অযত্নে পল্লী কবি জসীমউদ্দীনের আসমানি | Sabuj Ahmed |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • স্পন্সর / প্রমোশন: sabujahmed4033@gmail.com
    For business inquiries: sabujahmed4033@gmail.com
    'SABUJ AHMED'
    Thanks to everyone for always watching my Videos.
    LIKE SHARE COMMENT SUBSCRIBE FOR MORE SPECIAL VIDEO FROM MY CHANNEL.
    THUMBS UP SUBSCRIBE BUTTON :- ▼SABUJ AHMED
    আসমানি,আসমানি কবিতা,আসমানী,আসমানি মন,আসমানি আশা,আসমানি কিতাব,চারুপাঠ বাংলা বই আসমানি কবিতা,আসমানি কবিতা আবৃত্তি,ষষ্ঠ আসমানি,জসীমউদ্দিনের আসমানি কবিতা,আসমানী কিতাব সমূহ,পিইসি আসমানি,কবিতা আসমানি,আসমানী কিতাব কয়টি,asmani আসমানি,আসমানি কিতাবে,প্রধান আসমানী কিতাব,আসমানী কিতাব কতখানা?,আসমানি তোর বুকে,বউ এর নাম আসমানি,আসমানি সিন্দুক,আসমানী আশা,কে সেই আসমানি আসা,সপ্তবর্ণা আসমানি,আসমানী লিজা,আসমানী কিতাব কয়টি ও কি কি,আসমানি জসিমউদ্দিন,ঈসা আঃ আসমানি খাদ্য,আসমানি আসার কাহিনী,আসমানি আশা শ্লোগান

Комментарии • 1 тыс.

  • @sabujahmed9003
    @sabujahmed9003  3 года назад +283

    ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।

    • @airinkhan7483
      @airinkhan7483 2 года назад +12

      আমার কেনো জানি কান্না পাচ্ছে """ আমি সাভার থেকে"""মুন

    • @MdKhokon-kq4jm
      @MdKhokon-kq4jm 2 года назад +5

      koborti akhon paka kora hoyce...7/8 mash age

    • @redwanulhuq4435
      @redwanulhuq4435 2 года назад +9

      হায়রে নিয়তি😭😭😭🇧🇩🇧🇩🇧🇩

    • @mdmanha5704
      @mdmanha5704 2 года назад +5

      Asmani.... Jasim Uddiner ki hoi vaiya

    • @আশ-শেফাদাওয়াখানা
      @আশ-শেফাদাওয়াখানা 2 года назад +4

      আমি অল্প কিছু 27.28 লাইন লেখা লিখেছি আপনি একটু পড়ে দেখবেন

  • @msmaher2302
    @msmaher2302 2 года назад +407

    সত্যি ভাই কবিতার সেই আসমানি যে সত্যি কোনো মেয়ে ছিলো জানতাম না,,আমি মনে করছি হয়তো কবির কাল্পনিক সেই আসমানি ছিল,,,,আজ একদম মনোযোগ সহকারে দেখলাম আর আপনার প্রতিবেদন টি মন ভরিয়ে দিলো

    • @মায়ারবাঁধন-শ৪য
      @মায়ারবাঁধন-শ৪য 2 года назад +7

      ভাই আমি একি ভাবছিলাম কাল্পনিক চরিত্র আজ মন থেকে মনোযোগ দিয়ে দেখলাম।

    • @msmaher2302
      @msmaher2302 2 года назад +4

      জ্বি,,,,

    • @othoitv1768
      @othoitv1768 2 года назад

      2u...

    • @nazneenyasmin3340
      @nazneenyasmin3340 2 года назад

      Hayre bolod 🤦‍♂️

    • @msmaher2302
      @msmaher2302 2 года назад

      @@nazneenyasmin3340 ভাই কাকে বলদ বললেন,,,

  • @khushnuriqfatkhushbu2856
    @khushnuriqfatkhushbu2856 2 года назад +92

    তিন বছর আগে ক্লাস সিক্সে পড়েছিলাম,কবিতাটি হৃদয় ছুঁয়ে যায়।ভেবেছিলাম, কোনো কল্পনার চরিত্র।।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।❣️জসীমউদ্দিন এর কবিতা সত্যিই বাংলার পল্লীর মানুষকে নিয়ে।।নিশ্চয় পল্লিকবি খেতাব তাঁর ই প্রাপ্য।💖,,আবারও অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

  • @jolsiri9036
    @jolsiri9036 2 года назад +74

    ছোট্টোবেলায় আব্বুর থেকে শেখা আমার প্রথম কবিতা আসমানী..আব্বুর বুকের উপর শুয়ে মুখে মুখে বলতাম "আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ী রসুলপুরে যাও" 😢... আজ আব্বুও নেই,কবিও নেই,আসমানী ও নেই...ভিডিওটা দেখে যেমন ভালো লাগছে... খুব কান্নাও পাচ্ছে
    ❤️😢😢😢❤️

    • @shourovsadik2165
      @shourovsadik2165 2 года назад +4

      আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন। আমারা যখন সে জগতে পৌছার সৌভাগ্য অর্জন করবো তখন আমাদের ভাগ্যে যেন জুটে।

    • @AliMohammed-mx7fv
      @AliMohammed-mx7fv 2 года назад +2

      😢😢😢😢

    • @AliMohammed-mx7fv
      @AliMohammed-mx7fv 2 года назад +2

      Tomar comments pore amio emotional hoye gesi 😢

    • @nusratjahansathi3596
      @nusratjahansathi3596 2 года назад +2

      আমার ও খুব কান্না পাচ্ছে ভিডিও টা দেখে 😭😭😭😭

    • @MDSAJIB-m9s5e
      @MDSAJIB-m9s5e 7 месяцев назад

      Amar Babar thake suna prothem kobita asmani kobita

  • @JahangirAlam-go5vk
    @JahangirAlam-go5vk 2 года назад +124

    2007 সালে আমিও গিয়েছিলাম।তখনো যেরকম এখনও ঐ রকম রোয়েছে। ফ্রান্স থেকে দেখলাম।খুব ভালো লাগলো।

    • @mdbookul3847
      @mdbookul3847 2 года назад +3

      Please help them about our asmani (Our village poet Jasimuddin's beloved Asmani's family)

    • @banglarrup6852
      @banglarrup6852 2 года назад

      ruclips.net/video/RHCGCy67-X0/видео.html

  • @goutammitra6281
    @goutammitra6281 2 года назад +35

    শ্রদ্ধেয়, পল্লী কবি জসিমউদদীন আমার কাছে চিরকাল অমর হয়ে বেঁচে থাকবেন। ওনার প্রতিটি কবিতা ই আমার জীবনকে খুবই বেদনা দেয়। তবুও ওনার কবিতা পড়ার ইচ্ছে সব সময়েই আমাকে আকৃষ্ট করে এবং আজীবন করবে বলে ও আমার বিশ্বাস। এই স্মৃতি বিজরিত অত্যন্ত মর্মস্পর্শী ভিডিও দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসমানী দেবীর আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারের প্রতি রইলো আমার সমবেদনা। বাংলাদেশের সরকারের প্রতি আমার একান্ত অনুরোধ আসমানী দেবীর বাড়িতে ঢোকার রাস্তাটা যাতে কোনো ধনশালী ব্যাক্তি দখল না করেন। তাদের বাড়ি ঢোকার রাস্তাটা তাদেরকে ফিরিয়ে দেয়া হউক। ভারত থেকে - গৌতম

  • @advkhondoker
    @advkhondoker 2 года назад +266

    আসমানী কে নিয়ে কবিতা আমাদের সময়ে পাঠ্য পুস্তকে পড়ানো হয়েছে, ধন্যবাদ আপনাকে বন্ধু!
    অনেক বছর পর আবারও.......

    • @sabujahmed9003
      @sabujahmed9003  2 года назад +4

      Apnakeo osonkho dhonnobad

    • @morallabib
      @morallabib 2 года назад +6

      আমাদের এখনো (চারুপাঠ-৬ষ্ঠ শ্রেনি) বইয়ে আছে

  • @sdpvlogs116
    @sdpvlogs116 2 года назад +19

    খুব দুঃখ লাগলো মানের ভিতর, আসমানী কবিতা বহু বার পড়েছি, খুব তারাতাড়ি মুখস্ত হয়ে জেতো,এই কবি, ও কবিতার মানুষ গুলো আমাদের সৃতি হয়ে থাকবে, তাই আমার তরফ থেকে, এই চ্যানেল টিকে তার সুন্দর দৃশ্য দেখানো জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই 🥰🥰🥰🥰🥰😍😍😍😍🥰🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @abdurrashidmondal740
    @abdurrashidmondal740 2 года назад +47

    পশ্চিমবঙ্গ থেকে বলছি ---- একটা গানের কথা অস্পষ্টভাবে
    মনে পড়ে ---চইলা গেছেন জসিমউদ্দিন তার নক্সিকাঁথা ও নাই।লালন শাহের একতারা টা কোথায় গেলে পাই।
    জীবন হাহাকার করে ওঠে গো ।

    • @salehahmadnaim2834
      @salehahmadnaim2834 2 года назад

      This is real sad ! Our government should look into it kindly 🙏

  • @mdibrahimreza4660
    @mdibrahimreza4660 2 года назад +46

    এতদিন মনে করতাম কবি'রা শুধু স্থান-কালের উপর ধারনা করে এবং তাদের কল্পনা থেকে কবিতা লিখত।
    কিন্তু আজ জানতে পারলাম যে না, কবি'রা বাস্তব থেকেও কবিতা লিখত।

  • @sheikheliasahamed4625
    @sheikheliasahamed4625 2 года назад +37

    সাব্বাশ সজিব বাংলার পল্লী সন্তান,তোমার হাতেই গর্জে উঠুক বাংলার অজানা কাহিনি।
    তোমার প্রতি দোয়া ও ভালবাসা।

  • @Akkasali-gt1jr
    @Akkasali-gt1jr 2 года назад +18

    আপনার সুন্দর উপস্থাপনের মাধ্যমে আবার ফিরে পেলাম পল্লীকবি জসীমউদ্দীনের সেই বিখ্যাত কবিতা সাথে সাথে বাস্তব চিত্র দেখতে পেলাম। কেন জানি আসপমানির জন্য মনটা কেঁদে উঠলো । আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @boyratbm9047
    @boyratbm9047 3 года назад +56

    আজকেই আসমানী কবিতাটি পড়লাম। স্যার ক্লাসে একটা ছবি দেখাতে চেয়েছিলেন কিন্তু পারেননি। তাই ভাবলাম RUclips এ দেখি কিছু পাওয়া যায় কিনা। আপনাদের ধন্যবাদ এই Video টি দেওয়ার জন্য।

    • @sabujahmed9003
      @sabujahmed9003  2 года назад +2

      Dhonnobad valo lagle video t share korben

    • @AlMamun-jd3il
      @AlMamun-jd3il 2 года назад +1

      আমার অনেক প্রিয় কবি ও কবিতা ছিল

  • @arablifeas2562
    @arablifeas2562 2 года назад +17

    আমার একজন প্রিয় কবি ছিলেন , তবে কেন জানি না এই ভিডিওটা দেখার পর চোখের জল ধরে রাখতে পারছিনা , ধন্যবাদ আপনাকে ভাই কলকাতা থেকে এত সুন্দর ভিডিওটি তুলে ধরার জন্য

    • @newbarua5671
      @newbarua5671 2 года назад

      পল্লি কবি জসিম উদ্দিনের বাড়ির পাসে কি আপনার বাড়ি?

  • @logbook7175
    @logbook7175 2 года назад +159

    আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
    রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
    বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি,
    একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
    একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে,
    তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
    পেটটি ভরে পায় না খেতে, বুকের ক’খান হাড়,
    সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার।
    মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
    থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি।
    পরণে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
    সোনালী তার গার বরণের করছে উপহাস।
    ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
    সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
    বাঁশীর মত সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
    হয়নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
    আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
    ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল-বিল-বিল করে।
    ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
    সেই জলেতে রান্না খাওয়া আসমানীদের চলে।
    পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
    বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।
    খোসমানী আর আসমানী যে রয় দুইটি দেশে,
    কও তো যাদু, কারে নেবে অধিক ভালবেসে?

    • @Joy_Comrade
      @Joy_Comrade 2 года назад +4

      Khubb bhalo hoyeche..

    • @nazamsikder1531
      @nazamsikder1531 2 года назад

      আলহামদুলিল্লাহ আজ 22\8\2021\আল্লাহ পাক রাব্বুল আলামিন আবারও ওমরা করার তৌফিক দিলেন আবারও জানাই আল্লাহর কাছে শুকুরিয়া ও আলহামদুলিল্লাহ।এই ওমরা টা আমার চাচা আঃ জব্বার সিকদারের নামে করলাম আল্লাহ যেন উনাকে জান্নাত নছীব করেন আমিন আমিন আমিন। 10/8/2021/রোজ মঙ্গল বার দুপুর 2,38 মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।

  • @nureakash4873
    @nureakash4873 2 года назад +43

    আমার খুব পছন্দের কবিতা।যখন ফরিদপুর গিয়েছিলাম তখন আমি ও খুঁজে খুঁজে গিয়েছিলাম আসমানীদের বাড়ি। এটাই সত্যি এখনো আধুনিকতার ছোঁয়া লাগিনি।😭😭

    • @banglarrup6852
      @banglarrup6852 2 года назад

      ruclips.net/video/RHCGCy67-X0/видео.html

  • @MDMASUD-nn9lf
    @MDMASUD-nn9lf 2 года назад +206

    কেনো জানিনা,চোখে পানি চলে আসলো। এটাই বাংলাদেশ!!!

  • @جاهدهالحربي
    @جاهدهالحربي 2 года назад +67

    কবিতাটি পড়ে আমার শরীর কাটা দিয়েছিল। আজকে ইউটিউবে দেখে অনেক ভালো লাগলো।

    • @banglarrup6852
      @banglarrup6852 2 года назад

      ruclips.net/video/RHCGCy67-X0/видео.html

  • @banglargenius1254
    @banglargenius1254 2 года назад +27

    😭😭😭 ভাই চোখের পানি ধরে রাখতে আর পারলাম না😭😭😭 ছোট বেলাই যে আসমানির কবিতা পড়েছি তার বাড়ির এই অবস্থা।

  • @gopalbiswas6626
    @gopalbiswas6626 2 года назад +14

    আমি ভারত থেকে বলছি।আজ থেকে ৪৫ বছর আগে আমি এই কবিতাটি ক্লাসে পড়েছি। বাংলাদেশে। ভাবতাম কবির কাল্পনিক নাম আসমানী।এতো বছর পর জানলাম। কাল্পনিক নয়।এটা বাস্তবিক।তবে যা দেখলাম।তিনি তার জায়গায় চলে গিয়েছেন।তিনি তার জায়গায় যাদেরকে রেখে গেছেন।

    • @vhabeshray2513
      @vhabeshray2513 6 месяцев назад

      ঐ জন্যই তিনি পল্লী কবি নামে পরিচিত

  • @akonstudiomadaripur
    @akonstudiomadaripur 2 года назад +8

    আমি ভেবেছিলাম এটা হয়তো কবির একটা কাল্পনিক কবিতা, আজ জানতে পারলাম এটা বাস্তব ভিত্তিক কবিতা আপনাদের মাধ্যমে, অসংখ্য ধন্যবাদ ভাই এই রকম চিত্র তুলে ধরার জন্য,,

  • @dhaka1967
    @dhaka1967 2 года назад +8

    আপনার রিপোর্টটি হৃদয় ছুয়ে গেল। স্থানীয় প্রশাসনের উচিত অন্ততঃ মানবিক কারনে হলেও এনাদের দিকে সত্বর সদয় দৃষ্টি দেয়া।

  • @hasanjoti1742
    @hasanjoti1742 2 года назад +6

    চোখের এক কোনা দিয়ে কখন যে অশ্রু ঝরে পড়ে গেল। ধন্যবাদ ভাই আপনাকে। আল্লাহ আমাদের কতই না ভাল রাখছে। আল্লাহ আপনি এই পরিবারের দারিদ্রতা দূর করে দিন।

  • @md.najmulislam8942
    @md.najmulislam8942 Год назад +2

    সাংবাদিক ভাই কে অসংখ্য অসংখ্য
    ধন্যবাদ, এমন একটি চিরন্তন সত্য
    ঘটনার ভিডিও তুলে ধরার জন্য,
    ভিডিও দেখে হতভম্ব হয়ে গেলাম,
    ছোটো বেলায় যখন কবিতাটি পড়ি
    তখন শুধু কবিতাই মনে করতাম
    কিন্তু এটিকে যে বাস্তবে দেখবো
    সেটা কখনো এই ভাবে চিন্তা করিনি
    লাখো শ্রদ্ধা ও ভক্তি কবির চরণে,

  • @poisiali7968
    @poisiali7968 2 года назад +59

    আমি সাউথ‌ কোরিয়া ‌ থেকে‌ দেকতাছি‌ দোয়া‌ করি‌ আসমানির‌‌ জন্য ‌ জান্নাত ইয়া‌ আল্লাহ ‌ দান‌ করেন‌।

  • @kabirmondal9413
    @kabirmondal9413 3 года назад +44

    দেখতে দেখতে আমার মনে পড়ে সেই কবিতা নকসি কথার মাঠ । মনটা ছুয়ে গেল। কবি জসীমউদ্দীন বাড়ি দেখে।

    • @sabujahmed9003
      @sabujahmed9003  3 года назад +3

      Dhonnkbad dada...

    • @maryhowlader3919
      @maryhowlader3919 2 года назад +2

      খুব সুন্দর লাগছে।
      মন ভরে গেল। কবির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।

    • @tazvihassan3757
      @tazvihassan3757 2 года назад +1

      Ata kobir bari na,Asmanider bari..

    • @mdabdullaha2991
      @mdabdullaha2991 2 года назад +1

      কাজি, তোর নাম্বার টা দে। বিপ্লব ফেনী সদর থানা। ওমান

    • @tazvihassan3757
      @tazvihassan3757 2 года назад +1

      Kano

  • @hosnearakhanum3005
    @hosnearakhanum3005 2 года назад +39

    আমি কোন দিন জানতাম না আসমানী বাস্তব কোন মানুষ ভাবতাম কবির কাল্পনিক নায়িকা। আশা করি আসমানীর বাড়ির উন্নয়ন ঘটবে।

  • @muhammedenamulhoque6472
    @muhammedenamulhoque6472 2 года назад +35

    ধন্যবাদ ভাই আপনার এই প্রমান্যচিএ দেখে ২৮/২৯ আগে ফিরে গেলাম, তখন প্রাইমারিতে কবিতাটি পড়েছিলাম। জসীমউদ্দিন এর বিখ্যাত কবি আসমানী।

  • @dr.kamruzzaman4550
    @dr.kamruzzaman4550 2 года назад +7

    আসমানী আমার অত্যন্ত প্রিয় কবিতা ছিল। এই কবিতার আসমানী এবং তাদের বাড়ী আমার কল্পরাজ্যের এক বিশেষ স্থান অধিকার করে ছিল এবং এখনও আছে। এখনও আসমানী কবিতা মনে আসলে আসমানীর চেহারা কল্পনায় ভেসে আসে। আসমানী এখন ঐতিহাসিক ব্যক্তিত্ব। অন্তত তার কবরটা সংরক্ষণ করা দরকার টুরিস্টদের জন্য।

    • @mohidulislam6954
      @mohidulislam6954 2 года назад

      Dr. আসমানী এক জনের অমর সৃষ্ট কবিতা আমরা জানি !
      সে সময় কোটি কোটি আসমানী ঐ দেশে ছিল আজও এদেশে আছে ! আমরা দেখিনা!
      যখন আমরা দেখতে পাই আমাদের মহানুভবতার প্লাবন সৃষ্টি হয় ।
      কিন্তু আমাদের যে টুকু সামান্য দায়িত্ব থাকা উচিত সেটা আমাদের নাই!
      কবি কবিতা লিখেছিলেন তার দেখা সত্য ঘটনা থেকে ।
      রূপক কল্পনা করলে ঐ শ্রেনীকে বুঝানো হয়েছে । কবির এটা কি মমত্ব বোধ না Object ! দেখা বা কল্পনার বহিঃপ্রকাশই কবিতা বা সাহিত্য!
      বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন থাকবে আসমানী কবিতা।
      ঐ কবিতা দিয়ে কবি সুনাম কুরিয়েছেন।আমরা recite করে পুরস্কার পেয়েছি ! ঐ কবিতা পরতে আমরা দুঃখে ভারাক্রান্ত হই !
      আমরা যারা এই Content দেখছি এবং লিখছি তারাও তাই!
      আমাদের যার যার Position থেকে যদি একজনকেও rehevilate করতে পারতাম আজ আমাদের এই অবস্থা থাকতো না!
      আমরা দান করতে চাই!
      রিহেবিলেট করতে চাই না ।
      দান করতে গিয়ে চুরি করা যায় কিনা!
      আসমানীর মেয়েরাও কিছু চায়
      Content uploader ও চায়!
      আসমানী কিছু চায়নি! তাই সবাই তাকে চেনে!
      আমি চাই, সবাই কাজ পাক
      অধিকার পাক
      খাবার পাক
      বাসস্থান পাক!
      যারা মানুষের মুখের খাবার কেরে নেয়
      তাদের মানুষের হাতে ছেড়ে দেওয়া হোক!
      শেয়ার বাজারের চোর
      পদ্মা সেতুর চোর
      মেট্রো রেলের চোর
      ভুমি অফিসের চোর
      Custom অফিসের চোর
      পুলিশ অফিসের চোর
      শেরকোল ইউনিয়ন পরিষদে কোন কাজ নিয়ে দেখতে পারেন কত টাকার চুরি হচ্ছে সেখানে! থানা শিংড়া জেলা নাটোর বাংলাদেশ ।
      এক জন প্রতিমত্রীর brother-in-law চেয়ারম্যান ।
      নাম রেজিস্ট্রিশন করতে গেলেই দেখতে পাবেন!
      তারা অনেক কষ্টে আছেন
      নব্য আসমানী!
      দারিদ্রতা অভিষাপ !
      আজ ঐ ধরনের আসমানী নাই
      আছে নব্য আসমানী!

  • @OrkoSrz
    @OrkoSrz 2 года назад +185

    আমার আব্বা ছোট কালে এই কবিতা হারিকেনের নিভু নিভু আলোয় প্রতিরাতে শুনাতেন❤️❤️। এই কবিতা আমার আব্বার এতটা প্রিয় যে আমার ভাগ্নির নাম আসমানী নিয়েছে আমার আব্বা।

    • @rayfix3153
      @rayfix3153 2 года назад +3

      Also I love this poem, just remember my childhood

    • @shourovsadik2165
      @shourovsadik2165 2 года назад +1

      আপনার কোন জিলা /থানা/বাসা কোথায়?

  • @Md.Abdullah72
    @Md.Abdullah72 2 года назад +29

    ভাই আসমানি কবিতা খুব ভালো লাগলো। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন

    • @mdnurulhaque2283
      @mdnurulhaque2283 2 года назад

      কি বলব সত্যি ভাশা নেই। ধন্যবাদ ভাই।

    • @banglarrup6852
      @banglarrup6852 2 года назад

      ruclips.net/video/RHCGCy67-X0/видео.html

  • @joyaislam3061
    @joyaislam3061 2 года назад +87

    আমাদের পল্লী কবি জসিমউদদীন। আমাদের ফরিদপুরের গৌরব।

    • @জাহাঙ্গীরনিউহাঁসেরহ্যাচারিকে
    • @tanzinaislam1234
      @tanzinaislam1234 2 года назад +1

      ভাই জান, আপনি শুধু পল্লী কবি জসীম উদ্দীন কে ছাপট করলেন।
      মা, আসমানী কে নয়।
      কবি জসীম উদ্দীন ছো্্্্ মা্্্
      আসমানী দুজনেই ্্্ ফরিদপুর জেলা।
      ও রসুলপুর গ্রামের অহংকার ্্্
      আমি এই কবিতা পড়ছি এবং ‌পড়ি্্্্খাতায় লিখেছি ্্্ইনসাআল্লাহ
      দশে দশ পেয়েছিলাম ্্্্ আমার
      এখনো মনে আছে ্্ মাঝে মাঝে।
      মনে হলেই আমি পড়ি ্্্্ যখন পড়ি তখন ্্্ আমার হৃদয় টা ঠান্ডা হয়ে যায়
      এখন আমার বয়স 34 বছর ্্্ ইনশাআল্লাহ আমরা সেই ক্লাস ও য়ান‌
      থেকে। পঞ্চম শ্রেণী পর্যন্ত সব কবিতা
      আমার মনে আছে। ভুলিনি ভুলবো না
      ইনশাআল্লাহ ্্্্ কবিতা আসমানী 1... কবিতা 2... বেগম সুফিয়া কামালের লেখা
      কবিতা ্্্ বনভোজন ্্ নুরুপুশি
      3... কবিতা ্্ব বানীজিয্য তে আরো
      অন্নান্য ্্্্ sorry don't mind
      Amar bangla software tah valo naa
      Taii banan voul hoy....sob bangla
      Sentient assa naaa

    • @mohammadshapon6455
      @mohammadshapon6455 2 года назад

      Dor, dor dor ,parle kiso kore help kor

    • @soumendranathdas3110
      @soumendranathdas3110 2 года назад

      Tanzina Islam 'বনভোজন' কবিতাটি কবি গোলাম মোস্তাফার লেখা।

    • @mdmasudurrahman5372
      @mdmasudurrahman5372 2 года назад

      যার কোন অতিত্ত্ব নাই তার আবার গৌরব।

  • @shilpiranibhattacharjee1953
    @shilpiranibhattacharjee1953 2 года назад +68

    আসমানীদের সাহায্যে বিবেকবান মানুষ এগিয়ে আসুন।

  • @s.i.mamunhossain1901
    @s.i.mamunhossain1901 2 года назад +9

    নীল পরী নীলাঞ্জনা নাটকে তাহসানের কন্ঠে আসমানী কবিতাটি শুনে অত্যন্ত ভালো লেগেছিল।
    সংশ্লিষ্ট সকলের উচিত তাদের জন্য ভালো একটা ব্যবস্থা করা। কবি ও কবিতাকে ভালোবাসা অবিরাম 💗

    • @AbdulMannan-uq5nc
      @AbdulMannan-uq5nc 2 года назад

      ৭৭/৭৮ সালে কবির কবরকবিতা টায় পড়ে ছিলাম ঐ খানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে।খুব সুন্দর কবিতা। সরকার এত কিছু উন্নয়ন করে কিন্তু কবির জন্য কিছু করেনি।মনে হয় কবি লীগ করলে হয়তো কিছু করতো।

  • @abdulkarim8318
    @abdulkarim8318 2 года назад +6

    ভাই আপনার ভিডিও সত্যিই মনে ভিতরে দাগ কেটে গেছে। এই আমাদের বিবেক যার নামের কবিতা পড়ে আমরা শিক্ষা পেলাম তার বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এক প্রভাবশালী ব্যক্তি খুবই দুঃখজনক ঘটনা।।

  • @ziaurrahmansarker391
    @ziaurrahmansarker391 2 года назад +49

    আসমানী বেঁচে থাকবে চিরকাল,,,,,,পল্লীকবির অমর কবিতা আসমানী কবিতার মাঝে

  • @ibrahimafridi4561
    @ibrahimafridi4561 2 года назад +10

    আমি প্রাথমিক ক্লাশে,ক্লাশ ফোরে পড়েছিলাম আসমানী কবিতা টা অনেক দরিদ্রতার ছাপ কষ্ট ভরা কথাই ছিল কবিতায়। গবীব সহজে আমির হতে পারে না জীবন যুদ্ধ বলে কথা। সেটাই বুঝাগেল।

  • @abulhussain205
    @abulhussain205 2 года назад +4

    1963 ইংরেজি আমি যখন প্রথম শ্রেণির ছাত্র প্রথমেই এই কবিতা আজ নিজ চোখে আসমানির বাড়ি দেখলাম ইউটিউবের এই চেনেলের মাধ‍্যমে ধন‍্যবাদ

  • @spcom6728
    @spcom6728 2 года назад +9

    ছোট বেলা কবিতাটা পড়ে খুবিই ভালো লাগতো।তবে আজ বাস্তব ঘটনা শুনে চোখে পানি এসে গেল।

  • @alhazhosen9766
    @alhazhosen9766 2 года назад +25

    সরকারী ভাবে অাসমানীর সকল স্মৃতি চিহ্ন সংরক্ষণ করা হোক।

  • @bishnudas334
    @bishnudas334 2 года назад +6

    খুব ভালো লাগলো। আপনি অনেক কষ্ট করেছেন আসমানী কবিতার মূল কাহিনী তুলে ধরার জন্য। ধন্যবাদ

  • @dineshjoarder7277
    @dineshjoarder7277 2 года назад +41

    আমি ভারত থেকে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি, আসমানির বাড়িটি সংস্কার করা হোক।

    • @999bollywoodslowedandrever7
      @999bollywoodslowedandrever7 9 месяцев назад

      এগুলো কখনো কোনদিন ওদের চোখে পড়ে না ভাই

  • @AbuSufian-cv6gw
    @AbuSufian-cv6gw 2 года назад +69

    গরিব হলেও তাদের বাড়িঘর অনেক পরিষ্কার দেখতে অনেক সুন্দর।

  • @kalamazad1532
    @kalamazad1532 2 года назад +5

    যে কবিতাটি পাঠে মানুষের বিবেক জাগ্রত হয়। উচিৎ যাকে নিয়ে মহান পল্লি কবি জনাব জসিম উদ্দিন সাহেবের হৃদয় ভারাক্রানত হয়েছিলো এবং আসমানী কবিতাটির রচনা করার মাধ্যমে পুরো জাতিকে অশ্রুসিক্ত করে গরিবদের প্রতি মানুষের সহানুভূতির আগ্রহ বাড়িয়েছেন তার সব কিছু আজীবন সৃতি হিসাবে ধরে ধরে রাখার ব্যবস্থা সরকারের করা উচিত।

  • @phatikroymahato1365
    @phatikroymahato1365 Год назад +11

    ভারত থেকে বলছি, বাংলাদেশ সরকার যেন কবির বাড়ি ও কবরের যথাযথ সম্মানের ব্যবস্থা করেন-কাতর আবেদন জানালাম।

  • @mohammedbasherm7879
    @mohammedbasherm7879 2 года назад +62

    এই কবিতায় অনেক কষ্ট লুকিয়ে আছে ।এই কবিতায় মানবতা ফুটিয়ে তুলতে পারে ।

  • @jayantaghosh6755
    @jayantaghosh6755 2 года назад +10

    কলকাতা থেকে দেখছি ভীষণ কষ্ট লাগলো কবির কিছু কবিতা পড়েছি.

  • @thirthoraj3950
    @thirthoraj3950 2 года назад +1

    খুব সুন্দর একটি জায়গা দেখালেন। সরকারের উচিত প্রশাসনকে কঠোর নির্দেশ দেয়া যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। আবার তদন্ত কমিটি যেন গঠন করা না হয় কারণ তাহলে সব শেষ।

  • @abuahmed3883
    @abuahmed3883 2 года назад +22

    আসমানী কবিতা আমার খুব প্রিয়।কেন জানি চোখ ভিজে গেল।

  • @sujalpramanik8686
    @sujalpramanik8686 Год назад +4

    কবি জসিম উদ্দিনের কবিতা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তথা কলকাতায় খুবই জনপ্রিয় । আমি একজন কলকাতাবাসী, সরকারের কাছে অনুরোধ রাখছি এই হেরিটেজ বাড়িটির সংস্করণ এবং রূপায়ণ , যথাযোগ্য মর্যাদার সাথে পুনর্নির্মাণ করে দেওয়া হোক ।

  • @sikanderali5390
    @sikanderali5390 2 года назад +23

    সেই ৪০ বছর আগে কবিতায় যে-রকম পরেচি আজও সেই রকম তার ঘরটা হারদিশার আহা খুবই কসত লাগে।

  • @netishtalukder7167
    @netishtalukder7167 2 года назад +6

    ভালো মানুষদের এতো কস্ট খুবখারাপ লাগলো চোখের পানি ধরে রাখতে পারলাম না

  • @এমডি-ভ২শ
    @এমডি-ভ২শ 2 года назад +31

    আলহামদুলিল্লাহ আমি মালয়শিয়া থেকে দেখছি অনেক খুশি হলাম ধন্যবাদ ভাই আপনাকে আল্লাহ আপনাকে হেফাজত করুক আমিন

    • @sabujahmed9003
      @sabujahmed9003  2 года назад +1

      Valo lagle video t share korben dhonnobad

  • @nikunjalalkundu2642
    @nikunjalalkundu2642 2 года назад +8

    নকশী কাঁথা কবিতাটি ও কবির অমর সৃষ্টি যা নিয়ে গান ও বাধা হয়েছে যেটি খুবই জনপ্রিয় হয়েছে । ( সাজু ও রূপাই মিঞা র অমর প্রেম কাহিনী ) ভারত থেকে ।

  • @TTWRENU
    @TTWRENU 2 года назад +6

    আমার ও জানা ছিলনা যে আসমানির বাস্তব জীবন নিয়ে পল্লী কবি এই কবিতাটি লিখেছিলেন। তবে খুবই কষ্ট লাগলো আসমানিরা এখনও আগের মতো করেই অভাব অনটনে জীবন কাটাচ্ছেন।

  • @mhmahabubhawladar5347
    @mhmahabubhawladar5347 2 года назад +82

    আসমানীদের নিয়ে অনেক কবিতা মুভি নাটক ভিডিও হয়,
    কিন্তু আসমানীদের ভাগ্য পরিবর্তন হয় না।।

  • @MdMonir-lx6sx
    @MdMonir-lx6sx 2 года назад +3

    আসমানীর মেয়েদের মধ্যে যিনি প্রথম কবিরা আবৃত্তি করতেছিলেন, তার বলার ধরণ আমার নানুর কথা মনে করিয়ে দিছে,নানু আমায় সেই ছোট্ট বেলায় ঠিক এমনি করে পল্লিকবির এ কবিতাটিই শুনাইছিলেন।নানুর আমি আদরের নাতি, কারণ দুই কূলে পূর্বপুরুষের জেনারেশান বলতে এই নানুকেই দেখতে শিখছি।আল্লাহ নানুকে এ বয়সেও ভালো রাখছেন,আমার চোখের ও মনের শান্তি আমার নানু।
    আল্লাহের কাছে আমার নানুসহ সকলের পূর্ব-পুরুষ ও মুরব্বিজনদের জন্য দোয়া রইলো।

  • @fashiondesigningtrainingcentre
    @fashiondesigningtrainingcentre 2 года назад +3

    সুন্দর উপস্থাপনের জন্য ধন্যবাদ ভাই।আমরা সরকারের কাছে এসব অমর মানুষের সুরক্ষার আহ্বান জানাই।

  • @shafiqulislam8185
    @shafiqulislam8185 2 года назад +12

    অসংখ্য ধন্যবাদ, অসাধারণ ও ব্যতিক্রমী ভিডিও
    প্রচার করার জন্য।

  • @mdrakibrana1092
    @mdrakibrana1092 2 года назад +16

    আমার মায়ের মুখে
    এই কবি তা এখনো শুনি
    খুব সুন্দর করে আবৃত্তি করে মা ❤❤❤❤

    • @sabujahmed9003
      @sabujahmed9003  Год назад +1

      dhonnobad amader channel er onno video dekhar onurodh thaklo

  • @rujiaktar5703
    @rujiaktar5703 3 года назад +40

    জসিমউদ্দিন আমার প্রিয় কবি

    • @sabujahmed9003
      @sabujahmed9003  2 года назад +2

      Video t valo lagle share korben dhonnobad

  • @mdjohir4463
    @mdjohir4463 Год назад +1

    Apnader ke onek onek dhonnobad! Apnara Asmanyr baryte giyesen onar bary ghor dekhalen, attiyo shojonder ke dekhalen! Allah jeno tader shobaike prachurjo Dan koren! Amin!

  • @abra.vlog.and.cook145
    @abra.vlog.and.cook145 2 года назад +10

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসমানি বাড়ি দেখানোর জন্য আরো অনেক বেশি খুশি হতাম যদি আসমানির ছেলে মেয়েরা সরকারের পক্ষ থেকে সাহায্য করতো 🇧🇩🇧🇩

  • @miahabdurrahim-nm6ri
    @miahabdurrahim-nm6ri Год назад

    গরীব অসহায় লোকদের প্রতি কবির যে ভালবাসা তা এ কবিতায় ফুটে উঠেছে। এ দেশের ধনাঢ্য পরিবারের লোকজনের একটু চেষ্টায় যেন আসমানিদের কিছুটা পরির্তন আসে, তাহলে কবি জসিমুদ্দিনের বিদেহী আত্মায় শান্তি পাবে। সারকারেরও সুদৃষ্টি কামনা করছি।

  • @mdjosimuddin4460
    @mdjosimuddin4460 Год назад +4

    1986 সালে ক্লাশ ফাইভের বাংলা বইতে আসমানি কবিতা ছিলো তখন কবিতার পাশে আসমানির ফটোও ছিলো আমরা প্রতিদিন বই দেখে এই কবিতা পড়তাম

  • @riyajulriyaz
    @riyajulriyaz 2 года назад +2

    অনেক আগে একবার আমার বাবার কাছে কবিতাটা শুনেছিলাম। আজকে আপনার মাধ্যমে কবিতাটি শুনে অনেক আবেগে আপ্লুত হয়ে গেলাম। কখনো ভাবিনি' আসমানি কিংবা এরকমের রসুলপুর গ্রাম আছে। ভেবেছিলাম কল্পনা থেকেই পল্লী কবি জসীমউদ্দীন কবিতাটি লিখেছিলেন। কিন্তু আপনার মাধ্যমে জানতে পারলাম আসমানী এবং রসুলপুর গ্রাম আছে। আপনার ভিডিওটি দেখে রসুলপুর গ্রামে আসমানিদের বাড়িটি দেখার খুব ইচ্ছা জাগছে । লোকেশন টা একটু দিবেন প্লিজ। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি কবিদের নিয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও তৈরী করবেন

  • @bilayetmannaf5455
    @bilayetmannaf5455 2 года назад +12

    স্বার্থের দুনিয়া সময় শেষ হয়ে গেলে কেউ খোঁজ রাখে না। যে মানুষটি বাংলাদেশকে এতকিছু দিয়ে গেল। তার বেলায় শুধুই অবহেলা

  • @rahelabegum5993
    @rahelabegum5993 Год назад +1

    আমার অনেক প্রিয় এই কবিতা টা ভিডিও টা দেখে খুব ভাল লাগল 🤲🤲

  • @abulhussain205
    @abulhussain205 2 года назад +24

    আমরা গল্প শুনতে ভালোবাসি কিন্তু গল্পের সেই মানুষ গুলিকে কি রকম ভালোবাসি আসমানির বাড়ি তার বাস্তব প্রমাণ

  • @sudipbiswas8016
    @sudipbiswas8016 Год назад +2

    কবি আসমানি কে নিয়ে যে কবিতা লিখে ছিলেন কল্পনা সেটাই জানতাম আজ বুজতে পারলাম এটা সত্য কথার আধার পর লিখা জসিমউদ্দিনে কালজয় কবিতা ধন্যবাদ বন্ধু

  • @md.kashemgandi9437
    @md.kashemgandi9437 2 года назад +3

    আশীর্বাদ ও ভালবাসা রইল অন্তহীন সুন্দর একটি উপস্হাপন করার জন্য

  • @আল-কুরআন_সমকালীন_অধ্যয়ন

    কত জনপদ কত কাহিনী
    মানুষের জন্য কাজ করেছিলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
    আমরা তার উম্মত।

  • @amarchandnath7907
    @amarchandnath7907 2 года назад +8

    I have studied this poem in my childhood possibly 40 - 45 years ago. Today I have watched the real history. Great video. Greetings from Chile 🇨🇱

  • @NoorMohammed-xo9wv
    @NoorMohammed-xo9wv 2 года назад +29

    কবি জসিম উদদীন ছিলেন মহতী গরীব মানুষের কবিতা লিখতেন সবসময়

  • @moyajjenali9280
    @moyajjenali9280 2 года назад +21

    আমি ইন্ডিয়া থেকে, " কবর " কবিতা পড়ে আমি কেঁদে ফেলেছিলাম ।
    কবির বাড়ির অবস্থা দেখে খুবই খারাপ লাগলো, অবশ্যই বাংলাদেশ সরকারের সহযোগিতা করা উচিত ?
    ( যে দেশে জুতা বিক্রি করা হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় ফুটপাতে সে দেশের নেতা, মন্ত্রীরা, অবশ্যই চোর হবে ? )

    • @tanzinaislam1234
      @tanzinaislam1234 2 года назад +1

      That is right decision

    • @rotnaislam7665
      @rotnaislam7665 2 года назад

      Oo

    • @gajjalyranabhuiyan7658
      @gajjalyranabhuiyan7658 2 года назад +2

      এটা কবি জসিম উদ্দীনের বাড়ি না , এটা জসিম উদ্দীনের আসমানি কবিতার আসমানির বাড়ি। জসিম উদ্দীনের পরিবারের সবাই প্রতিষ্টিত। তখন কার আমলে কবি জসিম উদ্দীন কে সাপ্তাহে একদিনের ক্লাস করার জন্য লন্ডন নিয়ে যেত।

  • @rashedkhan3060
    @rashedkhan3060 Год назад +3

    ছোট বেলার আশা আজকে পুরুন করলেন আপনি।
    অনেক ধন‍্যবাদ।

  • @NoorMohammed-xo9wv
    @NoorMohammed-xo9wv 2 года назад +15

    মাশাআললাহ শুভ কামনা রইল।আপনার জন্য।এই অজানা খবর জানতে পারলাম

  • @dhalivlogs4270
    @dhalivlogs4270 2 года назад

    সত্যিই অসাধারণ এটা যে বাস্তবতা নিয়ে কবিতা আমি জানতাম না ভালো লাগলো যে রিপোর্টটা করেছেন

  • @JahangirAlam-fq7hb
    @JahangirAlam-fq7hb 2 года назад +7

    ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভাইয়া আমার খুব খুব কষ্ট হচ্ছে এটা দেখে আর আমার গায়ের লোম কাটা দিয়ে উঠেছে 😢😢😢😢

  • @sadikafarazi1474
    @sadikafarazi1474 Год назад +1

    আজ মনের মতো একটা ভিডিও দেখলাম যদি ও কষ্ট লাগলো তবুও ইতিহাস আরো ভালো লাগলো আমি ছোট্ট বেলায় আসমানি কবিতা আবৃত্তি করে আমার স্কুল এর বারশিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম পুরুষকার পেয়েছিলাম ৩ জনের মধ্যে ❤❤❤❤🌹🌹🌹🌹👌👌👌

    • @sabujahmed9003
      @sabujahmed9003  Год назад

      apnake osokho dhonnobad video t share korar onurodh thaklo onnoke dekhar sujog kore diben take ❤️ love ❤️

  • @rafeeqahamad8850
    @rafeeqahamad8850 2 года назад +14

    ছোট বাচ্ছাদের হাতে কবরের সেবা আল্লাহ্‌ রহমত

  • @shaikhanwarhossain8926
    @shaikhanwarhossain8926 Год назад +2

    ছাভ্র জীবনে এ কবিতা পড়েছি। এর ম্মৃতিটুকু রক্খার জন্য কর্তৃপক্খকে সবিনয়ে অনুরোধ করছি।

  • @sheikhshaheb8934
    @sheikhshaheb8934 2 года назад +5

    দেখে মনে হলো তারা খুব মিশুক মানুষ। অনেকে সুন্দর ব্যাবহার।❤️

  • @আশ-শেফাদাওয়াখানা

    😢😢😢😢
    হে আমার প্রিয় কবি
    স্যালুট জানাই তোমাকে অন্তরের অন্তস্থল থেকে
    আজীবন লিখে গিয়েছো জাতির জন্য জনতার জন্য।
    এর বিনিময় তুমি কি পেলে, তোমার পরিবার পরিজন কি পেল
    আর এখন কেমন আছে তারা কে তাদের খোঁজ খবর নিল।
    তুমি তো চলে গিয়েছো নিজেকে নিঃশেষ করে অন্যের জীবন আলোকিত করে।
    ঠিক আশ্চর্য প্রদীপ মোমবাতির মত
    মোমবাতি যেমন নিজের জীবনকে বিসর্জন দিয়ে
    অন্যকে আলোকিত করে যাচ্ছে
    ঠিক কবিরা তুমিও তাই। আরো না জানি কত কথা আবেগ ময় কাব্য রচনার কবিতা তোমার থেকে পাওয়ার আশা ছিল এই তো তুমিও চলে গেলে। জানিনা তোমার মত একটি সাহিত্যিক কবি আমার এ জীবনে পাব কি না।
    এইতো আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য
    ভালোবাসা নিতে জানি ভালোবাসা দিতে জানিনা, সম্মান নিতে জানে সম্মান দিতে পারিনা
    এইতো আমরা বাঙালি জাতি।
    সারা বিশ্বের কবিদের এত সম্মান এত সাহায্য সহযোগিতা অর্থ দিয়ে সহযোগিতা।
    কেন আমাদের দেশে তাহা করতে পারিনা
    আমরা তো স্বার্থপরের মত খালি নিয়ে যাচ্ছে তাদেরকে কিছুই দেওয়ার অধিকার আমাদের নেই। এইতো আমাদের সোনার বাংলাদেশ।
    যেই কবিরা করল মন প্রাণ দিয়ে নিজেকে নিঃশেষ করে বাংলা সাহিত্য জগতের করলো চাঙ্গা। তাদের পরিবার-পরিজনের জীবন চলাকালীন ঘটল যে কত ডাঙ্গা।
    তোমরা সবাই দেখেও না দেখার ভান করে বসে থাকলা।

  • @rimasultana1764
    @rimasultana1764 2 года назад +4

    খুব ভালো লাগলো ওনার ছবি দেখে,আল্লাহ ওনাকে জান্নাত দান করুক।

  • @NurHossen6539
    @NurHossen6539 Месяц назад

    রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাকা গায়ের পথটি বেয় কোথায় চলে যাও এই কবিতাটি যখন পড়ি তখন সেই ছোটবেলার কথা মনেপড়ে ❤❤❤

  • @mdsalmantuhin3012
    @mdsalmantuhin3012 2 года назад +4

    এই কবিতাটি ছোটবেলায় বাবার মুখে শুনতাম অনেক ভালো লাকতো

  • @soumenbhattacharjee3260
    @soumenbhattacharjee3260 Год назад +1

    প্রিয় কবির স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষন করা খুবই জরুরী , আগামী প্রজন্মের জন্য ।

  • @m.arahim7868
    @m.arahim7868 2 года назад +5

    ভিডিও টা দেখে সেই ছোটবেলায় লেখা পড়া করার সময় কবিতা টি পড়ার স্মৃতির কথা মনে পড়ে গেল

  • @kanchanbegum2302
    @kanchanbegum2302 Год назад +1

    খুব ভাল লাগলো। কবিতার বাস্তব রূপ। ছোট বেলার কথা মনে পড়ছে।

  • @mdrashelahmed6976
    @mdrashelahmed6976 Год назад +4

    এ রকম হাজার হাজার আসমানী বাংলার জমিনে ছিলো এবং আছে যারা নিরবে আছে এবং নিরবেই ছলে যায়।

    • @ruksanaa8687
      @ruksanaa8687 Год назад

      Sotti khub valo lego onek aga r kobita...

  • @chapriboy12
    @chapriboy12 Год назад +1

    পল্লীকবি জসীমউদ্দীনের কবিতা পড়লে চোখে জল চলে আসে শিশু বয়সের পল্লীকবি জসীমউদ্দীনের কবিতা পড়ে আমার চোখে প্রায় সময়ই জল চলে আসে তো এবং গ্রাম গ্রাম বাংলার দুঃখ দুর্দশার কথা মনে পড়ে একমাত্র জসীমউদ্দীনের মনে হয় সেই অনুভব করতে পারছিল

  • @mahidhasan2645
    @mahidhasan2645 2 года назад +13

    আসমানি কবিতা কবির এক অদ্ভুত সৃস্টি।

  • @chowdhurykitchen9353
    @chowdhurykitchen9353 2 года назад +1

    আপনারা যারা এ সব ভিডিও করেন তারপর আবার ইউটিউবে দেখান অনেক টাকা ইনকাম করেন আপনারা ওতো ইউটিউবাররা মিলে এরকম অনেক আসমানিদের স্মৃতিগুলো ধরে রাখতে পারেন শুধু সরকারের দিকে চেয়ে থাকলে হয়না দেশের জনগণকে এগিয়ে আসতে হয় আপনি এগিয়ে আসলে অবশ্যই আরো দশজন এগিয়ে আসবে ধন্যবাদ আপনাক আসমানিদের অবহেলা তা তুলে ধরার জন্য

  • @abulhossainrazzabali4888
    @abulhossainrazzabali4888 2 года назад +3

    অনেক ধন্যবাদ আপনাকে ভাই।দেখতে পেলাম আপনাদের মাধ্যমে। মহান আল্লাহ পাকের রহমতে ।

  • @sanjitdebnath7255
    @sanjitdebnath7255 Год назад +2

    এ যেন আর এক ইতিহাস! ধন্যবাদ।

  • @AkasAli-fp1yu
    @AkasAli-fp1yu 11 месяцев назад +3

    আমিও এই কবিতাটি অনেকবার পড়েছি কিন্তু কখনো ভাবি নি যে বাস্তবে এরকম আসমানী নামের কেউ আছে😢😢

    • @sabujahmed9003
      @sabujahmed9003  11 месяцев назад +1

      Share korben onnoder dekhar sujog kore diben

  • @shamimafroj6896
    @shamimafroj6896 Год назад +1

    আমি অনেকবার উনার বারি গেছি।এনটিভিতে উনার একটা সাক্খাৎকার করিয়েছিলাম।আমি উনাকে অনেক ভালোবাসতাম।আমার আসমানি গানের মডেল উনি ছিলেন।

  • @jakiayasmin
    @jakiayasmin 2 года назад +5

    বাংলা দেশে গুনি মানুষের কোন ইজ্জত নাই। তাদের কেউ মনে রাখেনা। সত্যি কথা বলতে তারাই সত্যি কারের মানুষ

  • @mddelwar8087
    @mddelwar8087 3 месяца назад

    ধন্যবাদ ভাই আমার মনে খুবই ইচ্ছা ছিল দেখতে আজকে তা পুড়ন হলো
    আলহামদুলিল্লাহ্