ওয়েস্ট ডিকম্পোজারের ব্যবহার বিধি | What is waste decomposer solution and waste decomposer results
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- ওয়েস্ট ডিকম্পোজারের ব্যবহার বিধি | What is waste decomposer solution and waste decomposer results is a Green Garden RBG presentation. This video presents how to prepare waste decomposer at home or how to prepare waste decomposer solution this can also be termed as how to make waste decomposer at home or how to make compost with waste decomposer. It also speaks of the use of waste decomposer in Bengali and waste decomposer making process also the use of waste decomposer foliar spray and waste decomposer benefits.
ওয়েস্ট ডিকম্পোজার কি অথবা ওয়েস্ট ডিকম্পোজার কিভাবে তৈরি করবেন এবং ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করার পদ্ধতি নিয়ে আলোচনা আছে এই ভিডিওতে |
Thanks for watching the video. Regards, Dipankar Das.
Buy from Link :
WDC - Waste Decomposer : amzn.to/3ouu8qd
Making Compost at home from kitchen waste রান্না ঘরের উচ্ছিষ্ট দিয়ে বাড়িতে কম্পোস্ট সার তৈরি করা - • রান্না ঘরের উচ্ছিষ্ট দ...
Necessary Garden Tools for Modern Gardening আধুনিক বাগান করার দরকারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি - • আধুনিক বাগান করার দরকা...
Choosing the right container for your garden গাছের জন্য সঠিক টব নির্বাচন করার পদ্ধতি - • গাছের জন্য সঠিক টব নির...
Nutrient rich organic soil mix for potted plants টবের উপযোগী খাদ্যে পরিপূর্ণ জৈব মাটি তৈরির পদ্ধতি - • টবের উপযোগী খাদ্যে পরি...
#wastedecomposer
#wastedecomposerpreperation
#greengardenrbg
এত স্পষ্ট ভাষা , উচ্চারণ আর প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ এই পোষ্টটি খুব উপকারী আমার কাছে। অনেক ঘেঁটে আমার মনোমত বাগান চ্যানেল এতদিনে পেলাম।ধন্যবাদ।
আমি ভীষন ভাবে অনুপ্রাণিত হলাম, অসংখ্য ধন্যবাদ।
বাড়িয়ে বলেননি এজন্য ধন্যবাদ দাদা।
সুন্দর এবং কোন কিছু গোপন না রেখে উপকারি ব্যাখ্যা করার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
অনেক অনেক ধন্যবাদ 🙏
আপনার বাস্তবসম্মত আলোচনা ভালো লাগলো। সঠিক সত্যটি জানতে পারলাম।
ধন্যবাদ, আপনার এই উক্তি আমাকে অনুপ্রাণিত করলো |
ধন্যবাদ, এতো সুন্দর করে তথ্য গুলো জানানোর জন্য।খুব ভালো লাগলো।আমরা ও উপকৃত হলাম।
Thanks
ধন্যবাদ, আপনার ভিডিও থেকে পরিষ্কার একটা ধারনা তৈরী হল,এই বিষয়ে অনেক ভিডিও দেখেছি, কিন্ত information গুলি সঠিক না।
গভীরতর ধন্যবাদ 🙏
অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ দাদা।
অনেক ধন্যবাদ । একটু চেষ্ঠা করেছি যাতে সবাই ঠিক ধারণা নিয়ে বাগান করতে পারে ।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় জেনে খুব খুশি হলাম ।
ধন্যবাদ
Room temparechar a ei fungus gulo more jabe na bottle a? Eta carry korar jonno ki cold chain maintained korte hobe????
Bottle er dhakna ta lose kore rakhle normal room temperature e 6 maas er besi somoi porjonto bhalo thakte dekhechi, tai cold chain transit proyojon nei.
আপনার কথাবার্তা র মধ্যে 100% সততা আছে।
সার্থক হলো আমার ক্ষুদ্র প্রচেষ্টা, আমি আপ্লুত হয়ে গেলাম, অনেক অনেক ধন্যবাদ। 🥰
Waste decomposer er akta review pelam,sotti valo laglo
Thank you so much..
Thanks. Apnar sundor o sorhik information er jonno. Ami Bangladesh theke boochi. Apnar oviggtar aloke ekta sothik motamot dorkar. Eta diye shorsher khol pochale ki valo hobe, or eta diye bashar liquid kitchen compost toiree korar jonno subidha hobe kona ? Janale upokar pabo.
Again thanks.
Eta decomposition rate takee increase kore tai tai sorse khol ba kichen waste e bebohar kora jetei pare.
আমি ওন লাইন থেকে কিনেছে ।একটি প্যাকেটে ছয়টি ছিল ।solution তৈরি করতে গুড় ও টক দই মিশ্রিত করে সাত রেখেছি ।মাঝে মাঝে লাঠি দিয়ে নাড়িয়েছি ।লাভ কাজ হয় ।ঘুটে থেকে গোবর সার ও সব্জি ও লতা পাতা দিয়ে জৈব সার তৈরি করতে এই সলুশন ব্যাবহার করেছি ।
অনেক ভাল লাগছে ভাই,,,
ধন্যবাদ 😊
Well described.
Thank you ❤️
Good ser
নমস্কার দাদা । এই তথ্যসমৃদ্ধ প্রতিবেদন টি দেখে উপকৃত হলাম । অতিরঞ্জন এড়িয়ে সত্য বিষয়টি স্পষ্টভাবে বুঝিয়ে বলেছেন । আমি নিতান্তই শখের ছোটো ছাদবাগানী । একটি বিষয় অনুগ্রহ করে জানালে বাধিত হবো । কুড়ি লিটার বা তিরিশ লিটার জলে কতটা পরিমাণ " Waste Decomposer " মেশাতে হবে ?
ভালো থাকবেন ।
ধন্যবাদ । জলের পরিমাণ যাই হোক মনে ২০০ লিটার পর্যন্ত পুরো কৌটো টাই দিয়ে দিতে হবে শুধু গুড়ের পরিমাণ কম বেশি হবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@@GreenGardenRBG ধন্যবাদ
😊
Nomoskar dada....video ti valo legeche.....tobe wdc er babohar roof gardening ba tob nirvor chase khub useful noy...dr. kisan chandra jini etir udvabok tar kotha onujayee je sob jomi rasayonik er karone chser choritro harieche sei sob jomir choritro organic vabe thik kore tolai er lokkho...ebong khub valo korei ta kore.....
Nomoskar dada, dhonnobad ebong sorry, deri kore reply dewar jono. Eakdom thik bolechen eta chad baganer jono noi. Eta khet e fosol kete newar por sei uchistto ba waste takee jate na pudano hoi borong ei product ti use kore sei waste takee decompose kore setakei joibo saar hisebe matir sathe miliye dei ba matir upor rekhe dei setai er kaaj, jeta chad baganer jono proyojon hoi na. Echara amar jeta bolar seta holo ei product takee je sob ono dhoroner kaaje laganor kotha bola hoche ba oi product manual e ja lekha hoyeche seta khub eakta ullekh jogoo noi ba totota karjo kori noi.
Beautiful😊
Thank you 😊
আহা অপূর্ব... ভীষন ভালো লাগলো...অপেক্ষায় রইলাম....নতুন বন্ধু
ধন্যবাদ, ভালো থাকবেন
ভাল বলেছেন।
ধনযবাদ
Awesome vdo
Thank you so much 🥰
খুব ভালো লাগল
ধন্যবাদ।
সত্যটা উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ। ভালো থাকবেন।
Dada ak bigha mane 33 satak jomite peyaj chas korbo Jami chas hour gechhe akhon ki bhabe babahar korbo janale upkrito hobo
নিয়ম বলে দ্বিতীয়বার চাষ করার আগে সেচের জলের সাথে মিশিয়ে ব্যবহার করা কিতু আমি এটা করে দেখার সুযোগ পাই নি ।
Hi sir
tahole tober gacher khetre koto din ontor ei solution use kora thik hobe?
r kitchen waste compost direct na baniye jodi kitchen waste ta tober matir sathe misiye tar por WDC use kora jae tahole ki upokar besi paoa jabe
jodi janan onek upokrito hoi.
Apnar prothom prosner uttor video te ache aar ditio prosner uttor, apni du rokom bhabei bebohar korte paren kaaj eki hobe. Ekhetre kitchen waste tober matir sathe misaben na tober matir nicher ongse eakta layer kore deben.
আপনার সুচিন্তিত মতামত শুনলাম বেশ ভালো লাগলো। এই প্রথম আপনার ভিডিওটা দেখলাম। আপনার বক্তব্যে আমি কনভিন্সড।
আমি একটা ওয়েস্ট ডিকম্পোজার পেতে চাই। আপনার স্টকে যদি থাকে তাহলে কি একটা পেতে পারি আমি হিন্দমোটরে থাকি। ধন্যবাদ
ধন্যবাদ, আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো । আমি হিন্দ মোটরের দিকে যাই না আপনি যদি বেহালা বা জোকা এই দিকে আসেন তাহলে দিতে পারি।
Dada ami 20 later water er sange ki puro shishi ta ki dite parbo janaben
5, :10, 20, 100, 200 liter jai hok puro sisi tai dite hobe, sudhu gur ta proti 1 liter e 10 gm hiseb kore deben, mane 10 liter e 100 gm.
আপনার সম্পূর্ণ বক্তব্য শুনলাম ۔۔۔۔۔۔প্রথমেই বলি আমি একজন মৎস্য চাষ সংক্রান্ত ۔۔۔۔۔۔ মার্কেটিং ও কালচার পেশায় যুক্ত ۔۔۔۔۔
Wast D Composer প্রোডাক্ট সম্বন্ধে কোন এক জায়গায় শুনেছি সঠিক মাত্রায় ব্যবহার করলে কেঁচোর অনুকূল পরিবেশ তৈরি করতে সহায়তা করে ۔۔۔۔۔۔পর্যাপ্ত পরিমান কেঁচো উৎপন্ন হয় ۔۔সেহেতু মৎস্য চাষে এই প্রোডাক্ট এর ভূমিকা অতুলনীয় ۔,۔۔۔۔۔۔۔
আপনার কাছে সুচিন্তিত ও যুক্তিযুক্ত মতামত প্রার্থনা করি ۔ .
ওয়েস্ট ডিকম্পজার যদি কেঁচো তৈরি করার ক্ষমতা রাখতো তবে সেটা দিয়ে যে মিশ্রণটা বানানো হয় তাহলে সেই মিশ্রণটার মধ্যেই কেঁচো তৈরি হয়ে যেত। এর পর ও যদি কেউ এটা দিয়ে মাছের জন্য কেঁচো তৈরি করতে পারে তাহলে সেটা সেই ব্যাক্তির কৃতিত্ব এই প্রোডাক্টটির নয়। এই প্রোডাক্টটি পচনশীল জিনিসকে তাড়াতাড়ি পচিয়ে ফেলে আর যে কোনো পচা জিনিস এ কেঁচো এমনি থেকেই এসে যায়।
ভালো
ধন্যবাদ 🙏
Dada, apnar sathe ami ek mot... Ami bes koyek mas dhore babohar kor6i... Pot er mati k alga kore drainage system thik rakhe eta thik... Kitchen wast, gobor etc k decompose kore fast... Tar besi ki6u upokar paini amio .. amar ekta question holo, 10 ltr jol a jodi solution ta kori tahole toutor gel ta ki ordhek debo??
Purotai deben.. gur ta kom deben.. mane 50gm.
Valo
Thank you ❤️
তোমার পর্যবেক্ষক সঠিক
ধন্যবাদ! ভয় ছিল লোকে হয়তো সত্যি টাকে মেনে নেবে না, কিছুটা হয়েও ছিল! তাই কিন্তু আপনার মত কিছু মানুষ যখন আমার সাথে এক মত হয়েছেন, তারা সরে গেছে। 🙏
dada ata kacha gobor decompost korte koto din somay nay...
Decompose hote 30 theke 45 din somoy lagbe kintu compost hote 4 theke 6 maas somoy lagbe
Since NCOF doesn't manufacture WDC any more it's very difficult to get genuine product. There is no way to know if the not-so-known manufacturers are using any chemicals or not. No one to verify. Also, too much earthworm may not be ideal for terrace garden. As you said, it should be used for decomposing waste only.
You are absolutely right. Verification is uttermost important and nobody is concerned about it. Everyone is opting for the hyped product and not even thinking about the actual potential of the product.
Please send me one bottle of waste Decomposer
Sorry, I don't sell neither can I make arrangements as such.
dada First time ready kore maximum koto din rake use kora zabe
Ami jotu dur dekhechi 2 maser upor prai 3 maseo kharap hoi na
I am 999 th subscriber.
Thank you so much 🥰. It has been a long wait.
Dada apni j jaggery te dilan oi jaggery dita hoba na onno jaggery dila o hoba
Joto dur ami jani ei jaggery tai to sob theke kom dam.. tobe apni jodi ono kono jaggery bebohar korte chan korte paren, kono problem nai.
Dada,Ami je wdcm amajon theke kinechi set jel tipe ar .kintu or gaye kothaker produc kichur lekha nai.
Gel type er e hoi, product er bepare sob detail oi packaging e thake na.
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, এর জৈব সার ব্যবহার করার পর কোন ধরনের রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন আছে কি?
দাদা আমি ভিডিওতে যা বলেছি সেটা আবার বলছি, এটা ঠিক সার নয় তবে এটা সার তৈরি করতে সাহায্য করে। জৈব সার এর পরিমাণ ও পরিপূর্ণতা যদি ঠিক থাকে তবে রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন থেকে না।
আচ্ছা ১০ লিটার জল ব্যবহার করলে সেক্ষেত্রেও কি পুরো decomposer টা দিয়ে দিতে হবে পুরো জলের মধ্যে???
জলের পরিমাণ যাই হোক, পুরো কৌটো টা তার মধ্যে ঢেলে দিতে হবে।
@@GreenGardenRBG অনেক ধন্যবাদ আপনাকে উত্তর দেওয়ার জন্যে। ভালো থাকবেন😊
ধন্যবাদ। আপনিও ভালো থকবেন। 😊
দাদা ধানের চাষের বা মাছের পুকুরের দেওয়া হয়।
ধান কেটে নেওয়ার পর দেওয়া হয়। পুকুর এ দেওয়ার প্রজন আছে বলে তো আমার মনে হয় না।
এয়ার টাইট বতলে সংগ্রহ করে রাখা যায়?
একদম খুলেও রাখবেন না আর একদম টাইট করেও বন্ধ করে রাখবেন না।
Ki atake chi(tea)gose use korte pari.
Ami apnar prosno ta thik bujhe ki na jani na, tobe jodi eta jante chan je use kora chapatar sathe wdc use korte parben ki na tobe uttor holo ha paren, kintu bebohar podhoti eki hobe.
আলু খেতে এটি ব্যাবহার করাযাবে কি?
এই প্রোডাক্টটির বর্ণনা অনুযায়ী দেওয়া যায়, কিন্তু আমি ব্যাক্তিগত ভাবে বলবো আগে কিছুটা জায়গায় ব্যাবহার করে দেখে নিয়ে তার পর সর্বত্র ব্যাবহার করা যুক্তি যুক্ত।
দাদা এইটা বাংলাদেশে র মধ্যে নেই তাহলে আমরা কি ব্যাবহার করবো
আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশ কৃষি মাত্রিক দেশ সেখানে এই জিনিস না পাওয়া গেলেও এর বিকল্প কিছু নিশ্চই আছে । একটু খোঁজ করতে হবে আপনার এলাকায়।
দাদা,আমি ৫ লিটার লিকুইড যদি ব্যবহারের জন্য তুলে নেই তাহলে কী সেই ড্রামে আরো ৫ লিটার সাদা জল মিশাতে পারবো?
নিয়ম তো তাই বলে, তবে সাদা জল নয় গুড় জল মেশাতে হবে।
ধানের জমিতে কি ভাবে বেবহার করব
Dr K Chandra er video gulo parle dekhben, tahole knowledge gain hobe anek ei product sombondhe
Thanks Dada, ami onek dekhei ei product ta kine chilam.. tar por bebohar kore ja dekhechi tai bolechi. Apnio bebohar korte thakun tar por bujhte parben.
@@GreenGardenRBG sorasori soil e dile ota takhoni as fertilizer kaje debe jakhon organic matter already available in soil because bacteria gulor food er proyojon soil e dhokar por. etar modhye pseudomonus batcteria thake jeta foliar spray te with sticker use korle kaje aste pare, noito soile use korle bacterial growth valo hobe. ota bokashi hisebe compst toiri korte valo kaje dei, seta apni bolechen, but ota use kore ote protein somriddho daal, oil seeds raw or in khol form- like mustard, sunflower, ground nut, til etc dile organic micronutrients solution paben. ota use kore ote kola, piyaj, alu, cucumber- eder khosha diye, khub taratari decompose hoye juice ta use korben high in potassium. erokom aro anek kichu ache. Ete kaj na hoar kono options e nei. Kaj na hole bujhte hobe- either product ta fake, tai bacteria culture thik hoche na, or soil pH er problem ache, tai nutrient thaka sotteo uptake korte parche na plant.
Thanks for your reply, oi bacteria gulor khawar er proyojon ache bolei to oder gur joler modhe dewa hoi. Tar por bacteria gulo sonkhai bridhi pai ebong tar por matite bebohar kora hoi, ar etai oi product tar instruction e dewa ache. Kintu result asha onurup noi. Apni just koyekta maas bebohar kore dekhun apni nejei bujhte parben. Amar kotha moto noi Dr. Chandra r kotha motoi bebohar kore dekhun.
@@GreenGardenRBG jakhon soil e apply korlen, sei soil eo organic matter thakte hobe, for constant supply of food for those bacterias. taholei apni direct apply korte paren to use as fertilizer. jodi soil organic matter na thake, then anyo je process bollam, seivabe organic matter diye decompose kore then seta soil e apply korben or foliar spray korben.
Apnar sathe ei alochona ta bes bhalo lagche, amio videor sese kintu setai bolechi, eta khub bhalo decomposer, kintu ei product tar nijer khomota simito. Aar matite organic matter misiye tar por eta matite eta dewar che age organic matter ta decompose kore seta matite dilei hoye jabe.
এটা তৈরী করার পরে কত দিন ব্যাবহার করা যাবে, এটা থেকে আবার বংশ বিস্তার করতে কি করতে হবে
এটা খারাপ হয় না তাই অনেক দিন পর্যন্ত ব্যাবহার করতে পারবেন, আর পরিমাণ মত গুড়ের জল দিয়ে আবার তরী করে নিতে পারেন।
আমার একটি প্রশ্ন - এয়ার টাইট অবস্থায় ঐ কৌটো তে অক্সিজেন এর অভাবে অনুজীব গুলো ভালো থাকবে কি করে ?
কেনার সময় কৌটোর ঢাকনা আলগা করে আটকানো থেকে আর পরেও সে ভাবেই রাখতে হয়।
এটা গাছে ফুল ফল অাসার অাগে ব্যবহারে কি ফুলফল তাড়াতাড়ি অাসবে নাকি বাধাগ্রস্ত হবে একটু জানাবেন প্লিজ।অামার কতগুলো পেপে গাছ ও কয়যেকটি ধুন্দল গাছের ৪ মাস বয়স হয়ে গেছে এখনও কোন ফুল ফল অাসতেছেনা,কি দিলে দ্রুত ফুল ফল অাসবে একটু জানাবেন।
আমি দুঃখিত আপনার ম্যাসেজটি আমার চোখ এড়িয়ে গেছিলো, তাই উত্তর দিতে দেরি হলো। এটা কোনো গাছে ফল ফুল আনতে বাধাও দেয় না আবার সাহায্যও করে না। গাছে ফুল ফল আনতে যেকোনো PGR মানে প্লান্ট গ্রোথ রেগুলেটর ব্যাবহার করুন।
CHEMICAL FERTILIZER কী ব্যবহার করা যাবে WASTE DECOMPOSER ব্যবহার করার সাথে।
Waste decomposer er sathe fertilizer er sorasori kono relationship nei tai na dewar kono karon ache bole ami dekhte pachi na.
স্পষ্ট করে বুঝলাম ভাই,
আরও ভিডিও দেখতে চাই বাগান সম্বন্ধে।
ধন্যবাদ দিদি। আপনার কথায় অনেক অনুপ্রেরণা পেলাম, সব রকম ভাবে সঠিক ইনফরমেশন টা আপনাদের কাছে পৌঁছে দেওয়া ট্যাই আমার উদ্দেশ্য
Aamra bangladasi kiva pabo
Ei product Bangladesh e pawa jabe na hoito, kintu onno waste decomposer pawa jabe.
দাদা "ও ডাব্লু ডি সি" ব্যবহার করবেন অনেক ভাল
ঠিক বলেছেন। এটা দারুন একটা প্রোডাক্ট, আর এর নাম টাই এর গুণ মান বুঝিয়ে দেয়, ডব্লু, ডি, সি, ওয়েস্ট ডিকম্পসার।
ধরুন আমি ২০ লিটার সমস্তটা দিয়ে তৈরী করলাম।ব্যবহারের সময় এক লিটার ১৯ লিটারে মেশালাম।একটু বলবেন।
@@mdnasiruddin3689 একদম ঠিক।
আমি কি এটা বাংলাদেশের পাব?বা কিভাবে আমি বাংলাদেশ থেকে পেতে পারি?এ ব্যাপারে আপনার পরামর্শ চাই
মনে হয় এটা বাংলাদেশ এ পাওয়া যায় না। তবে যদি কলকাতা তে আপনি বা আপনার পরিচিত কেউ আসে আর আমার সাথে যোগা যোগ করে তবে আমি তার হাতে একটা শিশি পাঠিয়ে দিতে পারি। কিন্তু আগে থেকে জানাবেন।
@@GreenGardenRBG আপনি কলকাতার কোথায় থাকেন?
দক্ষিণ 24 পরগনা, বেহালা, ঠাকুর পুকুর।
@@GreenGardenRBG west decomposer টি কলকাতার কি ধরনের দোকানে পাওয়া যাবে? আমি একজনকে সার দোকানগুলোতে খোজ নিতে বলেছি৷ 🙂
পাওয়া গেলে এটা সার দোকানেই পাওয়া যাবে কিন্তু আমি যতদূর জানি এটা এই ভাবে খোলা বাজারে পাওয়া যায় না। আর কলকাতাতে ncof এর কোনো অফিস ও নেই তাই উনি যদি কলকাতা নিবাসী হন তবে amazon থেকে অর্ডার করে নিতে বলুন।
Hi, am from Africa, I want waste decomposer how can u help me?
Frankly speaking, there is no way that I can help you on this, if only any online shopping site delivers the product to your place, then only you can get the product..
My friend is gona visit india, if I can get ur contact number so I tell him to call u when his there.
Is he coming to Kolkata?
ভাই এইটা কোন অনলাইন থেকে নিতে পারবো একটু বলবেন?
ভিডিওর ডেসক্রিপশন এ কেনার লিংক দেওয়া আছে ওখান থেকে নিতে পারেন।
এখন তো সবকিছুতেই রাজনৈতিক রং লেগে যায়, তাই আমার প্রশ্ন, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোডাক্ট, তাই আপনি রাজ্যসরকারের হয়ে এর বিরোধিতা করছেন না তো?
😀😀😀 ভালো বলেছেন। না, আমি ব্যাবহার করে যা দেখেছি তাই বলেছি।
Bangladeshi kotai Pablo vai. Please bolben
Keu eakjon comment e agei bole rekheche.. pls comment gulo ektu dekhe nin peye jaben.
দাদা ওয়েস্ট ডিকম্পোজার সম্বন্ধে আরেকটু খোঁজখবর করে ভিডিও করবেন ডক্টর কিষাণ জি যে ভিডিও গুলো করেছে সেগুলি একবার দেখে নেবেন ধন্যবাদ
ধন্যবাদ দাদা, আমি বেশ কয়েকটা ভিডিও দেখে এই product টা কিনেছিলাম, কিন্তু তার পর যা দেখেছি সেটাই আপনাদের সাথে share করেছি। আপনাদেরকে ঠিক information দেওয়াই আমার উদ্দেশ্য।
Drainage is more important in terrace garden. Get some more knowledge young man.
Thank you for your kind advice..
NCOF এর ওয়েবসাইট এ এটা লেখা আছে? যাদের formula তারাই বানায় না? অনের বানানো প্রোডাক্ট NCOF এর অফিস থেকে বিক্রি হয়? দাদা, যদি ঐ ওয়েবসাইট লিংক টা শায়ের করেন যেখানে উক্ত কথাটা লেখা আছে তাহলে খুব উপকার হয়।
পুকুরে ব্যবহার করা যাবে
বাগানের কাজের জিনিস, হটাত পুকুরে ব্যাবহার করার কারণ টা যদি জানতে পারতাম তবে হয়তো সঠিক উত্তর টা দিতে পারতাম।
নমস্কার স্যার । এটা কোনো দোকানে পাওয়া গেল না । অনলাইনেও পাচ্ছি না । কি করা যায় ??
সব জায়গায় দোকানে পাওয়া যায় না কিন্ত online এ তো আছে, লিংক দিলাম দেখতে পারেন amzn.to/3X6gIjd
200 লিটার ডিকম্পোস্ট তৈরি হওয়ার পর সেই জল কত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
আমি দেখেছি ৩ থেকে ৪ মাস পর্যন্ত ঠিক থাকে কিন্তু অতটা প্রয়োজন না হলে কম করে তৈরি করাই ভালো।
বাংলাদেশে কিভাবে পাবো?
বাংলাদেশে এটা হয়তো পাবেন না। তবে এর বিকল্প কিছু পেতে পারেন।
বাংলাদেশ কী পাওয়া জাবে....????
এই একই প্রোডাক্ট পাওয়া যাবে না হয়তো কিন্তু একি রকম কিছু পাওয়া যেতেই পারে।
দাদা আদাব আমি বাংলাদেশের নাগরিক আমি এই প্রডাকটি নিতে চাই কিভাবে পাওয়া যাবে জানাবেন
এই ভিডিওতে যে কমেন্ট গুলো আছে সেগুলো একটু খুঁজে দেখুন, সেখানেই জায়গায় নাম পেয়ে যাবেন ।
বাংলাদেশ আমরা এটা কিভাবে পাবো এখনো পর্যন্ত আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে বাংলাদেশে কোথাও এটি পাওয়া যাচ্ছে না সে কারণে সে কারণে আমাদের ভারত থেকে এটি কিনতে হবে আপনারা ঠিকানাগুলো দিয়ে সহযোগিতা করবেন। শেষে ধন্যবাদ জানাচ্ছ ।
বাংলাদেশ এ এটা পাওয়া যায় না হয়তো কিন্তু অন্য কোনো ডিকম্পসার অবশ্যই পাওয়া যায়, সেটা ব্যাবহার করুন।
ওকে
দাদা এই OWDC টা কলকাতার কোন জায়গাতে
পাওয়া যেতে পারে।
আমি অনলাইন এর মাধ্যমে কিনি, কোনো দোকান থেকে কিনি না আর সত্যি বলতে এত কম মার্জিন থাকে এতে যে দোকান দারের পক্ষে এগুলো স্টক করা লস্। আপনিও অনলাইন থেকে কিনতে পারেন কোনো প্রবলেম হবে না।
6👍আপন করে নিলাম অনেক কিছু জানতে পারলাম দয়া করে তুমিও আমাকে আপন করে নিও
নিশ্চই, ভালো থাকবেন।
Online এ কেনার link দিলে ভালো হয়
আমি লিংক দিলেই সবাই বলবে আমি ব্যাবসা করছি তাই সাধারণত আমি কোনো লিংক দি না, আপনি বললেন বলে দিলাম। কিন্তু এতে আমার কোনো সর্থ নেই। প্লীজ এই নিয়ে কেউ কিছু বিদ্রুপ মন্তব্য করবেন না। এটা আমার অনুরোধ। www.amazon.in/dp/B07MK7M7GJ/ref=cm_sw_r_apan_glt_fabc_9PBGVMNBJABNYG6E75WJ
ধানের জমিতে বোরো ধানের জমিতে কি করে ভ্যাব হার করতে পারবো এক বিঘার জন্য ফ্রি মান মিস্রন জলটা দেওয়া হবে।
ধান কাটার পর, এক একড় জমি তে ২০০ লিটার ওয়েস্ট ডিকম্পোসার, জলের সাথে ৩:১ ভাগে মিশিয়ে স্প্রে করতে হবে।
ভাই, বাংলাদেশে কোথাও পাচ্ছি না। ইন্টারন্যাশনাল কার্ড না থাকায় এমাজন থেকেও নিতে পারছি না। কি যে করি...
এটা ছাড়াও ডিকম্পজার পাউডার পাওয়া যায় সেটা খুজে দেখতে পারেন।
ঠিক বলেছেন । প্রচুর আছে। কিন্তু আমাজন বাংলাদেশে ডেলিভারি করে কিনা সেটা যে ভাই আমার জানা নেই। আমি ভীষন দুঃখীত।
আমি ২০ লিটার জলে এই মিশ্রণটি তৈরি করব আমি কত পরিমান west decomposer ইউজ করতে হবে,,,
১ শিশি পুরোটাই লাগবে, ২ লিটার হক বা ২০০ লিটার পুরোটাই লাগবে, সাথে ১০ লিটার জল পিছু ১০০ গ্রাম গুর লাগবে।
দাদা আমি বাংলাদেশ থেকে waste decomposer ক্রয় করতে পারবো
এই waste decomposer টা হয়তো পাবেন না। কিন্তু অন্য কোনো company র এই ধরনের জিনিস পেয়ে যেতে পারেন।
@@GreenGardenRBG দাদা কুরিয়ার করে বা অ্যামাজন করে পাঠানো যাবে কি
অ্যামাজন কি বাংলাদেশ এ ডেলিভারি দেয়? মনে হয় দেয় না। আর এখন থেকে কুরিয়ার সার্ভিস হয় বলেও জানা নেই। আমি একটু খোঁজ খবর করে জানাচ্ছি।
দাদা নমস্কার আমি আপনার ভিডিও দেখি তবে কমেন্ট করা হয়না আজকেই করলাম , পাশে থাকবেন প্লিজ
নিশ্চই, ভালো থাকবেন
Waste decomposer কি চিনির দানার মতো দেখতে হয়। আমি flipkart থেকে যে waste decomposer কিনেছি সেটা সবগুলোই চিনির দানার মত।
20 লিটার জলে 500gram গুড় মেশালে কোনো অসুবিধা হবে কী??
পরিমাণ যেমন বলা আছে তেমন ই রাখুন, আর যদি এক্সপেরিমেন্ট করতে হয় তবে স্বচ্ছন্দে করে দেখতে পারেন।
Papa very nice
Thanks, sona
@@GreenGardenRBG welcome
দাদা
বাংলাদেশে কোথায় পাওয়া যাবে অনুগ্রহ করে জানালে উপকৃত হতাম ।
fk or massenger এ জানাতে পারেন
Hafizur Rahman
এটা ভারতীয় প্রোডাক্ট, তাই বাংলাদেশ এ নাউ পাওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশ এই রকম প্রোডাক্ট নেই সেটা হতে পারে না, হয়তো অন্য কোনো নাম হবে। একবার প্রোডাক্ট এর বর্ণনা দিয়ে খুঁজুন, নিশ্চই পেয়ে যাবেন।
Ji na eta paoa jai na.
Waste decomposer powder hisebeo Pawa jai seta okhane khuje dekhun eakbar.
Dada apnar kotha gulo ato sundor je sulne vedio full na dekhe berote parlam na ar channel ta subscribe na kore parlam na
দাদা আমি ত্রিপুরা থেকে আপনার ভিডিও দেখলাম। কিন্তু আমার ঠিকানায় Flipkart বা Amazon থেকে আসছে না,তাই আপনার কাছে আমার অনুরোধ যদি আপনি আমার কাছে একটি কৌট পাঠাতে পারেন (আমি delivery chargeসহ আপনার টাকা দিয়ে দেব) তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি আমার ঠিকানা দিয়ে দেব।
আপনি আমার gmail এ আপনার পোস্টাল অ্যাড্রেস টা পাঠান, আমি দেখছি কি করে পাঠাতে পারি।
Name-sudip sarma, village-saraspur, p.o-kadamtala, dist-north tripura,pin no-799261
দাদা জমিতে ওয়েস্ট ডিকম্পোজার ব্যাবহার করার দশ দিন পর জমিতে কি ঘাস মারা বিশ দেওয়া যাবে???
করতে পারেন। কিন্তু ঘাস মারার বিশ দেওয়ার পর ওয়েস্ট ডিকম্পজার ব্যাবহার করা ভালো।
@@GreenGardenRBG বা; আপনার নলেজ আছে।
সব বিষয় অভিজ্ঞতা বা নলেজ আমার নেই, কিন্তু কোনো বিষয় ভালো করে না জেনে কোনো কথা বলাটা আমি ঠিক মনে করি না।
দাদা আমি বাংলাদেশে থাকি বহু কষ্টে একটা বোতল জোগাড় করেছি দামও অনেক পড়েছে এখনও ব্যবহার করি নাই কিন্তু আপনার কথা শুনার পর মনে হচ্ছে এটা ব্যবহার করা বেকার আমার টাকা মনে হয় পানিতে গেল।
না বেকার হবে কেনো। এটা খুব ভালো ডিকম্পোজার, কিচেন কম্পোস্ট করার জন্য খুব ভালো খুব তাড়াতাড়ি পচন ধরায় তাই কম্পোস্ট হতেও তুলনামূলক কম সময় লাগে।
ভাই
কি ভাবে সংগ্রহ করেছেন - ?
আমার একটা প্রয়োজন ।
দয়া করে উপায় টা বললে উপকৃত হতাম ।
আমার fk or messenger - Hafizur Rahman .
আমি আপনার আগের কমেন্টে এর উত্তর দিয়েছি, সেটা দেখে নিন। আর দাদা fk টা কি, বুঝলাম না। আর নাম দিয়ে কাউকে খুজে পাওয়া অসম্ভব, পারলে আপনার একান্টের লিংক দিন, অথবা আমাদের green garden rbg- র face book group এ যোগদান করে নিন ওখানে ছবিতে দিয়ে বা স্ন্যাপ শট দিয়ে মেসেজ করতে পারবেন।
বাংলাদেশে আমরা কিভাবে এ Product টি পেতে পারি? পেতে help করলে কৃতজ্ঞ থাকবো।
এটা ভারতীয় প্রোডাক্ট, তাই বাংলাদেশ এটা নাও পাওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশ এই রকম প্রোডাক্ট নেই সেটা হতে পারে না, হয়তো অন্য কোনো নাম হবে। একবার প্রোডাক্ট এর বর্ণনা দিয়ে খুঁজুন, নিশ্চই পেয়ে যাবেন। এটা পাউডার হিসেবেও পাওয়া যায় সেটা হয়তো পেয়ে যাবেন।
দারাজে পাবেন।
Maratwak khotikar...skin er pokhhye. Khub sabdhane babohar korben....Amar hath Sudhu khoskhose Noy...akebare skin infection ho a fete..fete gechhlo....bahu koste...serechhe....2 mas legechhe
Apnar skin khub sensetive tai emon hoyeche.. tobe ha.. eta hate lagle eaktu rukhota ase er besi kichu noi.. eta amar experience
আমি খুব ভাল ফল পাই নি ডিকম্পোজার হিসাবে। আর আমাদের বাংলাদেশে এটি ৩০০ টাকা দরে বিক্রি করে।
ডুপ্লিকেট প্রোডাক্ট নয় তো? বাংলাদেশে এ এর বিকল্প কি আছে খোঁজ করে সেটা ব্যাবহার করুন।
দাদা আপনি আমাকে একটা ওয়েস্ট ডিকপোজার দেবেন
আমার কাছে দেওয়ার মত স্টক থাকে না । আর এটা আপনি অনলাইন থেকে পেয়ে যাবেন ।
কোথায় পাবো
Online-এ.. Amazon বা Flipkart থেকে।
এটা পাচ্ছি না কোথাও
Amazon এ প্রচুর আছে। অনলাইনে অর্ডার করে দিন ঘরে বসে পেয়ে যাবেন।
10-12 দিন পর হালকা হলুদ রঙের হয়েছিল কিন্তু আরও কিছুদিন বাদে মিশ্রণটা খুব কালো হয়ে গেছে। এটা কি স্বাভাবিক?
হালকা হলুদ হওয়ার পর সেই মিশ্রণ থেকে যতটা প্রয়োজন ব্যাবহার করে নিয়ে তাতে এবার গুড় জল মিশিয়ে দিতে হবে। না হলে সেটা আস্তে আস্তে কালো হতে থাকবে।
Jeta nisen seta duplicate sir 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
Prothome ami tai bhebechilam 😂😂😂😂
@@GreenGardenRBG original ki vabe?
Original bolte apni thik ki bolte chaichen, mane NCOF theke kena noi bole original na, ba je product ta baniyeche sei company original na, konta.
Great information thanks friend stay connected and send one gift plz return friend
Surely, stay safe
WDC ( wast decomposer) গাছে সকালে না বিকালে স্প্রে করা উচিত
Apnake kosto dite chai na.. kintu eta waste decomposer.. kitnasok hisebe er kaaj khub simito.. tai bebohar korar agee chinta kore bebohar korun.. aar jodi kortei hoi tobe sujo oster 30 min por aar surjo othar 2 ghonta age bebohar korben.
এইটাকি বাংলাদেশে দিতে পারবেন আমারূে আমার ১০ টা কৌটা লাগবে জদি পারেন তাহলে আমার অনেক উপকার হতো আমার কমেন্টের উত্তর পেলে আৃমার নাম্বারটা দিতাম দয়াকরে একটু চেস্টা করবেন
যে ভাবে আপনি বলেছেন তাতে ১০টা কোনো ১০০ টা কৌটো দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি আগেও বলেছি অখনো বলছি বাংলাদেশ কৃষি মাত্রিক দেশ সেখানে এই জিনিস না পাওয়া গেলেও এর বিকল্প কিছু নিশ্চই আছে এমন কি ভারত এও এর বিকল্প আছে কিন্তু সাধারণ মানুষ জানে না। আমি চেষ্ঠা করবো এর বিকল্প কিছু আপনাদের সামনে তুলে ধরার একটু অপেক্ষা করুন আমি এই সময় একটু অন্য কিছু নিয়ে ব্যাস্ত আছি সময় পেলেই আপনাদের সবাইকে জানিয়ে দেবো।
দারাজ এ পাবেন,,,,,আমি দারাজ থেকে নিয়েছিলাম যদিও অনেক দাম রাখে
It is available in Daraj Bangladesh but my experience it is not work. Bettet purchase Trichodarma from RDA Bogra.
Are you talking of Trichoderma Viride instead of WDC? If so, then I would like to inform you that both the product are way different from each other and are not comparable or replaceable with each other. Thank you.
Na Pele janan
বাংলা দেশে পাবো
না দাদা, মনে হয় এটা বাংলাদেশ এ পাওয়া যাবে না।
It is not work, please do not purchase my experience recently.
আপনি এর সম্পর্কে কিছুই জানেন না।এই দ্রবণে কি কি ব্যাকটেরিয়া থাকে জানেন না।চার ধরনের উপকারি ব্যাকটেরিয়া থাকে ।যেগুলো মাটিতে জিঙ্ক ফসফেট এবং নাইট্রোজেন যোগ করে ।যেমন রাইজোবিয়াম।এটি বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে যোগ করে
দাদা ভাই, কিছু জানার জন্য কিছু genuine লিখিত তথ্য থাকা দরকার। এর কোনো genuine source আমি পাইনি। আপনি যদি কোনো genuine source পেয়ে থাকেন তাহলে please share করবেন। আমি তার পর আপনার সাথে বিস্তারিত বা সংক্ষিপ্ত আলোচনায় যাবো এবং প্রয়োজনে আমি সংশোধন করে ভিডিও করে নেব।
সবাই ভিডিওতেই পানি এবং গুড় কম দেওয়ার ক্ষেত্রে WDC এর পরিমাণ উল্লেখ নাই।
পানি আর গুড় এই দুই উপকরণের পরিমাণ পাল্টালেও WDC র পরিমাণ একই থাকবে। WDC এক বোতল এ যতটা আছে পুরোটাই দিতে হবে।