সেইম চিঠি এবং সেইম ভিডিও। ব্যাংক পাড়া চ্যানেলে দেওয়া হয়েছে করদাতা মনে হয় উনাকেও এই চিটি দিয়েছেন। বিষয়টি ফেক সত্য অনুসন্ধান করবেন। আপনি চাইলে আমি উনার ভিডিও লিংক দিতে পারি উনার নাম নাজিব হোসেন যিনি টিউবের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
@Uzzolhossan আমি বলতে চাচ্ছি সে তো এর আগে একজন উকিলকে দেখিয়েছে। বিষয়টি আমার কাছে সন্দেহজনক লাগতাছে। ওই উকিল এই বিষয়টি নিয়ে অনেক আগে ১০/১২ দিন আগে ভিডিও তৈরি করেছে।
@@riazahmed8226 জানি না তবে সে আমার সহায়তা নিয়ে আয়কর অফিসে গিয়েছিল, আমি তাকে বলে দিয়েছিলাম কি কাজ করতে হবে, কিভাবে চিঠির ব্যখ্যা দিতে হবে। ২ দিন আগেও আমাকে নক দিয়েছিল। যাই হোক এটা কি কপি রাইট ইস্যু আসতে পারে জানেন কি?
সেইম চিঠি এবং সেইম ভিডিও। ব্যাংক পাড়া চ্যানেলে দেওয়া হয়েছে করদাতা মনে হয় উনাকেও এই চিটি দিয়েছেন। বিষয়টি ফেক সত্য অনুসন্ধান করবেন। আপনি চাইলে আমি উনার ভিডিও লিংক দিতে পারি উনার নাম নাজিব হোসেন যিনি টিউবের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
করদাতা আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন। আমি তার থেকে নিয়েছি।
@Uzzolhossan আমি বলতে চাচ্ছি সে তো এর আগে একজন উকিলকে দেখিয়েছে। বিষয়টি আমার কাছে সন্দেহজনক লাগতাছে। ওই উকিল এই বিষয়টি নিয়ে অনেক আগে ১০/১২ দিন আগে ভিডিও তৈরি করেছে।
@@riazahmed8226 জানি না তবে সে আমার সহায়তা নিয়ে আয়কর অফিসে গিয়েছিল, আমি তাকে বলে দিয়েছিলাম কি কাজ করতে হবে, কিভাবে চিঠির ব্যখ্যা দিতে হবে। ২ দিন আগেও আমাকে নক দিয়েছিল। যাই হোক এটা কি কপি রাইট ইস্যু আসতে পারে জানেন কি?
@@Uzzolhossan আসবে না
@@riazahmed8226 আপনাকে ধন্যবাদ।