Rava Dance (রাভা নৃত্য) | Bengal Folk Performing Art | 1st Virtual Museum launching on 20th June

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • Rava Dance (রাভা নৃত্য) | Bengal Folk Performing Art | 1st Virtual Museum launching on 20th June
    রাভা পশ্চিমবঙ্গ,মেঘালয় এবং আসামের একটি স্বল্প পরিচিত তপশিলি ভুক্ত উপজাতি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আসামের গোয়ালপাড়া এবং কামরূপ জেলায় রাভাভাষী মানুষ বাস করেন। রাভারা প্রকৃতির উপাসক। রাভাদের মধ্যে প্রথাগত ভাবে মূর্তি পূজোর প্রচলন নেই। তবে বর্তমানে তারা মূল ধর্ম পালনের সাথে সাথে হিন্দু ধর্মের কিছু আচার আচরণ ও পালন করেন। রাভাদের প্রধান দেবতা হলেন "ঋষি" বা "মহাকাল"। সমস্ত সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এঁর পুজো অতি আবশ্যক।এছাড়া রাভাদের আরো দুই দেবী হলেন 'রঙ্গতুক' ও 'বসেক'। এঁদের ঋষি বা মহাকালের কন্যা বলে মনে করা হয়। 'রঙ্গতুক' ও 'বসেক' হলেন পারিবারিক ধন সম্পত্তির দেবী। রাভারা মূলত মাতৃতান্ত্রিক সমাজ ব্যাবস্থার অনুগামী, তাই পরিবারের জেষ্ঠা কন্যা পারিবারিক সূত্রে এই দুই দেবীর অধিকারী হন। নৃত্য ও গীত রাভাদের সমাজের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাদের বিভিন্ন অনুষ্ঠানের শুরু ও শেষে থাকে নাচ ও গান। বলা হয় যে সকল রাভা মহিলাই নৃত্য ও গীতে পারদর্শী।
    bengalfolkperf...
    1st Virtual Museum launching on 20th June 2024
    Bengal's Intangible Traditional Folk Performing Arts
    Created By
    Kolkata Sukriti Foundation
    Location:
    Goethe-Institut / Max Mueller Bhavan Kolkata
    Address: Park Mansions, Gate 4,
    57A, Mother Teresa Sarani,
    Kolkata, West Bengal 700016
    Join this channel to get access to the perks:
    / @bengalfusion
    Please Join us:
    / bengalfusion

Комментарии •