মাজার ভাঙ্গা নিয়ে জহির পাগলার তীব্র প্রতিবাদ | জহির পাগলার বাউল গান | Johir Pagla Baul Gaan.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • মাজার ভাঙ্গা নিয়ে জহির পাগলার তীব্র প্রতিবাদ | জহির পাগলার বাউল গান | Johir Pagla Baul Gaan.
    গুলিস্তানের গোলাপ শাহ মাজার ভেঙ্গে ফেলার পাঁয়তারা করছে অনেক দুষ্টচক্র। সারা বাংলাদেশে মাজার ভাঙ্গা ও মাজারের মধ্যে লুটতরার তালি আছে এক ধরনের দুর্বৃত্তরা।
    এর মাঝে নতুন করে আগামী ১১ই সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপশাহ মাজার ভাঙ্গতে “গুলিস্তানে গোলাপশাহ মাজার ভাঙ্গা কর্মসূচি” শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছে, যাতে প্রায় ১৩ হাজার মানুষ সাড়া দিয়েছে।
    অন্যদিকে মাজার অনুসারীরা একে অন্যায় বলে অভিযোগ করছে। দেশের অনেক জায়গায় তারা এটি প্রতিহতেরও চেষ্টা করেছে। সব মিলিয়ে মাজার নিয়ে একটি সংঘাতমূলত অবস্থানে পৌছেঁছে দেশের দুটি পক্ষ।
    বিবিসির প্রতিবেদন--
    সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে। যেখানে অনেকে মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন। তবে এই মাজার সংস্কৃতি ধর্মসম্মত কিনা, তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্নমত রয়েছে। তবে মাজারের বিরুদ্ধে একটি বড় অভিযোগ হলো অনেক সময় মাজার কেন্দ্রিক ব্যবসা, প্রতারণা, মাদক ব্যবহার হচ্ছে যা নিয়ে ক্ষিপ্ত অনেকেই।
    বিভিন্ন জায়গার মাজার ধংস :
    দেশে মাজার ভাঙ্গার যে হিড়িক চলছে, তাতে সর্বশেষ সংযোজন নারায়ণগঞ্জের দেওয়ানবাগ মাজার। এ জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবস্থিত ওই মাজারে শুক্রবার হামলা ও অগ্নিযংযোগের ঘটনা ঘটেছে, যাতে চারজন আহত হয়েছেন। সেদিন সকাল ৬টার দিকে কিছু লোক ওই মাজারে ঢুকে ভাঙচুর করে। মাজারের ভেতরে থাকা লোকজন তাদেরকে আটকাতে গেলে হামলাকারীরা তাদেরকে মারধর করেন।
    এর আগে গত ২৫শে অগাস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে আয়নাল শাহ দরগা নামে পুরোনো একটি মাজারও ভেঙ্গে ফেলা হয়েছিলো বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
    এছাড়া শাহপরান মাজার কর্তৃপক্ষ ঘোষণা দেন যে ওরসের সময় সেখানে কোনও গানবাজনা হবে না। মাজারের অন্যতম খাদিম সৈয়দ কাবুল আহমদ গতকাল একটি সংবাদ সম্মেলনে বলেন, “মাজারে উরুস উপলক্ষে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না।”
    এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেন, “দেখা গেছে গান বাজনার আড়ালে এইখানে মাদকের ব্যবসা করা হয়। যা আমরা খাদিম পরিবার কোনোভাবে সমর্থন করি না। এগুলোর তীব্র নিন্দা জানাই। এখন থেকে বৃহস্পতিবারের গান-বাজনা বন্ধ থাকবে। কেউ করার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করবো।”
    গণমাধ্যমের খবর অনুযায়ী, এক সপ্তাহের মাঝে সিরাজগঞ্জের দুইটি মাজারে হামলার ঘটনা ঘটে।
    সর্বশেষ হামলার ঘটনা ঘটে গত তেসরা সেপ্টেম্বর। ওইদিন বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ইসমাইল পাগলার মাজারে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর আগে গত ২৯শে অগাস্ট সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বামনজানি বাজারের পাশে আলী পাগলার মাজারও ভাঙচুরের ঘটনা ঘটে। এই মাজার ভাঙচুরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, লাঠি-সোঁটা, হাতুড়ি, শাবল হাতে একদল মানুষ মাজারের দেয়াল থেকে শুরু করে ছাউনি, সবকিছু ভেঙ্গে ফেলছে। ভাঙচুরকারীদের বেশিরভাগই বয়সে তরুণ। তাদের বেশিরভাগই পাঞ্জাবী-টুপি পরিহিত ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে এতে বলা হয়েছে, মাজারে হামলার আগে মাদ্রাসা ছাত্রসহ আশপাশের গ্রামের কয়েক হাজার লোক স্থানীয় কান্দাপাড়া হাটে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা মাজারে হামলা চালান। মাজারের বিভিন্ন স্থাপনায় আঘাত করার পর তারা দান বাক্স ও পাশেই থাকা খাদেমের ঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
    অবশ্য এই ঘটনায় নেতৃত্ব দেওয়া স্থানীয় শালগ্রাম জামে মসজিদের ইমাম গোলাম রব্বানীকে চাকরিচ্যুত করেন গ্রামবাসী।
    এদিকে, নাগরিক টেলিভিশনের একটি প্রতিবেদন অনুযায়ী, গত ১১ই জুলাই দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা অবস্থিত তিনশ’ বছরের পুরোনো বিবি সখিনার মাজার ভেঙ্গে ফেলা হয়েছে।
    সারা বাংলাদেশের মাজারগুলি ভেঙে ফেলা হচ্ছে, সেই মাজার কে যাতে না ভাঙ্গা হয়, তার জন্য বাউল শিল্পী জহির পাগলা তীব্র প্রতিবাদ জানালেন।
    ইসলামে মাজার জিয়ারত করা একটি সুন্নাত। মহানবী (সঃ) নিজেও তাঁর পিতামাতা এবং অন্যান্য প্রিয়জনদের কবর জিয়ারত করতেন। তবে ইসলামে মাজারে গিয়ে সেজদা করা সম্পূর্ণ হারাম। কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই শিক্ষা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আকিদার মূল ভিত্তি।
    তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে ভুল বোঝাবুঝি এবং শিক্ষার অভাবে। যারা মাজার জিয়ারতকে পূজা হিসেবে গণ্য করে, তারা আসলে ইসলামের মূল আকিদা এবং শিক্ষা থেকে দূরে।
    মাজার ভাঙ্গা.
    মাজার ভাঙ্গার খবর.
    মাজার,মাজার ভাঙ্গার ঘটনা.
    মাজার ভাঙ্গার প্রতিবাদ,মাজার ভাঙ্গার.
    মাজার ভাঙ্গা সিলেট.
    মাজার ভাঙা.
    মাজার ভাঙ্গার নিউজ.
    কেন মাজার ভাঙ্গা হচ্ছে.
    মাজার ভাঙ্গার ভিডিও.
    মাজার ভাঙ্গার দৃশ্যমাজার ভাঙ্গার ওয়াজ.
    মাজার ভাঙচুর.
    গাজীপুরের মাজার ভাঙ্গা.
    শাহ পরানের মাজার ভাঙ্গা.
    মাজার ভাঙ্গা যাবে কি???.
    মাজার ভাঙ্গা নিয়ে ওয়াজ.
    মাজার ভাঙ্গা নিয়ে ধোলাই.
    মাজার ভাঙ্গা কি ঠিক হচ্ছে.
    মাজার ভাঙ্গা আলী হাসান উসামা.
    মাজার ভাঙ্গা সম্পর্কে হাদিস.
    #মাজারভাঙ্গা #মাজারভাঙ্গারখবর #মাজার #মাজারভাঙ্গারঘটনা #মাজারভাঙ্গারপ্রতিবাদ #মাজারভাঙ্গার #মাজারভাঙ্গানিয়ে #মাজারভাঙ্গাসিলেট #মাজারভাঙা

Комментарии • 100