জগজ্জননী সারদা, বিশ্বমাতা সারদেশ্বরী: বক্তা: সঞ্জীব চট্টোপাধ্যায়।

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • জগজ্জননী সারদা, বিশ্বমাতা সারদেশ্বরী: বক্তা: সঞ্জীব চট্টোপাধ্যায়।
    সরস্বতী মা সারদা , জগজ্জননী সারদা, বিশ্বমাতা সারদেশ্বরী মায়ের আজ জন্মতিথি।
    জ্ঞান, ভক্তি, কর্ম, বিচার, করুণা, স্নেহ পারাবার। ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব শিবোপম, মা সারদা তাঁর শক্তি। ঠাকুর রূপ, মা হলেন রূপায়ণ। ঠাকুর বলেছিলেন,সারদা সরস্বতী রূপ গোপন করে এসেছে। মা সেবিকা। তিনি এই জটিল পৃথিবীতে এসেছিলেন মাতৃস্নেহে নির্বিচারে জীবনযুদ্ধে জেরবার মানুষকে কোলে টেনে নিতে। মা বলতেন, আমি পাতানো মা নয়, সত্যিকারের মা। ঠাকুর তন্ত্রমতে তাঁর পুজো করলেন ফলহারিণী কালীপুজোর রাতে, তুমি রাজরাজেশ্বরী। তুমি কালী, তুমি জগদ্ধাত্রী। স্বামীজি বললেন, জ্যান্ত দুর্গা, এমনই তাঁর অন্তর্নিহিত তেজ। আর মা বললেন, আমি ঠাকুরের মা, এমন কি একটা পিঁপড়েরও মা।
    জগজ্জননী মা সারদা। এই পুণ্য জন্মতিথিতে আপনার চরণে মা শতকোটি প্রণাম।
    ★ সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের বক্তব্যের পর রইল স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা ও স্বামী বলভদ্রানন্দজির সুরারোপিত সেই বিখ্যাত গান ‘যে তৃষা জাগিলে তোমারে হারাবো’। আজ সেই গানটি গেয়েছেন বিপাশা ঘোষাল।
    যে তৃষা জাগিলে তোমারে হারাবো
    সে তৃষা আমার জাগায়ো না ।
    যে ভালবাসায় তোমারে ভুলিব
    যে ভালবাসায় তোমারে ভুলিব
    সে ভালবাসায় ভুলায়ো না ।
    যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়
    সে জ্ঞানের দ্বীপ জ্বালায়ো না ...।
    যে যাতনা পেলে তোমারে লভিব
    সে যাতনা মোর হরিও না ।
    যে তৃষা আমার তোমা ছাড়া করে
    সে তৃষা আমার জাগায়ো না ।
    যে সুখ লভিলে তোমারে ভুলিব
    যে সুখ লভিলে তোমারে ভুলিব
    সে সুখ সাগরে ভাসায়ো না …।
    যে কথার মাঝে তব কথা নাই
    সে কথা আমারে শুনায়ো না ।
    যে আঁখি ঝরিলে তোমারে লভিব
    সে আঁখির ধারা মুছায়ো না …।
    যে ভালবাসায় তোমারে ভুলিব
    যে ভালবাসায় তোমারে ভুলিব
    সে ভালবাসায় ভুলায়ো না ।
    যে তৃষা জাগিলে .. তোমারে হারাবো ..
    সে তৃষা আমার জাগায়ো না ।।
    ★ মায়ের ছবি ও চিঠি সৌজন্যে: রামকৃষ্ণ মঠ, বাগবাজার, উদ্বোধন কার্যালয়।
    ★ Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
    ★Subscribe to us: sanjibani sudha,

Комментарии • 43