একদিনে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের অন্যতম সতীপীঠ।ভোগপ্রসাদ মাত্র ৬০ টাকায়

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2024
  • আজ আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে নিয়ে যাবো একান্ন সতীপীঠের দ্বাদশ সতীপীঠ দর্শন করাতে। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কি ভাবে একদিনে ঘুরে আসবেন। জানতে পারবেন মন্দিরের ইতিহাস।
    -------------------------------------------
    For any queries contact with me through this email id oldyt1961@gmail.com
    ------------------------------------------
    Music Credit
    Music Credits: Yellow Tunes www.yellowtunes.net/
    ---------------------------------------------
    My social link
    facebook: Aloke Das
    Instagram : aloke_kd
    ----------------------------------------------
    KEY WORDS
    Bahula Saktipith
    Katwa Ketugram Bahula Satipith
    Ketugram Behula Saktipith
    ---------------------------------------------
    পথ নির্দেশনা: এই মন্দিরে যাবার গুগল ম্যাপ location
    maps.app.goo.gl/toPSQuvyLeRxz...
    --------------------------------------------
    দর্শকদের উদ্দেশ্যে বিশেষ বার্তাঃ
    এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে দেওয়া তথ্য গুলি বিভিন্ন মিডিয়া, ইন্টারনেট স্পেস, গ্রন্থ ও পত্রিকা, এবং আঞ্চলিক মানুষের থেকে পাওয়া। আশা করব দর্শকরা ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্যই দেখবেন। Journey With Choton চ্যানেলের কর্তৃপক্ষ ভিডিওতে দেওয়া সমস্ত তথ্যের নির্ভুলতা, বিষয়বস্তুর বৈধতা বা নির্ভরযোগ্যতার জন্য কোন ভাবেই দায়ী থাকিবে না।
    --------------------------------------------
    My few Videos Link:
    1) ভারতের শক্তিপীঠ কঙ্কালীতলার ইতিহাস। একদিনে ঘুরে আসুন। ভোগপ্রসাদ মাত্র ৫০ টাকায়#birbhum#kankalitala#shaktipith
    • ভারতের শক্তিপীঠ কঙ্কাল...
    2) Prasannamoyee Kali Mandir। শবরূপী মহাদেব, বুকের উপর দাঁড়িয়ে মা। ২০০ বছরের প্রাচীন মন্দির ও তার ইতিহাস।
    • Prasannamoyee Kali Man...
    3) Rakhal Raja Mandir। বৈদ্যপুর।অপূর্ব শান্ত পরিবেশ ঘেরা এই মন্দিরে বিরাজ করছেন ভগবান রাখাল রাজা। সব তথ্য পাবেন এই ভিডিওতে।
    • Rakhal Raja Mandir। বৈ...
    4) Sri Uddharan Dutta Thakur Bari Adisaptagram। ৫০০ বছরের মাধবীলতা গাছ। ভোগপ্রসাদের ব্যাবস্থা আছে। যাতায়াত খরচ মাত্র ৪০ টাকা।
    • Sri Uddharan Dutta Tha...
    5) Maa Siddeswari Kali Mandir Rishra। ৬২০ বছরের প্রাচীন মন্দির। সুস্বাদু ভোগ প্রসাদ। যাতায়াত খরচ মাত্র ৩০ টাকা।
    • RISHRA SIDDESWARI KALI...
    6) পশ্চিমবঙ্গের কামাখ্যা পীঠ। ৪০ তম বাৎসরিক উৎসব। মন্দির দর্শন। কি ভাবে যাবেন। ভোগ প্রসাদ মাত্র ৩৫ টাকা।
    • পশ্চিমবঙ্গের কামাখ্যা ...
    7) ইউটিউবে প্রথম দেখুন ভাগীরথীর তীরে অপূর্ব তারা মায়ের মন্দির ও তার ইতিহাস। শহরের কোলাহল থেকে কাছেই শান্তির খোঁজ।
    • ইউটিউবে প্রথম দেখুন ভা...
    8) Sri Sri Nistarini Kali Mandir Seoraphuli। ১৯৬ বছরের প্রাচীন কালী মন্দির। মন্দিরের ইতিহাস। সম্পূর্ণ তথ্য জানবেন এই ভিডিওতে।
    • Sri Nistarini Kali Man...
    9) Agradwip Gopinath Mandir। ভারতের এই একটি স্থানে শ্রাদ্ধেতেও মেলা বসে। লক্ষাধিক মানুষের ভিড় হয়।
    • Agradwip Gopinath Mand...
    10) Siddhivinayak Temple Kolkata। বিনামুল্যে সারাদিন ভোগপ্রসাদ। সল্পমুল্যে চিকিৎসার ব্যাবস্থা। অপূর্ব মন্দির।
    • Siddhivinayak Temple K...
    11) Khalishani Kalitala Burima Mandir। ৩৫০ বছরের খলিশানির বিখ্যাত বুড়িমার মন্দির। কালী মন্দির।
    • Khalishani Kalitala Bu...
    12) Bogri Krishnanagar Krishnarai Temple। ৬০০ বছরের মন্দির। মন্দিরের ইতিহাস। ভোগপ্রসাদ মাত্র ৬০ টাকা।
    • Bogri Krishnanagar Kri...
    13) Molighati Dhakhina Kali Mandir। এই মন্দিরে মা পাতালভেদী শিলারূপে পূজিত হন। মাত্র 50 টাকায় ঘুরে আসুন।
    • Molighati Dhakhina Kal...
    14) KAPASIA KALIMANDIR। মুসলিম অধ্যুষিত গ্রামে প্রাচীন কালী মন্দির। কেউ জানে না কতো বছরের প্রাচীন এই মন্দির।
    • KAPASIA KALIBARI।মুসলি...
    15) Madhyamgram Kalibari। এক মন্দিরেই সব ভগবানের দর্শন। অপূর্ব সন্ধ্যা আরতি ও হরিনাম কীর্তন।
    • Madhyamgram Kalibari। ...
    16) Jaleswar Shiv Mandir Gaighata। জলের নিচে মহেশ্বর পুণ্যতির্থ জলেস্বর। মন্দিরের ইতিহাস।কি ভাবে যাবেন। সব জানবেন এই ভিডিওতে।
    • Jaleswar Shiv Mandir G...
    17) Shibnibas Temple Majhdia।কি ভাবে যাবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন। সব জানবেন এই ভিডিওতে।
    • Shibnibas Temple Majhd...
    18) Hari Om Shanti Dham। জাগ্রত হনুমান মন্দির। অসাধারণ সন্ধ্যা আরতি। কি ভাবে যাবেন। সব জানবেন।
    • Hari Om Shanti Dham। জ...
    19) গঙ্গারতীরে এক মনোরম আধ্যাত্মিক মন্দির। Giribala Thakur Bari। Agarpara। কি ভাবে যাবেন। প্রসাদের সুন্দর ব্যাবস্থা।
    • Giribala Thakur Bari। ...
    20) ৪০০ বছরের প্রাচীন মা মনসা মন্দির। মাদপুর পশ্চিম মেদিনীপুর। সকলের মনস্কামনা পূরণ হয় এই মন্দিরে।
    • মা মনসা মন্দির। মাদপুর...
    21) Paglakhali Shib Mandir। Majdia। পাগলাখালি শিব মন্দির। প্রসাদ বিনামুল্যে। কেউ খালি হতে ফেরে না।
    • Paglakhali Mandir। Maj...
    22) Gosai Babar Mandir ক্ষীরাই।৫০০ বছর প্রাচীন এই মন্দির। কেউ খালি হতে ফিরে না এই মন্দির থেকে।
    • Gosai Babar Mandir ক্ষ...
    23) দ্বিতীয় তারাপীঠ মন্দির খুলে গেলো। আজ থেকে শুরু হলো ভোগপ্রসাদ। এক দিনে পূজো দিয়ে ঘুরে আসুন।
    • দ্বিতীয় তারাপীঠ মন্দি...
    24) Boro Kachari Mondir। প্রচন্ড জাগ্রত এই বাবা কাছারী। কি ভাবে যাবেBabaন, কি ভাবে পূজো দেবেন সব তথ্য পাবেন এই ভিডিওতে।
    • Baba Boro Kachari Mond...
    25) বৈষ্ণবতীর্থ পানিহাটি। শ্রী রাঘব পণ্ডিতের শ্রীপাট। দণ্ড মহোৎসব। ISKCON TEMPLE PANIHATI। সুস্বাদু প্রসাদ।
    • বৈষ্ণবতীর্থ পানিহাটি।শ...
    26) Khanakul Porikroma। আসল গুপ্ত বৃন্দাবন শ্রী গোপীনাথ জীউ মন্দির , রত্নাবলী শক্তিপীঠ, ঘণটেস্বর শিব মন্দির দর্শন।
    • Khanakul Porikroma।আসল...
    27) Gangasagar। Kapil Munir Mandir। সুন্দর থাকার ব্যাবস্থা।নিরামিষ মধ্যাহ্নভোজ মাত্র ৫৫ টাকা।
    • Gangasagar। Kapil Muni...

Комментарии • 145

  • @triptighosh5470

    এবার একটা সতী পীঠস্থান দর্শন করালেন, খুব ভালো লাগলো। পুরনো মন্দির এর পরিবেশ ভীষণ নির্জন। এই রকম গরমে আপনি আমাদের জন্য এই রকম সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছেন অসংখ্য ধন্যবাদ,ভালো থাকবেন,সুস্থ থাকবেন।🙏🙏🙏।

  • @abhijitbose489

    আজ ৯ ই জুন ২০২৪, আজ থেকে ঠিক সাতদিন আগে আপনি মায়ের দর্শন করার সৌভাগ্য লাভ করেছেন। এটুকু জেনেই আমি আনন্দিত। আমি আগামী অগ্রহায়ণ মাসে দর্শন করার চেষ্টা করবো। জয় মা। সব তোমার ইচ্ছা।

  • @tanmoymajumdar3456

    আপনার ভিডিও খুবই ভালো লাগে।তবে আমি লক্ষ্য করেছি যে আপনি অনেক মন্দিরেই ভোগ প্রসাদ পাতে নষ্ট করেন। যা আমার কাছে খুবই দৃষ্টিকটু মনে হয়। এবং এতে কিছুটা অভক্তিরও ছাপ থাকে। এ ছাড়া আপনার ভিডিওগ্রাফি খুবই উপভোগ করি।🙏🙏🙏🙏

  • @rabinadhikari1301

    দাদা আপনি অনেক কষ্ট করে আজ মাকে দর্শন করালেন খুব ভালো লাগলো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন

  • @sikhasinharoy5391

    কি যে ভাল লাগল ,কি বলব ❤ অপূর্ব ! এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ❤ আপনিও ছোটনবাবু প্রর্থনা করুন যেন আমরা মাকে দর্শন করতে পারি ❤ মনে রাখার মতন ❤

  • @anjankumardas9056

    জয় মা 🙏🙏🙏 আপনার আগের video গুলি অন্য device থেকে দেখেছিলাম তাই comment করা হয়নি। কাকু আপনি যেভাবে অতটা journey করে আমাদের মা কে দর্শন করালেন তার জন্য ধন্যবাদ। সত্যি কথা বলতে আমি জানতাম ও না এখানে সতীপীঠ এর কথা। কাকু আমি যদি খুব ভুল না হয় ওই তাহলে তমলুকের বর্গভীমা মন্দিরেও মাছ দেওয়া হয়।

  • @MalaNandi-yo2eu

    Khub sunder mandir darshàn korlam amar ot hoeche tai. Deri holo darshan korte apni bhalo thakben jai gurudev

  • @BritiDutta

    Kaku ami apnar ma bohular video dkhe gotokal mne 9.6.24e maer mondir dorshone kolkata thke by care ketugrame giyechilm....sottyi amr khub valo lgeche...ma k amr Pronam janai..ar tar sthe apnakeo amr pronam janai....valo thkbn kaku..🙏🙏🌺🌺🙏🙏

  • @chandansarkar7477

    আপনি প্রসাদ খাননি কেন সাইডে জড়ো করে রেখেছেন

  • @kaustavmalik4848

    খুব ভাল লাগল

  • @sanghamitradas5072

    খুবই প্রাচীন একটি মন্দির দেখে মন ভরে গেলো.... আপনার দেখানো প্রতি টি দেব স্থানে ই যেতে ইচ্ছে করে কিন্তু না না কারণে হয়ে ওঠে না...

  • @piyalighosh149

    অপূর্ব লাগলো ভিডিও টা

  • @anjalisaha9198

    Khub khub sundermon voragalo

  • @badalkumarpatra8655

    জয় মা 🙏🙏🙏

  • @sulekharay4056

    Khub sundor vedio

  • @anilkumarmaity1172

    জয় মা। খুবই ভাল লাগল। নতুন নতুন কতো সুন্দর সুন্দর মন্দির ও সতি পীঠের সন্ধান দিচ্ছেন। তার সঙ্গে ওই পীঠের ইতিহাসও জানিয়ে দিচ্ছেন এটা খুবই আকর্শনীয়। ধন্যবাদ জানালাম আপনার এই মহৎ উদ্দেশ্যের জন্য। ঠাকুর আপনাদের মঙ্গল করুন 🎉

  • @sbTourism

    খুব ভালো লাগল আপনার উপস্থাপনা🙏🏻অনেক কিছু জানলাম

  • @avijitchakraborty498

    Darun laglo

  • @kunalbhattacharjy6166

    Khub sunder🎉🎉🎉🎉

  • @bimanbhattacharyya1215

    Aabar ekta valo video dekhlam, aadi mandir khub valo laglo