0:43 চলতি সময়, থমকে দাঁড়ায় জেগে জেগে স্বপ্ন দেখি হায় তোমার এই হাত ধরতে চায় ফাগুন হাওয়ায় । কি মায়ার কোন, সে নেশায় বারে বার মন ছুঁতে চায় চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায় । আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই । তুমি আমি আর নিরবতা, শুনতে কি পাও এই মনে কথা ভোর আঁধারেও তোমায় দেখি, তুমি কবিতা, তুমি কবি । 2:13 আজকাল মন ডুবে যায় অনুভবে তুমি ভাসো তাই এই আমি না চিনি আমায়, চেনা আয়নায় । আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই । 3:00 চলতি সময়, থমকে দাড়ায় জেগে জেগে স্বপ্ন দেখি হায় তোমার এই হাত ধরতে চায় ফাগুন হাওয়ায় ।(3:10) কি মায়ার কোন সে নেশায় বারে বার মন ছুটতে চায় চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায় । আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই ।
এমন সব ক্লাসিক ঘারানার গানগুলো বারবার ফিরে আসুক...অসম্ভব সুন্দর কম্পোজিশন...সাধুবাদ পিন্টুদা...সুকন্যা দিদি এক কথায় আতুলনীয় ...বেচে থাকুক বাংলা গান সঠিক পথে সঠিক বাহকের হাতে...
সুকন্যার গলায় একটা ঠান্ডা, শীতল ভাব আছে। তাই গানটা শুনলেই মনটা ভরে যায়৷ আর গানের দৃশ্যগুলেও এতো মার্জিত, রুচিসম্মত যা সত্যিই প্রশংসার দাবি রাখে। সব মিলেমিশে একটা অসাধারণ গান
চলতি সময়, থমকে দাঁড়ায় জেগে জেগে স্বপ্ন দেখি হায় তোমার এই হাত ধরতে চায় ফাগুন হাওয়ায় । কি মায়ার কোন, সে নেশায় বারে বার মন ছুঁতে চায় চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায় । আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই । তুমি আমি আর নিরবতা, শুনতে কি পাও এই মনে কথা ভোর আঁধারেও তোমায় দেখি, তুমি কবিতা, তুমি কবি । আজকাল মন ডুবে যায় অনুভবে তুমি ভাসো তাই এই আমি না চিনি আমায়, চেনা আয়নায় । আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই । চলতি সময়, থমকে দাড়ায় জেগে জেগে স্বপ্ন দেখি হায় তোমার এই হাত ধরতে চায় ফাগুন হাওয়ায় । কি মায়ার কোন সে নেশায় বারে বার মন ছুটতে চায় চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায় । আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই ।
Every line touches heart ♥ ♥ অসাধারণ লিরিক্স,, soothing voice ♥♥ চলতি সময়, থমকে দাঁড়ায় জেগে জেগে স্বপ্ন দেখি হায় তোমার এই হাত ধরতে চায় ফাগুন হাওয়ায় । কি মায়ার কোন, সে নেশায় বারে বার মন ছুঁতে চায় চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায় । আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই । তুমি আমি আর নিরবতা, শুনতে কি পাও এই মনে কথা ভোর আঁধারেও তোমায় দেখি, তুমি কবিতা, তুমি কবি । আজকাল মন ডুবে যায় অনুভবে তুমি ভাসো তাই এই আমি না চিনি আমায়, চেনা আয়নায় । আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই ।
আমার অসম্ভব ভালো লাগে এই গানটা। এতোদিন যেন এমনি একটা গানের সন্ধান করছিলাম। সিনেমাটাও দেখেছি, মুগ্ধ হয়ে গেছি । বাংলাদেশের 'ফাগুন হাওয়ায়' আরো অনেক দূর দিগন্তে ছড়িয়ে পড়ুক। ভালোবাসা ও শুভেচ্ছা রইল কলকাতা (ভারতবর্ষ) থেকে
তুমাকেই চেয়েছি, তুমাকেই পেয়েছি ❤ ##চলতি সময়, থমকে দাঁড়ায় জেগে জেগে স্বপ্ন দেখি হায় তোমার এই হাত ধরতে চায় ফাগুন হাওয়ায়। কি মায়ার কোন, সে নেশায় বারে বার মন ছুঁতে চায় চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায়। আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই। তুমি আমি আর নিরবতা, শুনতে কি পাও এই মনে কথা ভোর আঁধারেও তোমায় দেখি, তুমি কবিতা, তুমি কবি। আজকাল মন ডুবে যায় অনুভবে তুমি ভাসো তাই এই আমি না চিনি আমায়, চেনা আয়নায়। আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই। চলতি সময়, থমকে দাড়ায় জেগে জেগে স্বপ্ন দেখি হায় তোমার এই হাত ধরতে চায় ফাগুন হাওয়ায়। কি মায়ার কোন সে নেশায় বারে বার মন ছুটতে চায় চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায়। আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই (ভালবাসার মানুষ হিসাবে পেয়েছি যাকে আমি চেয়েছি , বউ হিসাবেও চাই 🤲 দুর থেকে এভাবেই ভালোবাসতে চাই- নিকনেম ( Exam na tumar ❤️) আমিও বলতে চাই, আমি বার বার বহু বার তুমাকেই চাই ❤❤❤
২০২১ সালেও যে কতো বার শোনা হলো।যতবার শুনি ততোবারই মন ছুঁয়ে যায়।🖤🤍🖤 যারা এই গানটা শুনে তাদের রুচির প্রশংসা না করে পারছি না।অনেক বছর পরে বাংলা ছবির এ-ই একটা গান সবচেয়ে বেশি ভালো লাগছে।
গান টা যে কি অসাধারণ হয়েছে এখন এরকম গান শুনতে পাওয়া যায়না।গানের সুর কথা,গায়িকা, গায়কের কন্ঠ সব মিলিয়ে গান টা চমৎকার। অনেক দিন পর একটা বাংলা মনোমুগ্ধকর গান খুঁজে পেলাম।
এক প্রেমিকা তার প্রেমিককে প্রেমপত্রে এই গানটা উৎসর্গ করেছিল। কোনোক্রমে সেই চিঠি পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। জানিনা তাদের প্রেম সত্যিই পরিণতি পেয়েছিল কিনা, কিন্তু আমি এই গানটার প্রেমে পড়ে গেছি।
স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম তার মুখে এই গানটা শুনেছিলাম তখন নতুন গানটা রিলিজ হয়ে ছিলো। তারপর বাসায় এসে অনেক বার শুনেছিলাম গান টা। আজও গানটা শুনলে তার কথা অনেক মনে পরে আর মনে হয় গানটা সে-ই গাইছে 🙂❤
I got my man!But still don't know why while listening to this song my eyes get teared!Such a masterpiece..Lyrics totally describes the feeling of a true lover❤️❤️
এই গানটা স্মৃতির মালায় আজীবন গাঁথা থাকবে, শুকনো বকুলের মতো, সুবাস ছড়াবে বহুকাল জুড়ে। কেউ একজন প্রথম গানটা পাঠিয়েছিলো। আজ সে নেই, গানের কথাগুলো রয়ে গেলো। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই।
আমি টেলিভিশন দেখি না বললেই চলে। গত সপ্তাহে কোনো একটা চ্যানেলের লাইভ গানের অনুষ্ঠানে সুকন্যা এবং পিন্টু ঘোষ আমন্ত্রিত অতিথি ছিলেন। আমার বর গান শুনছিলেন। রান্নাঘরে কাজ করছি আর শুনতে পাচ্ছি এই গানটা। শুনছি আর ভাবছি এত সুন্দর একটা গান বাংলাদেশের মানুষের তৈরী তাও এই সময়ে। ভেবেই গর্ববোধ করছিলাম যে এখনও তাহলে এত উন্নত মানের গান তৈরী করার মানুষ আছে। যাদের সৃষ্টি শুনলে মন প্রান জুড়িয়ে যায়। এত বছর আগের তৈরী গান আরো আগে কেনো শুনতে পাইনি ভেবে মনটা একটু খারাপই হলো।
Such a beautiful song and film. A great respect to the actors, directors, music composers and the entire crew. A soul fulfilling song...love from India
9যখন একজন মা বলে " আমি ক্লান্ত" তারমানে সে শুধুই ক্লান্ত। ক্লান্ত মানে এটা না যে সে তার বাচ্চাদের উপর বিরক্ত, তাদের কোথাও ফেলে দিয়ে আসতে চায়। যখন একজন মা কিছু সময় একা থাকতে চায়, একান্তই নিজের কিছু সময় তারমানে এটা দাঁড়ায় না সে তার বাচ্চাদের উপর ত্যাক্ত বিরক্ত। মা হয়ে সে অনুতপ্ত না। যখন একজন মা বাচ্চাদের নুডুলস বা চিপস খেতে দেয় তারমানে এটা না যে তার বাচ্চারা প্রতিদিন প্রতিবেলা শুধুই নুডুলস বা চিপস খায়। জায়গায় জায়গায় বলে বেড়াবেন না " ও তো রান্নাই করে না!" আজকে একজন মায়ের বাসায় গিয়ে দেখলে সবকিছু অগোছালো তারমানে এই না যে বাসা সবসময়ই এমন থাকে। যখন দেখবেন একজন মা তার বাচ্চাদের সাথে চিল্লাচ্ছে তারমানে এই না সে ডাইনী মা। এর আগে ৩০০ বার একই কথা মিষ্টি করে বলেছে যা আপনি শুনেননি বা শুনতে চাননি। যখন একজন মা ফ্রেন্ডদের সাথে বা স্বামীর সাথে একা ঘুরতে যেতে চায় তারমানে এই না সে আবার সিঙ্গেল হতে চায়। সে ও মানুষ! যখন একজন মায়ের সন্তান শুকনা বা আপনার ভাষায় " অপুষ্টি" তারমানে এই না সে তার বাচ্চাদের খাওয়ায় না। ডাক্তাররের কাছে এই মায়ের বাচ্চাই ফিট কারন বাচ্চাটা একটিভ এবং সুস্থ। স্থুলতা কখনোই সুস্থতা নয় যদি হয় তাহলে আজকেই ডায়েট করা বন্ধ করে দেন। কখনোই কারো সিচুয়েশন না জেনে তাকে জাজ করবেন না। একজন মাকে তো মোটেও না। যে মাকে আপনি জাজ করছেন, সত্যির সাথে আরো কিছু মাল মসলা মিক্স করে কানাকানি করছেন সে তার জীবনের সব স্বপ্ন, সবটুকু সময় অন্য কিছু মানুষের নামে লিখে দিয়েছে। মা ছাড়া এই পৃথিবীতে কোন মানুষ পাবেন না যে নিঃস্বার্থভাবে স্যাক্রিফাইস করবে যেভাবে একজন মা প্রতিদিন, প্রতি মূহুর্ত করে যাচ্ছে। Collecteda
ভারতীয় সুর ও তালের আঁচ পাওয়া যাচ্ছে। এত ধীর গলার বাংলা গান শুনিনি এর আগে। তবে, শিল্পীদের কন্ঠের মাধুর্য ও অনুশীলন অসাধারণ করে তুলেছে গানটিকে। এই গানটি তার প্রেম ও মাধুর্যের মাধ্যমে শতাব্দী জয় করবে বলে মনে হচ্ছে!❤❤ অনেক শুভকামনা নতুন মুখদের জন্য!🥰
এই গান টার সাথে এতো বেশি স্মৃতি জড়ানো আছে যতবার শুনি ভিতরে একটা শান্তি কাজ করে।আমি যখন প্রথম আমার ভালোবাসার মানুষটার প্রতি আমার ভালোবাসা অনুভব করেছিলাম সেদিন প্রথম বার আমরা দুজনেই একসাথে এই গান টা শুনি।সেদিন ঠিক যেমন টা অনুভব হয়েছিল এখনও যতবার গানটা শুনি ঠিক ওইদিনের মতই লাগে। June17,2022❤️
আমি যাকে ভালবেসে বিয়ে করেছিলাম, সেই মানুষটা প্রথমে আমাকে এই গানটা শুনিয়েছিল। বিচ্ছেদের পর ৩ বছর আমি এই গানটা শোনার সাহস করতে পারি নাই। অনেক সাহস করে আজ শুনছি। কারণ আমার অনেক কষ্ট হয়। বলেছিল, সে আমাকে বারবার চায়। কিন্তু সে আমাকে আর চায় নাই। একবার ও না, হাজারবার তো দূরে। বলেছিল, আমাাকে ছেড়ে যাবে না। কিছু মানুষ কথা দেয়, কিন্তু কথা রাখে না। আপনি লাকি, সবসময়ই লাকি থাকুন এই আশা করি।
আমি ভাবতাম তোমার আকাশের একমাত্র চাঁদ আমি। চাঁদের পাশে যে অসংখ্য গ্রহ নক্ষত্র থাকে সেগুলো মিট মিট করে জ্বলতে থাকে আর প্রেম তো নক্ষত্রের সাথে ও হয়। আকাশের কি দোষ বলো??? lipo asma❤
Listening to this+remebering your loved ones=goosebumps ✨✨ Its a masterpiece♥♥ i never get bored of this song no matter how many times i listen to this♥♥
Omg ai gaan ta ato sundor Amazing lyrics Sunle suntei thaki niki I'm literally obsessed with this song And I'm definitely going to put this song on my wedding album 🌸🤗🌸❤️🌸❤️🌸
গানটার শুটিং হয়েছে খুলনা জেলার আমার জন্মভূমি পাইকগাছা পৌরসভার শিবসা নদীর তীরে ♥️ অসাধারণ একটা গান। বারবার শুনি আবার শুনতে ইচ্ছা করে। অন্যরকম একটা ফিলিংস আছে গানটার মধ্যে।
ভাই গানটির শুটিং হয়েছে কড়ুলিয়া নদীর তীরে খড়িয়া গ্রামে। পাইকগাছা ব্রিজ থেকে থানা পর্যন্ত যে নদী তা আগে থেকেই ভরাট হয়ে গেছিলো । তখন নদিতে অল্প অল্প জল ছিল। এই গানটার শুটিং হয়েছে পূর্ব খড়িয়া তে। ওইখানে প্রচুর কেওড়া গাছ আছে। গানে দেখলে বুঝতে পারবেন। আমার বাড়ি খড়িয়া তে।
Such kind of songs should be disseminated in every corner of song lovers, specially the lovers of soft tuned song. Amazing!!! Great job indeed!!!!!!!!!!!
Ami sadaranto Hindi gaan gula besi suni 🙂kintu akdin RUclips dkte dkte ai gaan ta sunte pai joto bar suni onno rokom vlo laga kaj kore ak onno rokom onuboti 😌💖
Out standing .superb.,just loving it.thank you tauqir, tisa,and Siam and yes definitely the super duper brilliant singer's. Loves and respect to the fagun haaa team.love from Britain..
May be this song is inspired from 'Salamat Rahe'. But Sukonna connects us more than Arijit Singh. What a beautiful masterpiece it is! I can hear this masterpiece thousand time in a day.
ভেবেছিলাম কখনোই আর সত্যিকারের বাংলা গান পাবো না যা মন ছুয়ে যাবে, কিন্তু ধারণা পাল্টে গেলো। এমন গান বানালে মানুষ আর বিদেশি গানের দিকে ছুটবে না
Thik bolechhen...deshei shob kichhu valo maner pele, bideshe jete hobena
oshombob sundor i like it
Sotti e oshadharon
সত্যিকারের বাংলা গান আবার কি?
আসলেই বাংলা ভাষার এতো সুন্দর গান আবার শুনবো কল্পনায় ছিলো না।
বৃষ্টির রাত, ঘর অন্ধকার ,কানে হেডফোন আর এই গান ।। কিছু পুরনো স্মৃতি 😔😔
Sriiti guloi onk marattik jinish ja chokher gum k onk mollohin kore dda
0:43
চলতি সময়, থমকে দাঁড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায় ।
কি মায়ার কোন, সে নেশায়
বারে বার মন ছুঁতে চায়
চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায় ।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই ।
তুমি আমি আর নিরবতা,
শুনতে কি পাও এই মনে কথা
ভোর আঁধারেও তোমায় দেখি,
তুমি কবিতা, তুমি কবি ।
2:13
আজকাল মন ডুবে যায়
অনুভবে তুমি ভাসো তাই
এই আমি না চিনি আমায়,
চেনা আয়নায় ।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই ।
3:00
চলতি সময়, থমকে দাড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায় ।(3:10)
কি মায়ার কোন সে নেশায়
বারে বার মন ছুটতে চায়
চেনা মুখ ঘুরপাক খায়
চোখের পাতায় ।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই ।
thank you😊
ভাল্লাগছে ভুব ভাল্লাগছে,,,,
Thank you for the lyrics 🙏
🎉
❤❤
এমন সব ক্লাসিক ঘারানার গানগুলো বারবার ফিরে আসুক...অসম্ভব সুন্দর কম্পোজিশন...সাধুবাদ পিন্টুদা...সুকন্যা দিদি এক কথায় আতুলনীয় ...বেচে থাকুক বাংলা গান সঠিক পথে সঠিক বাহকের হাতে...
What a voice... Heart Touching
Onek bhalo akta kotha bollen.Thanks..
It’s really awesome..
Absolutely heart touching 💙 ♥
যারা যারা এই গানটি বারবার শুনছেন তাদের বলছি, আপনাদের রুচির প্রশংসা না করে পারা যায় না।
Ami 50+ suneci
ধন্যবাদ।
@@tarekahmed9430 আমি এর চেয়েও বেশি। ☺️
Amar khub valo lage ei gaanta 😍😍🥰
amito daily shuni, neshar moto
নিঃসন্দেহে এটা একটা মাস্টারপিস,যা আমাদের নব্বইয়ের দশকে সুন্দর ও নির্মল ভালোবাসার সময়ে ফিরিয়ে নিয়ে যায় 🤍
সুকন্যার গলায় একটা ঠান্ডা, শীতল ভাব আছে।
তাই গানটা শুনলেই মনটা ভরে যায়৷ আর গানের দৃশ্যগুলেও এতো মার্জিত, রুচিসম্মত যা সত্যিই প্রশংসার দাবি রাখে। সব মিলেমিশে একটা অসাধারণ গান
সেইম❣
Outstanding
ভালো কাজের মূল্য দিন দিন হারিয়ে ফেলছি। আমরা নিজেরাই
চলতি সময়, থমকে দাঁড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায় ।
কি মায়ার কোন, সে নেশায়
বারে বার মন ছুঁতে চায়
চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায় ।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই ।
তুমি আমি আর নিরবতা,
শুনতে কি পাও এই মনে কথা
ভোর আঁধারেও তোমায় দেখি,
তুমি কবিতা, তুমি কবি ।
আজকাল মন ডুবে যায়
অনুভবে তুমি ভাসো তাই
এই আমি না চিনি আমায়,
চেনা আয়নায় ।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই ।
চলতি সময়, থমকে দাড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায় ।
কি মায়ার কোন সে নেশায়
বারে বার মন ছুটতে চায়
চেনা মুখ ঘুরপাক খায়
চোখের পাতায় ।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই ।
অনেক ধন্যবাদ।
🌹
thank you
❤❤
Great expression
Every line touches heart ♥ ♥ অসাধারণ লিরিক্স,, soothing voice ♥♥
চলতি সময়, থমকে দাঁড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায় ।
কি মায়ার কোন, সে নেশায়
বারে বার মন ছুঁতে চায়
চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায় ।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই ।
তুমি আমি আর নিরবতা,
শুনতে কি পাও এই মনে কথা
ভোর আঁধারেও তোমায় দেখি,
তুমি কবিতা, তুমি কবি ।
আজকাল মন ডুবে যায়
অনুভবে তুমি ভাসো তাই
এই আমি না চিনি আমায়,
চেনা আয়নায় ।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই ।
অনেক ধন্যবাদ আপনাকে আপু
Sunte ki pao ai mone'r kotha........mone kotha hobe na
Nice
এই কম্পোজিশন যদি ন্যাশনাল এওয়ার্ড না পায় তাহলে ব্যাপারটা খুব লজ্জার হবে... দারুন কাজ পিন্টু ঘোষ...👍💓💓
কি সাধারণ অথচ কত অসাধারণ।
গান+ সিনেমাটোগ্রাফি + জুটি= ফাগুন হাওয়ায়।😍😊
এই গানটির ২টা দিক।
১.রোমান্টিকঃ ভালোবাসার মানুষকে যারা পেয়েছে
২.Sad: ভালোবাসার মানুষকে যারা হারিয়েছে বা কখনোই পায়নি।
Right 👍👍👍👍👍
Ami amr valobasar manusk hariyechi..... kokhono paini😓
আমি পেয়েছি ❤❤
আমার অসম্ভব ভালো লাগে এই গানটা। এতোদিন যেন এমনি একটা গানের সন্ধান করছিলাম। সিনেমাটাও দেখেছি, মুগ্ধ হয়ে গেছি । বাংলাদেশের 'ফাগুন হাওয়ায়' আরো অনেক দূর দিগন্তে ছড়িয়ে পড়ুক। ভালোবাসা ও শুভেচ্ছা রইল কলকাতা (ভারতবর্ষ) থেকে
Love from BD 🇧🇩
একটা গান এত সুন্দর কিভাবে হয়। কতবার যে শুনলাম হিসেব নেই।
তুমাকেই চেয়েছি, তুমাকেই পেয়েছি ❤
##চলতি সময়, থমকে দাঁড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায়।
কি মায়ার কোন, সে নেশায়
বারে বার মন ছুঁতে চায়
চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায়।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই।
তুমি আমি আর নিরবতা,
শুনতে কি পাও এই মনে কথা
ভোর আঁধারেও তোমায় দেখি,
তুমি কবিতা, তুমি কবি।
আজকাল মন ডুবে যায়
অনুভবে তুমি ভাসো তাই
এই আমি না চিনি আমায়,
চেনা আয়নায়।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই।
চলতি সময়, থমকে দাড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায়।
কি মায়ার কোন সে নেশায়
বারে বার মন ছুটতে চায়
চেনা মুখ ঘুরপাক খায়
চোখের পাতায়।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই
(ভালবাসার মানুষ হিসাবে পেয়েছি যাকে আমি চেয়েছি , বউ হিসাবেও চাই 🤲 দুর থেকে এভাবেই ভালোবাসতে চাই- নিকনেম ( Exam na tumar ❤️)
আমিও বলতে চাই, আমি বার বার বহু বার তুমাকেই চাই ❤❤❤
4:06 4:06 4:06
সুকন্যা আপু,তোমার ভয়েসটা এত সুন্দর... একদম মনে ধাক্কা দেয়...বারবার এই গানটা শুনি, এত ভাল লাগে 😊😊😊
হ্যালো জাফরিন
Xosss voice
Tai
bar bar shuni onek beshi balo lage...s
R kichu
২০২১ সালেও যে কতো বার শোনা হলো।যতবার শুনি ততোবারই মন ছুঁয়ে যায়।🖤🤍🖤
যারা এই গানটা শুনে তাদের রুচির প্রশংসা না করে পারছি না।অনেক বছর পরে বাংলা ছবির এ-ই একটা গান সবচেয়ে বেশি ভালো লাগছে।
Suntechi
আমি প্রতিদিন একবার শুনি
Amaro
Ami shara din shunlam ei gaan ta, eto tai mugdho hoyese ta bole bojhate parbona....
🥰🥰🥰🥰
Jake vebe protidin song ta sontam aj se amr❤❤ Alhamdulillah ❤❤
শুভ কামনা!
তৌকির,সিয়াম-তিশা'র জন্য.....!!!
গান টা যে কি অসাধারণ হয়েছে এখন এরকম গান শুনতে পাওয়া যায়না।গানের সুর কথা,গায়িকা, গায়কের কন্ঠ সব মিলিয়ে গান টা চমৎকার। অনেক দিন পর একটা বাংলা মনোমুগ্ধকর গান খুঁজে পেলাম।
Onek sundor gaan....etto valo lagse
গান টা কখনো ওই ভাবে শুনি নি। কিন্তু আজকে শুনে প্রশংসা না করে পারছি না 🧡 সত্যিই দারুণ 🧡
এক প্রেমিকা তার প্রেমিককে প্রেমপত্রে এই গানটা উৎসর্গ করেছিল। কোনোক্রমে সেই চিঠি পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। জানিনা তাদের প্রেম সত্যিই পরিণতি পেয়েছিল কিনা, কিন্তু আমি এই গানটার প্রেমে পড়ে গেছি।
অন্নের চিঠি?😁😁😁
@@mahfujulalim3672 হ্যাঁ! অন্য একজনের চিঠি!😪😪
@@rafique5801 😯😯
@@musfikanaznin6823
What?
সেই চিঠি টা কি পাওয়া যাবে বা দেখার সুযোগ?.
একাকীত্ব আর একটা মৃদু অন্ধকারে নির্ঘুম রাত! নিকোটিনে পোড়া আলাদা একটা কড়া ফিল!
গানটা কতোবার শুনতেছি হিসেব নাই। 😍
😢😢😢
গানটা প্রথম শুনেছিলাম সিয়াম এর বিয়ের ভিডিও তে।তারপর ইউটিউবে সার্চ দিয়ে শুনি। আর এখন দিনে নুন্যতম দুই একবার শুনিই❤️❤️
Ami o
Amio
অনেক দিন পর এমন গান শুনতে ভালোই লাগছে
ধন্যবাদ 😘😘ফাগুন হাওয়ায়😘😘টিম কে।
এই গানটা জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য ছিল কিন্তু পেল না! 🙂 ভাল কাজের স্বীকৃতি না পেলে কাজের আগ্রহ হারিয়ে যায়। 🙂🙂🙂
এই গানের ও মুভির ক্লাস বোঝার মানুষ বাংলাদেশে ১% আছে কিনা সন্দেহ। যে দেশে ভদ্রতা করলে দুর্বল ও বোকা ভাবা হয় , সেই দেশে নৈরাশ্য ছাড়া কি থাকবে।
vai gan abar valo kaj 🙂
ভাই পায়ছো গো সুরকার হিসেবেই পায়ছে তো
স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম তার মুখে এই গানটা শুনেছিলাম তখন নতুন গানটা রিলিজ হয়ে ছিলো।
তারপর বাসায় এসে অনেক বার শুনেছিলাম গান টা।
আজও গানটা শুনলে তার কথা অনেক মনে পরে আর মনে হয় গানটা সে-ই গাইছে 🙂❤
গানটি একটা মায়া; একটা অনুভূতি।
সকালে শুনলে ভরে যায় মন; সন্ধ্যায় দেয় মৃদু হাওয়ার সাথে অদ্ভুত সুন্দর অনুভূতি; আর রাতের আধারের নিরবতায় কাটা দিয়ে উঠে সারা শরীর।
সত্যিই তাই,,
@@neelmaya4880একদমই তাই
আহারে কতটা দিন এতো দরদ ভরা গান শুনলাম।
এতো অসাধারণ গান সিনোমাটোগ্রাফি
এতো মন মাতাল দৃশ্য।
আহা আহা।
যেনো ৭০/৮০ দশকের সেই মন প্রেমের পবিত্রতা
মুভিটা হলে দেখেছিলেন? হলে মুভি না দেখিলে সুদিন ফেরপে না
গানটিতে একটা অদ্ভুত শান্তি আছে, ভাঙাচোরা মানুষের বেচেঁ থাকার রসদ আছে ।।
আমি বার বার,,, হাজার বার,,, শতকোটি বার শুধুই তোমাকে চাই,,,, নিরবতা হোক প্রাণের ভাষা!! অসাধারণ!!💛💛
O m g awosam
Mind-blowing professionalism comments mahmuda.. gaantar vitor ki jeno invisible hidden attraction ase..jaa kina kothay jeno nirobe mounotar chadore kothay jeno niye jaay..wow shokonna aapu luv u..
HUM
Caylay ki pawa jay...
অনবদ্য ও অসাধারণ! 💙💙
সত্যিই এক অনন্য মায়া জড়িয়ে আছে এই গানটিতে!
I agree with u.i can feel from the core of my heart.
কি যে আছে এই গানে।বারবার শুনেও এক চুল পরিমান ও বিরক্ত লাগেনা এই গানটাই❤️❤️❤️ বরং যতবার শুনি মনে হয় প্রাণ জুড়িয়ে যায়
আহা!! পিন্টুদা আর সুকন্যাদি যতোবারই শুনি, মন জুড়িয়ে যায়। লাভ ইউ 💘💘💘
Super se uper
Toluna bihin nice
সত্যি যেমন একটা গান খুজছিলাম অনেকদিন ধরে
সুর গুলা মনে আঁকছি
কথা গুলা গানটা শুনে খুজে পেয়েছি
44
RANABANA
তখন ছিলো ফেব্রুয়ারির শীত। চাদর মুরি দিয়ে চোখ বন্ধ করে গান টা শোনা। দারুন এক অনুভুতি! ❤️❤️❤️
সুকন্যার গান অনেক দিন পর শুনলাম। ছোট থেকেই অনেক ভালো গাইতে। god bless you. আরো অনেক অনেক দূর পৌঁছুবে, শুভকামনা
পিন্টু ঘোষের গলায় এ গানে অন্যরকম মাদকতা আছে।💚🌸
I got my man!But still don't know why while listening to this song my eyes get teared!Such a masterpiece..Lyrics totally describes the feeling of a true lover❤️❤️
True 👍
নিজের অজান্তেই কিছু ফেলে এসেছেন। এরকম অনেক ভালোবাসা থাকে যা আমরা সঠিক সময় বুঝতেই পারি না যে এটা ভালোবাসা। সেগুলোই পরবর্তীতে বা অসময়ে বিভ্রান্ত করে। 🙂
You are lucy
- আমি আগেই বলেছিলাম সিয়াম বাংলা চলচ্চিত্রে কিছু দিতে এসেছে!!
Edit: Thanks for Like Guyzzz😍
👍
@@ssharmin7974 - tnx
এই মুভি রিলিজের পর-
ওকে আবার নাটকেই ফিরে যেতে হবে
বস্তা পচা মুভি
এর চেয়ে নাটক দেখা ভালো
@@monirakbar9419 - Ei movie apnr jonno nh.....
This song is absolutely heart touching ❤❤
An unknown peace is hidden in female singer's voice......
সুরটা, নিঃশ্বাসগুলো, কলির শেষগুলো, গাওনির ঝরঝরে ভাবগুলো অনেকদিন আমাদের গানে ছিলো না। উনাদেরকে শুনে মন ভরে উঠলো। পিন্টু ঘোষের অংশটুকুতে লোম দাঁড়িয়ে যাচ্ছিলো। ভায়োলিন শুনে আনান্দ রাজ আনান্দ ও সামির আঞ্জান এর হিন্দি গান দিল দে দিয়া হে'র কথা মনে পড়ে যাচ্ছিলো।
গানটির লেখক, গায়ক গায়িকা মিউজিশিয়ান এর প্রশংসা না করে পারলাম না ❤❤❤ Most favourite song 😍
আমি দুইদিন আগে এই গানটা মনে হয় হাজারবার শুনছি..আর এতো কান্না করছি যা কাউকে বুঝানো যাবেনা😭
কে কে আছেন আমার মতো যে বার বার হাজার বার এই গান টা শুনেন😊
Always with you
@@naimaakthernaimaakther561
🙇🏻♀️😢thanks
কেউ যদি চরম করে ভালোবেসে স্বপ্ন দেখিয়ে দূরে চলে যায় তার জন্য মন কেন কাঁদতে চায়!?
আমি জানি এই গানটা শুনলেই কান্না করবো তবুও প্রতিদিন শুনি....বারবার শুনি😢😢😢😢
গানটা পুরনো আবেগটাকে জাগিয়ে তোলে,গানটা শুনতে শুনতে অতীতে একটা ডুব মেরেছিলাম।আর চোখের সামনে সব ভেসে উঠতেছিলো
২০১৯ এ গানটা অনেকবার শুনেছি ❤❤ ২০২৪ এ এসেও শুনছি৷ এখনও এই গানটা ফেভারিট লিস্টের ১ নাম্বারে রয়েছে। গানের প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে যায় ❤❤
musical excellence!!! so glad that good songs are still out there ❤️
এই গানটা স্মৃতির মালায় আজীবন গাঁথা থাকবে, শুকনো বকুলের মতো, সুবাস ছড়াবে বহুকাল জুড়ে। কেউ একজন প্রথম গানটা পাঠিয়েছিলো। আজ সে নেই, গানের কথাগুলো রয়ে গেলো। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই।
২০২৪ সালে কে কে শুনছেন?😊
🥰
আফা মুই। ও,আর আমমে কেডা আগে হেইয়া কয়ন দহি চেনেনা কিছুনা উনি কমেন্ট করে হুমমমম 😅😅😅😅😂😂❤❤
✋
Ami achi😅
২০২৪ কেনো..
২০৪৪ সালেও যদি বেঁচে থাকি তখনও শুনবো,,,😊
সিয়ামের বিয়ের ভিডিও দেখে গানটার সাথে পরিচয়।
এত্ত অসাধারন গান ❤
Hi5 😉
ami o siam vai er biye er video te gaan ta sunse frist tarpor search dea ai gaan ta sunse..I just love it..😍😍😍
True, gaan ta pagol korar moton 😍
amio siam bhai er biyer vedio dekhe ganta sunte aslam. ..oshadharon gan😍😍 lyric niye kono kotha hobe na ❤
Thik 😍
২০২৩ এসে কে কে এই গানটি শুনছেন??... 😊❤
❤জি আমি
Ami..
2024
Ami 24 😊
গানের অর্থ আর চিত্রায়ন এক কথায় এই আধুনিক যুগের রুচিশীল মানুষের জন্য ❤❤❤
কতবার যে গানটি শুনেছি,এখনো শুনি হিসেব নেই।অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা শুধু একটা গান নয় গানের চেয়েও বেশি কিছু।❤️🥰
you like “Oporadhi” and i like this Masterpiece. We are not same bro.
This song even takes away the negative vibes
আমি টেলিভিশন দেখি না বললেই চলে। গত সপ্তাহে কোনো একটা চ্যানেলের লাইভ গানের অনুষ্ঠানে সুকন্যা এবং পিন্টু ঘোষ আমন্ত্রিত অতিথি ছিলেন। আমার বর গান শুনছিলেন। রান্নাঘরে কাজ করছি আর শুনতে পাচ্ছি এই গানটা। শুনছি আর ভাবছি এত সুন্দর একটা গান বাংলাদেশের মানুষের তৈরী তাও এই সময়ে। ভেবেই গর্ববোধ করছিলাম যে এখনও তাহলে এত উন্নত মানের গান তৈরী করার মানুষ আছে। যাদের সৃষ্টি শুনলে মন প্রান জুড়িয়ে যায়। এত বছর আগের তৈরী গান আরো আগে কেনো শুনতে পাইনি ভেবে মনটা একটু খারাপই হলো।
Such a beautiful song and film. A great respect to the actors, directors, music composers and the entire crew. A soul fulfilling song...love from India
9যখন একজন মা বলে " আমি ক্লান্ত" তারমানে সে শুধুই ক্লান্ত। ক্লান্ত মানে এটা না যে সে তার বাচ্চাদের উপর বিরক্ত, তাদের কোথাও ফেলে দিয়ে আসতে চায়।
যখন একজন মা কিছু সময় একা থাকতে চায়, একান্তই নিজের কিছু সময় তারমানে এটা দাঁড়ায় না সে তার বাচ্চাদের উপর ত্যাক্ত বিরক্ত। মা হয়ে সে অনুতপ্ত না।
যখন একজন মা বাচ্চাদের নুডুলস বা চিপস খেতে দেয় তারমানে এটা না যে তার বাচ্চারা প্রতিদিন প্রতিবেলা শুধুই নুডুলস বা চিপস খায়। জায়গায় জায়গায় বলে বেড়াবেন না " ও তো রান্নাই করে না!"
আজকে একজন মায়ের বাসায় গিয়ে দেখলে সবকিছু অগোছালো তারমানে এই না যে বাসা সবসময়ই এমন থাকে।
যখন দেখবেন একজন মা তার বাচ্চাদের সাথে চিল্লাচ্ছে তারমানে এই না সে ডাইনী মা। এর আগে ৩০০ বার একই কথা মিষ্টি করে বলেছে যা আপনি শুনেননি বা শুনতে চাননি।
যখন একজন মা ফ্রেন্ডদের সাথে বা স্বামীর সাথে একা ঘুরতে যেতে চায় তারমানে এই না সে আবার সিঙ্গেল হতে চায়। সে ও মানুষ!
যখন একজন মায়ের সন্তান শুকনা বা আপনার ভাষায় " অপুষ্টি" তারমানে এই না সে তার বাচ্চাদের খাওয়ায় না। ডাক্তাররের কাছে এই মায়ের বাচ্চাই ফিট কারন বাচ্চাটা একটিভ এবং সুস্থ। স্থুলতা কখনোই সুস্থতা নয় যদি হয় তাহলে আজকেই ডায়েট করা বন্ধ করে দেন।
কখনোই কারো সিচুয়েশন না জেনে তাকে জাজ করবেন না। একজন মাকে তো মোটেও না। যে মাকে আপনি জাজ করছেন, সত্যির সাথে আরো কিছু মাল মসলা মিক্স করে কানাকানি করছেন সে তার জীবনের সব স্বপ্ন, সবটুকু সময় অন্য কিছু মানুষের নামে লিখে দিয়েছে।
মা ছাড়া এই পৃথিবীতে কোন মানুষ পাবেন না যে নিঃস্বার্থভাবে স্যাক্রিফাইস করবে যেভাবে একজন মা প্রতিদিন, প্রতি মূহুর্ত করে যাচ্ছে।
Collecteda
Thank you for your kind words
তুমি আমি আর নিরবতা, শুনতে কি পাও এই মনেরর কথা?
ভোর আধারেও তোমায় দেখি,তুমিই কবিতা তুমিই কবি।😔😔
গানটা প্রথম বার শুনেই অনেক ভালো লেগেছে এখন বারবার শুনছি❤❤❤❤
Tisha and Siam bole kotha osadharon gaan. khub khub valo lagca dujon ka.
New version is coming in bangla cinema
mon vore gelo...ki sundr kantho,sur, kotha ebong gan..sb miliye drun...love from india..
Hi
Anwesa Sarkar তাই না কি ♠
Akdom
ভারতীয় সুর ও তালের আঁচ পাওয়া যাচ্ছে। এত ধীর গলার বাংলা গান শুনিনি এর আগে। তবে, শিল্পীদের কন্ঠের মাধুর্য ও অনুশীলন অসাধারণ করে তুলেছে গানটিকে। এই গানটি তার প্রেম ও মাধুর্যের মাধ্যমে শতাব্দী জয় করবে বলে মনে হচ্ছে!❤❤ অনেক শুভকামনা নতুন মুখদের জন্য!🥰
আফসোস আমরা মানুষ হয়ে ও মানুষকে পাওয়ার জন্য কাঁদি🥹🥹✨✨
তুমি আমি আর নীরবতা
শুনতে কি পাও এই মনের কথা,
ঘোর আঁধারেও তোমায় দেখি
তুমি কবিতা তুমি কবি...♥♪
Ha😊
এত মায়া লাগে কেন ? এই গানটা কতবার যে শুনেছি ۔۔۔অসম্ভব মায়া কণ্ঠ ۔۔
আমি আর আমার প্রেমিকা লুকিয়ে সিনেমা হলে এই মুভি দেখেছিলাম। ভয়ে ভয়ে আর প্রেমে প্রেমে😍😍😍
🥰🥰😘😘👩❤️👩👩❤️💋👩💋
☺☺☺
বহু দিন পর এত ভালো এবং হৃদয় ছোয়া একটি বাংলা গান পেলাম💘💘
এই গান টার সাথে এতো বেশি স্মৃতি জড়ানো আছে যতবার শুনি ভিতরে একটা শান্তি কাজ করে।আমি যখন প্রথম আমার ভালোবাসার মানুষটার প্রতি আমার ভালোবাসা অনুভব করেছিলাম সেদিন প্রথম বার আমরা দুজনেই একসাথে এই গান টা শুনি।সেদিন ঠিক যেমন টা অনুভব হয়েছিল এখনও যতবার গানটা শুনি ঠিক ওইদিনের মতই লাগে।
June17,2022❤️
আমি যাকে ভালবেসে বিয়ে করেছিলাম, সেই মানুষটা প্রথমে আমাকে এই গানটা শুনিয়েছিল। বিচ্ছেদের পর ৩ বছর আমি এই গানটা শোনার সাহস করতে পারি নাই। অনেক সাহস করে আজ শুনছি। কারণ আমার অনেক কষ্ট হয়। বলেছিল, সে আমাকে বারবার চায়। কিন্তু সে আমাকে আর চায় নাই। একবার ও না, হাজারবার তো দূরে। বলেছিল, আমাাকে ছেড়ে যাবে না। কিছু মানুষ কথা দেয়, কিন্তু কথা রাখে না। আপনি লাকি, সবসময়ই লাকি থাকুন এই আশা করি।
Amio ajk apnr motoi unlucky😅@@arpiarpita1487
অনেক বার শুনলাম গান টা,,,
ভালোলাগা এতোটুকুও কমেনি উল্টো বেরেই চলছে,,,
প্রতিদিন শুনি এই গানটা।। কি অদ্ভুত একটা নেশা আছে এই গানটায় যত শুনি তত শুনতেই মনে চায়...🖤🖤
আমি ভাবতাম তোমার আকাশের একমাত্র চাঁদ আমি।
চাঁদের পাশে যে অসংখ্য গ্রহ নক্ষত্র থাকে সেগুলো মিট মিট করে জ্বলতে থাকে আর প্রেম তো নক্ষত্রের সাথে ও হয়।
আকাশের কি দোষ বলো???
lipo asma❤
গানটার মধ্যে যেন কিছু একটা আছে যা ভাসিয়ে নিয়ে যায়😍🥰
Best song I ever heard in my entire life ❤️...
Just amazing ❤️
Osadharon 💖💖💖
😔🌌🏔️🗻🎧🎧
❤️❤️
😔💐
🌸☺️
কত হাজার বার যে শুনছি, শুন্তেছি হিসেব নাই।
এক তো সিয়াম🔥তার উপর গান টা❤️
Listening to this+remebering your loved ones=goosebumps ✨✨
Its a masterpiece♥♥ i never get bored of this song no matter how many times i listen to this♥♥
I don't get goosebumps
Ufff sottti bohudin por abar erm mon harano fan sunlm ....spellbound ❤❤❤❤❤
পিন্টু ঘোষ ❤
ব্যান্ড ছেড়ে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল।
Underated masterpiece of Bangla film industry.
গানটি শোনা বন্ধ করতে পারছি না এক কথায়। অসাধারণ একটি গান, ৪ বছরেও আজও পুরান হলো না গানটি।
This song is masterpiece.
Omg ai gaan ta ato sundor
Amazing lyrics
Sunle suntei thaki niki
I'm literally obsessed with this song
And I'm definitely going to put this song on my wedding album 🌸🤗🌸❤️🌸❤️🌸
গানটার শুটিং হয়েছে খুলনা জেলার আমার জন্মভূমি পাইকগাছা পৌরসভার শিবসা নদীর তীরে ♥️ অসাধারণ একটা গান। বারবার শুনি আবার শুনতে ইচ্ছা করে। অন্যরকম একটা ফিলিংস আছে গানটার মধ্যে।
ভাই গানটির শুটিং হয়েছে কড়ুলিয়া নদীর তীরে খড়িয়া গ্রামে। পাইকগাছা ব্রিজ থেকে থানা পর্যন্ত যে নদী তা আগে থেকেই ভরাট হয়ে গেছিলো । তখন নদিতে অল্প অল্প জল ছিল। এই গানটার শুটিং হয়েছে পূর্ব খড়িয়া তে। ওইখানে প্রচুর কেওড়া গাছ আছে। গানে দেখলে বুঝতে পারবেন। আমার বাড়ি খড়িয়া তে।
আমার ও জন্মস্থান ❤
পাইকগাছার রাস্তায় যে যাবে প্রেমে তাকে পরতেই হবে ঐ রাস্তার।
১০০০ বার এর বেশি গানটা শুনেছি।তবুও শুনতে ভালো লাগে ❤️❤️
চারটি মিনিট মন ছুঁয়ে যাওয়ার জন্য যথেষ্ট 💜💜
Onoboddo gaan onekdin por bangla film er eto shundor ekti gaan shunlam..monta vore gelo..tawkir bhai is the best Director in Bangladesh ❤️
আড়ং এ শপিং করতে যেয়ে গানটা প্রথম শুনি, তারপর থেকে বার বার মাথায় ঘুরপাক খাচ্ছিলো। খুজে বের করলাম এই মাস্টারপিসকে। অসাধারন... ❤️
WOW... gaan ta mon cuye galo!! Cok bondo kore shunte valoi lagce ❤❤❤❤
Such kind of songs should be disseminated in every corner of song lovers, specially the lovers of soft tuned song. Amazing!!! Great job indeed!!!!!!!!!!!
এই গানটির প্রেমে পড়ে গেলাম।।এতটাই সুন্দর ছিল।।অন্যরকম অনুভুতি কাজ করে❤️❤️গানটার প্রতিটি লাইন এতটাই সুন্দর🥰🥰🥰
মুগ্ধতার সংজ্ঞা আজ পেয়ে গেলাম এই গানের মায়ায় ভেসে💙
প্রিতমার ঈশ্বর গানটা শুনে এই গানটা মনে পড়ল অনেক দিন পর❤️❤️❤️
Ami sadaranto Hindi gaan gula besi suni 🙂kintu akdin RUclips dkte dkte ai gaan ta sunte pai joto bar suni onno rokom vlo laga kaj kore ak onno rokom onuboti 😌💖
গানটা যতো শুনি ততোই ভালো লাগে
👍👍👍👍👍
R8
আসুন সবাই বন্ধু হই ruclips.net/video/D_pSidfrO9Q/видео.html
Me too😍
অসাধারণ
গানটা মন ছুয়ে দেয়। প্রায় শত বার শুনেছি গানটা।দুঃখ বেদনা সব ভুলিয়ে দেয় গানটি😢❤😢❤😢❤
শিলাবৃষ্টি.......টিনের ঘর.....অন্ধকার রুম, চোখ বন্ধ অবস্থায় কানে হেডফোন 🖤 সাথে এই গান
আার প্রাক্তন নামক একটি শব্দ 😔
যত শুনি তত বেশী ভালো লাগে....
২জনের কন্ঠই মন ছুঁয়ে যায়..❤❤
Out standing .superb.,just loving it.thank you tauqir, tisa,and Siam and yes definitely the super duper brilliant singer's. Loves and respect to the fagun haaa team.love from Britain..
আহ্ আহ্ মন ছুয়ে যাই প্রতিটা লিরিক্স।💝💝
Don't know listening how many times will fill my mind. Fantastic singing both of you. Good going bangaliiii.....
অদ্ভুত কিছু অনুভূতির সুশৃঙ্খল বিন্যাস।
May be this song is inspired from 'Salamat Rahe'. But Sukonna connects us more than Arijit Singh. What a beautiful masterpiece it is! I can hear this masterpiece thousand time in a day.
জি ভাই ami o vabtesilam ar Salamat ar akta vibe passilam
Salute to the singers, each n every person who was involve with this song