সত্যি ভাই কবিতার সেই আসমানি যে সত্যি কোনো মেয়ে ছিলো জানতাম না,,আমি মনে করছি হয়তো কবির কাল্পনিক সেই আসমানি ছিল,,,,আজ একদম মনোযোগ সহকারে দেখলাম আর আপনার প্রতিবেদন টি মন ভরিয়ে দিলো
তিন বছর আগে ক্লাস সিক্সে পড়েছিলাম,কবিতাটি হৃদয় ছুঁয়ে যায়।ভেবেছিলাম, কোনো কল্পনার চরিত্র।।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।❣️জসীমউদ্দিন এর কবিতা সত্যিই বাংলার পল্লীর মানুষকে নিয়ে।।নিশ্চয় পল্লিকবি খেতাব তাঁর ই প্রাপ্য।💖,,আবারও অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
শ্রদ্ধেয়, পল্লী কবি জসিমউদদীন আমার কাছে চিরকাল অমর হয়ে বেঁচে থাকবেন। ওনার প্রতিটি কবিতা ই আমার জীবনকে খুবই বেদনা দেয়। তবুও ওনার কবিতা পড়ার ইচ্ছে সব সময়েই আমাকে আকৃষ্ট করে এবং আজীবন করবে বলে ও আমার বিশ্বাস। এই স্মৃতি বিজরিত অত্যন্ত মর্মস্পর্শী ভিডিও দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসমানী দেবীর আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারের প্রতি রইলো আমার সমবেদনা। বাংলাদেশের সরকারের প্রতি আমার একান্ত অনুরোধ আসমানী দেবীর বাড়িতে ঢোকার রাস্তাটা যাতে কোনো ধনশালী ব্যাক্তি দখল না করেন। তাদের বাড়ি ঢোকার রাস্তাটা তাদেরকে ফিরিয়ে দেয়া হউক। ভারত থেকে - গৌতম
ছোট্টোবেলায় আব্বুর থেকে শেখা আমার প্রথম কবিতা আসমানী..আব্বুর বুকের উপর শুয়ে মুখে মুখে বলতাম "আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ী রসুলপুরে যাও" 😢... আজ আব্বুও নেই,কবিও নেই,আসমানী ও নেই...ভিডিওটা দেখে যেমন ভালো লাগছে... খুব কান্নাও পাচ্ছে ❤️😢😢😢❤️
পশ্চিমবঙ্গ থেকে বলছি ---- একটা গানের কথা অস্পষ্টভাবে মনে পড়ে ---চইলা গেছেন জসিমউদ্দিন তার নক্সিকাঁথা ও নাই।লালন শাহের একতারা টা কোথায় গেলে পাই। জীবন হাহাকার করে ওঠে গো ।
সাংবাদিক ভাই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এমন একটি চিরন্তন সত্য ঘটনার ভিডিও তুলে ধরার জন্য, ভিডিও দেখে হতভম্ব হয়ে গেলাম, ছোটো বেলায় যখন কবিতাটি পড়ি তখন শুধু কবিতাই মনে করতাম কিন্তু এটিকে যে বাস্তবে দেখবো সেটা কখনো এই ভাবে চিন্তা করিনি লাখো শ্রদ্ধা ও ভক্তি কবির চরণে,
আপনার সুন্দর উপস্থাপনের মাধ্যমে আবার ফিরে পেলাম পল্লীকবি জসীমউদ্দীনের সেই বিখ্যাত কবিতা সাথে সাথে বাস্তব চিত্র দেখতে পেলাম। কেন জানি আসপমানির জন্য মনটা কেঁদে উঠলো । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার একজন প্রিয় কবি ছিলেন , তবে কেন জানি না এই ভিডিওটা দেখার পর চোখের জল ধরে রাখতে পারছিনা , ধন্যবাদ আপনাকে ভাই কলকাতা থেকে এত সুন্দর ভিডিওটি তুলে ধরার জন্য
আমি ভেবেছিলাম এটা হয়তো কবির একটা কাল্পনিক কবিতা, আজ জানতে পারলাম এটা বাস্তব ভিত্তিক কবিতা আপনাদের মাধ্যমে, অসংখ্য ধন্যবাদ ভাই এই রকম চিত্র তুলে ধরার জন্য,,
খুব দুঃখ লাগলো মানের ভিতর, আসমানী কবিতা বহু বার পড়েছি, খুব তারাতাড়ি মুখস্ত হয়ে জেতো,এই কবি, ও কবিতার মানুষ গুলো আমাদের সৃতি হয়ে থাকবে, তাই আমার তরফ থেকে, এই চ্যানেল টিকে তার সুন্দর দৃশ্য দেখানো জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই 🥰🥰🥰🥰🥰😍😍😍😍🥰🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
আসমানী আমার অত্যন্ত প্রিয় কবিতা ছিল। এই কবিতার আসমানী এবং তাদের বাড়ী আমার কল্পরাজ্যের এক বিশেষ স্থান অধিকার করে ছিল এবং এখনও আছে। এখনও আসমানী কবিতা মনে আসলে আসমানীর চেহারা কল্পনায় ভেসে আসে। আসমানী এখন ঐতিহাসিক ব্যক্তিত্ব। অন্তত তার কবরটা সংরক্ষণ করা দরকার টুরিস্টদের জন্য।
ভাই জান, আপনি শুধু পল্লী কবি জসীম উদ্দীন কে ছাপট করলেন। মা, আসমানী কে নয়। কবি জসীম উদ্দীন ছো্্্্ মা্্্ আসমানী দুজনেই ্্্ ফরিদপুর জেলা। ও রসুলপুর গ্রামের অহংকার ্্্ আমি এই কবিতা পড়ছি এবং পড়ি্্্্খাতায় লিখেছি ্্্ইনসাআল্লাহ দশে দশ পেয়েছিলাম ্্্্ আমার এখনো মনে আছে ্্ মাঝে মাঝে। মনে হলেই আমি পড়ি ্্্্ যখন পড়ি তখন ্্্ আমার হৃদয় টা ঠান্ডা হয়ে যায় এখন আমার বয়স 34 বছর ্্্ ইনশাআল্লাহ আমরা সেই ক্লাস ও য়ান থেকে। পঞ্চম শ্রেণী পর্যন্ত সব কবিতা আমার মনে আছে। ভুলিনি ভুলবো না ইনশাআল্লাহ ্্্্ কবিতা আসমানী 1... কবিতা 2... বেগম সুফিয়া কামালের লেখা কবিতা ্্্ বনভোজন ্্ নুরুপুশি 3... কবিতা ্্ব বানীজিয্য তে আরো অন্নান্য ্্্্ sorry don't mind Amar bangla software tah valo naa Taii banan voul hoy....sob bangla Sentient assa naaa
আজকেই আসমানী কবিতাটি পড়লাম। স্যার ক্লাসে একটা ছবি দেখাতে চেয়েছিলেন কিন্তু পারেননি। তাই ভাবলাম RUclips এ দেখি কিছু পাওয়া যায় কিনা। আপনাদের ধন্যবাদ এই Video টি দেওয়ার জন্য।
আমি ভারত থেকে বলছি।আজ থেকে ৪৫ বছর আগে আমি এই কবিতাটি ক্লাসে পড়েছি। বাংলাদেশে। ভাবতাম কবির কাল্পনিক নাম আসমানী।এতো বছর পর জানলাম। কাল্পনিক নয়।এটা বাস্তবিক।তবে যা দেখলাম।তিনি তার জায়গায় চলে গিয়েছেন।তিনি তার জায়গায় যাদেরকে রেখে গেছেন।
আমার আব্বা ছোট কালে এই কবিতা হারিকেনের নিভু নিভু আলোয় প্রতিরাতে শুনাতেন❤️❤️। এই কবিতা আমার আব্বার এতটা প্রিয় যে আমার ভাগ্নির নাম আসমানী নিয়েছে আমার আব্বা।
নীল পরী নীলাঞ্জনা নাটকে তাহসানের কন্ঠে আসমানী কবিতাটি শুনে অত্যন্ত ভালো লেগেছিল। সংশ্লিষ্ট সকলের উচিত তাদের জন্য ভালো একটা ব্যবস্থা করা। কবি ও কবিতাকে ভালোবাসা অবিরাম 💗
৭৭/৭৮ সালে কবির কবরকবিতা টায় পড়ে ছিলাম ঐ খানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে।খুব সুন্দর কবিতা। সরকার এত কিছু উন্নয়ন করে কিন্তু কবির জন্য কিছু করেনি।মনে হয় কবি লীগ করলে হয়তো কিছু করতো।
খুব সুন্দর একটি জায়গা দেখালেন। সরকারের উচিত প্রশাসনকে কঠোর নির্দেশ দেয়া যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। আবার তদন্ত কমিটি যেন গঠন করা না হয় কারণ তাহলে সব শেষ।
ভাই আপনার ভিডিও সত্যিই মনে ভিতরে দাগ কেটে গেছে। এই আমাদের বিবেক যার নামের কবিতা পড়ে আমরা শিক্ষা পেলাম তার বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এক প্রভাবশালী ব্যক্তি খুবই দুঃখজনক ঘটনা।।
আজ মনের মতো একটা ভিডিও দেখলাম যদি ও কষ্ট লাগলো তবুও ইতিহাস আরো ভালো লাগলো আমি ছোট্ট বেলায় আসমানি কবিতা আবৃত্তি করে আমার স্কুল এর বারশিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম পুরুষকার পেয়েছিলাম ৩ জনের মধ্যে ❤❤❤❤🌹🌹🌹🌹👌👌👌
গরীব অসহায় লোকদের প্রতি কবির যে ভালবাসা তা এ কবিতায় ফুটে উঠেছে। এ দেশের ধনাঢ্য পরিবারের লোকজনের একটু চেষ্টায় যেন আসমানিদের কিছুটা পরির্তন আসে, তাহলে কবি জসিমুদ্দিনের বিদেহী আত্মায় শান্তি পাবে। সারকারেরও সুদৃষ্টি কামনা করছি।
আমার ও জানা ছিলনা যে আসমানির বাস্তব জীবন নিয়ে পল্লী কবি এই কবিতাটি লিখেছিলেন। তবে খুবই কষ্ট লাগলো আসমানিরা এখনও আগের মতো করেই অভাব অনটনে জীবন কাটাচ্ছেন।
কবি জসিম উদ্দিনের কবিতা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তথা কলকাতায় খুবই জনপ্রিয় । আমি একজন কলকাতাবাসী, সরকারের কাছে অনুরোধ রাখছি এই হেরিটেজ বাড়িটির সংস্করণ এবং রূপায়ণ , যথাযোগ্য মর্যাদার সাথে পুনর্নির্মাণ করে দেওয়া হোক ।
আমি প্রাথমিক ক্লাশে,ক্লাশ ফোরে পড়েছিলাম আসমানী কবিতা টা অনেক দরিদ্রতার ছাপ কষ্ট ভরা কথাই ছিল কবিতায়। গবীব সহজে আমির হতে পারে না জীবন যুদ্ধ বলে কথা। সেটাই বুঝাগেল।
আসমানীর মেয়েদের মধ্যে যিনি প্রথম কবিরা আবৃত্তি করতেছিলেন, তার বলার ধরণ আমার নানুর কথা মনে করিয়ে দিছে,নানু আমায় সেই ছোট্ট বেলায় ঠিক এমনি করে পল্লিকবির এ কবিতাটিই শুনাইছিলেন।নানুর আমি আদরের নাতি, কারণ দুই কূলে পূর্বপুরুষের জেনারেশান বলতে এই নানুকেই দেখতে শিখছি।আল্লাহ নানুকে এ বয়সেও ভালো রাখছেন,আমার চোখের ও মনের শান্তি আমার নানু। আল্লাহের কাছে আমার নানুসহ সকলের পূর্ব-পুরুষ ও মুরব্বিজনদের জন্য দোয়া রইলো।
আমার মতে, আসমানীর মূল বাড়িটি পূর্কের মতই রাখা উচিৎ ছিল, কিন্তু বাড়ীর অন্যান্য স্থানে একটি নির্বাচিত অংশে একটি পাকা বাড়ী নির্মান করে তার পরবর্তি প্রজন্মদের দেওয়া প্রয়োজন ছিল, কবির বর্ণনা অনুযায়ী সেই বাড়ীর আদলে আরেকটি বাড়ী তৈরী করে দিলে আমাদের কল্পনার সাধ বাস্তবে মিটাতে পারবো বলে মনে হয়। তবে তার বংশধরদের আর্থিক অনটনের বিষয়টার প্রতি সরকারের নজর দেওয়া উচিৎ।
এটা যে সত্যি দেখতে পারবো কল্পনাও করি নাই কবিতাটা পরনের সময়ও আসমানের ছবিগুলা বইয়ের পাতায় দেখে অনেক কষ্ট লাগছে কিন্তু এটা ভাবি নি যে এই পৃথিবীতে সত্যি আছে অনেক মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে
অাপনি যে রোডে বাইক চালাচ্ছেন সেই রাস্তায় অামার অসংখ্যবার অানাগোনা। ২০০৪ সালে যখন অামি রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরী করতাম তখন অামি অাসমানির সাথে একবার দেখা করেছিলাম।
অনেক আগে একবার আমার বাবার কাছে কবিতাটা শুনেছিলাম। আজকে আপনার মাধ্যমে কবিতাটি শুনে অনেক আবেগে আপ্লুত হয়ে গেলাম। কখনো ভাবিনি' আসমানি কিংবা এরকমের রসুলপুর গ্রাম আছে। ভেবেছিলাম কল্পনা থেকেই পল্লী কবি জসীমউদ্দীন কবিতাটি লিখেছিলেন। কিন্তু আপনার মাধ্যমে জানতে পারলাম আসমানী এবং রসুলপুর গ্রাম আছে। আপনার ভিডিওটি দেখে রসুলপুর গ্রামে আসমানিদের বাড়িটি দেখার খুব ইচ্ছা জাগছে । লোকেশন টা একটু দিবেন প্লিজ। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি কবিদের নিয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও তৈরী করবেন
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।
আমার কেনো জানি কান্না পাচ্ছে """ আমি সাভার থেকে"""মুন
koborti akhon paka kora hoyce...7/8 mash age
হায়রে নিয়তি😭😭😭🇧🇩🇧🇩🇧🇩
Asmani.... Jasim Uddiner ki hoi vaiya
আমি অল্প কিছু 27.28 লাইন লেখা লিখেছি আপনি একটু পড়ে দেখবেন
সত্যি ভাই কবিতার সেই আসমানি যে সত্যি কোনো মেয়ে ছিলো জানতাম না,,আমি মনে করছি হয়তো কবির কাল্পনিক সেই আসমানি ছিল,,,,আজ একদম মনোযোগ সহকারে দেখলাম আর আপনার প্রতিবেদন টি মন ভরিয়ে দিলো
ভাই আমি একি ভাবছিলাম কাল্পনিক চরিত্র আজ মন থেকে মনোযোগ দিয়ে দেখলাম।
জ্বি,,,,
2u...
Hayre bolod 🤦♂️
@@nazneenyasmin3340 ভাই কাকে বলদ বললেন,,,
তিন বছর আগে ক্লাস সিক্সে পড়েছিলাম,কবিতাটি হৃদয় ছুঁয়ে যায়।ভেবেছিলাম, কোনো কল্পনার চরিত্র।।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।❣️জসীমউদ্দিন এর কবিতা সত্যিই বাংলার পল্লীর মানুষকে নিয়ে।।নিশ্চয় পল্লিকবি খেতাব তাঁর ই প্রাপ্য।💖,,আবারও অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
সাতাশ বছর আগে পড়ে ছিলাম,,,,,,,,,
😮 JJ
2007 সালে আমিও গিয়েছিলাম।তখনো যেরকম এখনও ঐ রকম রোয়েছে। ফ্রান্স থেকে দেখলাম।খুব ভালো লাগলো।
Please help them about our asmani (Our village poet Jasimuddin's beloved Asmani's family)
ruclips.net/video/RHCGCy67-X0/видео.html
আসমানী কে নিয়ে কবিতা আমাদের সময়ে পাঠ্য পুস্তকে পড়ানো হয়েছে, ধন্যবাদ আপনাকে বন্ধু!
অনেক বছর পর আবারও.......
Apnakeo osonkho dhonnobad
আমাদের এখনো (চারুপাঠ-৬ষ্ঠ শ্রেনি) বইয়ে আছে
শ্রদ্ধেয়, পল্লী কবি জসিমউদদীন আমার কাছে চিরকাল অমর হয়ে বেঁচে থাকবেন। ওনার প্রতিটি কবিতা ই আমার জীবনকে খুবই বেদনা দেয়। তবুও ওনার কবিতা পড়ার ইচ্ছে সব সময়েই আমাকে আকৃষ্ট করে এবং আজীবন করবে বলে ও আমার বিশ্বাস। এই স্মৃতি বিজরিত অত্যন্ত মর্মস্পর্শী ভিডিও দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসমানী দেবীর আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারের প্রতি রইলো আমার সমবেদনা। বাংলাদেশের সরকারের প্রতি আমার একান্ত অনুরোধ আসমানী দেবীর বাড়িতে ঢোকার রাস্তাটা যাতে কোনো ধনশালী ব্যাক্তি দখল না করেন। তাদের বাড়ি ঢোকার রাস্তাটা তাদেরকে ফিরিয়ে দেয়া হউক। ভারত থেকে - গৌতম
ছোট্টোবেলায় আব্বুর থেকে শেখা আমার প্রথম কবিতা আসমানী..আব্বুর বুকের উপর শুয়ে মুখে মুখে বলতাম "আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ী রসুলপুরে যাও" 😢... আজ আব্বুও নেই,কবিও নেই,আসমানী ও নেই...ভিডিওটা দেখে যেমন ভালো লাগছে... খুব কান্নাও পাচ্ছে
❤️😢😢😢❤️
আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন। আমারা যখন সে জগতে পৌছার সৌভাগ্য অর্জন করবো তখন আমাদের ভাগ্যে যেন জুটে।
😢😢😢😢
Tomar comments pore amio emotional hoye gesi 😢
আমার ও খুব কান্না পাচ্ছে ভিডিও টা দেখে 😭😭😭😭
Amar Babar thake suna prothem kobita asmani kobita
পশ্চিমবঙ্গ থেকে বলছি ---- একটা গানের কথা অস্পষ্টভাবে
মনে পড়ে ---চইলা গেছেন জসিমউদ্দিন তার নক্সিকাঁথা ও নাই।লালন শাহের একতারা টা কোথায় গেলে পাই।
জীবন হাহাকার করে ওঠে গো ।
This is real sad ! Our government should look into it kindly 🙏
সাংবাদিক ভাই কে অসংখ্য অসংখ্য
ধন্যবাদ, এমন একটি চিরন্তন সত্য
ঘটনার ভিডিও তুলে ধরার জন্য,
ভিডিও দেখে হতভম্ব হয়ে গেলাম,
ছোটো বেলায় যখন কবিতাটি পড়ি
তখন শুধু কবিতাই মনে করতাম
কিন্তু এটিকে যে বাস্তবে দেখবো
সেটা কখনো এই ভাবে চিন্তা করিনি
লাখো শ্রদ্ধা ও ভক্তি কবির চরণে,
আপনার সুন্দর উপস্থাপনের মাধ্যমে আবার ফিরে পেলাম পল্লীকবি জসীমউদ্দীনের সেই বিখ্যাত কবিতা সাথে সাথে বাস্তব চিত্র দেখতে পেলাম। কেন জানি আসপমানির জন্য মনটা কেঁদে উঠলো । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Apnakeo osonkho dhonnobad...
ruclips.net/video/RHCGCy67-X0/видео.html
কেনো জানিনা,চোখে পানি চলে আসলো। এটাই বাংলাদেশ!!!
Amar o
ruclips.net/video/RHCGCy67-X0/видео.html
Amar o
সাব্বাশ সজিব বাংলার পল্লী সন্তান,তোমার হাতেই গর্জে উঠুক বাংলার অজানা কাহিনি।
তোমার প্রতি দোয়া ও ভালবাসা।
আমার একজন প্রিয় কবি ছিলেন , তবে কেন জানি না এই ভিডিওটা দেখার পর চোখের জল ধরে রাখতে পারছিনা , ধন্যবাদ আপনাকে ভাই কলকাতা থেকে এত সুন্দর ভিডিওটি তুলে ধরার জন্য
পল্লি কবি জসিম উদ্দিনের বাড়ির পাসে কি আপনার বাড়ি?
আমি ভেবেছিলাম এটা হয়তো কবির একটা কাল্পনিক কবিতা, আজ জানতে পারলাম এটা বাস্তব ভিত্তিক কবিতা আপনাদের মাধ্যমে, অসংখ্য ধন্যবাদ ভাই এই রকম চিত্র তুলে ধরার জন্য,,
কবিতাটি পড়ে আমার শরীর কাটা দিয়েছিল। আজকে ইউটিউবে দেখে অনেক ভালো লাগলো।
ruclips.net/video/RHCGCy67-X0/видео.html
এতদিন মনে করতাম কবি'রা শুধু স্থান-কালের উপর ধারনা করে এবং তাদের কল্পনা থেকে কবিতা লিখত।
কিন্তু আজ জানতে পারলাম যে না, কবি'রা বাস্তব থেকেও কবিতা লিখত।
খুব দুঃখ লাগলো মানের ভিতর, আসমানী কবিতা বহু বার পড়েছি, খুব তারাতাড়ি মুখস্ত হয়ে জেতো,এই কবি, ও কবিতার মানুষ গুলো আমাদের সৃতি হয়ে থাকবে, তাই আমার তরফ থেকে, এই চ্যানেল টিকে তার সুন্দর দৃশ্য দেখানো জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই 🥰🥰🥰🥰🥰😍😍😍😍🥰🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
আপনার রিপোর্টটি হৃদয় ছুয়ে গেল। স্থানীয় প্রশাসনের উচিত অন্ততঃ মানবিক কারনে হলেও এনাদের দিকে সত্বর সদয় দৃষ্টি দেয়া।
চোখের এক কোনা দিয়ে কখন যে অশ্রু ঝরে পড়ে গেল। ধন্যবাদ ভাই আপনাকে। আল্লাহ আমাদের কতই না ভাল রাখছে। আল্লাহ আপনি এই পরিবারের দারিদ্রতা দূর করে দিন।
Amar o
আমার খুব পছন্দের কবিতা।যখন ফরিদপুর গিয়েছিলাম তখন আমি ও খুঁজে খুঁজে গিয়েছিলাম আসমানীদের বাড়ি। এটাই সত্যি এখনো আধুনিকতার ছোঁয়া লাগিনি।😭😭
ruclips.net/video/RHCGCy67-X0/видео.html
আমি সাউথ কোরিয়া থেকে দেকতাছি দোয়া করি আসমানির জন্য জান্নাত ইয়া আল্লাহ দান করেন।
👍👍💖💖
Ai vy doni deso yakon help koro
আসমানী আমার অত্যন্ত প্রিয় কবিতা ছিল। এই কবিতার আসমানী এবং তাদের বাড়ী আমার কল্পরাজ্যের এক বিশেষ স্থান অধিকার করে ছিল এবং এখনও আছে। এখনও আসমানী কবিতা মনে আসলে আসমানীর চেহারা কল্পনায় ভেসে আসে। আসমানী এখন ঐতিহাসিক ব্যক্তিত্ব। অন্তত তার কবরটা সংরক্ষণ করা দরকার টুরিস্টদের জন্য।
😭😭😭 ভাই চোখের পানি ধরে রাখতে আর পারলাম না😭😭😭 ছোট বেলাই যে আসমানির কবিতা পড়েছি তার বাড়ির এই অবস্থা।
😔
দেখতে দেখতে আমার মনে পড়ে সেই কবিতা নকসি কথার মাঠ । মনটা ছুয়ে গেল। কবি জসীমউদ্দীন বাড়ি দেখে।
Dhonnkbad dada...
খুব সুন্দর লাগছে।
মন ভরে গেল। কবির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।
Ata kobir bari na,Asmanider bari..
কাজি, তোর নাম্বার টা দে। বিপ্লব ফেনী সদর থানা। ওমান
Kano
আমাদের পল্লী কবি জসিমউদদীন। আমাদের ফরিদপুরের গৌরব।
রাইট
ভাই জান, আপনি শুধু পল্লী কবি জসীম উদ্দীন কে ছাপট করলেন।
মা, আসমানী কে নয়।
কবি জসীম উদ্দীন ছো্্্্ মা্্্
আসমানী দুজনেই ্্্ ফরিদপুর জেলা।
ও রসুলপুর গ্রামের অহংকার ্্্
আমি এই কবিতা পড়ছি এবং পড়ি্্্্খাতায় লিখেছি ্্্ইনসাআল্লাহ
দশে দশ পেয়েছিলাম ্্্্ আমার
এখনো মনে আছে ্্ মাঝে মাঝে।
মনে হলেই আমি পড়ি ্্্্ যখন পড়ি তখন ্্্ আমার হৃদয় টা ঠান্ডা হয়ে যায়
এখন আমার বয়স 34 বছর ্্্ ইনশাআল্লাহ আমরা সেই ক্লাস ও য়ান
থেকে। পঞ্চম শ্রেণী পর্যন্ত সব কবিতা
আমার মনে আছে। ভুলিনি ভুলবো না
ইনশাআল্লাহ ্্্্ কবিতা আসমানী 1... কবিতা 2... বেগম সুফিয়া কামালের লেখা
কবিতা ্্্ বনভোজন ্্ নুরুপুশি
3... কবিতা ্্ব বানীজিয্য তে আরো
অন্নান্য ্্্্ sorry don't mind
Amar bangla software tah valo naa
Taii banan voul hoy....sob bangla
Sentient assa naaa
Dor, dor dor ,parle kiso kore help kor
Tanzina Islam 'বনভোজন' কবিতাটি কবি গোলাম মোস্তাফার লেখা।
যার কোন অতিত্ত্ব নাই তার আবার গৌরব।
আজকেই আসমানী কবিতাটি পড়লাম। স্যার ক্লাসে একটা ছবি দেখাতে চেয়েছিলেন কিন্তু পারেননি। তাই ভাবলাম RUclips এ দেখি কিছু পাওয়া যায় কিনা। আপনাদের ধন্যবাদ এই Video টি দেওয়ার জন্য।
Dhonnobad valo lagle video t share korben
আমার অনেক প্রিয় কবি ও কবিতা ছিল
আমি কোন দিন জানতাম না আসমানী বাস্তব কোন মানুষ ভাবতাম কবির কাল্পনিক নায়িকা। আশা করি আসমানীর বাড়ির উন্নয়ন ঘটবে।
Valo lagle share korben dhonnobad ❤️
কেমন আচেন
ছোট বেলা কবিতাটা পড়ে খুবিই ভালো লাগতো।তবে আজ বাস্তব ঘটনা শুনে চোখে পানি এসে গেল।
আসমানীদের সাহায্যে বিবেকবান মানুষ এগিয়ে আসুন।
খুব ভালো লাগলো। আপনি অনেক কষ্ট করেছেন আসমানী কবিতার মূল কাহিনী তুলে ধরার জন্য। ধন্যবাদ
আমি ভারত থেকে বলছি।আজ থেকে ৪৫ বছর আগে আমি এই কবিতাটি ক্লাসে পড়েছি। বাংলাদেশে। ভাবতাম কবির কাল্পনিক নাম আসমানী।এতো বছর পর জানলাম। কাল্পনিক নয়।এটা বাস্তবিক।তবে যা দেখলাম।তিনি তার জায়গায় চলে গিয়েছেন।তিনি তার জায়গায় যাদেরকে রেখে গেছেন।
ঐ জন্যই তিনি পল্লী কবি নামে পরিচিত
ভাই আসমানি কবিতা খুব ভালো লাগলো। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন
কি বলব সত্যি ভাশা নেই। ধন্যবাদ ভাই।
ruclips.net/video/RHCGCy67-X0/видео.html
আমার আব্বা ছোট কালে এই কবিতা হারিকেনের নিভু নিভু আলোয় প্রতিরাতে শুনাতেন❤️❤️। এই কবিতা আমার আব্বার এতটা প্রিয় যে আমার ভাগ্নির নাম আসমানী নিয়েছে আমার আব্বা।
Also I love this poem, just remember my childhood
আপনার কোন জিলা /থানা/বাসা কোথায়?
ধন্যবাদ ভাই আপনার এই প্রমান্যচিএ দেখে ২৮/২৯ আগে ফিরে গেলাম, তখন প্রাইমারিতে কবিতাটি পড়েছিলাম। জসীমউদ্দিন এর বিখ্যাত কবি আসমানী।
নীল পরী নীলাঞ্জনা নাটকে তাহসানের কন্ঠে আসমানী কবিতাটি শুনে অত্যন্ত ভালো লেগেছিল।
সংশ্লিষ্ট সকলের উচিত তাদের জন্য ভালো একটা ব্যবস্থা করা। কবি ও কবিতাকে ভালোবাসা অবিরাম 💗
৭৭/৭৮ সালে কবির কবরকবিতা টায় পড়ে ছিলাম ঐ খানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে।খুব সুন্দর কবিতা। সরকার এত কিছু উন্নয়ন করে কিন্তু কবির জন্য কিছু করেনি।মনে হয় কবি লীগ করলে হয়তো কিছু করতো।
খুব সুন্দর একটি জায়গা দেখালেন। সরকারের উচিত প্রশাসনকে কঠোর নির্দেশ দেয়া যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। আবার তদন্ত কমিটি যেন গঠন করা না হয় কারণ তাহলে সব শেষ।
আমি ভারত থেকে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি, আসমানির বাড়িটি সংস্কার করা হোক।
এগুলো কখনো কোনদিন ওদের চোখে পড়ে না ভাই
ভালো মানুষদের এতো কস্ট খুবখারাপ লাগলো চোখের পানি ধরে রাখতে পারলাম না
সরকারী ভাবে অাসমানীর সকল স্মৃতি চিহ্ন সংরক্ষণ করা হোক।
কলকাতা থেকে দেখছি ভীষণ কষ্ট লাগলো কবির কিছু কবিতা পড়েছি.
ভাই আপনার ভিডিও সত্যিই মনে ভিতরে দাগ কেটে গেছে। এই আমাদের বিবেক যার নামের কবিতা পড়ে আমরা শিক্ষা পেলাম তার বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এক প্রভাবশালী ব্যক্তি খুবই দুঃখজনক ঘটনা।।
আজ মনের মতো একটা ভিডিও দেখলাম যদি ও কষ্ট লাগলো তবুও ইতিহাস আরো ভালো লাগলো আমি ছোট্ট বেলায় আসমানি কবিতা আবৃত্তি করে আমার স্কুল এর বারশিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম পুরুষকার পেয়েছিলাম ৩ জনের মধ্যে ❤❤❤❤🌹🌹🌹🌹👌👌👌
apnake osokho dhonnobad video t share korar onurodh thaklo onnoke dekhar sujog kore diben take ❤️ love ❤️
1963 ইংরেজি আমি যখন প্রথম শ্রেণির ছাত্র প্রথমেই এই কবিতা আজ নিজ চোখে আসমানির বাড়ি দেখলাম ইউটিউবের এই চেনেলের মাধ্যমে ধন্যবাদ
ভারত থেকে বলছি, বাংলাদেশ সরকার যেন কবির বাড়ি ও কবরের যথাযথ সম্মানের ব্যবস্থা করেন-কাতর আবেদন জানালাম।
এই কবিতায় অনেক কষ্ট লুকিয়ে আছে ।এই কবিতায় মানবতা ফুটিয়ে তুলতে পারে ।
Apnader ke onek onek dhonnobad! Apnara Asmanyr baryte giyesen onar bary ghor dekhalen, attiyo shojonder ke dekhalen! Allah jeno tader shobaike prachurjo Dan koren! Amin!
আসমানী কবিতা আমার খুব প্রিয়।কেন জানি চোখ ভিজে গেল।
গরীব অসহায় লোকদের প্রতি কবির যে ভালবাসা তা এ কবিতায় ফুটে উঠেছে। এ দেশের ধনাঢ্য পরিবারের লোকজনের একটু চেষ্টায় যেন আসমানিদের কিছুটা পরির্তন আসে, তাহলে কবি জসিমুদ্দিনের বিদেহী আত্মায় শান্তি পাবে। সারকারেরও সুদৃষ্টি কামনা করছি।
গরিব হলেও তাদের বাড়িঘর অনেক পরিষ্কার দেখতে অনেক সুন্দর।
আসমানী বেঁচে থাকবে চিরকাল,,,,,,পল্লীকবির অমর কবিতা আসমানী কবিতার মাঝে
👍👍
সেই ৪০ বছর আগে কবিতায় যে-রকম পরেচি আজও সেই রকম তার ঘরটা হারদিশার আহা খুবই কসত লাগে।
রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাকা গায়ের পথটি বেয় কোথায় চলে যাও এই কবিতাটি যখন পড়ি তখন সেই ছোটবেলার কথা মনেপড়ে ❤❤❤
আমার ও জানা ছিলনা যে আসমানির বাস্তব জীবন নিয়ে পল্লী কবি এই কবিতাটি লিখেছিলেন। তবে খুবই কষ্ট লাগলো আসমানিরা এখনও আগের মতো করেই অভাব অনটনে জীবন কাটাচ্ছেন।
L
আমার অনেক প্রিয় এই কবিতা টা ভিডিও টা দেখে খুব ভাল লাগল 🤲🤲
কবি জসিম উদ্দিনের কবিতা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তথা কলকাতায় খুবই জনপ্রিয় । আমি একজন কলকাতাবাসী, সরকারের কাছে অনুরোধ রাখছি এই হেরিটেজ বাড়িটির সংস্করণ এবং রূপায়ণ , যথাযোগ্য মর্যাদার সাথে পুনর্নির্মাণ করে দেওয়া হোক ।
কত জনপদ কত কাহিনী
মানুষের জন্য কাজ করেছিলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আমরা তার উম্মত।
আমি প্রাথমিক ক্লাশে,ক্লাশ ফোরে পড়েছিলাম আসমানী কবিতা টা অনেক দরিদ্রতার ছাপ কষ্ট ভরা কথাই ছিল কবিতায়। গবীব সহজে আমির হতে পারে না জীবন যুদ্ধ বলে কথা। সেটাই বুঝাগেল।
ছাভ্র জীবনে এ কবিতা পড়েছি। এর ম্মৃতিটুকু রক্খার জন্য কর্তৃপক্খকে সবিনয়ে অনুরোধ করছি।
সুন্দর উপস্থাপনের জন্য ধন্যবাদ ভাই।আমরা সরকারের কাছে এসব অমর মানুষের সুরক্ষার আহ্বান জানাই।
অসংখ্য ধন্যবাদ, অসাধারণ ও ব্যতিক্রমী ভিডিও
প্রচার করার জন্য।
ছোট বেলার আশা আজকে পুরুন করলেন আপনি।
অনেক ধন্যবাদ।
সত্যিই অসাধারণ এটা যে বাস্তবতা নিয়ে কবিতা আমি জানতাম না ভালো লাগলো যে রিপোর্টটা করেছেন
আশীর্বাদ ও ভালবাসা রইল অন্তহীন সুন্দর একটি উপস্হাপন করার জন্য
আলহামদুলিল্লাহ আমি মালয়শিয়া থেকে দেখছি অনেক খুশি হলাম ধন্যবাদ ভাই আপনাকে আল্লাহ আপনাকে হেফাজত করুক আমিন
Valo lagle video t share korben dhonnobad
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক’খান হাড়,
সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি।
পরণে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালী তার গার বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশীর মত সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয়নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল-বিল-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়,
নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।
খোসমানী আর আসমানী যে রয় দুইটি দেশে,
কও তো যাদু, কারে নেবে অধিক ভালবেসে?
ruclips.net/channel/UCs2VMrC8PMwrgOLbsMVuCwQ
ঘুরে আসুন আমার ইউটিউব চ্যানেল টি।
অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ কবিতা পুরোটা দিবার
@@mdrahi6329 ধন্যবাদ, ভাই।
সত্তিই আমার খুব ভালো লাগলো যে আসমানি নামের একটা মেয়ে ছিলো আজকে আমি জানলাম দেখলাম। আমি দোয়া করিভাই আপনি এই রকম অজানা ভিত্তি আমাদেরকে দেখানোর জন্য।
আসমানীদের নিয়ে অনেক কবিতা মুভি নাটক ভিডিও হয়,
কিন্তু আসমানীদের ভাগ্য পরিবর্তন হয় না।।
Thik bolsen
Right
খুব ভাল লাগলো। কবিতার বাস্তব রূপ। ছোট বেলার কথা মনে পড়ছে।
আসমানীর মেয়েদের মধ্যে যিনি প্রথম কবিরা আবৃত্তি করতেছিলেন, তার বলার ধরণ আমার নানুর কথা মনে করিয়ে দিছে,নানু আমায় সেই ছোট্ট বেলায় ঠিক এমনি করে পল্লিকবির এ কবিতাটিই শুনাইছিলেন।নানুর আমি আদরের নাতি, কারণ দুই কূলে পূর্বপুরুষের জেনারেশান বলতে এই নানুকেই দেখতে শিখছি।আল্লাহ নানুকে এ বয়সেও ভালো রাখছেন,আমার চোখের ও মনের শান্তি আমার নানু।
আল্লাহের কাছে আমার নানুসহ সকলের পূর্ব-পুরুষ ও মুরব্বিজনদের জন্য দোয়া রইলো।
এ যেন আর এক ইতিহাস! ধন্যবাদ।
দেখে মনে হলো তারা খুব মিশুক মানুষ। অনেকে সুন্দর ব্যাবহার।❤️
Thik bolsen vai sobai onk valo
কবি আসমানি কে নিয়ে যে কবিতা লিখে ছিলেন কল্পনা সেটাই জানতাম আজ বুজতে পারলাম এটা সত্য কথার আধার পর লিখা জসিমউদ্দিনে কালজয় কবিতা ধন্যবাদ বন্ধু
নকশী কাঁথা কবিতাটি ও কবির অমর সৃষ্টি যা নিয়ে গান ও বাধা হয়েছে যেটি খুবই জনপ্রিয় হয়েছে । ( সাজু ও রূপাই মিঞা র অমর প্রেম কাহিনী ) ভারত থেকে ।
Ashmani is a rea character of Bangladesh.She is an example of poor people. Poverty doesn't touch the creativity.
ছোট বাচ্ছাদের হাতে কবরের সেবা আল্লাহ্ রহমত
আমার মতে, আসমানীর মূল বাড়িটি পূর্কের মতই রাখা উচিৎ ছিল, কিন্তু বাড়ীর অন্যান্য স্থানে একটি নির্বাচিত অংশে একটি পাকা বাড়ী নির্মান করে তার পরবর্তি প্রজন্মদের দেওয়া প্রয়োজন ছিল, কবির বর্ণনা অনুযায়ী সেই বাড়ীর আদলে আরেকটি বাড়ী তৈরী করে দিলে আমাদের কল্পনার সাধ বাস্তবে মিটাতে পারবো বলে মনে হয়। তবে তার বংশধরদের আর্থিক অনটনের বিষয়টার প্রতি সরকারের নজর দেওয়া উচিৎ।
জসিমউদ্দিন আমার প্রিয় কবি
Video t valo lagle share korben dhonnobad
প্রিয় কবির স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষন করা খুবই জরুরী , আগামী প্রজন্মের জন্য ।
আমার মায়ের মুখে
এই কবি তা এখনো শুনি
খুব সুন্দর করে আবৃত্তি করে মা ❤❤❤❤
dhonnobad amader channel er onno video dekhar onurodh thaklo
এটা যে সত্যি দেখতে পারবো কল্পনাও করি নাই কবিতাটা পরনের সময়ও আসমানের ছবিগুলা বইয়ের পাতায় দেখে অনেক কষ্ট লাগছে কিন্তু এটা ভাবি নি যে এই পৃথিবীতে সত্যি আছে অনেক মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে
আমরা গল্প শুনতে ভালোবাসি কিন্তু গল্পের সেই মানুষ গুলিকে কি রকম ভালোবাসি আসমানির বাড়ি তার বাস্তব প্রমাণ
I'm read write that poetry & exam. I I crying to remember that fact. Its really effect for many poorer. Oh my god!
এই কবিতাটি ছোটবেলায় বাবার মুখে শুনতাম অনেক ভালো লাকতো
It's a shame for us all that we didn't show the minimum sympathy to Asmani to preserve her house and value poet Jasimuddin's poem.
খুব ভালো লাগলো ওনার ছবি দেখে,আল্লাহ ওনাকে জান্নাত দান করুক।
আমি ভারতের পশ্চিমবঙ্গ নদীয়া জেলা থেকে দেখছি । অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
মাশাআললাহ শুভ কামনা রইল।আপনার জন্য।এই অজানা খবর জানতে পারলাম
Dhonnobad
অাপনি যে রোডে বাইক চালাচ্ছেন সেই রাস্তায় অামার অসংখ্যবার অানাগোনা।
২০০৪ সালে যখন অামি রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরী করতাম তখন অামি অাসমানির সাথে একবার দেখা করেছিলাম।
আসমানি কবিতা কবির এক অদ্ভুত সৃস্টি।
👍👍
ভাই ধন্যবাদ আপনাদের অজানা তথ্য জানানোর জন্য। ছোট বেলায় বাবা মা কাছ থেকে শুন ছিলাম।
1986 সালে ক্লাশ ফাইভের বাংলা বইতে আসমানি কবিতা ছিলো তখন কবিতার পাশে আসমানির ফটোও ছিলো আমরা প্রতিদিন বই দেখে এই কবিতা পড়তাম
অতি চমৎকার ও নান্দনিক উপস্থাপন ভাই। খুবই ভালো লাগলো,আপনার পরিবারের সদস্য হয়ে গেলাম। আমিও চেষ্টা করছি, পরামর্শ ও দোয়া কামনা করছি প্রিয় ভাইয়া।
I have studied this poem in my childhood possibly 40 - 45 years ago. Today I have watched the real history. Great video. Greetings from Chile 🇨🇱
MashaAllah ajke jante parlam asmanir kahani thanks for sharing
ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভাইয়া আমার খুব খুব কষ্ট হচ্ছে এটা দেখে আর আমার গায়ের লোম কাটা দিয়ে উঠেছে 😢😢😢😢
অনেক আগে একবার আমার বাবার কাছে কবিতাটা শুনেছিলাম। আজকে আপনার মাধ্যমে কবিতাটি শুনে অনেক আবেগে আপ্লুত হয়ে গেলাম। কখনো ভাবিনি' আসমানি কিংবা এরকমের রসুলপুর গ্রাম আছে। ভেবেছিলাম কল্পনা থেকেই পল্লী কবি জসীমউদ্দীন কবিতাটি লিখেছিলেন। কিন্তু আপনার মাধ্যমে জানতে পারলাম আসমানী এবং রসুলপুর গ্রাম আছে। আপনার ভিডিওটি দেখে রসুলপুর গ্রামে আসমানিদের বাড়িটি দেখার খুব ইচ্ছা জাগছে । লোকেশন টা একটু দিবেন প্লিজ। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি কবিদের নিয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও তৈরী করবেন
অনেক ধন্যবাদ আপনাকে ভাই।দেখতে পেলাম আপনাদের মাধ্যমে। মহান আল্লাহ পাকের রহমতে ।
Amar chotobelar khub prio akta kobita.......thanks vaiya vdo ta dhakhanor jonno......
আমিও এই কবিতাটি অনেকবার পড়েছি কিন্তু কখনো ভাবি নি যে বাস্তবে এরকম আসমানী নামের কেউ আছে😢😢
Share korben onnoder dekhar sujog kore diben
ধন্যবাদ ভাই আমার মনে খুবই ইচ্ছা ছিল দেখতে আজকে তা পুড়ন হলো
আলহামদুলিল্লাহ্