টমেটো গাছের ঢলে পড়া রোগের ১০০% সমাধান || Wilt disease of tomato.

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • টমেটোর ঢলে পড়া: টমেটোর ঢলে পড়া রোগ সাধারণত ব্যাকটেরিয়া, ছত্রাক এবং নেমাটোডের কারণে হয়ে থাকে। নেমাটোড বা কৃমিতে আক্রান্ত গাছ টান দিলে গাছের শিকড়ে গিট গিট থাকবে। যদি গিট গিট অবস্থা থাকে শিকড়ে তবে কার্বফুরান গ্রুপের কীটনাশক হিসেবে ফুরাডান ব্যববহার করা যেতে পারে। যদি শিকড়ে গিট না থাকে তবে বুঝে নিতে হবে এটি ছত্রাক অথবা ব্যাকটেরিয়ার আক্রমণ। ছত্রাকের আক্রমণ হলে গাছ ধীরে ধীরে নিচের পাতা হলদেটে ভাব প্রকাশ করে নেতিয়ে যেতে থাকে। ব্যাকটেরিয়ার আক্রমণ হলে আক্রান্ত গাছ হঠাৎ করে অন্য কোন লক্ষণ প্রকাশ না করেই নেতিয়ে যায়। এই ঢলে পড়া প্রতিরোধ করতে জমি চাষের সময়ে ট্রাইকোডার্মা অথবা বায়োডার্মা পাউডার এবং প্রতি ২৪৭ শতকে বা ১ হেক্টরে ২০কেজি ব্লিচিং পাউডার মাটিতে মিশিয়ে রাখলে এই ঢলে পড়া সমস্যাটি অনেক কম হয়। এর পরেও যদি রোগটি জমিতে হয়ে যায়, সেক্ষেত্রে প্রতিকার হিসেবে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া দমনে নেকসুমিন অথবা কাইসিন ব্যবহার করতে পারেন। ব্যাকটাফ পাউডার এর সাথে কুইক পটাশ মিশিয়ে গোড়ায় স্প্রে দিতে পারেন। আক্রান্ত গাছের গোড়ায় ব্লিচিং পাউডার মিশানো পানি অল্প পরিমানে দিয়ে রাখতে পারেন। ছত্রাকজনিত ঢলে পড়া সমাধানে ম্যানকোজেব+ কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করা না হয়ে থাকলে ম্যানসার ব্যবহার করবেন। যথাসম্ভব গাছের গোড়া শুকনো রাখার চেষ্টা করবেন। গাছের গোড়ায় ছাই ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ ভাল ফলাফল আসবে।
    মো: রায়হান হোসেন হৃদয়।
    উপসহকারী কৃষি অফিসার, ধর্মপাশা, সুনামগঞ্জ।

Комментарии • 4

  • @hozoborolo360
    @hozoborolo360 16 дней назад +1

    আমার টমেটো গাছের ঘোড়ায় সাধা পোকা ধরেছে। কি করা যায়?

    • @hridoye_krishi
      @hridoye_krishi  16 дней назад

      টিডো স্প্রে দিবেন সপ্তাহে দুইবার বিকালবেলা। পোকা থাকবে না।

    • @mdarif-pb6rb
      @mdarif-pb6rb День назад +1

      আমার টমেটো গাছ বিকাল হলে জিমিয়ে পরে,😢 প্রতিকার একটু বলবেন?

    • @hridoye_krishi
      @hridoye_krishi  День назад

      বাহা স্প্রে দিন গাছের কান্ড থেকে গোড়ার দিকে। ব্যাকটাফ পাউডার + কুইক পটাশ মিশানো পানি দিয়ে সপ্তাহে দুই দিন গাছের গোড়া ভিজাবেন।