আদর্শ হিন্দু হোটেল | পর্ব ৩ | Bibhutibhushan Bandyopadhyay | Bengali audio story | Classic

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 335

  • @TheWonderinBookshelf
    @TheWonderinBookshelf  4 месяца назад +46

    আদর্শ হিন্দু হোটেল -
    পর্ব ১ link : ruclips.net/video/XX_9gIXcl2k/видео.html
    পর্ব ২ link : ruclips.net/video/mogAhyOm9e8/видео.html
    পর্ব ৩ link : ruclips.net/video/-zKjcA5bCSU/видео.html

    • @abdullaalmamun739
      @abdullaalmamun739 4 месяца назад +6

      গল্প টা কিন্তু অসাধারণ ছিলো

    • @MAHADEB_SHORT_OFFICIAL
      @MAHADEB_SHORT_OFFICIAL 4 месяца назад +3

      মন ভরে গেল গল্পটা শুনে❤❤

    • @rabindranathmandi1248
      @rabindranathmandi1248 4 месяца назад +1

      @@TheWonderinBookshelfআগামী দিনে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় এর "দত্তা " উপন্যাস টির আবদার রইলো।।

    • @TarunMondal-n5n
      @TarunMondal-n5n 4 месяца назад +1

      The wonder in bookself
      প্লিজ ইচ্ছামতী উপন্যাস টি দিন আপনাদের কন্ঠে উপন্যাসটি আমার খুব ভালো লাগবে

    • @TarunMondal-n5n
      @TarunMondal-n5n 4 месяца назад +2

      আপনাদের পাঠ করা আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটি পাঠ করা আমার খুব ভালো লেগেছে ❤❤

  • @tusharsinha8786
    @tusharsinha8786 Месяц назад +4

    এই নিয়ে তিন বার তিন অডিও স্টোরি চ্যানেলে শুনলাম।
    আপনাদের ' পারফরম্যান্স ' দুর্দান্ত।
    অনেক অভিনন্দন জানাই।

  • @KanikaDas-wz3xg
    @KanikaDas-wz3xg 4 месяца назад +21

    কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।রক্তের সম্পর্ক ছাড়াও যে আমাদের জীবনে আরও অনেক মূল্য বান সম্পর্ক থাকে তা এই গল্প থেকে আবারও জানলাম। অসম্ভব ভালো লাগলো গল্পটি।

  • @shibsankarraut3948
    @shibsankarraut3948 4 месяца назад +13

    তিনটি পর্ব অনবদ্য।।হাজারি ঠাকুরের কন্ঠ প্রশংসনীয়।। শেষ পর্বে অতসীর কথা শুনে শ্রোতা হিসেবে চোখে জল চলে আসল।। এমনকি শেষে পদ্ম ঝির সেই বালতি নিয়ে টানাপড়েন ও যেন কিছুক্ষণের জন্য শ্রোতাকে তার প্রতি ভাবতে বাধ্য করবে।। লেখক নিজের কলমে যেমন গল্পটিকে বুনেছেন তেমনি আপনারা নিজের গলায় পরিবেশন করেছেন।।
    আগামী দিনে এই রকম আরো গল্প আসুক।।
    হাজারি ঠাকুরের মতো দ্য ওয়ান্ডার ইন বুক সেল্ফ ও রাধাবল্লভের নাম নিয়ে এগিয়ে যাক।।

  • @bappabera7445
    @bappabera7445 4 месяца назад +20

    এই রকম জীবনের গল্প আরও চাই দাদা ।এই রকম জীবনের গল্প শুনলেই জীবনের নতুন উদ্যম ফিরে আসে ।

  • @pritibid9005
    @pritibid9005 2 месяца назад +4

    চোখে জল এনে দেবার মত....
    অতসী চরিত্র হৃদয় ছুঁয়ে যাওয়ার মত ❤❤❤

  • @tanimamondal8847
    @tanimamondal8847 2 месяца назад +3

    এই মুহুর্তে গল্পঃ টা পড়ে শেষ করলাম।অসম্ভব সুন্দর লাগলো গল্পঃ টা।প্রত্যেকটা চরিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।এমন আরও ভালো ভালো গল্পঃ শোনার অপেক্ষায় থাকবো

  • @aryagaanwala
    @aryagaanwala 3 месяца назад +7

    সাবস্ক্রাইব করলাম,
    গত রাত্রি ১০.৩০টা থেকে ভোর ৫টা পর্যন্ত এক অমোঘ আকর্ষনে ১-২-তয় পার্ট এর হাজরির প্রতিদান পর্যায়ে এসে একটি অনাবিল তৃপ্তিতে চোখ বুজেছিলাম ১ঘন্টা.. আবার শুরু করলাম। ❤এমন উপস্থাপনা পুরস্কারের যোগ্য। বিভূতি সত্যি ই সাহিত্যের ভূষণ ❤❤

  • @apurbamanna672
    @apurbamanna672 4 месяца назад +26

    গল্পটা দশ বছর আগে বইতে পড়েছিলাম, এখনও মনে আছে গল্পটা, এখন অডিও মাধ্যমে শুনে স্মৃতিটা ঝালিয়ে নিলাম, দারুণ লাগলো।

  • @rabindranathmandi1248
    @rabindranathmandi1248 4 месяца назад +19

    এখনো পর্যন্ত ৩ টি youtube চ্যানেল এ শুনলাম,,, কিন্তু এটা মনে হোলো best।।।

  • @Mrityunjoy-priyanka
    @Mrityunjoy-priyanka 4 месяца назад +12

    আমি গল্প সুনতে সুনতে অনেকবার কেঁদেছি,, সত্যিই অসাধারণ গল্প এবং উপস্থাপনা 😢😢❤❤

  • @dipankarhaldar-mu5oo
    @dipankarhaldar-mu5oo 4 месяца назад +11

    এক কথায় অসাধারণ গল্প শুনে মুখের ভাষা হারিয়ে ফেলেছি

  • @MdNadim-w4y
    @MdNadim-w4y 3 месяца назад +4

    ৩ এপিসোড এ শুধুই সফলতার গল্প উফফফ কালকে কিভাবে যে ভোর হয়ে গেলো বুজতেই পারলাম না। এতোটাই ডুবে ছিলাম গল্পের মধ্যে ধন্যবাদ আপনাদের সবাই কে যারা এতো ভালো একটা গল্প আমাদের মাঝে তুলে ধরার জন্য শুভ কামনা আপনাদের সকল টিম এর জন্য এগিয়ে যান এভাবেই❤

  • @zillurrahman8096
    @zillurrahman8096 4 месяца назад +4

    শুভ ও সমৃদ্ধির জন্য ভালবাসা।
    গল্প শেষ করে দেখি এত গুলো চরিত্র মাত্র দুজনে চরিত্রায়ন করেছে।
    এ তো অসম্ভব কাজ। ❤️

  • @roton2537
    @roton2537 4 месяца назад +16

    আমি The wonder in bookshelf এর একজন নিয়মিত শ্রোতা হয়ে গেলাম। আপনাদের উপস্থাপনাটি এককথায় অসাধারণ ছিল। মুগ্ধ হয়ে গেছি আদর্শ হিন্দু হোটেলটি শুনে।
    আপনাদের মঙ্গল কামনা করি।
    কারো নাম বলা অবান্তর, সকলেই তাদের চরিত্রটি অসাধারণ করেছেন।
    নতুন কোন উপহারের অপেক্ষায় রইলাম।
    ধন্যবাদ, the wonder in bookshelf. ❤❤❤

  • @Dipayan-x5j
    @Dipayan-x5j 2 месяца назад +2

    এই গল্পটা আমি যতক্ষণ শুনেছি ততক্ষণ আমার মনটা খুবই খুশি হয়েছিল এবং শেষের অংশটা টুকু শুনে সত্যিই খুবই ভালো লাগলো খুব খুব খুব খুব খুব খুব ভালো লাগলো❤❤❤❤❤❤❤

  • @alinursheikh6391
    @alinursheikh6391 4 месяца назад +6

    তিনটি পর্ব অনেক মনদিয়ে সুনলাম, অনেক ভালো ছিলো ❤

  • @rinismakeupmirror6460
    @rinismakeupmirror6460 2 месяца назад +3

    Uff ato vlo lglo ki bolbo sb ta feel korte parlm anonde chokhe jol ese gechhilo..amn classic golpo aro chai😍🧿

  • @anirbanmandal4677
    @anirbanmandal4677 4 месяца назад +3

    গল্প টা পুরোটা শুনে শেষ করলাম।। মুগ্ধ হয়ে শুনলাম😊
    খুব সুন্দর উপস্থাপনা করেছেন❤❤❤প্রতেকটি চরিত্র জীবন্ত হয়ে উঠেছে আপনাদের কন্ঠে।।যিনি গল্প টি পাঠ করেছেন তার কন্ঠে দিয়ে গল্পের মধ্যে হারিয়ে গেছিলাম। আপনাদের চ্যানেলর নতুন শ্রোতা অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে 🙏❤🙏

  • @kausikhazra9976
    @kausikhazra9976 3 месяца назад +5

    Mir এর ঠেক এ প্রথম ভাগ শুনে মন আনচান করছিল খুঁজতে পেয়ে গেলাম এই চ্যানেল তারপর মনে হলো mir এর ঠেক এর 2 য় ভাগ শুনছি, অসাধারণ, তারপর আবার 2 জন ই বিভিন্ন চরিত্র এ ❤❤

  • @shamimhossain630
    @shamimhossain630 2 месяца назад +5

    আমার জন্ম যদি আরও ১০০ বছর পূর্বে হতো! কত সুন্দর ছিল মানুষের মন। কত নীরব ছিল প্রকৃতি। ইশ কি মজা হতো।

  • @suvankardutta97
    @suvankardutta97 3 месяца назад +9

    আবারও কমেন্টস করার একটাই উদ্দেশ্য ,
    গপ্পোমীর ঠেকে শুনলাম আদর্শ হিন্দু হোটেল আপনাদের টা আগেই শোনা ছিল, বিশেষ ভাবে হলপ করে বলতে পারি আপনাদের টাই আমার সব চেয়ে বেশি সুন্দর মনে হলো, ওনাদের অনেক সাউন্ড ইফেক্ট better হতে পারে তবু আপনাদের এই গল্পঃ পাঠ আমার কাছে সেরা হয়ে থাকবে ।❤
    অনেক কিছু তারা হুরো করে বাদ দিয়ে দেয়া হয়েছে ওনাদের টাতে সেটা একদম পছন্দ হলনা ।যেটা আপনারা করেননি সেই খানেই আপনার বাজিমাত করছেন। এই ভাবেই এগিয়ে চলুন, আবারও বলল আপনাদের যেই যেই গল্পঃ গুলো রেকর্ড হয়ে পরে আছে সেই গুলোও released করুন । সে যেই চ্যানেল আছে থাকুক আপনাদের টা আপনাদের মতোই হয়ে থাকবে । Best wishes ❤

    • @TheWonderinBookshelf
      @TheWonderinBookshelf  3 месяца назад +1

      Thank you so much 🙏🏻😊 evabei pase thakun

    • @debbrotabiswas3gmail
      @debbrotabiswas3gmail 3 месяца назад +3

      মির প্রায় প্রতি বড় গল্পই ছেটে ছুটে করে

  • @indranilsaha3373
    @indranilsaha3373 3 месяца назад +4

    আদর্শ হিন্দু হোটেল গল্পটা এমনি খুবই প্রিয় 😊
    সঙ্গে সমৃদ্ধির গল্পপাঠ just ❤

  • @justwatch6527
    @justwatch6527 4 месяца назад +5

    এই রকম গল্প প্রতি দিন চাই ..... Awesome

  • @bamakhepalovers..2256
    @bamakhepalovers..2256 4 месяца назад +9

    Darun golpo khub valo lglo amn golpo aro chai

  • @biplabdas6980
    @biplabdas6980 4 месяца назад +3

    মানে, কি র বলব, যত প্রস্তুতি ই করি কম। অসাধারণ, জাস্ট অসাধারণ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। মন ভরে শুনলাম।

  • @Subhasish-n1z
    @Subhasish-n1z 3 месяца назад +4

    Tinti porbo khov sundor,hajari thakur er voice just wow kono kotha hobe na,ro 1ta youtube channel sunlam kintu ata khuv sundor laglo,lakok jamon vabe golpo ta lekachan apnara thik oii rokan sundor vabe pat kore chan,ai vabe radhe madhav er nam niye ro notun notun golpo aanun ❤❤❤❤❤❤❤❤

  • @asmaulhousna-rg5jq
    @asmaulhousna-rg5jq 3 месяца назад +2

    অসাধারণ গল্প ৩ টা পর্বই শুনে কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না,এরকম গল্প আরও শুনতে চাই, অপেক্ষায় রইলাম❤️🇧🇩

  • @SandipMondal-z6r
    @SandipMondal-z6r 4 месяца назад +3

    Khub valo. Vari vari gooooood

  • @deboshreeroy-ou2dq
    @deboshreeroy-ou2dq 3 месяца назад +2

    Ki je darun laglo sunte uff mon ta bhalo hoye galo

  • @manajbarman1802
    @manajbarman1802 4 месяца назад +2

    আপনাদের যত গল্প শুনেছি তার মধ্যে সেরা। সত্যি খুব ভালো হয়েছে। একদম ১০০ তে ১০০ ।

  • @armanhossain5176
    @armanhossain5176 3 месяца назад +2

    আমি মুভি প্রিয় মানুষ! তবে এই সামাজিক উপন্যাস যে এত ভালে লাগবে আশা করিনি।একবার শুনতে বসলে আর ছাড়তে ইচ্ছে করে না। আপনাদের কাজের প্রসংশা না করে পারছি না - কি দারুণ! কি দারুণ ভাবে উপস্থাপন করেছেন।
    ধন্যবাদ পুরো টিম কে।
    শুনছি - বাংলাদেশ থেকে।

  • @rokiagarwal5449
    @rokiagarwal5449 4 месяца назад +3

    Sob gulo episode sunlam ..khub sundor laglo.. somriddhi tomar kotha bolar talent ta ki je darun
    R voice ta incomparably beautiful❤

  • @TapasDey-z7p
    @TapasDey-z7p 4 месяца назад +5

    খুব অসাধারণ উপস্থাপনা ।হাজারি ঠাকুরের কন্ঠে অনবদ্য।

  • @FarukRajaMondal
    @FarukRajaMondal 3 месяца назад +3

    লেখক বিভুতিভূষণ বন্দোপাধ্যায়
    আদর্শ হিন্দু হোটেল গল্পে জীবন গড়ার অনুপ্রেরণা ঠেষে দিয়েছেন ।
    আর দিয়েছেন মায়া মামোতা, ভালোবাসা ও সরল মোনে বাঁচাতে । ❤❤❤❤

  • @tggamer7159
    @tggamer7159 4 месяца назад +2

    শুনতে শুনতে দুচোখ ভরে গেল সত্যিই খুব সুন্দর অসাধারণ অপূর্ব হাজারির মন খুব বড়ো 💚💚💚

  • @suvankarmandal6430
    @suvankarmandal6430 4 месяца назад +2

    Apnader golpo sune jano chok bondho kore dakte parchi. Thanks to The Wonder in books self ke...

  • @chotanxpress877
    @chotanxpress877 4 месяца назад +3

    My one of the favourite ❤❤❤❤❤❤❤❤❤❤ এক কথায় অসাধারণ গল্প । DD Bangla তে দেখা মনোজ মিত্রের দুর্দান্ত অভিনয়। আজ সেটা মনে পড়ে গেল। ধন্যবাদ সবাইকে ❤❤❤❤❤

  • @mrinalsasmal2839
    @mrinalsasmal2839 4 месяца назад +2

    অসাধারণ একটি গল্পের অসাধারণ উপস্থাপনা। পর পর তিনটি part শুনে নিলাম।খুব ভালো লাগলো। এমন গল্প আরো চাই।

  • @suvamdas6778
    @suvamdas6778 3 месяца назад +2

    সকল শিল্পী দের প্রণাম জানাই
    এতো সুন্দর উপস্থাপনার জন্য

  • @sonabhaktasona1822
    @sonabhaktasona1822 4 месяца назад +3

    আমার কাছে সেরা গল্প এটা ধন্যবাদ আপনাদের চ্যানেল কে

  • @gayenbiswanath9013
    @gayenbiswanath9013 3 месяца назад +8

    মানুষ যদি ঠিক পথে চলে তার একদিন সু দিন ফিরবে

  • @farhadislammim994
    @farhadislammim994 4 месяца назад +3

    Osadharon, jeno golpo sunei cole gechilen sei somoyer moddhe onuvob korte parchi sob kichui

  • @ajethan2302
    @ajethan2302 4 месяца назад +3

    Thank you so much. Kaaj krte krte sunlam sb episode. Darun hoache.

  • @WasimAnsari-u3i
    @WasimAnsari-u3i 4 месяца назад +3

    Bolchi dada Apnar sob golpor jaite Ae golpota sobjaite sera golpo❤❤❤❤❤❤

  • @shreeshajibkumar3038
    @shreeshajibkumar3038 4 месяца назад +4

    এক কথায় অসাধারণ অমায়িক গল্প 🥰😊

  • @user-wi4sn1kt7l
    @user-wi4sn1kt7l 3 месяца назад +5

    Part 3 te kadiye dilen apnara..... osadharon laglo❤

  • @chaitalipodder5906
    @chaitalipodder5906 3 месяца назад +2

    Ek kothay fatafati aro ei rokm golpoer ashay roilm

  • @siam13143
    @siam13143 4 месяца назад +2

    ধন্যবাদ WIB team কে।এত সুন্দর করে গল্পটা উপস্থাপন করার জন্য।তোমাদের গল্প শুনলে সত্যিই কল্পনার জগতে হারিয়ে যাওয়া যায়। ❤❤

  • @drishtichakma-en7wv
    @drishtichakma-en7wv 4 месяца назад +2

    Samriddhi is such a talented voice artist , different characters with different modulated voices n expressions ..👏👏👏

  • @samimhosen9159
    @samimhosen9159 3 месяца назад +3

    কি অসাধারণ উপস্থাপনা,,,, ইমোশনাল হয়ে গেলাম,,,, খুব ভালো হোক আপনাদের,,,, অনেক উন্নতি হোক

  • @MundaGaming177
    @MundaGaming177 3 месяца назад +3

    Apnader golpo ta age sunechi ekhn mir dar tao sunlam
    Bindumatro dhidha na niei bolchi apnader tai sera legeche eta sonar por bisesh kore hajari thakur abong Laxmi didi ar bechu chakraborty er obhinoy ekhghor kono kotha hobe na

  • @surjit1986
    @surjit1986 3 месяца назад +2

    Sunday suspense r goppo mirer thek er por ei prothom mone holo je sotti tekka deoar khomota ache apnader 👍onek subhokamona roilo,subscribe korlam 👍

  • @i_am_avik
    @i_am_avik 4 месяца назад +2

    অবশেষে আজ গল্পটা শোনা শেষ করলাম। সত্যিই অসাধারণ। আপনাদের উপস্থাপনা সত্যিই সুন্দর হয়েছে। অনেকদিন বাদে এমন একটা কাহিনী শুনলাম এবং সত্যিই খুব ভালো লাগলো।

  • @Rajudas-hx7ry
    @Rajudas-hx7ry 4 месяца назад +3

    ato valo laglo kichu bolar nei ❤❤❤❤❤❤❤❤ 123 sb ses korlam 3 dine !

  • @milihowladar5299
    @milihowladar5299 3 месяца назад +2

    অনেকদিন থেকে উপন্যাসটা খুঁজতেছি। খুব ভালো উপস্থাপনা। আপনাদের কি বলে যে ধন্যবাদ দেবো। বাংলা সাহিত্যকে আপনারা নতুন রুপ দিয়েছেন।

  • @zillurrahman8096
    @zillurrahman8096 4 месяца назад +3

    নিঃসন্দেহে এখন পর্যন্ত আপনাদের সেরা কাজ হয়েছে এটা।

  • @souravsourav3429
    @souravsourav3429 4 месяца назад +3

    Sotti khub sundar laglo golpota 😇❤

  • @Dizz3yxo
    @Dizz3yxo 4 месяца назад +3

    oshadharon ❤❤❤
    ei golper maddhome apnader sathe porichoy holo😊😊

  • @simamondal2725
    @simamondal2725 3 месяца назад +2

    Asombhob sundor ekta golpo sunlam khub bhalo legeche ses er dik ta gaye kanta diye uthlo.

  • @SuklaDas-yo6xj
    @SuklaDas-yo6xj 4 месяца назад +3

    Khub sundar .asadaron .chhottobalay monojbabur avinay dakhechhilam .many many thanks

  • @ashimachakraborty1985
    @ashimachakraborty1985 4 месяца назад +3

    একদিনে তিনটে পর্ব শুনলাম খুব ভাল লাগল। ❤❤❤❤

  • @biswajitdas3675
    @biswajitdas3675 4 месяца назад +4

    Kub .sundar...golpo..mon..ta..vora.galo....thanku❤❤❤❤❤❤❤❤

  • @Priyankar768
    @Priyankar768 3 месяца назад +2

    Kichu bolar nei sudhu eitukui bolbo Osadharon ❤

  • @mithunsardar8902
    @mithunsardar8902 4 месяца назад +4

    Khub sundor laglo ajke golpo ta aro arokom golpo niye asun.

  • @subhajitmondal9825
    @subhajitmondal9825 3 месяца назад +2

    darun golpo darun... khub dorkar amn golpo

  • @tathagatadas8522
    @tathagatadas8522 4 месяца назад +4

    Besh valo laglo

  • @kaushikdas5688
    @kaushikdas5688 3 месяца назад +3

    Kub sundor lagche 🥰

  • @bibhasbiswas8850
    @bibhasbiswas8850 4 месяца назад +3

    Sotti osadharon laglo sunte ❤

  • @saifulrxx2229
    @saifulrxx2229 3 месяца назад +2

    Eta khub sundor hoyeche

  • @askinggamer568
    @askinggamer568 4 месяца назад +3

    Darun Hoyeche dada amon golpo aro chai

  • @amritdas6681
    @amritdas6681 3 месяца назад +2

    Durdanto, mon bhore gelo......😢😢😢

  • @SalimKhan-xn1rd
    @SalimKhan-xn1rd 4 месяца назад +5

    khub valo laglo sir

  • @circle2836
    @circle2836 4 месяца назад +5

    golpo ta sotti e onak sundor

  • @BiswajitDas-um1li
    @BiswajitDas-um1li 4 месяца назад +3

    Khub sundoor golpo 6ilo aita🥰🥰

  • @sumantamanna677
    @sumantamanna677 4 дня назад +1

    অসাধারণ উপন্যাস, সকলের অভিনয় মন ভরে উঠল ❤❤

  • @pallabimajumdar7870
    @pallabimajumdar7870 3 месяца назад +2

    এক কথায় অনবদ্য❤

  • @fahmidajoarderjenny635
    @fahmidajoarderjenny635 3 месяца назад +2

    গপ্পো মীরের ঠেকে ১ম পর্ব শুনে, এখানে ২য় ৩য় পর্ব শুনলাম, খুব ভালো লাগলো ❤ অদ্ভুতভাবে দুই চ্যানেলেই পদ্মঝির কন্ঠ একই রকম লাগছে 😅

  • @subratamondal1868
    @subratamondal1868 4 месяца назад +3

    Khub khub valo laglo

  • @Khwabo.Ka.Parinda
    @Khwabo.Ka.Parinda 3 месяца назад +3

    অন্য চ্যানেলেও শুনলাম। কিন্তু আপনাদেরটা বেস্ট

  • @Shokunin_Spirit
    @Shokunin_Spirit 4 месяца назад +1

    সম্পূর্ণ উপস্থাপনা টি অপূর্ব লেগেছে। আজকাল যদিও fiction পড়ার সময় এবং উদ্যম দুটোর ই অভাব বোধ করি, তবু আপনাদের এই প্রচেষ্টা বহুদিন পর আবার সেই পুরোনো স্বাদ ফিরিয়ে আনলো।

  • @subhamsanbighna3495
    @subhamsanbighna3495 3 месяца назад +1

    Ek kothay osadharon, darun hoyeche kintu padda didir ovinoyta sera

  • @sonabhaktasona1822
    @sonabhaktasona1822 4 месяца назад +4

    ধন্যবাদ 🎉 খুব সুন্দর একটা গল্প

  • @rajeshsardar7835
    @rajeshsardar7835 4 месяца назад +1

    3 number part ta ami du baar sune fellam kno je sesh hoye glo valo lagena mone hoy jno evabe ajonmo kaal besh cholte thakuk khub sundor laagche sunte .💗💗💗💗💗

  • @Omarfaruk-k3r
    @Omarfaruk-k3r 3 месяца назад +2

    এখনো পর্যন্ত ৩ টি youtube চ্যানেল এ শুনলাম,,, কিন্তু এটা মনে হোলো best👌👌👌👌👌👌👍👍👍👍👍👍।।।

  • @debabratasaha8492
    @debabratasaha8492 3 месяца назад +1

    যেমন অসাধারণ এই গল্পের স্রষ্টা লেখক ঠিক তেমনি অসাধারণ এর শব্দ শিল্পিদের অনন্য অনবদ্দ এই নিবেদনটি| সানডে সাস্পেন্স ,গপ্পমিরের ঠেকের থেকে, কিংবা নটেগাছতলার গল্পের থেকে কোনো অংশেই কম নয়.. সাধু সাধু, চালিয়ে যাও. সাবস্ক্রাইব করলাম আরও এরকম শ্রুতিমধুর উপহারের জন্যে

  • @bapanhazra984
    @bapanhazra984 4 месяца назад +1

    Khub sundor golpo ar khub sundor poribeshona sotti sei sob purano din ghulo khub sundor chilo oskngo dhonbad aj ker dine sei sob purano din ghulo firiye anar jonno

  • @tamimboss-hv9dr
    @tamimboss-hv9dr 4 месяца назад +4

    খুব সুন্দর গল্প খুব সুন্দর

  • @swetadas6574
    @swetadas6574 4 месяца назад +1

    Osadharon laglo golpo ta abar erokom onek golpo r opekhai roilam 🫶

  • @nexagaming5668
    @nexagaming5668 3 месяца назад +2

    Asadharan .....apnader osonkho dhanyawad

  • @PROSENBLOG1670
    @PROSENBLOG1670 3 месяца назад +2

    Kub valo suna kub valo laglo

  • @santudhar4538
    @santudhar4538 3 месяца назад +2

    Splendid..... 💕

  • @nasiruddinshekh8054
    @nasiruddinshekh8054 3 месяца назад +2

    খুব সুন্দর গলার স্বর ❤।

  • @riktaojhaojha9074
    @riktaojhaojha9074 4 месяца назад +3

    অনবদ্য ❤

  • @PachugopalSanbui
    @PachugopalSanbui 2 месяца назад +1

    Sundar valo background music 🎶🎵 kub valo golatau sundor

  • @ankitakoley7335
    @ankitakoley7335 4 месяца назад +1

    Ami ei prothom sunlam mukh e kichu bolar vasa nei choker konay jol tukui sombol. Apnadr ei poribesona bengali ovidhan er somosto sundhor sobdher joggo visonnnn vlo lageche❤❤❤❤
    Ro chai sunte ❤❤

  • @x.poroyt1481
    @x.poroyt1481 4 месяца назад +4

    The story is awesome 😢😢😢

  • @tryingoutrecipes6906
    @tryingoutrecipes6906 2 месяца назад +1

    Ki sundar kontho avinoy apnader. Suvo ebong samriddhi ki asadharon! Eto gulo character apnara nijerai korechen kintu prottek ka alada. Mon ta just vore gelo. Apnarao hazaribabur moton onek boro hon. ❤

  • @codgamingpoint8344
    @codgamingpoint8344 3 месяца назад +2

    Just Osm ❤

  • @Mumbaimaharastra1234
    @Mumbaimaharastra1234 3 месяца назад +1

    Ei golpo ta sunei subscribe korlam💖💖