গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 399

  • @tamasimandal3904
    @tamasimandal3904 2 года назад +4

    অপূর্ব।মুখে বলার মতো ভাষা নেই।এত সুন্দর জিনিস দেখালেন।আমরা যারা ওখান কার গুরুদুয়ার কোনো দিন দেখার সৌভাগ্য হবে না।আপনি আমাদের দেখালেন।ওখানকার সব কিছু এত সুন্দর।আর আপনি এত সুন্দর কিরে বলে বুঝিয়ে দেন মন আরো ভরে যায়।ভগবান আপনার মঙ্গল করুন।

  • @tapasibanerjee5646
    @tapasibanerjee5646 2 года назад +2

    আমি এখন পর্যন্ত ভারতবর্ষ এর বাইরে কোথাও যাই নি। কিছু আত্মীয় ও পরিচিত মানুষ বিদেশের ২/৪টি জায়গায় থাকে।তাদের থেকেই সেখানকার সাংসারিক গল্প শুনি।সমাজ ও পরিবেশ ও আবহাওয়া সম্বন্ধে কিছু জানতে পারি। কিন্তু তুমি যে সুন্দর ভাবে একঘেয়েমি তার ছোঁয়া বাঁচিয়ে যেখানে থাকো তার পূর্ব,পশ্চিম উত্তর দক্ষিণ সব টুকু সফলতার সঙ্গে তুলে ধরার চেষ্টা কর তার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।❤❤ তোমরা সবাই ভালো থেকো। সুস্থ থেকো।

  • @rishudas2631
    @rishudas2631 2 года назад +87

    নমস্কার ম্যাম আমি আপনার নতুন সাবস্ক্রাইবার সত্যি আপনি দেশের বাইরে থেকেও নিজের দেশের নাম প্রকাশ করেন আপনাদের মত মানুষের জন্যই আজি প্রবাসে ও ছড়িয়ে গেল পুরো বাঙালিয়ানা দেশ দিয়ে বাইরে থাকা সত্ত্বেও সমস্ত দেশীয় সংস্কৃতি, স্বভাব এবং ভাষা তে কোনো রকম বদল আসেনি দেখে খুব ভালো লাগে আমি গর্বিত যে আমি বাঙালি । ভালো থাকুন প্রবাসে ।❤️❤️😍😍💐💐🙏🏻🙏🏻

    • @ashimchowdhury5941
      @ashimchowdhury5941 2 года назад +4

      বাঙালিদের একটাই পরিচয় , আমরা ভারতীয় । বৈচিত্র্যের মধ্যে ঐক্য শুধুমাত্র আমাদের দেশের নয় পুরো পৃথিবীর কাছে একটা উদাহরণ।

    • @anindarupachunder2001
      @anindarupachunder2001 2 года назад +4

      বাঙালি হলে ওটা 'বদলাও আসেনি' হবে না, ওটা হবে 'বদল আসেনি'

    • @tapasbanerjee6091
      @tapasbanerjee6091 2 года назад +1

      নিজের দেশের নাম কেন প্রকাশ করবেন না উনি? সবারই করা উচিৎ। বাংলায় বদলাও নয় বদল বলে।😊👍

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад +2

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

    • @ashimchowdhury5941
      @ashimchowdhury5941 2 года назад

      @@ShayereeDeSarkar কি কি খাওয়ালেন ?

  • @tapasbanerjee6091
    @tapasbanerjee6091 2 года назад +2

    খুব ভালো লাগলো ভিডিওটি দেখতে। ঘুরতে বেরলে সবারই মন খুশি হয়ে যায়।

  • @shikhachakraborty7469
    @shikhachakraborty7469 2 года назад +4

    জীবনে কোন দিন যেতেই পারবো না আপনার চোখ দিয়ে দেখে ভীষণ ভালো লাগলো

  • @somaadhikary47
    @somaadhikary47 2 года назад +3

    প্রথমেই জানাই বিশ্ব মাতৃ দিবসের শুভেচ্ছা।
    আপনাদের ওখানে এত সুন্দর গুরুদ্বার আছে দেখে ভীষণ ভালো লাগলো। সত্যি অপূর্ব।
    ছোট দের ভালো তো লাগবেই অত সুন্দর জায়গা । খুব ভালো থাকবেন সবাই।

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @shomanath6835
    @shomanath6835 2 года назад +3

    Ki darun jaigata....barigulo ki sundor..vlogta darun.Meha r Rama khubh sweet cute..onk valobasa ❤❤

  • @travellersus
    @travellersus 2 года назад +5

    আপনার মন এত সুন্দর যে কোনো দিন এই খুশি মনে তুলসী গাছ পুঁতে দেবেন, নিশ্চয়ই বড় হবে।

  • @jayadas8798
    @jayadas8798 2 года назад +1

    বোন India অমৃতসর মন্দির আমার এতো ভাল লেগেছে বলার মত নয়।যেমন Discipline temon রান্নার ঘর ও লংঘর খানা মন জুড়িয়ে যাবে।শান্ত পরিবেশ। দেখার মত।

  • @bonggirlsvlog4082
    @bonggirlsvlog4082 2 года назад +4

    খুব ভালো লাগে দিদিভাই আপনার ভিডিও। সবচেয়ে অবাক লাগে আপনি একজন মাটির মানুষ এটা দেখে।। আমাদের চেনা পরিচিত যারা বিদেশে থাকেন অহংকারে তাদের মাটিতে পা পরে না। অথচ আপনাকে আর দাদাভাই কে দেখি আপনারা কত ভালো মানুষ আর তাই দেখি মেহা আর রামকৃষ্ণ ও অত্যন্ত সু শিক্ষা পেয়ে মানুষ হচ্ছে। আমি আপনার live টাও দেখলাম সেখানে আমার চোখে জল এসে গেছিল দাদাভাই এর ওই কথাটা শুনে "আমি খুশি কারণ ও খুশি!" আর রামকৃষ্ণ একবার খেলা ছলে ক্যামেরার সামনে পা এনেছিল বলে আপনি দেখলাম সমানে সেটা নামানোর চেষ্টা করছেন। এতেই আপনার মানসিকতার পরিচয় পাওয়া যায়। সুশিক্ষা মানুষকে বিনয়ী করে অহংকারী নয় সেটার প্রকৃষ্ট উদাহরণ আপনারা।। ভালো থাকুন🥰🥰🥰😍😍😍🥰🤩😘😘

  • @siktabiswas6720
    @siktabiswas6720 2 года назад +6

    সকাল সকাল গাছ ভর্তি গোলাপ দেখে মনটাই ভরে গেল 😍❤️সকালটা খুব সুন্দর একটা vlog দিয়ে শুরু হলো💗💗

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @DevendraSingh-st5zp
    @DevendraSingh-st5zp 2 года назад +6

    Waheguru ji ka Khalsa waheguru ji di fateh.Thanks eto sundor ekta gurudwara darshan koranor jone.Lots of love from Jharkhand, India.

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад +1

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @piyushkantibhowmick2306
    @piyushkantibhowmick2306 2 года назад +6

    খুব সুন্দর হয়েছে, তবে ইসকন মন্দির গুলো তে যেও, খুব ভালো লাগবে আশা করি,

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @swapnendu8477
    @swapnendu8477 2 года назад +2

    খুব ভালো লাগে তোমার ব্লগ... তোমার কথা বলার মধ্যে একটা মায়া আছে... আর সামনেই বুদ্ধ পূর্ণিমা আসছে (রবিবার আর সোমবার) দুদিন পড়েছে.. তুমি যেকোনো একদিন তোমার বাড়িতে তুলসী গাছ বসাতে পারো বা বৃহস্পতিবার তো লক্ষ্মীবার , তুমি চাইলে সেদিনকেও তুলসী গাছ বাড়িতে বসাতে পারো... খুব ভালো থেকো, পরিবারের সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো... আর আমাদের সবাইকে তোমার ব্লগ এর মাধ্যমে হাসি খুশি রেখো...❤️❤️❤️❤️

  • @subarnabanerjee2117
    @subarnabanerjee2117 2 года назад

    Khub valo laglo khub Sundor jaygata.

  • @gitabarman934
    @gitabarman934 Год назад +1

    দেশের বাইরে আমাদের দেশের ঐতিহ্য দেখে অবাক তো হলাম তার চেয়েও আপনারা সুন্দর ভাবে ভক্তি ভরে দেখলেন তাই দেখে খুব ভালো লাগলো

  • @palas6
    @palas6 2 года назад +1

    গুরুদ্বারা খুব সুন্দর দেখতে সুন্দর পরিবেশ মন ভরে গেলো সত্যিই ভারতের বাইরে এতো সুন্দর গুরুদ্বার আছে ভাবাই যায় না

  • @naomipaul280
    @naomipaul280 2 года назад +1

    Khub bhalo laglo vlogta........Darun...

  • @dnktv7960
    @dnktv7960 2 года назад +2

    খুবই সুন্দর লাগলো আজকের ভিডিওটা

  • @krishnaprem-revivalofmelod8768
    @krishnaprem-revivalofmelod8768 2 года назад +4

    আপনার সাথে সাথে আমাদের রবিবার সকাল টাও বেশ ভালো কাটলো। আর রামার কথা আর কি বলবো! ওকে দেখলেই ভালো লাগে।

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @monishadas9908
    @monishadas9908 2 года назад +31

    সুপ্রভাত ❤️ রবিবারের সকাল টা শুরু হোক আপনার vlog দিয়ে ❤️ রামা এত মিষ্টি করে কথা বলে মূলত ওর জন্যই vlog দেখা ❤️ আপানার পরিবার টা এতো সুন্দর করে গোছানো ❤️ সকলেই প্রশংসা পাওয়ার যোগ্য ❤️ আপনি মানুষটি দিন দিন আমার inspiration হয়ে পড়ছেন 😅❤️ ভালো থাকবেন দিদি ❤️

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @mitapathak2541
    @mitapathak2541 2 года назад +1

    খুব ভালো লাগলো ভীষন সুন্দর জায়গাটা।তোমরা ভালো থেকো

  • @horibol6982
    @horibol6982 2 года назад +6

    বিশ্ব মাতৃ দিবস এর শুভেচ্ছা রইল দিদি, গুর দোয়ারটা খুব ভালো দেখলাম,, দারুন লাগল 🙏🙏🙏

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @shreyasidas6847
    @shreyasidas6847 2 года назад

    Ki sundor view... darun laglo vlog ta..

  • @sanjuktamukherjee3253
    @sanjuktamukherjee3253 2 года назад +1

    অনেকদিন পর আবার তোমার ব্লগ দেখলাম। খুব ভালো লাগলো যথারীতি

  • @sonalimajumdar5878
    @sonalimajumdar5878 2 года назад +1

    কোনো কথা হবেনা, দুর্দান্ত ভিডিও....….just phataphati 👌🏻👌🏻👌🏻👌🏻💕❤️💕

  • @princesssomu8193
    @princesssomu8193 2 года назад +3

    Masimoni place ta khub sundor chilo 🥰🥰

  • @inamulislam5375
    @inamulislam5375 2 года назад +1

    দিঘার রুমে বসে তোমার ভিডিও টা দেখছি। সেই মজা।

  • @salildas1232
    @salildas1232 Год назад

    RamKrishna'r mathae rumal bendhe dekchi khub moja lagchhe

  • @rupalibhattacharjee9280
    @rupalibhattacharjee9280 2 года назад

    Gurudwara ato peaceful hoe.. Bhisonbhalo lage ... Khub thanda... Khub bhalo laglo dekhte

  • @sharmisthaghosh8267
    @sharmisthaghosh8267 2 года назад +4

    খুব ভালো লাগলো আপনাদের বৈকালিক ভ্রমণ।‌ এমন সুন্দরভাবে তুলে ধরলেন মনে হচ্ছিলো আমি ও আপনাদের সাথে সাথে ছিলাম।😀
    ভালো থাকবেন।

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @bandanadasbairagya7954
    @bandanadasbairagya7954 Год назад

    Aapni jemon dekhteo sundor r simple... Temni aapner blog gulou bhison sudor... Aapner kothha bolar dhoron ta sotti j kao k aapon kore nebar moton...

  • @JaydeepDz
    @JaydeepDz 2 года назад

    😊❤️...
    সুন্দর লাগলো আজকের ব্লগের শেষটুকু

  • @tanushreedebnath8119
    @tanushreedebnath8119 2 года назад

    খুব খুব ভালো লাগলো কমেন্টর উওত দেখে আর আজগের ভিডিও দেখে 💖💖💞💞💞👍👍👍👍

  • @milonkantidutta5896
    @milonkantidutta5896 2 года назад +6

    যেকোনো বুধবার তুলসি গাছ বসানোর ভালো দিন।❤❤❤

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @babyjana1982
    @babyjana1982 11 месяцев назад

    খুব সুন্দর লাগলো দেখে গুরুদুয়ারা

  • @atasichakrabarty9780
    @atasichakrabarty9780 2 года назад +3

    আপনার মাধ্যম দিয়ে এমন ভাবে আমেরিকা শহর টা কে দেখি।যেনো মনে হয় এই তো আমার পাশের পাড়া।অসাধারন একটা ব্লগ দেখলাম দিদিভাই। আর আপনার পুরো পরিবার টাও খুব মিষ্টি একটা পরিবার।লাভ ইউ দিদিভাই ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @cookingclasseswithrupasree9940
    @cookingclasseswithrupasree9940 2 года назад +2

    খুব ভালো লাগলো। ভালো থাকবেন সকলে😍

  • @dolaukil8320
    @dolaukil8320 2 года назад +1

    Just amazing💕💕💕valo theko Mahua

  • @arabindamahata9501
    @arabindamahata9501 2 года назад

    Khub sundor laglo didi.Rama r dustumi r kothagulo sunte khub valo lage ❤️

  • @ratnadalui2217
    @ratnadalui2217 2 года назад

    Darun laglo India bari kthaya apnadar

  • @9932723944
    @9932723944 2 года назад

    darun laglo.......jano mone holo nijei gure elam......

  • @moloyadhikary7836
    @moloyadhikary7836 2 года назад

    দারুন হয়েছে ব্লগ টা। ভালো থাকবেন দিদি।

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 2 года назад

    খুব ভাল লাগল।আপনারাও সবাই ভালো থাকবেন।

  • @jhumadas8909
    @jhumadas8909 2 года назад

    Khub bhalo laglo ....anek bhalobasa tomar baby der....

  • @runabanerjee9373
    @runabanerjee9373 2 года назад

    Bah deykhey khub bhalo laglo

  • @somashreepal4547
    @somashreepal4547 2 года назад +3

    রবিবার আর sathe Tomar vlog just অসাধারন, খুব ভালো লাগলো,, ♥️♥️♥️💗💗💗

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @jayabanerjee103
    @jayabanerjee103 2 года назад

    Khub bhalo laglo jaygata,bhalo thakben 🙂👌

  • @risakhamrui4405
    @risakhamrui4405 2 года назад +1

    আন্তর্জাতিক মাতৃ দিবস এর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই 💞💞😌
    প্রত্যেক সপ্তাহের বুধবার টা খুব ভালো তুলসী গাছ বসানোর জন্য।। দাদু, ঠাকুমারা বলেন।
    আর বুধবার ছাড়া অন্য কোনো বারে তুলসী গাছ বসাতে দেখিনি আমি।😌

  • @enasmagic7300
    @enasmagic7300 2 года назад

    খুব সুন্দর ব্লগ, সত্যিই গুরুদুয়ারা টি অতুলনীয়। মাতৃ দিবস এর শুভেচ্ছা ও অগ্রিম শুভ রবীন্দ্র জয়ন্তী। সবাই খুব ভালো থাকুন ও এরকমই আনন্দ করে কাটান ❤️

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @kabitamondal8706
    @kabitamondal8706 2 года назад +1

    Darun laglo video taa ❤️❤️😘😘

  • @Tamalikaofficial
    @Tamalikaofficial 2 года назад

    দিদিভাই তোমার কথা আর ব্লগ খুব ভালো লাগে আর রামা আর কথা খুব ভালো লাগে RUclips খুললেই শুধু তোমার video গুলো দেখি আর মেহার কথা আলাদা করে কি বলবো ও খুব ভালো একটা মেয়ে ভাই এর সাথে কি সুন্দর মিলে মিশে থাকে । ভালো থেকো সুস্থ থেকো❤️

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 2 года назад

    দাদা ভাই খুব লাকি, তাই মহুয়া দি তোমার মতো এতো লক্ষ্মী বৌ পেয়েছে, খুব সুন্দর লোকেসন দেখালে, ধন্যবাদ তোমাকে ও, এতো যত্ন করে তোমার দেশ দেখানোর জন্য।

  • @tulikapaul9158
    @tulikapaul9158 2 года назад

    Nice .......khub bhalo laglo

  • @66631111
    @66631111 2 года назад

    Khub sundor laglo ajker vlog ta

  • @payelguhathakurta4128
    @payelguhathakurta4128 2 года назад +1

    Mishti ekta video!!! Gurudwara ta oshombhob shundor...❤❤❤❤❤

  • @salomeorpah8617
    @salomeorpah8617 2 года назад +1

    thank you so much , World's biggest gurudwara dekhanor jonno.

  • @jayitabiswas896
    @jayitabiswas896 2 года назад

    অসাধারণ লাগলো!আপনার চোখ দিয়ে আমাদের কত জায়গা দর্শন হয়ে যাচ্ছে। খুব সুন্দর ।

  • @chandrimapal9462
    @chandrimapal9462 2 года назад +1

    বৃহস্পতিবার দিন তুলসী গাছ বসাতে পারেন ।👍👍👍

  • @diana__daisy_4139
    @diana__daisy_4139 2 года назад +5

    বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন না তো ! আপনার সাথে আমরাও খুব সুন্দর একটা জায়গায় ভ্রমণ করলাম। খুব ভালো লাগল। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের vlog এর জন্য অধীর অপেক্ষায় রইলাম। ❤❤❤

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @Tamalikaofficial
    @Tamalikaofficial 2 года назад

    আমারও বাড়ি মেদিনীপুর এ দিদিভাই। আমার কাকু ও USA te thake । তোমার video এত ভালো লাগে কি আর বলবো । তোমার video আমি আমার বাড়ির সবাই কে দেখেই । তোমার মধ্য কোনো অহংকার নেই দিদিভাই । এ রকম ই থেকো সব সময় । ভালো থেকো ❤️

  • @rajatdesarkar6181
    @rajatdesarkar6181 2 года назад

    আপনার এই ব্লগ টা সুন্দর হয়েছে ।গুরুদোয়ারা ভ্রমণ টা অতি ভালো লাগলো ।সকলের জন্য শুভকামনা রইল ।রামকৃষ্ণ ও মেহা কে নিয়ে গরমের ছুটি তে দেশে এসে রামপ্রসাদ সেন এর ভিটা (হালিশহর ) যাবেন।জানিয়ে গেলে দেখা হবে ।

  • @bikaschandrabose4069
    @bikaschandrabose4069 2 года назад

    khub bhalo laglo presentation ta

  • @ratnasarkar720
    @ratnasarkar720 2 года назад

    Amritsar gachilm.khub bhalo legechilo.sob gurdwara e khub bhalo.langar khate khub bhalo lage.amader belur mather moto poribesh.

  • @papridas887
    @papridas887 2 года назад +1

    শুভ মাতৃদিবস। তুলসী গাছ যে কোনদিনই লাগানো যায়। শুধু লক্ষ্য রাখবেন পূর্ব দিকের সূর্যের আলো যেন পায়।

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @somadey2849
    @somadey2849 2 года назад

    Mahua tomar kotha sunte khub bhalo lage , tumi atosundor bhabe sob kichu bolo monehoy amio tomar sathei achi......khub bhalo.......aro agiye cholo....

  • @pritammaitaymodi1042
    @pritammaitaymodi1042 2 года назад

    দিদি আপনার খুব সুন্দর কথা, আপনার পরিবার কে দেখে আমার ছোট বেলার কোথা মনে পোরে, আমি খুব খুশি,,, আর আপনার পরিবার কে ভোগোবান এভাবে খুশি রাখে সোব সোমোয়,আর আমি ভালো বাংলা জানিনা, ভুল হলে ক্ষমা করবেন দিদি, রা আমার একটা অনুরোধ আছে?? দিদি ভিডিও কোরবেন পিলিজ

  • @samiddhakundu5530
    @samiddhakundu5530 Год назад

    Apnar video gulo dakhe anek positive energy pao a jai.

  • @mousumibhattacharya5741
    @mousumibhattacharya5741 2 года назад

    Khub bhalo laglo Mohuya

  • @joyatidebmaitra5377
    @joyatidebmaitra5377 2 года назад

    Khub valo laglo....sab jagai....tulshi gachh Soni,Mangal r brihashproti bar chhere lagate paren....

  • @Sadashiv424
    @Sadashiv424 2 года назад +3

    নমস্কার দিদি, খুব ই ভাল লাগে ব্লগ গুলো। আজকের ব্লগ টা ও অসাধারণ ছিল specially গুরুদুয়ারা খুব সুন্দর লাগলো তবে শেষের দিকে খুব আপছা হয়ে গিয়েছিল। এবার আপনার ক্যামেরা updated koriye নেওয়া উচিত। একটা গো প্রো কিনুন অথবা অন্য কোনো যেটা আপনার সুবিধা হয় সেই মতন সেই মতন একটা ভালো ক্যামেরা ওয়ালা ফোন নিয়ে নিন। আমরা ও যাতে high quality তে সব কিছু দেখেতে পারি🙏🙏

  • @chandranibhattacharjee7544
    @chandranibhattacharjee7544 2 года назад

    Khub sundor tumi Thik ei bolecho Gurudwara ta oneek ta mayapur er iskon er moton

  • @Creatercrux
    @Creatercrux 2 года назад +1

    Anty ajker vlog ta darun hoyache

  • @Radhakrishna59166
    @Radhakrishna59166 2 года назад +2

    আজকের vlog টা খুব সুন্দর দিদি মন টা ভরে গেল।

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @HappySouravxr
    @HappySouravxr 2 года назад

    Didi khub e sundor laglo.

  • @disha-yt8407
    @disha-yt8407 2 года назад

    Video r notification asa manei mon ta valo hye jai
    Fb ba youtube jetai age notification pai setai dekhta chole jai
    Khub valo lage go tomader video dekhte onek kichu sikhta pari barir lok keo dekhai sobar khub e valo lage

  • @ashimaraptan7435
    @ashimaraptan7435 2 года назад +1

    2days er beshi hoye gele, vlog na asle mon ta kharap hoye jay.... Sokal sokal new vedio dekhe dil garden garden hoye gelo❤️❤️❤️❤️ Mehu & Rama ❤️❤️❤️❤️

  • @pixiedust_786
    @pixiedust_786 2 года назад

    khub bhalo laglo... darun 😊❤

  • @tinakundu4421
    @tinakundu4421 Год назад

    Upnar mukhe mayapur ta sune khub valo laglo 😊ami next Sunday jabo Mayapur 😊😊

  • @bikramdas6351
    @bikramdas6351 2 года назад +1

    Gurudwara ta boddo sundor.

  • @tanusreesardar1042
    @tanusreesardar1042 2 года назад

    Khub valo lage tomar vlog dkhte

  • @monicasaha3264
    @monicasaha3264 2 года назад

    খুব সুন্দর লাগল মেহা ভাল ই বাঙলা বলছে

  • @mygsvlog5280
    @mygsvlog5280 2 года назад

    খুব ভালো লাগলো আজকের ভিডিও

  • @mahuaghosal8739
    @mahuaghosal8739 2 года назад

    Ato sundor .bapok laglo tomar choke dekhey......Amaro purno holo.bhalo theko.🙌😍

  • @ramabanerjee2992
    @ramabanerjee2992 2 года назад

    Khub bhalo laglo amra adasa thako tomahawk moto hota parini

  • @subratadey3802
    @subratadey3802 2 года назад

    Lovely nice presentation. Such a wonderful voice you have mam. Ami jenno bangla uponnash kingba goloper boier bornonna sunchillum. Nice blogging.thanks. fm Assam.

  • @sarojbose6015
    @sarojbose6015 2 года назад

    খুব ভালো লাগলো ব্লগ টা দিদি আপনারা সবাই ভালো থাকবেন

  • @souravchanda8926
    @souravchanda8926 2 года назад

    Fb a dekhechi tabu r Akbar RUclips eo dekhlam aapnar video sotti khub khub valo lage valo thakben sobai ❤️❤️❤️❤️

  • @creationoftripti7337
    @creationoftripti7337 2 года назад

    Khub sundor lagche

  • @arpitaganguly1296
    @arpitaganguly1296 2 года назад

    আপনার ব্যাকইয়ার্ড টা খুব সুন্দর 👌

  • @arnabguha7680
    @arnabguha7680 2 года назад

    Excellent, v engaging blogs

  • @mithunchakraborty168
    @mithunchakraborty168 2 года назад

    Khub bhalo lage Didi apnar vdo,ami r amar maa apnar sob vdo dekhi....daroon, Bravo 👏 egiye jaan

  • @asokkumarsengupta7195
    @asokkumarsengupta7195 2 года назад

    আপনার চোখ দিয়ে এতো সুন্দর সব কিছু দেখতে পাচ্ছি। ধন্যবাদ🙏💕

  • @saradindumodak9082
    @saradindumodak9082 2 года назад

    আপনার সঙ্গে আমার ও সময়টা খুব সুন্দর কাটলো। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। আপনি সপরিবারে সুস্থ থাকুন। আপনার পথ চলার সঙ্গী হিসেবে থাকছি। ধন্যবাদ!

    • @ShayereeDeSarkar
      @ShayereeDeSarkar 2 года назад

      ruclips.net/video/IS1GHklv2Q0/видео.html UNITED STATES
      গেলাম আজ গুরুদ্বারা..দেশের বাইরে বিশ্বে সবথেকে বড় গুরুদ্বারা এটি..Langar খেলাম..আমেরিকা 😊 #bengalivlog #tangramacherjhal #bengalifishcurry #tangramachrecipe

  • @diyadas2859
    @diyadas2859 2 года назад

    দিদি তোমার ভিডিও যতো দেখি ততই ভালো লাগে, যে তুমি বিদেশে থেকেও বাংলা কিছু ভোলোনি,

  • @manoranjanbiswas4087
    @manoranjanbiswas4087 2 года назад

    Khub bhalo laglo.

  • @TanusTreatsRecipes
    @TanusTreatsRecipes 2 года назад +1

    Khub khub sundar laglo mohua aajker vlog ta. Tulsi gachh pele souvagya bridhhi hoy. Aro valo hok tomar. Tumi je fruit ta khele otar ki naam go? Gurudwara ta osadharon sundar. Amar mamabari amritsar. Maa amar okhaner manus. Tai jokhon e jai harmandir sahib e matha thhuke asi. Khub valo theko. Tomar jonno onek suvokamona roilo❤

  • @anjanadas9702
    @anjanadas9702 2 года назад

    Ajj first time tomar vlog dekhlam, khub valo laglo tomar kotha gulo sunte, bhalo thako tomra probash-e.

  • @susantapaulchoudhury2559
    @susantapaulchoudhury2559 2 года назад

    Ami sanchita khub valo laglo .r tomar Kotha sunthe to khub valo lage.

  • @sumitbhattacharaya8636
    @sumitbhattacharaya8636 2 года назад

    Waheguru ji ka khalsa waheguru ji ki Fateh.bole so nihal sat sri akal.. ajker vlog ta dekhe mon bhore gelo..