আলোচনা টি খুব ভালো লাগছে🙋♂️ আমি এসব রোগে আক্রান্ত হয়ে অনেক কষ্ট পাচ্ছি,,আমার কমর ব্যথা,হাটু ফুলে যায়,আর এই পর্যন্ত অনেক ডক্টর দেখিয়েছি,,এখন আমি গ্রীন রোড,,গ্রীন লাইফ হসপিটাল চিকিৎসা নিচ্ছি
অনেক গুরুত্বপূর্ণ একটি সমস্যার কথা বুজিয়ে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ , আমাদের অনুরোধ থাকবে এই ধরণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাঝে মাঝে আলোচনা রাখলে আমরা সাধারণ লোকেরা উপকৃত হতে পারবো , বর্তমানে আমি একজন রোগী , এই সমস্যায় ভুগছি প্রায় দুই বছর , আল্লাহ তায়ালা আমাদেরকে শিফা দান করুন |
শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়ে কিংবা আঘাত না পেয়ে ব্যথা করবে।রুকইয়াহব্যথার স্থানে হাত রেখে তিনবার বলবে,بِسْمِ اللَّهِআল্লাহর নামে শুরু করছি।এরপর সাতবার বলবে-اَعُوْذُ بِاللهِ وَ قُدْرَتِهِ مِنْ شَرِّ مَا اَجِدُ وَ اُحَاذِرُ
পৃথিবীতে রোগের নির্ণয় করে কোন চিকিৎসক আজো শেষ করতে পারেনি আগামীতে পারবেওনা যার উদাহরণ বেশি দূরনয় সবার অবগত করুনা নামের রোগটি কিন্তু আমরা মুসলিমরা কোরআন তেলাওয়াত ও নামাজ পড়ে রাব্বুল আলামীনের কাছে ওনার আশ্রয় চাইতে পারি একটুমাত্র শেফার জন্য🤲আমিন।
Ami boys 19 a pa rakhtei arthitis amak pongu baniye dilo😢😢😢 er chikitsaw beibohul jeta amar pokkhe khub e kostokor jibon jeno theme gelo😭😭😭hea Allha amak and jara atate Akranto tader susthota dan koro😢😓😭😭
সুন্দর আলোচনা। এই সমস্যা টা আমার মায়ের পায়ে হাটুতে অনেক দিন যাবত লক্ষ করা যাচ্ছে। ব্যাথা টা নিয়মিত থাকে না। মাঝে মাঝে ব্যাথাটা জেগে উঠে। ওষুধ খাচ্ছে কিন্তু পুরোপুরি ভাবে সেরে উঠছেনা।
আমার ডান হাঁটুর জয়েন্টে অনেক ব্যথা হয়। এই ব্যথার কারণে আমার জীবনের পুরো রুটিনটাই পরিবর্তন হয়ে গিয়েছে। যেন জীবনটাই এলোমেলো হয়ে গিয়েছে। সাধারণ বাথরুমে বসতে কষ্ট হয়, সাধারণভাবে নামাজ পড়তে গেলে ব্যথা হয় হাঁটুতে। চেয়ারে বসে নামাজ পড়ি।
আমার বয়স 13 বছর। স্যার আমার পায়ের পাতায় হালকা পরিমাণে বাত ব্যথা আছে বলেছেন ডাক্তার। আমাকে ডাক্তার এক্স রে করে বলেছেন এবং আমার রক্ত পরিক্ষা করে বলেছেন । এখন আমার কি করা উচিৎ ?❤❤❤❤ দয়া করে জানাবেন। ❤❤❤
একসাথে পথ চলতে চলতে আমরা পথ ভুলে চলে গেছি অন্য পথে ! দুটো হৃদপিন্ডের মধ্যবর্তী সরলরেখা বেয়ে একটা বিচ্ছেদের নদী বয়ে গেছে গন্তব্যহীন সীমান্তের দিকে ! আমি ভীষন মরে যাবো কষ্টে শতাব্দীর শেষ রাত পর্যন্ত ভুগেছি অনিদ্রায় , তারপর একদিন সব বদলে গেলো , বদলে গেলো বুকের ভেতর জমানো ব্যথার তীব্রতা , অনিদ্রাও বিশ্বাসঘাতকতা করে নিদ্রাচ্ছন্ন হয়ে উঠলো ! তোমার কন্ঠস্বর শুনে শুরু হওয়া সকালের স্মৃতি বিলীন হয়ে গেলো বিকেলের রোদে ! আমি বাঁচতে শিখে গেলাম একা , একা মানে খুব একা , একা মানে , নিঃসঙ্গতায় ভালো থাকা ! নিঃসঙ্গতা থেকে আমার আবার মুক্তি মিলেছে , কারো জন্য নতুন করে বুকের ভেতর ভালোবাসার বোধ হচ্ছে , বুকের ভেতর বড় হয়ে যাওয়া শূন্যতার আকাশে শান্তির পায়রা উড়িয়ে দিয়েছে মুগ্ধতার স্পর্শ ! কারো জন্যই তো জীবন থামে না ! আমি ভালোবাসছি , তীব্র রকমের সুনামি সাইক্লোন এর ককটেল প্রেম বুলেটের মতো প্রবেশ করছে বুকে , আমার ঘুম হয় না , গলা দিয়ে খাবার নামে না , আমার বড্ড হাসফাস লাগে , আমি রোজ সকালে একটা নতুন মানুষের কন্ঠস্বর শোনার আকুলতা নিয়ে জেগে উঠি , আমি আবার কারো হাতের আঙুল ছুঁয়ে দেখার ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করি , আমার বাঁচতে ইচ্ছে হয় আরো কয়েক শতাব্দী ! সময় কি দ্রুত সব বদলে দিয়েছে , দেখেছো ? হাত ছোঁয়ার প্রবল আগ্রহ স্থানান্তরিত হয়ে যায় , অন্য চোখেও মুগ্ধতা আসে , অন্য কারো চোখেও মোহগ্রস্থ হওয়া যায় , নতুন ভাবে বেঁচে থাকার এসব সকাল ভুলিয়ে দেয় অজস্র তন্দ্রাহীনতার রাত ! বেঁচে থাকাই তো জীবন , পুরানোতে যে মরে গেছে বহুকাল আগে , তারও বাঁচতে ইচ্ছে হয় ! তুমি জানো , পুরানো ডায়েরির কিছু কথা আর মাঝের পৃষ্ঠাতে শুকিয়ে যাওয়া গোলাপ কেবল ব্যথা দিতে জানে ! আমি আজকাল ঘ্রাণ খুঁজছি খুব , নতুন ঘ্রাণ , তরতাজা গোলাপ , সতেজ হৃদপিন্ড , জীবিত প্রেম ! পুরাতনকে নিয়েও বেঁচে থাকা যায় , তাতে কেবল ব্যথা বাড়ে , শূন্যতার আকাশ বড় হয় , অতোটা শূন্যতা বুকে নিয়ে বেঁচে থাকা প্রেমিক আমি হতে পারিনি , আমি আবার প্রেমে পরেছি , আবার ভালোবেসেছি , আবার ভেঙেচূড়ে গেছি ! স্মৃতিরাও একদিন মরে যায় , স্মৃতিকণা ' দেরও একদিন ভীষন ভাবে মরে যেতে হয় , জানো ?
আমার বয়স ২৪।আমার বুঝ হওয়ার পরে আজবদী আমি একদিনও শান্তিতে চলাফেরা করতে পারেনি।রিউমাইটেড আর্থ্রাইটিস এই অসুখটি আমার শরীলে বাসা বেধেছে।অনেক ডাক্তার দেখাইছি ফলাফল ভাল পাইনি।জীবন যুদ্ধ নেমে এখন আমি একজন প্রবাসী।দোয়া চাই সবার কাছে
আমার বয়স 26 । আমার হাঁটুতে দীর্ঘদিন যাবত ব্যাথা অনেক ডাক্তারের কাছে গেছি কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছি না। দিন দিন ব্যাথা বাড়ছে আপনারা কী বলবেন আমার করণী কী?
আমার আছে 😢। ২,৩ বছর ধরে ভুগছি তবে এখন অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে মাঝে মাঝে খুব সমস্যা হয় ব্যাথা বাড়ে। আমার ১৬ বছর বয়সেই ধরা পড়ে। আমার মার ও ছিলো।
আমি একজন রিমোটিক আর্থ্রাইটিস এর পেশেন্ট এবং সেই সঙ্গে অস্টিও আর্থ্রাইটিস এর চিকিৎসা সম্পূর্ণ আবিষ্কার করার জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানাচ্ছি,,,,, এই ব্যথা এই ব্যথা কষ্টদায়ক আমি 40 বছর ধরে ব্যথায় আক্রান্ত
দয়া করে চাকরির বয়স নিয়ে একটা টক শো করেন।বর্তমান সরকার তাদের নিজেদের নির্বাচনী ইশতেহারে বলা কথা রক্ষা করে নাই।এর চাইতে বড় লজ্জা আর কি হতে পারে? তরুন প্রজন্ম আজ মৃতপ্রায়।দয়া করে চাকরির বয়স নিয়ে একটা আলোচনা করেন।
আমার অনেকদিন ধরে ঘাড়ে ব্যথা। তবে ঘাড় ঘোরাতে কোন সমস্যা হয় না, আমি স্বাভাবিকভাবে থাকলে ডান দিকে ঘাড় বাঁকা করে থাকি, পরে বুঝতে পারি আমি তো ডানদিকে ঘাড় ঝুকিয়ে আছি, তখন আবার সোজা করে ফেলি, কিন্তু আমার স্বাভাবিক অবস্থা হলো ডান দিকে ঘাড় ঝুঁকিয়ে রাখা। এ ব্যাপারে একটি কনটেন্ট বানালে উপকৃত হব।
সময়োপযোগী উপস্থাপন। আমরা যারা প্রবীণ তাদের অনেকেই এ ধরনের সমস্যায় ভোগছেন। তাদের জন্য এই স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনেক কাজে লাগবে। ধন্যবাদ।
এই ধরনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা সাধারণ জনগণের জন্য খুব উপকারী হবে! সেইসাথে এই ধরনের আলোচনা আরো বেশি বেশি চাই ! ধন্যবাদ বিবিসি বাংলা কে!
খুব ভালো বিশ্লেষণ করেছেন , বিষয়টি ও খুব গুরুত্বপূর্ণ ।👍👍 জয়েন্টে ব্যথা এখন বহু মানুষের সমস্যা।
আলোচনা টি খুব ভালো লাগছে🙋♂️
আমি এসব রোগে আক্রান্ত হয়ে অনেক কষ্ট পাচ্ছি,,আমার কমর ব্যথা,হাটু ফুলে যায়,আর এই পর্যন্ত অনেক ডক্টর দেখিয়েছি,,এখন আমি গ্রীন রোড,,গ্রীন লাইফ হসপিটাল চিকিৎসা নিচ্ছি
2:16
.@@mdrajibali3391
চিকিৎসা নিয়ে এখন আল্লাহর রহমতে আপনি কেমন আছেন। আর এই হসপিটাল টা কোথায় সম্পূর্ণ লোকেশন আমাকে দিবেন অনুরোধ রইল
Doctor er name ti bolle best hoyto@@mdrajibali3391
অনেক গুরুত্বপূর্ণ একটি সমস্যার কথা বুজিয়ে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ , আমাদের অনুরোধ থাকবে এই ধরণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাঝে মাঝে আলোচনা রাখলে আমরা সাধারণ লোকেরা উপকৃত হতে পারবো , বর্তমানে আমি একজন রোগী , এই সমস্যায় ভুগছি প্রায় দুই বছর , আল্লাহ তায়ালা আমাদেরকে শিফা দান করুন |
শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়ে কিংবা আঘাত না পেয়ে ব্যথা করবে।রুকইয়াহব্যথার স্থানে হাত রেখে তিনবার বলবে,بِسْمِ اللَّهِআল্লাহর নামে শুরু করছি।এরপর সাতবার বলবে-اَعُوْذُ بِاللهِ وَ قُدْرَتِهِ مِنْ شَرِّ مَا اَجِدُ وَ اُحَاذِرُ
সময়ের উপযুক্ত আলোচনা ধন্যবাদ বিবিসি
ডাক্তার ম্যাডাম খুব সুন্দর দিকনির্দেশনা দিয়েছেন।কি সুন্দরভাবে বললেন,কোন সমস্যার কারনে কোন ধরনের ডাক্তারের কাছে যেতে হবে এই বিষয়টি❤️।
বিবিসিকে ধন্যবাদ👍
00⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰000000000000000000⁰00⁰00⁰00
খুবই উপোকারী ভিডিও এবং ডাক্তার ম্যাম এর সাজেশন চমৎকার ভাবে বুঝিয়ে বলেছেন।
অসংখ্য ধন্যবাদ বিবিসি নিউজ কে।
এই ধরনের আলোচনা করার জন্য।
সুন্দর সাবলীল উপস্থাপনা.. 💙
ধন্যবাদ বিবিসি কে অনেক উপকৃত হলাম এই ভিডিও দেখে ...
বিবিসি বাংলাকে অনুরোধ জানাচ্ছি যে কোন রোগের কোন চিকিৎসা কোন ডাক্তার দেখাতে হবে এগুলো নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ বিবিসি বাংলা
😊
😊
Right
গুরুত্বপূর্ণ আলোচনা ভালোই লাগলো
অনেক অনেক ধন্যবাদ বিবিসি নিউজকে এত সুন্দর একটি উপস্থাপনা করার জন্য
চমৎকার আলোচনা ও পরামর্শ। আল্লাহ নেক হায়াত দান করুন।
সুন্দর একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার ধন্যবাদ বিবিসি বাংলাকে👍👍
Channel nine
পৃথিবীতে রোগের নির্ণয় করে কোন চিকিৎসক আজো শেষ করতে পারেনি আগামীতে পারবেওনা যার উদাহরণ বেশি দূরনয় সবার অবগত করুনা নামের রোগটি কিন্তু আমরা মুসলিমরা কোরআন তেলাওয়াত ও নামাজ পড়ে রাব্বুল আলামীনের কাছে ওনার আশ্রয় চাইতে পারি একটুমাত্র শেফার জন্য🤲আমিন।
Ami boys 19 a pa rakhtei arthitis amak pongu baniye dilo😢😢😢 er chikitsaw beibohul jeta amar pokkhe khub e kostokor jibon jeno theme gelo😭😭😭hea Allha amak and jara atate Akranto tader susthota dan koro😢😓😭😭
Same vai😅😭💔 life ses😭
সুন্দর আলোচনা। এই সমস্যা টা আমার মায়ের পায়ে হাটুতে অনেক দিন যাবত লক্ষ করা যাচ্ছে। ব্যাথা টা নিয়মিত থাকে না। মাঝে মাঝে ব্যাথাটা জেগে উঠে। ওষুধ খাচ্ছে কিন্তু পুরোপুরি ভাবে সেরে উঠছেনা।
ইনডোমেথাসেন দিনে দুইবার খাওয়াবেন
আল্লাহ সবাই কে সুস্থ রাখুন নেক হায়াত দান করুন আমিন
আল্লাহ আপনাদের অনেক ভালো রাখেন অনেক সুন্দর আলোচনা করেছেন
কালোজিরার সাথে উটের মুত্র মিশিয়ে খান, সব রোগ সেরে যাবে । মহম্মদী দাওয়াই ।
এই রকম ভিডিও দেয়ার জন্য ধন্যবাদ
বিভিন্ন রোগ ও প্রতিকার সম্পর্কে প্রতিবেদন তুলে ধরা হলে আমাদের মত সাধারণ মানুষের উপকার হবে।
দারুন । আমার অনেক অপকার হল
আমার ডান হাঁটুর জয়েন্টে অনেক ব্যথা হয়। এই ব্যথার কারণে আমার জীবনের পুরো রুটিনটাই পরিবর্তন হয়ে গিয়েছে। যেন জীবনটাই এলোমেলো হয়ে গিয়েছে।
সাধারণ বাথরুমে বসতে কষ্ট হয়, সাধারণভাবে নামাজ পড়তে গেলে ব্যথা হয় হাঁটুতে। চেয়ারে বসে নামাজ পড়ি।
আমার বাম হাটুতে এই অবস্থা।জীবন টা এলোমেলো হয়ে গেছে একেবারে।
@@NahidHasan.11 ভাই আমার অবস্থা এখন ভালো। হাঁটুর ব্যাথা কমেছে। আর সাধারণ ভাবে নামাজও পড়তে পারি। আশা করছি আপনারও ঠিক হয়ে যাবে।
@@TanzirRahman আমার নামাজ পড়তে কষ্ট হয় ভাই। আর খেলাধুলা ও করতে খুব সমস্যা। আপনার কিভাবে ঠিক হলো ভাই?
অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য
গঠন মুলক আলোচনা। ভালো লাগলো
খুব সুন্দর আলোচনা👍
Thanks sotobhon very important advice doya rohilo alhamdulillah
গুরুত্বপূর্ণ বিষয়
Onek upokrito holam ai alochona shune.dhonnobad
ধন্যবাদ বিবিসি কে
আমার বয়স 13 বছর।
স্যার আমার পায়ের পাতায় হালকা পরিমাণে বাত ব্যথা আছে বলেছেন ডাক্তার।
আমাকে ডাক্তার এক্স রে করে বলেছেন এবং আমার রক্ত পরিক্ষা করে বলেছেন ।
এখন আমার কি করা উচিৎ ?❤❤❤❤ দয়া করে জানাবেন।
❤❤❤
Khuvi sundor upostapona
অনেক কিছু জানা গেল
একসাথে পথ চলতে চলতে
আমরা পথ ভুলে চলে গেছি অন্য পথে !
দুটো হৃদপিন্ডের মধ্যবর্তী সরলরেখা বেয়ে
একটা বিচ্ছেদের নদী বয়ে গেছে
গন্তব্যহীন সীমান্তের দিকে !
আমি ভীষন মরে যাবো কষ্টে
শতাব্দীর শেষ রাত পর্যন্ত ভুগেছি অনিদ্রায় ,
তারপর
একদিন সব বদলে গেলো ,
বদলে গেলো
বুকের ভেতর জমানো ব্যথার তীব্রতা ,
অনিদ্রাও বিশ্বাসঘাতকতা করে নিদ্রাচ্ছন্ন হয়ে উঠলো !
তোমার কন্ঠস্বর শুনে শুরু হওয়া সকালের স্মৃতি
বিলীন হয়ে গেলো বিকেলের রোদে !
আমি বাঁচতে শিখে গেলাম একা ,
একা মানে খুব একা ,
একা মানে ,
নিঃসঙ্গতায় ভালো থাকা !
নিঃসঙ্গতা থেকে আমার আবার মুক্তি মিলেছে ,
কারো জন্য নতুন করে
বুকের ভেতর ভালোবাসার বোধ হচ্ছে ,
বুকের ভেতর বড় হয়ে যাওয়া শূন্যতার আকাশে
শান্তির পায়রা উড়িয়ে দিয়েছে মুগ্ধতার স্পর্শ !
কারো জন্যই তো জীবন থামে না !
আমি ভালোবাসছি ,
তীব্র রকমের সুনামি সাইক্লোন এর ককটেল প্রেম
বুলেটের মতো প্রবেশ করছে বুকে ,
আমার ঘুম হয় না ,
গলা দিয়ে খাবার নামে না ,
আমার বড্ড হাসফাস লাগে ,
আমি রোজ সকালে
একটা নতুন মানুষের কন্ঠস্বর শোনার
আকুলতা নিয়ে জেগে উঠি ,
আমি আবার কারো হাতের আঙুল ছুঁয়ে দেখার
ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করি ,
আমার বাঁচতে ইচ্ছে হয় আরো কয়েক শতাব্দী !
সময় কি দ্রুত সব বদলে দিয়েছে ,
দেখেছো ?
হাত ছোঁয়ার প্রবল আগ্রহ স্থানান্তরিত হয়ে যায় ,
অন্য চোখেও মুগ্ধতা আসে ,
অন্য কারো চোখেও মোহগ্রস্থ হওয়া যায় ,
নতুন ভাবে বেঁচে থাকার এসব সকাল ভুলিয়ে দেয়
অজস্র তন্দ্রাহীনতার রাত !
বেঁচে থাকাই তো জীবন ,
পুরানোতে যে মরে গেছে বহুকাল আগে ,
তারও বাঁচতে ইচ্ছে হয় !
তুমি জানো ,
পুরানো ডায়েরির কিছু কথা
আর মাঝের পৃষ্ঠাতে শুকিয়ে যাওয়া গোলাপ
কেবল ব্যথা দিতে জানে !
আমি আজকাল ঘ্রাণ খুঁজছি খুব ,
নতুন ঘ্রাণ ,
তরতাজা গোলাপ ,
সতেজ হৃদপিন্ড ,
জীবিত প্রেম !
পুরাতনকে নিয়েও বেঁচে থাকা যায় ,
তাতে কেবল ব্যথা বাড়ে ,
শূন্যতার আকাশ বড় হয় ,
অতোটা শূন্যতা বুকে নিয়ে
বেঁচে থাকা প্রেমিক আমি হতে পারিনি ,
আমি আবার প্রেমে পরেছি ,
আবার ভালোবেসেছি ,
আবার ভেঙেচূড়ে গেছি !
স্মৃতিরাও একদিন মরে যায় ,
স্মৃতিকণা ' দেরও একদিন ভীষন ভাবে মরে যেতে হয় ,
জানো ?
Nice
Nice
সঠিক বিষয় তুলে ধরার জন্য অসংখ্য সালাম ও অসংখ্য ধন্যবাদ
সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ
আমার বয়স ২৪।আমার বুঝ হওয়ার পরে আজবদী আমি একদিনও শান্তিতে চলাফেরা করতে পারেনি।রিউমাইটেড আর্থ্রাইটিস এই অসুখটি আমার শরীলে বাসা বেধেছে।অনেক ডাক্তার দেখাইছি ফলাফল ভাল পাইনি।জীবন যুদ্ধ নেমে এখন আমি একজন প্রবাসী।দোয়া চাই সবার কাছে
Rehunatalogy doctor dekan
হ্যা অবশ্যই 😊
ভালো থাকবেন সুস্থ থাকবেন
Halhumdulla
Apni rheumatology bibhager ekkjon doctor dekhan
আমার বয়স 26 । আমার হাঁটুতে দীর্ঘদিন যাবত ব্যাথা অনেক ডাক্তারের কাছে গেছি কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছি না। দিন দিন ব্যাথা বাড়ছে আপনারা কী বলবেন আমার করণী কী?
খুবই সুন্দর একটি প্রতিবেদন করেছে বিবিসি,
কিন্তু পানি পান করার পরিবর্তে বিবিসির সাংবাদিক কিভাবে পানি খেতে বললেন এটা বুঝে আসলো না!
চমৎকার একটা ভিডিও। খুবই দরকারি । অসংখ্য ধন্যবাদ আপু
Ai dorone betha jonno to amr ammu potiniyoto buktece, kono doktor valo korte parcena, sara rat sitkar kore
খুব ভালো লাগলো। আমার এ অসুখ গুলো আছে। ধন্যবাদ
খুব সুন্দর লাগছে আপু আমার মেরুদন্ড ব্যাথা আজকে থেকে দুই বছর আগে থেকে
অনেক সুন্দর আলোচনা ভালো লাগলো
ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করলেন
ধন্যবাদ বিবিসি কে ।
অসাধারণ আলোচনা।
This is a very important video, please release more videos like this, I will support you inshallah ❤️👍
মাশাল্লা আলহামদুলিল্লাহ ভাল
এই কথা গোলো আমার সাথে মিলে গেছে আপনারে অনেক ধন্যবাদ
Good post.Thank you.
আমার আছে 😢। ২,৩ বছর ধরে ভুগছি তবে এখন অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে মাঝে মাঝে খুব সমস্যা হয় ব্যাথা বাড়ে। আমার ১৬ বছর বয়সেই ধরা পড়ে। আমার মার ও ছিলো।
ভাই আমারও তো একি সমস্যা কালকে পরীক্ষা করে ধরা পড়ছে কি করবো আপনি কি ঔষধ খাইছেন পরামর্শ দেন
আমার কোমড়ে এবং হাটুতে প্রচন্ড ব্যাথা করে 😭😭😭
এসব কিছুর সঙ্গে আমার সাথে মিল রয়েছে
Apu apne kun deshe taken
ফিজিওথেরাপি চিকিৎসার কথা বলতে বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ ভাবে অজ্ঞতার পরিচয় দিয়েছেন।
সুকৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর এক দিকে ছোট করার মানসিকতা উপলব্ধি হয়েছে।
ঠিক বলেছেন
ব্যায়ামের কথা উল্লেখ করা হয়েছে ইটস কাইন্ড অফ ফিজিওথেরাপি
এমন ভিডিও আরো চাই ❤
Thank you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
দুই দিন পর পর পুরো শরীল হাতের আঙুল পায়ে সব ব্যাথা ঘুমাতে পারি না ব্যাথার জন্য এতো ব্যাথা 😭😭😭😭
Expensive Video and Nice Suggestion 👌 👍 Thankyou.
❤️❤️❤️
আর্থ্রাইটিস এর চিকিৎসা অবশ্যই একজন রিউম্যাটোলজি বিশেষজ্ঞ তত্ত্বাবধানে হতে হবে।
এটি আমি ঢাকা মেডিকেল কলেজের একজন বড় ডাক্তারের একটি সাক্ষাৎকার শুনেছি এবং যারা ভাল ডাক্তার তারা এই কথাই বলে প্রায় সময় দেখি
গুরুত্বপূর্ণ আলোচনা
Thanks BBC.
Thanks to bbc bangla
onak valo laglo kotha gole sone
আমার হাটু অনেক ব্যথা করে,
আমার জন্য দোয়া করবেন সবাই
এই ধরনের আলোচনা করলে হয়তো আমাদের দেশে রোগীদের ক্ষেত্রে অনেক ভালো হবে ,,,
ভালো লাগল জেদ্দা থেকে দেখছি ধন্যবাদ জানতে পেরে
Very fine
Thank you.
সুন্দর আলোচনা
বিবিসি বাংলাকে অনুরোধ করে জানাচ্ছি শরীরের জয়েন্টের ব্যথার জন্য কোন ডাক্তার খেতে হবে সেগুলো আলোচনা করেন
Thanks for the update
এ ধরনের আলোচনা বেশি বেশি করা হোক।
@Shafrana Ridhika মমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম..।..শ।...ম.।।.।.।৷🐽🐽🐽 🐽🐽🐽🐽🐽🐽🐽 🐽🐽৷ 🐽🐽🐽 🐽🐽🐽🐽🐽 🐽🐽
এই পোগ্রাম গুলো একটু বেশি বেশি করা উচিত
ধন্যবাদ আপু আপনাকে
Thanks sister 👍👍
হাতে পায়ে প্রচন্ড ব্যাথা তাই ভিডিও দেখতে বসলাম সাবাই ছোট বোনটার জন্য দোয়া করবেন😭😓
interesting , Best wises BBC Bangla
ধন্যবাদ আলোচনা সুন্দর
বাংলাদেশ এ এই রোগের সব চেয়ে ভালো ডাক্তার কে আছেন??
ডা. আতিকুল হক, গ্রিন লাইফে বসেন।
@@jannattuffahul8521 kotaye ei hospital??
কোন হাসপাতাল?কখন কবে বসে ঠিকানাটা দেন ভাই।@@jannattuffahul8521
@jannattuffahul8521 kothay ata
Thank you so much..
মাশাআললাহ ছবিটা দেখতে খুবই সুন্দর হয়েছে ভালো লেগেছে এমন ভিডিও আরো চাঁই
সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ সোরাইটিক আথ্রাইটিস নিয়ে কিছু বলেন দয়া করে
আমি একজন রিমোটিক আর্থ্রাইটিস এর পেশেন্ট এবং সেই সঙ্গে অস্টিও আর্থ্রাইটিস এর চিকিৎসা সম্পূর্ণ আবিষ্কার করার জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানাচ্ছি,,,,, এই ব্যথা এই ব্যথা কষ্টদায়ক আমি 40 বছর ধরে ব্যথায় আক্রান্ত
আপনার ইমো নাম্বারটা দেন
Super idea
helpful content
কি বলবো দুঃখের কথা এই সমস্যা 0:28 আমার কিন্তু টিকমেন নিতে পারিনা আমি সৌদি আরবে আছি কিন্তু দেশেও জেতে পারিনা সবার কাছে দোয়া চাই
Vegetarian hoye jao sob theek hoiye jbe..
দয়া করে চাকরির বয়স নিয়ে একটা টক শো করেন।বর্তমান সরকার তাদের নিজেদের নির্বাচনী ইশতেহারে বলা কথা রক্ষা করে নাই।এর চাইতে বড় লজ্জা আর কি হতে পারে? তরুন প্রজন্ম আজ মৃতপ্রায়।দয়া করে চাকরির বয়স নিয়ে একটা আলোচনা করেন।
Excellent 👌
So much thanks.
Oshadharon
Yes .Dr .ok ..
Thank you
আমার অনেকদিন ধরে ঘাড়ে ব্যথা। তবে ঘাড় ঘোরাতে কোন সমস্যা হয় না, আমি স্বাভাবিকভাবে থাকলে ডান দিকে ঘাড় বাঁকা করে থাকি, পরে বুঝতে পারি আমি তো ডানদিকে ঘাড় ঝুকিয়ে আছি, তখন আবার সোজা করে ফেলি, কিন্তু আমার স্বাভাবিক অবস্থা হলো ডান দিকে ঘাড় ঝুঁকিয়ে রাখা। এ ব্যাপারে একটি কনটেন্ট বানালে উপকৃত হব।
Good information
Koto roge j akranto hoichi ei boyoshe, allah vlo jane
Thanks bbc
এই দরেন আলোচনা বেশি বেশি কারা উচিত
❤
অনেক ধন্যবাদ
সচেতনা মূলক উপদেশ বেশি প্রচার করা হোক।আমি বর্তমানে এ রোগে ভুগছি।