Indian Visa Process from Bangladesh | ইন্ডিয়ান ভিসা করার নিয়ম ২০২৩

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 715

  • @mdabuhanif6263
    @mdabuhanif6263 Год назад +8

    আপনার ভিডিও দেখতে ভালো লাগে। যদিও কোনো ভিডিও আমার কাজে আসবে না বর্তমানে। কিন্তু ভবিষ্যতে আমার কাজে আসতে পারে। আমার আপনার প্রতি অনেক বিশ্বাস রয়েছে। আপনি জনগণের কল্যাণে ভালো পরামর্শ দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ।

  • @richiahmed4734
    @richiahmed4734 10 месяцев назад +9

    আপনার আবেদন প্রসেস দেখানো এতোটাই সুন্দর হয়েছে আশা করি যে কেউ নিজেই আবেদন করতে পারবে❤❤

  • @mdabuhanif6263
    @mdabuhanif6263 Год назад +4

    আপনার ভিডিও দেখে অনেক কাজ করেছি। এবং ইনকাম করেছি

  • @md.monirhossain5361
    @md.monirhossain5361 Год назад +8

    ভারতীয় ভিসা এর ক্ষেত্রে নিজের , স্ত্রী , সন্তানের আবেদন পত্রের পেপারস কিভাবে সাজাতে হবে এই বিষয়ে একটি ভিডিও দিলে খুব উপকৃত হবো ।
    ধন্যবাদ

    • @mohammadroman966
      @mohammadroman966 11 месяцев назад

      আমিও জানতে চাই

  • @yeasinarafatdipu5154
    @yeasinarafatdipu5154 6 месяцев назад +43

    আপনার ভিডিও ফলো করে আবেদন করেছি।প্রথম বারেই ৬ মাসের মাল্টিপল ভিসা পেলাম।অন্তর থেকে ধন্যবাদ জানাই।

    • @md.ehtasamulkarimsami9635
      @md.ehtasamulkarimsami9635 5 месяцев назад

      Bhai apni ki ekdom fresh passport dia apply korechilan,mane passport ki previous konno country er visa chillo?

    • @hmsadinhmsadin5590
      @hmsadinhmsadin5590 5 месяцев назад

      কয়দিনের ভিতর পাইঝেন

    • @JannatulferdousKeyaa
      @JannatulferdousKeyaa 3 месяца назад

      Kindly reply

    • @sudiptodan2013
      @sudiptodan2013 Месяц назад

      @@yeasinarafatdipu5154 visa payechen valo kotha ......amder desh aste ki apnder ektu lojja kora na ...kano apner amder desh asen....asben na....amera r ager moto apnder like kori na.....apner baiman, sotrur moto achron korachen.....

  • @indrakishorsaha851
    @indrakishorsaha851 Год назад +20

    খুব সুন্দরভাবে বুঝিয়েছেন,
    অনেক উপকৃত হলাম; ধন্যবাদ 🙏

  • @ahmedog219
    @ahmedog219 3 месяца назад

    Ami amar wife, baba maa er jonno apply korlam Portugal a anar jonno. Clear video with clear instructions. Thanks brother. :)

  • @RealRazin-y3f
    @RealRazin-y3f 7 месяцев назад +3

    utility bill na thakle ? Electricity - Prepaid meter has no Bill copy, TNT - NA, WASA - NA ... What to do ?

  • @akramshaik9537
    @akramshaik9537 8 месяцев назад

    ভাই অসাধারণ,
    যেহেতু আমি গ্রামের মানুষ, আমাদের বিদ্যুৎ বিলের ঠিকানা আর পাসপোর্ট এর ঠিকানা একটু ভিন্ন, আপনি যেভাবে বুঝিয়ে বললেন কারেন্ট এড্রেস এবং পার্মানেন্ট এড্রেস, আমি আপনার ভিডিও না দেখলে আমার ভিসা আবেদন ক্যান্সেল হত

  • @prothivar_jogot
    @prothivar_jogot День назад

    সুন্দর তথ্য বহুল আলোচিত হয়েছে ভিসার জন্য

  • @SACreation-uf1pi
    @SACreation-uf1pi Год назад +1

    ধন্যবাদ ভাইয়া অনেক উপকৃত হোলাম। আমার ভিসা রিজেক্ট হওয়ার কারন টা আপনার এই ভিডিও টা থেকে পেলাম। অনেক অনেক ধন্যবাদ

    • @MdIbrahim-gd4cc
      @MdIbrahim-gd4cc Год назад

      কেন রিজেক্ট হয়ছে ভাই?

    • @SACreation-uf1pi
      @SACreation-uf1pi Год назад

      ​@@MdIbrahim-gd4cc অন্য একজনে আবেদন করে দিয়েছিলো। তিনি কিছু ভুল লিখেছিলো

  • @gamechanger379
    @gamechanger379 9 месяцев назад +3

    আমি জব করি নারায়নগঞ্জে, সেখানে বাসা ভাড়া নিয়ে থাকি। কিন্তু আমার ভোটার আইডি কার্ডে ঠিকানা সিরাজগঞ্জ, আমি কি ঢাকা IVAC সেন্টারে ডকুমেন্টস সাবমিট করতে পারবো।

  • @mobashirislamnayeem9588
    @mobashirislamnayeem9588 Год назад +3

    আপনার চ্যানেলে কালকেও এই ভিডিও অনেক খুজছি আলহামদুলিল্লাহ আজকে পেয়ে গেলাম

  • @tradeebear
    @tradeebear Год назад +5

    আমি আমার বাংলাদেশের পুলিশ প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করে একটা অভিযোগ জানাচ্ছি। একজন মহিলা খুলনা জেলার, দিঘলিয়া থানার ,আমবাড়িয়া পোষ্ট অফিস, আবালগাতী গ্রাম ওনার বাড়ি।উনি পরিবার পরিকল্পনার বাংলাদেশ সরকারের অধীনে চাকরি করেন। উনার নাম অনিমা হালদার। উনি বাংলাদেশ এর নাগরিক কিন্ত উনি বেয়াইনি ভাবে ভারতের ও নাগরিক। উনার ভারতের নদিয়া জেলার হরিণ ঘাটা থানার খুব সম্ভবত হাজরাবেলিয়া গ্রামে বাড়ি জায়গা কিনেছেন। সুধু তাই নয় উনি কারো সাথে নির্যাতনের মতো নির্মম কাজ করেছেন। যার কোনও প্রমাণ রাখেনি।তাই দয়াকরে আমাদের বাংলাদেশের দেশবাসী এই সব দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন না হলে বাংলাদেশ এর আর্থিক অবস্থার কি হবে তা বলার মতোন না।

  • @MUHAMMADRAKIBHASSAN1
    @MUHAMMADRAKIBHASSAN1 11 месяцев назад +5

    খুব সুন্দরভাবে বুঝিয়েছেন,
    ধন্যবাদ ভাই এমন একটা ভিডিও দেয়ার জন্য

  • @mdmamun-j6s9n
    @mdmamun-j6s9n 11 месяцев назад

    ভাই আপনার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমার অনেক উপকার হয়েছে

  • @emdadulhuqmazumder4271
    @emdadulhuqmazumder4271 Год назад +1

    ভারতীয় ভিসার আবেদনটি তো চমৎকার ভাবে দেখানোর জন্য অনেক ধন্যবাদ। চায়না ভিসার আবেদন করার জন্য চায়নার কোন ট্রাভেল এজেন্ট হতে ইনভাইটেশান পত্র লাগে।চায়নার জন্য indian address generator এর মত কোন ওয়েবসাইট কি আছে অ্যাড্রেস পাওয়ার জন্য? জানালে আমার খুব উপকার হয়।

  • @masiddik6835
    @masiddik6835 Год назад +7

    অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল.. ধন্যবাদ ভাই এমন একটা ভিডিও দেয়ার জন্য❤

  • @rahathossain2823
    @rahathossain2823 4 месяца назад

    হেল্প প্লিজ🙏
    ২টা বিষয় জানার ছিল
    ১. ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদনের ক্ষেত্রে পেশেন্ট মহিলা। এটেন্ড্যান্ট হিসেবে হাসব্যান্ড এবং ছোট বাচ্চা( ৪ বছর) যাবে।
    এই ক্ষেত্রে বাচ্চার ভিসা টাইপ কী হবে? পেশা এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কী দিব?
    ২. ছবিতে উল্লেখিত " any other valid passport" এই ঘরে কী দিব? উল্লেখ্য পেশেন্টের পুরাতন পাসপোর্ট আছে।

  • @AshikTanvirRiham
    @AshikTanvirRiham 10 месяцев назад +1

    Thanks a ton, dear brother. Indeed, that was an informative video. Jajakallahu Khayran.

  • @ShamimaIslamShathy-zr7qk
    @ShamimaIslamShathy-zr7qk 4 месяца назад

    অসাধারণ বোঝানোর দক্ষতা, ধন্যবাদ।

  • @swaponray1252
    @swaponray1252 5 месяцев назад

    ধন্যবাদ, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন,
    অনেক উপকৃত হলাম;

  • @sohanurislamsuman3575
    @sohanurislamsuman3575 10 месяцев назад

    ভাই প্লিজ, থাইল্যান্ড, মালায়োসিয়া, সিংগাপুর নিয়ে ভিডিও বানান, কিভাবে এপ্লাই করা যায়।
    প্লিজ 🙏🙏🙏
    আপনার ভিডিও দেখে ইন্ডিয়া এপ্লাই করে ভিসা পেয়েছি।❤

  • @mdparveskhan491
    @mdparveskhan491 Год назад +5

    প্রথমবার আপনার ভিডিওতে আমি প্রথম লাইক দিতে পারলাম ভাইয়া অনেক অনেক ভালো লাগে,, আপনার জন্য শুভকামনা ও সুস্বাস্থ্য কামনা রইল ভাইয়া❤❤❤❤❤

  • @lingkonbiswas9965
    @lingkonbiswas9965 5 месяцев назад

    খুব সুন্দরভাবে বুঝিয়েছেন

  • @JannatulferdousKeyaa
    @JannatulferdousKeyaa 3 месяца назад +1

    Film visa somporke jnte chai validity??student International obosthay ki film visa neowa jbe?citizenship niyeo jnte chai .

  • @rajibchandropaul5350
    @rajibchandropaul5350 Год назад +6

    অনেক অনেক সুন্দরভাবে উউপস্থাপন করে ভুঝিয়ে দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনারে

  • @mdnajim-f8r
    @mdnajim-f8r 11 месяцев назад +2

    টুরিস্ট ভিসা স্টেটমেন বাদে ডুয়েল কারেন্সি কার্ড দেই হবে কিনা?

  • @mdabubokorsiddiq
    @mdabubokorsiddiq 10 месяцев назад

    আমি পাসপোর্ট আবেদন করেছি আপনার ভিডিও দেখে করেছি।

  • @rahomat9332
    @rahomat9332 Год назад

    ভাই আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি দেখে অনেক উপকারে আছে

  • @Xhaanbuz
    @Xhaanbuz 8 месяцев назад

    পাসপোর্টে শুধু Surname দেওয়া আছে কোন প্রকার Given Name দেওয়া নাই, সেই ক্ষেত্রে এপ্লিকেশন ফরম পূরন করার সময় Given Name এর অপশনে কি লিখতে হবে ? যেহেতু Given Name এ স্টার চিহ্ন দেওয়া আছে যা অবশ্যই পূরন করতে হবে, এমতাবস্থায় করনীয় কি ?

  • @SarkerTrad
    @SarkerTrad 10 месяцев назад

    ধন্যবাদ ভাই
    আপনার সবগুলো ভিডিও খুবই ভালো লাগে

  • @KausarEntertainmentPro
    @KausarEntertainmentPro Год назад

    ভাই অসাধারণ আপনার তুলো না হয় না,,অনেক কনফিউসে ছিলাম, সমাধান পাইছি,,ধন্যবাদ ভাই

  • @kowshikbarua8571
    @kowshikbarua8571 10 месяцев назад

    পাসপোর্ট, এনআইডি, পুরাতন ভিসার যে কপি গুলো জমা দিব সেগুলো কি কালার ফটোকপি দিতে হবে নাকি নরমাল সাদা কালো ফটোকপি দিলে হবে???
    ধন্যবাদ

  • @MREBUSINESS-fd4he
    @MREBUSINESS-fd4he 10 месяцев назад

    ভাই খুভ সুন্দর হইছে

  • @kaiserhamid9652
    @kaiserhamid9652 11 месяцев назад +1

    Clear voice. Nice explanation. Thanks for sharing. Very a helpful video

  • @ZamanAhmadMedia
    @ZamanAhmadMedia 11 месяцев назад

    আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভাই আপনার কাছে একটা অনুরোধ সৌদি আরব, দুবাই এবং ওমানের ভিসা প্রসেসিং নিয়ে ভিডিও আপলোড করবেন ভাই

  • @Touhidkitchen
    @Touhidkitchen Год назад +1

    ভাই আপনার প্রতিটা ভিডিও অনেক উপকারে আসে ধন্যবাদ আপনাকে

  • @oviramsarker0199
    @oviramsarker0199 4 месяца назад

    ভাইয়া ভিসা আবেদন ফরমে PREVIOUS VISA PLACE OF ISSUE এতে আমি কী লিখে সাবমিট করব? (আমি আইভেক সেন্টার ময়মনমসিংহে ভিসা আবেদন টি জমা করেছিলাম। কিন্তু ময়মনসিংহ আবার সিলেটের অধীনস্থ শাখা। আমি কী ময়মনসিংহ নাকি সিলেট লিখবো?

  • @Freelancer-p5i
    @Freelancer-p5i 3 месяца назад

    ভিসা আবেদন এর সময় পোর্ট দিয়েছি "by road changrabandha/jaogon"
    একটা কারনে বাসে যাওয়া হচ্ছেনা, তাহলে একই পোর্টে কি ট্রেন এ যেতে পারবো?

  • @JannatAputech
    @JannatAputech Год назад +2

    সবাই dhorjo ধরে কাজ করেন সবাই সফল হন দোয়া রইলো । 😊সবার কষ্ট একদিন কমে যাবে দোয়া করবেন আপনারাও

  • @TahaHasan-cj3xw
    @TahaHasan-cj3xw Год назад

    Multiple Visa বলতে?
    এক ভিসা দিয়ে অনেকজন যাওয়া যাবে?
    আর নিজের ব্যাংক একাউন্ট না থাকলে
    কি করবো? ভাইয়া??

  • @fuadhassan4468
    @fuadhassan4468 8 месяцев назад

    freelancer হিসাবে এপ্লাই করলে কি noc ছাড়াও এপ্রুভ করবে? বা সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস দিতে হবে?

  • @puspobanglatv7388
    @puspobanglatv7388 Год назад +4

    ধন্যবাদ ভাই
    আপনার সবগুলো ভিডিও খুবই ভালো লাগে❤

  • @pritomsen1306
    @pritomsen1306 Год назад

    After submitting everything approximate how much time to give the visa? Please let me know.

  • @Freedom-gd2fc
    @Freedom-gd2fc Год назад

    সবাই উনার উচ্চারণের পিছনে লেগেছেন , কিন্তু ভিডিও কিন্তু খুব ইনফর্মেটিভ

  • @mdmamun-j6s9n
    @mdmamun-j6s9n 11 месяцев назад

    আলহামদুলিল্লাহ ভাই আপনার উপস্থাপনা খুব ভাল লাগছে

  • @kausarahmed-zw1md
    @kausarahmed-zw1md Год назад +2

    ভাই পাসপোর্টে নাম সংশোধন করলে ইন্ডিয়ার ভিসা পেতে কি সমস্যা হয়

  • @JannatulferdousKeyaa
    @JannatulferdousKeyaa 5 месяцев назад +1

    Student visa self fund jono kivbe apply korbo?

  • @talhabinkhalid6685
    @talhabinkhalid6685 7 месяцев назад

    আমার পূর্বের এবং বর্তমান পাসপোর্ট এ Emergency Contract এর ব্যক্তি পরিবর্তন করেছি।এক্ষেত্রে কি কোন প্রবলেম হবে?

  • @nikhilchandraroy1094
    @nikhilchandraroy1094 9 месяцев назад

    onek sundor vabe bolechen

  • @albasylbian9302
    @albasylbian9302 6 месяцев назад

    ভাই ভিসা করার সময় dawki পোর্ট সিলেক্ট করে তারপর ঐ পোর্ট ব্যবহার না করে বেনাপোল দিয়েই যাতায়াত করলে যাতায়াতে বা পরবর্তীতে ভিসা পেতে কি কোনো সমস্যা হবে?

  • @Rabbi5310
    @Rabbi5310 4 месяца назад

    আমি এ বছর অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিলাম মানে ২০ তারিখের পর ভাইভা দিবো এক্ষেত্রে কি আমি কলেজের প্রতয়ন পত্র দিলে হবে নাকি আইডি কার্ড জমা দিলেও হবে আইডি কারে্ডর মেয়াদ 30 জুন 2023 এ শেষ হয় আমাদের করোনা কারনে ২ বছর বেশী লাগলো।

  • @ahsanhabib-sw9pz
    @ahsanhabib-sw9pz 9 месяцев назад

    আসসালামুয়ালাইকুম। আপনার প্রতিটি ভিডিও দেখি আমি খুব তথ্যপূর্ন হয়। দয়াকরে একটি তথ্য দিবেন। আমি গত ১০ জানুয়ারি ভারতের মেডিকেল ভিসার জন্য এক ট্রাভেল এজেন্সি কে কাগজ পত্র দিয়েছি ওনারা বলেছেন, এখন কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়। অর্থাৎ এপ্রিল মে মাসের দিকে ফিংগার প্রিন্ট এর তারিখ আসতে পারে। আসলেই কি দেরি হচ্ছে এখন?

  • @bangKor-uo8bm
    @bangKor-uo8bm Год назад

    হেল্প মি।
    Capcut ব্যবহারে মাসিক কোন চার্জ কাটে কি???
    কেউ উত্তর দিবেন প্লিজ

  • @mustafaahamadulhoq634
    @mustafaahamadulhoq634 9 месяцев назад

    ভাই একটু জানাবেন, যদি ট্রেনে যাই তাহলে ভিসা এপ্লিকেশনে ফর্মে কোন পোর্ট সিলেক্ট করতে হবে। উপকৃত হতাম।

  • @Forhadalforidyofficial
    @Forhadalforidyofficial Год назад +12

    চেষ্টায় সফলতা ভয়ে আনে
    একবার নয় বার বার চেষ্টা করতে হবে।
    সবার জন্য অফুরান্ত ভালোবাসা রইলো 💐

  • @onp2742
    @onp2742 8 месяцев назад

    Have you lived for at least two years in the country where you are applying visa? ভাইয়া এই অপশন টা খুজে পাচ্ছি না অথচ ইয়েস দেখাচ্ছে

  • @tanviralam4378
    @tanviralam4378 5 месяцев назад

    আমার বাসা কুষ্টিয়া তো‌ আমি কি ঢাকা থেকে Apply করতে পারবো? নাকি কুষ্টিয়াতে অবস্থিত ইন্ডিয়ান ভিসা প্রসেস সেন্টারের জমা দিতে হবে?

  • @SheikhManjurulHaq
    @SheikhManjurulHaq 6 месяцев назад

    আসসালামু আলাইকুম ভাই কাগজপত্রের সাথে কি ভারত ভিসার ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের এর জন্য কাবিননামা এর কপি দিতে হবে নাকি লাগবে না। please দয়া করে জানাবেন।

  • @SaruyerJahanKhalid-wz8cn
    @SaruyerJahanKhalid-wz8cn Год назад +1

    ভাইয়া মোটরসাইকেল লাইসেন্স বানানোর ভিডিও দেন ❤️❤️

  • @shuvochakrabarty119
    @shuvochakrabarty119 9 месяцев назад

    Have you lived for at least two years in the country where you are applying visa?
    YES.
    Aita Auto hosse kno??
    Visa application a to amon kono option nei....tarpor ai option ta kno asse??

  • @talhakhaled3030
    @talhakhaled3030 7 месяцев назад

    আপ্লিকেশন্স এর মধ্যে বানানে ভুল থাকলে কি ঢাকা যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারের থেকে ফি দিয়ে কারেকশন করা যায়?

  • @sonjitbiswas4125
    @sonjitbiswas4125 11 месяцев назад

    অনেক ধন্যবাদ,,,,এখন কি আবেদন করতে পারবো রিসেন্ট??? আর কবে জমা দিতে যাবো এই তারিখ টা যদি উল্লেখ করে বলতেন? মানে সামনে তো নির্বাচন এখন জমা দিতে যাবো, কি না কিংবা জমা নেবে কি না?

  • @JournalAdmin
    @JournalAdmin 10 месяцев назад +1

    আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কি আমার বাবা-মা’র ভিসা করানো যাবে? দয়াকরে একটু জানাবেন

  • @arafathossain6502
    @arafathossain6502 9 месяцев назад +5

    আপনি যেভাবে ব্যাখ্যা করেন তার সাথে বাস্তবতা অনেক অমিল🙂

    • @abdurrahim6328
      @abdurrahim6328 9 месяцев назад

      উনার এটা যারা ফলো করবে, তারা নিশ্চিত হোগা মারা খাবে

    • @sumantojoy4295
      @sumantojoy4295 9 месяцев назад +2

      ভাই একটু ক্লিয়ার করবেন কী বিষয়টা। নাকি আপনার ব্যবস্যা কমে যাচ্ছে কোনটা

    • @rakib6708
      @rakib6708 8 месяцев назад

      😂😂 right ​@@sumantojoy4295

    • @INFOFROMBILLAL-qe1su
      @INFOFROMBILLAL-qe1su 2 месяца назад

      ডিয়ার করে বলেন ভাই।

    • @MstmowsumiAktar-e9d
      @MstmowsumiAktar-e9d Месяц назад

      Tahole ki vabe korbo

  • @albiplays8948
    @albiplays8948 7 месяцев назад

    হেলো ভাই , লস্ট পাসপোর্ট থাকলে এখানে কোনো ইনফো অ্যাড করা লাগবে নাকি নরমালি ফিলাপ করা লাগবে আর লস্ট পাসপোর্ট সংক্রান্ত ডকুমেন্টস জমা দিলেই হবে??? প্লীজ হেল্প

  • @Lifestylehack1994
    @Lifestylehack1994 8 месяцев назад

    আবেদন করার পর ভিসার কাগজপত্র কোন সময় এম্বাসিতে জমা দিতে হবে সেটা কি আবেদন পত্রে উল্লেখ থাকবে? নাকি আগের দিন আবেদন করলে পরের দিন ভিসার কাগজপত্র জমা দিতে হবে?

  • @fazleerabbi6135
    @fazleerabbi6135 10 месяцев назад

    Ami ki different diseases er jonno Multiple Medical Visa Application kora possible.
    How to sort those?
    Thanks in advance

  • @md.nazmulhossain789
    @md.nazmulhossain789 Год назад +1

    ভাই Port Of Arrival BY ROAD PHULBARI বলতে কি বাংলাবান্ধা স্থলবন্দর বোঝায় এবং Port of Exit BY ROAD GEDE বলতে বেনাপোল বোঝায়??

  • @mohammedtarekshikderofficial
    @mohammedtarekshikderofficial 8 месяцев назад

    ডাবল এন্ট্রি ভিসার অনলাইনে আবেদন করবো ভিডিও দেন প্লিজ? এবং কী কী ডকুমেন্টস লাগবে?

  • @md.alamin7158
    @md.alamin7158 10 месяцев назад

    আসসালামুওয়ালাইকুম,
    ভাইয়া আমি গত ২০১৯ সালে ভারতীয় টুরিস্ট ভিসার জন্য এপ্লাই করি এবং ১ বছরের মাল্টিপল ভিসিট ভিসা পাই। কিন্তু করোনার জন্য ভারতে যেতে পারিনি।
    বর্তমানে আমি আবার টুরিস্ট ভিসার জন্য এপ্লাই করতে চাচ্ছি। কিন্তু ভিসা এপ্লিকেশন ফরমে প্রিভিয়াস ভিসা ইনফরমেসনে কি দিব বুঝতে পারছি না।
    এখানে কি Yes দিব নাকি No?
    Yes দিলে পুরাতন ভিসার তথ্য কি দিব?
    এ ব্যাপারে একটু পরামর্শ দিলে উপকৃত হতাম।

  • @decapion1259
    @decapion1259 Год назад

    এপ্লিকেশনে পেশার জায়গায় র‍্যাংক এবং র‍্যাংক এর জায়গায় পেশা দিয়ে ফেলেছি! এর জন্য কি ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে?

  • @muhammadnazmulhaque7784
    @muhammadnazmulhaque7784 Год назад +2

    বাচ্চার জন্য টুরিস্ট ভিসা নাকি এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে।

  • @shishirfariya1342
    @shishirfariya1342 Год назад

    ভাইয়া মেটা স্যুট অ্যাপ থেকে ভিডিও কীভাবে আপলোড করবো সাথে থাম্বনেল সহ এইটা নিয়ে ডিটেলস ভিডিও দিবেন প্লিজ

  • @AJOYJIT
    @AJOYJIT Год назад

    আমি যে বাসায় থাকি, ওই বাসার প্রিপেইড বৈদ্যুতিক মিটার আবার গ্যাস সংযোগ নাই। তাহলে কি করতে হবে

  • @omarfarukrasel2570
    @omarfarukrasel2570 11 месяцев назад

    ভাই, আমার পুরাতন পাসপোর্ট এর নাম এ MD আছে, আর নতুন পাসপোর্ট এ MD নেই এই জন্য কি নাম পরিবর্তন এ টিক দিয়ে ফিল আপ করতে হবে?

  • @mohammadrony1844
    @mohammadrony1844 10 месяцев назад

    Occupation freelancer hole tkhn kivabe apply krbo bhia? please make a video on this

  • @Jabedsvideoventure
    @Jabedsvideoventure 10 месяцев назад

    অনেক তত্ত্ববহুল একটা ভিডিও

  • @nadimshah2578
    @nadimshah2578 2 месяца назад

    Bhai,Double Entry visa niye ekta video banan. Kibhabe kagoj shajabo

  • @DilipKumarDebnath-c2y
    @DilipKumarDebnath-c2y 9 месяцев назад

    ভাই, আমার বাসাও কিশোরগঞ্জ।
    আপনার দেশের বাড়ি কিশোরগঞ্জ, জেনে খুব ভালো লাগলো, কিশোরগঞ্জ কোন জায়গায়?

  • @md.mubashirsiddiquesad
    @md.mubashirsiddiquesad 10 месяцев назад

    acca officcial visa and ordinary visa difference ta ki bolben kindly plz ??
    r oita kivabe krbo ektu bolle vlo hoto//?

  • @OmarSany-b7m
    @OmarSany-b7m 5 месяцев назад

    ছবি আপলোডের সময় ইন্ডিয়ার ওয়েবসাইটে ছবি ক্রোপ করার অপশন ছিল।
    তাই আমি আমার ছবি একটু ক্রোপ করে আপলোড দিয়েছিলাম, সেই ক্ষেত্রে ভিসা পেতে কোনো সমস্যা হবে?

  • @puspotuba7781
    @puspotuba7781 10 месяцев назад

    Bhiya devorce hole mey ra kon kagoj joma debo? R relationship a ki debo? Devorce hoya gele??

  • @AmitKumarBarua-yk4el
    @AmitKumarBarua-yk4el 11 месяцев назад

    দাদা যারা একবার ভারত ভ্রমন করে এসেছে, তারা কিভাবে দ্বিতীয় বার ভারত ভ্রমনের জন্য আবেদন করবে তার ডিটেলস ভিডিও করেন। প্লিজ ভাই

  • @SKSHAKILAFRIDI
    @SKSHAKILAFRIDI Год назад +1

    ভাইয়া আপনার ভিডিও দেখে আপনার কথা অনুযাই কাজ করছি তার পর আমার ভিডিও ভিউয়ের খেলা শুর এখনও এই ভিডিও ভিউ হর।

  • @prantoshuvo2638
    @prantoshuvo2638 Год назад

    আমার পুরোনো পাসপোর্ট এর মেয়াদ মার্চ ২০২৩ এ শেষ। ভিসা application এর সময় পুরোনো পাসপোর্ট এর ডিটেইলস কি দিতে হবে?

  • @Mr.CrackedFlix
    @Mr.CrackedFlix 3 месяца назад

    বেসরকারি বা প্রাইভেট জবের জন্য কি NOC লাগে??? NOC তো সরকারি চাকুরীজীবি দের জন্য লাগে জানতাম।

  • @SkylarkTravels-z8e
    @SkylarkTravels-z8e Год назад

    Thank you onek upoker holo

  • @TamimTaijul
    @TamimTaijul Год назад

    সবই ঠিক আছে আমি স্টুডেন্ট কিন্তু মাতার নামে সমস্যা থাকায় পাসপোর্টে রেবার পেশা দিয়েছি , এখন ইন্ডিয়া দাদার বাড়ি যেতে চাই সেক্ষেত্রে আমি কোন পেশা দিবো স্টুডেন্ট নাকি লেবার যদিওবা স্টুডেন্ট দিলে আমার পাসপোর্টের সাথে আমার সার্টিফিকেটে মাতর নাম মিলবেনা

  • @0marFrk
    @0marFrk 6 месяцев назад

    Very helpful... Thank you so much 💜

  • @rafsanayan7443
    @rafsanayan7443 6 месяцев назад

    Jara India te jabe tourist visai tader jonno ei akta video enough 😅insha Allah agami 2 mash er modde jabo india te

  • @contactasif
    @contactasif 11 месяцев назад

    অনেক সুন্দর ভাবে এবং সঠিক ভাবে সব তথ্য দেয়া হয়েছে।
    চশমা দেয়া ছবি আবেদনে দেয়া যাবে? নাকি চশমা ছাড়া ছবি লাগবে?

  • @NazmulHasan-je7vj
    @NazmulHasan-je7vj Год назад

    আসসালামু আলাইকুম, ভাইয়া আমি Diploma in Engineering Completed করেছি সেই অবস্থা
    Education কি দিবো

  • @UnboxingInfo2023
    @UnboxingInfo2023 11 месяцев назад

    পাসপোর্টে ডলার এন্ড্রস করা থাকলে কি ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে?

  • @sumon406-w1h
    @sumon406-w1h 11 месяцев назад

    একটা ঝামেলা হচ্ছে যে ফাইনালি রিভিউ করতে গিয়ে দেখি একটা অপশন Have you lived for at least two years in the country where you are appling visa - Yes দেখাচ্ছে। আমি এরকম কোথাও yes করিনি। এই অপশন টা কোথায় থেকে পরিবর্তন করব? plz help me??

  • @Sabbir_Ahmmad
    @Sabbir_Ahmmad Год назад

    Ami online application korar time pic upload option e skip and continue thakay upload dei nai picture. Payment kore felsi 13 November 2023 submission date. Amr kono issue hobe?

  • @majumdercomputer5373
    @majumdercomputer5373 4 месяца назад

    ভাই আপনার প্রিয় একজন ভক্ত, তথ্যটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি 3জনের ভিসার জন্য আবেদন করি , বিকাশের মাধ্যমে একসাথে 3জনের টাকা জমা করি, 04-07-24 ডকুমেন্ট জমা দেওয়ার তারিখ, ভিসা ফরম পরে চেক করে দেখি ফরমে ভুল হয়েছে, এখন আমি কেমন করে সংশোধন করতে পারি.. দয়াকরে একটু জানালে উপকৃত হবো....

  • @abdullahmamun6473
    @abdullahmamun6473 7 месяцев назад

    visa time 12 month dile ki 12 month visar meyad thakbe? ar single or multiple select korle subidha ki pawa jabe???

  • @SomaKhatun-bw3sj
    @SomaKhatun-bw3sj Год назад

    Aamar phone headphone connected hoy kintu sound suna jaina.. Ei somossar somadhan ki ei niye aktu video banayei please