরস্ত্রী হয়ে যায়।

  • @mhahmed5491
    @mhahmed5491 3 месяца назад +8

    আমি বাংলাদেশের একজন নাগরিক ঢাকা নারায়ণগঞ্জ থেকে গানটি শুনছি,,,,

  • @mdshamirul3136
    @mdshamirul3136 5 месяцев назад +41

    ইস ঘুম থেকে উঠে যদি 90 দশক ফিরে পেতাম😢😢😢

    • @user-gg8nw1bl6c
      @user-gg8nw1bl6c Месяц назад +3

      আহা আপনি আমার মনের কথাটা কিভাবে বলতে পারলেন কিভাবে বললেন দুজনের মনের কথা মিলে গেল চলেন আমরা বন্ধু হইয়া যাই

    • @mdshamirul3136
      @mdshamirul3136 Месяц назад +1

      @@user-gg8nw1bl6c অবশ্যই বন্ধু হওয়া দরকার

    • @SaddamKhan-kl2mm
      @SaddamKhan-kl2mm Месяц назад +2

      তাহলে আমরা কি করবো

    • @sajibkarmaker2228
      @sajibkarmaker2228 9 дней назад +2

      আহা

    • @afrozaakter9878
      @afrozaakter9878 4 дня назад

      ঠিক তাই

  • @mdmotluburrahman9285
    @mdmotluburrahman9285 9 месяцев назад +9

    ১৯৯০ সালের শেষ দিকে একটি মেয়েকে ভালবাসার কথা তার কাছে বলতে সাহস না পেয়ে একটা অনুষ্ঠানে তার উপস্হিতিতে এই গানটি আমি মঞ্চে আমি গেয়েছিলাম। পংকজ উদাস এর গাওয়া গানটি ছিল আমার কাছে বিশেষ কিছু।

    • @classroom7335
      @classroom7335 7 месяцев назад +1

      পরে কি বলতে পেরেছিলেন।

  • @MdNasirUddin-gc8dh
    @MdNasirUddin-gc8dh 6 месяцев назад +216

    2024 সালে কে কে আমার মতো এই গান শুনতে এসেছেন।একটা করে like দিয়ে যাইয়েন🫠🫠🫠😘😘😘

  • @ShamimAhmed-pv1vy
    @ShamimAhmed-pv1vy 6 месяцев назад +21

    আরো ১৫ বছর আগে এই গানটি শুনেছি আর আজ তার মৃত্যুর কথা শুনে গানটির কথা আবারও মনে পড়ে গেলো,,, অবশেষে শোকাহত।

  • @SaifulIslam-dh7hz
    @SaifulIslam-dh7hz 6 месяцев назад +32

    অনেক গুনী একজন শিল্পী।
    আজ না ফেরার দেশে চলে গেলেন।
    উনার এই গান ছোট বেলা থেকে শুনে আসছি। আমার চাচার বিয়ের ক্যাসেটে উনার গান ছিল সেই ৯০ দশকের শুরুতে।

  • @atiqulislam558
    @atiqulislam558 2 года назад +61

    পংকজ উদাস উনি একজন বাঙ্গালী না হয়েও বাংলা গানের ইতিহাসে উনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই অ্যালবামের গান গুলোর জন্য...
    কোনটি থেকে কোনটি ভালো সেটি সিলেক্ট করা কঠিন উনার এই বাংলা গানগুলোর মধ্য থেকে...

  • @tanishatarin4685
    @tanishatarin4685 Год назад +66

    আবার ইচ্ছে করে সেই ৯০ দশকে চলে যেতে সেই দিন গুলো খুব মনে পরে গেলো 🤔🤔😭🥺

  • @rosso_ujjal420
    @rosso_ujjal420 10 месяцев назад +18

    এসব গান শুনে যে কতটা তৃপ্তি পাওয়া যায় সেটা ভাষায় প্রকাশ করা যায় না ❤️❤️

  • @user-zi2un7mz3p
    @user-zi2un7mz3p Месяц назад +6

    2024 এ এসে এই গান শুনে মুগ্ধ হয়ে গেলাম, সবাই একটা লাইক দিয়েন আমাকে প্লিজ, তাহলে হয়তো নোটিফিকেশন পেয়ে আবারো আসবো এই মধুর গানটা শুনতে
    ❤️🖤❤️🖤❤️

  • @rt-toshi-video-vision
    @rt-toshi-video-vision 2 года назад +380

    অবশ্যই তুমি পাবে,
    যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
    - [ হযরত মুহাম্মদ (সাঃ) ] 🌹🌹🌹🌹

    • @gopalsarkar8992
      @gopalsarkar8992 Год назад

      .

    • @barkotullah1088
      @barkotullah1088 Год назад +2

      আমি পাইলাম না তো

    • @RatulVai-cv1oc
      @RatulVai-cv1oc 8 месяцев назад +1

      ❤❤❤

    • @RefatAhmed_
      @RefatAhmed_ 6 месяцев назад +2

      তোমরা মনে হয় পর্ন ভিডিওতেও এই সব কমেন্ট করো? কোন জায়গায় কোন কমেন্ট করতে হয় বুঝনা?,, এইখানে এসেছো ইসলাম প্রচার করতে,,, এইটাকে ইসলাম প্রচার বলে না ইসলামকে অপমান করা বলে। আল্লাহ হেদায়েত দান করুক।

    • @RiyaMithun-t2v
      @RiyaMithun-t2v Месяц назад

      ​@@RefatAhmed_💯

  • @bappydas436
    @bappydas436 Месяц назад +7

    এ গান আমার ছোট বেলায় অনেক শুনতাম। এ গান শুনলে শরীলের পরশ গুলো দাড়িয়ে যায়।

  • @beshnusunlek
    @beshnusunlek 6 месяцев назад +9

    2007 সালে প্রথম এগুলো গান শুনি অনেক ভালো লাগে❤❤

  • @psrittikvai
    @psrittikvai Год назад +37

    গানটি ২০০৫ সাল থেকে শুনে আসছি। এখন ২০/৩/২০২৩ তোবুও একটুও অবেগ অশ্রু কমেনি। গান তো নয় যেন এক কল্পনার জগৎ

  • @akmsirajulhaque2850
    @akmsirajulhaque2850 6 месяцев назад +21

    ওনার মৃত্যু মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। তিনি ছিলেন সঙ্গীত জগতের আলোড়ন সৃষ্টিকারী মহান যাদুকর। পরপারে তাঁর আত্মা শান্তি লাভ করুক, সবসময় এ কামনা করি।

  • @mdedris4440
    @mdedris4440 Год назад +45

    কতো স্মৃতি মাখা এই গান, যখনই শুনি সেই স্মৃতি গুলো চোখে ভেসে ওঠে, যেন ফিরে যায় সেই সময়ে, এতো মধুমাখা গানটি, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে ❤❤😊

  • @golammahabub2815
    @golammahabub2815 2 года назад +124

    ৯০ দশকে যখন ছেলে মেয়েরা প্রত্রের মাধ্যমে প্রেম করতো ওটাই ছিল ১০০% খাটি প্রেম।

  • @ahmedmunna9099
    @ahmedmunna9099 Год назад +150

    বাংলাদেশ থেকে ২০২৩ সালে এসেও গানটা শুনছি।। এই গান গুলা জীবনে পুরানো হবে না ❤️❤️❤️❤️

    • @shakibahsan2677
      @shakibahsan2677 Год назад

      asi bi asi

    • @MdMilki-jz3le
      @MdMilki-jz3le Год назад

      আমিও শুনতে চি ১-৬-২৩

    • @monwarheronraj
      @monwarheronraj Год назад

      ৷ ন৷ ৷৷৷৷ ূদ৷ ব৷।
      ।।।।।.।ম।।।।।।।।।।।।ম।।।।।।.?...।।।ম।।।।।।্্।।।ৃ।্্মৃ?ৃম্।্রৃ।
      . .?।।।।।। ।।।।।।।

    • @SPMBoss-wv7se
      @SPMBoss-wv7se Год назад

      Amio❤

    • @tamileti2768
      @tamileti2768 Год назад

      ❤❤❤

  • @masudchowdhury1550
    @masudchowdhury1550 2 месяца назад +3

    একটি গান যে মানুষের মনকে এমন ভাবে নাড়া দিতে পারে এই গান তার প্রমাণ। জীবনের প্রতিটা পদে পদে অনুপ্রেরণা হয়ে থাকবে এই গানটি।

  • @mdabulbasharmdabulbashar1361
    @mdabulbasharmdabulbashar1361 3 месяца назад +4

    তোমাকে পেলে হয়তো গানটা শোনা হইতো না এখন গানটা শুধু আমার স্মৃতি অনেক কিছু মনে করে দেয় হৃদয় থাকুক ভালোবাসা

  • @alauddinkhandaker2934
    @alauddinkhandaker2934 7 месяцев назад +4

    এই গান গুলো হৃদয়টাকে একেবারে কম্পিত করে তোলে...আর অতিথ টাকে রিভিউ করে দেয় বাস্তবের মতো.!!!হাজার গান আসবে যাবে কিন্তু এই গুলার মতো কখনোই হবে না..!!!

  • @user-eg6qh9mp3o
    @user-eg6qh9mp3o 5 месяцев назад +3

    তখন সবেমাত্র ভালোবাসা বুঝতে শিখেছি
    প্রিয় একটা গান হয়ে ওঠে।
    কতবার যে শুনেছি

  • @river7313
    @river7313 2 месяца назад +1

    গানগুলো যত শুনি ততই শুনতে ইচ্ছে করে❤ খুবই ভালো লাগে পঙ্কজ জির গানগুলো❤️

  • @mrdgaming2423
    @mrdgaming2423 4 месяца назад +3

    এই এ্যালবাম এর সব গান পারি
    এক সময় গান গুলো এতো ভালো লাগতো
    বলে বোঝাতে পারবো না❤❤❤

  • @prosantoroy2213
    @prosantoroy2213 6 месяцев назад +3

    তুমি আছো তুমি থাকবে চিরকাল চিরদিন তুমি আছো হিয়ার মাঝে যেখানে থাকো ভালো থেকো।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤..........

  • @hasanalmamunrana1609
    @hasanalmamunrana1609 Год назад +6

    কিচ্ছু কিচ্ছু গানের কথা জিবনের সাথে মিশে রবে সারাজীবন, তবু জয় হোক ভালোবাসার,

  • @kaiumhossainmithu327
    @kaiumhossainmithu327 4 месяца назад +2

    গানটা শুনলে সোনালি অতীত সামনে এসে যায়
    যখনই একা থাকি এটা আমার সাথী হয়
    সব মিলিয়ে পছন্দের একটা গান ❤❤

  • @MasudRana-oy9mi
    @MasudRana-oy9mi 4 месяца назад +3

    Onekbar sunechi ,abar sunte mon chai!

  • @shahanaakter3602
    @shahanaakter3602 2 месяца назад +2

    এই গান গুলো যখন শুনি তখন মনে হয় আবার সেই সময় পেতাম। মানুষ বুড়ো হয়ে যায় কিন্তু এই সব গান রয়ে যায়। আমি ছোট বেলা এই গান গুলো অনেক বেশি শুনতাম আর আমার ভাইয়া বকা দিত।

  • @sonjoybiswas2700
    @sonjoybiswas2700 6 месяцев назад +5

    চিরন্তন বাস্তব গান যা বার বার শুনতে ইচ্ছে করে। ❤❤❤

  • @munnaofthemind9944
    @munnaofthemind9944 2 года назад +17

    ভাই যে যা চায় তা কোনোদিও পায় না, আর পায় না দেখেই, ভালো বাসা, বেচে রয়েছে যুগের পর যুগ! আর ভালো বাসা সহজে যারা পায়, তারা সহজে ধরে রাখতে পারে না! মন খারাপের কিছু নেই!

  • @millatulbari687
    @millatulbari687 Год назад +10

    আজ একটা কমেন্টস করে গেলাম,কোন একদিন নাতি নাতনিরা বুঝবে দাদা কত রোমান্টিক মনের ছিলেন,কোন শিল্পীদের কোন লেভেল এর গানের ভক্ত ছিলেন, ধন্যবাদ ভাল থেকো তোমরা

  • @mahinnazu5455
    @mahinnazu5455 2 года назад +3

    Ajo onk valobashi toke ree.
    NJF

  • @saplasapla1093
    @saplasapla1093 2 года назад +30

    গান টি বার বার শুনি,,এটা শুনে হারানো মানুষটির কথা মনে পড়ে যায়।

    • @sheulyakter160
      @sheulyakter160 3 месяца назад

      গানটি বারবার শুনি আর সেই মানুষটির কথা মনে করি হারিয়ে গেছে জীবন থেকে অনেকদিন আগে

  • @zahidulislam4830
    @zahidulislam4830 4 года назад +8

    super...duper.... excellent....mind blowing…...nice....exceptional....out standing....jakanaka....ore re....jole agun bukete....জীবনের গানের কুল....

  • @chotanchakraborty987
    @chotanchakraborty987 Год назад +25

    ২০২৩ সালের ১৭/৭/২৩ এসেও এই গানের জনপ্রিয়তা রয়ে গেছে।আসলে এই গানের কোন মৃত্যু নেই।❤❤❤❤

  • @rushiakter5748
    @rushiakter5748 7 месяцев назад +3

    এ গানটা আামার বিয়ের সময়ের সৃতি ❤ আমার বিয়ের ছিটিতে গানটা দেওয়া ❤❤❤❤❤২০২১

  • @MDKhokon-yn7rt
    @MDKhokon-yn7rt Год назад +16

    বাংলাদেশ থেকে বলছি গান টা ছোট বেলায় অনেক শুনতাম এখন ও অনেক ভালো লাগে ❤

  • @AnamulHaque-yv2wl
    @AnamulHaque-yv2wl 24 дня назад

    কিশোর বয়স,তখন আমি ক্লাস ফোরে পড়ি মাত্র।সময়টা হবে ২০০৪ দিকে।সবে মাত্র বাড়ির বাসা পরিবর্তন করে নতুন বাসায় উঠি।উঠার প্রথম দিন মায়ের হাতে আনা পঙ্কজ উদাসের ভালোবাসা অ্যালবামের সব গানগুলো শুনি ফিতার ক্যাসেটে।এই এলবামের কয়েকটি গান আমার ভীষণ ভালো লাগে।

  • @soheldas4477
    @soheldas4477 Год назад +5

    রাত্রির নিস্তব্ধতায় হেডফোন কানে লাগিয়ে শুনলে বুঝা যায় এই সুরেলা কন্ঠে গানটির গভীরতা কতখানি,,,

  • @freekarigor
    @freekarigor Месяц назад +1

    কত শতবার যে এই এ্যালবাম রিপলে করে গান শুনেছি তার ইয়োত্তা নেই।❤

  • @PKPadma
    @PKPadma 5 лет назад +63

    অসম্ভব সুন্দর একটি গান। কন্ঠটা কানে পৌঁছাতেই কেমন যেনো মনটা ভালো হয়ে যায় ।

  • @RabiulIslam-gt3yw
    @RabiulIslam-gt3yw Год назад +11

    মনে দোলা লাগার মত গান এবং কখনো মনে দুঃখের ঝড় তোলার গান সত্যিই অপূর্ব পঙ্কজ উদাস নামটি চিরস্মরণীয় হয়ে থাকবে তার কন্ঠ ও গানের মাধ্যমে যশোর বাংলাদেশ

  • @palashdey3327
    @palashdey3327 4 месяца назад +5

    একা একা শুনতে ভালো লাগে ।

  • @md.olikhasan5233
    @md.olikhasan5233 2 месяца назад +3

    আমি প্রভাষক অলিক হাসান লেবু বাংলাদেশ থেকে বলছি।আমি চিরঋণী।

  • @josnaalam8925
    @josnaalam8925 11 месяцев назад +18

    এই গান টি অনেক বার শুনেছি আমার সহধরমীনি সহ
    আজ আমার একমাস একদিন হলো আমার স্তী পরো পরে চলে গেছে আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদৌস দান করে আমিন

  • @md.nazmulhossainnazmul8848
    @md.nazmulhossainnazmul8848 3 года назад +8

    দীর্ঘ পনের বছর কাজের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, তাই গান শোনার সময় হয়নি। আজ একটু সময় পেলাম তাই শুনলাম। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল।

  • @rmg9191
    @rmg9191 Год назад +4

    ভালো বাসার মানুষকে বার বার মনে করিয়ে দেয়ার জন্য এ গানটির কোনো তুলোনা হয়না।

  • @princesheikhkironcaptain8801
    @princesheikhkironcaptain8801 2 года назад +19

    জীবনের এই সেই গান আজও জেগে ওঠে হারিয়ে যাওয়া প্রেমের স্মৃতি চিরবিরহী ব্যাথা

  • @md.kamrulhasanchowdhury484
    @md.kamrulhasanchowdhury484 2 года назад +67

    ১৯৯৯-২০০৩ সাল এই সময়ে গানটি বহুবার শুনেছি । আজ কে ২০২২ এ এসে আবারও শুনলাম খুব ভাল লাগলো ।

    • @gobardhandas8906
      @gobardhandas8906 Год назад +1

      Tnxx

    • @mohammedkamalbangladesh9946
      @mohammedkamalbangladesh9946 Год назад +3

      ১৯৯৩ সালে বহু বার এই গান টা শুনেছি, এখনো মনে হয় সেই ১৯৯৩ তেই আছি।

  • @rakibulislam3182
    @rakibulislam3182 Месяц назад +1

    অসাধারন গানটা,আগে গানটা গাইতে পারতাম,এখন ভূলে গেছি

  • @mshimel2206
    @mshimel2206 5 лет назад +20

    আমার অন্যতম পছন্দের গান।অনেক দিন পর শুনলাম। মনটা ফ্রেশ হলো বেশ।

  • @minerrahman8235
    @minerrahman8235 Год назад +4

    আমি এই গান আমার পিয়ো মানুষ টার মুখে পথম শুনেছি;; এক কথায় অসাধারণ ;; সেই থেকে এখনো শুনি;;; 20023 সালে এসেও;;; ভালো থাকুক সব ভালো বাসার মানুষ ;;;;

  • @naharshappiness
    @naharshappiness 4 года назад +47

    অনেক প্রিয় আর অনেক স্মৃতি জড়ানো একটা গান।❤❤

    • @naharshappiness
      @naharshappiness Год назад

      আমার কমেন্ট আমি দেখে অবাক 🥰🥰

    • @mdhalem3497
      @mdhalem3497 Год назад

      💞💞💞💞🇧🇩

  • @rakhatahera4115
    @rakhatahera4115 5 лет назад +136

    পঙ্কজ উদাসের বাংলা গান গুলো কোন দিন পুরোনো হবেনা।যত শুনি তত শুনতে ইচ্ছে করে।গান গুলো শুনলে শুধু স্বপ্ন দেখতে ইচ্ছে করে।❤❤

    • @afazm8406
      @afazm8406 2 года назад +4

      শুধু একটা গান ছাড়া- "যদি আরেকটু সময় পেতাম 😞"

    • @Korimeriyad28360
      @Korimeriyad28360 2 года назад +1

      tik bro

    • @ronyrj8203
      @ronyrj8203 Год назад +1

      @@Korimeriyad28360।

    • @ronyrj8203
      @ronyrj8203 Год назад +1

  • @user-nl1xo6up5n
    @user-nl1xo6up5n Месяц назад +1

    গানটা আছে হৃদয়ে, আজও হৃদয় ছোয়, কিন্তু অনুভূতিটা আহত

  • @Sagorkhan-vd6np
    @Sagorkhan-vd6np 4 года назад +74

    স্মৃতি হারানো গান হৃদয়কে কাদায়। মনে করিয়ে দেয় পূরানো স্মৃতিকে।

    • @amanpulok2431
      @amanpulok2431 2 года назад

      K all

    • @villageboys9778
      @villageboys9778 2 года назад

      ভুবন বাদ্যকর যদি আরও দশবার জন্ম গ্রহন করে তবুও এমন গান গাইতে পারবে না

  • @badolroy4117
    @badolroy4117 Год назад +12

    এ সব গানের মাঝে কতই না সুখ দুঃখ জড়িয়ে আছে। সেটা বলে শেষ করা যাবে না। ❤❤❤❤।

  • @Afendi139
    @Afendi139 2 года назад +10

    মানুষ মানুষের জন্য কত চমৎকার গান লিখেছেন তা কল্পনা করা যায়

  • @smmotivationlife8311
    @smmotivationlife8311 2 года назад +52

    তোমার অবহেলার জন্য আজ দুজন দুই কূলে। দুজনই তো জিতে গেছি- হেরে গেছে শুধু সম্পর্ক টা। তবে ভুল ভাঙ্গলে ফিরে এসো। এখনো তোমাকে ভালোবাসি

  • @lotalota6495
    @lotalota6495 4 года назад +20

    যত বার শুনি ততই ভালো লাগে,অসাধারন

  • @chyafrin
    @chyafrin 3 месяца назад +1

    যাকে ভালবাসবে,তাকে এমন
    ভাবে ভালবাসুন,, স্পষ্ট কোন
    দুর বিক্ষন যন্ত্র, দিয়ে নয়,,,,,
    শুধুই মনের ক্যমরায় ধারণ,
    করে ভালবাস,আর এটাই হলো আসল ভালবাসার, পরিচয়,,

  • @shekrimi4213
    @shekrimi4213 3 года назад +61

    সময়ের সাথে সাথে হারিয়ে গেছে কতো আপন মানুষ গুলো যা চাইলেও পাওয়া যাবে না 😭😔

  • @pronoyon
    @pronoyon Год назад +1

    ১৯৯০ সালের পর থেকে কত যে শুনেছি গানটি তার হিসাব নাই।যাকে ভালবেসেছি তাকে বলতেই পারিনি কোনদিন যে ভালবাসি। সেও ঠিক একই রকম কোনদিন বলতে পারেনি।তবুও আমরা একজন আর এক জনের চোখের দিকে তাকালেই মনের না বলা কথাগুলো পড়ে নিতে পারতাম।তাইতো মনটাকে করেছি সমুদ্রের মত বিশাল এবং তার এক কোণায় তোমাকে রেখে সংসার নামক সমুদ্রে ভালবাসার অভিনয় করে যাচ্ছি। কিন্তু তুমিই আমার প্রথম প্রেম তোমাকে ভোলার নয় যেমন পংকজদার এই গানটি।দাদার এই গানটি ও শ্রোতাাদের ভালবাসা অমরত্ব লাভ করুক।
    ময়মনসিংহ থেকে।

  • @shahjahantv3957
    @shahjahantv3957 3 года назад +34

    কতবার যে শুনেছি জীবনে এই গান!
    আজো আগের মত ভালো লাগে।

  • @milonkumarray5492
    @milonkumarray5492 20 дней назад

    প্রিয় গানটি উৎসর্গ করলাম।
    আমার প্রাণ প্রিয় দুটি মানুষের মধ্যে বিচ্ছেদ বেলায়। ❤ ভালবাসা অবিরাম! তোমরা সুখেই থাকো এই কামনা ১৬ আগস্ট ২০২৪ ইং

  • @MdMamunal432
    @MdMamunal432 2 года назад +40

    এই সুর টেনে নিয়ে যায় সেই ছোট বেলার দুরন্ত শৈশব এর কাছে😪😪😪

  • @sultanaparvin4597
    @sultanaparvin4597 Год назад +1

    সম্ভবতঃ ১৯৮৯ সালে রেকর্ড হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে এম এস সি পড়তাম। এর কিছু দিন অাগে প্রেমিকার বিয়ে হয়ে যায় যে মিশে ছিলো অামার জীবনের সাথে কবিতা,সুর,সংগীত আর স্বপ্নের এক অপূর্ব মিশেলে।পংকজ উদাসের এ গান আমাকে আরো পাগল করে দেয়।তখন এ গান শুনতাম আর নীরবে কাঁদতাম।আজ ৩২ বছর পরেও এ গান আমাকে কাঁদায়।মনে করিয়ে দেয় প্রথম প্রেমের সেই স্বর্গীয় অনুভব।

  • @KamrunnaherSuma
    @KamrunnaherSuma 2 года назад +25

    আজ কয়েক বছর পারে এই গান টা শুনেছি।এই গানটি আমার বিয়েতে লাগিয়েছিল।সাল ১৯৯৭ আগস্ট।২৫বছর হয়ে গেছে।এখনো ভাল লাগে।

    • @masudilyas2759
      @masudilyas2759 2 года назад

      সেম বয়সী, স্বাভাবিক সাধারণ বিষয় মেয়েদের তো আগেই বিয়ে হয়🌺💐

  • @teresamendez11
    @teresamendez11 2 года назад +7

    ছোটবেলা থেকে এই সব গান শুনে বড় হয়েছি তবুও গানগুলো ভুলতে পারিনা।

  • @xyzjakakakaka
    @xyzjakakakaka 6 месяцев назад +4

    আজ মারা গেলেন অসাধারণ এই শিল্পী। ২৬-০৪-২০২৪

  • @jewelhasan5540
    @jewelhasan5540 Год назад +7

    ২১০০ সালের জন্য কমেন্ট করে গেলাম।
    যদি কেয়ামত না হয় / ইউটিউব এর কিছু না হয় তবে এই গান শুনতে এসে মানুষ অবশ্যই আমার কমেন্ট পরবে।
    __চির অমর এই গান

  • @user-bx8kd7vj8c
    @user-bx8kd7vj8c 4 месяца назад +30

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনাও হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। দীর্ঘ যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবো তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে যাব আর তখনই আবারো এই প্রিয় গানটা শুনতে আসবো

    • @niloyhasan1848
      @niloyhasan1848 4 месяца назад +2

      আসলেই প্রিয় মানুষ কে পেয়ে গেলে হইত আমারও এই গান টা শুনা হত না

    • @mdmasudmahimaoya9593
      @mdmasudmahimaoya9593 Месяц назад

    • @sadiaislam3626
      @sadiaislam3626 Месяц назад

      পাওয়ার পর কেউ কি গানটা শুনতে নিষেধ করতো?

  • @SalehaBegum-hd6xu
    @SalehaBegum-hd6xu Год назад +7

    My Favourite Song... I Respect Pangkos Udash Sir...

  • @user-jn6rh1jp4w
    @user-jn6rh1jp4w 2 года назад +5

    😭 সত্যি সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর ভালোবাসার প্রতীক,সত্যিকারে অসাধারণ কম্বিনেশন একটি গানের লাইন, জীবনের সাথে জড়িত স্মৃতি লিপির মন ছোঁয়া অপূর্ব একটি গান 🙏

  • @mislam7831
    @mislam7831 9 месяцев назад +1

    এটি শুধু গান নয় যেন গানের মাঝে কত আশা ভালোবাসা! চাওয়া পাওয়া! মান অভিমান। ধন্যবাদ। গানের শিল্পী গীতিকার ও সুরকার। ❤

  • @prothomdas3661
    @prothomdas3661 2 года назад +8

    মানুষ তার সৃজণ শীল কর্ম দিয়ে চীর অমর হয়ে রয়। তার একটি প্রমান দাদার প্রতিটি গান।
    বাংলা ভাষা যত দিন রবে তাঁর তার ততদিন বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।

  • @badboyopu6539
    @badboyopu6539 8 месяцев назад +1

    বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে শুনছি।প্রিয় মানুষ এর সুখ,দু:খ সব প্রকাশ গানটিতে বুঝতে পারছি। এক কথায় গানটা ফীল/অনুভূতি প্রকাশ করা যায় শুনলে🤣❤️🥰👍🇧🇩

  • @bijoydas166
    @bijoydas166 2 года назад +14

    এই গান টার লিরিক অনেক সুন্দর,,, ভয়েস টা অসাধারণ,,,,

  • @nishikantatalukdar8353
    @nishikantatalukdar8353 6 месяцев назад +2

    ৯০ সালে এই ভলোবাসা ক্যাসেট কত বার যে শুনেছি আমার শিল্পী পংকজ দা পরপারে ভলো থাকবেন দাদা❤

  • @whitesky.2776
    @whitesky.2776 4 года назад +15

    কত স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে........পন্কজ উদাসের।আমার প্রিয় গান।

  • @md.hasimullahnoyon9656
    @md.hasimullahnoyon9656 Год назад +2

    আহ! প্রায় ২৫ বছর পর আবারও বহুবার শোনলাম!! সেই কৈশোর......

  • @nazrulislamsumon8324
    @nazrulislamsumon8324 2 года назад +5

    আমার খুব ভাল লাগার পুরনো একটা গান🥀🥀🥀♥️♥️
    আজকে হঠাৎ কেন জানি শুনতে ইচ্ছে হলো তাই ইউটিউবে সার্চ দিয়ে শুনলাম..
    ৯/৩/২০২২

  • @jhinukmoni487
    @jhinukmoni487 2 месяца назад

    কিশোর মনের ভালবাসার আবেগের কত মায়া এই গানটিতে। হারিয়ে যায় ছোটবেলায় গানটি শুনে।

  • @delipshil1576
    @delipshil1576 6 месяцев назад +4

    বিনম্র শ্রদ্ধা

  • @pinkiroymisty1907
    @pinkiroymisty1907 2 месяца назад

    গানটা আমার খুবই পছন্দের হঠাৎ সামনে এলো খুব ভালো লাগলো শুনে❣️

  • @user-hs5rk5yl9z
    @user-hs5rk5yl9z 3 года назад +27

    পন্কজ দাদার এই গান গুলো অমরত্ব হয়েই থাকবে।

  • @user-zu3rz4bq4y
    @user-zu3rz4bq4y 2 месяца назад

    কি আর সেই যে শুনেছি এখনো শুনছি কিন্তু মন ভরে না এমন কিছু গান আছে যে গানগুলো পূরোনো সূচি গুলো ভুলতে দেয়না এইজন্য মন হয় এত ভালো লাগে

  • @sharminakhterchowdhury8877
    @sharminakhterchowdhury8877 2 года назад +50

    সত্যি বলতে হারিয়ে যাওয়া দিন গুলো আবার সেই নতুন সৃতি হয়ে সামনে আসে।

    • @himuhemu9189
      @himuhemu9189 2 года назад

      সত্যি ই তাই

    • @mdrakibul1388
      @mdrakibul1388 Год назад

      এই ছোট্ট বয়সেও এই গান গুলোর প্রেমে পরে যাই বার বার ❤❤

    • @japalalmohanpolitic7067
      @japalalmohanpolitic7067 Год назад

      এসব গান শুনলে ঠিক থাকতে পারিনা।

  • @mehadihasan6341
    @mehadihasan6341 Год назад +1

    টিকটক থেকে গানটি শুনে আসলাম ইউটিউব এ, সত্যিই গানটি অনেক সুন্দর, অপূর্ব কন্ঠ

  • @khalidbinwalid6485
    @khalidbinwalid6485 Год назад +6

    আমার অনেক প্রিয় একটা গান!
    আর ওনার কন্ঠ টা অনেক ভাল।

  • @hamidurrahmanbablu1377
    @hamidurrahmanbablu1377 2 месяца назад

    ছোট বেলার অসম্ভব ভালো লাগা একটি গান। আজও সেই একই আবেগ জাগায়।

  • @Georgeemonohom
    @Georgeemonohom Год назад +9

    আজ দূর্গাপুজার দশমীতে হঠাৎ গানটা সাউন্ড সিস্টেমে বেজে উঠলো । কেমন যেনো হারিয়ে গেলাম গানটা শুনে,,,বাড়ি এসে বহুবার শুনলাম মনে যেন ঝড় বয়ে যাচ্ছে।।।

  • @MAAwal-yf9fg
    @MAAwal-yf9fg 3 месяца назад

    কালজয়ী গান গুলো মানুষের হৃদয়ে থেকে যাবে অনন্তকাল ধরে।

  • @masudilyas2759
    @masudilyas2759 2 года назад +7

    সেই ছোটবেলা শুনেছিলাম একজন শিক্ষক মানুষ এই গানগুলো শুনতে তখন বুঝতাম না যখন কিশোর বয়স হলো তখন নিজেই শুনতাম প্রাপ্তবয়স্ক হলাম তখনও শুনতাম এখন প্রায় মধ্য বয়সি এখনো শুনি চির অমর এই গানগুলো
    হয়তো আমি একদিন থাকবো না কিন্তু
    গানগুলো ঠিকই থাকবে ধন্যবাদ
    🌺💐

  • @ARKhokan-tf8jb
    @ARKhokan-tf8jb Год назад +1

    একটা সময় এই গানটি কত সুনেছি, আমার ডায়রিতে ও লিখে রেখেছি, কিন্তু শিল্পির নাম জানতাম না, আজ হঠাৎ চোখের সামনে এসে গেলো গানটি..❤❤

  • @nazminsultana346
    @nazminsultana346 2 года назад +7

    একটা মেয়ে আমাকে খুব ভালবাসতো সেই আমাকে এই গানের ক্যাসেট উপহার দিয়েছিল সেটা ২০০২ সালের কথা অথচ আজ আমরা দুজন দুই প্রান্তে আমি এখন দুই কন্যা সন্তানের পিতা আর সে এক পুত্র সন্তানের মা ।

    • @zarifamoni3556
      @zarifamoni3556 2 года назад

      Tai

    • @mdRubel-xp8nt
      @mdRubel-xp8nt 2 года назад

      আমারও একই অবস্থা বেচে থাকুক ভালো বাসা