আমি আমার শিক্ষার ক্ষেত্রে আমার স্যার হতে পাঁচ টি কথা শুনেছি নামাজ পড়া গীবত না করা স্বামীর কে দেশে৮০ভাগ মেয়েরা বাবা ভাইয়ে সমতুল্যা করে এটি নাকরা সত্যি কথা বলা ইসলামের নিয়ম অনুযায়ী সঠিক পথে চলা উওম ইবাদত
আসসালামু ওয়ালাইকুম।মাফ করবেন যদি ভুল কিছু বলে থাকি। আমার প্রশ্ন সব সময় মহিলাদের নিয়ে কথা বলেন, স্ত্রী সব সময় স্বামীর আদেশ পালন করে তার বাবা মায়ের দেখাশোনা করে তাদের মন মত চলার চেষ্টা করে, তারপরও শুনতে হয় কি করেছ।আচ্ছা বলেন তো স্বামীর দায়ীত্ব তার বাবা মায়ের, স্বামী বাহিরে কাজ করার কারনে স্ত্রী মন থেকে সেই দায়ীত্ব পালন করে।তাহলে স্ত্রী কি একটু আশা করতে পারে না তার বাবা মায়ের খেয়াল রাখুক, সেও তো কারোর মেয়ে তার ও তো মন চায় তার বাবা মায়ের খেয়াল রাখার কিন্তু স্বামী চায় না বা পছন্দ করে না। আর যেখানে বাবা নেই শুধু মা আছে সেই মা যদি অসহায় হয় তাহলে সন্তান হিসেবে মেয়ের কি করা উচিৎ।এক জন মেয়ে যদি তার বাবা মায়ের জন্য কিছুই করার অধিকার না থাকে তাহলে কেন বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত কেন বলা হয় নি মায়ের পায়ের নিচে শুধু ছেলেদের বেহেস্ত। মাফ করবেন এতোগুলো কথা বলার জন্য.... শুধু মহিলাদের নিতে কথা বলেন সব মহিলা কি এক রকম আপনার কি জানেন হাজারও মহিলা এই সমস্যা মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে। না পারছে কিছু করতে না পারছে সহ্য করতে।দয়া করে মহিলাদের এই সমস্যা নিয়ে কিছু কথা বলবেন আর আমার প্রশ্নের উত্তর দিবেন।আবারও ক্ষমা চাইছি যদি ভুল কিছু বলে থাকি।
আপনার এই বিষয়ে উনার করা একটি ওয়াজ আছে অবশ্যই আপনার উপর আপনার মা বাবার খেদমত এর হক শশুর শাশুড়ির নয় আপনার স্বামী র অনুপস্থিতিতে স্বামীর হয়ে কিছু কর্তব্য পালন করতে পারেন মানে তাদের দেখাশুনা।।আপনার ইচ্ছার উপরে।।
আমি মনে করি কোন ঘরের বউ তাঁর সামীকে প্রকৃতি ভালোবাসলে শশুড় শাশড়ি কাছ থেকে দুরে সরাবেনা ভালোবাসা মানে ভালো রাখা আর পরিবারের মানুষ গুলো থেকে দুরে রাখতে বাধ্য করবেনা যদি সত্যিকারের ভালো বাসে
আমার একটা প্রশ্ন আছে ননসের বিয়ে হয়ে যাওয়ার পর যদি। বাপের বাড়িতে এসে ভাইয়ের বউয়ের সাথে ইচ্ছাকৃত ভাবে ঝগড়া করে এবং ভাইয়ের বউ তার ননসের সাথে ঝগড়া না করে ভাইয়ের বউ তাদের পরিবার থেকে আলাদা থাকতে চায় তাতে কি গুনাহ হবে প্লিজ জানাবেন
আচ্ছালামুয়ালাইকুম হুজুর আমি আমার শ্বশুর শ্বাশুড়ি থেকে আলাদা থাকি কারণ হচ্ছে আমি আর আমার স্বামীর মধ্যে যখন কথা কাটাকাটি হয় তখন উনারা আরো উসকিয়ে দেয় তার ছেলে অন্যায় করলেও আমার উপর দোষ দেয় আর তার ছেলে যদি আমার গায়ে হাত তুলে ওরা বাধা না দিয়ে আরো মারবার জন্য বলে তাই আলাদা থাকি তবে তার ছেলে কে সবসময় বলি আমি তার মা বাবা কে যেন পিছ না দেয়❤
আপনার কপালেও এই কষ্ট সয়তে হবে আপনি আলাদা হবেন শ্বশুর শ্বাশুড়ির উছিলা দেখার মাএ।আপনার ছেলে কে যখন ছেলের বউ নিয়ে আলাদা হয়ে যাবে তখন বুঝবেন একজন মার কাছ থেকে ছেলে কে আলাদা করার কি কষ্ট। আপনার কপালেও এই দুঃখ কষ্ট আছে চিন্তা কইরেন না
আমার 2 মাস হইছে বিয়ে হইছে। বিয়ের পর জানতে পারি আমার শ্বাশুড়ি আর ননাশ চায় নাই ওদের ছেলেকে বিয়ে দিতে। তারা কারনে অকারণে আমাকে ছোট করে কথা বলত, তবে আমার স্বামী আমাকে সাপোর্ট করতে , আমিও নতুন বউ ছিলাম বলে চুপ করে থাকতাম। বিয়ের ঠিক এক মাস পরে আমার স্বামী ও আমার সাথে খারাপ ব্যবহার করত। একদিন আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসি। তখন আমার স্বামী আমার এক আত্মীয়ের কাছে জানায়, ও আমাকে ডিভোর্স দিতে চায়। কারন জানতে চাইলে বলে যে , অর বাবা স্বপ্নের মাধ্যমে বলছে আমার সাথে যেন সংসার না করে। ঠিক 2 মাস এর মধ্যে আমাকে ডিভোর্স ও দিয়ে দেয়।
আজ এই কারণের জন্যই আমার সংসারটা পুরোপুরি ভাবে ভাঙতে চলেছে। আমার মাকে আমি বোঝাতে পেরেছি। কিন্তু আমার স্ত্রী এখনো বুঝলোনা। সে তার জেদ ধরে রেখেছে আলাদা হবেই। আর আমার শশুরবাড়ি বাড়ির লোকজন ওকে আরও বেশি উৎসাহিত করছে যাতে আমাদের সংসারটা ভেঙে যায়। এখন আমি খুব অসুস্থ এই সময় আমার স্ত্রীকে পাশে দেখতে চেয়েছিলাম কিন্তু সে আসেনি। আজ চারদিন হয়েগেলো সে আমার সাথে ফোন কল আর এস এম এসের মাধ্যমে যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র তার বাড়ির লোকের কথায়। 🙂
কি বলবো ভাই,, আমি প্রবাসী, আমার বৌ আমার মায়ের সঙ্গে যৌথভাবে থাকতে চায় না, আলাদা রুম নিয়ে থাকতে চায়। বলেছি তার মায়ের সঙ্গে থাকতে খরচ যা হয় দিবো। কিন্তু সে আমার কোন কথা শুনছে না, বলে আলাদা রুম নিয়ে দিতে আর না হয় তালাক দিতে। আমার সাথে কথা বলে না, ফোন দিলেও ধরে না, আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে। সংসার জীবনটা নরক হয়ে গেছে।
হুজুর আমার 5 বছর বিয়ে হয়েছে।গত 5 বছর ধরে আমি আমার শশুর শাশুড়ির ও বাড়ির অন্য সবাইকে দেখাশুনা করছি।আমি চাকরি করেও আমার সাধ্যমত তাদের জন্য করার চেষ্টা করি। কিন্তু আমার শশুর শাশুড়ি আমাকে আমার মা বাবা নিয়ে গালগালাজ করে। স্বামী আমাকে ভালোবাসে কিন্তু মাঝে মাঝেই আমার ছোট ভুল হলে আমাকে প্রচুর মারধর করে। যাতে আমার শশুরবাড়ি লোকজন খুশি হয়। আমি এতিম আমার যাওয়ায় তেমন কোন যায়গা নাই আমি কি করবো? আমার স্বামী আলাদা বাসা নিতে চায় না। আমি কি একা বাসা নিয়ে থাকতে পারবো?
ভাই এমনটা কখনোই করবেন না কারণ আমার দেখা অনেক নতুন বউ বাবার বাড়ি থাকতে চায়। আসলে তারা চায় স্বামীর সাথে আলাদা থেকে স্বাধীনভাবে চলাফেরা করবে। আপনি কখনোই এমন মন মানসিকতার মেয়েকে প্রশ্রয় দিবেন না। কারণ যে শশুর-শাশুড়ির সেবা করতে চায় না সে কখনোই ভালো হতে পারে না। আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ।
আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমার একটা প্রশ্ন ছিল,আমি একজন মেয়ে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমার বাবা-মা আমার স্বামীকে এখনো মেনে নেয়নি কিন্তু আমার স্বামী অনেক ভালো, সে শ্বশুর-শাশুড়ি দায়িত্ব পালন করে এবং কি আমারও দায়িত্ব পালন করে মোট কথা সে একজন খুবই ভালো মনের মানুষ কিন্তু হুজুর হঠাৎ আমার বিয়ের পাঁচ বছর পর আমার পেটে বাচ্চা আসে আমি প্রথম এই সুখবরটা আমার বাবা মা কে জানাই কিন্তু এই পর্যন্ত তারা এখনো আমাকে দেখতে আসে নাই এবং কি কোন খোজ খবর নেয় নাই এতে আমার খুব খারাপ লাগে খুব কষ্ট হয় কিন্তু আমার স্বামী কখনো আমাকে বলে না যে তোমার বাবার বাড়ি থেকে কেন তোমার খবর নেয় না খোঁজ নেয় না বাচ্চার কথা কেন জিজ্ঞাসা করে না, কিন্তু আমার শ্বশুর-শাশুড়ির দেশে থেকে আমাকে দেখতে আসে আমার খবর নেয় খোঁজ নেয় তারা খবরটা শুনে অনেক খুশি । এ পর্যন্ত হুজুর আমার সাত মাস চলছে কিন্তু আমার বাবার বাড়ি থেকে কোন খবর আসে নাই। এখন আমার প্রশ্ন হল আমাদের নবী তার নাতিদের অনেক ভালোবাসতো এবং মেয়ে মেয়ে জামাই এর খবর নিত তাহলে এখানে আমার বাবা-মার কি কোন করণীয় নাই তারা এই অবস্থায় আমার কোন খবর নিতেছে না এতে কি তারা আমার সাথে অন্যায় করতেছে না । এখন আমি তাদেরকে কি করে বুঝাবো এবং এতে তাদের করণীয় কি একটু হাদিস অনুযায়ী বুঝিয়ে বলবেন। হুজুর আপনাকে আরো বলি আমরা তিন ভাইবোন আমি প্রথম বড় আমাকে প্রথম বিয়ে দেওয়া হইছে আমার পরে ভাই তারপরে ছোট বোন ওরা দুজন পড়ালেখা করে। আমার ছোট ভাই বোন ও আমাকে দেখতে আসে না। একটু তাড়াতাড়ি জানাবেন হুজুর আশায় থাকবো। আর আমার জন্য আর আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
বোন আমার মনে হয় তুমি ও তোমার স্বামী ভালো মানের মানুষ। কিন্তু কেন তুমি বাবা মায়ের অমতে বিয়ে করলে? এখন দুই জনে গিয়ে তাদের কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে দোয়া চাও।
আসসালামু আলালাইকুম হুজুর মাশা আল্লাহ আলহামদুলিলাহ আপনার আলোচনা অনেক সুন্দর আল্লাহ আপনার নেক হায়াত দান করুন ইসলামের সকল কাজ জেনো আপনার আল্লাহ কবুল করেন আমিন 🤲🤲🤲🤲
আমার বিয়ের৭বছর চলছে। আমার সামিওরা দুই ভাই।আমার শশুর বাড়ির মানুষ আমাকে দেকতে পারেনা,,আমার শাশুড়ি ডির্ভোস এর কথাও বলছিল আমার সামি চুপ করে থাকে বলে কিরবো। আমার সামি শুধু আমাকে ধরয ধোরে থাকতে বলে,, বলে মা বাবাকে কষ্ট দিয়ে আলাদা থাকতে পারবো না।আমার সামির কি করা উচিত।
হুজুর আমার ২মাস হলো ডিভোর্স হয়ে গেছে।ডিভোর্স এর পর আমি আমার ভুল বুঝতে পারি।খুব অনুতপ্ত হই।আল্লাহর কাছে তাওবা করে অনেক কান্নাকাটি করে নিজের সংসার ফিরে পাওয়ার জন্য চেষ্টা ও করেছি।কিন্তু তার পরিবার আর আমার পরিবার আমাদের আর এক হতে দেয়নি।এখন আমার পরিবার বলতে আমার দুই ভাই আর মা।বাবা নেই।ভাই ও আমার সব দায়িত্ব ছেড়ে দিয়ে বলছে যা খুশি তাই করতে।স্বামির পরিবার তার নতুন করে বিয়ে দিয়েছে।সেখানে জোর করে ফিরে যাবার ও কোনো উপায় নেই।আর নিজে বাইরে গিয়ে চাকরি করবো তাতেও ভয় হয়,ইমান হারানোর।এমতাবস্থায় আমার করনিয় কি হুজুর😢
আসসালামু আলাইকুম হুজুর,,, আমার একটা প্রশ্ন ছিলো দয়া করে জানাবেন প্লিজ,,, আমার শাশুড়ী মা কুফরি করে এবং আমার স্বামীর আমাকে কোনো কিছু না জানিয়ে কোটের মধ্যে আমাকে ডিভোর্স দিয়েছে তবে আমি কোনো কাজ পাইনি,, আজ ২ বছর হলো এখন যদি আমার স্বামী তার মায়ের ভুল বুঝতে পারছে এখন কি আমরা একসাথে সংসার টা করতে পারবো প্লিজ আমাকে একটু জানাবেন প্লিজ,,
হুজুর আমি ঘরিব ঘরের মেয়ে। আমার বাবা নাই ভাই বোন নেউ।তাই শ্বশুর শ্বাশুরি আমাকে দিয়ে কাজের মেয়ের মত কাজ করায়।বর ছেলের বউকে দিয়ে কাজ করায় না।আমি অসুস্ত হলে ও কাজ করতে হয হ
আর স্বামী জদি চায় তার স্ত্রী র বাবা মায়ের সাথে স্ত্রীর সম্পর্ক না থাকুক এ বেপারে?😅 আর স্ত্রীর বাবা মাকে তো কোন দিনো ফোন দিয়ে খোজ খবর নেয়না এটা কি তার দায়িত্ব না!
হুজুর আমার ২মাস হলো ডিভোর্স হয়ে গেছে।ডিভোর্স এর পর আমি আমার ভুল বুঝতে পারি।খুব অনুতপ্ত হই।আল্লাহর কাছে তাওবা করে অনেক কান্নাকাটি করে নিজের সংসার ফিরে পাওয়ার জন্য চেষ্টা ও করেছি।কিন্তু তার পরিবার আর আমার পরিবার আমাদের আর এক হতে দেয়নি।এখন আমার পরিবার বলতে আমার দুই ভাই আর মা।বাবা নেই।ভাই ও আমার সব দায়িত্ব ছেড়ে দিয়ে বলছে যা খুশি তাই করতে।স্বামির পরিবার তার নতুন করে বিয়ে দিয়েছে।সেখানে জোর করে ফিরে যাবার ও কোনো উপায় নেই।আর নিজে বাইরে গিয়ে চাকরি করবো তাতেও ভয় হয়,ইমান হারানোর।এমতাবস্থায় আমার করনিয় কি হুজুর
আসসালামু আলাইকুম,, হুজুর,, আমার সামী বিদেশে থাকে,, আমি আমার সামী কে নিয়ে যদি কিছু ভাবি,, যেমন আমরা ভবিষ্যতে কিভাবে চলবো,,,বা সামী দেশে আসলে দুজনে এইভাবে চলবো সেই সব ভাবি,, বা আমাদের সংসার সাজানোর প্ল্যান করি,,আর এই ভাবনা গুলো যদি আমি আমার মনে মনে ভাবি,, বা নিজে নিজে ই বলি, আর সেটা অন্য কেউ যানে না,,, সেটা কি আমার জন্য গুনাহ হবে,,, দয়া করে একটু বলবেন,,,
বিয়ের 13 বছর পর আলাদা হওয়ার জন্য আলাদা বাসা নেওয়া কি অন্যায়।স্বামী তার বাপ মা তার পরিবারের সবাইকে খরচ তাদের যা প্রাপ্য দিবে।শুধু বউয়ের প্রাইভীসির জন্য আলাদা ঘর নেওয়া কি জায়েজ হবে?
আসসালামু আলাইকুম হুজুর দয়া করে আমার প্রশ্নর উওর দিবেন প্লিজ আমার বিয়ে হয়ছে ৫ বছর হাজবেন্ড দেশের বাইরে থাকে শ্বশুর স্বাসরির দেবর ভাসুর তাদের বউ ছেলে নিয়ে এক সাথে সংসার এক মাস আগে ভাসুরের বউ চলে যায় বাপের বাড়িতে আমি আর দেবর বউ থাকি এখন রমজান মাস দেবর ভাসুরের বউ বাপের বাড়ি আমি শ্বশুর স্বাসরির নিয়ে এখন বাড়িতে আর একটা দেবর আছে বিয়ে করিনি আমি এখন চায় আমি যতো দিন ওই বউ না আজবে শ্বশুর স্বাসরির সব খরজ আমি দেবো আর যখন তারা বাড়িতে আজবে তখন তারা খরজ করবে সেবা করবে এতে গুনা হবে আমার প্লিজ জানাবেন
@@tasnimsiddika7104 উনি কি আপনার জন্য মাহরাম! আপনি কথা বলতে চান কোন সাহসে? তবে পাবলিক কোন প্রোগ্রামে ফোনে কথা বলতে পারেন। এছাড়াও মাহরাম পুরুষ সাথে নিয়ে গিয়ে দুরুত্ব ও পর্দা বজায় রেখে সরাসরি কথা বলতে পারেন।
আপনার করা বুজলাম এবার আমার একটা কথার উওর দেন।আমার সামি বিদেশ থাকে। তিন বছর হলো। আমাদের একটা ছেলে আছে হাটতে পারে।আমার সামি ছেলে চিকিৎসা করেনা তার মার কথা শুনে। আমার সামি র মা বাবা আমার ওছেলে কোনো দায়িত্ব নিতে চাই না।সামি বলে আমি বিদেশ থেকে যে দিন আসবো সেই দিন তোমার দায়িত্ব নেবো।আমি আমার ছেলে আমার বাপের বাড়ি তে থাকি।আমার শাসোরি ওদেরও মিলে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিছে।বলেছে তোর সামি যেদিন আসবে সেদিন এইবাড়ি তাপ আসবি।সেই থেকে বাড়িতে আমি যাইনি। এখানে আমার কি বলা উচিত আর কি করবো বলে?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন হুজুর। আমি কি করবো আমার শাশুড়ী আমার ননদদের পরামর্শে আলাদা খেতে চায় আমি চাই না এখন তিনি আলাদা খাবে এখন আমাদের কোনো গুনাহ হবে। তিনি আমাকে পছন্দ করেননা আমি কালো বলে চেহারা ভালো নয় বলে আমার সামী একজন ভালো মানুষ তিনি আমার রুপ দেখে বিয়ে করেননি তিনি আমার দীনদারীতা দেখে বিয়ে করছেন।এখন আমি কি করবো দয়া করে বলবেন
আসসালামু আলাইকুম,, হুজুর আজ কিছুদিন যাবত আমি একটা সমস্যার মধ্যে আছি,,আমি আমার বাপের বাড়িতে বেড়াইতে আসছিলাম কিছুদিনের জন্য,, কিন্তু আমার বাবা আমাকে আর আমার শশুর বাড়িতে যেতে দেনা,,কয়েক মাস আগে আমার শশুর আমার বাবাকে গালাগালি করছে এই জন্য আমার আব্বু আমাকে যেতে দিচ্ছি না,,আমার শশুর বাড়ি থেকে সবাই আমাকে নিতে চাইতেছে,, কিন্তু আমার বাবা আমাকে দিচ্ছে না,, বলছে আমার শশুর শাশুড়ী সবাই আসতে হবে,,,আজ কয়েক মাস ধরে আমি আমার বাপের বাড়িতে আছি,, কিন্তু কি করবো কিছু বুঝতে ছিনা,এখন আমি কি করবো,,কার কথা মানবো,,স্বামী নাকি বাবা,,একটু বলেন প্লিজ
Maa ar shamir moddhe shami beshi guruttopurno kintu maa ar strir moddhe maa. Bah ki shundor natok. Stri k talak dite hobe kintu baba maa re fela jabena bah opordike maa ar shamir belay biporit. Mane meyeder shamir jonno baba maa keo fele dite hobe tobe shamira strir jonno taa korbena. Thatta moshkora paisen ekhane?
আসসালামু আলাইকুম,,, হুজুর আমাদের বিবাহিত জীবন নয় বছর।আমাদের দুটো সন্তান।ওরা দুজনেই মাদরাসায় পড়ে। আমার খুব ইচ্ছে ওদের ভালো প্রতিষ্ঠানে পড়ানোর।আর্থিক দিক দিয়ে আমরা অসুবিধায় আছি।বাচ্চাদের বাবা চাচ্ছে আমাদের বাড়িতে পাঠাতে কিন্তু আমি মন থেকে চাইছি না গ্রামে যেতে।। আমাদের তেমন কোন অর্থ সম্পদও নেই।।। সন্তানের সুশিক্ষার জন্য আমার করনীয় কি?
Any women have right to live separately.this is not wrong but combined family is better than single family.but that’s important what he doings for his parents
Amar sasuri amake onek jalay Ami sosur Bari thaktei parina ashle kono na kono uchila diye sudhu joghra kore amon ki Amar Samir theke alada korte cay tai Ami Amar Sami k bollam or ma Vai bon sobar Sathe Valo somporko rekhe sudhu amake or kache niye jete kajer uchila diye jno ora mone kosto na pay kintu Amar Sami tar kache nite cayna bole oo cay sobai 1 sathe thakbe kintu or ma cay amake unar cheler jibon theke alada korte to ei obosthay Ami Amar Sami k bollam hoy Tumi sobar Sathe somporko Valo rekhe amake tumar kache niye jao amader somporko ta tikanor jonno noyto to amake Amar Babar Bari pathiyea dao akhon Kotha holo Amar ki guna hobe Ami j Amar sasurir attachar theke bacchar jonno Samir kache thakte cai kintu Sami nite cayna dekhe jur kortechi
আমার প্রশ্ন, এক বাড়িতে দুই ছেলের দুই বউ এক বউকি বাড়িতে রেখে সব কাজ করাবে ওপর বউ স্বামি সাথে বাসা ভাড়া থাকবে শশুর সব খরচ দিবে,, তাহলে কি এক রকম দেখা হলো
আমি আমার সংসার অনেক সুন্দর সাজিয়ে ছিলাম আমার সামী এখন তার খালাতো বোনের কথা শুনে আমার তিনটি মেয়ে আছে আমার মেয়ে হয়াতে ওরা আমার সংসার বাগতে চাই আমার কি করা উচিত
উনি তো বললোই স্ত্রীর দোষ থাকলে ডিভোর্স এবং নির্দোষ হলে আলাদা রাখতে পারবে অন্য বাড়িতে তবে ছেলে আলাদা হতে পারবেনা তাকে নিয়মিত ২ বাড়িতেই যাতায়াত রাখতে হবে , উভয়ের হক আদায় করতে হবে
J Sami strike bole tumar ma Babar Sathe somporko rakh ta parbe na se ta ki hobe ? tobe sase akta Kotha apni bollan j chale ma baba thake alada hote na chaile stri ke alada rakha jabe kintu tateo Jodi raji na hoi? bujha nor to durar Kotha ma r Kotha sune stri ke kosto dai ,strir kono khoj khobor nai na.
সংসার জীবন একটা নাটক, যে যত সুন্দর
অভিনয় করতে পারবে সেই সফল হবে।
সহমত
Hoytoh
Write
Apnak mathai kora rakta icca korca
Same obostha amer...
Thik bolesen natok korte parina ovinoy korte parina bole sotto kotha boli bole aj shobar kase khubi kharp. Shobai kharp boluk shami jodi na bolto. Manushik vabe khubi kharp obosthai asi. Janina ki hobe shudu kharap chinta ase mathai.
আমি আমার শিক্ষার ক্ষেত্রে আমার স্যার হতে পাঁচ টি কথা শুনেছি নামাজ পড়া গীবত না করা স্বামীর কে দেশে৮০ভাগ মেয়েরা বাবা ভাইয়ে সমতুল্যা করে এটি নাকরা সত্যি কথা বলা ইসলামের নিয়ম অনুযায়ী সঠিক পথে চলা উওম ইবাদত
*খুবই সুন্দর আলোচনা মাশাল্লাহ*
আপনার চেনেলে এই শাইখের ভিডিও প্রথম দেখলাম। উনি যদিও সহীহ মানহাজের কিন্তু নমনীয়
হুম এখন থেকে উনার আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ
আসসালামু ওয়ালাইকুম।মাফ করবেন যদি ভুল কিছু বলে থাকি। আমার প্রশ্ন সব সময় মহিলাদের নিয়ে কথা বলেন, স্ত্রী সব সময় স্বামীর আদেশ পালন করে তার বাবা মায়ের দেখাশোনা করে তাদের মন মত চলার চেষ্টা করে, তারপরও শুনতে হয় কি করেছ।আচ্ছা বলেন তো স্বামীর দায়ীত্ব তার বাবা মায়ের, স্বামী বাহিরে কাজ করার কারনে স্ত্রী মন থেকে সেই দায়ীত্ব পালন করে।তাহলে স্ত্রী কি একটু আশা করতে পারে না তার বাবা মায়ের খেয়াল রাখুক, সেও তো কারোর মেয়ে তার ও তো মন চায় তার বাবা মায়ের খেয়াল রাখার কিন্তু স্বামী চায় না বা পছন্দ করে না। আর যেখানে বাবা নেই শুধু মা আছে সেই মা যদি অসহায় হয় তাহলে সন্তান হিসেবে মেয়ের কি করা উচিৎ।এক জন মেয়ে যদি তার বাবা মায়ের জন্য কিছুই করার অধিকার না থাকে তাহলে কেন বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত কেন বলা হয় নি মায়ের পায়ের নিচে শুধু ছেলেদের বেহেস্ত। মাফ করবেন এতোগুলো কথা বলার জন্য.... শুধু মহিলাদের নিতে কথা বলেন সব মহিলা কি এক রকম আপনার কি জানেন হাজারও মহিলা এই সমস্যা মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে। না পারছে কিছু করতে না পারছে সহ্য করতে।দয়া করে মহিলাদের এই সমস্যা নিয়ে কিছু কথা বলবেন আর আমার প্রশ্নের উত্তর দিবেন।আবারও ক্ষমা চাইছি যদি ভুল কিছু বলে থাকি।
আপনার এই বিষয়ে উনার করা একটি ওয়াজ আছে
অবশ্যই আপনার উপর আপনার মা বাবার খেদমত এর হক শশুর শাশুড়ির নয়
আপনার স্বামী র অনুপস্থিতিতে স্বামীর হয়ে কিছু কর্তব্য পালন করতে পারেন মানে তাদের দেখাশুনা।।আপনার ইচ্ছার উপরে।।
কমেন্টে প্রশ্ন করলে তো উত্তর পাবেন না।
@@niyannabha5855 🤣🤣🤣🤣
স্ত্রী সন্তানের অধিকার বেশি
বাস্তব জীবনের সব মেয়েদের জীবন নিয়ে কথা সত্যি কথা বলেছেন। ধন্যবাদ
আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওবারাকাতুহু আপনার কথাগুলো অনেক ভালো লাগছে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন মাশাআল্লাহ
মাশাল্লাহ অনেক সুন্দর উপস্থাপনা করার জন্য আল্লাহ আপনাকে হায়াত দান করুক
মাশা-আল্লাহ জাজাকাল্লাহ খাইরান
আমি মনে করি কোন ঘরের বউ তাঁর সামীকে প্রকৃতি ভালোবাসলে শশুড় শাশড়ি কাছ থেকে দুরে সরাবেনা ভালোবাসা মানে ভালো রাখা আর পরিবারের মানুষ গুলো থেকে দুরে রাখতে বাধ্য করবেনা যদি সত্যিকারের ভালো বাসে
Sosur Saudi din rat sudhu jogra korba opman korbe boier khawa dekte parena jamai jodi boika kichu dai tokhon Tara jogra kora
Satha ke bow er dos
আমি আপনার সাথে কথা বলতে পারি
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করলেন আল্লাহ আপনি হুজুর কে নেক হায়াত দান করুন
অনেক দিন সিফাত ভাইয়ের আলোচনা শুনিনা
আমার একটা প্রশ্ন আছে
ননসের বিয়ে হয়ে যাওয়ার পর যদি। বাপের বাড়িতে এসে ভাইয়ের বউয়ের সাথে ইচ্ছাকৃত ভাবে ঝগড়া করে এবং ভাইয়ের বউ তার ননসের সাথে ঝগড়া না করে ভাইয়ের বউ তাদের পরিবার থেকে আলাদা থাকতে চায় তাতে কি গুনাহ হবে
প্লিজ জানাবেন
গুনাহ হবে না কিন্তু প্রথমে আপনার স্বামীকে এই সমস্যাটা খুলে বলুন এবং সমাধান করতে বলুন।যদি সমস্যার সমাধান না হয় তাহলে স্বামীকে নিয়ে আলাদা থাকেন।
আসসালামু আলাইকুম হুজুর আমি আলাদা হতে চাই কিন্তু আমার স্বামী আলাদা না হয়ে দিনের পড় দিন একটা মানসিক অশান্তি তে জীবন কাটাতে হচ্ছে
মাশাআল্লাহ,, জাযাকুমুল্লাহু খায়ের
আজকে এই কারণেই .
আমার সংসার ভে্ঙ্গে গেল ..!
@@sumiyarohani6365.
যাহোক, একাকীত্ব খুবি কষ্টের
@@sumiyarohani6365 ,
আরে না.
বরং আমি সেই ভুক্তভোগি ছেলে
@@sumiyarohani6365 .
কিছু টা এমন .
তবে তাঁর মা তাকে উৎসাহিত করলো😥
My favourite discussion ❤️❤️❤️
আল্লাহ আমাদেৱ সবাইকে সঠিক বুজ দান কৱুন আমিন
আচ্ছালামুয়ালাইকুম হুজুর আমি আমার শ্বশুর শ্বাশুড়ি থেকে আলাদা থাকি কারণ হচ্ছে আমি আর আমার স্বামীর মধ্যে যখন কথা কাটাকাটি হয় তখন উনারা আরো উসকিয়ে দেয় তার ছেলে অন্যায় করলেও আমার উপর দোষ দেয় আর তার ছেলে যদি আমার গায়ে হাত তুলে ওরা বাধা না দিয়ে আরো মারবার জন্য বলে তাই আলাদা থাকি তবে তার ছেলে কে সবসময় বলি আমি তার মা বাবা কে যেন পিছ না দেয়❤
❤️🤗
আপনার কপালেও এই কষ্ট সয়তে হবে আপনি আলাদা হবেন শ্বশুর শ্বাশুড়ির উছিলা দেখার মাএ।আপনার ছেলে কে যখন ছেলের বউ নিয়ে আলাদা হয়ে যাবে তখন বুঝবেন একজন মার কাছ থেকে ছেলে কে আলাদা করার কি কষ্ট। আপনার কপালেও এই দুঃখ কষ্ট আছে চিন্তা কইরেন না
আমার 2 মাস হইছে বিয়ে হইছে।
বিয়ের পর জানতে পারি আমার শ্বাশুড়ি আর ননাশ চায় নাই ওদের ছেলেকে বিয়ে দিতে।
তারা কারনে অকারণে আমাকে ছোট করে কথা বলত, তবে আমার স্বামী আমাকে সাপোর্ট করতে , আমিও নতুন বউ ছিলাম বলে চুপ করে থাকতাম।
বিয়ের ঠিক এক মাস পরে আমার স্বামী ও আমার সাথে খারাপ ব্যবহার করত। একদিন আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসি।
তখন আমার স্বামী আমার এক আত্মীয়ের কাছে জানায়, ও আমাকে ডিভোর্স দিতে চায়।
কারন জানতে চাইলে বলে যে , অর বাবা স্বপ্নের মাধ্যমে বলছে আমার সাথে যেন সংসার না করে।
ঠিক 2 মাস এর মধ্যে আমাকে ডিভোর্স ও দিয়ে দেয়।
Ma sha Allah. Alhamdulillah. Jazakallahu Khairan. Aameen.
আজ এই কারণের জন্যই আমার সংসারটা পুরোপুরি ভাবে ভাঙতে চলেছে। আমার মাকে আমি বোঝাতে পেরেছি। কিন্তু আমার স্ত্রী এখনো বুঝলোনা। সে তার জেদ ধরে রেখেছে আলাদা হবেই। আর আমার শশুরবাড়ি বাড়ির লোকজন ওকে আরও বেশি উৎসাহিত করছে যাতে আমাদের সংসারটা ভেঙে যায়। এখন আমি খুব অসুস্থ এই সময় আমার স্ত্রীকে পাশে দেখতে চেয়েছিলাম কিন্তু সে আসেনি। আজ চারদিন হয়েগেলো সে আমার সাথে ফোন কল আর এস এম এসের মাধ্যমে যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র তার বাড়ির লোকের কথায়। 🙂
Same
Akhon ki thik hoice❤
বউ এর তো অধিকার আছে আলাদা বাসায় husband নিয়ে থাকার huzur aktu pasaiya bollen kintu Allah ata right diasen wife saila alada takte aprbe
আমারো সেম অবস্থা
কি বলবো ভাই,, আমি প্রবাসী, আমার বৌ আমার মায়ের সঙ্গে যৌথভাবে থাকতে চায় না, আলাদা রুম নিয়ে থাকতে চায়। বলেছি তার মায়ের সঙ্গে থাকতে খরচ যা হয় দিবো। কিন্তু সে আমার কোন কথা শুনছে না, বলে আলাদা রুম নিয়ে দিতে আর না হয় তালাক দিতে। আমার সাথে কথা বলে না, ফোন দিলেও ধরে না, আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে। সংসার জীবনটা নরক হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ,, হুজুর আমার একটা প্রশ্ন,,,যারা জানেন তারাও পারলে বললে উপকার হবে,,,আমার আত্তিয় ১ সিরিয়ালের কে কে,,,বউয়ের আত্তিয়,,মার আত্তিয়,কত কত,,,যদি পারেন বলবেন
হুজুর আমার 5 বছর বিয়ে হয়েছে।গত 5 বছর ধরে আমি আমার শশুর শাশুড়ির ও বাড়ির অন্য সবাইকে দেখাশুনা করছি।আমি চাকরি করেও আমার সাধ্যমত তাদের জন্য করার চেষ্টা করি। কিন্তু আমার শশুর শাশুড়ি আমাকে আমার মা বাবা নিয়ে গালগালাজ করে। স্বামী আমাকে ভালোবাসে কিন্তু মাঝে মাঝেই আমার ছোট ভুল হলে আমাকে প্রচুর মারধর করে। যাতে আমার শশুরবাড়ি লোকজন খুশি হয়।
আমি এতিম আমার যাওয়ায় তেমন কোন যায়গা নাই আমি কি করবো?
আমার স্বামী আলাদা বাসা নিতে চায় না।
আমি কি একা বাসা নিয়ে থাকতে পারবো?
আপু কিছু মনে করবেন্না আপনার স্বামী কি বেকার....
Apni sakri koren erpor o ader sathe asen ALLAH nam niewa allada room lon
আমারও সেম টু কাহিনী আমার ওয়াইফ আমার বাবা-মার সাথে মিশে না বাবার বাড়িতে থাকতে চাই সব সময় 😢💔
ভাই এমনটা কখনোই করবেন না কারণ আমার দেখা অনেক নতুন বউ বাবার বাড়ি থাকতে চায়। আসলে তারা চায় স্বামীর সাথে আলাদা থেকে স্বাধীনভাবে চলাফেরা করবে। আপনি কখনোই এমন মন মানসিকতার মেয়েকে প্রশ্রয় দিবেন না। কারণ যে শশুর-শাশুড়ির সেবা করতে চায় না সে কখনোই ভালো হতে পারে না। আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ।
Shob dosh apnar
4:25 @@MdmustakimAhmed-np3kh
আমার স্ত্রীও এমনটা চাচ্ছে। অনেক বুঝাচ্ছি কিন্তু সেই মানতেছে না 🙂
আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমার একটা প্রশ্ন ছিল,আমি একজন মেয়ে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমার বাবা-মা আমার স্বামীকে এখনো মেনে নেয়নি কিন্তু আমার স্বামী অনেক ভালো, সে শ্বশুর-শাশুড়ি দায়িত্ব পালন করে এবং কি আমারও দায়িত্ব পালন করে মোট কথা সে একজন খুবই ভালো মনের মানুষ কিন্তু হুজুর হঠাৎ আমার বিয়ের পাঁচ বছর পর আমার পেটে বাচ্চা আসে আমি প্রথম এই সুখবরটা আমার বাবা মা কে জানাই কিন্তু এই পর্যন্ত তারা এখনো আমাকে দেখতে আসে নাই এবং কি কোন খোজ খবর নেয় নাই এতে আমার খুব খারাপ লাগে খুব কষ্ট হয় কিন্তু আমার স্বামী কখনো আমাকে বলে না যে তোমার বাবার বাড়ি থেকে কেন তোমার খবর নেয় না খোঁজ নেয় না বাচ্চার কথা কেন জিজ্ঞাসা করে না, কিন্তু আমার শ্বশুর-শাশুড়ির দেশে থেকে আমাকে দেখতে আসে আমার খবর নেয় খোঁজ নেয় তারা খবরটা শুনে অনেক খুশি । এ পর্যন্ত হুজুর আমার সাত মাস চলছে কিন্তু আমার বাবার বাড়ি থেকে কোন খবর আসে নাই। এখন আমার প্রশ্ন হল আমাদের নবী তার নাতিদের অনেক ভালোবাসতো এবং মেয়ে মেয়ে জামাই এর খবর নিত তাহলে এখানে আমার বাবা-মার কি কোন করণীয় নাই তারা এই অবস্থায় আমার কোন খবর নিতেছে না এতে কি তারা আমার সাথে অন্যায় করতেছে না । এখন আমি তাদেরকে কি করে বুঝাবো এবং এতে তাদের করণীয় কি একটু হাদিস অনুযায়ী বুঝিয়ে বলবেন। হুজুর আপনাকে আরো বলি আমরা তিন ভাইবোন আমি প্রথম বড় আমাকে প্রথম বিয়ে দেওয়া হইছে আমার পরে ভাই তারপরে ছোট বোন ওরা দুজন পড়ালেখা করে। আমার ছোট ভাই বোন ও আমাকে দেখতে আসে না। একটু তাড়াতাড়ি জানাবেন হুজুর আশায় থাকবো। আর আমার জন্য আর আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
বোন আমার মনে হয় তুমি ও তোমার স্বামী ভালো মানের মানুষ। কিন্তু কেন তুমি বাবা মায়ের অমতে বিয়ে করলে? এখন দুই জনে গিয়ে তাদের কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে দোয়া চাও।
সুবহানাল্লাহ.... আলহামদুলিল্লাহ....
May Allah bless you for making a beautiful presentation.
মাশা আল্লাহ
মাশাআল্লাহ
Asole kotha ta thik sobar jonno ak na Karon sosur sasuri jodi valo na hoi tokhon thik cai alada hote amni amni kau cai na alada hote.
আলোচনা গুলো শুনে ভালো লাগলো
আসসালামু আলালাইকুম হুজুর মাশা আল্লাহ আলহামদুলিলাহ আপনার আলোচনা অনেক সুন্দর আল্লাহ আপনার নেক হায়াত দান করুন ইসলামের সকল কাজ জেনো আপনার আল্লাহ কবুল করেন আমিন 🤲🤲🤲🤲
আমার বিয়ের৭বছর চলছে। আমার সামিওরা দুই ভাই।আমার শশুর বাড়ির মানুষ আমাকে দেকতে পারেনা,,আমার শাশুড়ি ডির্ভোস এর কথাও বলছিল আমার সামি চুপ করে থাকে বলে কিরবো। আমার সামি শুধু আমাকে ধরয ধোরে থাকতে বলে,, বলে মা বাবাকে কষ্ট দিয়ে আলাদা থাকতে পারবো না।আমার সামির কি করা উচিত।
হুজুর আমার ২মাস হলো ডিভোর্স হয়ে গেছে।ডিভোর্স এর পর আমি আমার ভুল বুঝতে পারি।খুব অনুতপ্ত হই।আল্লাহর কাছে তাওবা করে অনেক কান্নাকাটি করে নিজের সংসার ফিরে পাওয়ার জন্য চেষ্টা ও করেছি।কিন্তু তার পরিবার আর আমার পরিবার আমাদের আর এক হতে দেয়নি।এখন আমার পরিবার বলতে আমার দুই ভাই আর মা।বাবা নেই।ভাই ও আমার সব দায়িত্ব ছেড়ে দিয়ে বলছে যা খুশি তাই করতে।স্বামির পরিবার তার নতুন করে বিয়ে দিয়েছে।সেখানে জোর করে ফিরে যাবার ও কোনো উপায় নেই।আর নিজে বাইরে গিয়ে চাকরি করবো তাতেও ভয় হয়,ইমান হারানোর।এমতাবস্থায় আমার করনিয় কি হুজুর😢
বিয়ে করা
Apnar moto amr wife ei kaz korche ami oke onk bujhassi jodio amr ekta maye ase ......aj 7 din hosse .....ma baba kotha moto amk sere dicche😢
অনেক সুন্দর অলচনা
আসসালামু আলাইকুম হুজুর,,, আমার একটা প্রশ্ন ছিলো দয়া করে জানাবেন প্লিজ,,, আমার শাশুড়ী মা কুফরি করে এবং আমার স্বামীর আমাকে কোনো কিছু না জানিয়ে কোটের মধ্যে আমাকে ডিভোর্স দিয়েছে তবে আমি কোনো কাজ পাইনি,, আজ ২ বছর হলো এখন যদি আমার স্বামী তার মায়ের ভুল বুঝতে পারছে এখন কি আমরা একসাথে সংসার টা করতে পারবো প্লিজ আমাকে একটু জানাবেন প্লিজ,,
মেয়ের ইচ্ছাতে মেয়ের বাবা, মা মেয়ের স্বামির অনিচ্ছায় মেয়েকে নিয়ে গেলে মেয়ের সমস্ত খরচ কার উপর বর্তাবে? দয়া করে জানাবেন হজরত
আসসালামু আলাইকুম হুজুর আমার সামিরা চার বাই এক বোন কিন্তু সব কাজ আমি একা করা লাগে
হুজুর আমার বাবা, আমার ভাই, আমার ভাইয়ের বৌ, কেউই আমার মাকে দেখতে পারেনা , তার বিধান কি রয়েছে জানাবেন,মা আমার আলাদা থাকে, তারা কোন খোঁজ খবর নেন না।
হুজুর আমি ঘরিব ঘরের মেয়ে। আমার বাবা নাই ভাই বোন নেউ।তাই শ্বশুর শ্বাশুরি আমাকে দিয়ে কাজের মেয়ের মত কাজ করায়।বর ছেলের বউকে দিয়ে কাজ করায় না।আমি অসুস্ত হলে ও কাজ করতে হয হ
কথাটা আমার ভালোই হলো
আর স্বামী জদি চায় তার স্ত্রী র বাবা মায়ের সাথে স্ত্রীর সম্পর্ক না থাকুক এ বেপারে?😅 আর স্ত্রীর বাবা মাকে তো কোন দিনো ফোন দিয়ে খোজ খবর নেয়না এটা কি তার দায়িত্ব না!
হুজুর আমার ২মাস হলো ডিভোর্স হয়ে গেছে।ডিভোর্স এর পর আমি আমার ভুল বুঝতে পারি।খুব অনুতপ্ত হই।আল্লাহর কাছে তাওবা করে অনেক কান্নাকাটি করে নিজের সংসার ফিরে পাওয়ার জন্য চেষ্টা ও করেছি।কিন্তু তার পরিবার আর আমার পরিবার আমাদের আর এক হতে দেয়নি।এখন আমার পরিবার বলতে আমার দুই ভাই আর মা।বাবা নেই।ভাই ও আমার সব দায়িত্ব ছেড়ে দিয়ে বলছে যা খুশি তাই করতে।স্বামির পরিবার তার নতুন করে বিয়ে দিয়েছে।সেখানে জোর করে ফিরে যাবার ও কোনো উপায় নেই।আর নিজে বাইরে গিয়ে চাকরি করবো তাতেও ভয় হয়,ইমান হারানোর।এমতাবস্থায় আমার করনিয় কি হুজুর
আমার কাছে আসেন
হুজুর কথা তো ভালোই বলেছেন,কিন্তু স্বামীর তো সময় ই নাই।কার জন্য সাজবো।
😢 ধৈর্য ধারণ কারুন
শত ভাগ সত্য
নাইন্টি পারছেন পুরুষ মনে হয় এখন এমন,,
আসসালামু আলাইকুম,, হুজুর,, আমার সামী বিদেশে থাকে,, আমি আমার সামী কে নিয়ে যদি কিছু ভাবি,, যেমন আমরা ভবিষ্যতে কিভাবে চলবো,,,বা সামী দেশে আসলে দুজনে এইভাবে চলবো সেই সব ভাবি,, বা আমাদের সংসার সাজানোর প্ল্যান করি,,আর এই ভাবনা গুলো যদি আমি আমার মনে মনে ভাবি,, বা নিজে নিজে ই বলি, আর সেটা অন্য কেউ যানে না,,, সেটা কি আমার জন্য গুনাহ হবে,,, দয়া করে একটু বলবেন,,,
আপনার চিন্তার/কল্পনার মাঝে যদি খারাপ কিছু না থাকে, তবে তাতে ক্ষতি নাই।
এছাড়াও,,,,,,
না।
amar sashuri amare dekhte parene amar upre sobsomoy julum kore kharap kharap kotha bole..r amar sami amake jor kore amar sashurir sob ottachar mainna nitei hoibo...ai bishoy kichu bolen pleze
হুজুর যদি মিমাংসা না হয় এই কেত্রে করনীয় কি
বিয়ের 13 বছর পর আলাদা হওয়ার জন্য আলাদা বাসা নেওয়া কি অন্যায়।স্বামী তার বাপ মা তার পরিবারের সবাইকে খরচ তাদের যা প্রাপ্য দিবে।শুধু বউয়ের প্রাইভীসির জন্য আলাদা ঘর নেওয়া কি জায়েজ হবে?
Na jayez er kicu nei.
আসসালামু আলাইকুম হুজুর দয়া করে আমার প্রশ্নর উওর দিবেন প্লিজ আমার বিয়ে হয়ছে ৫ বছর হাজবেন্ড দেশের বাইরে থাকে শ্বশুর স্বাসরির দেবর ভাসুর তাদের বউ ছেলে নিয়ে এক সাথে সংসার এক মাস আগে ভাসুরের বউ চলে যায় বাপের বাড়িতে আমি আর দেবর বউ থাকি এখন রমজান মাস দেবর ভাসুরের বউ বাপের বাড়ি আমি শ্বশুর স্বাসরির নিয়ে এখন বাড়িতে আর একটা দেবর আছে বিয়ে করিনি আমি এখন চায় আমি যতো দিন ওই বউ না আজবে শ্বশুর স্বাসরির সব খরজ আমি দেবো আর যখন তারা বাড়িতে আজবে তখন তারা খরজ করবে সেবা করবে এতে গুনা হবে আমার প্লিজ জানাবেন
Masaallha tik bolecen
হুজুর আপনার সাথে যোগাযোগ করার সুযোগ আছে কি?ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানার জন্য
পেজে মেসেজ দিবেন উনার
Page cara call kore kotha bolte cay
@@AHBTVBD পেজের নাম কি
@@tasnimsiddika7104 উনি কি আপনার জন্য মাহরাম! আপনি কথা বলতে চান কোন সাহসে? তবে পাবলিক কোন প্রোগ্রামে ফোনে কথা বলতে পারেন। এছাড়াও মাহরাম পুরুষ সাথে নিয়ে গিয়ে দুরুত্ব ও পর্দা বজায় রেখে সরাসরি কথা বলতে পারেন।
Mamunur Rashid -পর্দা সম্পর্কে সঠিক ধারণার জন্য ধন্যবাদ।আমি আমার আমাদের পারিবারিক সমস্যার জন্য যোগাযোগ করতে চেষ্ঠা করছি।
Sallallahu alaihi wa sallam
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ,বড় ভাইয়ের বউকে ছোট ভাই ভাবির গায়ে হাত তুললে কি গুনা হয়---?
আপনার করা বুজলাম এবার আমার একটা কথার উওর দেন।আমার সামি বিদেশ থাকে। তিন বছর হলো। আমাদের একটা ছেলে আছে হাটতে পারে।আমার সামি ছেলে চিকিৎসা করেনা তার মার কথা শুনে। আমার সামি র মা বাবা আমার ওছেলে কোনো দায়িত্ব নিতে চাই না।সামি বলে আমি বিদেশ থেকে যে দিন আসবো সেই দিন তোমার দায়িত্ব নেবো।আমি আমার ছেলে আমার বাপের বাড়ি তে থাকি।আমার শাসোরি ওদেরও মিলে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিছে।বলেছে তোর সামি যেদিন আসবে সেদিন এইবাড়ি তাপ আসবি।সেই থেকে বাড়িতে আমি যাইনি। এখানে আমার কি বলা উচিত আর কি করবো বলে?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন হুজুর। আমি কি করবো আমার শাশুড়ী আমার ননদদের পরামর্শে আলাদা খেতে চায় আমি চাই না এখন তিনি আলাদা খাবে এখন আমাদের কোনো গুনাহ হবে। তিনি আমাকে পছন্দ করেননা আমি কালো বলে চেহারা ভালো নয় বলে আমার সামী একজন ভালো মানুষ তিনি আমার রুপ দেখে বিয়ে করেননি তিনি আমার দীনদারীতা দেখে বিয়ে করছেন।এখন আমি কি করবো দয়া করে বলবেন
আমার শাশুড়ী এতো ভালো যে কথাই প্রকাশ করা যাবে না
দুজন মুখোমুখি ঝগড়া লাগলে কী বলবে?😂😂
আসসালামু আলাইকুম,, হুজুর আজ কিছুদিন যাবত আমি একটা সমস্যার মধ্যে আছি,,আমি আমার বাপের বাড়িতে বেড়াইতে আসছিলাম কিছুদিনের জন্য,, কিন্তু আমার বাবা আমাকে আর আমার শশুর বাড়িতে যেতে দেনা,,কয়েক মাস আগে আমার শশুর আমার বাবাকে গালাগালি করছে এই জন্য আমার আব্বু আমাকে যেতে দিচ্ছি না,,আমার শশুর বাড়ি থেকে সবাই আমাকে নিতে চাইতেছে,, কিন্তু আমার বাবা আমাকে দিচ্ছে না,, বলছে আমার শশুর শাশুড়ী সবাই আসতে হবে,,,আজ কয়েক মাস ধরে আমি আমার বাপের বাড়িতে আছি,, কিন্তু কি করবো কিছু বুঝতে ছিনা,এখন আমি কি করবো,,কার কথা মানবো,,স্বামী নাকি বাবা,,একটু বলেন প্লিজ
স্বামীকে কল করে বলেন আমাকে নিয়ে যান
কাজ করতে করতে ক্লান্ত হয়ে জাই।শরির চলে না।তবু ওকাজ করতে হয়।
ছেলের ইনকাম থেকে যদি বাবা মার চাহিদা বেশি থাকে । ছেলের সংসার চলে না। তা হলে কি করো নিও
Maa ar shamir moddhe shami beshi guruttopurno kintu maa ar strir moddhe maa. Bah ki shundor natok. Stri k talak dite hobe kintu baba maa re fela jabena bah opordike maa ar shamir belay biporit. Mane meyeder shamir jonno baba maa keo fele dite hobe tobe shamira strir jonno taa korbena. Thatta moshkora paisen ekhane?
পর পুরুষের সাথে বউ পালিয়ে যাওয়ার পর আবার ফিরে আসে তাহলে করনীয় কি?
Lathi mere tariye deyar dorkar
আসসালামু আলাইকুম,,, হুজুর আমাদের বিবাহিত জীবন নয় বছর।আমাদের দুটো সন্তান।ওরা দুজনেই মাদরাসায় পড়ে। আমার খুব ইচ্ছে ওদের ভালো প্রতিষ্ঠানে পড়ানোর।আর্থিক দিক দিয়ে আমরা অসুবিধায় আছি।বাচ্চাদের বাবা চাচ্ছে আমাদের বাড়িতে পাঠাতে কিন্তু আমি মন থেকে চাইছি না গ্রামে যেতে।। আমাদের তেমন কোন অর্থ সম্পদও নেই।।। সন্তানের সুশিক্ষার জন্য আমার করনীয় কি?
Apnar bari kothay
@@sanjidaakter4728 গ্রামের বাড়ি বি.বাড়িয়া,,বাঞ্ছারামপুর থানা,,গ্রাম :তেজখালী
@@khadizaazadsumasuma6276 ekhn kothay thaken Dhaka te thaken ki
@@sanjidaakter4728 জ্বি ঢাকা কাঁচপুর
Any women have right to live separately.this is not wrong but combined family is better than single family.but that’s important what he doings for his parents
Allah apni amr wife ke hedayut dan krook Ameen 😂😂
আলহামদুলিল্লাহ
আপনাকে কেউ ভালো চলতে দিবেনা খাপাও চলতে দিবেনস দুনিয়ার নিয়ম এখানে একটা একজনকে বুজিয়ে চলা।সব সুন্দর হয়ে যাবে
Amar sasuri amake onek jalay Ami sosur Bari thaktei parina ashle kono na kono uchila diye sudhu joghra kore amon ki Amar Samir theke alada korte cay tai Ami Amar Sami k bollam or ma Vai bon sobar Sathe Valo somporko rekhe sudhu amake or kache niye jete kajer uchila diye jno ora mone kosto na pay kintu Amar Sami tar kache nite cayna bole oo cay sobai 1 sathe thakbe kintu or ma cay amake unar cheler jibon theke alada korte to ei obosthay Ami Amar Sami k bollam hoy Tumi sobar Sathe somporko Valo rekhe amake tumar kache niye jao amader somporko ta tikanor jonno noyto to amake Amar Babar Bari pathiyea dao akhon Kotha holo Amar ki guna hobe Ami j Amar sasurir attachar theke bacchar jonno Samir kache thakte cai kintu Sami nite cayna dekhe jur kortechi
আমি এমন চিপাই পড়ছি,,,
7 bocor dhore nonod sosur sasurir sate achi..nonod married..2 meye o ache..kintu akn alada hote chaile osanti suru hoy...ami sosur sasuri k sate rakte chai..kintu tara amar sate thakbe na..hb baire thake..meye niye aka thaka o somossa.meye choto...akn amar nonod er sate na thakte chaile ...alada hote chaile ki gunah hobe amar...
আচ্ছা যদি বউ এর ভিতর জিন থাকে তাহলে কি বউ বুজবে শশুর শাশুড়ীর ভালো
আমার প্রশ্ন, এক বাড়িতে দুই ছেলের দুই বউ এক বউকি বাড়িতে রেখে সব কাজ করাবে ওপর বউ স্বামি সাথে বাসা ভাড়া থাকবে শশুর সব খরচ দিবে,, তাহলে কি এক রকম দেখা হলো
বিয়ের পরে বাবা কে মানবো নাকি স্বামী কে
আমি আমার সংসার অনেক সুন্দর সাজিয়ে ছিলাম আমার সামী এখন তার খালাতো বোনের কথা শুনে আমার তিনটি মেয়ে আছে আমার মেয়ে হয়াতে ওরা আমার সংসার বাগতে চাই আমার কি করা উচিত
হুজুর আপনি কোথায় বসেন কি ভাবে দেখা পাবো আপনার
Tahole jar sudhu meye ase sele nei tar khedmot k korbe?sudhu purus bandhob fotoa dien na.
কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ তো ছেলের বৌ কে নিজের মেয়ে ভাবতে পারে না। নিজের মেয়ে সব পরের মেয়ে কে আপন ভাবতে পারে না। তাহলে স্ত্রী কি করবে।
Aitar kuno uttor dey na
উনি তো বললোই স্ত্রীর দোষ থাকলে ডিভোর্স এবং নির্দোষ হলে আলাদা রাখতে পারবে অন্য বাড়িতে তবে ছেলে আলাদা হতে পারবেনা তাকে নিয়মিত ২ বাড়িতেই যাতায়াত রাখতে হবে , উভয়ের হক আদায় করতে হবে
Amr sami tu sogol kori ....amr dosh ma bon dyr satey share kore
J Sami strike bole tumar ma Babar Sathe somporko rakh ta parbe na se ta ki hobe ? tobe sase akta Kotha apni bollan j chale ma baba thake alada hote na chaile stri ke alada rakha jabe kintu tateo Jodi raji na hoi? bujha nor to durar Kotha ma r Kotha sune stri ke kosto dai ,strir kono khoj khobor nai na.
হুজুর কে কিভাবে প্রশ্ন করবো,প্লিজ কেউ জানলে,হেল্প
আমার ইনবক্সে প্রশ্ন জমা দিতে পারেন আমরা পরবর্তীতে শাইখের কাছে দিব
আমার স্ত্রীর কাছে শারীরিক সুখ পায় না ঠিকভাবে কি করতে পারি
আমি একটা।প্রশ্নো করি প্লিজ রিপ্লাই দেবেন,,আসলে ভাই বোন বড়ো হয়ে গেলে ভাই কি বোন কে জরিয়ে দরতে পারবে,,,আর বাবা কি মেয়ে বড়ো হয়ে গেলে জরিয়ে ধরতে পারবে,,
Ami bishash Kori je kono stri divorcement chay na,kintu Samir okhamotar jonnoi ai_ ruf kore.mon boshe na.astagfirullah
এই বয়ান কি মেয়েরা শুনবে না ❓🙄
আমার দুঃখ লাগে তখন যখন আমার স্বামী মার অন্যায় কথার সাথে মিল করে আমাকে বকে মারে
Same😢
Ekhon natoke kaj hoina hujur shobay update digital poribesh.
Jokhon ma o bujbe na bow o bujbe na tokhon ki korben?
ami apnar songe pormorso note chai dekhi apni amader somossa somadhan korte pare ki na
Rabbir hamhuma kama Rabba yani sagira
হুজুর শাশুড়ি যখন আলাদা হতে চাই তখন
Sasuri kufori kalam kre hb er ordek tk boddho k khawai songsre sarakkn osanti diyei thake tai alda thkte cacci eta ki gunah hbe??
But bow tho kno kisui buje na..ma o buje na.....kaw k buja no jai na.....jibon ta ses vai
Koto korbo blance korte korte jibon ses
এভাবে সমাধান না হলে করনীয় কি?
হুজুর যতই পামপুটি দেই বুঝেনা হেরা বুঝেনা, হেদের ঘারের রক বহুদ বাঁকা
ক্যাপশনের সাথে কি আলোচনার মিল আছে??
কি মনে হয়
আসসালামু আলাইকুম,, স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স না দেয় পরিবারের কেউ কি ঐ সংসার ভাঙতে পারে???
????
সৎ ভাগ্নিকে কি বিয়ে করা যাবে বলবেন প্লিজ
Alhamdulillah