Hotat Dekha Natok Song Lyrics দূরে যে ছিলে, ভালোই তো ছিলে প্রেমের চিঠি পুরোনো খামে আড়ালে রাখি, আমি সামলে দু চোখে লুকিয়ে রাখা পুরোনো নামে, দেখা হবে, ভাবিনি আগে, দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে কেনো এলে তবে ফিরে অচেনা এ তীরে, স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে যে… দূরে থেকেও ক্ষণিকের কাছে আসা অবুঝ সময় মুহূর্ত অজানা, আগলে আছি যেটুকু, আছি বেঁচে বলবো কি করে যেটুকু বলার আছে.. দেখা হবে, ভাবিনি আগে... দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে কেনো এলে তবে ফিরে অচেনা এ তীরে, স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে যে…
প্রাক্তন হলো বর্তমানের অলীক সুখ, যা কখনোই ছোঁয়া যাবেনা কিন্তু কাঁটার মতো বিঁধবে। তাতে কোনো রক্তক্ষয় হবেনা, ব্যাথা হবে যা ব্যক্ত করা যাবেনা, নিজের সঙ্গে এক অসীম যুদ্ধ....ভুলতে চাওয়ার কিন্তু না পারার।
সবচেয়ে দুর্বল জায়গা টায় হেরে যাওয়ার পর ও স্মৃতি গুলো কখনোই পিছু ছাড়ে না ..... দুনিয়ার সবচেয়ে ভয়ংকর জিনিসটা হল স্মৃতি যেটা প্রতিটা মুহূর্তে মানুষকে তারা করে বেড়ায় 🙃💫🥀
কথা দিয়ে ছিলো সারাজীবন এক সাথে থাকবে 😭😭 মরলেও এক সাথে মরবে 😭সত্যি কথা গুলো ঠিক মনে পরে বাট বলার মতো কেউ নাই 😭😭 কয়েকদিন হলো বিয়ে হইছে সে আর আমার নেই আমি হারিয়ে ফেলছি তাঁকে,, কিন্তু সে এখন এতটাই সুখি আছে যে আমি সেটা মানতে পারছি না,,, কিন্তু আমি তো ভালো নেই তাকে ছাড়া 😭😭😭💔💔💔💔
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়-!🙂 সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে" মানুষ যখন এই গানটা শুনতে আসবে" কেউ না কেউ আমার রেখে যাওয়া কমেন্টে Like দিবে তখন হয়তো আবার এই গানটা শুনতে পাবো-!🥀🙂
Love this scene and the lyrics ❤❤ কত মানুষ আসে আমাদের জীবনে.... এই এত মানুষ এর মধ্যে শুধু কোনো একজনকেই আমরা ভালোবেসে ফেলি....আর এত মানুষ এর মধ্যে শুধু সেই একজনই ভাগ্যে থাকে না.... কড়া বাস্তব💔 গানটা খুব সুন্দর❤ Love from India 🇮🇳❤
৭ মাস আগে তার সাথে আমার ব্রেকাপ হয়ে গেছে, কিছুদিন আগে তার সাথে দেখা হয়েছিলো, খুব কাছে থেকেও কিছু জিজ্ঞেস করতে পারিনি। খালি দূর থেকে দেখে গেছি......ভালো থেকো প্রিয়.....গান আর নাটকটা তার কথাই মনে করিয়ে দিয়েছে
vai same here...tar sthy dekha hole ktha blty pri bt agyr mto r sai vlobasa nie ktha hoy na...amr 11 mas hoisy brk up hoisy....er agy o brk up hoisy bt atto ta khrp kro jnno lgy ni
@@mdanwarulislam2280 ১৯৭১সাল জানার দরকার নেই আমি জানি ২০২১ সালের কথা নিজের জীবনের experience থেকে যা শিক্ষা নিয়েছি তা থেকেই বলচ্ছি ভালোবাসার কথা তোমাদের ভারতীয়দের মুখে মানায় না। আর হ্যাঁ আমি ""ভাইজান"" না Ok......
@@afsanafsan3983 baap to baap hota hai beta!!! Tera manne se ya na manne se, kuch badle ga nahi!! Aur ha thora parai barai kar liya karo... Lagta hai knowledge kaafi kaam hai tera!
@@mdanwarulislam2280 এই যে hello!!!! আপনি একজন বাংলাদেশীর সাথে কথা বলচ্ছেন। আমার Knowledge হয়তো আপনার চেয়ে কম হতে পারে কিন্তু আপনার মধ্যে তো minimum courtesy manners যে নেই সেটা বোঝাই যাচ্ছে এই যে একজন অপরিচিত মানুষকে হিন্দিতে """তুই """ করে বলেচ্ছেন সেটাই কি ঠিক?????
আমার দেখা বাংলা নাটক গুলোর মধ্যে সেরা নাটক ❤🥀 বেশি ঘোরা ফেরা না,,, ট্রেনের মধ্যেই শুরু ট্রেনের মধ্যেই শেষ।❤🥀 আধা ঘন্টার এই নাটক টা অনেকের মনেই বড় সড় একটা জায়গা করে নিয়েছে😣❤🥀
'আমাকে নামতে হবে পরের স্টেশনেই; দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই, যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনব তোমার মুখে। সত্য করে বলবে তো?’ আমি বললেম, ‘বলব।’ বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল, ‘আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে- কিছুই কি নেই বাকি?’ 🙂
Huge respect and love❤️ for Bangladesh natok and music industry ❤️❤️ নাটক টাও দেখেছি...world class acting 🔥 আর তানজিন তিশা ম্যাম ❤️ অপূর্ব স্যার both are favourite 😄 Love from india ❤️❤️
চাইলেই কি ফিরে পাওয়া যাই 🥺 কই,যাই নাহ তো 😢 যদি চাইলেই ফেরত পাওয়া যেত তবে হয়তো আমি 😍 পুরাতন আমার আমিকেই ফেরত চাইতাম। 😎যাকে তখনও কেউ ভেঙে গুরিয়ে দেয়নি। ❤️
We don't appreciate enough those kind of songs. They deserve more attention. This proves that Bangladesh can also produce good songs. And can't ignore Tanjin Tisha she is looking as outstanding as she is 🥰💞
We don't appreciate enough those kind of songs. They deserve more attention. This proves that Bangladesh can also produc good songs. And can't ignore Tanjin Tisha she is looking a outstanding as she is
This song deserves a GRAMMY award. Truly heart-touching.... HATS OFF to the music composer, arranger and the instrument players. Fantastic teamwork. MUCH RESPECT!
@@jarhead11691 সব সময় মানুষ যা চায়, তা পায়না অনেকেই. হয়তো ভাগ্যে নেই. হ্যাঁ, হারিয়ে গেলে কষ্ট হয়, হবেই সেটা. কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করা উচিৎ. নিশ্চয় ই আরও ভালো কিছু অপেক্ষা করছে হয়তো তার জন্য. সাময়িক কষ্ট হলেও, সময় ঠিকই সব হিসেব মিলিয়ে দেয়. Time is best Healer after all. Just wait .😊😇
নিজেকে এখন একটা বিধ্বস্ত শহরের মতন মনে হয় যার সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ৫ বছর হচ্ছে তোমার অপেক্ষায়, তুমি আজো ফিরে আসোনি।আর আমি আজো প্রতিরাত তোমার কথা ভেবে ঘুমিয়ে পড়ি।দিনশেষে নিজেকে ভীষণ একলা মনে হয়,কেউ নেই পাশে।চারদিকে শুধু অন্ধকার দেখি। দিনের বেলায় সব কষ্ট সবার কাছ থেকে আড়াল করি,স্ট্রাগল করি কিন্তু দিনশেষে তুমি আবারো আমাকে হারিয়ে দাও,খুব মিস করি,হয়তো আর কোনদিন আমাদের আর দেখা হবে না😢😢
দুনিয়াতে সবচেয়ে কঠিন মনে হয় সেটাই,,, কাউকে পাবোনা জেনে ও তাকে প্রচন্ড ভালবাসা,,,অপেক্ষা করে যাওয়া,, তাকে নিয়ে স্বপ্ন দেখা,, আল্লাহ ভালো রাখুক আপনাকে,,,সমাজ আর পরিবার নিয়ে ভালো থাকুন,, 😭😭😭 আল্লাহ ধৈর্য দিন আমাকে 😭
১৯-৮-২০২০ তোমায় হারিয়ে ফেলেছি। এভাবে হঠাৎ কোথাও দেখা হয়ে গেলে কিভাবে সামলাবো নিজেকে??? কেমন আছিস আমার ক্লান্তি খুব জানতে ইচ্ছে করে। তোর মুখের আত্মা বলে ডাকাটা ভুলতে পারি নাহ রে। যেখানেই থাকিস যেভাবেই থাকিস খুব ভালো থাক। ভালো থাকুক আমার ভালোবাসা💔
দূরে যে ছিলে ভালোই তো ছিলে প্রেমের চিঠি পুরোনো খামে আড়ালে রাখি আমি সামলে দু’চোখে লুকিয়ে রাখা পুরোনো নামে দেখা হবে ভাবি নি আগে দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে কেনো এলে তবে ফিরে অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে হারিয়ে গেছে কবে যে দূরে থেকেও ক্ষনিকের কাছে আসা অবুঝ সময় মুহূর্ত অজানা ওওওওও আগলে আছি যে টুকু আছি বেঁচে বলবো কি করে যে টুকু বলার আছে দেখা হবে ভাবি নি আগে দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে কেনো এলে তবে ফিরে অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে হারিয়ে গেছে কবে যে
আমার প্রিয় মানুষটা যখন আমার কাছে চলে আছে সব সেরে তখন রোজার মাস ছিল ১৭-০৫-২০২০ তখন Covid-19 Bangladesh এ কিন্ত এখন আছে Corona। আমার চোখে এখন ও ভাসে ও আমাকে আমার নাম দরে বলছিল আমি কিন্ত চলে আচ্ছি।বল আমি কোথায় আসব।আমি বল্লাম এই জায়গায় আছ।তার পর ও আসল।কিন্ত আমি আমার প্রিয় মানুষ তাকে আমার কাছে রাখতে পারলাম নাহ।আবার আমি তাকে ফেরিয়ে দিয়ে আসলাম।পরিবারের কথা ভাবে অনেক কিছু হারাতে হয়।এই ছিল আমার প্রিয় মানুষকে নাহ পাওয়ার গল্প। আমার গল্পটা সারা জীবন না পাওয়া হয়ে থাকল।
We don't appreciate enough those kind of songs. They deserve more attention. This proves that Bangladesh can also produc good songs. And can't ignore Tanjin Tisha she is looking a outstanding as she is
@@mjalam9787 akta kaj koren apni gaan tar lyrics ta niye gaan ta banan jamon ace gaan ta onakk shundor jai hok na kan jamon e hok na kan gaan ta onakkk shundorr soo dont judge the song
Hotat Dekha Natok Song Lyrics
দূরে যে ছিলে, ভালোই তো ছিলে
প্রেমের চিঠি পুরোনো খামে
আড়ালে রাখি, আমি সামলে দু চোখে
লুকিয়ে রাখা পুরোনো নামে,
দেখা হবে, ভাবিনি আগে,
দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে,
স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে যে…
দূরে থেকেও ক্ষণিকের কাছে আসা
অবুঝ সময় মুহূর্ত অজানা,
আগলে আছি যেটুকু, আছি বেঁচে
বলবো কি করে যেটুকু বলার আছে..
দেখা হবে, ভাবিনি আগে...
দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে,
স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে যে…
THQ 🥰
That's like a good idea 👌👌
ধন্যবাদ আপনাকে গানের লেখাটি খুজছিলাম সবখানে
Nc
So nice SONG
চরমভাবে ঠকিয়ে যাওয়া মানুষটার সাথে কোনো সম্পর্ক না থাকলেও, মাঝরাত হলেই তার কথা ভেবে চোখে জল আসে, ঘৃণা আসে না 💔😭
Keu j keno bujhena kotha ta
😔😔
Hmm😪😰
Ata e real valobasa.. Jane valobese thoke jabe tobuo Mon take e valobase
ঠিক আমার মতো
চারিদিকে শুধু হৃদয় ভাঙ্গার হাহাকার 💔 হয়তো কেউ কোথাও ভালো নেই এই অভিনয়ের পৃথিবীতে ❤ । কমেন্ট রেখে গেলাম 😊
😢😢😢
101% correct....we all are pretending 2 be happy....😢😢😢😢
Alhamdulillah. Ami vlo aci 😊
সাধনা ছাড়া যে তোমাকে পেয়ে গেলো,
সে কখনো বুঝবে না তুমি কতোটা মূল্যবান! 💔
Hmm 😥
apnar kothata onek balo lace
ঠিক বলেছেন ভাই।।।।।।।।।।।।।।।।। কান্না রোজ করি এখনো
Protita beimander amontai houya uchit.
সত্য বলেছেন
প্রাক্তন হলো বর্তমানের অলীক সুখ, যা কখনোই ছোঁয়া যাবেনা কিন্তু কাঁটার মতো বিঁধবে। তাতে কোনো রক্তক্ষয় হবেনা, ব্যাথা হবে যা ব্যক্ত করা যাবেনা, নিজের সঙ্গে এক অসীম যুদ্ধ....ভুলতে চাওয়ার কিন্তু না পারার।
thik
Thik moner kotha koto kicho peiyechilam dhore rakhte parini
Kotin shotto
Ekdom😔
Thik
সবচেয়ে দুর্বল জায়গা টায় হেরে যাওয়ার পর ও স্মৃতি গুলো কখনোই পিছু ছাড়ে না ..... দুনিয়ার সবচেয়ে ভয়ংকর জিনিসটা হল স্মৃতি যেটা প্রতিটা মুহূর্তে মানুষকে তারা করে বেড়ায় 🙃💫🥀
হুম
😭
Akdom sotto Kotha ...r atai bastobota....manuser sob Jontronar mul karon sriti......
Ata akdom thik kotha. 🙂🙂
😔😔😔😔
কাঁদিয়ে দিলো গানটা।সত্যি অসাধারণ।একবার কাউকে ভালোবাসলে তাকে র ভোলা যায় না।হতে পারে সে আজ অন্য কারুর স্ত্রী 💔
Keno apnar shathe ghotese naki
ব্যার্থ প্রেমের ফসল আজ অন্য কারুর স্ত্রী, কি আর করা যাবে?? জীবনে অনেক কিছু পাওয়া যায় না👍
Thik
ভালোবাসার মানুষ টা ভালো থাকুক, সব সময়!
কথা দিয়ে ছিলো সারাজীবন এক সাথে থাকবে 😭😭
মরলেও এক সাথে মরবে 😭সত্যি কথা গুলো ঠিক মনে পরে বাট বলার মতো কেউ নাই 😭😭
কয়েকদিন হলো বিয়ে হইছে সে আর আমার নেই
আমি হারিয়ে ফেলছি তাঁকে,, কিন্তু সে এখন এতটাই সুখি আছে যে আমি সেটা মানতে পারছি না,,, কিন্তু আমি তো ভালো নেই তাকে ছাড়া 😭😭😭💔💔💔💔
বেশি ভালোবাসার মানুষ গুলো দ্রুত হারায়,, আর এরা হারাবার জন্যই আসে!! ভালো থাকুক ভালোবাসা।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়-!🙂
সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে" মানুষ যখন এই গানটা শুনতে আসবে"
কেউ না কেউ আমার রেখে যাওয়া কমেন্টে Like দিবে তখন হয়তো আবার এই গানটা শুনতে পাবো-!🥀🙂
W
😢😢😢😢
Oi jonno pas ni tui
Pagol😂
Hum🥺
হুম 😢
অপেক্ষার শেষ।। আসলে নাটকটা আমার বেশি ভাল লাগে গানটার জন্য ❤❤
এক কথায় অসাধারণ 🙏🙏🙏
Amaro
Oshadharon gan
Ai gan ta sunle nijer past mone hoye jay😥😥😥😥😥😥😥😥😥😥😥
Hmmm
Yes
বাস্তবতা কতটা কঠিন তাই না !!
সব চেয়ে আপনজন গুলো এক সময়_কেউ না_হয়ে যায় 😞
- অপূর্ব তানজিন তিশার দারুন কাজ ছিল ❤
গানটা মনে করিয়ে দিল অতীতের স্মৃতিগুলো ৷ জীবনের সোনালী সময়গুলো
Ja kokhono Sonali chilo.tai akhon jontronar karon😔😔😢😢
Hmmm😭😭
@@daliya6096 Obosshoi sonali cilo. Tana hole oi time er jnno kosto hotona
হারিয়ে গেছি কবে যে.... লাইন টার তুলনা নেই ❤️from India 🇮🇳
hmmmmm
Hmmmmm
Hmmm 😥😥😥😥😥😥
moushumi das you are nice
ruclips.net/video/DQ8zq45nHNw/видео.html
যখন কষ্ট হয় তখন আল্লাহকে স্মরণ করবেন আর বেশি বেশি নামাজ পড়বেন সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ
Tahole gan sunte aachen kn🙄gan sunte aysa hafez hoi jan😂
যে হারায় নাই সে কখনো বুঝবে না হারানোর কষ্ট কেমন@@taniaislam8966
- যোগাযোগ নেই কথা হয় না 😭
- কিন্তু অপেক্ষা আর ভালোবাসা আগের মতোই রয়ে গেছে💔🌸
Akdom sotti
Love this scene and the lyrics ❤❤
কত মানুষ আসে আমাদের জীবনে.... এই এত মানুষ এর মধ্যে শুধু কোনো একজনকেই আমরা ভালোবেসে ফেলি....আর এত মানুষ এর মধ্যে শুধু সেই একজনই ভাগ্যে থাকে না.... কড়া বাস্তব💔
গানটা খুব সুন্দর❤
Love from India 🇮🇳❤
Bastob
Akdom...er theke bastob r kichu hotei parena
বাস্তব জীবন
Monni
100%
onkdin por kono natoker gaan etobar dekhechi & shunechi.gaantar sathe related sbaike ettogula thnx etto nice 1ta song amdr k upohar deoyar jonno...❤
hmn apu joto suni totoi vlo lge..jst wow song ta..r emotionaal kota gulu
@@farzanaemdad233 r8
Ha apu gaan ta khub valo laglo, onek bar sunche r or kotha onek mone pore gelo, Cokh theke onek pani porlo....
Same amio onk bar shuntechi gaan ta
- কাউকে ভালোবাসতে যেও না, কাউকে ভালোবাসাটা পাপ! আর তবুও যদি তুমি কাউকে ভালোবেসে থাকো তাহলে You're finished! 💔🙃
৭ মাস আগে তার সাথে আমার ব্রেকাপ হয়ে গেছে, কিছুদিন আগে তার সাথে দেখা হয়েছিলো, খুব কাছে থেকেও কিছু জিজ্ঞেস করতে পারিনি। খালি দূর থেকে দেখে গেছি......ভালো থেকো প্রিয়.....গান আর নাটকটা তার কথাই মনে করিয়ে দিয়েছে
Dukkho paben na.Valo thakuk sei valobasar manus gulo
vai same here...tar sthy dekha hole ktha blty pri bt agyr mto r sai vlobasa nie ktha hoy na...amr 11 mas hoisy brk up hoisy....er agy o brk up hoisy bt atto ta khrp kro jnno lgy ni
😢😢
same too 💔
Nice
নাটক টা দেখার পর গান টা না খুঁজে নিজেকে ধরে রাখতে পারলাম না।
মন জুড়িয়ে গেছিলো গান টা শুনে।
ভালোবাসা রইলো ভারত থেকে ❤️
তোমরা ভারতীয়রা আর যা বলো pls🙏🙏🙏ভালোবাসার কথা বলো না তোমাদের ভালোবাসা fake।
@@afsanafsan3983 ১৯৭১ র ইতিহাস একটু পরে ফেলুন ভাইজান।
মনে হচ্ছে অনেক কিছু অজানা আপনার।
@@mdanwarulislam2280 ১৯৭১সাল জানার দরকার নেই আমি জানি ২০২১ সালের কথা নিজের জীবনের experience থেকে যা শিক্ষা নিয়েছি তা থেকেই বলচ্ছি ভালোবাসার কথা তোমাদের ভারতীয়দের মুখে মানায় না। আর হ্যাঁ আমি ""ভাইজান"" না Ok......
@@afsanafsan3983 baap to baap hota hai beta!!! Tera manne se ya na manne se, kuch badle ga nahi!!
Aur ha thora parai barai kar liya karo...
Lagta hai knowledge kaafi kaam hai tera!
@@mdanwarulislam2280 এই যে hello!!!! আপনি একজন বাংলাদেশীর সাথে কথা বলচ্ছেন। আমার Knowledge হয়তো আপনার চেয়ে কম হতে পারে কিন্তু আপনার মধ্যে তো minimum courtesy manners যে নেই সেটা বোঝাই যাচ্ছে এই যে একজন অপরিচিত মানুষকে হিন্দিতে """তুই """ করে বলেচ্ছেন সেটাই কি ঠিক?????
- সবকিছু শেষ হয়ে যাবার পরেও ,
তার সৃতিগুলো আর শেষ হয়না । 🙂💔
(18 - 12 - 2020)🥀
Amaroo sm month and year🙂
4/4/22 🙂💔
.
ভাই টাইম waste osob 😂
Hm
গানটি সত্যিই খুবই সুন্দর ❤
আর নাটকটা তো অপূর্ব ❤😍
Hmmmmm
Actor er nam o apurbo😍
কিছু কিছু অনুভূতি আছে যা বলে প্রকাশ করা যায় না , কিন্ত এই গানে অনেকটা প্রকাশ পেয়েছে।💔
যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে ,
সে তাকেই হারায় 😅💔🥀
💔
Aitai niyom
হুম
Hmmm .....kno ????
Right
2021 এ গানটি কে কে শুনছেন।।। from India🇮🇳 ☺☺
Me
Me
Me😭😭😭😭
me.
Yes
মন ভরে যাচ্ছে গানটা শোনে।আপনাদের পশ্চিমবঙ্গের দর্শক আমি।
আমার দেখা বাংলা নাটক গুলোর মধ্যে সেরা নাটক ❤🥀
বেশি ঘোরা ফেরা না,,, ট্রেনের মধ্যেই শুরু ট্রেনের মধ্যেই শেষ।❤🥀
আধা ঘন্টার এই নাটক টা অনেকের মনেই বড় সড় একটা জায়গা করে নিয়েছে😣❤🥀
মাঝে মাঝে পরিবারের কাছে ভালোবাসা হেরে যায়,,,,আর পরিবার সেটা বুজতে না পারায় দুটি দুু দিকে চলে যায়,,, শেষ হয়ে যায় সব সম্পর্ক
Same here 💔
হুম তাই 👩❤️👩👩❤️
Hea eta sotty
Hm💔
আমি যাকে ভালবাসি সে অন্য ধর্মের বলে আমাদের কে দূরে সরে দিয়েছে। 😭😭
খুব সুন্দর রোমান্টিক এন্ড সেড মোমেন্ট ছিল এরকম নাটক আরো দেখতে চাই কাজল আরফিন অমি ভাইয়া এন্ড থ্যাঙ্ক ইউ ক্লাব ইলেভেন এরকম নাটক উপহার দেওয়ার জন্য
Bhai parle amr channel ti deikhen ektu
😍😍😍😍❤❤
'আমাকে নামতে হবে পরের স্টেশনেই;
দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনোদিনই।
তাই, যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে।
সত্য করে বলবে তো?’
আমি বললেম, ‘বলব।’
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
‘আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে-
কিছুই কি নেই বাকি?’ 🙂
রইলেম একটুকু চুপ করে
তারপর বললেম
"রাতের সব ★ আছে
দিনের আলোর গভীরে"
মা বাবার চেয়ে এই পৃথিবীর কোন ভালবাসা হয় না । মা বাবার ভালবাসাই সর্বশ্রেষ্ট ভালবাসা । একমত হলে 👍চাই ।
Ma babar cheye apon keu hoy na..
মা-বাবার ভালোবাসা তো ভালোবাসাই, কিন্তু প্রিয়জন, একজন সঙ্গীনির ভালোবাসা তার জায়গায় , মানুষের সবার ভালোবাসা প্রয়োজন,
@@jannatulferdous6107 apu ekdom thik bolicen
মা-বাবার ভালোবাসার সাথে এই ভালোবাসা তুলনা করাটা ঠিক হয়নি আপনার ।
গানটা এত ভাল্লাগে যে, মাঝে মাঝে মনে হয় গানটা আরো বড় যদি হতো তাহলে আরো শুনতে পারতাম.....❤❤❤❤
Same here
Same
Sm brooo
Seka khele ei ganta to valo Lagari kothaa😂😂
Hmm
এই নাটক টা যখন দেখতাম ভাবতাম কখনো যদি আমার সাথে ও এরকম হয় ভাগ্যের কি নিয়তি আমার লাইফের সাথে সত্যি মিলে গেলো ☺️☺️☺️
Huge respect and love❤️ for Bangladesh natok and music industry ❤️❤️
নাটক টাও দেখেছি...world class acting 🔥
আর তানজিন তিশা ম্যাম ❤️ অপূর্ব স্যার both are favourite 😄
Love from india ❤️❤️
সত্যি মন ছুয়ে যাওয়ার মতো একটা গান
ধন্যবাদ এতো সুন্দর গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য পরিচালক ও তার টিম কে 😍
- জ্বলতে থাকা মোমবাতিটা শিক্ষা দেয়...!
- কাউকে যত্ন করে মনের মধ্যে রেখে দিলে...!
সেই তোমার চোখের পানির কারণ হবে 💔🥀
কেউ কি আছো যে এই গানটি 2021 - এ শুনেছ ❤❤😍😍লাইক দাও......💕
Ami sob somoy shuni
Ami
Yes ... ami bar bar suni
ami 2022 a sunci🙂
Ganta sundor....
চাইলেই কি ফিরে পাওয়া যাই 🥺
কই,যাই নাহ তো 😢
যদি চাইলেই ফেরত পাওয়া যেত তবে হয়তো আমি 😍
পুরাতন আমার আমিকেই ফেরত চাইতাম। 😎যাকে
তখনও কেউ ভেঙে গুরিয়ে দেয়নি। ❤️
যার আওয়াজ শুনে আমার মন শান্তি পেত 🙂
তার মুখের কিছু কথা আমার মন কে ভিতর থেকে ভেঙ্গে দিয়েছে 😔💔😥
একদিন হয়তো আমি থাকবো না, নতুন প্রজন্ম এই গান টা শুনবে আর শিউরে উঠবে... স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম.... 2 0 21
Cmmnt ta onk valo laglo ....valovasa obiram vaia
r8 vaia
রাইট ভাইয়া
Thanks to all
💛💛💛
We don't appreciate enough those kind of songs. They deserve more attention.
This proves that Bangladesh can also produce good songs.
And can't ignore Tanjin Tisha she is looking as outstanding as she is 🥰💞
We don't appreciate enough those kind of songs. They deserve more attention. This proves that Bangladesh can also produc good songs. And can't ignore Tanjin Tisha she is looking a outstanding as she is
২ দুই বছর আগে নাটকটি একসাথে দেখছি আর এখোন মাঝ রাতে গানটি একাই শুনি কি যে একটা অনূভুতি।
valobasa rong bodlay👍
❤😇😇
আমরা মনে হয় আরও দুজন ভালো গায়কের সন্ধান পেয়ে গেলাম, যাদেরকে মানুষ অনেক দিন মনে রাখবে অন্তত এই গানটার জন্য।
❤😇😇ধন্যবাদ
অনেক অপেক্ষার পর গানটা পেলাম। অনেক সুন্দর হয়েছে গানটা। আর নাটকটা তো আরও অনেক সুন্দর হয়েছে।
gaan tar link den soni
নাটক টার নাম কি?
This song deserves a GRAMMY award. Truly heart-touching....
HATS OFF to the music composer, arranger and the instrument players. Fantastic teamwork.
MUCH RESPECT!
thanks fr appreciating my song this much.all the instruments were played by me along with the lyrics tune and singing!
@@ANafisEnough193 HATS OFF to you, for presenting such a beautiful song.
MUCH RESPECT to you...
❤❤❤❤
গানটা একা একা হেডফোন শুনতে খুব খুব ভালো লাগে। ❤️❤️❤️❤️
Love From Kolkata,INDIA
Vaiya কানে problem hoba tokon apnar abbu onak tk খরচ hoba apnar কানের jonno. tar thaka ai song mon diya sona valo mon diya sunla kono kotti hoba na
❤😇😇
Ei Eid ER Best Song ata❤️🖤
Jotobar suni Mon vore na....aro suni ...aro suni....and feeling Deep🙂❣️💯
Natok Tau🖤🙃
২০২১ এর শীতে কে শুনছেন? অসাধারণ গান, যেমন সুর, তেমনই গলা, তেমনই লিরিক্স আর নায়ক-নায়িকা। ভারত থেকে🇮🇳🇮🇳🇮🇳
R8 ami Bangladeshi
One of my favorite song🎵 💕❤
15 years has gone..... but still she is in my 💖
Vule jaoatai valo
Did you ever regret loving her??
so sad bro
Real love
chaila vula Jai nh sata joto bochor hok nh Kno💔☺️
Dekha Hobe vabini age aei lineta ato sundor expression dia gaoya hoise just wow... Tune and lyrics just awesome.. ❤️❤️
ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ৷ তার কথা ভাবতে সত্যিই ভালো লাগে, থাকুক না সে আজ অনেক দুরে ৷
সেইম টু ভাই❤😊
জীবন থেকে হারিয়ে তোহ অনেকেই যায় কিন্তু অপেক্ষা করো, আগামীর জন্য. সময় ঠিকই সঠিক মানুষকে সঠিক সময়ে তোমার জীবনের দোরগোড়ায় দার করিয়ে দেবে. 💜
Bhalobasha r bhalobasha sheta r ki hobe?? Bhalobasha chara jibon e ki kichu ache??
@@jarhead11691 সব সময় মানুষ যা চায়, তা পায়না অনেকেই. হয়তো ভাগ্যে নেই. হ্যাঁ, হারিয়ে গেলে কষ্ট হয়, হবেই সেটা. কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করা উচিৎ. নিশ্চয় ই আরও ভালো কিছু অপেক্ষা করছে হয়তো তার জন্য. সাময়িক কষ্ট হলেও, সময় ঠিকই সব হিসেব মিলিয়ে দেয়. Time is best Healer after all. Just wait .😊😇
@@sirfsanjida2932 ☺️ 10 bochor dhore dekhei jachchi
@@jarhead11691 keep faith on you . নিশ্চয়ই ভালো কিছু ঘটতে চলেছে😇
@@sirfsanjida2932 Well thanks I do not hope anymore.
সত্যি ভালোবাসার মানুষ টা অন্য কারোর হয়ে যাবে এটা ভাবলেই 😭😭....তবে তুই ভালো থাকিস সবসময় 👍👍...গানের সব কটি লাইন অসাধারণ👌👌👌
Hmm,Valo thakuk se Amy khosto diye......
সবকিছু শেষ হয়ে যাবার পরও
তার স্মৃতিগুলো রয়ে গেছে।💔
এই গানটা আমার খুব পছন্দের গানগুলোর মধ্যে একটি ❤❤
অনেক ভালোবাসা ভারত 🇮🇳 থেকে
❤😇😇
This song deserves 1M
yaap..vai..bt natok ta 10M views for sure
I think very soon Hoya jabe... 😊
Yes I think few months later this song will achieve 1million views
I agree😍😍😍
ঠিক।
_বাংলাদেশ এর দেখা প্রথম নাটক "হটাৎ দেখা"❤️ তার সাথে এই গানটি🖤_
নিজেকে এখন একটা বিধ্বস্ত শহরের মতন মনে হয় যার সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ৫ বছর হচ্ছে তোমার অপেক্ষায়, তুমি আজো ফিরে আসোনি।আর আমি আজো প্রতিরাত তোমার কথা ভেবে ঘুমিয়ে পড়ি।দিনশেষে নিজেকে ভীষণ একলা মনে হয়,কেউ নেই পাশে।চারদিকে শুধু অন্ধকার দেখি।
দিনের বেলায় সব কষ্ট সবার কাছ থেকে আড়াল করি,স্ট্রাগল করি কিন্তু দিনশেষে তুমি আবারো আমাকে হারিয়ে দাও,খুব মিস করি,হয়তো আর কোনদিন আমাদের আর দেখা হবে না😢😢
Inshaallah dakha hbe
222w2
আর আমি তো তার সাথে থেকেও এক অপূর্ণতা নিয়ে আছি💔
রোজ একসাথে থেকেও প্রতি রাতেই কাঁদতে হয়
@@bewafa3795sabr😓
অনেকটা সময় চলে গেছে। দেখা হয় না আর কথা তো দূরে থাক।
তবু ভালোবাসি, দূর থেকে।
Amr moto mile gese
Hmm
বউ থাকলেও কি একই কথা বলবেন!
Same
দুনিয়াতে সবচেয়ে কঠিন মনে হয় সেটাই,,, কাউকে পাবোনা জেনে ও তাকে প্রচন্ড ভালবাসা,,,অপেক্ষা করে যাওয়া,, তাকে নিয়ে স্বপ্ন দেখা,,
আল্লাহ ভালো রাখুক আপনাকে,,,সমাজ আর পরিবার নিয়ে ভালো থাকুন,,
😭😭😭
আল্লাহ ধৈর্য দিন আমাকে 😭
গানটা অসাধারণ, নাটকে এই গান শোনার পর এটা কেউ খুজে বের করেনি এমন মানুষ কম হবে। নাটকের কনসেপ্ট আরো দৃঢ় করে তুলেছে এই গানটা।
Isce Kore Amon akjon Jodi thakto aber hareya jaowar por feel kortam kmn pain ..bt kew asena
R8
@@mahfuzarrahman6104 vai jodi bujhten j kmn kosto taile emn ta bolten na. Er j ki kosto re apni bujhben nah😭😭😭😭😭😭 Pagol hoye jeten..
Ami khujechi
❤😇😇
১৯-৮-২০২০ তোমায় হারিয়ে ফেলেছি। এভাবে হঠাৎ কোথাও দেখা হয়ে গেলে কিভাবে সামলাবো নিজেকে??? কেমন আছিস আমার ক্লান্তি খুব জানতে ইচ্ছে করে। তোর মুখের আত্মা বলে ডাকাটা ভুলতে পারি নাহ রে। যেখানেই থাকিস যেভাবেই থাকিস খুব ভালো থাক। ভালো থাকুক আমার ভালোবাসা💔
১৩ বছর পর "হঠাৎ দেখা" নাটকের মত দেখা হয়ে গেল প্রিয় মানুষটির সাথে তাও ক্ষণিকের জন্য। আসলে সার্থপরদের কাছ থেকে কিছু আশা করতে নাই
কাজল আরেফিন অমির নাটক যেমনই হোক না কেন... তার নাটকের গানগুলো অসাধারণ 💖 এই ঈদের বেস্ট গান😍
অপেক্ষায় ছিলাম গানটার জন্য... 💝😘
স্মৃতি এমন একটা জিনিস যেটা হঠাৎ করেই মন খারাপ করে দেওয়ার এক নাম, ভালো থাকুক ভালোবাসার মানুষ টা💔
গানটা বিশেষ একজনকে মনে করিয়ে দিল .. যাকে কখনো ভুলতে পারবো না 🖤 দূর থেকে কেবল ভালোবেসে যাব ... 🖤
Amio tai
@@iptaysumparvin9814 Hmm
🫠
💛💛💛
Just awesome 👏👏👏
From Kolkata 🇮🇳🇮🇳🇮🇳
একটা সময় এই গান টা শুনে শুনে দিন চলে যেতও। এত আবেগ দিয়ে লিখেছে যেখানে আমি নিজেকে খুজে পাই। ভালো থাকুক ঠকিয়ে যাওয়া মানুস গুলো।
Just awesome 👌👌👌
From Kolkata 🇮🇳🇮🇳🇮🇳👏
আমি কখনোই চাইনা এভাবে হটাৎ তার সাথে আমার দেখা হোক।আমি সয্য করতে পারবোনা।মনে হয় মরেই যাবো..😭😢😥😰
না মরবেন কেনো। সেতো ভালোই আছে।
Kotha cilo apnr sathe..jogajog korte parbn..@Md Masud99
maria afia আমার সাথে?? কি কথা বলেন..???
Rahman Pp হে ভাই সে ভালোই আছে আমাকে ছাড়া..
Amio more jabo..
প্রাক্তন হল সেটাই যাকে হাজারো সাধনা করার পরও পাওয়া যায়নি। যার কথা স্মৃতিচারণ করলে চোখ দিয়ে গড়িয়ে পড়ে বিরহ পূর্ণ জলের জল!
গানটা এতো সুন্দর..😍😍 speechless 😶😶😯😯😯💓💓💖💖
দূরে যে ছিলে
ভালোই তো ছিলে
প্রেমের চিঠি পুরোনো খামে
আড়ালে রাখি
আমি সামলে দু’চোখে
লুকিয়ে রাখা পুরোনো নামে
দেখা হবে ভাবি নি আগে
দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে
হারিয়ে গেছে কবে যে
দূরে থেকেও ক্ষনিকের কাছে আসা
অবুঝ সময় মুহূর্ত অজানা
ওওওওও
আগলে আছি যে টুকু আছি বেঁচে
বলবো কি করে যে টুকু বলার আছে
দেখা হবে ভাবি নি আগে
দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে
হারিয়ে গেছে কবে যে
Gan ta kub vlo lage.....vlovasa manush te ke harano jonto ta sarajibon kosto dew??sobai jeno tar vlovasa manush ke paw💔💔
ইচ্ছে আছে অনেক এভাবেই যেন কোনো একদিন যাতে দেখা হয় তার সাথে🙂।তাকে এই কষ্ট টুকু পাওয়ানোর জন্য।আমি তো রোজই পাচ্ছি কষ্ট একদিন না হয় সে ও পাক🙂🖤
সে কষ্ট পেলে তো আপনাকে ছেড়ে যেত না
thanks a lot ♥
song ta upload debar jonno.
১০ বছর হলো তাকে হারিয়ে ফেলেছি,,,,আর তার সাথে সাথে জীবনের সব শান্তিও হারিয়ে গিয়েছে 🙂🙂😔
Sotti Kotha apni ke Ami Jani na Tobe apnar sathe Kotha amr mile giyese
@@muktamegh6863 hmm😔😔😔😔😔😔
আমার তিন বছর হয়ে গেল তবুও আমার সে মনে আছ❤
আমার এক
গানটি গায়ের লোমকূপ দাঁড় করিয়ে দেয়✌
অতীতটাকে খুব করে মনে করিয়ে দেয়😴
😥
Hm onek
💛💛💛
ছেড়ে যাবার পর বুজা যায় ঠিক কতটা ভালোবাসা ছিলো💔💔💔💔💔
Hummm 😭
Right 😓
একটি বস্তু যা দেখা যায় না ছোয়া যায় না তবু তা বহন করাটা খুব কঠিন স্মৃতি যা চাইলে জীবন থেকে আলাদা করা যায় না
এইভাবে যেন আমাদের দেখা না হয় 🙂।
সেইদিন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারব না💔🥀🙂
আমার প্রিয় মানুষটা যখন আমার কাছে চলে আছে সব সেরে তখন রোজার মাস ছিল ১৭-০৫-২০২০ তখন Covid-19 Bangladesh এ কিন্ত এখন আছে Corona। আমার চোখে এখন ও ভাসে ও আমাকে আমার নাম দরে বলছিল আমি কিন্ত চলে আচ্ছি।বল আমি কোথায় আসব।আমি বল্লাম এই জায়গায় আছ।তার পর ও আসল।কিন্ত আমি আমার প্রিয় মানুষ তাকে আমার কাছে রাখতে পারলাম নাহ।আবার আমি তাকে ফেরিয়ে দিয়ে আসলাম।পরিবারের কথা ভাবে অনেক কিছু হারাতে হয়।এই ছিল আমার প্রিয় মানুষকে নাহ পাওয়ার গল্প। আমার গল্পটা সারা জীবন না পাওয়া হয়ে থাকল।
যে চলে গেছে সে আর ফিরে আসবে না জানি। তারপরেও আল্লাহ তাকে ভাল রাখুক কেননা আর কোন দোস নেই
প্রতিদিন অন্তত ২০ বার না শুনলে ভালো লাগে না,,, খুব ভালো লাগে গানটি।।।।
দূরে যে ছিলে ভালই তো ছিলে প্রেমের চিঠি পুরনো খামে💌
লাইনটা অসাধারণ🖤
ভালোবাসা বড় অদ্ভুত কেউ সহজে পেয়ে যায় আবার কেউ শতবার চাওয়ার পর ও পায় না ☺
Really this is amazing song.....love from India
আবার আপনাকে তার তখনই প্রয়োজন হবে যখন সে তার তৃতীয় ব্যাক্তির থেকে কিছুই পাবে না! ❤
গানটি শুনে কোনো এক আবেগে যেনো হারিয়ে যাচ্ছিলাম
Love from INDIA 🇮🇳
MashAllah ❤️
Onek shundor song 😍
We don't appreciate enough those kind of songs. They deserve more attention. This proves that Bangladesh can also produc good songs. And can't ignore Tanjin Tisha she is looking a outstanding as she is
ae gaan tir tune onno ak jaiga thekey newa...
@@mjalam9787 akta kaj koren apni gaan tar lyrics ta niye gaan ta banan jamon ace gaan ta onakk shundor jai hok na kan jamon e hok na kan gaan ta onakkk shundorr soo dont judge the song
গানটি শুনে একটা আলাদাই অনুভূতি তৈরি হয়, ভীষণ ভালো লাগে শুনতে ❤️❤️
❤
16yrs gone.......never forget him
আমার জীবনের কিছু সৃতি মিলে গেছে এই গানটিতে।।খুব কষ্ট হয় মনের মানুষের সঙ্গে দেখা হলে আর এই ভেবে যে সে এখন অন্যের।।
কিছু কথা কোনদিনো প্রকাশ করা যায়না শুধু চোখ সরিয়ে নিতে হয় 😊
গান টার জন্য নাটক টা অন্য লেভেলে গেছে... গান টার কথা অসাধারণ 👌 একদম ইমোশনাল করে দেয়❤ বারবার শুনতে ইচ্ছা করে তাই..
অসম্ভব সুন্দর গানটি ❤️❤️❤️ telefilm tao ভীষণ সুন্দর,,from India 🇮🇳
গানটি কত বার আমি শুনছি তার কোন হিসেব নেই,,,
ভালো থেকো (শা........❤........বু)
Mon bhore na jotobar suni❤️
Thiki ❤️