বাহিরের তুলনায় বাসায় পর্দা করা কেন বেশি কঠিন?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 сен 2023
  • বাহিরের তুলনায় বাসায় পর্দা করা কেন বেশি কঠিন?
    প্রতি শুক্রবার রাত ৮ টায় শায়খ আহমাদুল্লাহ এই চ্যানেল এবং শায়খের অফিশিয়াল পেজে লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানে তিনি সর্ব শ্রেণি-পেশার মানুষের দীনি জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন। এছাড়াও এই চ্যানেলে শায়খ আহমাদুল্লাহর জ্ঞানগর্ভ আলোচনা ও প্রশ্নোত্তর পাবলিশ করা হয়।
    এই চ্যানেলটির আগের নাম ছিল As-sunnah foundation. এখানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রমের আপডেটের পাশাপাশি শায়খ আহমাদুল্লাহর দীনি আলোচনা প্রকাশিত হতো। ফাউন্ডেশনের কার্যক্রমের পরিধি বর্ধিত হওয়ায় ফাউন্ডেশনের জন্য আরেকটি চ্যানেল খুলে এটিকে শায়খের নামে পরিবর্তিত করা হয়েছে। এখন থেকে এখানে শুধু শায়খের আলোচনা প্রকাশিত হবে।
    ফাউন্ডেশনের বর্তমান চ্যানেলের লিংক: / @as-sunnah-foundation-bd
    বিশেষ দ্রষ্টব্য: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শায়খ আহমাদুল্লাহর কোনো বক্তব্যকে কাটছাঁট করে প্রচার করে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা করলে তার দায়দায়িত্ব তাকেই বহন করতে হবে। অন্য কোনো চ্যানেলের কোনো কন্টেন্টের দায়িত্ব শায়খের ওপর বর্তাবে না। শায়খের নির্ভরযোগ্য আলোচনা শোনার জন্য অফিশিয়াল পেজ ও চ্যানেলের সাথে থাকুন।
    আমাদের চ্যানেলে প্রকাশিত সকল ভিডিও কপিরাইটমুক্ত। যে কেউ চাইলে দীন প্রচারের স্বার্থে কোনোরূপ পরিবর্তন-পরিবর্ধন ও সংযোজন ও বিয়োজন ছাড়া ব্যবহার করতে পারেন।
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    FOLLOW US ON :
    Facebook : sheikhahmadullahofficial
    telegram : t.me/SheikhAhmadullah
    Website : assunnahfoundation.org/
    Mail : assunnahfoundationbd@gmail.com
    Hotline : +88-09610-001089

Комментарии • 293

  • @tasfiamahin5777
    @tasfiamahin5777 11 месяцев назад +133

    বাড়িতে পর্দা করা অবশ্যই কঠিন। অনেক স্ট্রং হতে হয়। এজন্য বাসায় মেহমান আসলে মাঝে মাঝে বিরক্ত হই। আল্লাহ তায়ালা আমাদের বোনদের কবুল করে নিন এবং দুনিয়া ও আখিরাতের উত্তম প্রতিদান দান করুন। ❤

    • @user-og9lk2hs3y
      @user-og9lk2hs3y 11 месяцев назад

      😊

    • @cookinghousebyjannat
      @cookinghousebyjannat 10 месяцев назад

      আমীন।

    • @ummekulsum3917
      @ummekulsum3917 10 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @hriditasvariations4816
      @hriditasvariations4816 10 месяцев назад +12

      বাড়িতে মেহমান আসে আল্লাহর খুশিতে। মেহমান আসলে বিরক্ত হন এটা কেমন কথা!! এটা আল্লাহর রহমত। আপনি পর্দা করে থাকলে বোরখা পরে মুখ ঢেকে মেহমানের খেদমত করবেন বা আপনি ভেতরে থাকবেন পুরুষ যেন আপনার সামনে বা আপনি পুরুষের সামনে না যাবেন। আমার মামী আছেন একজন তিনি বড় হিজাব পরেন যখন আমরা কোন ভাইদের নিয়ে উনার বাড়ি যাই এবং অনেক যত্নসহকারে আপ্যায়ন করেন। মেহমান দেখে বিরক্ত হতে নেই।

    • @jakiasultana4786
      @jakiasultana4786 10 месяцев назад

      আপনি যে পিক দিয়েছেন।মাথায় ত কাপড় নাই। মাথায় কাপড় দিয়ে মুখে নিকাব দিয়া গরমের মধ্যে আপনি চলাফেরা করে দেখেন,না হয় নিজের রুম ছাড়া কোথাও বেরুতে না পারলে দেখবেন কেমন লাগে।কিস্ক্ষণ থাকা যায়।দিনের পর দিন থাকতে পারবেন আপনি,পারবেন না।তাই মেহমান আসলে বিরক্ত হতেই পারে। বিরক্ত হয়ে ঠিক না কিন্ত নিজের ঘরে নিজে যদি বন্দী থাকতে হয় তাহলে সেটা ঘর না হয়ে সেটা বন্দিখানা হওয়া যায়।মেহমান আসবে,খাবে দাবে ,চলে যাবে।

  • @PRIOBONAMAR
    @PRIOBONAMAR 11 месяцев назад +104

    খারাপ সময়ে সবার
    দরজা বন্ধ হয়ে গেলেও
    - আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না

  • @Rizakhan44
    @Rizakhan44 11 месяцев назад +179

    অনেক ছেলেরা রুমে প্রবেশ করার আগে অনুমতি নেয় না, খেয়াল করে না যে অকানে একটা মেয়ে থাকতে পারে বা একটা মেয়ে আছে, এই বিষয়টা খারাপ লাগে!!!!

    • @abedreza8532
      @abedreza8532 11 месяцев назад +24

      আমি একটি ইসলামী লেকচারের মাধ্যমে জানতে পেরেছি মায়ের ঘরে ঢুকতে হলেও অনুমতি নিতে হয় ।

    • @AbdullahAlMamun-bo1wp
      @AbdullahAlMamun-bo1wp 11 месяцев назад +11

      যে‌ বাড়িতে ছেলে আছে, আপনি আগে থেকেই সে বাড়িতে পর্দা রক্ষা করে চলবেন। আপনার সম্মান ও পর্দা রক্ষা করার দায়িত্ব আপনার নিজের।

    • @truthisbitter7086
      @truthisbitter7086 11 месяцев назад +25

      ​@@AbdullahAlMamun-bo1wp কিছু অভদ্র পুরুষ হুট করে আওয়াজ না দিয়ে ঢুকে যায়।আর বলে আরে আমি তোমার বাবার মত,ভাইয়ের মত। পর্দা করতে হবে না।
      বিশেষ করে পরিবার দ্বীনদার না হলে মেয়েরা এমন পরিস্থিতিতে পড়ে।

    • @mdmahiuddin521
      @mdmahiuddin521 10 месяцев назад

      😊টট্রগ্ট্গি

    • @cookinghousebyjannat
      @cookinghousebyjannat 10 месяцев назад +3

      সত্যি কথা বলেছেন।

  • @novaislam8116
    @novaislam8116 10 месяцев назад +28

    আলহামদুলিল্লাহ, বাবা এই দুই প্রকারের পর্দাই শিক্ষা দিয়েছেন।আল্লাহ কবুল করার মালিক।

    • @yasa7804
      @yasa7804 10 месяцев назад

      ভালো

  • @MDShanto-pc5yn
    @MDShanto-pc5yn 10 месяцев назад +11

    আমি মন থেকে চাই পরদা মেনে চলতে, আর ইনশাআল্লাহ বাইরে গেলে মানতে পারি কিন্তু বারিতেই পারিনা, আমার বিয়ে হইছে 2 মাস আমার সশুর বাড়ির ওরা পরদা নিয়ে উদাসীন, বুঝেনা কাকে পরদা বলে, আর আমি বিয়ের আগে আমার কাকাতো ভাইয়ের সামনেও জাইতামনা আর আমার হাজবেন্ড অ এই বিষয়ে কম বুঝে, আল্লাহ তুমি আমাকে খাস পরদা করার তৌফিক দাও আমিন। 🤲

  • @JamilaJannat-ud7oq
    @JamilaJannat-ud7oq 10 месяцев назад +26

    যৌথ পরিবারে পর্দা করা খুব কঠিন।

    • @cookinghousebyjannat
      @cookinghousebyjannat 10 месяцев назад +3

      একদম সত্যি কথা।ইচ্ছে থাকলেও অনক সময় পারিনা।আসলে এক্ষেত্রে পরিবারের সবার সহযোগীতা থাকতে হবে।

  • @Bismillah8096
    @Bismillah8096 11 месяцев назад +33

    আল্লাহ আমাদেরকে পর্দার বিধান মেনে চলার তাওফিক দেন,আমীন।

    • @nilmoni2861
      @nilmoni2861 10 месяцев назад

      ছুম্মা আমীন.....।

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

  • @nsnayem7807
    @nsnayem7807 10 месяцев назад +11

    যুগোপযোগী আলোচনা ,মাশাহআল্লাহ 4:40

  • @user-zp6wh7lf2j
    @user-zp6wh7lf2j 10 месяцев назад +9

    আলহামদুলিল্লাহ। 🤲🤲🤲পবিএ আল্লাহ সকলকেই হেদায়েত দান করুন। পবিত্র আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি ভাইয়া। 🤲🤲🤲🤍🖤❤️💚💛💜।

  • @most.muntahafariha8374
    @most.muntahafariha8374 10 месяцев назад +31

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,, একজন দীনহীন দাইউস স্বামীর সাথে সংসার করা যে কতটা কষ্টের, তা শুধু ওই মহিলা জানে।

  • @mdabusyed9312
    @mdabusyed9312 11 месяцев назад +39

    শায়েখের বর্তমান অবস্থা কেমন?
    কেমন আছেন উনি?

  • @imranmondol428
    @imranmondol428 11 месяцев назад +49

    আমি পরিবারে এই গুলা বলি তারা বুঝতেই চাইনা,আমি যখন বলেছি আমার বউ আমার ভাগ্নেদের সামনে দেখা দিবেনা,তারা রেগে মেগে ফায়ার,খুব টেনশনে আছি,মাও বুঝতে চাইনা😢

    • @JubayerAhmed-un9zu
      @JubayerAhmed-un9zu 11 месяцев назад +1

      Right

    • @mohsinajahan508
      @mohsinajahan508 11 месяцев назад +11

      ভাই আপনার উদ্দেশ্য অনেক ভালো। আমি একটা মেয়ে হয়ে বলছি এমন সমস্যা অল্প কিছুদিন আমিও ফেইস করেছি। কিন্তু পরিবার কয়দিন ঝামেলা করলেও পরে সয়ে যাবে। তখন আর কিছু বলবেনা। তাই শুরু থেকেই এই ব্যাপারে কঠিন হবেন। একটু ছাড় দিলে পরে বাকি মানুষজন বেশি ঝামেলা করবে।

    • @mdmynul3722
      @mdmynul3722 10 месяцев назад

      এই ভিডিও দেখান তাদেরকে

    • @hasiburrahman4897
      @hasiburrahman4897 10 месяцев назад

      Dhorjo dhoren... Allah vorosa thik hoye jabe sob..apni apnar kothay otol thaken...

    • @MdOmorfaruk-tm6im
      @MdOmorfaruk-tm6im 10 месяцев назад

      ভাই আপনে তাদের কে বুঝাবেন পর্দার বিষয়ে যে ভিডিও গুলো আছে তাদের দেখাবেন এবং ভালো ভাবে বুঝাবেন ভালো ভাবে না বুঝলে কড়া ভাবে বুঝাবেন। আপনে শক্ত হবেন তাহলে তারা মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ

  • @kamranahmed5347
    @kamranahmed5347 11 месяцев назад +11

    🎉 হে রাব্বুল আলামীন দয়া করে আমাদের সবার জন্য তোমার হুকুম আহকাম গুলো তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মেনে চলা সহজ করে দাও

  • @nusratjahanofficial4799
    @nusratjahanofficial4799 10 месяцев назад +10

    আল্লাহ হুজুরকে আরো বেশি করে নেক হায়াত। দান করেন জেনো আমরা আরো কিছু শিখতে পারি

  • @minaislam6544
    @minaislam6544 10 месяцев назад +11

    আসসালামু আলাইকুম হুজুর,,, আমি আপনার ওয়াজ শুনে থাকি। অনেক উপকৃত হচ্ছি,, আলহামদুলিল্লাহ ❤

    • @cookinghousebyjannat
      @cookinghousebyjannat 10 месяцев назад +1

      আমি ও অনেক না জানা প্রশ্নের সমাধান পাচ্ছি আলহামদুলিল্লাহ।

  • @user-ol3eg4fx1c
    @user-ol3eg4fx1c 10 месяцев назад +19

    হুজুর দিনের বেলা দরজা লাগিয়ে ঘুমালেও শুশুর শাশুরির কটু কথা শুনতে হয়!! পর্দা করাটা কষ্টকর হয়ে যায়! 😭

    • @shimulislam8388
      @shimulislam8388 6 месяцев назад

      Thik bolcen amaro aki obostha bon

    • @ragibkhan409
      @ragibkhan409 4 месяца назад

      Ami dhakai thaki barite gele amro ai obostha obosese ami nijeke sobsomoy dheke rakhi.tai jonno gramer barite jawar ecca hoy na.na geleo to kharap bolbe

  • @mirajbuninesstechnology1199
    @mirajbuninesstechnology1199 10 месяцев назад +16

    সমাজে এমন একটা নিয়ম চালু আছে,যে পর্দা করতে চাইলে অসামাজিক। ঘর কুনো 😢

    • @user-jl7mb8ff4f
      @user-jl7mb8ff4f 10 месяцев назад

      😒

    • @shantajannat1145
      @shantajannat1145 7 месяцев назад

      Gore porda kora onek kotin amio parina tik ai karone

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

  • @mdeliyasabdus1093
    @mdeliyasabdus1093 10 месяцев назад +14

    আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দিন হেদায়েত দিন হেফাজত করুন কুরআন এবং হাদীস অনুযায়ী চলার তৌফিক দিন আমীন

  • @Zaynahmed007
    @Zaynahmed007 11 месяцев назад +16

    ইনশাল্লাহ আমার স্ত্রীকে ঘরের বাহিরে যেভাবে পর্দা করিয়ে রাখার ইচ্ছা আসে তেমনি ঘরের ভেতরেও আরো বেশী পর্দা করানোর ইচ্ছা আসে। আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে কিন্তুু ইনশাল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাবো যদি আল্লাহ ভাগ্যে বিয়ে লিখে রাখেন😔😔

    • @stup149
      @stup149 11 месяцев назад

      Tor bap er mata asa

  • @jakaria4209
    @jakaria4209 10 месяцев назад +9

    কিন্তু আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ 😥😥😥

  • @cookinghousebyjannat
    @cookinghousebyjannat 10 месяцев назад +43

    আমাদের পরিবারগুলো সবকিছুই বুঝে শুধু এইটাই বুঝতে চায়না।😢😢😢

    • @user-sp6rh9zu6r
      @user-sp6rh9zu6r 10 месяцев назад +5

      বুঝে কিন্তু মানতে পারে না

    • @Arifanusrat5264
      @Arifanusrat5264 10 месяцев назад +3

      সেইম আমার পরিবারও সবকিছু বুঝে কিন্তু এইটা বুঝে না। বাসায় কোনো পুরুষ মেহমান আসলে আমাকে সেখানে যেতে বলে আমি না চাইলেও যেতে হয় 🥺

    • @cookinghousebyjannat
      @cookinghousebyjannat 10 месяцев назад

      @@Arifanusrat5264 একদম সত্যি বলেছেন আপু ❤️❤️❤️

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

  • @sahinasabnam3463
    @sahinasabnam3463 10 месяцев назад +1

    Jazakallah khairan sir . Mon shantir ekdom moner moto kotha alhamdulillah alhamdulillah alhamdulillah

  • @Newsofus1777
    @Newsofus1777 10 месяцев назад +1

    জাযাকাল্লাহু খাইরান

  • @silentgirl737
    @silentgirl737 2 месяца назад +2

    আমি প্রতিনিয়তই ফেস করি এই প্রবলেমগুলা!!পরিবারের মানুষগুলারেও বুঝাতে পারিনা!!অনেক স্ট্রাগল করতে হচ্ছে প্রতিনিয়তই আমাকে😢😢😢

    • @mdazad-ii2jh
      @mdazad-ii2jh 2 месяца назад

      আল্লাহ তৌফিক দান করুক

  • @kamalhossain1625
    @kamalhossain1625 10 месяцев назад +1

    MASAALLAH,MASAALLAH, MASAALLAH JAJAK ALLAH KHAYER!!!

  • @MstUrme-wk8rc
    @MstUrme-wk8rc 10 месяцев назад +2

    অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤

  • @mahbubmunshe1998
    @mahbubmunshe1998 11 месяцев назад +7

    ❤❤very impotant topic❤❤❤❤❤❤

  • @thatsgreatfood991
    @thatsgreatfood991 11 месяцев назад +4

    ইনশাল্লাহ

  • @Mahmudul-Hasan-
    @Mahmudul-Hasan- 10 месяцев назад +1

    মাশাআাল্লাহ

  • @RajGypsumDecoration
    @RajGypsumDecoration 11 месяцев назад +4

    আমিন

  • @user-lz8cx6tm1f
    @user-lz8cx6tm1f 11 месяцев назад +3

    ইনশাআল্লাহ

  • @Mr.SHuVOVlogs
    @Mr.SHuVOVlogs 11 месяцев назад +8

    আই লাভ ইউ আল্লাহ ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MdshohedulIslam-fz2bo
    @MdshohedulIslam-fz2bo 11 месяцев назад +3

    সঠিক কথা

  • @meandmomvlogs176
    @meandmomvlogs176 11 месяцев назад +5

    গুরুত্বপূর্ণ একটা বিষয় এ কথা বলেছেন।

    • @cookinghousebyjannat
      @cookinghousebyjannat 10 месяцев назад

      👍👍👍

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

  • @user-fp3yq3op7y
    @user-fp3yq3op7y 4 месяца назад

    আলহামদুলিল্লাহ

  • @AzZuhudMedia
    @AzZuhudMedia 11 месяцев назад +4

    মুহাম্মাদ আল মুকিতের নাশিদ গুলো অনুবাদ করি

  • @mohammedfakhrulislam9720
    @mohammedfakhrulislam9720 5 месяцев назад

    ঠিক বলেছেন আপনি 👍

  • @user-wk4ge6xn4v
    @user-wk4ge6xn4v 4 месяца назад

    এই কথা গুলো আমার মনের মতো

  • @user-uj8vp1ti1s
    @user-uj8vp1ti1s 2 месяца назад

    আলহামদুলিল্লাহ আমার স্বামি বাড়ির বাহিরে এবং বাড়ির ভেতরে পর্দা করার নির্দেশ দেয়। এবং এই বিষয়ে সাহায্য করে।

  • @salinaakter9023
    @salinaakter9023 10 месяцев назад +1

    Amin

  • @MdAlamin-rm4ew
    @MdAlamin-rm4ew 11 месяцев назад +1

    Right❤❤❤

  • @afia71565
    @afia71565 11 месяцев назад +1

    Right

  • @raheenasrainbowfamily5524
    @raheenasrainbowfamily5524 10 месяцев назад

    Allah subhanotala jeno susto kore den hujur ke ameen 🤲🤲🤲😭😭

  • @mdmhasin3002
    @mdmhasin3002 11 месяцев назад +5

    লজিক সবগুলোই সহমত জানালাম

  • @hasnahenakalpona942
    @hasnahenakalpona942 10 месяцев назад +2

    আল্লাহ যেন শায়েখকে স্সথ করে দেন।

  • @minaislam6544
    @minaislam6544 10 месяцев назад +4

    বর্তমানে কেমন আছেন? আল্লাহ আপনাকে হেফাজত করুন! আমিন❤

    • @cookinghousebyjannat
      @cookinghousebyjannat 10 месяцев назад

      একটা নিউজ এ দেখেছি হুজুরের অসুখ একটু ভালোর দিকে আলহামদুলিল্লাহ।উনাকে বাসায় নিয়ে আসা হয়েছে।পিঠে নাকি একটা ফোঁড়া অপারেশন হয়েছিল।

  • @user-jt6nw7cc1n
    @user-jt6nw7cc1n 11 месяцев назад +1

    Amio korty chay.allah khas porda korar toufik Dan koro.amin

  • @joynalmia5524
    @joynalmia5524 10 месяцев назад +3

    হুজুর আমি এক দাইউসের সাথে সংস্যার করি আল্লাহ যেন ওনানে হেদায়ত করেন দোয়া কইরেন

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

  • @abdulazlz7860
    @abdulazlz7860 6 месяцев назад

    ইনসা আল্লাহ আমি করি বাসার ভিতরে এবং বাহিরে ও করি

  • @ArifAcademyedu
    @ArifAcademyedu 10 месяцев назад

    right

  • @dhrubo7676.
    @dhrubo7676. 10 месяцев назад +7

    বাসায় এতো চাপ দেয় চাকরি করতে তাতে পর্দা না করলেই তাদের শান্তি,, কীভাবে ভালো করে আমি পর্দা করবো, 😢

    • @maksudadolymaksudadoly3917
      @maksudadolymaksudadoly3917 10 месяцев назад +2

      অপ্রয়োজনে কারো সাথে কথা বললেই হয়।আর নিজেকে সর্বদা চেষ্টা করতে হবে,যাতে পর্দা ভংগ না হয়।আল্লাহ ধ্যর্য ধরার তৌফিক দান করোন

    • @cookinghousebyjannat
      @cookinghousebyjannat 10 месяцев назад +1

      নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে বোন।আল্লাহ আপনার সহায় হোক।আমীন।

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      ১৫) মহান আল্লাহ বলেন, "মোমেন পুরুষগণ এবং মোমিনা নারীগণ পরস্পর পরস্পরের সহযোগী বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে বিরত রাখে (সূরা তওবা- ৭১)।
      # ইসলাম মেয়েদের জন্য মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার বিধান দিয়েছে ( সহী বুখারী, ই, ফা, হাদীস, নং-৮২৩, ৮২৪, ৮২৫, ৮২৮, ৮৩০, ৮৩১,৮৫৩, ৮৫৪, ৪৮৬২, ৮৫৪ এবং সহীহ মুসলিম, ই, ফা, হাদীস নং- ৮৭২ থেকে ৮৮২) ।
      কিন্তু ফেৎনা প্রতিরোধের লক্ষে তা নিষিদ্ধ করা হয়েছে।
      # ইসলাম মেয়েদের ঈদের নামাজের জামাতে হাজির হওয়ার কঠোর নির্দেশ দিয়েছে। (সহীহ বুখারী], ইসলামিক ফাউন্ডেশন, হাঃ নং - ৯২৩,৯২৮, ৯২৯, এবং সহীহ মুসলিম, ই, ফা, হাদীস নং-১৯২৭, ১৯২৮, ১৯২৯,)।
      কিন্তু ফিতনা প্রতিরোধের লক্ষে তা নিষিদ্ধ করা হয়েছে।
      # ইসলাম মেয়েদের বিশেষভাবে শিক্ষাদানের ব্যবস্থা করা ইমামের জন্য একটি বিশেষ পদ্ধতি হিসেবে জারি করেছে( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৮২১, ৯২৪, ৯২৬,৯২৭, ৫৪৬১, ৫৪৬০, ৫৪৬৩ এবং সহীহ মুসলিম,মিনা বুক হাউজ, হাদীস নং -১৯১৮, ১৯২১, ১৯২২, ১৯৩১, ১৯৩২,)।
      কিন্তু ফিতনা প্রতিরোধের লক্ষে তা নিষিদ্ধ করা হয়েছে।
      # ইসলাম নারীকে তার দীন ও দুনিয়াকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য জ্ঞান অর্জন করার হুকুম দিয়েছে। কিন্তু পেতনা প্রতিরোধের লক্ষে তা নিষিদ্ধ করা হয়েছে।
      # ইসলাম মেয়েদেরকে সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার বিধান দিয়েছে। কিন্তু পেতনা প্রতিরোধের লক্ষে তা নিষিদ্ধ করা হয়েছে।
      # ইসলাম মেয়েদের জীবিকা উপার্জনের জন্য (স্বামী যখন অক্ষম)বেচাকেনা ও কাজকর্ম করতে পারবে। কিন্তু ফেৎনা প্রতিরোধের লক্ষে তা নিষিদ্ধ করা হয়েছে।
      # ইসলাম বিধান দিয়েছে যে, মেয়েরা জিহাদের ময়দানে আহতদের সেবা-শুশ্রূষা এবং পিপাসার্তদের পানি পান করাতে পারবে। কিন্তু ফেতনা প্রতিরোধের লক্ষে তা নিষিদ্ধ করা হয়েছে।
      ইসলামী বিধান দিয়েছে যে, ইমাম বিধর্মী মহিলাদের সরাসরি ইসলামের দাওয়াত দিতে পারবে এবং বায়াত গ্রহণ করতে পারবে। কিন্তু ফেৎনা প্রতিরোধে লক্ষে তা নিষিদ্ধ করা হয়েছে।
      # ইসলাম বিধান দিয়েছে যে, তারা বাড়ির বাইরে চেহারা ও হাতের কব্জি পর্যন্ত খোলা রাখতে পারবে। কিন্তু ফেৎনা প্রতিরোধের লক্ষে তা নিষিদ্ধ করা হয়েছে।
      # ইসলাম বিধান দিয়েছে যে, তারা শরীয়াতের সীমার মধ্যে অবস্থান করে পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে পারবে। কিন্তু ফেৎনা প্রতিরোধের লক্ষে তা নিষিদ্ধ করা হয়েছে।
      এভাবে ফিতনা প্রতিরোধের আইনের মাধ্যমে মেয়েদের জন্য সমস্ত কিছু হারাম করে দেওয়া হয়েছে শর্তহীনভাবে। কিন্তু শর্তটি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না।
      একটি হালাল জিনিসকে যখন স্থায়ীভাবে হারাম করে দেয়া হয়, তখন তা হয় আল্লাহ এবং তাঁর রাসূলের বিরুদ্ধে মিথ্যারোপের নামান্তর। ফিতনা প্রতিরোধের নামে এই বাড়াবাড়ি জীবন যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার নামান্তর মাত্র।
      যে ব্যক্তি একটি হারাম কাজ করলো , সে নিজের উপর জুলুম করল। যে ব্যক্তি কোন হালালকে নিজের জন্য ও জনগনের জন্য হারাম করে দিল, সে নিজের উপর জুলুম করল এবং জনগণের প্রতিও জুলুম করল।
      মহিলাদেরকে ইসলামী জ্ঞানে পরিপুষ্ট হওয়ার সমস্ত অঙ্গন থেকে বিতারিত করে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে হাট-বাজার, রাস্তা-ঘাট, চৌরাস্তার মাথা, মাজার , হিজবুত তাওহীদ, দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী, সুরেশ্বরী, মাইজভান্ডারী সহ অন্যান্য পীরের দরবারে, পার্ক, সিনেমা হল, মোবাইল, ইন্ডিয়ান সিরিয়াল সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে। যেখান থেকে তারা যতসব অখাদ্য-কুখ্যাত গ্রহণ করে পরিপুষ্ট হচ্ছে। এদের গর্ভে জন্ম নিচ্ছে অনুরূপ পরবর্তী প্রজন্ম। ফলে দিন দিন নাস্তিকের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং পরকিয়া, ইভটিজিং, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, লিভটুগেদার ইত্যাদির মহোৎসব চলছে নির্বিঘ্নে। ওয়াজিব বা নফল নয়, এমন একটি বিষয়কে ফরজ করে ইসলামকে গেলার অযোগ্য ঢেঁকি বানিয়ে মোমেন বান্দাদেরকে শিয়া, কাদিয়ানী, খৃষ্ট ধর্ম ও নাস্তিকতাকে তাদের নিরাপদ আশ্রয়স্থল বানানো হয়েছে। আল্লাহ সবাইকে সহীহ বুঝ দান করুন। আমিন।
      -----------------------------+

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      ​@@maksudadolymaksudadoly3917হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      ​@@cookinghousebyjannat১৭) সুনানে আবু দাউদ।
      হাদীস নং-৪১১২। উম্মু সালামাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিলাম এবং তাঁর নিকট মাইমূনাহ (রাঃ)-ও ছিলেন। এ সময় ইবনু উম্মু মাকতূম (রাঃ) (অন্ধ সাহাবী) এলেন। ঘটনাটি আমাদের উপর পর্দার হুকুম নাযিলের পরের। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তোমরা তার থেকে আড়ালে চলে যাও। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! সে কি অন্ধ নয়? সে তো আমাদের দেখতে ও চিনতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদিও সে অন্ধ কিন্তু তোমরা উভয়ে কি তাকে দেখছো না?
      ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য নির্দিষ্ট। তুমি কি ইবনু উম্মু মাকতূম (রাঃ)-এর বাড়িতে ফাতিমাহ বিনতু কায়িস (রাঃ)-এর ইদ্দত পালনের বিষয়টি লক্ষ করো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাহ বিনতু কায়িস (রাঃ)-কে বলেছেনঃ ’’তুমি ইবনু উম্মু মাকতূমের বাড়িতে ইদ্দত পালন করো। কারণ সে অন্ধ লোক। তুমি সেখানে খোলামেলা পোশাকে থাকতে পারবে।’’ (সুনানে আবু দাউদ,[ তাহকিককৃত], হাদীস নং- ৪১১২)।
      🏀-------------------

  • @user-tb4pe9wk1p
    @user-tb4pe9wk1p 5 месяцев назад

    Assalamu alaikum.... Ami baire porda kore jete pari kintu bariteo 100% porda korar monobab niye coli...nijeke hefajot korar cecta kori.kintu apfoc hothat barir onk purus kono sound carai amar ariyai cole ase... Ami onk somoy songsarer kaj korte gor theke ber howa lage.. Ami dekhi kew nai tai gor theke ber hoy.. Onk somoy bujteo parina purus je ace ora hothat cole ase... Oder k bola hoyce amr aria asar somoy sound kore aste ora asena. Tai ami ber hole hothat dekhe pele...akhon ami kibabe nijeke hefajot korbo..janaben plz

  • @alauddinmujahid6800
    @alauddinmujahid6800 11 месяцев назад

    Assalamualikum, Led tv, sound box Repairing halal Na Haram pls janaban.

  • @kohinoorhaquekajoli-rz7sr
    @kohinoorhaquekajoli-rz7sr 10 месяцев назад

    Sottu e hujur barite porda kora khub e kothin tachara amra grame joitho poribare bas kori poribesta emon ghor theke ber hoatai mane karo na karo chokhe pora khub kosto hoy hujur doa korben jeno sothik porday thakte pari

  • @Sumikhanvlogs
    @Sumikhanvlogs 10 месяцев назад +1

    ❤❤

  • @user-gj2ki5wb7j
    @user-gj2ki5wb7j 10 месяцев назад

    Hujur mama ,nanar shamneo ki porda korte hobe?

  • @user-zd3ey5xn6m
    @user-zd3ey5xn6m 10 месяцев назад +1

    ❤❤❤

  • @akmatali9034
    @akmatali9034 10 месяцев назад

    Hujur apnar kachhe akti prosno je jodi kono sami tar stri ke poray tar jonno ki hobe? Karon quran o hadis royeche je jemon akta narike kono purus dekhne na ba sei narir awaj sunte parbe na temoni akta nario tar dui chokh diye kawke dekhte parbe na r tar awaj sunate parbe na. Jemon alkama radi. Hadith ta tobe amar family theke bola hoy tumi pordar sathe school jaw to be ki kore hobe jodi hadith dekhi tahole to jayez hochche na to be ader jonno ki bayan? Please🙏 hujur apni aii tar akta khulasa bolen

  • @tahminachowdhury-zv6kz
    @tahminachowdhury-zv6kz 11 месяцев назад +4

    Basar bitor e porda kor Kub kotin.....Allah sobaike kas porda korar tawfik din.. Amin.

  • @jannatislam5531
    @jannatislam5531 11 месяцев назад

    হুজুর আপনার কাছে আমার অনুরোধ আমাকে জানাবেন আমার ভাই আজ ৭বছর তাকি কুমায় আছেন এখন৷ তান রোজা বা নামাজ পড়ার কমতা নাই এখন আমরা কি আদায় করলে হবে আপনার কাছে জানতে চাই দয়া করে জানাবেন আশাবাদী

  • @amenaakter9761
    @amenaakter9761 10 месяцев назад +1

    আসসালামু আলাইকুম হুজুর, আমি বাসায় ওবাহিরে সব জায়গায় পরদা করি কিন্তু আমার সামী তার চরিত্রহীন ছেলের সামনে আমাকে রেখেছে,মানে আমার সৎ ছেলে তার বয়স ১৮,আমার বাসায় ভালো করে পর্দা করতে সমস্যা হয় এতে আমার কনো গুনাহ হবে?আমি বারবার আমার সামী কে এ ব্যপারে বলছি যে বডিৎ এ রাখতে কিন্তু উনি কনো কিছুই করেনি মানুষ যদি বলে সৎ মা বাসায় থেকে বের করে দিছে,আরো বহু ধরনের অত্যাচার পোহাচ্ছ আর শাররীক মানসিক ভাবে অসুস্থ হয়ে পরেছি,আমি সন্তানহিন নারী আমার জন্য দোয়া কইরেন।

  • @orinislam1745
    @orinislam1745 10 месяцев назад

    Assalamu alaikum,
    Hujur sosurer sathe o ki porda joruri?

  • @shahalamgir2594
    @shahalamgir2594 11 месяцев назад

    মাশাআল্লাহ শায়েখ। ১/ আমি আমেরিকা প্রবাসী মোবাইল রিফেয়ার দোকানে চাকরি করি। এখন আমি জানতে পারি আমার মালিক ক্রেডিট কার্ড দিয়ে ‌ক্রয় করে। আর আমি তা বিক্রি করি এটা কি আমার জন্য জায়েজ নি। দয়া করে জানাবেন।

  • @user-yw2zx3tp3p
    @user-yw2zx3tp3p 10 месяцев назад

    Amr vaia r Abu thake bashai tamon Kono Guna hoba ki huzur?

  • @jakaria4209
    @jakaria4209 10 месяцев назад

    Alhamdulillah amar basai amar ma ar ami chara keu nai

  • @gramerselepele
    @gramerselepele 11 месяцев назад

    Assalamualaikum sayekh kamon ashen akhon??

  • @fatemazohara6116
    @fatemazohara6116 11 месяцев назад +1

    Napak kapor dhuar shomoy je pani hate lage tate ki hat napak hobe...

  • @kingasif13
    @kingasif13 11 месяцев назад +4

    আমাদের ঘরে ও এই অবস্থা।

    • @cookinghousebyjannat
      @cookinghousebyjannat 10 месяцев назад +1

      আমার মনে হয় হাজারে দু'একটি পরিবার ছাড়া বাকি সব পরিবারের একই অবস্থা।

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

  • @mdazmain1426
    @mdazmain1426 10 месяцев назад +1

    আমি একজনকে বলছি সেজন্য আমি তাদের কাছে খারাপ।আল্লাহ তাদের হেদায়েত করুক।

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

  • @MounotaRahmanMounotaRahm-ib9ln
    @MounotaRahmanMounotaRahm-ib9ln 10 месяцев назад

    Join family porda kora Jorginho apnar sob kothai amar Samir family te mele ki kora bolen Tara Amon vabe chilo I asche

  • @user-cy7bp6mp7e
    @user-cy7bp6mp7e 11 месяцев назад

    🎉🎉🎉

  • @nadiahossain2250
    @nadiahossain2250 Месяц назад

    বাসায় পর্দা করা অনেক কঠিন।

  • @FahmidaAkhtarsorna
    @FahmidaAkhtarsorna 2 месяца назад

    আমাদের পরিবার গুলো সব কিছুই বুঝে, শুধু এটাই মানতে চায় না।

  • @Safwan.16
    @Safwan.16 11 месяцев назад

    Assalamualaikum Hujur amr akta prosno mosjide dukar por 2 rakt salat tahiyatul masjid ba dukulul mosjid porte hoy Ami foroj namazer 5/6 minute age mosjide gelam Akn Ami ki juhorer 4 rakat sunnat porbo naki dukulul masjid porbo?

    • @kishanarabi8818
      @kishanarabi8818 11 месяцев назад

      মসজিদে ঢোকার পর না বসে সুন্নাত বা ফরয নামাজের মাধ্যমেও তাহিয়্যাতুল মাসজিদের সালাত আদায় করা যায়।

    • @Safwan.16
      @Safwan.16 11 месяцев назад

      Ansr ta dwar jonno Tnx 🥰

  • @destinationparadise679
    @destinationparadise679 10 месяцев назад

    হুজুরের নিকট প্রশ্ন কিভাবে পাঠাবো?

  • @user-pc9tn8hr8y
    @user-pc9tn8hr8y 11 месяцев назад +2

    Barite pordha kora onek kotin,,,, doya korben ami jen pordha korta pari.....

  • @user-ni2zi9xi7v
    @user-ni2zi9xi7v 11 месяцев назад +4

    আসসালামুআলাইকুম হুজুর। আমার একটি প্রতিবন্ধী সন্তান আছে। আমি আবার সন্তান নিতে চাই। কিন্তূ আমি সিদ্ধান্ত নিতে পারছিনা আমি আবার সন্তান নিব কি নিব না। আমি কি আবার সন্তান নেওয়ার ব্যাপারে ইস্তেখারা করতে পারবো?

    • @mdmuhib1702
      @mdmuhib1702 11 месяцев назад

      ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্।
      জ্বী হ্যাঁ বোন, পারবেন ইনশাআল্লাহ্।
      জাজাকাল্লাহ্।

  • @anjihad3252
    @anjihad3252 4 месяца назад

    আল্লাহর কাছে একটাই চাওয়া যে একজন পর্দাশীল নারী কোপালে রাখে তার পর্দার জন্য যা করার দরকার সব করবো ইনশাআল্লাহ কিন্তু যার জন্য করবো তার যদি এই ইচ্ছে না থাকে তাহলে কি করারার

  • @ayeshaakther5360
    @ayeshaakther5360 11 месяцев назад +5

    হুজুর এখন কেমন আছেন?

    • @cookinghousebyjannat
      @cookinghousebyjannat 10 месяцев назад

      হুজুর এখন ভালোর দিকে আলহামদুলিল্লাহ।হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে।একটা নিউজ এ দেখলাম।

  • @afiaislam1999
    @afiaislam1999 10 месяцев назад +1

    হ্যাঁ একদম ঠিক আমার এটা বাসায় বুঝাতে পারিনা আফসোস

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      ১৭) সুনানে আবু দাউদ।
      হাদীস নং-৪১১২। উম্মু সালামাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিলাম এবং তাঁর নিকট মাইমূনাহ (রাঃ)-ও ছিলেন। এ সময় ইবনু উম্মু মাকতূম (রাঃ) (অন্ধ সাহাবী) এলেন। ঘটনাটি আমাদের উপর পর্দার হুকুম নাযিলের পরের। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তোমরা তার থেকে আড়ালে চলে যাও। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! সে কি অন্ধ নয়? সে তো আমাদের দেখতে ও চিনতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদিও সে অন্ধ কিন্তু তোমরা উভয়ে কি তাকে দেখছো না?
      ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য নির্দিষ্ট। তুমি কি ইবনু উম্মু মাকতূম (রাঃ)-এর বাড়িতে ফাতিমাহ বিনতু কায়িস (রাঃ)-এর ইদ্দত পালনের বিষয়টি লক্ষ করো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাহ বিনতু কায়িস (রাঃ)-কে বলেছেনঃ ’’তুমি ইবনু উম্মু মাকতূমের বাড়িতে ইদ্দত পালন করো। কারণ সে অন্ধ লোক। তুমি সেখানে খোলামেলা পোশাকে থাকতে পারবে।’’ (সুনানে আবু দাউদ,[ তাহকিককৃত], হাদীস নং- ৪১১২)।
      🏀-------------------

  • @user-nj2pb4xq6l
    @user-nj2pb4xq6l 10 месяцев назад +2

    ছেলেদের বয়স কতো হলে তাদের সাথে পর্দা করা ফরজ ??? ..... ১২ নাকি ১৫ বছর

    • @md.juwelrana9756
      @md.juwelrana9756 10 месяцев назад

      যে ছেলে বিয়ে বিষয়ে বুঝে তার সামনেই ফরজ।

  • @ashmaasha2292
    @ashmaasha2292 11 месяцев назад +1

    আসসালামুআলাইকুম হুজুর আমরা জানি যে মানুষ সৃষ্টির আগে আল্লাহ জিন সৃষ্টি করেছিল এবং জিনদের কে দুনিয়া থেকে ধ্বংস করা হয়েছিল তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন এখনো এত জিন কোথা থেকে আসলো আল্লাহ কি আবার নতুন করে তাহলে জিনদের কে সৃষ্টি করেছে।

  • @user-qh3bn4wl6q
    @user-qh3bn4wl6q 10 месяцев назад +2

    শায়েক আমার স্ত্রী পর্দা করে বাহিরেও করে ঘরের ভিতরে করার চেষ্টা করে আমার বাসার পরিবেশটা এত খারাপ,যদি আমার মাকে বলি আমার ছোট ভাইকে দরজা নক করে আসতে বলবা আমার মা বলে১২ বছর এক সাথে থাকলো পারল আবার এখন পর্দা পর্দা করে, নক করে আসতে হবে এসব বলে, শায়েক আমরা পুরুষ মানুষ খুবই অশান্তির মধ্যে আছি, স্ত্রীর অন্যায় দেখলে শাসন পারি, কিন্তু মা যখন আমার স্ত্রীর সাথে অন্যায় করে কিছুই বলতে পারি না আর না কখনো বলতে পারবো, আমার বাসায় আমার ভাগ্নি থাকে এত অশ্লীলভাবে থাকে এই বিষয়ে যদি মাকে কিছু বলি বাড়িতে অশান্তি, আমার মা বলে গরম লাগতেছে তাই ওইভাবে রয়েছে মামারা কি আর তাকাবে , সেখানে অন্যায় আমার তার মানে আমি দেখেও চোখ বন্ধ করে চলে যায়, এতোটুকু প্রশ্ন করতে গেলেও মা আমার সাথে খারাপ ব্যবহার করে, এখন আপনি আমাকে এ বিষয়ে কোনো ফতোয়া জারি করেন,

    • @BoroVai-tb3hb
      @BoroVai-tb3hb 10 месяцев назад +1

      আপনি সৎ কাজের আদেশ দিতে থাকেন তাতে যতই বাধা আসুক না কেন।মা হোক, বোন হোক, ভাই হোক তারা যদিও রাগ করে তাতে আপনি পিছপা হবেন না।কারণ রাসুলুল্লাহ সাঃ সৎ কাজের আদেশ দিতে গিয়ে প্রথমে নিজ বংশের হাতে জুলুমের শিকার হয়েছেন।তবুও তিনি সৎ কাজের আদেশ দিয়েই গেছেন।

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      ​@@BoroVai-tb3hb১৭) সুনানে আবু দাউদ।
      হাদীস নং-৪১১২। উম্মু সালামাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিলাম এবং তাঁর নিকট মাইমূনাহ (রাঃ)-ও ছিলেন। এ সময় ইবনু উম্মু মাকতূম (রাঃ) (অন্ধ সাহাবী) এলেন। ঘটনাটি আমাদের উপর পর্দার হুকুম নাযিলের পরের। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তোমরা তার থেকে আড়ালে চলে যাও। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! সে কি অন্ধ নয়? সে তো আমাদের দেখতে ও চিনতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদিও সে অন্ধ কিন্তু তোমরা উভয়ে কি তাকে দেখছো না?
      ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য নির্দিষ্ট। তুমি কি ইবনু উম্মু মাকতূম (রাঃ)-এর বাড়িতে ফাতিমাহ বিনতু কায়িস (রাঃ)-এর ইদ্দত পালনের বিষয়টি লক্ষ করো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাহ বিনতু কায়িস (রাঃ)-কে বলেছেনঃ ’’তুমি ইবনু উম্মু মাকতূমের বাড়িতে ইদ্দত পালন করো। কারণ সে অন্ধ লোক। তুমি সেখানে খোলামেলা পোশাকে থাকতে পারবে।’’ (সুনানে আবু দাউদ,[ তাহকিককৃত], হাদীস নং- ৪১১২)।
      🏀-------------------

  • @Zannati921
    @Zannati921 10 месяцев назад +1

    আসসালামু আলাইকুম
    আলহামদুলিল্লাহ আমি নবম শ্রেণিতে পড়ি মাধ্যমিক বিদ্যালয়ে সাইন্স বিভাগে তো আমি পর্দা সম্পর্কে অনেক কিছুই জানি এবং মানার চেষ্টা করি বাহিরে গেলে পা মোজা হিজাব বোরকা এবং মুখ ঢেকে যায়। কিন্তু স্কুলে কিছু কিছু সার ক্লাসে আসলে মুখ দেখাতে বলে কিন্তু আমি কোনদিন খুলিনি এই পরযন্ত তাতে আমি কি ঠিক করেছি নাকি সারেদের কথা অমান্য করেছি এতে কি আমার গুনাহ হবে দয়া করে আমাকে একটু জানাবেন 😢😢

    • @salmanfarchi9734
      @salmanfarchi9734 10 месяцев назад

      মাশআল্লাহ আপনি সঠিক কাজ করেছেন।

  • @fatemajannatsneha6243
    @fatemajannatsneha6243 11 месяцев назад +2

    দাদাবাড়ী, নানাবাড়ীর নিকটাত্মীয়দের মধ্যে কাদের সাথে পর্দা ফরজ তার উপরে ভিডিও দিবেন দয়া করে!

    • @mdmuhib1702
      @mdmuhib1702 11 месяцев назад

      আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ্।
      বোন, ১৪জন মাহরাম ব্যক্তিদের সাথে দেখা দেওয়া জায়েজ। বাদ বাকী সবাই গায়রে মাহরাম তাদের সামনে যাওয়ার অনুমতি নেই।
      এই ১৪জন মাহরাম তালিকাটি নেট থেকে দেখে নিবেন।
      জাজাকাল্লাহ্।

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      ​@@mdmuhib1702
      গায়রে মাহরামের সাথে সাক্ষাৎ করা জায়েজ নেই , আপনার এ কথার স্বপক্ষে কোন দলিল নেই। তবে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করতে পারবেন না।
      হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

  • @Aorat
    @Aorat 25 дней назад

    হুজুর চোখ ঢেকে পরদা করা জায়েজ আছে দলিল সহ

  • @nayemkhan2269
    @nayemkhan2269 10 месяцев назад

    Amar debor vasur Ase kintu pordha kora thik moto hoy na .akhon koronio

  • @FarihaNusratFahima
    @FarihaNusratFahima 2 месяца назад

    পরাশোনার বা চলা ফিরার মাধ্যে তো কত ছেলেদের সাথে কথা বলতে হয় বা তাদের সামনে যেতে হয় তাহলে কি করব🤔

  • @islamicvoiceten
    @islamicvoiceten 11 месяцев назад +7

    কপিরাইট প্রি ওয়েব সাইট তৈরি করার অনুরোধ রহিলো, যাতে মাসায়েল সম্পর্কে ভিডিও গুলো প্রি তে নেওয়া যায় ধন্যবাদ

    • @veryfar-w2v
      @veryfar-w2v 11 месяцев назад

      ei video gulo o copyright free, read the description

    • @islamicvoiceten
      @islamicvoiceten 10 месяцев назад

      হুজুরের আপডেট ভিডিও গুলো কোথায় থেকে নেওয়া যাবে জানাবেন, হাফেজ মাওলানা মেহেদী হাসান।

  • @dolenadolena2662
    @dolenadolena2662 10 месяцев назад

    😮

  • @mdnoyonnoyon9451
    @mdnoyonnoyon9451 10 месяцев назад +2

    দেবরের সামনে কি মুখ হাত দেখা যাবে কি না,,, জানাবেন

    • @user-jl7mb8ff4f
      @user-jl7mb8ff4f 10 месяцев назад

      না যাবেনা

    • @mdnoyonnoyon9451
      @mdnoyonnoyon9451 10 месяцев назад

      @@user-jl7mb8ff4f আলহামদুলিল্লাহ,,,জাযাকাল্লাহ খাইরান,,,, একটু রেফারেন্স দিয়ে বুঝিয়ে দিলে খুব উপকৃত হতাম

  • @MdMizan-n6x
    @MdMizan-n6x Месяц назад

    হুজুর দুলাভাইয়ে সামনে কি মুখ খুলা রাখা যাবে কি

  • @Salma-522
    @Salma-522 Месяц назад

    পরিস্থিতিতে যদি কন্ঠের পর্দা নষ্ট হয় কি করব😢

  • @mdmasudrana9169
    @mdmasudrana9169 2 месяца назад

    হুজুর আমি এই বিপদে আছি ভাসুর নিন্দের সামির সাথে দেখা দিতে হয় দেখা না দিলে বিপদে পড়তে হয় আমি এখন কি করব

  • @user-gf6fl4un7x
    @user-gf6fl4un7x 10 месяцев назад +2

    বাসার ভেতর পর্দা করার নিয়ম কি? শরীর ও মাথা ঢেকে প্রয়োজনে কথা বললে কি পর্দার খেলাফ হবে?

    • @olenaolena5642
      @olenaolena5642 10 месяцев назад +1

      প্রয়োজনে কথা বলা যাবে। কিন্তু সৌজন্য বিনিময় যেমন কেমন আছে এতটুকু জিজ্ঞেস করতে পারেন। এর বেশি কথা থাকার কথা না।
      সবচেয়ে উত্তম সামনে না এসে আড়ালে পর্দার পিছনে থেকে কথা বলা। যদি একান্তই বাধ্য হন তাহলে পরিপূর্ণ পর্দা করে কন্ঠের কোমলতা বা হাসাহাসি বর্জন করে কথা বলবেন ইন শা আল্লাহ।

  • @Didar.Babu3987
    @Didar.Babu3987 11 месяцев назад +1

    এই চ্যানেলে কাটা কাটা ভিডিও চাই

  • @user-sw2su8nv8f
    @user-sw2su8nv8f 10 месяцев назад +3

    বাধা দেয় না হুজুর, কিন্তু সহযগীতাও করেনা, বলেই না কাওকে কিছু

  • @Arifanusrat5264
    @Arifanusrat5264 10 месяцев назад +1

    হুজুর আমি পর্দা করতে অনেক ভালোবাসি। আমি সব সময় বাহিরে গেলে বোরকা পরে যাই । কিন্তু আমার পরিবার সেটা মানতে চাই না আমি বোরকা পরি বলে আমাকে অনেক বকাঝকা করে। বাসায় কোনো পুরুষ মেহমান আসলে আমাকে সেখানে যেতে বলে আমি যেতে না চাইলেও আমাকে সেখানে যেতে বলে। এখন আমি কি করবো হুজুর। আমার জন্য পর্দাটা খুব কষ্ট হচ্ছে 🥺🥺😭😭 প্লিজ হুজুর আমাকে একটা উপায় বের করে দেন

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

    • @rafiquesheikh4289
      @rafiquesheikh4289 4 месяца назад

      যারা আপনাকে পর্দা করতে বাধা দেয় ও পরপুরুষের সামনে যেতে বাধ্য করে তারা অবশ্যই দাইয়ুস। তাদের জন্য জান্নাত হারাম। আপনি তাদের হেদায়াতের জন্য সর্বদা দোয়া করবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীকে ভালোকরে বুঝাবেন যে আমার জন্য পর্দা করা ফরজ এতে যদি উনি অসন্তুষ্ট হন তাহলে উনার সংসার ছেড়ে দেওয়া আপনার জন্য উত্তম।

  • @ayshasiddika6994
    @ayshasiddika6994 11 месяцев назад +4

    চেষ্টা করেও পারিনি হুজুর। পরিবার থেকেই বাধা দেয়।..

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 7 месяцев назад

      হাদীস: কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)।
      এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব।
      দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে।
      হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে।
      গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ ।
      ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে।
      -------------------

  • @IsmailKhan-hb9id
    @IsmailKhan-hb9id 10 месяцев назад

    Amar sami bole nonoder samir samne boro kore ghomta diye rakhte kinto amar valo lagena sodho ghomta diye thaklei hobe