Apnake dhonyobad diye suru korlam kintu vdo ta kemon laglo ta bolar vasha pachchhi na, ... asadharon, asadharon proyojonio , tathwo purno vdo... Sob subject er majhei, kichhu jana, anek kichhu ajana tathwo peye vison khusi & samriddho holam...bisesh kore poshak besi porte nei( amra to 4-5 layer pore nitam😝😂.. jantam na sathik juto, poshaker khoj) juto hunter shoe portam, foska pore akakar hoyechhe😂, ar jeta akdom e jantam na ta holo head torch,, apner vdo dekhe 1st idea peyechhi,, sob miliye vison vison valo vdo korechhen,, tulonahin... Akta bisoy aktu jante chai amar haat paa Vison thanda hoy, asar hoye jay praye, thanday... sadharon wool er glovse e kaj hoy na ba moja ..ei bapare aktu janaben ar eto sob kichhu kothay pawa jay shop er nam ta aktu likhe deben plz... Jak vdo ta dekhe Vison upokrito holam & eto detail dekhiyechhen bolechhen sotty atulonio👏🏽👏🏽👍🏽
যাঁরা ট্রেকিং এ যাবেন তাঁদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু তথ্য এই ভিডিওতে আপনি দিলেন। আপনি একজন অভিজ্ঞ ট্রেকার। আশাকরি ট্রেকিং সংক্রান্ত আরও কিছু প্রয়োজনীয় তথ্য পরবর্তীকালে আপনার ভিডিওর মাধ্যমে আমরা পাব৷ জুতো ট্রেকিং এ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজে এই নিয়ে ভুগেছি। এই ধরনের তথ্যমূলক ভিডিও দেখলে নিজেদের অনেক ভুলই আগেভাগে শুধরে নেওয়া যাবে। 👌👌
খুব ভালো ভালো পরামর্শ দিয়েছেন। সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন ট্র্যাকিং এ কি কি সমস্যা হতে পারে এবং তার প্রতিকার বা সাবধানতা অবলম্বনের কি কি উপায় হতে পারে। অনেক ধন্যবাদ।
অসাধারণ অত্যন্ত তথ্যসমৃদ্ধ একটা ব্লগ আপনি পরিবেশন করলেন অনেক অজানা বিষয় এই ভিডিওটার মাধ্যমে জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই ধরনের একটি ব্লক করার জন্য...
Wow Amazing, congratulations for excellent presentation. Never seen before, this type of presentation in any Bengali Channel. We are waiting & interested for trekking trips episode. Are you used photography ( Trekking)in this episode are 1) Amarnath Yatra. 2) Vally of flowers ( not sure). Both the trekk seen you & Apurba da. Once again thanks to you for your Experience shared to your Viewers.
@@swapnopaul ami NH150 mid ta purchase korechilam. Plain wet surface ba bheja pathor jatio jaygay khub slip katchilo sutorang ferot kore dite holo. Apnar ei juto tar link dite parben ba model code ta bolte parben please
Video টা ভাল। তবে নিশ্চয় এর আরও একটা Video প্রকাশ করবেন। তবে এই পর্বে পাহাড়ি পথের আচরণ বিধি,ঔষধ, অধিক উচ্চতা জনিত সমস্যা ও রুকসাক নিয়ে একটু আলোচনা করলে Video টা আরও সমৃদ্ধ হত বলে আমার মনে হয়।
ট্রেকিং সংক্রান্ত আরো কয়েকটি ভিডিও বানানোর ইচ্ছা আছে। এটা শুধুমাত্র প্রস্তুতি এর উপরে বানিয়েছি। আগামী দিনে ট্রেকিং এর নিয়ম , কি করা উচিৎ বা উচিৎ না এসব নিয়ে বানাবার ইচ্ছা আছে। সঙ্গে থাকুন।
Ami apnake question kare chilam kartick swamy j ghora jae tara sirir parjantya nie jae na ki mandir parjantya jae, karan ami o amr wife er age 68er kachakachi. ek2 information dile amader khub upakar hoe.
স্বপ্ন বাবু এই ভিডিও পর্বটা দেখে আপানার কাছে অনেক কিছু জানতে পারলাম। আমরা দুই বন্ধু মিলে প্রতি বছর কোনো না কোনো একটা ধর্মীয় ট্রেক করি। গত বছর 24/5/22 Tunghanath ট্রেক করার সময় বৃষ্টির নন স্টপ কারনে খুবই কষ্ট পেয়েছিলাম, যদিও rain coat Chopra থেকে ভাড়া নিয়ে গিয়েছিলাম। তবে ট্রেক কমপ্লিট করে যে আনন্দ পেয়েছিলাম তা জীবনে কোনো দিন ভুলবো না। অনেক বার Badrinath joshimath রুটে গেছি তবে খুব ইচ্ছা আছে হেমকুণ্ড আর valley of flowers ট্রেক করার। আর এই ক্ষেত্রে আপানার ভিডিও আর অভিজ্ঞতা ভীষণ কাজে দেবে। আপনার প্রতিটা মূল্যবান পরামর্শ মনে রাখবো। খুব ভালো থাকবেন দাদা।
Very very essential & valuable presentation. I have a few religious treck experience and suffer from shoes, raincoat. Panchu is totally new to me. Please share the link of online purchase of panchu. Thanks 🙏 from Coochbehar
Sir ami July te Amarnath jachi. But amar 13 no size er juto lage. Kothao pachi na. Ektu help korben please. Decathlon e gechilam but okhane water proof traking shoes 13 no nei but sports shoes 12.5 er ache. Sir sports shoes pore amarnath gele ki problem hobe?
High altitude a tracking korar age apni kichu akta medicine bolechilen khete jeta yatra start korar ager din theke khaowa start korte hoy.. Amarnath series a bolechilen.. Please dada naam ta akbar bolun 🙏
ট্রেকিং নিয়ে ছেলেখেলা করা আগুন নিয়ে খেলার সামিল। এক্সিডেন্ট যেকোনো সময় হতে পারে কিন্তু সঠিকভাবে প্রস্তুতি না নেওয়ায় অনেক সময় মৃত্যু ও হয়েছে। গা জোয়ারী করে ট্রেকিং করা একদম উচিত না।
Apnake dhonyobad diye suru korlam kintu vdo ta kemon laglo ta bolar vasha pachchhi na, ... asadharon, asadharon proyojonio , tathwo purno vdo... Sob subject er majhei, kichhu jana, anek kichhu ajana tathwo peye vison khusi & samriddho holam...bisesh kore poshak besi porte nei( amra to 4-5 layer pore nitam😝😂.. jantam na sathik juto, poshaker khoj) juto hunter shoe portam, foska pore akakar hoyechhe😂, ar jeta akdom e jantam na ta holo head torch,, apner vdo dekhe 1st idea peyechhi,, sob miliye vison vison valo vdo korechhen,, tulonahin... Akta bisoy aktu jante chai amar haat paa Vison thanda hoy, asar hoye jay praye, thanday... sadharon wool er glovse e kaj hoy na ba moja ..ei bapare aktu janaben ar eto sob kichhu kothay pawa jay shop er nam ta aktu likhe deben plz... Jak vdo ta dekhe Vison upokrito holam & eto detail dekhiyechhen bolechhen sotty atulonio👏🏽👏🏽👍🏽
আমি প্রত্যেক টা জিনিষ কোথায় কিনতে পাওয়া যায় বলেছি, আপনি খেয়াল করেননি হয়তো। আবার বলছি , কিচ্ছু জিনিষ অনলাইনে পাবেন। এমাজন, ফ্লিপকার্ট দেখুন। জুতো, পোশাক বা সব কিছুই আপনি ডেক্যাথলনে পাবেন। আপনার কাছের ডেক্যাথলন কোথায় আছে নেটে সার্চ করে দেখে নিন।
@@swapnopaul hya kheyal korechhi kintu dekathlon er nam ta vule jai tai lekha thakle dekhe nite parbo tai likhe dite bollam😊
Ar dekyathlon e, gloves mojar bapare amar prob er katha bollam setar jonyo okhanei peye jabo to?
@@sutapab13 ডেক্যাথলনে A to Z পাবেন।
Asadharon, Apurbo, khub sundor, bhishon valo hoyeche video ta Swapno kaku
Excellent vlog. Very very informative. Many many thanks for this vedio
You are most welcome
2 like 👍 আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম 👍🥰 অনেক তথ্য জানতে পারলাম । খুব ভালো লাগলো 👌❤️
বাংলায় এই ধরনের গাইড ভিডিও নেই। আশা করছি মানুষের কাজে লাগবে।
@@swapnopaul সত্যি তাই খুব প্রয়োজনীয় ভিডিও 👍🥰
আপনার দেওয়া তথ্য গুলো একজন মানুষের ট্রেকিং ট্যুর এ যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ টিপস। ... .. ভালো থাকবেন 🙏
ধন্যবাদ, সঙ্গে থাকুন।
যাঁরা ট্রেকিং এ যাবেন তাঁদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু তথ্য এই ভিডিওতে আপনি দিলেন। আপনি একজন অভিজ্ঞ ট্রেকার। আশাকরি ট্রেকিং সংক্রান্ত আরও কিছু প্রয়োজনীয় তথ্য পরবর্তীকালে আপনার ভিডিওর মাধ্যমে আমরা পাব৷ জুতো ট্রেকিং এ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজে এই নিয়ে ভুগেছি। এই ধরনের তথ্যমূলক ভিডিও দেখলে নিজেদের অনেক ভুলই আগেভাগে শুধরে নেওয়া যাবে। 👌👌
ধন্যবাদ দাদা। ট্রেকিং নিয়ে আরো কিছু ভিডিও আনার ইচ্ছা আছে।
খুবই তথ্যসমৃদ্ধ ভ্লগ, উপকৃত হলাম। ধন্যবাদ দেওয়ার ভাষা নেই!!🙏🙏
ধন্যবাদ। পাশে থাকুন।
সত্যিই খুব গুরুত্বপূর্ণ তথ্য। উপকৃত হলাম, ধণ্যবাদ।
ধন্যবাদ
দুর্দান্ত video
খুব উপকার হল ভিডিও টি পেয়ে। মে তে কেদারনাথ ট্রেকে যাচ্ছি। আমার গ্রুপে শেয়ার করলাম। সকলে নিশ্চয়ই উপকৃত হবে। ভাল লাগল। ভাল থাকবেন।
ধন্যবাদ। উপকৃত হলে তো ভালোই।
খুব ভালো ভালো পরামর্শ দিয়েছেন। সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন ট্র্যাকিং এ কি কি সমস্যা হতে পারে এবং তার প্রতিকার বা সাবধানতা অবলম্বনের কি কি উপায় হতে পারে। অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ
Darun laglo, vison dorkar chilo egulo janar, many many thanks 🙏🙏
সঙ্গে থাকুন
Video ta Khub valo legeche amar swapno kaku
খুব সুন্দর
Khub valo hoyeche
Egulo sokoler janar proyojon
ধন্যবাদ অভিব্রত। এই ধরনের গাইড ভিডিও বাংলায় খুব একটা নেই।
Very helpful tips for trekking
Glad you liked it
Khub bhalo laglo apnar teking korar information 👍👍
Thanks
দারুন উপযোগী ভিডিও।
Thanks
Khub baloo laglo apnar katha. God bless you for your information
Thanks
Ki juto kinbo?
খুব ইনফোরমেটিভ ভিডিও এটা ,|নতুনদের খুব কাজে লাগবে |এরকম ইনফোরমেটিভ ভিডিও আরও দেবেন মাঝে মাঝে
আরো একটা দুটো দিয়েছি। দর্শকের অভাব।
@@swapnopaul এবাবা 😀
অসাধারণ অত্যন্ত তথ্যসমৃদ্ধ একটা ব্লগ আপনি পরিবেশন করলেন অনেক অজানা বিষয় এই ভিডিওটার মাধ্যমে জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই ধরনের একটি ব্লক করার জন্য...
ট্রেকিং সংক্রান্ত আরো ব্লগ আসবে। নজর রাখুন।
khub bhalo laglo gurutyopurno tothyoguli peye, apnake asonkhyo dhonyobad
ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Vlo laglo
Beautiful information
Nice
Fantastic video sir
ধন্যবাদ
excellent
Darun
Thank you sir.
Dada many many thank you
সঙ্গে থাকুন
Darun guide holo dada... 🙏
ধন্যবাদ। ট্রেকিং নিয়ে আরো ভিডিও বানাবার ইচ্ছা আছে। সঙ্গে থাকুন।
CTR waterproof high ankle shoes ki valo
CTR আমি ব্যবহার করিনি তাই ধারণা নেই। তবে ট্রেকিং স্যু হলে নিতে পারেন।
Bhalo laglo e jebone are Trek korte parbona amar asteo aretharaets.hoechy
ব্যায়াম করুন দিদি।
Wow Amazing, congratulations for excellent presentation. Never seen before, this type of presentation in any Bengali Channel. We are waiting & interested for trekking trips episode. Are you used photography ( Trekking)in this episode are 1) Amarnath Yatra. 2) Vally of flowers ( not sure). Both the trekk seen you & Apurba da. Once again thanks to you for your Experience shared to your Viewers.
অমরনাথ যাত্রা, ভ্যালি অফ ফ্লাওয়ারস, তুঙ্গনাথ ট্রেক সিরিজ।
Decathlon er ei trekking juto gulo somotol watery surface e khub beshi slip kate. Se khetre ki kora uchit?
আমি তো ব্যবহার করি। তেমন কোনো সমস্যা হয়না তো।
@@swapnopaul ami NH150 mid ta purchase korechilam. Plain wet surface ba bheja pathor jatio jaygay khub slip katchilo sutorang ferot kore dite holo. Apnar ei juto tar link dite parben ba model code ta bolte parben please
Nice 🙂🙂🙏❤️
Thanks 😊
Video টা ভাল। তবে নিশ্চয় এর আরও একটা Video প্রকাশ করবেন। তবে এই পর্বে পাহাড়ি পথের আচরণ বিধি,ঔষধ, অধিক উচ্চতা জনিত সমস্যা ও রুকসাক নিয়ে একটু আলোচনা করলে Video টা আরও সমৃদ্ধ হত বলে আমার মনে হয়।
ট্রেকিং সংক্রান্ত আরো কয়েকটি ভিডিও বানানোর ইচ্ছা আছে। এটা শুধুমাত্র প্রস্তুতি এর উপরে বানিয়েছি।
আগামী দিনে ট্রেকিং এর নিয়ম , কি করা উচিৎ বা উচিৎ না এসব নিয়ে বানাবার ইচ্ছা আছে। সঙ্গে থাকুন।
অনেক ধন্যবাদ দাদা। নমস্কার। ভাল থাকবেন।
Khub darkari tyatha dilen kaje lagbe.
ধন্যবাদ
Ami apnake question kare chilam kartick swamy j ghora jae tara sirir parjantya nie jae na ki mandir parjantya jae, karan ami o amr wife er age 68er kachakachi. ek2 information dile amader khub upakar hoe.
সিঁড়ির মুখে ঘোড়া নামিয়ে দেবে। বাকিটা হেঁটে যেতে হবে। সিঁড়ি অনেক কিন্তু খাড়া নয়।
Dada Amornath jaeche... Mae der tracking JUTO kothey pabo
ডেকাথলন
স্বপ্ন বাবু এই ভিডিও পর্বটা দেখে আপানার কাছে অনেক কিছু জানতে পারলাম। আমরা দুই বন্ধু মিলে প্রতি বছর কোনো না কোনো একটা ধর্মীয় ট্রেক করি। গত বছর 24/5/22 Tunghanath ট্রেক করার সময় বৃষ্টির নন স্টপ কারনে খুবই কষ্ট পেয়েছিলাম, যদিও rain coat Chopra থেকে ভাড়া নিয়ে গিয়েছিলাম। তবে ট্রেক কমপ্লিট করে যে আনন্দ পেয়েছিলাম তা জীবনে কোনো দিন ভুলবো না। অনেক বার Badrinath joshimath রুটে গেছি তবে খুব ইচ্ছা আছে হেমকুণ্ড আর valley of flowers ট্রেক করার। আর এই ক্ষেত্রে আপানার ভিডিও আর অভিজ্ঞতা ভীষণ কাজে দেবে। আপনার প্রতিটা মূল্যবান পরামর্শ মনে রাখবো। খুব ভালো থাকবেন দাদা।
এই বছরের আগস্ট মাসে ভ্যালি অফ ফ্লাওয়ার্স চেষ্টা করুন।
Very very essential & valuable presentation. I have a few religious treck experience and suffer from shoes, raincoat. Panchu is totally new to me. Please share the link of online purchase of panchu. Thanks 🙏 from Coochbehar
আপনি এমাজন, ফ্লিপ কার্ট এ সার্চ করুন পেয়ে যাবেন। ডেক্যাথলনেও গিয়ে কিনতে পারেন।
Apnar haat a je juto ta dekhlam Ota kon companyr? Ota ki Decathlon theke kena ?
Quechua. ডেক্যাথলন থেকে কেনা।
Sir ami July te Amarnath jachi. But amar 13 no size er juto lage. Kothao pachi na. Ektu help korben please. Decathlon e gechilam but okhane water proof traking shoes 13 no nei but sports shoes 12.5 er ache. Sir sports shoes pore amarnath gele ki problem hobe?
আপনি স্পর্টস শু নিয়ে নিন। জল কাদা একটু বাঁচিয়ে চলবেন। নাহলে জুতো ভিজে যাবে।
High altitude a tracking korar age apni kichu akta medicine bolechilen khete jeta yatra start korar ager din theke khaowa start korte hoy.. Amarnath series a bolechilen.. Please dada naam ta akbar bolun 🙏
কোকা ৩০
@@swapnopaul kokhon kivabe khete hobe dada?
@@swapnopaul Kedarnath yatra korar jonno r ki ki medicines nite hobe? Aktu bolben
@@nabankitachowdhury5050 আজ সন্ধ্যায় লাইভে আসছে। জেনে নেবেন।
@@swapnopaul time 7:30 toh?
Sir ami July te Amarnath jachi. But amar 13 no size er juto lage. Kothao pachi na. Ektu help korben please.
এই রে!!! এটা আমি কিভাবে হেল্প করবো??
@@swapnopaul dada thankyou for replying. Na ami jodi sports shoes pore jai, tahole ki amarnath yatra te kono problem hobe? Seta ask korchilam.
@@Mukul_SangaiBanerjee1990 ট্রেকিং শ্যু না পেলে স্পোর্টস শ্যুই নিতে হবে। তবে সোলের গ্রিপ যেন ভালো হয় আর প্লাস্টিক সোল যেন না হয়।
@@swapnopaul ok dada. Thank you. Apnar amarnath yatra video gulo amader khub bhalo guide koreche.
Mh100 shoe ta kmn decathlon er
মডেলটা জানা নেই
@@swapnopaul begginers hesebe kon trek kora uchit jdi ektu suggest koren
@@SNEHASISDEBNATH কেদারনাথ, তুঙ্গনাথ-চন্দ্রশিলা-দেওরিয়া তাল, হিলে ভার্সে, অমরনাথ।
পরের ধাপে সান্দাকফু-ফালুট-গোরখে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, মদমহেশ্বর
এগুলো করতে পারেন।
@@swapnopaul sandakphu te kno trek ajency r number hbe apnar kache
@@SNEHASISDEBNATH দরকার নেই
Ei bar kedarnath jaben ki????
NA
Bangladesh a koba asban ??
জানি না। এখনও পাসপোর্ট ই করা হয়নি।
Juto r link ta din please
ভিডিও তে বলা হয়েছে সবকিছু
ভিডিও তে বলা হয়েছে সবকিছু
দাদা জুতোর দাম ও কোন জুতো ভাল একটু বলবেন?আর পোল ও হেড লাইট্রর দামটা।
বিভিন্ন দামের জুতো আছে। 2500 থেকে 7000 টাকা পর্যন্ত। ট্রেকিং পোল 700 থেকে 1800 , হেড টর্চ 300 থেকে 700 টাকা।
আপনি Quechua এর জুতো ব্যবহার করতে পারেন। এটা ভালো। আমি ব্যবহার করি।
দাদা একটা রিকোয়েস্ট কিছুদিনের মধ্যেই অমরনাথের ফর্ম বেরোবে, ফ্রম বেরোলে একটা ভিডিও বানিয়ে কিভাবে রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ করতে হয় একটু জানাবেন
ইচ্ছা আছে একটা অমরনাথ গাইড ভিডিও করার। আপাতত আপনি আমার অমরনাথ এর ভিডিও গুলো প্রথম থেকে পরপর দেখুন। গাইডেন্স পেয়ে যাবেন।
Dada ei juto kotha theke pabo? R price koto?
ডেকাথলন। 4500 থেকে 7500 টাকা।
কোন কোম্পানির জুতো ভালো একটু জানাবেন প্লিজ।দাম কেমন?
আমি Quechua এর জুতো ব্যবহার করি। ট্রেকিং এ এই কোম্পানির জুতোর নাম আছে।
@@swapnopaul আমিও কিনতে চাই। কেমন দাম ও কোথায় পাওয়া যাবে যদি একটু বলে দেন প্লিজ।
@@subhromukherjee1982 আপনি Decathlon এ যান। বিভিন্ন দামের জুতো পাবেন। নেটে দেখুন আপনার কাছাকাছি ব্রাঞ্চ কোথায় আছে।
@@swapnopaul Thank you Swapno babu. আমি একবার অবশ্যই আপনার দলে কোথাও যাবো।
@@subhromukherjee1982 আগে ট্রেকিং করেছেন?
জুতো কোথায় কিনবো একটু বলুন
ভিডিও তে বলেছি।
দাদা তুঙ্গনাথ, চন্দ্রশীলা, কার্তিকস্বামী, দেওরিতাল ট্রেকে যাবো। যাকিছু বললেন সবগুলি জরুরি কেনা?
জুতোটা ভালো হতে হবে আর স্টিক অবশ্যই নিতে হবে।
@@swapnopaul Thank you dada
Ei juto thik na porai .. Jibon r prothom trek e pathor e slip ketey, wrist fractured hoyechilo.
shanku মহাৱাজ বিগলিত কৱুনা জানহবী যমুনা সিনেমাৱ shuting কালে অভিনেতা subhendu chaterjee একজনকে বলেছিলেন আপনি পাহাড় থেকে নেমে যান আপনাৱ শৱীৱ ফিট নয় তিনি তাও জোৱ কৱে trecking গিয়ে মাৱা যান তাতে লেখক বলেছিলেন subhendu যে কতবড় ডাকতাৱ এতেই বুঝেছিলাম
ট্রেকিং নিয়ে ছেলেখেলা করা আগুন নিয়ে খেলার সামিল। এক্সিডেন্ট যেকোনো সময় হতে পারে কিন্তু সঠিকভাবে প্রস্তুতি না নেওয়ায় অনেক সময় মৃত্যু ও হয়েছে। গা জোয়ারী করে ট্রেকিং করা একদম উচিত না।
দাদা ব্যাগ সম্বন্ধে একটু সাহায্য করুন
একটু অপেক্ষা করুন প্লিজ। দু চার দিনের মধ্যে ট্রেকিং গাইড নিয়ে আর একটা ভিডিও নিয়ে আসছি। তাতে ব্যাগ নিয়ে থাকবে।
Asadharon, Apurbo, khub sundor, bhishon valo hoyeche video ta Swapno kaku