অামি যারে ভালোবাসি অাইনা দে তারে সখি।। যার লাগিয়া পাগল হইয়া ছাড়লাম দেশের মায়া তারে পেলেই মঙ্গল অামার চাইনা কারো দয়া সদায় মন উচাটন রইতে না দেয় ঘরে পাগলিনী হইয়া অামি ফিরি দ্বারে দ্বারে।। প্রেম জ্বালা বিষম জ্বালা জ্বলে যার অন্তরে সেকি ঘরে রইতে পারে যার বন্ধু থাকে দূরে এখন নয়নের জল অহরহ বুক ভাসিয়া পরে অামি কাউরে দুষিনা সই সব কপালে করে।। এই জনমের পরে যদি দেখতাম বন্ধুর মুখ পলকে ঘুচিয়া যাইতো চির জনমের দুঃখ যার মানুষ তার কাছে যাইতাম পাইলে বন্ধুয়ারে মাতাল রাজ্জাক এই যন্ত্রনায় কোনদিন যানি মরে।।!
❤❤❤❤
❤❤❤
Nc❤🎉
😍😍😍
😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️
অামি যারে ভালোবাসি অাইনা দে তারে সখি।।
যার লাগিয়া পাগল হইয়া ছাড়লাম দেশের মায়া
তারে পেলেই মঙ্গল অামার চাইনা কারো দয়া
সদায় মন উচাটন রইতে না দেয় ঘরে
পাগলিনী হইয়া অামি ফিরি দ্বারে দ্বারে।।
প্রেম জ্বালা বিষম জ্বালা জ্বলে যার অন্তরে
সেকি ঘরে রইতে পারে যার বন্ধু থাকে দূরে
এখন নয়নের জল অহরহ বুক ভাসিয়া পরে
অামি কাউরে দুষিনা সই সব কপালে করে।।
এই জনমের পরে যদি দেখতাম বন্ধুর মুখ
পলকে ঘুচিয়া যাইতো চির জনমের দুঃখ
যার মানুষ তার কাছে যাইতাম পাইলে বন্ধুয়ারে
মাতাল রাজ্জাক এই যন্ত্রনায় কোনদিন যানি মরে।।!
😍😍😍
মেরে মাওলা
😍😍😍
এই কালামের গীতিকার কে🙏🙏
❤❤