গার্মেন্টসের মেয়ে শুনলে বিয়ে আসেনা ! Branding Bangladesh I Episode :41 I Studio of Creative Arts ltd

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 1,6 тыс.

  • @mdsojon525
    @mdsojon525 Год назад +62

    আমি ছয় মাস চাকরী করেছি গার্মেন্টস এ মাএ ৩০০ টাকা ভেতনে আর বর্তমানে ৫০ হাজার টাকা ভেতন পাই আলহামদুলিল্লাহ।

  • @mdyousuf6231
    @mdyousuf6231 Год назад +152

    নাটক সিনেমা না দেখে এরকম অনুষ্ঠান দেখলে বুঝা যায় জীবনে অনেক কিছু শেখা যায় শুভ কামনা রইলো

    • @fazlurahman1282
      @fazlurahman1282 5 месяцев назад +1

      Sabina tumi agiejao god bless you

    • @kamalhussain5394
      @kamalhussain5394 2 месяца назад

      মেয়েটা যা বলছে সব কি ঠিক

  • @ferdousrohman4618
    @ferdousrohman4618 2 года назад +59

    লুকোচুরি নেই। মন খুলে বলছেন। সাহসী নারী। দোয়া করি আরও এগিয়ে যাও। সবার উচিৎ ভালো মন্তব্য করা।

  • @nazmunnahar6433
    @nazmunnahar6433 2 года назад +35

    অসম্ভব সুন্দর দেখতে! অভিজাতীয় একটা ব্যাপার আছে,সাবিনা র মধ্যে। মানুষ মানুষের জন্য! কতো উদার মনের মানুষ! কিবরিয়া ভাই কে অসংখ্য ধন্যবাদ।

  • @h.m.saifulislam-ms1pz
    @h.m.saifulislam-ms1pz 11 месяцев назад +46

    কিবরিয়া ভাইকে ধন্যবাদ। সাবিনার জীবনের গল্প তুলে ধরার জন্য। গার্মেনস কর্মী দেরকে এ দেশে সম্মান করা উচিত।

  • @TanjaminKhan
    @TanjaminKhan 2 года назад +336

    আগেও জানতাম, গার্মেন্টস এর কর্মীদের জীবন যুদ্ধ পুরাই অন্য লেভেলের ।
    গার্মেন্টস কর্মীদের উপর শ্রদ্ধা বেড়ে গেলো অনেক । শুভকামনা !

    • @anikakabirtina3002
      @anikakabirtina3002 Год назад +2

      9oi

    • @nargisakter4515
      @nargisakter4515 Год назад +1

      llppppp

    • @missrumana5190
      @missrumana5190 Год назад

      কি আর বলবো রে বোইন আমার জীবন টা এই ভাবে চলতাছে

    • @InNi-qt1zq
      @InNi-qt1zq 11 месяцев назад +1

      বলার মতো ভাষা নেই আপু,,, আমিও আট বছর ধরে গার্মেন্টসে চাকরি করছি,,, তবে গার্মেন্টস আমাকে ছারে নি,,,

    • @raziaakter3342
      @raziaakter3342 10 месяцев назад

      @@missrumana5190 hog

  • @tapasdey4879
    @tapasdey4879 Год назад +26

    সাবিনা, অসাধারণ সাবিনা!! কলকাতা থেকে বলছি, আমরা বাংলাদেশের গার্মেন্টস নিয়ে অনেক আলোচনা করি, বাংলা দেশকে এগিয়ে নিতে গার্মেন্টসের ভূমিকা অনস্বীকার্য.. কাজকে কাজ মনে করতে হবে... এগিয়ে চলো সাবিনা, ঈশ্বর, আল্লাহ, যীশু সকলে পৃথিবীর সব সাবিনাদের পাশে আছে....

  • @mohammedsalim9625
    @mohammedsalim9625 2 года назад +712

    সাবিনার পথচলা খুব কঠিন ছিল। আলহামদুলিল্লাহ্ তিনি জয় করেছেন। গড়েছেন নিজের দুনিয়াবী ভবিষ্যত। কিন্তু পাশাপাশি আখেরাত কে যদি সাথে সাথে রাখতেন। তাহলে ভাল লাগতো। দুনিয়ার সফলতা চিরস্থায়ী নয়। আখেরাত ই চিরস্থায়ী তাই আসুন নিজের নামাজ পর্দা সহ সকল ফরজ কাজগুলি এক সাথে করি। আল্লাহ্ আমাদের সঠিক বুঝ দান করুন। আমীন।

    • @user-xj8gq3kf7v
      @user-xj8gq3kf7v Год назад +32

      সঠিক বলেছেন ভাই। আল্লাহ্ আমাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তুলে নেন উচ্চ শিখরে।চেষ্টা এবং তার সাহায্য ছাড়া এগোনো অসম্ভব। তাই দুই জাহানের চিন্তাই মাথায় থাকবে আশা করি।

    • @tomaaiman1259
      @tomaaiman1259 Год назад +18

      Apu ta jodi aktu porda korto koto valo hoto,porokaler cinta o amader kora lagbe

    • @abuuaaabuuaa1703
      @abuuaaabuuaa1703 Год назад +12

      সহমত পোষণ করি। আমীন

    • @mohammedsalim9625
      @mohammedsalim9625 Год назад +1

      @@zakariazishan5406 ভাই আখিরাত সাথে রাখা মানে ফরজ, ওয়াজিব , হালাল , হারাম মেনে চলা। নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া মানে ইসলামের বিধিবিধান মেনে চলা। আল্লাহ্ আমাদের সবাইকে ইসলামের পথে আজীবন চলার তৌফিক দিন। আমীন

    • @deloararekha4940
      @deloararekha4940 Год назад +2

      Pp

  • @tanishasdiary22
    @tanishasdiary22 2 года назад +177

    একটা কথা ভালো লাগলো "সম্মান দিলেই সম্মান পাওয়া যায়।সম্মান না দিলে কখনো সম্মান আশা করা ঠিক না "
    আর আপুটার গল্পটা শুনে খুবই ভালো লাগলো ।মানুষ তার স্বপ্নের সমান বড় হয় , কথাটা আসলেই সত্যি।
    বাবা আর ভাই না থাকলেই যে জীবনে বড় হওয়া যাবেনা তা ঠিক নয়।বড় হওয়ার জন্য অদম্য ইচ্ছা ,সাহস আর পরিশ্রম টাই আসল।শুভ কামনা রইলো আপুটার জন্য ❤

    • @kalamihahhhgg5577
      @kalamihahhhgg5577 Год назад

      কেমন আছো

    • @nazmulhoquesiddique9917
      @nazmulhoquesiddique9917 Год назад

      @@kalamihahhhgg5577 এখানে আপনার এই প্রশ্নটা কি প্রাসঙ্গিক?
      আর যাই হোক উনি হয়তো বুঝে গেছেন যে আপনি মানসিক ভাবে ভালো নেই।

    • @capcut9399
      @capcut9399 Год назад

      আপনাকে কি দিয়ে ধন্যবাদ দিব ভাষা নেই অনেক অনেক ধন্যবাদ

    • @mstmukti9762
      @mstmukti9762 Год назад

      Sai poribarer hoy na ja poribarer ma kharap Jara soti choritroban Tara obbosy bascha k onno kothaw jate dibe na

    • @aktherhussen1589
      @aktherhussen1589 Год назад

      ​@@kalamihahhhgg5577O
      59:48

  • @nilonjona6450
    @nilonjona6450 Год назад +17

    সাবিনার৷ কথা গুলো একদম ঠিক, আসলে বাংলাদেশ গার্মেন্টস ছাড়া অচল,,তাই গার্মেন্টস কর্মীদের পুরনো সম্মান, আর ভালো আচরণ করা উচিত,, এটা আমাদের জনোগনের পক্ষ থেকে অনুরোধ করছি,

  • @pigeonlover2975
    @pigeonlover2975 2 года назад +129

    গার্মেন্টস আছে বলে বাংলাদেশের গরিব মানুষ টিকে আছে
    আমি গার্মেন্টস কর্মী❤️❤️

    • @BBOTech
      @BBOTech 2 года назад +7

      nari ase bole germents ase. germents ase bole desh ase .nari badider ei gula niya kotha bolte dekha jay na

    • @faridakhatun8002
      @faridakhatun8002 2 года назад +1

      Alhamdulillah Alhamdulillah

    • @user-xm8vj5ep6x
      @user-xm8vj5ep6x 2 года назад +1

      রাইট সহমত

    • @mahbubalampolash4410
      @mahbubalampolash4410 Год назад +1

      💗💗💗💗💗💗

    • @mirajkhan8049
      @mirajkhan8049 4 месяца назад +1

      রাইট

  • @afnananwar27youtubevlog
    @afnananwar27youtubevlog Год назад +48

    😭😭😭দুই চোখের পাণি ধরে রাখতে পারিনি,,,
    সাবিনার কথা গুলো আমার হ্নদয় টাকে রক্ত ক্ষরণ করে দিয়েছে, আমিও একজন গার্মেন্টস কর্মি মায়ের সন্তান, 😭😭😭😭 আহারে বাচ্চা থাকা অবস্থায় হয়তো আমার মাও এ-ই সাবইনাদের মতো কতো অপমানিত হয়েছে 😭
    সাবিনা তোমাকে আমি আমার হ্নদয়ের অন্তস্থল থেকে দোয়া করি তুমি তোমার মাকে সুখে রাখবা, আমার যদি কখনো তোমার সাথে দেখা করার তৌফিক হয় আমি আল্লাহের কাছে নিজেকে সৌভাগ্য বান মনে করবো,
    আজকে তুমার বোন্দের কথা শুনে তুমার কথা শুনে আমার বুক্টা পেটে যাচ্ছে,,,,
    যদি তুমার মতো একজন মেয়ে কে আল্লাহ আমার মতো অভাগার নচিবে রাখতো সারা জীবন তুমাকে মাথায় তুলে রাখতাম,আজকে আমার মা আর নেই মাকে কতো না কি বলেছি
    এটা দাওনা কেন,সেটা দাওনা কেন,মা কখনো বকেনি বাবা আমার কাছে টাকা নাই,পারবোন, কতোনা কষ্ট করে মা না জানি আমাদের দুই ভাই বোনের খরছ জুগার করেছে,ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করেদিও, আমার মাকে আমি সুখি করতে পারিনি,
    এতো কষ্ট করেও মা আমাদের কে বলেনি না দেবোনা, আমার কাছে নাই,সব সময় মা কাজ
    করে গার্মেন্টসে আমাদের দুই ভাই বোন কে পড়া লিখা শিখিয়েছেন, আর আজ আমরা যখন প্রথিষ্টিত তখন আমার মা আর নাই চলে গেছে আল্লাহের কাছে,মা ওমা আমাকে ক্ষমা করে দিও মা😭😭😭বুঝিনি আমরা বুঝিনি মা এতো কষ্ট করেছে আমাদের জন্যে,
    সাবিনা আমি তুমার সাথে একবার দেখা করতে চাই, তুমাকে আর তুমার কাজের পার্শে দাড়াতে চাই,যদি কখনো তুমি তুমার এ-ই ভিডিও টা দেখো তাহলে প্লিজ আমাকে একবার রিপ্লাই দিও, আজকে আমার সব আছে টাকা পয়সা চাকুরী বা বোন কিন্তু নেই শুধু গর্ভধারিনি মা,
    আমি চট্রগ্রামের চেলে বায়েজিদ বোস্তামি আমার পুরাতন বাসা , আমি বর্তমানে মানব সেবা জ্বরিত একটা হাস্পাতালে ইমারজেন্সি তে কর্মরত আছি আবুধাবিতে এমারতে, তুমার যতো সাহায্য লাগে তুমার সেই বাবার পাশা পাষি আমিও তুমাকে সাহায্য করতে চাই, তুমার মাকে ও দেখতে চাই, আমার কথা গুলো যদি সত্যি ভাবে নিতে পারো তাহলে একবার রিপ্লাই দিলে খুশি হবো,
    আর এঙ্করিং ভাইয়্যাকে হাজার সালাম ভাই আপনি একজন স্বপ্ন দ্রষ্টা আল্লাহ আপনার সহায় হউন আজীবন,ভাইয়্যা আপনার জনি আমাকে বিশ্বাস হয়ে থাকে তা হলে এ-ই সাবিনার সাথে আমাকে একবার কথা বলার সুযোগ করে দিন,আপনি আমার কি কি এভিডেন্স নিতে চান আমি দেবো,তবুও সাবিনাকে আমার সাথে একবার কথা বলার জন্যে বলবেন প্লিজ, হায়াক আল্লাহ ভালো থাকো সাবিনাদের মতো সকল সাবিনা, ও মায়েরা😭😭😭😭😭আমি আনোয়ার মাহফুজ আবুধাবির এমারত থেকে।

    • @rrm.ibrahim6207
      @rrm.ibrahim6207 Год назад +2

      ধন্যবাদ ভাইয়া আপনি চেষ্টা করেন সাবিনার সাথে যোগাযোগ করার জন্য

    • @howladershahjahan-rf6ni
      @howladershahjahan-rf6ni 5 месяцев назад +1

      সাবিনারা হোক আদর্শ মানুষ হোক , আদর্শ মা,জন্মদিক আদর্শ সন্তান,তাদের ছোঁয়াতে গড়ে উঠুক আদর্শ জাতি। পৃথিবীকে উপর দিক আবার আরেকটি সোনালী যুগ। সাবিনার গল্প শুনতে শুনতে অনেক কেঁদেছি। ধন্যবাদ চাবিনা তোমাকে,ধন্যবাদ কিবরিয়া ভাইকে ।।

    • @RJ-mp3md
      @RJ-mp3md 2 месяца назад

      Vi ame kob problemr moddo dia jache....Jodi Kao Jodi amaka help korban ....ame masters korche....pls akta job Ditan....kritoggo thakbo

    • @RJ-mp3md
      @RJ-mp3md 2 месяца назад

      Pls help me...ame akta job chai...masters korrache

  • @nirmalmitra1364
    @nirmalmitra1364 2 года назад +90

    সোনা দেশের সোনার মেয়েকে অসংখ্য ধন্যবাদ । তুমি অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও- এই আশীর্বাদ করছি ভারত থেকে ।

  • @abulhashem3623
    @abulhashem3623 2 года назад +33

    চোখের পানি ধরে রাখতে পারলামনা। আমারও তিন মেয়ে।আমিও চিটাগংরোডের পাশে গলাকাটাপুল থাকি।সাবিনা আপুর জেলা চাদঁপুরের মালিকের কোম্পানিতে জব করি।অনেক অনেক দোয়া রইলো।আর আর,জে কিবরিয়া ভাইতো আমার প্রিয় মানুষই তার পরিবারের মানুষের প্রতি দোয়া রইলো।ধন্যবাদ

    • @user-cw2np5jc6z
      @user-cw2np5jc6z 3 месяца назад

      আপনি কি পূর্ব বক্সনগর থাকেন??

  • @bdmasum2749
    @bdmasum2749 2 года назад +42

    আমাদের দেশের কহিনুর হীরা তুমি !!
    তোমার আলো ছড়িয়ে পড়ুক বসুন্ধরায় !
    তোমার জন্য রইল অশেষ দোয়া ।

  • @leoarmanhossain9315
    @leoarmanhossain9315 8 месяцев назад +2

    এমন একটা যায়গা থেকে থেকে উনি আসছেন যা সত্যি অসম্ভব ছিলো।
    নিশ্চয়ই আল্লাই চাইছেন।

    • @nadia-zf5th
      @nadia-zf5th 20 дней назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🖐

  • @nhc9273
    @nhc9273 2 года назад +13

    সাবিনা আপু। একজন ভাল মানুষ । এরাই পরিবার সমাজ ও পৃথিবীকে সুন্দর করে । সবাই যদি এমন ভাল মানুষ হত তাহলে আমাদের পৃথিবী কতইনা সুন্দর হত । ধন্যবাদ সাবিনাকে ধন্যবাদ কিবরীয়া ভাইকে ।

  • @nurefatema5755
    @nurefatema5755 2 года назад +121

    আসলে গার্মেন্টসে কাজ করা হচ্ছে ধৈর্যর বেপার ঐখানে অনেক কিছু দেখা যায় শিক্ষা র কোন শেষ নাই এক মাসের বেতন পেতে কতটা কস্ট আর কতো বকা আর কত হয়রানির সিকার হতে হয় যার গার্মেন্টস কাজ করে তারাই জানে এই কস্টের কতা জীবনের আট বচর কাজ করেছি অনেক অনেক মিস করি সৈই দিন গুলো আর এখন দেশের বাহিরে আছি আল্লাহ্ তাহালা অনেক অনেক ভালো রাখছে 👍👍👍

    • @AAa-dc1kr
      @AAa-dc1kr 2 года назад +4

      Amr o 2mr moto same life, aj soudi asi

    • @nurefatema5755
      @nurefatema5755 2 года назад

      @@AAa-dc1kr ধন্যবাদ সোদি কোন জায়গা আছেন 👍👍

    • @nurefatema5755
      @nurefatema5755 2 года назад +1

      @@mohamedharun4996 জী ভালো আছি👍👍

    • @mohamedharun4996
      @mohamedharun4996 2 года назад

      @@nurefatema5755 apni saudi kothai thakan, janta pari?

    • @shahinakter6536
      @shahinakter6536 9 месяцев назад

      ট্র

  • @rotongold834
    @rotongold834 2 года назад +71

    এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু মানুষ তার জীবনের সাফল্য খুঁজে নেবে ❤️❤️

  • @roziafrin5221
    @roziafrin5221 2 года назад +239

    এই অনুষ্ঠানের মাধ্যমে মানসিক ভাবে শক্তি পাওয়া যায়,, এই বাস্তবতা গুলো সামনে আসলে ভেঙে না পরে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া যায়,, ধন্যবাদ কিবরিয়া ভাই এরকম অনুষ্ঠানের আয়োজন করার জন্য,,

    • @akteruzzaman9682
      @akteruzzaman9682 2 года назад +10

      আসসালামু আলাইকুম ভাইয়া আমি না অনেক হার্ড কাজ করি প্রবাসে বাট জখন এগুলো সুনি তখন মনে সব ক্লান্তি চলে যায় অনেক সাহস জাগে। ধন্যবাদ

    • @freemotionpatuakhali5450
      @freemotionpatuakhali5450 2 года назад +3

      আপনার কথাটা বেশি সত্যি।

    • @atiyarrahamanmondal2411
      @atiyarrahamanmondal2411 Год назад +1

      Y gy
      T

    • @atiyarrahamanmondal2411
      @atiyarrahamanmondal2411 Год назад +1

      000

    • @boshirgazi1136
      @boshirgazi1136 Год назад +1

      @@akteruzzaman9682 y 7 )!;;;;!!!;;;

  • @whitesky.2776
    @whitesky.2776 Год назад +6

    Branding Bangladesh এর বেশীরভাগ গল্পই শুনি কিন্তু সাবিনা একজন মেয়ে হয়ে জীবনের পথ চলার পথে বাঁধা বিঘ্ন পেরিয়ে জীবন যুদ্ধে বিজয় হওয়ার কথা গুলি শুনতে শুনতে চোখের পানি ধরে রাখতে পারলাম না। মহান আল্লাহ তোমার সহায় হউক।দোয়া রইল।

  • @gaziatiqurrahman7069
    @gaziatiqurrahman7069 2 года назад +205

    আমি খুব কাছ থেকে দেখেছি গার্মেন্টস এ সবাই কি পরিশ্রম করে, শ্রমিক থেকে মালিক পর্যন্ত। আসলে কোন শ্রম এই মূল্যহীন নয়।
    সেলুট গার্মেন্টস কর্মীদের।

    • @altrnatvthinker
      @altrnatvthinker Год назад

      কামি সব কিছু শুনিনি কিন্তু কিছু কিছু শুনেছি বিশ্ব বিদ্যালয়য়ে পড়েছেন এটা খুব ভালো ঐ অবস্থা থেকে এসে ।

    • @user-qy7zv4eu2v
      @user-qy7zv4eu2v Год назад

      এত কঠর পরিশ্রম করে সকাল থেকে রাত পযন্ত তাদের আমাদের সবার সম্মান করা উচিত

  • @tannyrt3141
    @tannyrt3141 2 года назад +11

    আপু আপনাকে দেখে হাজার মেয়ে অনুপ্রেরণা পাবে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপুকে।কথা গুলো ব্যর্থ হতাশা ব্যক্ত হৃদয় কে জাগিয়ে তুলতে সহায়তা করবে,

  • @aentertainments5701
    @aentertainments5701 2 года назад +54

    এই বোনের কথা শুনে, কয়েকটা জায়গায় চোখে পানি চলে এসেছে। শুভ কামনা ওর জন্য তবে একটা বিষয়ে ব্যাবস্থা নিতে হবে যে গারমেন্টসের খারাপ বেপারগুলোর বিরুদ্ধে।

  • @user-ox9zc7eo8k
    @user-ox9zc7eo8k 11 месяцев назад +2

    Nice story

  • @rahimabegumzinu9762
    @rahimabegumzinu9762 2 года назад +31

    অনেক অনেক ভালো লাগলো এই গল্প শুনে । আসলেই ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। সাবিনাকে আল্লাহ অনেক ভালো রাখুক এই দোয়া রইল। ধন্যবাদ ।

  • @sardarsamsul7366
    @sardarsamsul7366 2 года назад +17

    জীবন যুদ্ধে জয়ী হওয়া সাবিনার সার্বিক উন্নতি কামনা করছি।

  • @linahalder8378
    @linahalder8378 2 года назад +33

    সাবিনা অনেক অনেক ধন্যবাদ তোমাকে। মেয়েদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য অনেক শুভকামনা। ভালো থেকো

  • @tasmiasultanamim6451
    @tasmiasultanamim6451 Год назад +15

    আমি ও অনেক কান্না করলাম, সাবিনার কথা গুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না, জীবন মানে কষ্ট জীবন মানে যুদ্ধ দোয়া এবং ভালোবাসা রইলো বোন তোমার জন্য

  • @NaturalLifevlog
    @NaturalLifevlog 2 года назад +16

    এক কথায় অসাধারণ, মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, আসলে আমরা চেষ্টাই করিনা, অলস মানুষ কখনো সফলতা দেখা পায় না, সফলতা পেতে হলে অলসতা থেকে বেরিয়ে নিজেকে জানান দিতে হবে ,ধন্যবাদ সবাইকে

    • @mdmujiburrahmankhan4492
      @mdmujiburrahmankhan4492 Год назад

      ভাল্লাগছে ভাই ভাল্লাগছে সুবহানাল্লাহ মাশাল্লাহ

  • @AbdulMomin-rv2jk
    @AbdulMomin-rv2jk Год назад +10

    সত্যিই মানুষ যখন নিজের গন্তর্ব নির্ধারণ করতে পারবে তখন আল্লাহ্ তায়ালা তাকে সফলতা দিবেনই ইনশাআল্লাহ।সাবিনার গল্প শুনে খুব ভালো লাগলো এবং প্রত্যেকটা মানুষকে ছেলে বা মেয়েকে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ বোন সাবিনা তুমি আরো বড় হও এই দোয়া করি আখেরাতকে সামনে রেখে বাংলাদেশের নাম বিশ্বের মানচিত্রে উজ্জ্বল করবে। ইনশাআল্লাহ

  • @shaheenakter3847
    @shaheenakter3847 2 года назад +55

    শুনছি আর মুগ্ধ হচ্ছি আসলে এই লড়াই মানুষ চিন্তে শিখায়।

  • @nazmulhoque4665
    @nazmulhoque4665 11 месяцев назад +2

    সাবিনার এই জীবন যুদ্ধের কথা শুনে চোখে পানি এসে গেছে, সাবিনারা এগিয়ে যাক তাহলে দেশ ও জাতি এগিয়ে যাবে।
    বিনম্র শ্রদ্ধা জানাই.....

  • @sarmina778
    @sarmina778 2 года назад +184

    এই গল্প গুলা শুনলে সামনের চলার গতিপথে মনে হয় শক্তি আরেটু বেড়ে যায়,হাজারো সালাম এই সব বোনদের

    • @BibekpointLtd
      @BibekpointLtd 2 года назад +9

      Thik bolsen❤️❤️❤️

    • @genuine1783
      @genuine1783 2 года назад +3

      Hi sarmina. Very good comment.where do you live in bangladesh? What do you do?

    • @sunildas1253
      @sunildas1253 2 года назад +1

      @@BibekpointLtd l

    • @ajantadas1945
      @ajantadas1945 2 года назад +1

      @@genuine1783 he n

    • @genuine1783
      @genuine1783 2 года назад +1

      @@ajantadas1945 what have you written?

  • @ibrahimsheikh7050
    @ibrahimsheikh7050 Год назад +4

    চরম সত্য উঠে আসছে ঐ ভিডিওতে ( আসল বাংলাদেশ এটাই, স্বাধীনতা তুমি কার???)

  • @sabihasultanamukta192
    @sabihasultanamukta192 2 года назад +36

    Branding Bangladesh এর প্রতিটি পর্ব থেকে অনেক কিছু শিখতে পারি,মনে জোর পায়,,,,মানুষের জীবনে কত রকম যুদ্ধ থাকে,,,,আহারে জীবন,,,,,
    ধন্যবাদ কিবরিয়া ভাইয়া

    • @mdshaon5395
      @mdshaon5395 2 года назад +1

      শুভকামনা রইল বোন

  • @most.shahanabanu7094
    @most.shahanabanu7094 Год назад +2

    lovely lovely lovely girl❤️❤️❤️❤️❤️💌💞
    agiya jao bon.insha Allah, Allah apnake aro valo kiso korar toufik dan korbe

  • @shahnazsultana4200
    @shahnazsultana4200 2 года назад +35

    পিরিয়ডের সময় যে কোনো হেল্প পাননি, তার মধ্যেও আল্লাহ মঙ্গল নিহিত করে রেখেছিলেন। আজ সেজন্যই এই সুন্দর আইডিয়া আপনার মাথায় এসেছে।

  • @raihanabari7896
    @raihanabari7896 7 месяцев назад +1

    Her courage and focus to help women and her brilliant ideas from her heart, which I became astonished. She has so much confidence in talking at this age. She can do a lot for society, her Bangladesh.

  • @prabirkumarroy6369
    @prabirkumarroy6369 2 года назад +9

    খুবই ভালো লাগলো। এভাবেই এগিয়ে যাক আমাদের সমাজ। হাজারো সাবিনার জন্ম হওক আমাদের দেশে। তবেই দেশটা দ্রুত সোনার বাংলায় পরিনত হবে। সমাজের গালি দেয়া কীটগুলো এটা থেকে যেন শিক্ষা নেয় একামনা রইল। বোন সাবিনা তুমি তোমার লক্ষ্যে কাজ করে যাও। তোমার আরও সফলতা অবশ্যই আসবে। মহান স্রষ্টা সকলের মঙ্গল করুন।

  • @mahimba5362
    @mahimba5362 2 года назад +48

    সাবিনা আপনি জীবন যুদ্ধে বিজয়ীদের একজন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো,,RJ Kebria ভাইয়া আপনি আমাদের অনুপ্রেরণার উৎস। সবসময় সেলুট আপনাকে 🤗

  • @avizittheblackboy
    @avizittheblackboy Год назад +6

    আমি নিজে একজন গার্মেন্টস কর্মী।
    বোন তোমার কথা গুলো হৃদয় ছুয়ে গেছে।
    তাই আজ একটা প্রমিজ করলাম পাবলিক কমেন্টে এই যে।
    যেখানে যে গার্মেন্টস এ আমি উপস্থিত থাকবো সেখানে মেয়ে কর্মীরা যাতে স্টাফদের কাছ থেকে বোন এর মত শাসন ও সহযোগীতা পায় সেটা বাস্তবায়নের চেষ্টা করবো।

  • @md.jakerhossainchowdary783
    @md.jakerhossainchowdary783 2 года назад +30

    আললাহর রহমতে ভালো থাকো,একজন মা হিসাবে দোয়া করি। এভাবে ই নিতান্ত সাধারণ। পরিবারের মেয়েরা দেশকে দূষণের থেকে মুক্ত করবে।

  • @nur4487
    @nur4487 Год назад +6

    অনেক কিছুই জানলাম আজকে।
    বোনটাকে অন্তরের অন্তরস্তল থেকে ধন্যবাদ জানাই।

  • @sumaakter6659
    @sumaakter6659 2 года назад +12

    হাজার বার যদি লাইক দিতে পারতাম তাও কম মনে হতো। আমি আপুর কথা গুলো শুনে আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি, চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। জীবনের গল্প বলা এটা কেমন যেনো লাগতো,কিন্তু আপু কে দেখে মনে হচ্ছে আমিও ভাইয়ার Studio তে যাই, নিজের জীবনের গল্প বলি যদিও বলার মতো কোন বিষয় আমি না,কারণ অনেক সপ্ন, অনেক কিছু হওয়ার বা পাওয়ার বিষয় সেগুলো শুধু না পাওয়ার কস্টেই রয়ে গেলো। কিন্তু মনের সেই ইচ্ছে টা আজও যায়নি যে কিছু হতে হবে, কিছু করতে হবে,তা শুধু সপ্নেই থেকে গেলো,বাস্তবায়ন না করতে বা হতে না পারার কস্ট টা এমন এক কস্টেই রয়ে গেলো যা কাউকে দেখাতে পারছি না। হাসতে ও ভুলে গেছি,মনে হয় কাঁদতে ও ভুলি গেছি কিন্তু আপুর কথা গুলো শুনে অঝোর ধারায় চোখের পানি বইলো, যা আটকে রাখতে পারি নাই। আপু আপনি অনেক দামি এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার কাছে যে আমরা অনেক ই সত্যি Android মোবাইল ইউজ করতে পারি না। তারমধ্যে আমি একজন আর এজন্যই জীবনে এখনো পিছিয়ে। আল্লাহ পাক কিবরিয়া ভাইয়ার, আপনার,আমাদের সকলকে কবুল করুন, বিশেষ করে কিবরিয়া ভাইয়ার যিনি এতো সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমিন আমিন আমিন

  • @prashantoroy4381
    @prashantoroy4381 9 дней назад

    কিবরিয়া ভাই, আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা নেই আমার। এরকম হীরকখণ্ডগুলো আপনি কিভাবে খুঁজে পান। সৃষ্টিকর্তা সবাইকে ভাল রাখুন এই প্রার্থনা।

  • @biplobyoutube.combarua283
    @biplobyoutube.combarua283 2 года назад +19

    সাবিনার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম!!! তার কথা শুনে বিস্মিত হচ্ছিলাম আর চোখের পাতা ভিজে যাচ্ছিল বারবার!!! আপনার সামনের জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা!!!

  • @jakirhasan2961
    @jakirhasan2961 Год назад +10

    কিবরিয়া ভাই আজকে আমার চোখ খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
    ধন্যবাদ আসলে আমরা অন্ধ।
    পরিবেশে খারাপ ধারণা কিন্তু ভালো টা লুকানো।

    • @biplobdhar8936
      @biplobdhar8936 6 месяцев назад

      Asian international university male nei na

  • @tahsanmahbub9773
    @tahsanmahbub9773 2 года назад +11

    সত্যি গল্পটা জীবনের লক্ষ্য ঘুরিয়ে দিবে,ভালোবাসা রইল আপু❤️, ধন্যবাদ ভাই আপনাকেও

  • @SaifulIslam-xk7vo
    @SaifulIslam-xk7vo Год назад +3

    ধন্যবাদ প্রিয় আপু, শ্রদ্ধা ও ভালবাসা হাজারো গুন। শ্রদ্ধা ওই গার্মেন্টস মেয়েদের যারা নিজের জন্য আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছে।যারা আমাদের ই মা আমাদের ই বোন।।

  • @user-ib2pk6nf5i
    @user-ib2pk6nf5i 2 года назад +15

    আমার ছোট বোন ও পড়তেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন স্কলারশিপ নিয়ে পড়তেছে তিন বছর ধরে অনেক ভাল একটা ইউনিভার্সিটি শিক্ষার মান অনেক উন্নত

  • @nizamulmulk8948
    @nizamulmulk8948 Год назад +10

    দেশে শ্রম ও শ্রমজিবী মানুষকে সম্মান করা হয়না, অসৎ লোকেরা এখন সমাজের কথিত সম্মানিত ব্যক্তি।এই গার্মেন্টস দেশের বৈদেশিক মুদ্রার বড় উৎস এবং গার্মেন্টসে কর্মরত সকল কর্মীরা আমাদের অহংকার। আমি সকল শ্রমজীবী মানুষকে সম্মান করি। সাবিনা ইয়াসমিনকে স্যালুট ও অশেষ ধন্যবাদ।

    • @InNi-qt1zq
      @InNi-qt1zq 11 месяцев назад

      গার্মেন্টসের জীবনটা আসলে অনেক কষ্টের আমিও চাকরি যে চাকরি করে সেই বুঝে,, আমারও চাকরিজীবন প্রায় 10 বছর এখন আর চাকরি করতে ভালো লাগেনা তারপরও সংসারের চাপে পড়ে চাকরিটা করতে হয়,,,,,,

  • @mehermoon2673
    @mehermoon2673 2 года назад +14

    অসাধারণ গল্প খুব মন দিয়ে শুনলাম দোয়া রইলো সাবিনা আপুর জন্য ❤️

  • @ishmamsmomcooking
    @ishmamsmomcooking 9 месяцев назад +1

    সাবিনার আগামীর পথ চলার জন্য রইল অনেক অনেক শুভকামনা, সাবিনা হোক আগামীর অনেক অনেক সাবিনার অনুপ্রেরণা এ-ই কামনায় করি।❤❤❤❤❤

  • @nahidjui8467
    @nahidjui8467 2 года назад +9

    Amazing Sabina... U re really great.. Nothing is impossible to u.. We are really proud of u..

  • @mizanurrahman9596
    @mizanurrahman9596 Год назад +10

    বাহিরের দেশে নিচের লেভেলে যারা কাজ করে, তাদের কে অনেক সম্মান দেওয়া হয়।

  • @nusratzamanmifta6893
    @nusratzamanmifta6893 2 года назад +12

    খুব ভালো লাগলো। এরকম অনুষ্ঠান অারও বেশি বেশি দেখতে চাই।

  • @halimhalim7611
    @halimhalim7611 Год назад +9

    আমিও ১৬ বছর গার্মেন্টসে চাকরি করে ছি এখন আমি সিংগাপুর থাকি আলহামদুলিল্লাহ এখন আমি দেশে যাবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ।

  • @SharminAktarbd
    @SharminAktarbd 2 года назад +29

    খুব ভালো লাগলো। ও অনেক দূর যাবে বোঝা যাচ্ছে। দোয়া রইল। তোমাদের মত আলোকিত ছেলে মেয়েরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।

    • @nojrullaskar8735
      @nojrullaskar8735 2 года назад

      Hi

    • @mdjahidakon3757
      @mdjahidakon3757 Год назад

      ভাইয়া গার্মেন্টেসের ব্যাপারে অাপুটা সত্য কথাই বলছে, কেন না অামিও গার্মেন্টসে কাজ করেছি

  • @sumansarker3344
    @sumansarker3344 Год назад +5

    বাংলাদেশের প্যাডম্যান !
    স্যালুট ইউ !

  • @shwapnaakter8110
    @shwapnaakter8110 2 года назад +18

    অফিসটার নাম মনে হয় সিম্বা ফ্যাশন লিমিটেড এইখানে আমিও কাজ করেছি এই অফিসের নিয়ম গুলো অনেক ভালো সবচেয়ে বেশি সুবিধা মেয়েদের জন্য পড়াশোনার সুযোগটা আছে ধন্যবাদ আপু তোমাকে তোমার গল্পটা সবাইকে বলার জন্য,,,,

    • @sujonsokhi5664
      @sujonsokhi5664 Год назад +1

      আমিও সেটাই ভাবছি সিম্বা 2

    • @SumonKhan-bn6jc
      @SumonKhan-bn6jc 2 месяца назад

      কুথায় এটা ভাই

  • @monikhan2235
    @monikhan2235 2 года назад +13

    কাজ কোনটাই ছোট নয় পরিশ্রমে সফলতা নিয়ে আসে আলহামদুলিল্লাহ তবে একটাই কথা আল্লাহর রহমত সব থেকে বেশি প্রয়োজন আপুটিকে আল্লাহ রহম করেছেন না হলে এত ভালো ইংরেজি কি ভাবে বলে সে তো কোন বড় ইংরেজি স্কুলেও পরেনি! পরেনি কোন ইংরেজি টিচারের কাছে 🤲আল্লাহু আকবার আমীন।

  • @BangladeshiVloggerFerdusi
    @BangladeshiVloggerFerdusi 2 года назад +55

    আমার বোন 2015 তে মেট্টিক পাস করে গার্মেন্টসে চাকরি করে, ইন্টার পাস করছে নিজের টাকায় এখনো পড়ে, আবার মা বাবা ছোট ভাই বোনের খরচ ও একাই বহন করে, ..
    ....সবাই ওর জন্য দোয়া করবেন

  • @abdurrazzak27211
    @abdurrazzak27211 2 года назад +46

    এটা সত্য কথা গার্মেন্টসের বসদের মুখের ভাষা একেবারে জঘন্য কিন্তু আমরা অসহায় কারণ কাজ করে খেতে হবে।
    কখনো কখনো গালি শুনে মাথায় রক্ত উঠে মনে হয় বসদের পিটাই।
    এখন অভ্যস্ত হয়ে গেছি আর ভাষার ব্যবহার কিছুটা সভ্যতা আসতেছে।

  • @monsouralom18
    @monsouralom18 Год назад +1

    💕 Masallaha 💕💕💕💕💕💕

  • @FFeditz10
    @FFeditz10 2 года назад +12

    এই বোন ও তার পরিবারের সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখেন।
    আমিন

  • @makazad8572
    @makazad8572 5 месяцев назад +1

    ধন্যবাদ মা মনি কে, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন প্রতিষ্ঠায় সিডিএ এর বিশাল অবদান আছে, আমি ও সিডিএ এর কর্মকর্তা হিসেবে চ উক, হতে কাজ করার সুযোগ হয়েছিল, ছাবিনা র কথা শুনে আমার খুবই ভালো লেগেছে, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমিন

  • @irinjamantithi8359
    @irinjamantithi8359 2 года назад +10

    সব ধরনের ছুটি থাকলেও পিরিয়ডের জন্য কোনো ছুটি দেওয়া হয় না। এই পেইন বুঝে শুধু সে যার হয়। আজকের গল্পে অনেক ভালো কিছু ছিলো। বারবার অনুপ্রাণিত হই এই অনুষ্ঠান টা দেখে।কিবরিয়া ভাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা,আল্লাহ আপনার ভালো করবেন।

  • @mdabdullahalbaqui7885
    @mdabdullahalbaqui7885 2 года назад +15

    Unbelievable good journey, keep going head high. Inshaallah you have abilities to do good things for poor girls in Bangladesh

  • @romansyedabadi449
    @romansyedabadi449 10 месяцев назад +1

    জিবনের গল্প গুলো খুবই কঠিন ও আত্ব রক্তাক্ত ক্ষরণে পরিপূর্ন,
    তাঁর প্রতি স্যালুট

  • @delowarabegum2346
    @delowarabegum2346 2 года назад +31

    চট্টগ্রাম এর মানুষরা অনেক ভাল মনের।কাউকে ছোট করে দেখার মাঝে কোনো আনন্দ নেই।সন্মান দিলে সম্মান পাওয়া যায়

    • @NadiraNishat
      @NadiraNishat 11 месяцев назад

      Aita apnr vul dharona..Chittagong ar ak manuser jonno ami j suffer koresi..include kore kono jaygar kotha bolai thik na..sob jaygay khrp valo manus ache.

  • @mkarimsify
    @mkarimsify Год назад +5

    Eyes welled up with tear, may Allah SWT bless you Sabina with more power. You are truely a Obhoya. May Allah make every girl like you. With love from India.

  • @RafiqulIslam-ps6tu
    @RafiqulIslam-ps6tu 2 года назад +6

    স্যালিউট জানাই আপুটাকে। আজকেও অন্যান্য দিনের মতো কিছু শিখতে পেলাম জীবনের এই গল্প থেকে।

  • @AshfiaNaheed
    @AshfiaNaheed Год назад +11

    She speaks very well in both Bangla and English. I just listened to her and repeated some parts just so I can listen to her again. May Allah keep you protected and guided. Ameen.

  • @rahmatullah4277
    @rahmatullah4277 2 года назад +6

    গুড টাচ বেড টাছ আজ শিখলাম ইশআল্লাহ আমার মেয়েদেরকে শিক্ষা দিব

  • @farzanajule5231
    @farzanajule5231 Год назад +2

    আল্লাহর প্রতিটি বিষয়ে খেয়াল রাখেন, এবং সঠিক সময়ে সঠিক স্থানে প্রত্যেকেই রাখবেন।মাশাআল্লাহ ভালো লাগেছে ঘটনাটা।

  • @mdsharifulIslam-tp3hb
    @mdsharifulIslam-tp3hb 2 года назад +18

    ব্রান্ডিং বাংলাদেশ আমার একটা প্রিয় অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করবে।

    • @drfatimactg3530
      @drfatimactg3530 2 года назад +1

      Great

    • @ritanshsharmam8370
      @ritanshsharmam8370 2 года назад +1

      Khub valo laglo.branding bengala desh amar priya .jibon juddha agiye jao sabina.valo thako.

  • @gaziabdurrahim6728
    @gaziabdurrahim6728 Год назад +2

    অসাধারণ একটা গল্প ছিল। এ ঘটনা অনুপ্রেরণায় আমি একটা গল্প লিখতে চাই।

  • @haroonroshid7278
    @haroonroshid7278 2 года назад +7

    জীবন যুদ্ধের অপরাজিত সৈনিকদের অস্ত্রের অভাব হয়না ৷ শুধু অদম্য সাহস দরকার ৷ তুমি পারবে মেয়ে ,এগিয়ে যাও ৷ দোয়া করি তোমার বিপ্লবী জীবন সার্থক হোক ৷

  • @lamiaislam4829
    @lamiaislam4829 3 месяца назад

    সাবিনার গল্পটা যতক্ষণ ধরে শুনেছি শুধুই কেঁদে গেছি,কেননা আজ আমাদের মতো গার্মেন্টেসের মেয়েদের কিছু দুঃখের গল্প তুলে ধরার জন্য, সত্যি সাবিনা গার্মেন্টসের মেয়েরা অনন্য, তুমি সেই অনন্যদের সেরামনি,তোমার স্বপ্ন সফল হোক এই কামনা করি,অনেক কথা লেখার ছিলো আবার মনটা ভেঙ্গে গেলো তাই আর লেখা হলোনা,আল্লাহ তোমাকে তোমার পরিবারের সবাইকে হেফাজত করুন আমিন।

  • @ajoysen1290
    @ajoysen1290 5 дней назад

    I am overwhelmed to watch this program, precisely Sabina.
    She is incredible. Never ever seen such matured and enlightened person.
    Wish her to come up with flying colours in life.
    GOD Bless her.

  • @Mehedi4580a
    @Mehedi4580a Год назад +3

    ভিডিও টি ২ সপ্তাহ থেকে avoid করতেছিলাম,,,, এটার ভিতরে যে এতকিছু আছে কল্পনাও করতে পারিনি,,,, 😯😳
    এখন সময় রাত ৩:০৭ am,,,, অনেক অনেক শুভকামনা আপু আপনার জন্য,,,, অনুরোধ করছি ধর্মীয় বিধি নিষেধ গুলো মানার চেষ্ঠা করবেন,,,

  • @chfhanif
    @chfhanif 11 месяцев назад +2

    আসসালামুয়ালাইকুম আমি একজন প্রবাসী এক সময় আমাদেরকে বাঙালি বলে গালি দিত এখন আলহামদুলিল্লাহ বাঙালি বললে এখন আমরা গর্ববোধ করি কারণ কারণ বাংলাদেশের অবস্থা এখন খুবই ভালো একদিন ইনশাল্লাহ গার্মেন্টস এর অবস্থা ভালো হবে

  • @kimvimjoon
    @kimvimjoon Год назад +4

    কি চমৎকার লড়াকু জীবন ! পরিশ্রমী জীবন যোদ্ধাদের জন্য সাবিনা স্বপ্ন গড়ার সুতিকাগার। সাবিনারা আমাদের আইকন। আল্লাহ্ তোমাদের সহায় হোক, এই দোয়া করি।

  • @dinashchandrasarkar1972
    @dinashchandrasarkar1972 5 месяцев назад

    Very very impressive video.Thank you so much my daughter. Go ahead.God bless you forever.

  • @aniktelecom8803
    @aniktelecom8803 2 года назад +15

    ভালো মানুষের সন্মান আল্লাহ নিজেই রক্ষা করেন, দোয়া ও শুভকামনা রইলো বোন আপনার জন্য
    বিশেষ করে আর জে কিবরিয়া ভাই কে আল্লাহ উত্তম হায়াত দান করুন আমিন

  • @ShahalamShahalam-ro4kj
    @ShahalamShahalam-ro4kj 9 месяцев назад +1

    হায়রে! জীবনের দৌড়ে
    না জানি কতজন
    পরাজিত সৈনিক,,
    কিন্তু লাভলী আপা
    আপনি """ জয়ী,,,
    আলহামদুলিল্লাহ।।

  • @lutforrahman9655
    @lutforrahman9655 2 года назад +9

    এশিয়ান উইমেন ইউনিভার্সিটিতে বাংলাদেশ সহ অনেক দেশের বিনিয়োগ আছে। এটি একটি বিখ্যাত আন্তর্জাতিক ইউনিভার্সিটি। হায়, বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিতরাও এখবর রাখে না।

  • @mdjohir4463
    @mdjohir4463 Год назад +2

    Again thanks to Sabina! Allah jeno Banglar ghore ghore Sabinar moto meye dan koren, amaro dui konna ak putro dan koresen Allah, shukriya! Sabinao amar are ak konna!

  • @mdkamalhossain1390
    @mdkamalhossain1390 2 года назад +10

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু, আমি যদিও মনে - প্রাণে বিশ্বাস করি যে , ভাইয়ার এপিসোড গুলো অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক তবুও কেন জানি ? হয়তোবা শিরোনামটির জন্যই এই এপিসোডটি বার বার স্ক্রল করছিলাম যে এই এটি আমি শুনবো না । কিন্তু শুনার পর তীব্র মনোবাসনা তৈরী হয়েছে এখন থেকে আপনার প্রতিটি অনুষ্ঠানই আমি শুনবো ইনশাআল্লাহ যত ব্যস্ততাই থাক না কেন ।আল্লাহ্ আপনি ভাইয়াকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন । সাবিনা আপুকেও আল্লাহ্ আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করুন । আল্লাহ্ আপনি ওনাদের দুজনের কাজকেই সদকায়ে জারিয়ার কাজ হিসেবে কবূল করে নিন এবং ও আখেরাতে উভয় জাহানে শান্তি এবং উন্নতি দান করুন । আল্লাহুম্মাআমীন । যাযাকাল্লাহু খায়রান ।

  • @alomgirsir5730
    @alomgirsir5730 Год назад +1

    সাবিনার চেষ্টা ও সাধনা সাবিনাকে দুনিয়ার জন্য অনেক দুর এগিয়ে নিয়ে গেছে। সাবিনার জন্য আর ভাল হতো যদি সে পরকালের জন্য এরকম সাধনা করে।

  • @sujanpaul8988
    @sujanpaul8988 2 года назад +15

    খুব ভালো লাগল শুনে । জীবনে এগিয়ে যান বোন

  • @monsouralom18
    @monsouralom18 Год назад +1

    Masallaha 💕💕💕💕💕💕😘😘😘😘😘💕😘💕😘💕😘💕😘💕😘💕😘💕💕💕💕💕💕💕💕💕 sister

  • @eakubfahim8687
    @eakubfahim8687 Год назад +3

    ডাইরেক্ট সার্জারি বাস্তবতা বোন এগিয়ে যাও সম্মান জানাচ্ছি তুমাকে❤

  • @harunurrashid8772
    @harunurrashid8772 10 месяцев назад +1

    স্যালুট সাবিনা আপনাকে। আপনার কাছ থেকে এ জাতির অনেক কিছু শিখার আছে। আপনিই পরবর্তী প্রজন্মের আইডল।

  • @Wazifatack
    @Wazifatack Год назад +3

    অনেক দোয়া রইল ছোট বোন তোমার জন্য যদি পার পর্দা করো আল্লাহ আরওএগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ ❤❤❤❤❤

  • @ishmamsmomcooking
    @ishmamsmomcooking 9 месяцев назад +2

    সাবিনার আগামীর পথ চলার জন্য রইল অনেক অনেক শুভকামনা, সাবিনা হোক আগামীর অনেক অনেক সাবিনার অনুপ্রেরণা এ-ই কামনায় করি।❤❤❤❤❤ 59:48

  • @masudny1
    @masudny1 Год назад +10

    I was a Merchandiser in a garment group.I always told them Daughter of Bangladesh ( Garments Girl ).Salute them.

  • @RtsLife18
    @RtsLife18 3 месяца назад

    আমি সৌদি আরব মক্কা থেকে বলছি মোঃ রাসেল আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এত সুন্দর একটা মানুষকে তার জীবনের এত কঠিন বাস্তবতা তুলে ধরার জন্য আমি মনে করি যারা দেখবেন তারা এখান থেকে কিছু শিখতে পারবেন

  • @omarripon7856
    @omarripon7856 2 года назад +3

    Fantastic ekta jiboner golpo shunlam...amazing!!!!...shekar ase onk kichu ei golpo teke...and she is a girl who has a superb personality...and many thanks to AUW for giving opportunities and making the life of a woman more better, respectable secure and wonderful...........