দেখুন প্রিন্স মুসার বর্তমান করুণ অবস্থা এবং সুইচ ব্যাংকের টাকার আসল রহস্য।

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • পরনে স্যুটের মূল্য নাকি পাঁচ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত। হাতের ঘড়ি ১০ লাখ থেকে ৫০ লাখ টাকার।
    পায়ের জুতা মিলিয়ন ডলারের। আর ডায়মন্ডখচিত যে কলমটি দিয়ে ব্যবসায়ী চুক্তি স্বাক্ষর করেন সেটির মূল্য কোটি টাকা। সুইস ব্যাংকে সম্পদ আছে ১২ বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা। একই ব্যাংকে গচ্ছিত আছে ৯০ কোটি টাকা মূল্যের ডায়মন্ড, স্বর্ণসহ মূল্যবান সব সম্পদ। এসবই সবাই শুনছেন মুসা বিন শমসেরের মুখে। এসবের কোনো সুনির্দিষ্ট দলিল-প্রমাণ নেই। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে গুলশানে মুসার স্ত্রীর নামের বাড়ি এবং ফরিদপুরের পৈতৃক বাড়িটি ছাড়া কথিত আর কোনো সম্পদেরও দলিল-প্রমাণ নেই। জানা গেছে, সুইস ব্যাংকের কথিত টাকা জব্দ হওয়ায় তিনি এখন এমন অর্থ সংকটে পড়েছেন যে গুলশানে স্ত্রীর বাড়িটি ডেভেলপারকে দিয়ে সাইনিং মানি হিসেবে পাওয়া ২০ কোটি টাকায় নির্ভর হয়ে চলতে হচ্ছে তাঁকে। অনুসন্ধানে আরো জানা গেছে, গত ১৮ ডিসেম্বর তিনি যে রাজকীয় ঢঙে দুদকে হাজির হন, সেটাও ছিল লোকদেখানো। তাঁর চোখ ধাঁধানো নিরাপত্তা বাহিনীর অধিকাংশই ছিল সাজানো।
    এসব কারণে মুসা বিন শমসেরকে নিয়ে সৃষ্টি হয়েছে সন্দেহের ধূম্রজাল। সুইস ব্যাংকে তাঁর ১২ বিলিয়ন ডলার আদৌ আছে কি না তা নিয়ে দুদকের অনুসন্ধান-সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্দিহান। এমনকি মুসার ডেটকো গ্রুপের কয়েকজন কর্মকর্তাও বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। মুসার হয়ে যে আইনজীবী দুদকের কাছে তথ্য সরবরাহ করেছেন, তিনিও এসব বিষয়ে কিছু বলতে পারেননি।
    মুসার ডেটকো গ্রুপের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিক কে বলেন, 'আপনাদের মতো আমরাও শুধু শুনে আসছি আমাদের চেয়ারম্যান সাহেবের সুইস ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় লক্ষ কোটি টাকা জব্দ আছে। সেই টাকার জন্য মামলা চলছে। কিন্তু টাকা আদৌ আছে কি নেই, সেটা একমাত্র মুসা সাহেবই বলতে পারবেন। '
    অন্য এক কর্মী বলেন, 'খালি শুনি তিনি দেশের সেরা ধনী, বিদেশের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে। কিন্তু কয়েক মাস পর নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হবে তাঁকে। এমন অবস্থা হলে তিনি আবার দেশের সেরা ধনী হন কিভাবে?'
    অনেক খুঁজে দেখে-শুনে নিউজ গুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনার ছোট্ট ১টা "লাইক" বা "কমেন্ট" আমাদের কাছে অনেক মুল্যবান। কারন এটাই আমাদের অনুপ্রেরিত করে।
    আর প্লীজ, অবশ্যই "Subscribe" করে যাবেন।
    Please Subscribe:- goo.gl/BgUso8
    And Like My Facebook Page:- goo.gl/8qaZ6r
    And Follow Us To Google Plus:- goo.gl/iExd8h

Комментарии • 200