তথ্যসমৃদ্ধ প্রতিবেদন I আগে এটা শুনেছিলাম যে রবি ঠাকুরের পরিবার পীরালী ব্রাহ্মণ। মানেটা কি জানতাম না I আজ জানতে পারলাম, ধন্যবাদ I সত্যি হিন্দু সমাজ সে সময় কি প্রচন্ড ভঙ্গুর ছিল ভাবতেও অবাক লাগে I যাইহোক, শৌণক বাবু আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা I 🙏💐💐🙏
Aj e prothom janlam Pirali hobar itihas ta, arektu boro video korle R thakur poribarer moto kolkatar bishishto poribar er ojana/bishesh kotha jante parle valo lagbe.
খুবই interesting vdo. আগে অনেকবার শুনেছি যে ঠাকুর পরিবার ছিলো পিরালি ব্রাহ্মন। কিন্তূ তার পিছনের ইতিহাসটা এতদিন পুরো জানতাম না। আচ্ছা এনা্রা তো ব্রাহ্ম ছিলো। তাহলে কি মুর্ত্তি পূজায় বিশ্বাস করতেন না
রতনবাবুর ঘাট বা রতনবাবু রোডের নাম হয়েছে যশোর জেলার নড়াইল জমিদার বংশের প্রতিষ্ঠাতা কালীশঙ্কর দত্তরায়ের পৌত্র এবং রামনারায়ণ দত্তরায়ের পুত্র রামরতন দত্তরায়ের(১৭৮৫-১৮৬০) নামে। অনেকে তাঁকে রতন রায় বা রতনবাবু বলে ডাকতো।
ডালহৌসি অঞ্চলের বেশ কিছু গল্প আগে বানিয়েছি। তার মধ্যে কয়েকটা লিংক দিয়ে দিচ্ছি: ১. ruclips.net/video/GkOPlxksaf8/видео.html ২. ruclips.net/video/JdWJAyNxh6I/видео.html ৩. ruclips.net/video/7k3KYVzeSBQ/видео.html ৪. ruclips.net/video/AimIIjZSjww/видео.html
কি বলবো বুঝতে পারছিনা.....এই চ্যানেলের সম্পর্কে আমার কিছু বলার যোগ্যতা আছে কি না আমি জানি না..... শুধু এই টুকুই বলি, যিনি অথবা যারা এই চ্যানেলের সাথে যুক্ত তাদের কাছে আমরা সত্যিই ঋণী... হয়তো বই পড়ে এই ধরনের তথ্য পাওয়া যাবে নাকি আমার জানা নেই.......!!!!
সম্ভবত পনেরো শতকে পিরালী ব্রাহ্মণের পতিত হওয়ার ঘটনাটা ঘটে। তার প্রায় চারশো বছর পরে দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম। এই চারশো বছরে পিরালী ব্রাহ্মণদের বংশের অনেক শাখা প্রশাখা তৈরী হয়েছে যার মধ্যে জোড়াসাঁকো ঠাকুর পরিবার একটি।
ঠাকুর বাড়ির ও কত অজানা তথ্য আছে সত্যি সত্যিই আপনাদের ভিডিও যত দেখি আর সুনি বার বার অবাক হয়ে যাই সত্যি অসাধারণ ।।
অনেক ধন্যবাদ 🙏🏻
তথ্যসমৃদ্ধ প্রতিবেদন I আগে এটা শুনেছিলাম যে রবি ঠাকুরের পরিবার পীরালী ব্রাহ্মণ। মানেটা কি জানতাম না I আজ জানতে পারলাম, ধন্যবাদ I সত্যি হিন্দু সমাজ সে সময় কি প্রচন্ড ভঙ্গুর ছিল ভাবতেও অবাক লাগে I
যাইহোক, শৌণক বাবু আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা I 🙏💐💐🙏
আপনাকেও জানাই নববর্ষের শুভেচ্ছা। 🙏🏻
Read,"Joshore Khulnar Itihash by Professor Satish Mitra."
Khub Sundar. Porer bochorer agam suvechha janalam r natun kichu janbar opekhay roilam apnader kach theke. Valo thakben.
আপনাকেও জানাই নববর্ষের শুভেচ্ছা। 🙏🏻
খুব খুব খুব সুন্দর , সবকিছুই যেন চোখের সামনে ভাসছে দেখলাম,,,,
খুব ভালো লাগলো। পীরালিব্রাহ্মণ মানে টা জানলাম। এটা জানি ঠাকুর পরিবার ব্রাহ্মসমাজের।
Darun sundor Thakur poribar er ei etihas ta jantam na
Dhonobad
Thank you for sharing this video.
You made unknown facts unmasked in details. Thanks.
অনেকখানি অধ্যাবসায় ও যত্ন নিয়ে বানিয়েছেন । সমৃদ্ধ হলাম।
অসংখ্য ধন্যবাদ 🙏🏻
খুব ভালো লাগলো, আরো নতুন গল্পের অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ 🙏🏻
খুব ভাল লাগল । ভবিষ্যতে আরও অনেক অজানাকে জানতে পারব আশা করি । ভাল থাকুন এই আশা করি ।
এই লিংকে এমনই আরও নানান গল্প পাবেন: www.youtube.com/@GolpoHoleoSotyi/videos
খুব ভালো লাগলো এই অজানা কথাগুলো জেনে
অসাধারণ!!অজানাও বটে।
Wonderful informative video
খুব খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ 🙏🏻
Khub bhalo laglo
Onk kichui janlm ! Thanks dada 🎉
🙏🏻
Kub sundar lagcha golpota. 😮
Thanks
Thank you so much 🙏🏻
Ei golpo ta prothom alo te Khub sundor kore lekhache
ঠিক বলেছেন। প্রথম আলোয় এই ঘটনার উল্লেখ রয়েছে।
অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগল
অপূর্ব এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা☺☺🥳
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই।
Opurbo authentic..truth..v good
অসাধারন ❤অনেক কিছু জানলাম 🙏🙏
Khub valo legeche.
Asadharon 🙏
Asadharon 🙏❤
Khub sundor
Osadharon
Kichu din hlo notun srota hoyechi. History attracts me. R apnader presentation o khub bhalo onk research koren. So applause to you!!
অনেক ধন্যবাদ 🙏🏻
দারুণ লাগলো
Khub sundar
Very interesting fact to know 👍👍👍👍👍
সুন্দর গল্প এবং গল্পপাঠ। এত অতীত ঘটনা জানতামই না।
অনেক ধন্যবাদ 🙏🏻
Darun darun, excellent 👌
Osadharon ❤❤❤❤❤😮😮😮
Khub valoo lagloo 🙏
Darun
Khub bhalo laglo, 😊🙏
অনেক কিছু জানলাম। ধন্যবাদ।
Darun laglo
খুব ভালো লাগলো।
অসাধারণ ❤
khb vlo laglo
Khub valo
দারুণ
Oshadharon ❤️👍🙏
dada apnar presentation and information dutoi darun!!
অনেক ধন্যবাদ 🙏🏻
Hope you make more such documentaries to bring out this sort of Bong stories in vail
Aj e prothom janlam Pirali hobar itihas ta, arektu boro video korle R thakur poribarer moto kolkatar bishishto poribar er ojana/bishesh kotha jante parle valo lagbe.
খুবই interesting vdo. আগে অনেকবার শুনেছি যে ঠাকুর পরিবার ছিলো পিরালি ব্রাহ্মন। কিন্তূ তার পিছনের ইতিহাসটা এতদিন পুরো জানতাম না। আচ্ছা এনা্রা তো ব্রাহ্ম ছিলো। তাহলে কি মুর্ত্তি পূজায় বিশ্বাস করতেন না
আগে ঠাকুরবাড়িতে মূর্তি পুজোর প্রচলন ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম নেওয়ার পর সেটা বন্ধ হয়ে যায়।
Apurbo
Bhishon sundor
বেশ ভালোই তো চলছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏🏻
চমৎকার
খুব ভালো লেগেছে।
অনবদ্য 👏
Good job. Liked to know the source.
The source is mentioned in the video description.
খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ 🙏🏻
Asadharon ❤️
অসংখ্য ধন্যবাদ
দারুন লাগলো।
খুব ভালো
অনেক ধন্যবাদ
এত ভালো লাগছে কলকাতার ইতিহাস জানতে পেরে, সত্যিই ধন্যবাদ জানানোর ভাষা নেই।
ভগবান আপনাদের অনেক শ্রীবৃদ্ধি করুন।
একার শ্রীবৃদ্ধির চেয়েও আমরা যেন সকলে নিজেদের এই ইতিহাসকে ঐতিহ্যকে জানতে পারি, রক্ষা করতে পারি এটাই কামনা করুন। অসংখ্য ধন্যবাদ আপনার শুভকামনার জন্য।
Wonderful.
Many thanks for your endeavours to make us know what the real background of Tagore or Thakur surname is
Khub shundor. 🇮🇳🛕👍🙏
খুব ভালো লাগলো। দ্বারকানাথ ঠাকুর যে দত্তক পুত্র জানতাম না। তিনি কোন পরিবার থেকে এসেছিলেন যদি সম্ভব হয় জানাবেন। 🙏
রামলোচন ঠাকুরের একটি মেয়ে খুব অল্প বয়সে মারা যান। তারপর, তিনি তাঁর ভাই রামমণি ঠাকুরের ছেলে দ্বারকানাথকে দত্তক নেন।
রতনবাবুর ( যার নামে রতনবাবুর ঘাট) সম্পর্কে কিছু ইতিহাস জানতে পারলে বাধিত হতাম 🙏
রতনবাবুর ঘাট বা রতনবাবু রোডের নাম হয়েছে যশোর জেলার নড়াইল জমিদার বংশের প্রতিষ্ঠাতা কালীশঙ্কর দত্তরায়ের পৌত্র এবং রামনারায়ণ দত্তরায়ের পুত্র রামরতন দত্তরায়ের(১৭৮৫-১৮৬০) নামে। অনেকে তাঁকে রতন রায় বা রতনবাবু বলে ডাকতো।
Valo❤
Jantam na .. ..valo Laglo
প্রথম আমি!❤️🔥
Khub valo lage subte
Great
Adbhut
কাবেরী রায়চৌধুরীর লিখিত "ঠাকুরবাড়ির সারদা সুন্দরী" উল্লিখিত ইতিহাসের সাথে বেশ কিছু তফাৎ পেলাম। বইটি পড়তে অনুরোধ করি। আমার ভ্রান্তিও হতে পারে।
নিশ্চয়ই পড়ে দেখবো। আমি মূলত চিত্রা দেবের বই থেকেই এই সকল তথ্য সংগ্রহ করেছি।
👌
Happy new year
Happy 2023 🙏
Darun.apnar sathe jogajog korbo kibhabe?
Golpo holeo sotyir facebook ba instagram e message korte paren. Golpoholeosotyiii@gmail.com e email o pathate paren.
চমৎকার -২০২৩
পরবর্তী ঘটনাগুলো বলবেন।
💕💕💕
বিবিদিবাগ, ডালহৌসি চত্বরে যে হেরিটেজ বিল্ডিং আছে সেই সবের ইতিহাস যদি জানতে পারতাম ডিটেইলস ভালো হতো
ডালহৌসি অঞ্চলের বেশ কিছু গল্প আগে বানিয়েছি। তার মধ্যে কয়েকটা লিংক দিয়ে দিচ্ছি:
১. ruclips.net/video/GkOPlxksaf8/видео.html
২. ruclips.net/video/JdWJAyNxh6I/видео.html
৩. ruclips.net/video/7k3KYVzeSBQ/видео.html
৪. ruclips.net/video/AimIIjZSjww/видео.html
kintu purusottom jagganath o panchanan relationship ta clear holo na
সুমিতেন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠাকুর পরিবারের জানা-অজানা বই থেকে নেওয়া হয়েছে
সেই বইয়েও ঘটনাটি থাকতেই পারে, তবে আমি চিত্রা দেবের ঠাকুরবাড়ির অন্দরমহল এবং ঠাকুরবাড়ির বাহিরমহল বই দুটি থেকে তথ্য নিয়েছি।
Thakur family ir history ta bolun please
Jani eta
পিঠাভোগ কোথায়?
Original podobi ki chilo tahole, seta kintu jana gelo na!
ঠাকুর পরিবারের আসল পদবী নিয়েও দ্বন্দ্ব রয়েছে। অনেকে বলে কুশারী, অনেকে বলে বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েও সম্ভব হলে একটা ভিডিও করার চেষ্টা করবো।
1432 sale kothay? Bodhhoy Jessore e.
কলকাতা কফি হাউস নিয়ে একটা ভিডিও করুন বা কলেজস্ট্রিট নিয়ে
নিশ্চয়ই বানাবো
🥳🥳👏👏
I know the back ground of Thakur family back history of pirali brahmin
কি বলবো বুঝতে পারছিনা.....এই চ্যানেলের সম্পর্কে আমার কিছু বলার যোগ্যতা আছে কি না আমি জানি না..... শুধু এই টুকুই বলি, যিনি অথবা যারা এই চ্যানেলের সাথে যুক্ত তাদের কাছে আমরা সত্যিই ঋণী... হয়তো বই পড়ে এই ধরনের তথ্য পাওয়া যাবে নাকি আমার জানা নেই.......!!!!
অজস্র ধন্যবাদ আপনাকে 🙏🏻
Tathya sambriddha poribesana jene upokrito holam
@@sabitachakraborty4202 আপনাকেও অনেক ধন্যবাদ জানাই
If the family were Muslims thorough, they were so blessed. Alas! This family was initially not a Thakur family.
I had always thought it's 'birali brahmin' !! 😕
কাদম্বরি নয় তার জ্যাস্ঠ জাল যার স্বামি সিএসপি অফিসার ছিলেন
Just don't know why this topic is repeatedly dissected
I don't believe this should be repeatedly discussed
WHY DO YOU BELIEVEE SUCH??
এই বিষয়ে কোনো বই পাওয়া যাবে কি? পেলে কোথায় পাবো? জানাবেন plz!
ভিডিও ডেস্ক্রিপশনে বইয়ের নাম দেওয়া আছে।
অন্য পিরালী রাও ভয় পাই !
এইখানে গল্পঃ অনুযায়ী অন্য পিরালী কি করে হয় !
সম্ভবত পনেরো শতকে পিরালী ব্রাহ্মণের পতিত হওয়ার ঘটনাটা ঘটে। তার প্রায় চারশো বছর পরে দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম। এই চারশো বছরে পিরালী ব্রাহ্মণদের বংশের অনেক শাখা প্রশাখা তৈরী হয়েছে যার মধ্যে জোড়াসাঁকো ঠাকুর পরিবার একটি।
@@GolpoHoleoSotyi
সেই হিসাবে অন্য পিরালী রাও তো তাদের বংশ ধর হচ্ছে ,সেইখানে বিয়ের সম্পর্ক কি করে সম্ভব ?
@@indianperspective2099 পিরালী পরিবারে যারা বিয়ে করেছেন, তারাও তো পিরালী হয়ে গিয়েছিলো। সেই হিসেবে সকলে এক পরিবারের নয়।
@@GolpoHoleoSotyi
একমত।
বাঙালির এরম গুরুগম্ভীর আওয়াজ পাওয়া যায় না আর
Is it a story of Sunil Ganguly, who was drunk always and wrote everything based on his imaginations????
ইতিহাস