Indian Visa Process from Bangladesh | ইন্ডিয়ান ভিসা করার নিয়ম ২০২৩

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • This video is about indian visa process from bangladesh,indian visa application,indian visa, indian visa application form fill up, indian visa application for student, indian medical visa application form fill up, india visa apply online bd, how to apply for indian visa from bangladesh, india visa apply online bd, ইন্ডিয়ান ভিসা করার নিয়ম ২০২৩, ভারতীয় ভিসা আবেদন, ভিসা, ইন্ডিয়ান ভিসা, indian visa, visa application, indian tourist visa form fill up 2023, কিভাবে ইন্ডিয়ান ভিসা আবেদন করব
    =======================================
    ভারতীয় ভিসার আবেদন ওয়েব: indianvisa-ban...
    ফি জমা দেয়ার ওয়েব: www.ivacbd.com/
    যে সকল কাগজপত্র জমা দেবেন: shorturl.at/hKRV9
    =======================================
    =======================================
    🔔 Business Inquiries : afr.technologybd@gmail.com
    =======================================
    Personal Facebook ID Link: / shamim.parvez.himel
    =======================================
    এই চ্যানেলের অনান্য ভিডিওগুলো দেখেতে:
    কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন: • কিভাবে প্রফেশনাল ইউটিউ...
    কিভাবে কম্পিউটারে মুখে বলে টাইপ করবেন: • হাতে টাইপের দিন শেষ, প...
    কি দেখে মোবাইল কেনা উচিত: • নতুন ফোন কেনার আগে যা ...
    কিভাবে ফেইসবুকে পণ্য বিক্রি করা যায়: • কিভাবে ফেইসবুকে পণ্য ব...
    কিভাবে রিলস ভিডিওর মনিটাইজেশন চালু করবেন: • কিভাবে রিলস ভিডিওর মনি...
    ফেইসবুক থেকে টাকা ইনকামের সহজ পদ্ধতি: • ফেইসবুক থেকে টাকা ইনকা...
    ভাল ছবি তুলার কার্যকারী টিপস্‌ : • সাধারণ ক্যামেরা দিয়ে D...
    কিভাবে দালাল ছাড়াই সরকারীভাবে বিদেশ যাবেন: • কিভাবে দালাল ছাড়াই সরক...
    ভারতীয় ভিসার আবেদন করার নিয়ম ২০২৩: • Video
    এনআইডি কার্ড সংশোধনের নিয়ম 2023: • Video
    মোবাইল সঠিকভাবে চার্জ দেওয়ার নিয়ম : • মোবাইল সঠিকভাবে চার্জ ...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    সবার প্রতি রইলো অসংখ্য ভালোবাসা । চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    🔔🔔 Subscribe My Channel : / afrtechnology
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ✔✔ LIKE FACEBOOK PAGE: / afr.technology24
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Our Facebook Group: / afr.technology
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Me On Twitter: / technologyafr
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Our Facebook Group: / afr.technology
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Thanks for watching my video and subscribing my channel.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #ভারতীয়_ভিসা_আবেদন
    #Indian_Visa_application
    #AFR_Technology

Комментарии • 693

  • @yeasinarafatdipu5154
    @yeasinarafatdipu5154 4 месяца назад +34

    আপনার ভিডিও ফলো করে আবেদন করেছি।প্রথম বারেই ৬ মাসের মাল্টিপল ভিসা পেলাম।অন্তর থেকে ধন্যবাদ জানাই।

  • @mdabuhanif6263
    @mdabuhanif6263 11 месяцев назад +7

    আপনার ভিডিও দেখতে ভালো লাগে। যদিও কোনো ভিডিও আমার কাজে আসবে না বর্তমানে। কিন্তু ভবিষ্যতে আমার কাজে আসতে পারে। আমার আপনার প্রতি অনেক বিশ্বাস রয়েছে। আপনি জনগণের কল্যাণে ভালো পরামর্শ দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ।

  • @richiahmed4734
    @richiahmed4734 9 месяцев назад +9

    আপনার আবেদন প্রসেস দেখানো এতোটাই সুন্দর হয়েছে আশা করি যে কেউ নিজেই আবেদন করতে পারবে❤❤

  • @gamechanger379
    @gamechanger379 7 месяцев назад +3

    আমি জব করি নারায়নগঞ্জে, সেখানে বাসা ভাড়া নিয়ে থাকি। কিন্তু আমার ভোটার আইডি কার্ডে ঠিকানা সিরাজগঞ্জ, আমি কি ঢাকা IVAC সেন্টারে ডকুমেন্টস সাবমিট করতে পারবো।

  • @md.monirhossain5361
    @md.monirhossain5361 11 месяцев назад +6

    ভারতীয় ভিসা এর ক্ষেত্রে নিজের , স্ত্রী , সন্তানের আবেদন পত্রের পেপারস কিভাবে সাজাতে হবে এই বিষয়ে একটি ভিডিও দিলে খুব উপকৃত হবো ।
    ধন্যবাদ

    • @mohammadroman966
      @mohammadroman966 9 месяцев назад

      আমিও জানতে চাই

  • @RealRazin-y3f
    @RealRazin-y3f 6 месяцев назад +2

    utility bill na thakle ? Electricity - Prepaid meter has no Bill copy, TNT - NA, WASA - NA ... What to do ?

  • @tradeebear
    @tradeebear 11 месяцев назад +4

    আমি আমার বাংলাদেশের পুলিশ প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করে একটা অভিযোগ জানাচ্ছি। একজন মহিলা খুলনা জেলার, দিঘলিয়া থানার ,আমবাড়িয়া পোষ্ট অফিস, আবালগাতী গ্রাম ওনার বাড়ি।উনি পরিবার পরিকল্পনার বাংলাদেশ সরকারের অধীনে চাকরি করেন। উনার নাম অনিমা হালদার। উনি বাংলাদেশ এর নাগরিক কিন্ত উনি বেয়াইনি ভাবে ভারতের ও নাগরিক। উনার ভারতের নদিয়া জেলার হরিণ ঘাটা থানার খুব সম্ভবত হাজরাবেলিয়া গ্রামে বাড়ি জায়গা কিনেছেন। সুধু তাই নয় উনি কারো সাথে নির্যাতনের মতো নির্মম কাজ করেছেন। যার কোনও প্রমাণ রাখেনি।তাই দয়াকরে আমাদের বাংলাদেশের দেশবাসী এই সব দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন না হলে বাংলাদেশ এর আর্থিক অবস্থার কি হবে তা বলার মতোন না।

  • @ahmedog219
    @ahmedog219 2 месяца назад

    Ami amar wife, baba maa er jonno apply korlam Portugal a anar jonno. Clear video with clear instructions. Thanks brother. :)

  • @indrakishorsaha851
    @indrakishorsaha851 10 месяцев назад +20

    খুব সুন্দরভাবে বুঝিয়েছেন,
    অনেক উপকৃত হলাম; ধন্যবাদ 🙏

  • @emdadulhuqmazumder4271
    @emdadulhuqmazumder4271 Год назад +1

    ভারতীয় ভিসার আবেদনটি তো চমৎকার ভাবে দেখানোর জন্য অনেক ধন্যবাদ। চায়না ভিসার আবেদন করার জন্য চায়নার কোন ট্রাভেল এজেন্ট হতে ইনভাইটেশান পত্র লাগে।চায়নার জন্য indian address generator এর মত কোন ওয়েবসাইট কি আছে অ্যাড্রেস পাওয়ার জন্য? জানালে আমার খুব উপকার হয়।

  • @mdabuhanif6263
    @mdabuhanif6263 11 месяцев назад +2

    আপনার ভিডিও দেখে অনেক কাজ করেছি। এবং ইনকাম করেছি

  • @JannatulferdousKeyaa
    @JannatulferdousKeyaa 2 месяца назад +1

    Film visa somporke jnte chai validity??student International obosthay ki film visa neowa jbe?citizenship niyeo jnte chai .

  • @akramshaik9537
    @akramshaik9537 6 месяцев назад

    ভাই অসাধারণ,
    যেহেতু আমি গ্রামের মানুষ, আমাদের বিদ্যুৎ বিলের ঠিকানা আর পাসপোর্ট এর ঠিকানা একটু ভিন্ন, আপনি যেভাবে বুঝিয়ে বললেন কারেন্ট এড্রেস এবং পার্মানেন্ট এড্রেস, আমি আপনার ভিডিও না দেখলে আমার ভিসা আবেদন ক্যান্সেল হত

  • @sultanmahmood383
    @sultanmahmood383 8 месяцев назад +1

    আমার IVAC এ ফাইল জমা দেয়ার ডেট আগামী ২৪তারিখ। এখন যদি কোন কারেনে আমি ২৪তারিখ ফাইল জমা দিতে না পারি আমি কি ২৫তারিখ গিয়ে জমা দিতে পারবো?

  • @mdnajim-f8r
    @mdnajim-f8r 10 месяцев назад +2

    টুরিস্ট ভিসা স্টেটমেন বাদে ডুয়েল কারেন্সি কার্ড দেই হবে কিনা?

  • @rahathossain2823
    @rahathossain2823 3 месяца назад

    হেল্প প্লিজ🙏
    ২টা বিষয় জানার ছিল
    ১. ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদনের ক্ষেত্রে পেশেন্ট মহিলা। এটেন্ড্যান্ট হিসেবে হাসব্যান্ড এবং ছোট বাচ্চা( ৪ বছর) যাবে।
    এই ক্ষেত্রে বাচ্চার ভিসা টাইপ কী হবে? পেশা এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কী দিব?
    ২. ছবিতে উল্লেখিত " any other valid passport" এই ঘরে কী দিব? উল্লেখ্য পেশেন্টের পুরাতন পাসপোর্ট আছে।

  • @Xhaanbuz
    @Xhaanbuz 7 месяцев назад

    পাসপোর্টে শুধু Surname দেওয়া আছে কোন প্রকার Given Name দেওয়া নাই, সেই ক্ষেত্রে এপ্লিকেশন ফরম পূরন করার সময় Given Name এর অপশনে কি লিখতে হবে ? যেহেতু Given Name এ স্টার চিহ্ন দেওয়া আছে যা অবশ্যই পূরন করতে হবে, এমতাবস্থায় করনীয় কি ?

  • @Rabbi5310
    @Rabbi5310 3 месяца назад

    আমি এ বছর অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিলাম মানে ২০ তারিখের পর ভাইভা দিবো এক্ষেত্রে কি আমি কলেজের প্রতয়ন পত্র দিলে হবে নাকি আইডি কার্ড জমা দিলেও হবে আইডি কারে্ডর মেয়াদ 30 জুন 2023 এ শেষ হয় আমাদের করোনা কারনে ২ বছর বেশী লাগলো।

  • @shahid86vlogs75
    @shahid86vlogs75 9 месяцев назад +1

    ধন্যবাদ ভাই
    আপনার সবগুলো ভিডিও খুবই ভালো লাগে❤

  • @loveofabir
    @loveofabir 4 месяца назад +1

    আসসালামু অলাইকুম,
    আমার বাবা মারা যাবার পরে, আমার মা এর পাসপোর্ট রি-নিউ করার সময় স্ট্যাটাস বিধবা দেয়া হইছে, সেই ক্ষেত্রে আমার মা এর ম্যারিটিয়াল স্ট্যাটাস কি দিবো?
    এবং উনার পেশা ক্ষেত্রে কি কি দিতে হবে? হেল্প প্লিজ।

  • @albasylbian9302
    @albasylbian9302 4 месяца назад

    ভাই ভিসা করার সময় dawki পোর্ট সিলেক্ট করে তারপর ঐ পোর্ট ব্যবহার না করে বেনাপোল দিয়েই যাতায়াত করলে যাতায়াতে বা পরবর্তীতে ভিসা পেতে কি কোনো সমস্যা হবে?

  • @sumon406-w1h
    @sumon406-w1h 10 месяцев назад

    একটা ঝামেলা হচ্ছে যে ফাইনালি রিভিউ করতে গিয়ে দেখি একটা অপশন Have you lived for at least two years in the country where you are appling visa - Yes দেখাচ্ছে। আমি এরকম কোথাও yes করিনি। এই অপশন টা কোথায় থেকে পরিবর্তন করব? plz help me??

  • @ahsanhabib-sw9pz
    @ahsanhabib-sw9pz 8 месяцев назад

    আসসালামুয়ালাইকুম। আপনার প্রতিটি ভিডিও দেখি আমি খুব তথ্যপূর্ন হয়। দয়াকরে একটি তথ্য দিবেন। আমি গত ১০ জানুয়ারি ভারতের মেডিকেল ভিসার জন্য এক ট্রাভেল এজেন্সি কে কাগজ পত্র দিয়েছি ওনারা বলেছেন, এখন কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়। অর্থাৎ এপ্রিল মে মাসের দিকে ফিংগার প্রিন্ট এর তারিখ আসতে পারে। আসলেই কি দেরি হচ্ছে এখন?

  • @rashed99ful
    @rashed99ful 11 месяцев назад

    আমি যখন অনলাইনে আবেদন করেছিলাম তখন আমার পাসপোর্ট এর মেয়াদ ৬ মাসের বেশি ছিলো। কিন্তু তারা ১.৫ মাস পর জমা দেয়ার ডেড দেয়ার কারনে এখন ৫ মাস ১০ দিন আছে বাকি। এখন কি আমার ভিসা পাওয়ার Change আছে? এক্ষেত্রে আমার করনিও কি?

  • @satisfying5257
    @satisfying5257 7 месяцев назад

    আমি যখন ইন্ডিয়ার টুরিস্ট ভিসার আবেদন করি তখন নিচের অপশনটি আসেনা , কিন্তু ফরম পূরনের পর অটোমেটিক আসে এবং yes উত্তর
    পূরণ করা থাকে। Applicant Details এর শেষে।
    have you lived for at least two years in the country where you are applying visa don't show in my application - (yes লেখাসহ একাই আসে, ফরম পূরণ শেষে, ফাইনাল সাবমিটের পূর্বে)
    সাহায্য করলে উপকৃত হবো।

  • @kowshikbarua8571
    @kowshikbarua8571 9 месяцев назад

    পাসপোর্ট, এনআইডি, পুরাতন ভিসার যে কপি গুলো জমা দিব সেগুলো কি কালার ফটোকপি দিতে হবে নাকি নরমাল সাদা কালো ফটোকপি দিলে হবে???
    ধন্যবাদ

  • @md.alamin7158
    @md.alamin7158 9 месяцев назад

    আসসালামুওয়ালাইকুম,
    ভাইয়া আমি গত ২০১৯ সালে ভারতীয় টুরিস্ট ভিসার জন্য এপ্লাই করি এবং ১ বছরের মাল্টিপল ভিসিট ভিসা পাই। কিন্তু করোনার জন্য ভারতে যেতে পারিনি।
    বর্তমানে আমি আবার টুরিস্ট ভিসার জন্য এপ্লাই করতে চাচ্ছি। কিন্তু ভিসা এপ্লিকেশন ফরমে প্রিভিয়াস ভিসা ইনফরমেসনে কি দিব বুঝতে পারছি না।
    এখানে কি Yes দিব নাকি No?
    Yes দিলে পুরাতন ভিসার তথ্য কি দিব?
    এ ব্যাপারে একটু পরামর্শ দিলে উপকৃত হতাম।

  • @oviramsarker0199
    @oviramsarker0199 3 месяца назад

    ভাইয়া ভিসা আবেদন ফরমে PREVIOUS VISA PLACE OF ISSUE এতে আমি কী লিখে সাবমিট করব? (আমি আইভেক সেন্টার ময়মনমসিংহে ভিসা আবেদন টি জমা করেছিলাম। কিন্তু ময়মনসিংহ আবার সিলেটের অধীনস্থ শাখা। আমি কী ময়মনসিংহ নাকি সিলেট লিখবো?

  • @albiplays8948
    @albiplays8948 6 месяцев назад

    হেলো ভাই , লস্ট পাসপোর্ট থাকলে এখানে কোনো ইনফো অ্যাড করা লাগবে নাকি নরমালি ফিলাপ করা লাগবে আর লস্ট পাসপোর্ট সংক্রান্ত ডকুমেন্টস জমা দিলেই হবে??? প্লীজ হেল্প

  • @Lifestylehack1994
    @Lifestylehack1994 7 месяцев назад

    আবেদন করার পর ভিসার কাগজপত্র কোন সময় এম্বাসিতে জমা দিতে হবে সেটা কি আবেদন পত্রে উল্লেখ থাকবে? নাকি আগের দিন আবেদন করলে পরের দিন ভিসার কাগজপত্র জমা দিতে হবে?

  • @sonjitbiswas4125
    @sonjitbiswas4125 10 месяцев назад

    অনেক ধন্যবাদ,,,,এখন কি আবেদন করতে পারবো রিসেন্ট??? আর কবে জমা দিতে যাবো এই তারিখ টা যদি উল্লেখ করে বলতেন? মানে সামনে তো নির্বাচন এখন জমা দিতে যাবো, কি না কিংবা জমা নেবে কি না?

  • @Mr.CrackedFlix
    @Mr.CrackedFlix 2 месяца назад

    বেসরকারি বা প্রাইভেট জবের জন্য কি NOC লাগে??? NOC তো সরকারি চাকুরীজীবি দের জন্য লাগে জানতাম।

  • @fuadhassan4468
    @fuadhassan4468 7 месяцев назад

    freelancer হিসাবে এপ্লাই করলে কি noc ছাড়াও এপ্রুভ করবে? বা সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস দিতে হবে?

  • @dipankarsengupta584
    @dipankarsengupta584 27 дней назад

    ভাই ভাল আছেন নিশ্চয়। আমি ভারতিয় টুরিস্ট ভিসা অনলাইন করেছিলাম। টাকা জমাকরার পর আমাকে ৭ আগস্ট 2024 তারিখ সাক্ষাৎকারের তারিখ দিয়েছিল। কিন্তু ৫আগষ্ট দেশে অস্থির পরিবেশের কারনে অনির্দিষ্ট কালের জন্য টুরিস্ট ভিসা বন্ধ আছে। এমত অবস্থায় আমার মাকে ডাক্তার দেখানো অতিজরুরি হয়েগেছে। এখন আমিকি মেডিকেল এ্যাটেনডেন্স ভিসার জন্য আবেদন করতে পারবকিনা একটু জানাবেন।

  • @SACreation-uf1pi
    @SACreation-uf1pi 11 месяцев назад +1

    ধন্যবাদ ভাইয়া অনেক উপকৃত হোলাম। আমার ভিসা রিজেক্ট হওয়ার কারন টা আপনার এই ভিডিও টা থেকে পেলাম। অনেক অনেক ধন্যবাদ

    • @MdIbrahim-gd4cc
      @MdIbrahim-gd4cc 11 месяцев назад

      কেন রিজেক্ট হয়ছে ভাই?

    • @SACreation-uf1pi
      @SACreation-uf1pi 11 месяцев назад

      ​@@MdIbrahim-gd4cc অন্য একজনে আবেদন করে দিয়েছিলো। তিনি কিছু ভুল লিখেছিলো

  • @mdmamun-j6s9n
    @mdmamun-j6s9n 10 месяцев назад

    ভাই আপনার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমার অনেক উপকার হয়েছে

  • @Freelancer-p5i
    @Freelancer-p5i 2 месяца назад

    ভিসা আবেদন এর সময় পোর্ট দিয়েছি "by road changrabandha/jaogon"
    একটা কারনে বাসে যাওয়া হচ্ছেনা, তাহলে একই পোর্টে কি ট্রেন এ যেতে পারবো?

  • @sohanurislamsuman3575
    @sohanurislamsuman3575 9 месяцев назад

    ভাই প্লিজ, থাইল্যান্ড, মালায়োসিয়া, সিংগাপুর নিয়ে ভিডিও বানান, কিভাবে এপ্লাই করা যায়।
    প্লিজ 🙏🙏🙏
    আপনার ভিডিও দেখে ইন্ডিয়া এপ্লাই করে ভিসা পেয়েছি।❤

  • @MUHAMMADRAKIBHASSAN1
    @MUHAMMADRAKIBHASSAN1 10 месяцев назад +5

    খুব সুন্দরভাবে বুঝিয়েছেন,
    ধন্যবাদ ভাই এমন একটা ভিডিও দেয়ার জন্য

  • @nahean_nn
    @nahean_nn 5 месяцев назад

    আগের পাসপোর্ট হারিয়ে গেছে, মেয়াদ ছিল। এটা কি আরেকটা ভ্যালিড পাসপোর্ট হিসেবে গণ্য হবে? ফর্মে কি yes দিয়ে ডিটেইলস দিবো হারিয়ে যাওয়া পাসপোর্টের?

  • @pritomdevnath786
    @pritomdevnath786 3 месяца назад

    পূর্বের পাসপোর্টের মেয়াদ শেষ,এখন নতুন পাসপোর্ট করা হয়েছে,ভিসা আবেদন করার সময় কোনো ধাপে কি পূর্বের পাসপোর্ট এবং ভিসার তথ্য দিতে হবে আর দিলে কোথায় দিতে হবে,বললে অনেক উপকার হতো
    বি.দ্র. (any other valid passport,,,,previous visa information এগুলো কি করবো)
    ধন্যবাদ

  • @tanviralam4378
    @tanviralam4378 4 месяца назад

    আমার বাসা কুষ্টিয়া তো‌ আমি কি ঢাকা থেকে Apply করতে পারবো? নাকি কুষ্টিয়াতে অবস্থিত ইন্ডিয়ান ভিসা প্রসেস সেন্টারের জমা দিতে হবে?

  • @TahaHasan-cj3xw
    @TahaHasan-cj3xw 11 месяцев назад

    Multiple Visa বলতে?
    এক ভিসা দিয়ে অনেকজন যাওয়া যাবে?
    আর নিজের ব্যাংক একাউন্ট না থাকলে
    কি করবো? ভাইয়া??

  • @srsabbir9590
    @srsabbir9590 Год назад +2

    আমি তিন মাসের ভিসা পেয়েছিলাম কিন্তু ওই সময়ে কোন একটা পারিবারিক কারনে যেতে পারি নাই
    এখন কি নতুন করে আবার আবেদন করলে আমাকে ভিসা দিবে ?
    অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাচ্ছি

    • @aaaana683
      @aaaana683 11 месяцев назад

      He dibe
      Sathe ekta application submit korben j visa pabar por o keno jete paren nai

  • @talhabinkhalid6685
    @talhabinkhalid6685 6 месяцев назад

    আমার পূর্বের এবং বর্তমান পাসপোর্ট এ Emergency Contract এর ব্যক্তি পরিবর্তন করেছি।এক্ষেত্রে কি কোন প্রবলেম হবে?

  • @myself_khan
    @myself_khan Месяц назад

    Akta information : online application korar por taka payment na korle oi application koto din valid thake?

  • @mobashirislamnayeem9588
    @mobashirislamnayeem9588 Год назад +3

    আপনার চ্যানেলে কালকেও এই ভিডিও অনেক খুজছি আলহামদুলিল্লাহ আজকে পেয়ে গেলাম

  • @wayfarerfahim
    @wayfarerfahim 11 месяцев назад

    Vaiya Amar Profession dici Student .But amar nijer bank statement ace . 50k Taka ace.
    তাহলে আমার নিজের একাউন্ট স্টেটমেন্ট দেওয়া যাবে? নাকি যার উপর Dependent দিচি তার একাউন্ট দিতে হবে? Please Answer 🙏

  • @muhammadnazmulhaque7784
    @muhammadnazmulhaque7784 11 месяцев назад +2

    বাচ্চার জন্য টুরিস্ট ভিসা নাকি এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে।

  • @jashimbiswas3410
    @jashimbiswas3410 10 месяцев назад

    ভাইয়া,কেউ যদি আগে ইন্ডিয়া গিয়ে থাকে তাহলে কি সে সার্কভুক্ত দেশের জায়গা ইন্ডিয়া দেবে নাকি না? যেহেতু সে ঐদেশের জন্য-ই আবেদন করছে,,আর আমার কয়েকমাস আগে পোস্ট গ্রাজুয়েট শেষ হয়েছে সেক্ষেত্রে আমি পেশা কি দিব?আগে দুবার স্টুডেন্ট দিয়ে জমা দিয়েছি তখন অবশ্য স্টুডেন্ট ছিলাম,আর দুবার-ই ভিসা পেয়েছি🙏,ধন্যবাদ।

  • @mustafaahamadulhoq634
    @mustafaahamadulhoq634 8 месяцев назад

    ভাই একটু জানাবেন, যদি ট্রেনে যাই তাহলে ভিসা এপ্লিকেশনে ফর্মে কোন পোর্ট সিলেক্ট করতে হবে। উপকৃত হতাম।

  • @majumdercomputer5373
    @majumdercomputer5373 3 месяца назад

    ভাই আপনার প্রিয় একজন ভক্ত, তথ্যটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি 3জনের ভিসার জন্য আবেদন করি , বিকাশের মাধ্যমে একসাথে 3জনের টাকা জমা করি, 04-07-24 ডকুমেন্ট জমা দেওয়ার তারিখ, ভিসা ফরম পরে চেক করে দেখি ফরমে ভুল হয়েছে, এখন আমি কেমন করে সংশোধন করতে পারি.. দয়াকরে একটু জানালে উপকৃত হবো....

  • @ZamanAhmadMedia
    @ZamanAhmadMedia 9 месяцев назад

    আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভাই আপনার কাছে একটা অনুরোধ সৌদি আরব, দুবাই এবং ওমানের ভিসা প্রসেসিং নিয়ে ভিডিও আপলোড করবেন ভাই

  • @kausarahmed-zw1md
    @kausarahmed-zw1md 11 месяцев назад +2

    ভাই পাসপোর্টে নাম সংশোধন করলে ইন্ডিয়ার ভিসা পেতে কি সমস্যা হয়

  • @ahk6733
    @ahk6733 3 месяца назад

    আমি তো covid টিকা একটি দিয়েছি 🤣🤣🤣৷ অবশ্য এর আগে একবার ইন্ডিয়া গিয়ে ৬ দিন ঘুরে এসেছি। এখন নতুন করে আবার ভিসার জন্য আবেদন করবো। হবে নাকি আমারটা

  • @rashelbscl180
    @rashelbscl180 11 месяцев назад

    আমি টুরিস্ট ভিসায় ভারত যেতে চাচ্ছি। আমি এর আগে দুইবার ট্রানজিট ভিসা নিয়ে ভুটান গিয়েছিলাম। আপনি এর আগে ভারত ভিজিট করেছেন কিনা ওই জায়গায় তাহলে আমি কি লিখব।

  • @Sandip-Kirtuneya
    @Sandip-Kirtuneya 10 месяцев назад

    ভাই আমি ২০২২ সালের ১০ বছর মেয়াদী একটা পাসপোর্ট করি তখন স্টুডেন্ট ছিলাম। তারপর ২০২৩ সালে একটা সরকারি চাকরি পাই। এখন যদি আমি ভিসা করতে যাই তাহলে কেন ওই পাসপোর্টে হবে। নাকি নতুন করে পাসপোর্ট করে ভিসা করতে হবে। দয়া করে জানাবেন ভাই।

  • @TamimTaijul
    @TamimTaijul 11 месяцев назад

    সবই ঠিক আছে আমি স্টুডেন্ট কিন্তু মাতার নামে সমস্যা থাকায় পাসপোর্টে রেবার পেশা দিয়েছি , এখন ইন্ডিয়া দাদার বাড়ি যেতে চাই সেক্ষেত্রে আমি কোন পেশা দিবো স্টুডেন্ট নাকি লেবার যদিওবা স্টুডেন্ট দিলে আমার পাসপোর্টের সাথে আমার সার্টিফিকেটে মাতর নাম মিলবেনা

  • @jahirulshetu6386
    @jahirulshetu6386 11 месяцев назад

    ভাই, আমার ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডে 5000 ডলার এন্ডোর্স করা আছে। এখন আমার কার্ডে যদি টাকা না থাকে সেক্ষেত্রে আমি কি ডলার এন্ডোর্স এর পেইজের কপি দিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবো?
    ভিসা আবেদন করার সময় আমার কার্ডের মধ্যে কি টাকা রাখতে হবে?
    কার্ডের ডলার এন্ডোর্স দিয়ে কি ভিসা আবেদন করা যাবে?

  • @decapion1259
    @decapion1259 11 месяцев назад

    এপ্লিকেশনে পেশার জায়গায় র‍্যাংক এবং র‍্যাংক এর জায়গায় পেশা দিয়ে ফেলেছি! এর জন্য কি ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে?

  • @SheikhManjurulHaq
    @SheikhManjurulHaq 5 месяцев назад

    আসসালামু আলাইকুম ভাই কাগজপত্রের সাথে কি ভারত ভিসার ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের এর জন্য কাবিননামা এর কপি দিতে হবে নাকি লাগবে না। please দয়া করে জানাবেন।

  • @DilipKumarDebnath-c2y
    @DilipKumarDebnath-c2y 7 месяцев назад

    ভাই, আমার বাসাও কিশোরগঞ্জ।
    আপনার দেশের বাড়ি কিশোরগঞ্জ, জেনে খুব ভালো লাগলো, কিশোরগঞ্জ কোন জায়গায়?

  • @islamicit9072
    @islamicit9072 11 месяцев назад

    আমি "Double Entry" ভিসার জন্য আবেদন করতে চাচ্ছি।
    আপনি যেখানে টুরিস্ট ভিসা দিয়েছেন আমি সেখানে ডাবল এন্ট্রি ভিসা দিলেই হবে নাকি আরো কিছু পরিবর্তন করতে হবে?

  • @JournalAdmin
    @JournalAdmin 9 месяцев назад +1

    আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কি আমার বাবা-মা’র ভিসা করানো যাবে? দয়াকরে একটু জানাবেন

  • @wayfarerfahim
    @wayfarerfahim 11 месяцев назад

    নিজের স্টেটমেন্ট দিলে হবে স্টুডেন্ট প্রফেশন দিয়ে। এক্ষেত্রে একাউন্ট এ অনেক টাকার লেনদেন হয়। যেহেতু ফ্রিল্যন্সার। তো অনেকে বলতেচে নাকি কি চাকরি করি বা এত টাকা কই থেকে আসে সেটার প্রমান দিতে হবে। দয়া করে জানাবেন??

  • @tanjidhasan95
    @tanjidhasan95 23 дня назад

    একদম শেষের দিকে বললেন আগের যদি কোনো ইন্ডিয়ান ভিসার কপি থেকে থাকে তাহলে সেটাও জমা দিতে হবে। এখন আমি সর্বশেষ ২০১৭ তে ইন্ডিয়া গিয়েছিলাম। এখন তাহলে ঠিক কি জমা দিতে হবে? এই ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারিনি।

  • @mohammedtarekshikderofficial
    @mohammedtarekshikderofficial 7 месяцев назад

    ডাবল এন্ট্রি ভিসার অনলাইনে আবেদন করবো ভিডিও দেন প্লিজ? এবং কী কী ডকুমেন্টস লাগবে?

  • @abdullahmamun6473
    @abdullahmamun6473 6 месяцев назад

    visa time 12 month dile ki 12 month visar meyad thakbe? ar single or multiple select korle subidha ki pawa jabe???

  • @MuntahaFarinIpty
    @MuntahaFarinIpty 4 месяца назад

    amar utility bill to babar nam e ashe, eta dile shomossha hobena? Nid er ki mul photocopy ee lagbe? PDF print kore dile hobena?

  • @TahminaSultana-p8e
    @TahminaSultana-p8e 11 месяцев назад

    আমি চাকুরিজীবী তবে আমি যদি পেশা কৃষক দেই ভারতীয় ভিসা করার জন্য তারা কি বুঝতে পারবে বা ধরা পড়ার সম্ভাবনা থাকে কতটুকু?

  • @amitkabiraj9362
    @amitkabiraj9362 10 месяцев назад

    ভাই দুঃখিত। আমার কিছু জানার ছিলো... আমি ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছি। এম্বাসি থেকে থেকে যে টোকেন দিয়েছে তাতে ৬ ডিসেম্বর ডেলিভারি দেয়ার কথা ছিলো। কিন্তু এখনো কোনো message পাইনাই। এখন কবে নাগাদ পাসপোর্ট পাওয়া যেতে পারে যদিন একটু বলতেন। প্লিজ।

  • @AminulIslam-ii8gr
    @AminulIslam-ii8gr 11 месяцев назад

    indian visa application পূরণ করতে সময় 4th page এ যেতে পারছি না কেন? তিন নম্বর পেইজ ফিলাপ করার পর সেভ & কন্টিনিউতে ক্লিক করলে তিন নম্বর পেইজই আসে। দয়া করে জানাবেন কি।

  • @JannatAputech
    @JannatAputech Год назад +2

    সবাই dhorjo ধরে কাজ করেন সবাই সফল হন দোয়া রইলো । 😊সবার কষ্ট একদিন কমে যাবে দোয়া করবেন আপনারাও

  • @saifulislam-je7vb
    @saifulislam-je7vb 3 месяца назад

    NID er name change korar karone ( Md saiful islam to Saiful islam) Amr NID er shate passport er name mismatch hoe ghese. Kalke hoilo application submission date Ekhn Ki kono prblm hoite pare ??

  • @masiddik6835
    @masiddik6835 11 месяцев назад +7

    অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল.. ধন্যবাদ ভাই এমন একটা ভিডিও দেয়ার জন্য❤

  • @mdredoantv8107
    @mdredoantv8107 11 месяцев назад

    ভাইয়া পোল্যান্ডের ডেট নিলেতো হাতে পাবো ৬-৮ দিন তাহলে তার ভেতরেতো ডাবল এন্ট্রি ভিসা করা সম্ভবনা।তাহলে কিভাবে এপাটমেন্ট ডেটের ছবি আর ফি এর স্কিনসট জমা দেবো?

  • @anandomir312
    @anandomir312 8 месяцев назад

    ভাই আমার বয়স ২৪ কিন্ত আমার এন আইডি কার্ড নেই, সেক্ষেত্রে আমি কি জন্মনিবন্ধন কার্ড দিয়ে ভিসা আবেদন করলে ভিসা পাওয়ার চান্স আছে?

  • @fk9231
    @fk9231 11 месяцев назад

    ভাই সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করলে পাসপোর্ট কতদিনে আমাকে ডেলিভারি দিবে যদি মাস খানেক লাগে আমি কানাডার ভিজিট ভিসার জন্য এপ্লাই করেছি ১ মাস হয়েছে যদি সেখানে পাসপোর্ট চায় তাহলে ইন্ডিয়ান এম্বাসি থেকে কি পাসপোর্ট ফেরত আনা যাবে

  • @prantoshuvo2638
    @prantoshuvo2638 11 месяцев назад

    আমার পুরোনো পাসপোর্ট এর মেয়াদ মার্চ ২০২৩ এ শেষ। ভিসা application এর সময় পুরোনো পাসপোর্ট এর ডিটেইলস কি দিতে হবে?

  • @contactasif
    @contactasif 9 месяцев назад

    অনেক সুন্দর ভাবে এবং সঠিক ভাবে সব তথ্য দেয়া হয়েছে।
    চশমা দেয়া ছবি আবেদনে দেয়া যাবে? নাকি চশমা ছাড়া ছবি লাগবে?

  • @eyasinarafat1378
    @eyasinarafat1378 11 месяцев назад

    Covid vaccin ki ekhono lage??
    Covid vaccin joma na dile problem hobe??

  • @mdabubokorsiddiq
    @mdabubokorsiddiq 9 месяцев назад

    আমি পাসপোর্ট আবেদন করেছি আপনার ভিডিও দেখে করেছি।

  • @refreshmind3753
    @refreshmind3753 6 месяцев назад

    ছেলের ব্যাংক অ্যাকাউন্ট/ স্টেটমেন্টে দিয়ে কি বাবার ভিসা করা যাবে,,, এবং বাবার সকল কাগজপত্র কি ছেলে জমা দিতে পারবে,,, দয়া করে জানাবেন প্লিজ,,,

  • @talhakhaled3030
    @talhakhaled3030 6 месяцев назад

    আপ্লিকেশন্স এর মধ্যে বানানে ভুল থাকলে কি ঢাকা যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারের থেকে ফি দিয়ে কারেকশন করা যায়?

  • @marufbillah8344
    @marufbillah8344 9 месяцев назад

    আমি যে ১ মাস দিয়েছি , duration of visa. এতে সমসসা হবে নাকি?

  • @motivationpower8963
    @motivationpower8963 9 месяцев назад

    ভাইয়া, যে শিক্ষার্থীদের পড়া শেষ হয়ে গিয়েছে কিন্তু কোন জব করে না তারা কি জমা দিবে? তাদের তো স্টুডেন্ট আইডি কার্ড বা জব আইডি কার্ড একটাও নাই।

  • @mobarakhossainsourov1164
    @mobarakhossainsourov1164 3 месяца назад

    আসসালামুআলাইকুম, আমি ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার জন্য জমা দিবো, আমার ওয়ার্ক পারমিটটি নরমাল কম্পিউটার দোকান থেকে ট্রান্সলেট করে নোটারি এবং এটাস্টেট করলে হবে?

  • @Forhadalforidyofficial
    @Forhadalforidyofficial Год назад +11

    চেষ্টায় সফলতা ভয়ে আনে
    একবার নয় বার বার চেষ্টা করতে হবে।
    সবার জন্য অফুরান্ত ভালোবাসা রইলো 💐

  • @omarfarukrasel2570
    @omarfarukrasel2570 9 месяцев назад

    ভাই, আমার পুরাতন পাসপোর্ট এর নাম এ MD আছে, আর নতুন পাসপোর্ট এ MD নেই এই জন্য কি নাম পরিবর্তন এ টিক দিয়ে ফিল আপ করতে হবে?

  • @newtonmazumder9270
    @newtonmazumder9270 10 месяцев назад

    আবেদন করার পর কত দিনের মধ্যে টাকা জমা দেয়া লাগে?? বল্লে খুবই উপকৃত হতাম।

  • @Mamun.801
    @Mamun.801 11 месяцев назад

    ভাইয়া আমি এপ্লাই করছি স্টুডেন্ট দিয়ে। তাই পিতার পেশা সিলেক্ট করা লাগছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আমার নিজের।
    এখন আমার প্রশ্নঃ বাবা একটা শপে জব করে, তো জমা দেয়ার সময় কি পিতার পেশার প্রমাণ দিতে হবে? যদি দিতে হয় তাহলে কী দিবো?

  • @arafathossain6502
    @arafathossain6502 8 месяцев назад +4

    আপনি যেভাবে ব্যাখ্যা করেন তার সাথে বাস্তবতা অনেক অমিল🙂

    • @abdurrahim6328
      @abdurrahim6328 8 месяцев назад

      উনার এটা যারা ফলো করবে, তারা নিশ্চিত হোগা মারা খাবে

    • @sumantojoy4295
      @sumantojoy4295 8 месяцев назад +2

      ভাই একটু ক্লিয়ার করবেন কী বিষয়টা। নাকি আপনার ব্যবস্যা কমে যাচ্ছে কোনটা

    • @rakib6708
      @rakib6708 7 месяцев назад

      😂😂 right ​@@sumantojoy4295

    • @INFOFROMBILLAL-qe1su
      @INFOFROMBILLAL-qe1su 25 дней назад

      ডিয়ার করে বলেন ভাই।

    • @MstmowsumiAktar-e9d
      @MstmowsumiAktar-e9d 9 дней назад

      Tahole ki vabe korbo

  • @OmarSany-b7m
    @OmarSany-b7m 4 месяца назад

    ছবি আপলোডের সময় ইন্ডিয়ার ওয়েবসাইটে ছবি ক্রোপ করার অপশন ছিল।
    তাই আমি আমার ছবি একটু ক্রোপ করে আপলোড দিয়েছিলাম, সেই ক্ষেত্রে ভিসা পেতে কোনো সমস্যা হবে?

  • @JannatulferdousKeyaa
    @JannatulferdousKeyaa 4 месяца назад +1

    Student visa self fund jono kivbe apply korbo?

  • @monirelectronicsplumbing720
    @monirelectronicsplumbing720 6 месяцев назад

    ভাই আমি ইন্ডিয়া ভিসার জন্য আবেদন করেছিলাম আমি পাসপোর্ট জমা দিয়ে আসছি এখন আমি কিভাবে চেক করব যে আমি ভিসা পাবো কিনা অনলাইন চেক

  • @mhdtarikul
    @mhdtarikul 8 месяцев назад

    আসসালামুয়ালাইকুম ভাই। আমি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা থেকে বলছি। আমার পার্শ্ববর্তী জেলা বগুড়া। বগুড়া তে ইনডিয়ান ভিসা সেন্টারে অনেক দেরি হয় অ্যপয়েন্টম্যান পেতে। আমি যদি ঢাকা তে জমা দিতে চাই তাহলে আবেদন এর সময় মিশন রাজশাহী দিতে হবে নাকি ঢাকা দিবো?
    আসলে মিশন বলতে কি বুঝাচ্ছে? আমি কোন মিশনের মধ্যে বসবাস করি ? নাকি আমি কোন মিশনে জমা দিবো সেটা সেলেক্ট করতে হবে? জানাবেন ভাইয়া।

  • @mdparveskhan491
    @mdparveskhan491 Год назад +5

    প্রথমবার আপনার ভিডিওতে আমি প্রথম লাইক দিতে পারলাম ভাইয়া অনেক অনেক ভালো লাগে,, আপনার জন্য শুভকামনা ও সুস্বাস্থ্য কামনা রইল ভাইয়া❤❤❤❤❤

  • @MarxiaFalak
    @MarxiaFalak 5 месяцев назад

    Vaiyaaa... রোড ট্রেন সিলেক্ট করলে কি বাসে অথবা বিমানে চলাচল করতে পারবে?

  • @onp2742
    @onp2742 6 месяцев назад

    Have you lived for at least two years in the country where you are applying visa? ভাইয়া এই অপশন টা খুজে পাচ্ছি না অথচ ইয়েস দেখাচ্ছে

  • @Sabbir_Ahmmad
    @Sabbir_Ahmmad 11 месяцев назад

    Ami online application korar time pic upload option e skip and continue thakay upload dei nai picture. Payment kore felsi 13 November 2023 submission date. Amr kono issue hobe?