মেঘালয় ঘুরতে আসলে এই জায়গা ভুলেও মিস করবেন না | Laitlum Canyon & Shillong City Tour | Meghalaya
HTML-код
- Опубликовано: 8 ноя 2024
- মেঘালয় রাজ্যের শিলং এর স্মিত গ্রামের এর কাছে লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন (Laitlum Grand Canyon) একটি অসাধারন ভিউ পয়েন্ট। লাইটলুম শিলং শহর থেকে ২২ কিলােমিটার দূরে অবস্থিত একটি ক্যানিয়ন যেখানে সব সময় থাকে মেঘের আনাগােনা। এখানে মেঘেরা গাভীর মতাে চড়ে বেড়ায়।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Disclaimer:
Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Md. Shahriar
___________________________________________
For Invitation & sponsorship contact
📧 sponsorshahriarofficial@gmail.com
Get connected with me 🙂
Facebook
/ shahriartraveler
Travel Group
/ 476923664249168
Instagram
/ sajonshahriar
✅ Make Sure you subscribe to my channel & press the bell icon to get the notifications of my New videos 🔥
_________________________________________________
লাইটলুম অর্থ হলাে আলাের শেষ| এটি হচ্ছে শিলং এর সবচেয়ে উঁচু স্থান, একে জিরাে পয়েন্টও বলা হয়। এই পাহাড়ের শেষ প্রান্ত এটি এবং এর পরেই রয়েছে গিরিখাত। এখানে যাওয়ার পথের পুরাে রাস্তার দুপাশে দেখা মিলবে ধাপ চাষের সােনালী ক্ষেত, মাঝে মাঝে সাদা ছােট জংলি ফুলের কার্পেট, সবুজ ধান ক্ষেত, নানা রঙের বুনাে ফুল আর ভয়ঙ্কর সুন্দর ঝর্ণা।
এই ক্যানিয়নের ভিউ পয়েন্টের একেবারে নিচ পর্যন্ত যেতে ভাঙতে হবে প্রায় শ'খানেক সিড়ি| অনেক কষ্ট করে যখন | সিডি বেয়ে নামবেন তখন চারপাশের সবুজ প্রকৃতি, মাথার ওপর ঘুরতে থাকা মেঘ আপনাকে পৌঁছে দেবে এক স্বপ্নের জগতে| শূন্যতার মাঝে মেঘের ভেলায় ভেসে নিজেকে উপলব্ধি করার এমন সুযােগ মেলা সত্যিই ভার৷
এলিফ্যান্ট জলপ্রপাত : এলিফ্যান্ট জলপ্রপাত নামকরণ করা হয়েছে কারণ জলপ্রপাতটির নিকটে একটি হস্তী-আকৃতির পাথর রয়েছে। যদিও এই প্রস্তরটি দীর্ঘদিন আগে একটি ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু নামটি এখনও অটল রয়েছে। জলপ্রপাতটি তিনটি ধাপে রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ঐশ্বর্যশালী হল তৃতীয় নির্ঝরটি। নীচেরটি দেখতে হলে একজন দর্শককে বেশ কিছু শ্রেণীবদ্ধ ধাপ নীচে নামা প্রয়োজন। জলোচ্ছাসের শব্দ ও শীতল বায়ু এক স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে।
শিলং পার্ক বা শিলং ভিউপয়েন্ট : শিলং পরিভ্রমণে গেলে, এই অঞ্চলের সর্বোচ্চ কেন্দ্রে পাড়ি দেওয়াটা সর্বদাই একটি ভালো ধারণা। এখানকার টিলা ও উপত্যকাগুলির দৃশ্য খুবই উত্তেজনাপূর্ণ এবং এখানকার বাতাস লক্ষণীয়ভাবে খুবই সতেজ।
গল্ফ লিঙ্ক : এটি ভারতের প্রথম 18-টি গহ্বর যুক্ত গল্ফ ক্ষেত্র। আজকের দিনে, এটি শিলং-এর দৈনন্দিন জীবনের একটি অংশ এবং এই জলপ্রপাতটি অনেক স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের পথেই পড়ে। গল্ফ ক্ষেত্রটির, এখানে সেখানে পাইন বৃক্ষ বেড়ে উঠেছে, দেখে মনে হয় যেন এক বিশাল সবুজ গালিচার আলতো ঢালু ঢিবের উপর ঘূর্ণমান রয়েছে। ঔপনিবেশিক যুগের গল্ফ ক্ষেত্রগুলি প্রথম পরিদর্শিত পর্যটকদের ভীষণ আকর্ষণ করে।
লৈৎলাম গিরিখাত : লৈৎলামের সুন্দর গিরিখাতটি এক চুড়ান্ত আবশ্যক পরিদর্শনযোগ্য স্থান। গিরিখাতটি, প্রধান শহর থেকে গাড়ির মাধ্যমে গেলে 45 মিনিট সময় লাগে। এটি রাসোং গ্রামের নীচের এক অত্যাশ্চর্য্য দৃশ্য উপলব্ধ করায়। লৈৎলাম গিরিখাতের চূড়া পিকনিকের জন্য মহান জায়গা। দুরুহ-মজ্জার ট্রেকার বা পদভ্রমণকারীরা, গ্রামের নীচে ট্রেক করার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না।
লেডি হাইদরি উদ্যান : এই জাপানি শৈলীর উদ্যানটি, ছোট ছোট পুকুরের এক উদার সিঞ্চনে, প্রেমীদের স্বর্গোদ্যান হিসাবে গড়ে তুলেছে। এই উদ্যানটিতে একটি ছোট চিড়িয়াখানা রয়েছে এবং বছরের যেকোনও সময় প্রচুর উৎসাহী শিশুরা খাঁচার মধ্যে থাকা আলস্যময় ভালুকদেরকে একদৃষ্টে দৃষ্টিপাত করে আছে দেখতে পাওয়া যায়। এছাড়াও উদ্যানটিতে একটি মিউজিয়াম ও যাদুঘর রয়েছে; যেখানে আপনি পাইথন (ময়াল সাপের) চর্ম, চিতা, হাতির মস্তকের খুলি ও বিরল জীবজন্তুর ছবি দেখতে পেতে পারেন।
পুলিশ বাজার : কেনাকাটার এই কেন্দ্রটি শিলং-এর বাণিজ্যিক কেন্দ্র। এখানকার বেশ কিছু দোকান প্রতীকি মর্যাদা অর্জন করেছে; যেমন - দিল্লী মিষ্টান্ন ভান্ডার, যেখানে জিলিপি বিক্রি হয়। বিক্রেতারা এখানকার ব্যস্ত রাস্তার মোড়ে ডাম্পলিং, সেদ্ধ ডিম, ঠোঙ্গায় মোড়া ভূট্টা ইত্যাদি বিক্রি করেন। শিলং-এর শীতল আবহাওয়ায় এই সমগ্র স্ন্যাকসগুলি আরোও মজাদার বলে মনে হয়।
শিলং-এর নিকটবর্তী অন্যান্য বেশ কিছু দর্শনীয় চমৎকার স্থানগুলির মধ্যে রয়েছে মৌসিনরাম, চেরাপুঞ্জি ও দ্বাকি। চেরাপুঞ্জি, পৃথিবীর সবোর্চ্চ বর্ষণমূখর বা সিক্ত স্থান ছিল, কিন্তু বর্তমানে এই শিরোণাম মৌসিনরাম দ্বারা গৃহীত হয়েছে। দ্বাকি, মেঘালয় ও বাংলাদেশ সীমান্তের উপর আচ্ছাদিত রয়েছে। এটি পাথুরে ও খুবই উষ্ণতম স্থান, কিন্তু একটি বিদেশী মাটির উপর পা স্পর্শ করার প্রলোভনে, দ্বাকি অনেক পরিদর্শককে প্রলুব্ধ করে।
শিলং-এ খাবারের সংস্থান
শিলং-এর স্থানীয় রান্না পর্ক (শুকরের মাংস), চিকেন (মুরগির মাংস) এবং মাছের দ্বারা প্রভাবিত। রেস্তোঁরাগুলিতে যেমন জিঞ্জার আ্যন্ড স্ক্যাই গ্রিল, কেনমোর এবং শিপ আ্যন্ড ডাইন দারুণ খাবারের অভিজ্ঞতা প্রদান করে। অন্যদিকে শেফ’স মাল্টি কিউজিন রেস্তোঁরা, যুক্তিসঙ্গত মূল্যে দারুণ খাবার পরিবেশন করে। সিসেম তার দক্ষিণ-পূর্ব এশীয় রান্না এবং ঐতিহ্যগত উপজাতীয় রান্নার খাবারের জন্য পরিচিত।
মওলীননোঙ্গ ভিলেজ : এশিয়ার সবচেয়ে “পরিচ্ছন্নময়” গ্রাম হিসাবে পুরষ্কারপ্রাপ্ত, মওলীননোঙ্গ হল- প্রাণবন্ত শিকড়ি-সেতু, প্রতিমান প্রস্তর, জলপ্রপাত ও কিছু বিস্ময়কর হাঁটার রাস্তা সহ বিভিন্ন প্রাকৃতিক আকর্ষণের আয়োজক। শিলং থেকে মওলীননোঙ্গ পর্যন্ত 56 মাইলের দীর্ঘ সফর, প্রতিবেশী বাংলাদেশ ও শোহরা মালভূমির বেশ কিছু মহীয়ান দৃশ্যকল্প পরিদর্শনের সুযোগ করে দেয়।
#laitlum #laitlumcanyon #meghalaya #meghalaytour #shillongcitytour #shillonghotels #shahriarofficial #travelvideo
আপনাদের প্রতিটি কমেন্টস আমার কাছে মূল্যবান এবং অনুপ্রেরণা জোগায় ❤
FACEBOOK facebook.com/shahriartraveler
youtube.com/@7412NSS
Thank come to my india
বৃষ্টি বলতে,,,,,,,, এই গোলা কিন্তু মেঘের ই বৃষ্টি,,,,, কথা টা কিন্তু দারুণ লাগলো ভাইয়া।।।।।।।।
Darun..
Gari vara koto preychilo?
সুবহানআল্লাহ আহা কি অপূর্ব সুন্দর লাইটরুম শরীর মন সব জুড়িয়ে গেলো ইশ যদি যেতে পারতাম কোনোদিন😀
ভাই খরচা 30 হাজারের মধ্যে
❤️❤️
SUBAHAN'ALLAH ! IF I WERE A FLYING BIRD !
চাল আসুন কোন অসুবিধা নেই ৷ সত্যিই ভারতবর্ষ এক অসাধারন দেশ৷ ভাগ্য দোষে আপনারা বঞ্চিত ৷
কি বলবো !!! কি অসাধারণ, মনে হচ্ছে আমি ভিডিওর ভিতর দিয়ে সেখানে হাজির হয়েছি, ওহ গান টাও কি অসাধারণ লাগছিল
Thank You ❤️❤️
what a natural view.... nice brother
আপনার ব্লগ গুলো দেখি আর ভাবি যদি যেতে পারতাম 🤔🤔🤔পরোক্ষণে মনকে বুঝ দি। কি দরকার এত টাকা খরচ করে যাওয়া। (যেতে পরবো না তো তাই) ঘরে বসেই তো দেখতে পারছি। কোন অর্থ, কষ্ট, শ্রম, ছাড়াই🤣🤣। আল্লাহ আপনাকে নেক হায়াত করুক।
আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক ❤️
@@ShahriarOfficial আমিন 💞💞💞
পাকৃতিক সুন্দর্যে ভারতের সমতুল্য খুব কম ই দেশ আছে ❤️
❤❤🇮🇳🇮🇳❤❤
বাল
সত্যিই অসাধারন, আমার কাছে চমৎকার লাগলো
Thank You ❤️❤️
অসাধারণ জায়গা খুব সুন্দর খুব ভালো লাগলো ভিডিওটি দেখে আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি
Love from Bangladesh 🇧🇩❤️🇮🇳 Thank you
আপনার কথাগুলো খুব ভালো লাগে আর ভিডিওগুলো
Thank You ❤️❤️
আমি আছি এখন শিলং -চেরাপুঞ্জি থেকে সারাদিন ঘুরে আসলাম, অসাধারণ।
thanks for your review
Meghalaya খুব সুন্দর জায়গা....😊
তোমার এই Post গুলো বেশ ভালো ৷ তথ্য ঠিকঠাক ৷ keep it up, videography nd sound বেশ ভালো
Thank You ❤️❤️
ভাই আমি মেঘালয়ের অনেক ভিডিও দেখেছি বিভিন্নজনের উপস্থাপনায়। সত্যি বলতে বেশিরভাগেরই ভিডিও ছিলো নির্দিষ্ট রুটিন মেনে, নির্দিষ্ট কিছু জায়গা নিয়েই। বিশ্বাস করুন আপনার ভিডিওতে মেঘালয়কে আমি এক অন্যরূপে দেখলাম। যা নিঃসন্দেহে অসাধারণ। আপনার ফ্রেমিং সুন্দর। সর্বোপরি রুচিবোধ সুন্দর না থাকলে উপস্থাপনও সুন্দর হয়না। ভাল্লাগলো।
অনুপ্রাণিত হোলাম আপনার কমেন্টটি পড়ে!
ধন্যবাদ ❤️❤️
শিলং থেকে কত সময় লাগে এখানে যেতে???বয়স্ক লোক নিয়ে যাওয়া যাবে??
শিলং থেকে গিয়ে আবার ঐদিনই গুয়াহাটি ফেরা যাবে??? খুব সুন্দর লাগছে জায়গাটা
অসাধারণ ✌️
টিক ভাই আল্লাহ্ তায়ালা আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা সিষ্টি করে ছেন🥰☺🥰☺
❤️❤️❤️
ভাইয়া এই এপিসোড এর শেষ এ যে মিউজিক গান দিছেন ওটার নাম বলেন প্লিজ৷৷৷ ❤️❤️❤️❤️❤️❤️❤️
অনেক ভালো লাগলো ভাইয়া। সম্পূর্ণ ভিডিও দেখা হয়েছে 🤍💚
ভালোবাসা অবিরাম ❤️❤️
ভাই চমৎকার দৃশ্য দেখালেন ভাই ৫ই অক্টোবর পূজার ছুটির পরপর মেঘালয় শিলং যেতে চাই যাওয়াটা কেমন হবে যানজট সমস্যা রুম পেতে সমস্যা কেমন হবে একটু পরামর্শ দিবেন আমরা দুই বন্ধু যাব
হলিডে তে গেলে চাপ থাকবে এটাই স্বাভাবিক তবে শিলং এ আগের থেকে হোটেল বুকড করে গেলে আশা করি কোন সমস্যা হবে না।
Best view of shilong cherakonji indian
Sai , onk NC
তুমি ভাই খুব ভালো , আমি নদীয়া ফুলিয়ার ছেলে,
অসাধারণ দৃশ্য ভাই ❤️❤️
ধন্যবাদ ভাই ❤️❤️
ভিডিওটা অসাধারণ লাগছে, বলে বুঝাতে পারবো না,সরাসরি দেখলে মনে হয় পাগল হয়ে যাবো।
❤️❤️❤️
Vai pls amk bolen ami go pro hero 11 nibo nki dji action 2
আপনার ভিডিও অনেক ভালো লাগে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার কথা বলার স্টাইল।
ভালোবাসা অবিরাম ❤️❤️
Good video
অসাধারণ ভাইয়া
ভালোবাসা অবিরাম ❤️❤️
ভাইয়া তোমার ভ্রমন সঙ্গী হওয়ার ইচ্চা আছে... ❤️🥀
ভালোবাসা অবিরাম ❤️❤️
অসাধারণ লাগছিল ভাই
Thank You ❤️❤️
আসাধারন,ভাই
ধন্যবাদ ভাই ❤️❤️
ভাই আমাদের পশ্চিমবঙ্গের কুচবিহার দৃষ্টিকে এস
Out of the world such a heavenly place thank you for this video Hope some day l
Will visit if l get time
Jabardast view
❤️❤️
ভাই খুলনা কবে আসবেন
Mind blowing,,,,👍❤👍❤
Thank You ❤️❤️
Vlog quality is almost excellent
অসাধারণ
Thank You ❤️❤️
Visit Darjelling in West Bengal. Clouds will breakthrough your windows. That's really amazing.
Thanks for your information ❤️
Excellent presentation 👍
Thank You ❤️❤️
ভালোবাসা অবিরাম ভাইয়া আপনার জন্য ❤️❤️❤️❤️
❤️❤️❤️
Very nice Brother. I am waiting for the next Video. Love you brother, move carefully.
Love from Bangladesh 🇧🇩❤️🇮🇳 Thank you
চমৎকার দৃশ্য❤️❤️🇧🇩
Thank You ❤️❤️
N
I
C
E
Incredable India.Visit Himachal Pradesh It is outstanding place to visit.
Darun 💖
Thank You ❤️❤️
অসাধারণ ভাই ❤️❤️
সুন্দর
❤️❤️
অসাধারণ লাগছে ভিডিওটা ভাই
ধন্যবাদ ভাই ❤️❤️
Love from meghalaya
Love from Bangladesh 🇧🇩❤️🇮🇳 Thank you
অসম্ভব সুন্দর ভিডিও ভাই
ধন্যবাদ ভাই ❤️❤️
ভাই এই জায়গায় বাংলাদেশের সীমান্ত আছে নাকি।
1st Comment vaia 🥰🥰🥰🥰
ভালোবাসা অবিরাম ❤️❤️
Love from assam
আহ নিচে সবুজের গালিচা আর মথার উপর সাদা পেজা তুলার মেঘের ছায়া নীল সামিয়ানার উপর!
ভাইয়া শিলং থেকে এর ভাড়া কত?
Vai V shape tree er preme pore gelam ❤❤
❤️❤️❤️
অনেক অনেকনশুভকামনা রইলো
ভালোবাসা অবিরাম ❤️❤️
Ami onek time shilong thaki
After a long waiting! traveling with my family with you all is the best feeling
❤️❤️❤️
Nice
Thank You ❤️❤️
চমৎকার হইছে ভাই ❤️❤️
Thank You ❤️❤️
ভাইয়া আপনার ওই জায়গায় ভিজিট করার date টা বলতে পারবেন দয়া করে
ভাই সেই
ধন্যবাদ ভাই ❤️❤️
Excellent video
Thank You ❤️❤️
ভাই যদি যেতে পারতাম মনের ইচ্চা পূরণ হতো
February ar last week tour korar jba?
ঝর্ণাগুলোতে তখন পানি থাকবে না তেমন। মেঘালয় ভ্রমণের আদর্শ সময় জুন থেকে অক্টোবর
চমৎকার
❤️❤️
❤ from sylhet boss
ভালোবাসা অবিরাম ❤️❤️
Orissa r hill station daringbarir video korun konodin parley
❤️❤️
Amay nia jaita 🥰❤️😍😍😍😍😍😍😍
চলেন
কথার টানে মনে হয় আপনি আমার দেশী ভাই।
Love from Kolkata 🧡🤍💚
Love from Bangladesh 🇧🇩❤️🇮🇳 Thank you
🥰
Nice ❤️❤️❤️
Thank You ❤️❤️
২০১৯ সালে গিয়েছিলাম আবার যাবেো ডিসেম্বরে
❤️❤️
ভাই,,, আপনার কেমেরাটার মডেল এবং এর মুল্য কত টাকা,একটু জানাবেন প্লিজ
Dji pocket 2
ভাই এখানে বছরের কখন গেলে এমন মেঘ দেখা যায়?
আমরা সেপ্টেম্বরে গিয়েছিলাম
Aapnake fhonnovaad.... Eei jaygai Aami Go to 15 April 2024 A gesilam
You are welcome 🥰❤️
😮😮😮
আমিও গেছিলাম
How was your experience?
February ar 21 date a kmn cold thkba
Cold to thakbei+megh r fog er onk view block hoye jabe
ভাই কেমন আছেন
ভাইয়া মেঘালয় কোন সময় গেলে এই সিনারি দেখা যায় সময় টা বললে ভাল হত।
আমার কাছে বর্ষার সময়টা ভালো লাগে আর ওই সময় ঝর্ণাগুলোতে পানিও বেশি থাকে। শীতের সময় বাদ দিতে হবে কারন সবকিছু তখন কুয়াশায় ঢাকা থাকে।
❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️
🥰🥰🥰💖👍👍
❤️❤️
👌👌👌💖💖💖💖🤲🤲🤲🤲
❤️❤️
ইন্ডিয়া এর nature beauty এর sathe কোনো দেশ তাল পাবে না
গুয়া মারা আলাপ বাদ দে
@@greenberet3704 ঠিক আছে মাগী 😂🐖
Bi apner hat kata kno
🌹🌹🌹🌹🌹🌹
❤️❤️
ভাই ১০ দিনের সফরে কত টাকা খরচ হতে পারে?
আমি দিনের হিসাব করে খরচ করি না বরং পকেটে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ ভ্রমণ করতে থাকি তাতে যে কয়দিন হয়। তাই খরচের হিসাবটা এভাবে বলতে পারছি না ভাই। আর সবার খরচ একরকম হতে পারে না!! থাকা, খাওয়া, চলাফেরা এক এক জনের এক এক রকম
meggi khiilao ge kay ?? :)
😋😋
ভাই আপনি একবার নদীয়ার মায়াপুরে ভিজিট করুন ভালো লাগবে।
ধন্যবাদ ❤️❤️
Pura World gurte chaw ta hole sudhu india gurle hoye jabe India pura gurw mane pura world gura ek e ktha ma SHA Allah tala ki sundor sisti
❤️❤️
Driver er number ta ase ?
ভিডিও স্ক্রিনেই দেয়া আছে উনার নাম্বার
Ami jokhon gesilam eto dokanpat silona.just ekta ghorer okhane dokan silo.ar manush o khub kom silo.ar megh kom paisilam
আপনি কত আগে গিয়েছিলেন?
@@ShahriarOfficial ami 2 bar Meghalaya giesilam.2017,2019.but laitlum e 2019 e giesilam
এই সব জ য়গা য়েতে হবে তবে বোঝা য়াবে।।
ঠিকই বলেছেন
Oi vodromohila tir nam theek bujhte parlam na!
Varima nospum
আমিও অতোটা ভালো বুঝতে পারি নাই