হযরত গরীব উল্লাহ শাহ (রহ) এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • হযরত গরীব উল্লাহ শাহ( রহ) এর প্রকৃত নাম ছিল রুই উল্লাহ।তিনি শতের শতকে চট্টগ্রাম আসেন। চট্টগ্রামের জিইসি মোড়ের পাশে পাহাড়ের উপরে তিনি অবস্থান নেন এবং সেখানে সাধনায় লিপ্ত হন। বর্তমান মাজারের মুতাওয়াল্লির পদে আছেন মাননীয় শিক্ষা মন্রী ব্যরিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।এখানে হাজার হাজার মানুষ জিয়ারত করতে আসেন। অনেক মানুষ জিয়ারতে আসেন উনার উসিলা করে সচ্ছলতার জন্য। ইমাম শেরে বাংলা (রহ.) বলেছিলেন যাদের সচ্ছল অবস্থা প্রয়োজন তারা যেন গরীব উল্লাহ শাহ (রহ.) এর কাছে গিয়ে উনার উসিলায় যেন দোয়া করেন।

Комментарии •