দলিল তল্লাশির নিয়ম | পুরনো দলিল পেতে নতুন নিয়মে তল্লাশি | dolil | দলিল তল্লাশির নিয়ম ২০২৪ | দলিল
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- এই ভিডিওতে হারানো দলিল। পুরানো দলিল দলিল তালাশির নিয়ম। দলিল খোজার নিয়ম। কিভাবে দলিল পাওয়া যাবে। দলিলের সার্টিফাইড কপি তোলার নিয়ম। জাবেদা দলিল তোলার নিয়ম। কোথায় দলিল পাওয়া যাবে। দলিল তুলতে কত টাকা লাগে। দলিল তোলার ফি কত টাকা? দলিল তল্লাশি ফি কত? দলিলের সার্টিফিইড কপি তোলার নিয়ম। আর এস রেকর্ড এর পূর্বের দলিল। বি এস রেকর্ড এর পূর্বের দলিল। বিআরএস রেকর্ড এর পূর্বের দলিল এছাড়াও ওয়ার্কিং পার্চা তোলার নিয়ম বা মাঠ পর্চা তোলার নিয়ম ইত্যাদি বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে।
@EASYWAYOFLAW
#দলিল_তল্লাশি
#সহজ_আইনের_পথ
এছাড়াও আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
Creator and channel host: Nur islam
Contract:
Home district: Sirajganj
WhatsApp number 01979189206 ( ভয়েস পাঠাবেন) ভিডিও শেয়ার করবেন।
Thanks
অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ
দলিল তল্লাশি সম্পর্কে বলার জন্য এডভোকেট স্যার আপনাকে ধন্যবাদ
খুব গুরুত্বপূর্ণ তথ্য
❤my lave
সঠিক কথা বলার জন্য ধন্যবাদ।
ভিডিওটির শেয়ার অপশনে গিয়ে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিন।
ধন্যবাদ
ভাই সাহেব আপনার কথা সবই ঠিক আছে, ভূমি অফিসের অফিসার ও কর্মচারি সরকারী সেবা দিচ্ছে না। তার কারনে সমস্যা সমাধান হয় না।
ঠিক কথাটা বলছেন স্যার
আপনাকে ধন্যবাদ। 😊
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বুঝানোর জন্য
thank you broo
Dhanyvad Sapna ke
ভিডিওর নিচে শেয়ার অপশনে গিয়ে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার এর কারণে অনেকের উপকার হতে পারে।
❤❤
ভাই আমার নানা ও দাদা
বাড়ি র জমির কোন কাগোজ নাই সব হারিয়ে গেছে সেই খেতরে আমি কী করতে পারি
আপনার ভিডিও গুলো সব সময় নতুন কিছু শিক্ষা নিতে পারি, ধন্যবাদ।
স্যার আপনি কি জমি নিয়ে কাজ করেন আমি আপনাকে দিয়ে একটা কাজ করাতে চাই
ভাই আমি ভিডিওর মাধ্যমে মানুষের সমস্যার বিষয়ে একটু হলে উপকার করতে চাই।
ব্যবসা করতে নয়।
আপনি আপনার জমি জমার সকল কাগজপত্র বিষয়াদি নিয়ে কোন একজন আইনজীর সাথে পরামর্শ করুন এবং সে অনুযায়ী কাজ করুন।
@@EASYWAYOFLAW স্যার আপনার মোবাইল নাম্বারটা দেন আপনি একটা কাজ করব আমি স্যার
gh
এ ভাবে না পেলে কি করা যায়
ধন্যবাদ বৃটিসআমলখুজার হিসাব অনুযায়ী অফিস উন্মোচন করাই কষ্টকর এই বিষয় খেয়াল রাখিয়া আগাইয়া কথা গুলির উত্তর নিখুঁতভাবে বুঝতে অনেক বড়ো মাপের কষ্টেরব্যাপার গুলো আরও বুঝাইয়া বলারচেষ্টা রাখন আললাহু আকবার
Walaikum as salam vaijan
হঠাৎ এরকম কথা কেন?
ভাই আপনাকে ধন্যবাদ
ভিডিওটির শেয়ার অপশনে গিয়ে আপনার ফেসবুক ওয়াসআপ ম্যাসেন্জার গ্রুপে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারনে অনেকের উপকার হতে পারে।
আপনার কন্টাক নাম্বার টা দেন
আমার থেকে পাঁচশ টাকা নিছে,আর এগুলো অনেক জামেলা আপনি যে সহজভাবে বলতেছে আসলে তা অনেক কঠিন।
কঠিন নয়
ভিডিও টা দেখে খুব ভালো লাগলো ভাই।
আমার ১৯১৫ সনের দলিলটার জন্য খুব ভোগান্তি হচ্ছে।
শুধু তারিখ টা জানা নাই ১৯১৫ সনের।
অনুগ্রহ করে ভিডিওর শেয়ার অপশনে গিয়ে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শেয়ার করে দিন।
আপনার একটি শেয়ারের কারণে অনেকের উপকার হতে পারে।
দয়া করে আপনি আমাকে সাহায্য করেন ভাই আপনার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে,
Vaia 1935 eng ar akta nilam khorid paper tollasi dile ke pabo?
Impossible
ভাই আদালত এর মাধ্যমে জমির মালিক হয়েছি ডিসি আফিসে ভলিউম এর পৃষঠা ছেড়া ইউনিয়ন ভুমি আফিসে ভলিউম এ সব ঠিক আছে আরো কোন কোন আফিসে পেতে পারি
Bhai uttor ta diyen plz
Xxxzx
জেলা রেকট রুমে খোজতে হবে।
U
A
❤Ami😊😊
আমি মানে? কে আপনি?
ওকে
আপনার ভিডিও গুলো খুবই গুরুত্বপূর্ণ
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। ধন্যবাদ। আমি পুরো ছয় মাসে একজন মানুষের কাছে একটা ভালো কথা ভালো ব্যবহার পাইনি। নিজেকে দিয়ে মানুষের উপকার করার মাঝে প্রশান্তি পাই।
ভাইয়া আসলামুআলাইকুম
ভাই আমার বি এস খতিয়ান থেকে আর এস খতিয়ান করতে পারবো
❤
ভাই আপনার ভিডিও টা অনেক অনেক সুন্দর করে বুঝিয়ে সব তথ্য তুলে ধরছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🥰
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানব স্বার্থে ভিডিওর শেয়ার অপশনে গিয়ে অনুগ্রহ করে আপনার facebook whatsapp messenger গ্রুপে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার এর কারণে অনেকের উপকার হতে পারে।
জি আপু
ভাই প্লিজ আমাকে আপনার নাম্বারটা দিয়ে আমাকে সহযোগিতা করেন, প্লিজ, আমি এক অসহায়ের জন্য হেল্প করেন ৷
❤
হা ভাই আমিন মা-বাবা
Thanks thanks
Apnar shaty akto kotha boltam.numberta dely vhalo hoi.
ভিডিও শেয়ার করেন এবং চ্যানেল ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ভয়েস পাঠান।
thanks sir
ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।
দলিল তল্লাশি করে দলিল পেয়েছি কিন্তু দলিলের পৃষ্ঠা ছেড়া কিভাবে কোথায় দলিল পাব???
আপনার কথায় নতুন নিয়ম বলতে কোন কথা নাই, যা বলেছেন সবই পুরাতন নিয়ম। ভলিউম ছিডা তাই অনেকে দলিল তালাশী দিয়েও পায় না। দাগের বই ও নামের বই ছিডা।
Many thanks
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
ভিডিও গুলো ভালো লাগলে তথ্যবহুল মনে হলে অন্য মানুষের উপকার করতে ভিডিওর শেয়ার অপশন এ গিয়ে অনুগ্রহ করে শেয়ার করে দিন।
আপনার একটি শেয়ারের কারণে অনেকের উপকার হতে পারে।
শুধু দাগ নাম্বার দিয়ে দলিল পাওয়া যায় কি ভাবে।।
🎉🎉🎉
ভাই আমার দলিল নম্বর ঠিক জানা আছে,তার পরেও বালাম বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে না,এখন উপায় কি? ভাই প্লিজ বলবেন
দুই নম্বর দলিল না-কি
bumi ofise balame dolil nai, endaks ASE doya Kore upay bolben Bai saheb
সিলেট কোন অফিসে যাওয়া লাগে
বোল তলি মৌজা ৩২খতিয়ান,থানা,কলাপাড়া, জে,এল,নং৩২,৩৯,রেঃ,সাভে,নঃ৪,৪,১০মেছের,হাওদার,জমির,মালিক,দলিলের অরেস,কয়জন
দেননা,ভাই
বুঝলাম না কি বলতে চাইলেন
নকলকারক কে জমি তল্লাশির টাকা দিলে রশিদ দেয় কিনা কেউ বলতে পারেন?
Dada amr dadu dolil sal mone nay, dolil o nay tahole ki kore dolil nokol korbo
জেলায় এবং ইউনিয়ন ভূমি অফিস ভল্লুম ছেড়া।তখন এ বেপারে কি করা। দয়া করে জানাবেন কি।আমার অন্য শরীকরা বি আর এস রেকর্ড করে ভোগ করছে।
ভাই আমার একটা জমির দলিল টা হারিয়ে গেছে, সম্ভব্য সাল ১৯৮৪
এখন দাতা গহিতার নাম দিয়ে দাগ নং দিয়ে তল্লাসি দিয়েছি কিন্তু কোন কাজ হচ্ছে না
আসসালামু আলাইকুম শুভ সকাল
SA khatian e dadar name ase, bolil er sondan passi na, onno pokkho BS khatian kore vug dokhol kortase, ekhon amar koronio ki, janaben plz.
অসংখ্য ধন্যবাদ
অনুগ্রহ করে ভিডিওটির শেয়ার অপশনে গিয়ে আপনার ফেসবুক ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিন।
আপনার একটি শেয়ারের কারণে অনেকের উপকার হতে পারে।
সরকারি নিলামের মাধ্যমে কেনা জমির দলিল কোথায় পাই ?
Bayi apni Ki paichen? Kotha theke nilam er papers paua jabe?
জাজাকাল্লাহ
কিন্তু ভাইয়া দলিল তল্লাশি দিলে ওরা বেশি গুরুত্ব দিতে চায়না
টাকা দিবেন তারা কেন কাজ করবে না
আমার জমিতে মামলা চলছে,
সিটিং মামলা।
বা জমির মামলা জানতে কোন অফিসে যোগাযোগ করতে পারি।
ভাই কথা গুলো শুনতে ভালো লাগছে কিন্তু খুঁজে পাচ্ছি না
খতিয়ান বা দাগ নাম্বার দিয়ে দলিল বের করা যায়?
আপনি পুরো ভিডিওটি ফলো করুন
দলিলের নাম্বার জানা থাকলে ত সহজেই পাওয়া যায় যতদূর জানি
মেহেদিগঞ্জ বরিশাল
আবার একটা পুরনো দলিল খুঁজে পাচ্ছিনা 1013
শেয়ার করলে আপনি আমাকে সময় দিবেন ভাইয়া
বলেন
ভাই আপনার কাছে আমার অনুরোধ ভুয়া দলিল কিভাবে চিনবো আপনার কাছে অনুরোধ
Vai chira fara jodi thake index, tahole ki korbo
ধরুন আমার কাছে দলিল খতিয়ান বা কোন ডকুমেন্টস নেই কারন বাবা যুদ্ধের সময় ভয়ে চলে এসেছে এবং সেখানে আর যেতে হয়নি এবং যাওয়া হয়নি এবং পরবর্তী বাবা মারা গিয়েছেন এবং ছেলের বাবার গ্রামের নাম এবং দাদার নাম জানা আছে সে সুত্রে কিভাবে বাবার পরে থাকা বা জোড় দখলকারীর হাত থেকে সেই সম্পত্তি উদ্ধার করা যাবে?
কোন যায়গা?
@@mdnaeem4939 সন্দীপ
আর এস খতিয়ানও কোথায় পাবো
জমিটার দাগ নাম্বার নিয়ে ভূমি অফিসে যোগাযোগ করুন।
ভিডিওটি শেয়ার করুন।
This is not a suitable or acceptable video . This is only spoiling valuable time and energy in this digital age .Thank you .
দলিল দাতার নাম জানা নেই, গ্রহীতার নাম ও আর,এস ও বি, এস খতিয়ান ও দাগ নাম্বার জানা আছে।আর, এস খতিয়ান সৃজনের আগের দলিল খোঁজে পাওয়া যাবে কি?
ভাই, শুনেছি দলিল তল্লাশি করতে সিন্ডিকেট দের ছাড়া খুঁজে পাওয়া সম্ভব না আর সেই সিন্ডিকেট চুক্তির মাধ্যমে দলিল খুঁজে দেয়। এমনটি হলে কিভাবে দলিল পাবো? উত্তর দিলে বাধিত হবো। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম আশাকরি ভালো আছেন আমার একটা প্রশ্ন ছিল আমরা যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করি যে আই ডি দিয়ে প্রথমবার ভূমি উন্নয়ন কর পরিশোধ করলাম পরবর্তী বছরে কর দিতে হলে কি আবার নতুন করে খতিয়ান এবং হোল্ডিং নম্বর আপলোড করতে হবে কিনা
ততদিনে হয়তো আপনার এই ডেস্কটপ বা মোবাইল নষ্ট হয়ে যেতে পারে।
আসলে যে কোন মোবাইল থেকে যেকোনো কম্পিউটার থেকে ভূমি উন্নয়নকর প্রতিবছর পরিশোধ করতে পারবেন। আর কেউ যখন নাম জারি করে তো সেই নামজারি খতিয়ানের জোত নাম্বার হোল্ডিং নাম্বার একই থাকে চেঞ্জ হয় না।
আপনি যখন জমির খাজনা পরিশোধ করবেন তখন সেই আগের খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার এগুলো ব্যবহার করেই খাজনা পরিশোধ করতে পারবেন
ভাই আমি তো দেসের বাইরে আছি আর বাড়ির ছেলে আমি একা আমার বাবা অনেক দিন দোরে অসুস্থ আমার কোনো ভাই নেই আমি কি এখান থেকে কাজ করতে পারবো কোন উপায় আছে কি
আমাদের দলিল পাওয়া যাচ্ছে না ভাইয়া সম্ভবত ১৯৮৫ সালে দলিল করা হয়ছিল এখন কীভাবে কী পাওয়া যাবে বললে উপকৃত হতাম
আমার বারি সিলেট আমার দাদা ফইদাদার নামে জাগা আছে ফরছা আছে দলিল নাই আরেক জন ভুগ করে খাচ্চে কিকরব
ভাই আমার পচচা খতিয়ান দিয়ে দাগ নম্বর দিয়ে পুরাতন দলিল তুলতে পারবো নাকি বলেন তো
জেলা রেজিষ্টার অফিসার বা কম্যচারীরা কি সত ? তাই সহজেই কি তারা কাজ করে দিবে এটা তো বাংলাদেশ
আসসালমু আলাইকুম ভাই আমাৱ দাদাৱ জমি এক লোকে দলিল কৱে নিছিলো পৱে আমাৱ বাবা ও চাচাৱা ওৱ কাছ থেকে কিনে দলিল কৱে কিন্তু ৱেকড কৱেনা খাৱিচও কৱে না ঐ লোক মাৱা গেছে ৱেকড খাৱিচ ঐ লোকেৱ নামে এখন কিভাবে ৱেকড ও খাৱিচ কৱতে পাৱব ভাই বললে খুব উপকাৱ হত দয়া কৱে নাম্বাৱটা দিবেন ভাই
ভাই জমির রেকর্ড সংশোধন এবং জমির দখল ফিরে পাওয়ার বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে অনুগ্রহ করে সেসব ভিডিও দেখুন।
ভাই,আমার বাবা জমি ক্রয় করেছিল ১৯৭০-১৯৭৮ সালের মধ্যে রংপুর জেলার পীরগাছা উপজেলা সাবেরেজিস্ট্রি অফিসে। বাবা মারা গেছেন ১৯৯৪ সালে। ঐ জমির দলিল হারিয়ে গেছে। পীরগাছা অফিসে এমনকি রংপুর অফিসের ইনডেক্স বই ছেড়ার কারণে আমি দলিল পাচ্ছি না। তাই দয়া করে সঠিক উপায়টা বলে দিবেন।
Jela resgter office bole 1945 saler dolil r pawa jabena karon voleam chera
১৯০৩ / ১৯০ ১০ দলিল কি ভাবে পাওযা জায় সনদ্না জানান
১৯১৭ সালের দলিল কুষ্টিয়ার রেজিস্ট্রার অফিস থেকে পাওয়া যাবে কি প্লিজ?
শুনছি নদিয়া থেকে উঠানোর জন্য, জানাবেন প্লিজ
অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখুন।
ভিডিওতে বলা নির্দেশনায় কাজ করুন অবশ্যই পাবেন। আপনি খোঁজ নিয়ে দেখুন।
@@EASYWAYOFLAW আমি জানতে পেরেছি কুষ্টিয়ার রেজিস্ট্রার অফিসে নেই, নদিয়ার (১৯১৭ সালে কলকাতার অধিনে ছিল) শ্রীনগর থেকে পাওয়া যাবে, মেহেরবানী করে জানাবেন
ভাই আমার দলিল টা খুজে পাচ্ছি না আনেক খুজা খুজি করছি পাই নাতো আপনারা কি সত্য সত্য বলছেন
দলিল যদি রেজিস্ট্রি হয়ে থাকে তবে যত বছরই হয়ে যাকুক না কেন অবশ্যই তার নকল পাবেন
আমি তল্লাশি দিলে কি কি লাগবে
১৩২১ বাংলা ১৯ শা বৈশাক এর কবলিয়ত কোথায় পাবো,বরতোমান পটুয়াখালি জেলা,ঐসময় ছিল বাকেরগঞ্জ জেলা
আচ্ছালামু আলাইকুম, স্যার প্রজাবিলি কি?প্রজাবিলি কি এখন বলবৎ আছে?
সব দলিল রেজিস্ট্রার দেখে অনলাইনে ছারেন।
আসসালামু আলাইকুম আমার একটা জমির দলিল হারিয়ে গেছে কিন্তু ওই জমির দলিলের খারিজের কাগজ আছে খারিজের কেস নাম্বার ও আছে। ১৯৮৭ সালের খারিজ করা হয়েছে। তাহলে দলিল টা কিভাবে পাবো।
সম্ভবত আপনার খারিজ খতিয়ানের মন্তব্য কলামে দলিল নাম্বার তারিখ দেয়া আছে খেয়াল করে দেখুন। যদি খারিজ খতিয়ানে দলিল নাম্বার তারিখ না থাকে তাহলে খারিজের কাগজগুলো নিয়ে উপজেলা ভূমি অফিসে গিয়ে কি কি কাগজপত্র দিয়ে করা হয়েছিল সেগুলোর একটা ফটোকপি সেখান থেকে তোলেন। তাহলে সেখানে আপনার দলিলের ফটোকপি পেয়ে যাবেন। এরপর দলিল নাম্বার তারিখ এগুলো দিয়ে আপনি জেলার রেজিস্ট্রি অফিস থেকে দলিলের সার্টিফাইড কপি তুলে নিতে পারবেন।
@@EASYWAYOFLAW আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Bai bazarear jomenar dolil keba pabo,akta racort hoysa 1960 sona,but dolil pascina,jodi janatan
এক কথায় সারসিং দিতে হবে
ভাই জান জানতে চাই এলাকায় একজন জমি বন্দক দিয়ে কৃষি ব্যাংক থেকে লোন নিয়াছে , পরে আবার জমি বিক্রি করে দিয়াছে, কিছু দিন পর মারা গিয়াছে , বর্তমান ব্যাংকে টাকা দেওয়া হয়নি এবং আসল দলিল ব্যাংকে জমা আছে এখন কি করতে পাড়ি দয়া করে উত্তরটা দেবেন,
যদি পারেন ব্যাংক থেকে ওই দলিলের ফটোকপিটা নিয়ে নিন।
আর যদি দলিলটার খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে দলিলের একটি সার্টিফাইড কপি ভিডিওতে দেওয়া নির্দেশনা অনুযায়ী তুলে নিন।
আর ব্যাংকের লোন শোধ না করলে তো মূল দলিল ফেরত দেবে না এবং এক সময় জমিটি নিলামে তুলবে।
ভিডিওটি ভালো লাগলে অন্য মানুষের উপকার করতে অনুগ্রহ করে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার এর কারণ অনেকের উপকার হতে পারে।
ভাই আপনি যে কাহিনী সবাই জানে এখন আমার কথা শুনেন এস এ পর্চায় নাম আছে কিন্তু দলিল নাই এখন দলিল দরকার এস এ পর্চায় মাধ্যমে কি দলিল পাওয়া যাবে বা এস এ পর্চায় কিভাবে তার নাম আসছে সেটা কি লেখা থাকে না ভাই এখন আমাদের দলিল নাম্বার আমরা জানিনা তারিখ সন জানিনা তবে এস এ রেকর্ড হওয়ার আগে দলিল হইছে এখন আমাদের এই দলিলটা বের করে দিতে পারবেন 7:28
আমার দাদার বাবার নামে বসতভিটা অন্য একজন জোর করে দখল করে নিয়েছে কিন্তু আমরা জানি এখন দাদার বাবার নামে সিএস খতিয়ানে নাম আছে আর কিছু জানিনা দলিলটা কিভাবে পাব
আসসালামু আলাইকুম ভাই
আমি আপনার ভিডিও দেখি ,
আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছি ।
আমি অনেক সমস্যার সম্মুখীন । আমাদের একটি জমি কত সালে কিনেছি আমি যানিনা তবে ধারনা করছি ৩০/৩৫ বছর হবে , জমির দাতারা নাম যানা নেই । আমার কাছে একটি খতিয়ান আছে সেই খতিয়ানে ৩২ শতাংশ জমি উল্লেখ আছে , কিন্তু ভুমি অফিসে বি,এস খতিয়ান আছে ৪ শতাংশ । আমি জমির দলিলটি বের করতে চাচ্ছি । আমি জমির দাতার নাম যানিনা এখন কি করতে পারি , আমাকে যদি একটি পরামর্শ দেন তাহলে উপকৃত হবো ।
জমিদার দাগ নাম্বার নিয়ে ভূমি অফিস থেকেই তো জানতে পারবেন জমিটা কে পূর্বে মালিক ছিলো
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন।
আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া ৯শতক জমির দলিল আছে কিন্তু আর এস রেকর্ড হইছে ১৮ শতক উটছে (((এখন কি দলিল টিকবে না আর এস খতিয়ান টিকবে
ভাইয়া আমিও এরকুম একটা ভুগান্তের মাধ্যমে আমি ১৯ ৮৩ সালের জমির দলিলটা খুজে পাচ্ছিনা জত টাকা লাগে ভাইয়া আমার দলিলটা খুজে দিবেন ভাইয়া আপনার নাম্বার দেন আপনার সাথে কথা বলতে চাই
ওয়ার্কিং খতিয়ানের বিষয়ে সেটেলমেন্ট অফিসে গিয়েছিলাম। অফিসের কর্মকর্তারা বলেন এগুলা ভুয়া কথাবার্তা। ১৯৮১ সাল
স্যার,
আমার বাবা চাচারা তিন জন। দাদার মৃত্যুর পরে আমার বাপ চাচারা বন্টন দলিল করে নি। দাদার এিশ শতক জমি ছিল। দশ শতক করে মৌখিক বন্টনে তিন জনে তিন দাগে নিয়েছে। চাচারা তাদের ভাগের জমি বিএয় করে দেয়। এখন আমার ভাগের জমি তে এক চাচা হিস্য হিসেবে ভাগ চায়। আমার করা খারিজ ও বাতিল করে চাচা হিস্যা হিসেবে এ ডি সি স্যার হতে আদেশ করে নেয়।
এখন আমি কি আমার খারিজ বহাল রাখতে আপিল বিভাগে আপিল করবো না কি চাচা যে জমিন অন্যএ বিএয় করে দিয়েছে সে জমিতে আমার হিস্যা চেয়ে মামলা করবো।
( চাচা যে জমি বিএয় করে দেয় সে জমিতে যাহারা কিনেছেন তাহারা বাড়ি করে দখল করে আছে) দয়া করে জানালে উপকৃত হবো।
আসসালামু আলাইকুম, ভাই একটা আর ও আর ফর্সা পাইনা আমি, অনলাইনেও ছাড় দিলে, তথ্য দেওয়া সম্ভব না বলে, আমি এখন কি করতে পারি?
খোকসা কথায়?
ভাই আমার জমি এগুলা অন্যের হাতে দখলে আছে 25 বছর ধরে দলিল আমার দাদুর নাম কিছু জায়গা বিক্রি হইছে যার কাছে সেই দখল করে রাখছে আমাদের কাছে দলিল নাই ওই জায়গাগুলো কিভাবে উদ্ধার করব একটু পরামর্শ চাই
ভিডিও ডেসক্রিপশনে whatsapp নাম্বার দেয়া আছে ভয়েস পাঠান।
এখানে এত কথা বলা যাবে না
আমার একটি দলিল হারিয়েছে সন জানা নাই কি ভাবে পাব
পুরো ভিডিওটা দেখার যার ধৈর্য নাই সে। দলিল পাবে না তো।
Vai 1898 saler dolel kivabe pabo
১৯৫০সনের দলিল তুলতে কত টাকা লাগে
প্রতিবছর হিসেবে খোঁজার জন্য ২০০ টাকা তবে এর চেয়ে বেশি তারা নিয়ে থাকে। এবং দলিল পাওয়া গেলে ১৫০০ থেকে ২০০০ টাকা লাগতে পারে।
মো:উজ্জল হোসেন নোক
ভাইয়া আমরা একটা জায়গায় নিজেরা ভোগ করতাম আমার আব্বু মারা যাওয়ার আগ থেকে কিন্তু আব্বু মারা যাওয়ার পর সেই জায়গাটার কোনো দলিল পাই না। আর আব্বু কিছু বলেও যায় নাই। এখন সেই দলিলটা কিভাবে খোজ করলে পেতে পারি প্লিজ একটু জানাবেন
1993 সালে আমার চাচার কাছ থেকে আমরা চাচার সম্পদ ক্রয় করি। 2005 সালে চাচা এসে বলে আমি জমি বিক্রি করি নাই। আমরা দলিল বের করতে গিয়ে ওরজিনাল দলিল খুঁজে পাই।আমরা যেটা পেয়েছি সেটা নাকি দলিলের নকল।কিন্তু আসল দলিল কিভাবে খুজে পাব?
ক্লিয়ার বলেন
নকল দলিল বলতে আপনি কোনটাকে বোঝালেন?
আসল দলিল এবং নকল দলিলের মধ্যে পার্থক্য কি? মানে জাল দলিল চেনার উপায় কি? এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনুগ্রহ করে আমাদের চ্যানেলে এসে সেই ভিডিওটি দেখুন।
দলিলে দলিল নাম্বার ক্রমিক নাম্বার তারিখ সাব রেজিস্টার বা জেলা রেজিস্টারের সাইন সিল থাকে তাহলে সেটা আসল দলিলের সার্টিফাইড দলিল। মানে সেটা নকল দলিল হলেও মূল দলিলের মতোই কার্যকরী। কিন্তু দলিলে যদি সাব রেজিস্টার এর সিল বা জেলা রেজিস্টার এর সিল সাইন যদি না থাকে দলিল নাম্বার কমিক নাম্বার দলিলদাতার নাম এগুলো না থাকলে তাহলে সেটি মূল দলিলও নয় বা মূল দলিলের সার্টিফাইড কপিও নয়।
১৯৭৩ সালের আমি দলিল খুঁজে পাচ্ছি না খুঁজতে গেলে বলতেছে যে ভলিউছেরা পড়ার অযোগ্য হয়ে গেছে এখন আমি কি করবো দয়া করে বলবেন
আমারও এমন একটা সমস্যা হইতেছে
আমার কক্সবাজার একটি হোটেলের শেয়ারের জমির খারিজ ও ডি সি আর হারিয়েছে আমি কিভাবে এটা পেতে পারি আমাকে অনুগ্রহপূর্বক পরামর্শ দিন
১৯৫০ সালে দলিল পাওয়া জাবে নাকি
কি ভাই বলেন তো কিছু
জেলা রেজিষ্ট্রী অফিসে গিয়ে খোঁজ নিন
ভাই পিট দলিল দিয়ে কি মিউটেশন করা যাবে, দয়া করে বলবেন?
কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার এই প্রশ্নের উত্তর হিসেবে একটি ভিডিও তৈরি করে দিয়েছি।