Kamakhya Temple Guwahati || কামাখ্যা মন্দির গৌহাটি || Brahmaputra River Cruise

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 776

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  3 года назад +114

    এই পর্ব একটু দীর্ঘ কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আরো কিছু তথ্য পেয়ে যাবেন ভিডিও র Description বক্স এ.. আর আমি আবারও নতুন এর খোঁজে.. ফিরব খুব তাড়াতাড়ি..

    • @ratnaacharya9598
      @ratnaacharya9598 3 года назад +5

      Bhalo laglo

    • @sushobbies
      @sushobbies 3 года назад +2

      Dada... Thank you, ami tomar sob vedio dekhi, but ei trip tar expenses ar hotel er details Diya akta vedio Koro na plz

    • @ayushidas9374
      @ayushidas9374 3 года назад

      Dada Bus a Jawa Jay

    • @ayushidas9374
      @ayushidas9374 3 года назад

      Beshi somoy lage na

    • @sargamthemusicacademy2460
      @sargamthemusicacademy2460 3 года назад

      Khub khub khub valo leeches.
      Dada apnar notun vedio
      Dakhar jonno adir protikkhay thaki.amar to mone hoy bengoli travel chanelgulir moddhe ata 1 no.Asay roilam aro notun kichu dakhar jonno.God bless 🙌 you. Tata👋👋👋

  • @souravbhowmik2274
    @souravbhowmik2274 3 года назад +75

    ভারতের ১নম্বর বাংলা ভাষার ট্রাভেল ইউটিউব চ্যানেল। ধন্যবাদ কৌশিকদা এত সুন্দর উপস্থাপনার জন্য।

    • @abhinabosarkar7563
      @abhinabosarkar7563 3 года назад +2

      Kousik Babu No 1

    • @studystudio7849
      @studystudio7849 3 года назад +1

      @@ক্ষণজনিসারজু Na Na Koushik Da i bhalo beshi

    • @sabyasachisarkar4432
      @sabyasachisarkar4432 3 года назад +1

      ১নং বাংলা ভাষার ট্রাভেল ইউটিউব চ্যানেলের একটা ভুল হয়েছে সেটা হল ব্রহ্মপুত্র নদী নয় এটি একটি নদ।

    • @rockcy9942
      @rockcy9942 2 года назад

      Kaushik da no.1

    • @gameslover8480
      @gameslover8480 2 года назад

      Akdom bhai 💓🙏🏼🙏❤️

  • @Rahulkumar-cq5xx
    @Rahulkumar-cq5xx 2 месяца назад

    Darunn Dadaaa. Welcome to the Land of Maa Kamakhya and Lord Shiva!💕💕🩷🩷

  • @ArjunAbir280
    @ArjunAbir280 3 года назад +10

    ওঁ কামাক্ষা বরদে দেবী নীলপর্বত বাসিনী।
    ত্বং দেবী জগৎ মাতং যোনিমুদ্রে নমোস্তুতে।।
    জয় মা কামাক্ষা.....তোমার চরণে সহস্রকোটি প্রনাম মা....
    অনেক অনেক ধন্যবাদ প্রিয় কৌশিক দাদা.....
    love from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
    একদিন আসবো মাকে দর্শন করতে... যদি মায়ের কৃপা হয়....

  • @arkadip1515
    @arkadip1515 3 года назад +37

    কত জায়গায় যাওয়ার ইচ্ছে রয়েছে। কামাখ্যা তার অন্যতম। এই সতীপীঠ দেখার বাসনা আছে। জয় মা কামাখ্যা 🙏🙏🙏

    • @upamadasgupta2061
      @upamadasgupta2061 3 года назад +1

      Maa khub jagroto. Mon diye dakun. Nischoy tini ekdin apnar ichha purno korben. Soti pith gele tar voirab keo ( shib proti soti pithe er ashrpashe boirab hishabe birajo man ) pujo diye ashben somvob hole. .ekhane voirab holen umananda. Nodi pathe alpo somoy e lage jete.

    • @siprachandra6075
      @siprachandra6075 2 года назад

      Jai maa kamakhya mata ji ki joy pranam Kori bless us always with love pranam Kori maa go

  • @soumyakumar3790
    @soumyakumar3790 3 года назад +22

    কৌশিক দা তুমি অনেক দিনের ইচ্ছে পূরণ করে দিলে । দারুণ দাদা ❤❤❤😍😍😍💯💯💯

  • @kausikpal2509
    @kausikpal2509 3 года назад +3

    জয় মা কামাখ্যা । অপূর্ব সুন্দর । দারুণ হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে ।

  • @NewsGeopolitics
    @NewsGeopolitics 3 года назад +3

    শিহরণ জাগানোর মতো উপস্থাপনা। অনেকবার গিয়েছি এই মন্দিরে। আবারো আরেকবার তোমার জন্য দেখতে পেলাম অন্যভাবে, অন্যরুপে। ❤️

  • @machebhatebangali4043
    @machebhatebangali4043 3 года назад +10

    খুব ভাল লাগল, আমরা যখন গিয়েছিলাম তখন এরকম বসার জায়গা ছিল না।খুব ভাল ব্যাবস্থা। জয় মা কামাখ্যা 🙏🙏🙏

  • @mahaprabhu1008
    @mahaprabhu1008 3 года назад +2

    খুব ই উপভোগ করলাম, আমি ২০১৮সালে কামাখ্যা মন্দির সহ আসাম,কাজিরাঙগা ও শিলঙ দর্শন করতেছিলাম সেই স্মৃতি মনে পড়ে গেল। মন্দির দর্শনের ভালো সময় ভোর ছটার সময় তখন অনেক ফাঁকা থাকে।

  • @ratanbhowmick5002
    @ratanbhowmick5002 3 года назад +2

    খুব সুন্দর মন্দির এবং অন্যান্য ব্যবস্থা। খুব ভালো লেগেছে।

  • @tuhinasen4668
    @tuhinasen4668 3 года назад +2

    আমি এমন একজন ভ্রমন পিয়াসি মানুষ যার সাধ আছে ঢের সাধ্য সেই অর্থে নেই।
    তোমার video দেখে মানস ভ্রমন করি। তুমি নিজেও janona আমাকে এবং আমাদের মতো কত মানুষকে তুমি নিজের অজান্তেই কতখানি আনন্দ দাও। তোমাকে অনেক ধন্যবাদ কৌশিক da। তুমি সুস্থ থাকো valo থাকো। এভাবেই আরও এগিএ যাও।

  • @ushashreenandinandi948
    @ushashreenandinandi948 2 года назад

    তোমার সব ভিডিও আমি খুবই পছন্দ করি।. তোমার উউপস্থাপনার আমার ভীষণ ভালো লাগে।

  • @arkaganguly9919
    @arkaganguly9919 3 года назад +6

    জয় মা কামাখ্যা ।। ২০১৬ সালের অসম ও মেঘালয় ভ্রমণের অভিজ্ঞতা আবারো স্মরণ করলাম ।। দারুণ দাদা ।। আবারও অনেক নতুন ভিডিও র অপেক্ষায় রইলাম দাদা ।।

  • @subhrasarkar1146
    @subhrasarkar1146 3 года назад +2

    কামাখ্যা দর্শন করতে আমাদেরও 3 ঘন্টা লেগেছিলো,তবে দর্শনার্থীদের সুবিধার্থে বসার জাগায়গার পাশাপাশি খাঁচার ভিতর পাখার ব্যবস্থাও খুবই ভালো।অল্প কয়েকমুহূর্তের মধ্যে দর্শনের অনুভূতি সত্যি মনকে আবিষ্ট করে।

  • @sujitmalakar9141
    @sujitmalakar9141 3 года назад

    Khub.bhalo.apner.vedio.gulu.bhagabaner.tirtha
    Sthan.dekhanor.jonno.thanku.

  • @chandranathdey6437
    @chandranathdey6437 3 года назад +4

    আপনার উপস্থাপনা অসাধারণ, বাড়িতে থেকে কামাক্ষা মন্দির দর্শন করতে পারলাম। আমাদের মানষিক তৃপ্তি দেবার জন্য অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। 🙏

  • @suvrahaldar4761
    @suvrahaldar4761 2 года назад

    তোমার বলার ধরনটা এতো সুন্দর ,বর্ননাময় যে চোখ বুজলেই যেন সেই জায়গাটা দেখতে পাই ৷ সেইজন্য জায়গার সৌন্দর্য্য আর তোমার বর্ননাময় অভিজ্ঞতা, বর্নময় সৌন্দর্য্য সব মিলেমিশে একাকার হয়ে যায় ৷ ধন্যবাদ কৌশিক ৷

  • @purnagopalmandal5040
    @purnagopalmandal5040 3 года назад +2

    আপনার গৌহাটি ভ্রমণের ভিডিও খুব ভালো লাগলো কৌশিকদা। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।

  • @keyaganguly46
    @keyaganguly46 Год назад

    জয় মা কামাখ্যা। অসাধারণ লাগলো। এই তীর্থ দর্শনের ইচ্ছা বহুদিনের। দেখা যাক কবে দেখা হয়। অনেক প্রয়োজনীয় তথ্য পেলাম। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। মা কামাখ্যা আপনার মঙ্গল করুন।

  • @DipayanBanerjee560
    @DipayanBanerjee560 7 месяцев назад

    জয় মা কামাখ্যা। অসাধারণ এবং সুন্দর ভিডিও দাদা খুবই ভালো লাগলো। মন টা কে ভালো করে দিলো

  • @sb6977
    @sb6977 3 года назад +5

    ভাই, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, এতটাই অভিভূত হয়ে গেছি তোমার এই পর্বটা দেখে ; এত ভালো লেগেছে যে কি বলবো, অপূর্ব..অপূর্ব..💖💖💖

  • @satyapriyasinha1814
    @satyapriyasinha1814 3 года назад +1

    Darun asowme laglo khub valo

  • @AjantaUpadhyaya
    @AjantaUpadhyaya 3 года назад +1

    আমি 2015তে গৌহাটি শিলং গিয়েছিলাম। কামাখ্যা মন্দির দেখতে অনেক সময় লেগেছিল প্রায় সাড়ে তিন ঘণ্টা। সকাল সাতটায় গিয়েছিলাম। এই ভিডিও দেখে পুরানো কথা মনে পড়ে গেল। খুব ভালো লাগলো ভিডিও টা। আমরা ঐ ক্রুজে চাপিনি। তবে নৌকা করে উমানন্দ গিয়েছিলাম। বিকালের ব্রম্ভপুত্র নদের সৌন্দর্য মুগ্ধ করে।

  • @dilipkumaradak2109
    @dilipkumaradak2109 Год назад +1

    কৌশিক দা তোমার ভিডিও অশাধারন 👌❤️ ধন্যবাদ

  • @subhasisray4718
    @subhasisray4718 3 года назад +3

    ভ্রমণের প্রথম দৃশ্যটিতে মন ভরে গেল।

  • @rupapathak8196
    @rupapathak8196 3 года назад +2

    অপূর্ব, অপূর্ব!! মন্দির দর্শনের বৈরাগ্য, ব্রহ্মপুত্রের গেরুয়া রং এর হাতছানি, সঙ্গে পুজোর গন্ধমাখা কাশফুল , একটা রেশ থেকে গেলো............😌😌👌👍👍

  • @anuradhamodak4824
    @anuradhamodak4824 3 года назад +2

    গৌহাটি(মালিগাঁও) আমার মামাবাড়ি, জন্ম শহর ও বটে ,,,, অনেকটা দূরে হওয়ায় অনেক দিন যাওয়া হয় নি কিন্তু তোমার ভিডিও টা দেখে মনে হলো আমি এখন গৌহাটিতেই আছি । মা কামাখ্যা ও ব্রহ্মপুত্র দুইটিই গৌহাটির অলংকার ।

  • @ashokbanerjee1491
    @ashokbanerjee1491 3 года назад +2

    খুব খুব ভালো লাগলো ভিডিও টা ♥️👍👍
    জয় মা কামাখ্যা 🙏🙏
    ভালো থেকো 😊😊

  • @hridoydas131
    @hridoydas131 2 года назад +1

    কামাখ্যা মন্দির দর্শন করার খুব ইচ্ছে আছে যদি ভাগ্যে থাকে তাহলে হয়তবা খুব তাড়াতাড়ি মার মন্দির দর্শন করতে পারবো । ধন্যবাদ দাদা ভিডিও মাধ্যমে দেখানোর জন্য ❤️❤️🇧🇩

  • @sangitamukherjee6080
    @sangitamukherjee6080 3 года назад +1

    কামাখ্যা আমার খুব প্ৰিয় । Thank you Koushik da

  • @subhajitdas8538
    @subhajitdas8538 Год назад +1

    5 বছর আগে গিয়েছিলাম। সেই স্মৃতি মনে করিয়ে দিলেন।

  • @polydas7394
    @polydas7394 2 года назад

    আমি দুবার সুযোগ পেয়েছি কামাক্ষা দর্শনের। লাস্ট ২০১৯এ গিয়েছিলাম অনেক ভীড় আর লম্বা লাইন শেষে পূজো দিয়েছি। আর এত সুন্দর করে সাজিয়েছিলো মন্দির ফুল দিয়ে এক কথায় অসাধারণ। কামাক্ষা থেকে আরেকটু উঁচুতে আরেকটি মন্দির আছে ওখান থেকে ব্রহ্মপুত্র নদের ভিউটা এক কথায় মন পাগল করার মতো।

  • @anganamukherjee7570
    @anganamukherjee7570 3 года назад

    অপূর্ব অপূর্ব চোখ জুড়িয়ে গেল ভিডিও টা দেখে

  • @soumyajitchandra
    @soumyajitchandra 3 года назад +2

    প্রতিবার এর মত খুব সুন্দর ভিডিও হয়েছে কৌশিক দা। আর ওই মহালয়ার পার্ট টা just osadharon 👌👌👌

  • @mousumiganguly500
    @mousumiganguly500 3 года назад +1

    khub valo laglo, gharay bosay kamakkha temple, brahmaputra river, Sab dekhlam, ok will wait for another interesting vlog, by the apni ekjon valo kabborashik, 👌👍

  • @arvindrai944
    @arvindrai944 2 года назад

    খুব ভালো লাগলো তাই তো বলি এত সুন্দর হয়েছে ছবি রাতের পর দিন না আসা এ কথা টা খুব ভালো লেগেছে

  • @TOPTRAVELVLOG
    @TOPTRAVELVLOG 3 года назад +2

    খুবই সুন্দর লাগলো ভিডিও টি.
    Wonderful place. Nice creation.
    Great work friend.

  • @ushapaul1510
    @ushapaul1510 3 года назад +1

    তোমার উপস্থাপনার জন্য ভ্রমন গুলো এত সুন্দর হয়। ধন্যবাদ ভাই।

  • @s4somnath
    @s4somnath 2 года назад

    খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা খুব সুন্দর ভিউ দেন সত্যিই অসাধারণ বসে বসেই সব দর্শন হয়ে যাচ্ছে। ধন্যবাদ👍👍👍👍❤️❤️❤️

  • @alarvaidelaalarvaidela7185
    @alarvaidelaalarvaidela7185 3 года назад +1

    কামাখ্যা মন্দির টা খুব সুন্দর লেগেছে, মন্দির চার পাশে টা খুব সুন্দর, কৌশিক জন্য দেখতে পেলাম অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো শুভ রাত্রি ♥️🌝♥️🌝♥️

  • @alarvaidelaalarvaidela7185
    @alarvaidelaalarvaidela7185 3 года назад

    ঘরে বসে কামাখ্যা মায়ের দর্শন করলাম ভালো লাগলো, কৌশিক জন্য

  • @sandiproy6649
    @sandiproy6649 2 года назад

    ধন্যবাদ কৌশিক বাবু এতো সুন্দর উপস্থাপনের জন্য 👌👌👌Very very nice 👌👌👌

  • @rebadas506
    @rebadas506 3 года назад +4

    জানি কোনো দিন যেতে পারবো না।তোমার এই ভিডিও দেখে মনে মনে মা কে প্রণাম জানালাম। জয় মা কামাখ্যা 🙏🌺🌺🙏।।তোমার জন্য অনেক শুভ কামনা রইলো

  • @kamaldas5834
    @kamaldas5834 3 года назад

    Ek kathaay asadharon, ei rakam 1ta upasthaponar janya sattyiee dhanyabad, khub khub valo thakben

  • @sgtravelmathssamirghosh3045
    @sgtravelmathssamirghosh3045 3 года назад +1

    খুব ভালো লাগলো, মন্দির দর্শন তো, সাথে উপরি পাওনা ক্রুজ থেকে অসাধারণ দৃশ্য।

  • @sagarmajumdar3276
    @sagarmajumdar3276 3 года назад

    খুব ভালো লাগল।তোমার ভিডিও মারফত কামাখ্যা মন্দির দর্শন হলো।আর কি চাই,এজন্য তোমাকে ধন্যবাদ জানাই।তোমার ভিডিও আমি মিস করিনা।তোমার আরও সুন্দর সুন্দর ভিডিও র জন্য ওয়েট করে রইলাম।
    জয় কামাখ্যা মাতা কি জয়।

  • @saswatiganguly4679
    @saswatiganguly4679 2 года назад

    Asombhob sundor...Jai ma kamakhya..Train cholakalin j ato sundor bhabe Dam er jol charar drishyo camerate dhora pore ei prothom dekhte plm..tomar chokh diea Kamakhya Maa er mondir dorshon holo etao birat bgagyo amader ...khub valo laglo..valo theko

  • @debjanipal5450
    @debjanipal5450 Год назад

    এই জায়গার প্রতি আমার আলাদা টান রয়েছে। আমার জন্মস্থান।

  • @KolkataLEGENDZ
    @KolkataLEGENDZ 2 года назад

    Thiz video really HELPED me to gO *maa **#KAMAKHYA** mandir!*

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 3 года назад +1

    জয় মা কামাখ্যা 🙏🙏 খুব ভালো লাগলো 👌👌 দারুন information 👍

  • @abhimukhopaddhay938
    @abhimukhopaddhay938 2 года назад +1

    এত সুন্দর উপস্থাপনা অন্য কোনো ভিডিওতে খুব কমই দেখেছি, ঘরে বসেই দর্শন হয়ে গেল অনেকটা, আমার অনেকদিনের ইচ্ছা মায়ের কাছে যাওয়ার, পূজো দেওয়ার, এখনও সম্ভব হয়ে উঠেনি জানিনা মা কবে ডাকবেন সেদিন নিশ্চয়ই যাবো

  • @sanamvlogs1058
    @sanamvlogs1058 2 года назад +1

    বৰ ভাল লাগিল Kamkhya চাই.i love my plece guwahati❤❤❤❤❤❤❤❤❤

  • @ratnamallick6530
    @ratnamallick6530 3 года назад +8

    Sun-set on the Bramhoputtra is just unique 👌❤

  • @prosontajana1756
    @prosontajana1756 2 года назад

    দাদা আপনার কন্ঠ এবং ব্লগে একটা যাদু আছে যা আমাকে মুগ্ধ করে ।।

  • @sujata6001
    @sujata6001 3 года назад

    Ki apurbo prakritik drisya. Asadharon ei porbo.

  • @bhanupriyasarkar07
    @bhanupriyasarkar07 3 года назад

    Prottek barer moto abaro ekta sundor video dewar jonno dhonnobad.Joy maa kamakhya 🙏

  • @sanjibvlogs5778
    @sanjibvlogs5778 3 года назад +1

    কৌশিক দা দারুন দিয়েছো তুমি

  • @mallikakundu5805
    @mallikakundu5805 3 года назад

    Ohh myyy God so beautiful,so calm nice video lko theke kakimaa

  • @AyanKoley
    @AyanKoley Месяц назад

    অনেক ধন্যবাদ আমি গোহাটি তেই আছি যাবর প্ল্যান করছি আজ আপনার ভিডিও দেখে খুব সাহায্য হলো 😊 দর্শন করতে পারলে আজ আবার এসে ধন্যবাদ দিয়ে যাব ❤

  • @amithazra3638
    @amithazra3638 3 года назад

    খুব সুন্দর ভিডিও ধন্যবাদ আমাদের বাড়ি সবাই দেখে

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 3 года назад

    asdharon asadharon brombhaputrer opore surjaster ranga phag, joy maa kamakhya

  • @SomjitBhattacharyya
    @SomjitBhattacharyya 3 года назад +20

    2013 te ei Cruise e ghurechilam...

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  3 года назад +3

      ❤️❤️

    • @aswinikamila3070
      @aswinikamila3070 3 года назад +1

      @@TravelWithKoushik কৌশিক তোমার ভিডিও আমার নাতি খুব পছন্দ ে করি। খুব ভালো লাগে আরো আরো দেখার জন্য রহিলাম শুভরাএ

    • @tulikadolui1001
      @tulikadolui1001 3 года назад

      Tomar khub vogovolo

    • @tulikadolui1001
      @tulikadolui1001 3 года назад

      Tomar sobo vido daki

  • @sifatrahman5659
    @sifatrahman5659 3 года назад

    অসাধারণ হয়েছে মন্দির এবং আরও অনেক দেখলাম তারমধ্য বোড এ ঘুরা আজকে অনেক মজা পেলাম ধন্যবাদ দাদা

  • @kalpanasinharoy5947
    @kalpanasinharoy5947 3 года назад +1

    ২০১২ তে গেছি লাম। আজকে আবার তোমার সৌজন্যে দেখছি। ধন্যবাদ কৌশিক।

  • @sharmilaraychaudhury4542
    @sharmilaraychaudhury4542 2 года назад

    Khub sundar ei video ti.
    Amaro Kamakhya Mayer Darshan kore aslam 14th April 2022.
    4hours line diye 6.30 pm e mayer Darshan pelam..Apurba laglo.

  • @prodipmunda5035
    @prodipmunda5035 3 года назад

    কৌশিক দা দারুন লাগলো। তোমার পছন্দ এবং আমার পছন্দ প্রায় একই। পাহাড়, পর্বত কে আমি খুব খুব ভালোবাসি।

  • @abhijitdutta3973
    @abhijitdutta3973 3 года назад +1

    Tumar kotha Sune Sahil r channel ta subscribed korlm ❤️

  • @joydebghosh8485
    @joydebghosh8485 3 года назад

    Khub vlo laglo tour ta dekhe vlo thakben dada

  • @moughosh1465
    @moughosh1465 3 года назад +1

    পুরানো দিনের স্মৃতি মনে করিয়ে দিলে।
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Nostalgic একদম।২০১৮ তে গেছিলাম।

    • @mampihalder7227
      @mampihalder7227 Год назад

      কৌশিক ভাই তোমার ভিডিও খুবই ভালো লাগে।❤️

  • @pritamnaskar1336
    @pritamnaskar1336 3 года назад

    Osadharon jayga,aamara just lockdown suru hoar aagei ghure asechilam. Opurbo laglo. Jay maa kamakhya

  • @animeshhalder9930
    @animeshhalder9930 3 года назад

    অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মন্দিরের ভিডিও করার জন্য ।

  • @bmondal8869
    @bmondal8869 3 года назад

    খুব ভালো লাগলো , বিশেষ করে বিকালে ক্রুজ সফর করে

  • @srabanichatterjee7364
    @srabanichatterjee7364 2 года назад

    কৌশিক বাবা আমাদের মত শারীরিক অসমর্থ মানুষদের জন্য তোমার ব্লগ দারুণ ভাল। আমাদের তো তুমি হাত ধরে কন্যাকুমারি থেকে লেহ লাদাখ ঘুরিয়ে আনছ। ঈশ্বর তোমার ভাল করুন। অনেক ভাল থেক বাবা।

  • @arnabghosh4194
    @arnabghosh4194 3 года назад

    Darun Koushik Da,,, Ghore bosei Ma Kamakhya dorshon hy gelo***JAI MAA***

  • @soumyajitsaha4263
    @soumyajitsaha4263 3 года назад

    খুব ভালো লাগলো পুরো ভিডিও

  • @arzupabna3331
    @arzupabna3331 3 года назад

    আমি অপেক্ষায় থাকি,নতুন ভিডিওর জন্য।

  • @rumaballav2688
    @rumaballav2688 3 года назад

    তু মিলে দিল খিলে ....জিনে কো ক্যায়া চাহিয়ে..অনবদ্য।এমন গলিত স্বর্নের রূপ দেখে তো এমন কথাই মনে হয়!মুগ্ধ নয়নে আমি তাকেই দেখছিলাম।কি ভীষণ সুন্দর তার রূপের ছটা। আগে একে আস্বাদন করি,পরে ফিরবো আবার।

  • @amritabarman161
    @amritabarman161 3 года назад

    Sotti aponar video gulo onek valo hoy.ai vabei chaliye jan

  • @manabdutta9728
    @manabdutta9728 3 года назад

    চমৎকার।
    নতুন সফরের অপেক্ষায় থাকব।

  • @santanumukherjee6944
    @santanumukherjee6944 3 года назад

    ভুমিকা টা অসাধারণ , গানের গলাটাও মন্দ নয় । এক কথায় অনবদ্য

  • @abhijitdutta3973
    @abhijitdutta3973 3 года назад

    Amader Guwahati kamakhya Mandir r kotha Mone pore gelo . Tumar ai video ta dekhe bhai thank you Bhai .❤️❤️

  • @akasheditz1627
    @akasheditz1627 3 года назад +1

    KOUSHIK DA TOMAR VIDEO GULO JUST AWESOME DADA!!!!!AMAR MAMA BARI BERHAMPORE AMI AI DURGA PUJOY AMI BERHAMPORE JACHI TOMAR SATHE DAKHA KORAR KHUB ICHE 😭😭😭😭plzzz

  • @amitbhattacharyya26
    @amitbhattacharyya26 3 года назад

    চেহারায় ক্লান্তি আছে তো কি হয়েছে, আজ মনে উদ্যম ভরপুর । কামাখ্যা- গুয়াহাটি আমাকে 2008 এর কথা মনে করিয়ে দিল। এখন অবশ্য অনেকটা পরিবর্তন হয়েছে। ব্রহ্মপুত্রের ক্রুজ রাইডিং টা দারুণ। সবচেয়ে সুন্দর লাগল ক্রুজের ডেক থেকে দিগন্তরেখায় সূর্যাস্তের ছোঁয়া। সঙ্গে চেনা ছন্দে কৌশিক ভাই । দারুণ। জয় মা কামাখ্যা।

  • @kamalikamondal.8803
    @kamalikamondal.8803 2 года назад

    সত্যি বলছি কৌশিক দা আপনি খুব খুব সুন্দর ভিডিও তো করেন তা কোনো জবাব নেই দাদা 👌👌আর আপনি যে ভাবে কথা বলেন শুনে এতো ভালো লাগে তা বলে বোঝাতে পারব না অপূর্ব অপূর্ব সুন্দর ❤❤😀😀

  • @kaushikpal6307
    @kaushikpal6307 3 года назад +2

    ২০০৬ এ শিলং যাবার সময় কামাখ্যা মা কে দর্শন করেছিলাম।কিন্তু উমানন্দ ভৈরব ও অন্য কিছু দেখার সময় হয়নি।আমারও ওইগুলো বাকি আছে।তবে তখন মন্দিরে এতো ভিড় হতো না।যাইহোক , খুব খুব খুব ভালো লাগলো তোমার সঙ্গে আর একবার দর্শন করে।নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম।ভালো থেকো

  • @omeodutta3819
    @omeodutta3819 3 года назад +2

    Thanks dada tomar jonno amra onk jaygai gure aste pari🌹🌹🌷

  • @shampadey8156
    @shampadey8156 3 года назад

    অপূর্ব কৌশিক বাক্ রহিত হয়ে দেখলাম
    তুমি অনেক পূণ্য বান ব্যক্তি । 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤আমি হয়ত কোনোদিন ই যেতে পারবো না তবু তোমার সাহায্যে কিছু ইচ্ছা পূরণ হোলো --- মানস ভ্রমন ।
    আর তুমি খুব সুন্দর কথা বলো --একটা ব ই লেখো ---খুব উপকার হবে ❤❤❤

  • @niharranjanacharya3437
    @niharranjanacharya3437 3 года назад

    Khub khub khub Bhalo laglo.

  • @raajbiswaas9169
    @raajbiswaas9169 3 года назад

    খুব ভালো লাগলো video ta thank you 👍

  • @debasishroy3120
    @debasishroy3120 3 года назад

    Akdom thik banglar 1no travel RUclips channel

  • @aflyingbirdtravelkitchen9457
    @aflyingbirdtravelkitchen9457 3 года назад

    Jai Maa Kamakhya,besh bhaloi laglo

  • @haludpakhi4547
    @haludpakhi4547 3 года назад

    Vison e valo laglo.. 👌👌👌

  • @omkumardas202
    @omkumardas202 3 года назад

    Khub sundar video
    Jai mata di
    Jai mata kamakkha devi ki jai
    Good night dada

  • @travelwithtanushree8538
    @travelwithtanushree8538 3 года назад

    17 th oct jachhi.aj ticket katlam raat 8 tai.thank you so much ai video tar jnno.

  • @bithikabiswas264
    @bithikabiswas264 2 года назад

    Mone pore galo 2017 er kotha.....khub khub sundor video,r amar bengali litareture a dakhota

  • @sonalipyne684
    @sonalipyne684 3 года назад

    খুব ভালো লাগলো...আপনার মন্দির দর্শনের পরের কথাগুলো মন ছুঁয়ে গেলো...

  • @mkpxiienglishabantikabhatt793
    @mkpxiienglishabantikabhatt793 Год назад

    24/10 /23এ সরাইঘাটে উঠছি। পরদিন কামাখ্যা দর্শন।তার আগে আপনার ব্লগ দেখা অবশ্য কর্তব্য। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মন্দির বন্ধ হয়ে যাওয়ার তথ্য টি খুব গুরুত্বপূর্ণ। আপনার শুভেচ্ছা চাই আমাদের আসন্ন অরুণাচল ভ্রমণে।

  • @sudhamoybanerjee2043
    @sudhamoybanerjee2043 2 года назад

    Complete video, darun helpful, thank you🙏🙏

  • @ishanichakroborty627
    @ishanichakroborty627 2 года назад

    আমি আপনার ব্লগ এর ভীষণ ভক্ত দাদা।
    কারন আমি ও ঘুরতে ভীষণ ভালোবাসি