Probarana Purnima-2023 I নাটক : বৈশালী প্রভায় I Script : Shyamol Chowdhury I BTV Chattogram

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2023
  • বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা-২০২৩
    বিশেষ নাটক : ”বৈশালী প্রভায়”
    রচনা : শ্যামল চৌধুরী
    পরিবেশনা : অমিতাভ কালচারাল সোসাইটি
    নির্দেশনা : সুমন বড়ুয়া টিংকু
    প্রযোজনা : মো: মোস্তাফিজুর রহমান
    প্রচার : বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র (২৮ অক্টোবর, শনিবার, রাত ১০টা ২০ মিনিট)
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Holy Probarana Purnima-2023
    Drama : "Boishali Probhay"
    Script: Shyamol Chowdhury
    Presented by : Amitabha Cultural Society
    Direction : Suman Barua Tinku
    Producer: Md. Mostafizur Rahman
    Broadcast: BTV Chattogram Center
    Cast: Ashoke Barua, Hema Barua, Bikiran Barua, Sanchita Barua, Bappi Barua, Sujit Mutsuddi, Nipun Kanti Barua, Prantik P. Barua, Adithi Barua, Dipendu Barua Pranto, Shatarupa Barua Puja, Sankar Barua, Bikash Barua.
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    Special Thanks to: Mr. Mannalal Barua & Mrs. Lucy Rani Barua
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিশেষ নাটক ”বৈশালী প্রভায়” :
    কাহিনী সংক্ষেপ: মুক্তবাজার স্বভাবতই আধিপত্যবাদী; মানুষকে এবং তার বসবাসের সমাজকে ‘লোভ’ নামক মারণাস্ত্র দ্বারা শৃঙ্খলিত করে রেখেছে। প্রযুক্তি নিতান্তই তার হাতের পুতুল এবং ‘পুঁজি’ তার অন্যতম হাতিয়ার। এবং তাই ব্যারিস্টার অভিজিৎ বাবুর সন্তান যারা কি না সমকালীন সভ্যতা দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে, তাদের কাছে যদিও বাইরের দুনিয়াটা হাতের মুঠোয়, কিন্তু এবং কার্যত, তারাও প্রযুক্তির শৃঙ্খলিত দাস। মুঠোফোন কিংবা ল্যাপটপের ঘেরাটোপে তারা বন্দী। সে কারণেই মাতৃ হৃদয়ে উদ্বিগ্নতার ধ্বনি, মনো বিজ্ঞানীর শরণাপন্ন হওয়া- এসবই আমাদের নাগরিক জীবনের যথা চিত্র। তার বিপরীতে তথাগতের ত্যাগের ইতিহাস আছে, তাঁর জ্ঞানলব্ধ বাণী আছে, যা আমাদের স্বার্থকেন্দ্রিক জীবনাচরণে মুক্ত বাতাস ছড়িয়ে দেয়ার অসীম ক্ষমতা রাখে। তারই ছায়াচিত্র কথন, ‘বৈশালী প্রভায়’।
    শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে গত ২৮ অক্টোবর, শনিবার, রাত ১০টা ২০ মিনিটে প্রচারিত হয় বিশেষ নাটক ‘বৈশালী প্রভায়’। অমিতাভ সম্পাদক ও প্রকাশক, নাট্যকার শ্যামল চৌধুরীর রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন বিশিষ্ট নাট্যনির্দেশক ও অভিনেতা সুমন বড়ুয়া টিংকু। অমিতাভ কালচারাল সোসাইটি’র পরিবেশনায় নাটকটিতে অভিনয় করেছেন অশোক বড়ুয়া, হেমা বড়ুয়া, বিকিরণ বড়ুয়া, সঞ্চিতা বড়ুয়া, সুজিত মুৎসুদ্দী, নিপুন কান্তি বড়ুয়া, বাপ্পী বড়ুয়া, প্রান্তিক পূণ্যার্ঘ্য বড়ুয়া, দীপেন্দু বড়ুয়া প্রান্ত, অধীতি বড়ুয়া, শতরূপা বড়ুয়া পূজা, শংকর বড়ুয়া ও বিকাশ বড়ুয়া। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নূর আনোয়ার হোসেন রন্জু এবং প্রযোজনা করেছেন মোঃ মোস্তাফিজুর রহমান। #
  • РазвлеченияРазвлечения

Комментарии • 3