Feroza Begum | Tumi Eshechile Jibone Amar | Kabbo Geeti
HTML-код
- Опубликовано: 27 ноя 2024
- Song Title: Tumi Eshechile Jibone Amar
Album: Mone Rekho Mor Gaan
Genre: Kabbo Geeti
Release Year: 1988
Lyrics: Pranab Roy
Music: Kamal Dasgupta
Music Arranger: Chandan Roy Chowdhury
Sound Recordist: Laltu Das Gupta
Producer: Disha Bandyopadhyay
Album Code: BMX 6530
Album Type: Audio Cassette
Record Label: CBS Gramophone Records & Tapes (India) Ltd., Mumbai, India
Copyright: CBS Gramophone Records & Tapes (India) Ltd., Mumbai, India
Collection: www.ferozabegum.com
Legendary Nazrul Sangeet singer Feroza Begum was born in a Muslim family in Faridpur, British Raj (now Bangladesh) on 28 July 1930 to the Zamindars of Ratail Ghonaparha. She became drawn to music in her childhood and started her music career in 1940s.
Feroza Begum first sang in All India Radio, while studying in sixth grade. She met poet Kazi Nazrul Islam at the age of 10. In 1942, she recorded her first Islamic song by the gramophone record company HMV in 78 rpm disk format. She lived in Kolkata from 1954 until she moved to Dhaka in 1967. In 1956, Feroza Begum was married to the legendary music composer and director of the Indian subcontinent, Kamal Das Gupta.
Feroza Begum died on 9 September 2014 in Dhaka at the age of 84. She left behind three sons.
The Feroza Begum Archive: 49A2I7NQ11988
For listening pleasure only. No intention to infringe copyright.
কী যে অপূর্ব গান গেয়েছেন ভাবা যায় না
" কি জানি কেমনে দেখা হোলো " অসাধারণ।
কি মধুর গান,,পুরন স্রিতি সব কস্ট ভুলিয়ে দেয় ❤❤
ওনার গান শত বছর পরেও দারুণ লাগবে শুনতে।
তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি মালা যখন চেয়েছিলে বনে তখন ফুল জাগেনি।। আমার আকাশ আঁধার কালো তোমার তখন রাত পোহালো তুমি এলে তরুণ-আলো তখন আমার মন রাঙেনি।। ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন পূর্ণ শশী এলে যবে, আঁধার-ঘরে একেলা জাগি হে চাঁদ আবার আসবে কবে। আজকে আমার ঘুম টুটেছে বনে আমার ফুল ফুটেছে ফেলে যাওয়া তোমারি মালায় বেঁধেছি মোর বিনোদ-বেনী।।
ফিরোজা বেগমের গান আমার অন্তরে চির দিন সাড়া জাগায় মনে।এ গানটি ও খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Mon chuye gelo
😊😢😂
নজরুল সংগীত শিল্পী "ফিরোজা "বেগম ছাড়া ভাবাই যায় না। আমার অত্যন্ত প্রিয় শিল্পী ফিরোজা বেগম, ওনার প্রতি রইলো আমার সশ্রদ্ধ প্রনাম।🙏🙏🙏🙏🙏🌹
হৃদয় নিংড়ানো এই গান শোনার পরে বহুক্ষণ কোনো কথা বলা যায় না। শুধু চোখ বন্ধ করে মনের চোখ খুলে ভেবে যাওয়া আর ভেবে যাওয়া। মন দিয়ে ছুঁয়ে যাওয়া।
কোনো কথা নয়। ❤💜💙💚💛💕
আমাদের অবহেলায় আমাদের ভুলে হারিয়ে যেতে বসেছে পুরনো গানগুলি ক্ষমা চাওয়ার কোন জায়গা নেই❤ ধন্যবাদ জানাই ইউটিউবকে
আমার সঙ্গীত জীবনের প্রেরণা তুমি। যত বার এই গানটা শুনি ততবার চোখের সামনে ভেসে ওঠে অনেক অনেক ভালোবাসাময় মুহূর্ত। তোমাকে কাছ থেকে শিখেছি অনেক। যেটাই আমার আজ পথ চলার দিশা।
Uff!! kabekar Gaan!!!Anek Chhoto Belar Shona gaan...
এমন সুরেলা কন্ঠ আর হবে কিনা জানিনা।
আমার প্রিয় শিল্পী, উনাকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল।
Darun
তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে। কি জানি কেমনে দেখা হলো দুটি স্রোতের ভুলে।
তুমি এলে যেন চির সাথী হযে শত জনমের পরিচয় লয়ে।।
দুটি মনো বন শত বসন্ত উঠিল দোলে।
তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে।।
দুজনে একদা বেঁধেছি ২ যে ঘর মিলনে রাতে সহসা আজ কি ভেঙে যাবে সে ঝড়ে শাঁখে।।
এই আশা এই ভালোবাসা
তবে সে কি ঝরা ফুল সম ফেলে দিতে হবে।।
চির তৃষা লয়ে রহিব কি মোরা নদীর৷ কূলে।
তু
আমার কৈশোর এবং যৌবন কাল কেটেছে এই কিংবদন্তীর গান শুনে । আমি সৌভাগ্যবান ।
নজরুল ইসলামের গান কে সমৃদ্ধ করেছেন এই গুনি শিল্পী। ভাললাগার শেষ নেই।❤
ফিরোজা বেগমের এ গানটি শুনলেই মনে পড়ে, বেশ কিছু স্মৃতি! যা এর সাথে মিলে যায়।
মন ভরিয়ে তোলার পক্ষে যথেষ্ট।
বাংলাদেশের সেরা সম্পদ l
কতজন এ কণ্ঠের প্রেমে পড়েছে !
But she fell in love with only her Kamal babu.
Apurbo
বাংলা ও বাঙালির প্রানের শিল্পী ফিরোজা বেগম,,,,,,,,,। নজরুল সংগীত কে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়,,,,,,। যার তুলনা সে নিজেই,,,,,কয়েক শতাব্দীতে এমন কিংবদন্তি শিল্পী সম্রাজ্ঞী একজনই জন্মগ্রহণ করে,,,,। ওপারে মহান আল্লাহ যেনো তাকে ভালো রাখেন,,,👍🇧🇩💗
কী অপরূপ কণ্ঠ, ভাষায় প্রকাশ করার মত না
মনের গভীরে, কন্ঠ ও সুরের মাধুর্যে
সংগীতের আবেশ গেঁথে দিয়ে গেল ।
অসাধারণ অদ্ভুত অপূর্ব সুন্দর বাণী প্রধান মধুর সুরের মূর্ছনায় বিভোর হয়ে যাওয়া একটি কালজয়ী সংগীত।
Apurbo😢
এমন মধুর কন্ঠ হাজার বছরেও আর আসবে কি না!!??
আমার প্রিয় শিল্পী । যখনই উনার গান শুনি তখন কিছুক্ষণের জন্য অন্য জগতে চলে যাই।
কবি আর শিল্পীকে আমার প্রণাম !
Firoza Begum's song is mesmerizing ❤😮
ভীষণ ভীষণ সুন্দর একটা গান
হৃদয় ছুয়ে যাওয়া গান❤️
কি অসাধারণ কথা,হৃদয় ব্যাকুল হয়ে উঠে কি যেন এক ব্যাথা শুধুই অনুভব করা যায়!
অসাধারন
Excellent..
আমার খুব খুব খুব খুব খুব খুব পছন্দের শিল্পী ও গান।
asdharan.
মন ছুঁয়ে গেল।
কোনোদিনই দ্বিতীয় হবে না।
তাঁহার সাথে চ্যাট করতে করতে গান গুলো শুনিতাম এবং সে বলতো আর কথা হইবে না, আজই শেষ যদি আবার জানতে পারে পরিবার আপনার সাথে কথা বলি আবারো তবে আমার অনেক সমস্যা হবে,আর তখন আমার চোখের জ্বলে বালিশ ভিজে যাচ্ছিল, কথা গুলো তাহরে কইতাম সে কইতো আমাকে আবারো আবেগে জড়াইয়েন না প্লিজ 😢😢😢 আজ তারহারে ছাড়া বেঁচে আছি
খুব সুন্দর খুব ভালো অসাধারণ এই গানটি শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না আমার জীবন সঙ্গী আমাকে আর আমার মেয়েকে রেখে না ফেরার দেশে চলে গেছে রোড এক্সিডেন্ট 2019 13 ই নভেম্বর কত সুন্দর ঘর বেঁধে ছিলাম সেই ঘর ভেঙে গেছে এখন শুধু চোখের জল ছাড়া আর কিছুই নেই সব শেষ মেয়েকে নিয়ে বেঁচে আছি এমন তো কথা ছিল না আর বাঁচতে ইচ্ছে করে না এই পৃথিবীতে মেয়ে যখন মার কথা বলে আমি আর কিছু বলতে পারি না শুধুই চোখের জল পড়ে 😂😂😂😂😂😂
Sad. Condolence.
পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেল না, সে লোক ঈশ্বরের কাছ থেকে সব পাওয়া পেল না
রবীন্দ্রনাথ ঠাকুর
Nice very nice
❤❤❤
সুন্দর
Amar parichay sure
Amazing
Excellent
আমার জীবনের অনেক উত্থান পতনের সাক্ষীও এই গান। আমি কারো কোনো ক্ষতি করিনি। আমি মুখ বুজে আমার জীবনের সবকিছুই সহ্য করেছিলাম। 32বছর আগে আমার হাত ছেড়ে তুমি বড়লোকের ছেলের হাত ধরেই নতুন জীবনে প্রবেশ করেছিলে। হঠাৎই কেন আমাকে এতদিন পর মনে পড়ল জানি না।আমার ক্ষতি করার জন্য। আমাকে হাওড়া transfer করালে। উত্তরপাড়াতে ফ্ল্যাট কেনা করালে। তারপর আমার জীবনের সবকিছুই তুমি হলে। তারপর এলো বিশ্বাসঘাতকা।আমি কি দোষ করলাম। তোমার কাছে এতদিন পর এলাম বলে। কিছুই বলার নেই। জীবনের সবকিছুই লন্ডভন্ড। আমার ক্ষতি করে তুমি ভালো থেকো।ঈশ্বর আছেন সব বিচার অবশ্যই পাবো। ❤️
নজরুল গীতির সম্রাজ্ঞী
এরপরে আর মন্তব্য করার
কিছু থাকেনা।
আজও তাকে ভেবেই এই গানটা শুনি। সে কি ওপার থেকে শুনতে পাচ্ছে ❓
Very nice
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি শিল্পী কে
Nice
⚘⚘⚘⚘⚘🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️
Heart touching
যে কবি তাঁর হৃদয়ের কল্পনা আপামোর প্রেমিক প্রেমিকার অন্তরে তার লেখনী দিয়ে পাওয়া না পাওয়ার বিরহ বেদনার
কাহিনী লিখে গেছেন ,তার মূল্যায়ন আমার সঠিক ভাবে করিনা কেনো ??
গীতিকার ❤ সুরকার ❤ শিল্পী ❤
এই সকল গুণী মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ভালবাসা!💝💖💝💘💘
2:10
Music director name kamal Ahamed not Kamal Dasgupta. Ahmed and Dasgupta far different one is Islam another second is Hinduism. One betrayed hinduism due to unusual sex'.
Kumar sanu is better.
Kedar is not a singer
Kumar Shanu Ekhono Gaan Shekheni.
😂😂😂😂
😂😂😂
এতো ঘৃনা আর ভুল ধারনা নিয়ে ঘুমান কী করে? পটি হয় ঠিকমতো?
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি শিল্পী কে