আলোর অমল কমলখানি / AALOR AMOLO KOMOLO

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • আলোর অমল কমলখানি কে ফুটালে,
    নীল আকাশের ঘুম ছুটালে॥
    আমার মনের ভাব্‌নাগুলি বাহির হল পাখা তুলি,
    ওই কমলের পথে তাদের সেই জুটালে॥
    শরতবাণীর বীণা বাজে কমলদলে।
    ললিত রাগের সুর ঝরে তাই শিউলিতলে।
    তাই তো বাতাস বেড়ায় মেতে কচি ধানের সবুজ ক্ষেতে,
    বনের প্রাণে মর্‌মরানির ঢেউ উঠালে॥
    রচনা পরিচিতি
    রচনাকাল: ফাল্গুন ১৩৩৩ (১৯২৭)
    কবির বয়স: ৬৫
    প্রকাশ: আষাঢ় ১৩৩৪ , নটরাজ ঋতুরঙ্গশালা র-র ১৮।
    গীতবিতান(পর্যায়;#/পৃ): প্রকৃতি-শরৎ; ১৬৭/৪৯২
    রাগ / তাল: রামকেলি / দাদরা
    স্বরলিপি: বিচিত্রা; স্বরবিতান ২
    স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর; ঐ
    পাদটিকা:
    'নটরাজ ঋতুরঙ্গশালা' নাটকে এই গানদুটি পরস্পরের পরিপূরক, অর্থাৎ একটি অন্যটির সঙ্গে জড়ানো, যথা: ১ম গানের ১ম স্তবক, ২য় গানের ১ম স্তবক, ১ম গানের ২য় স্তবক, ২য় গানের ২য় স্তবক, ...।

Комментарии •