🔵 অতিরিক্ত গোছানোর স্বভাব বাদ দিন 🔵 পারফেকশনিস্ট হওয়ার অভ্যাস ছেড়ে দিন

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @HCB
    @HCB  2 года назад +31

    মনোবিজ্ঞানী ফরিদা আকতার এর বই কিনতে ক্লিক করুনঃ kini.com.bd/product/premomoy-dampotto/

    • @rabbysiddiqui2650
      @rabbysiddiqui2650 2 года назад +3

      ami onar sathe contact korte chai

    • @ArifaEka
      @ArifaEka Год назад

      y. 1y y yু ূুুুাুুুুুুুাুূ ুা াুুুাুা৷৷ ী ুু ডা৷ ুুাু া৷ াীী া৷ ুয় য় য় য় আ৷ য়্য্য্য য়্য য়া৷ আওওya. Qwwyা৷ ীীা৷ ুূঊ🎉🎉অাঅাাাঅঅাঅঅাঅাঅাঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅাঅঅাাঅাঅঅ

    • @anowarhossun3866
      @anowarhossun3866 7 месяцев назад

      Very good sister

    • @chaitymenafiza6632
      @chaitymenafiza6632 4 месяца назад

      উনার সাথে কিভাবে যোগাযোগ করবো?

  • @Rokomari60
    @Rokomari60 3 года назад +418

    প্রতি টি ঘরে ঘরে মানসিক অসুস্থতা রোগী থাকায় জীবন দুর্বিষহ হয়ে উঠছে। মানসিক চিকিৎসার গুরুত্ব দেয়া খুব বেশি জরুরী। 👌👌👌❤️🧡💙💜

    • @indyreactt
      @indyreactt 3 года назад +6

      Akdom thik kotha

    • @kazishahinsalehin6464
      @kazishahinsalehin6464 3 года назад +6

      Kintu ei srenir manosik rugigula abar prithibir sretho budhimoti vabe nije k😥so treatment dea taw o risk

    • @enamulhoque418
      @enamulhoque418 3 года назад +14

      আমার বাসায় ও একি সমস্যা। এজন্য বাসার কোনো কাজ আর করতে ভালো লাগলেও করি না, করলেই ক্ষুত ধরে এই আতংকে।

    • @তাইয়্যেবতাহমিদত্বহা
      @তাইয়্যেবতাহমিদত্বহা 3 года назад +2

      😭😭😭😭😭

    • @roksanacooking
      @roksanacooking 3 года назад +1

      👌👌👌

  • @জ্ঞানইশক্তি-ট৬ন

    অাপনার কথাগুলো অনেক ভাল লাগে। বাংলাদেশে অাপনার মত মার্জিত ভদ্র জ্ঞানী মহিলা এখন খুবই কম অাপনার সুস্থতার জন্য দোঅা করি

  • @Hafeza_Huda_yemen
    @Hafeza_Huda_yemen 3 года назад +658

    শ্বাস নিচ্ছি - আলহামদুলিল্লাহ ❣️
    বেচে আছি - আলহামদুলিল্লাহ 💖
    ভালো আছি - আলহামদুলিল্লাহ 💝
    সবাই বলি - আলহামদুলিল্লাহ 🤲

  • @khalilnabi9229
    @khalilnabi9229 3 года назад +11

    জীবনের গুরুত্বপূর্ন কথা গুলো সহজ সরলভাবে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। আশাকরি সবাই কমবেশি উপকৃত হবেন , শান্তিতে থাকবেন।

  • @jayasengupta5632
    @jayasengupta5632 3 года назад +4

    ঠিক বলেছেন, প্রথমে আপনাকে নমস্কার জানাই।
    সত্যি পারফেকশনিস্ট ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সংসারের সব লোড এসে পড়ে।

  • @gaziwahidurrahman9147
    @gaziwahidurrahman9147 3 года назад +22

    আমি খুবই উপকৃত হলাম। Because আমি নিজেও খুব বেশি গুছিয়ে কাজ করতে পছন্দ করি। যার ফলে আমি অনেক অনেক বেশি ক্ষতির মুখে পড়েছি।।

    • @mishuakter5702
      @mishuakter5702 3 года назад

      ভাইয়া সেম আমি ও

  • @rijiaparvin310
    @rijiaparvin310 3 года назад +14

    কী সুন্দর করে বিষয়টা বললেন।।ভাবিই নি এমন হতে পারে।।আমার খুব ভালো লাগল।।আমি অনেক উপকৃত হলাম।।

  • @BanglarMacTavish
    @BanglarMacTavish 2 года назад +2

    অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটি।
    চমৎকারভাবে বোঝানো হয়েছে।

  • @shawrintrisha5791
    @shawrintrisha5791 3 года назад +23

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি দিন দিন এমন হয়ে যাচ্ছিল। চেস্টা করবো এই স্বভাব বাদ দিতে।
    অনেক ধন্যবাদ

  • @goodmomschannel9676
    @goodmomschannel9676 3 года назад +4

    এই সমস্যাটা আমারও আছে।মিলিয়ে দেখলাম যে এই সবগুলো কথার বেশিভাগ কথাই আমার সাথে মিলে যাচ্ছে।thank you mam.

  • @jacekhan5030
    @jacekhan5030 3 года назад +44

    অসম্ভব রকম ভালো লাগলো। খুব মনোযোগ দিয়ে শুনেছি এতটাই ভাল লাগল যে কখন সময় শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এমনকি আমার অনেক উপকার হল।

  • @taznaherakter5170
    @taznaherakter5170 3 года назад +2

    এই ভিডিও টা আসলে সবার ই দেখা উচিত,কারন হোলো সবার ঘড়ে ই এক জন না একজন পারফেকশনিস্ট থেকে ই থাকে।আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা ভিডিও হোয়েছে।আমি তো মনে হয় পুরোপুরি পারফেকশনিস্ট, পাগল হওয়া বাকি।

  • @abdulbaten1001
    @abdulbaten1001 3 года назад +115

    চমৎকার আলোচনা করেছেন ম্যাডাম।

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 3 года назад +4

    মাশাআল্লাহ। কথাগুলো শুনে ভালো লাগলো। অনেক উপকারী কথা শুনলাম। আমার বাসায় চারজন এর ভিতর তিনজনই অগোছালো। শুধু আমি একাই গুছিয়ে রাখি। কিন্তু কেউ করলে বলিনা যে এটা হয়নি বা করা লাগবেনা। কিন্তু বাকীরা অগোছালো থাকতেই পছন্দ করে। আমার অগোছালো ভালো লাগেনা বলেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর পরিষ্কার না থাকলে আমি মানসিক ভাবে শান্তি পাই না।
    ধন্যবাদ উপকারী তথ্য শেয়ার করার জন্য।

  • @kajerfakey
    @kajerfakey 3 года назад +56

    আপু র কথাগুলো শুধু শুনতেই ইচ্ছে করে।যেনো ভিডিও শেষ না হয়। আপু তোমাকে ধন্যবাদ সুন্দর সুন্দর কথাগুলো বলার জন্য।

    • @tayebasarker2603
      @tayebasarker2603 3 года назад

      খুব ভালো লাগলো।

    • @angledreamer739
      @angledreamer739 3 года назад +1

      এটাই তো আমার সমস্যা আপু। আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই?

  • @SANJIDASWORLD
    @SANJIDASWORLD 3 года назад +33

    আমি ও এমন নিজের কাজ নিজে করতে পছন্দ করি অন্যের কাজ পছন্দ হয়না তাই লোড নিজের উপর পড়ে। আপনার কথা গুলো শুনে সিদ্ধান্ত নিলাম এখন থেকে চেষ্টা করবো। আপনার উপস্থাপনা কথা সবকিছুই সুন্দর।

    • @sutapadutta396
      @sutapadutta396 3 года назад +3

      আমিও সিদ্ধান্ত নিয়ে দেখেছি কীন্তু এই কীছু সময় পরে তারা কাজ করে আরালে গেলে আমি সত চেষ্টা করেও বসে থাকতে পারি না সেই করে যাওয়া কাজটা আবার করি বুঝি এটা উচিত নয় তবু মনের অজান্তে করে ফেলী।

    • @SANJIDASWORLD
      @SANJIDASWORLD 3 года назад +1

      @@sutapadutta396 ঠিক বলেছেন।

    • @akhitara2303
      @akhitara2303 3 года назад

      Thanks

  • @SomaDas-nu2tf
    @SomaDas-nu2tf 3 года назад +7

    খুব প্রয়োজনীয় এবং উপকারী পরামর্শ দিয়েছেন দিদি, আমার মতো অনেকেই কাজে আসবে, ধন্যবাদ 🙏🙏

  • @rannabannawithhasi1123
    @rannabannawithhasi1123 3 года назад +1

    আলহামদুলিল্লাহ এখনো মিডিয়াম ক্যাটাগরিতে আছি।
    এই প্রোগ্রাম টা শুনে ভালো লাগলো না হলে হয়তো ভবিষ্যতে এমনটা হতে পারত।।
    থাক যেমন আছি এমন যেন থাকি বেশি perfectionist যেন না হয়।
    ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর করে বুঝানোর জন্য।

  • @sheikhsarnaarefin9947
    @sheikhsarnaarefin9947 3 года назад +4

    ম্যাডাম অনেক অনকে ধন্যবাদ।। আমি অনেক টা খুঁত খুঁতে। বেশ কিছুদিন ধরে এটা নিয়ে পরিবারের লোকজনের সাথে নিরব দূরত্ব বাড়ছিলো।। সেটাও খেয়াল করছিলাম।।
    ভিডিও টা দেখে আমার জন্য বেশ ভালো হয়েছে।। আমি এ থেকে বের হতে পারবো আশা করি।
    ম্যাডাম আবারো ধন্যবাদ।।

  • @anikamahbuba8716
    @anikamahbuba8716 4 месяца назад

    আমার মধ্যে এই সমস্যাটা আমি লক্ষ্য করি যে অতিরিক্ত গোছানো স্বভাব যেটা মাঝে মাঝে আমাকে অনেক মানসিক পীড়া দেয়। কিন্তু আজকে আপনার এই ভিডিওটা দেখে আমি অনেকটা মানসিক শান্তি পেলাম। ধন্যবাদ এই চ্যানেলকে। 😊😊😊😊

  • @suraiyarahman7739
    @suraiyarahman7739 3 года назад +10

    অনেক দিন পর নিজের সমস্যার সমাধান পেলাম।।🥰

  • @mitalisengupta6337
    @mitalisengupta6337 3 года назад +2

    বড় ই উপকারী এবং জরুরি জিনিস বোঝালেন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @MichaelJerry8758
    @MichaelJerry8758 3 года назад +28

    আপনার প্রত্যেকটা ভিডিও আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার আরেক প্রকার রকমের চাবিকাঠি , অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনি এতো সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন আমাদেরকে, 🙏🏻🙏🏻❤️❤️

  • @mahfuzazamanshova8086
    @mahfuzazamanshova8086 3 года назад +2

    পুরো উপস্থাপনা ভীষণ সুন্দর, বাট ইংল্যান্ড এর কেসটা শুনেই আমিও চুপ হয়ে গেছি,,,একদম পেশেন্ট এর ভূমিকা আমারো হলো,শুকরিয়া ম্যাম।
    আল্লাহ আপনাকে নেক হায়াত দিন। 🥰

  • @nilemarahman8403
    @nilemarahman8403 3 года назад +9

    ধন্যবাদ আপা, আপনার সুন্দর পরামর্শের জন্য...আমার এই পারফেকশন হওয়ার অসুখ টা আছে তাই সব সময় এই সমস্যা ফেচ করি.😔

  • @bhanuchakraborti8707
    @bhanuchakraborti8707 3 года назад +2

    I learnt a lot. I think psychiatrist is the most important among doctors. When mental strength drainage is stopped, you can cope any other diseases more easily.

  • @isratsvlog973
    @isratsvlog973 3 года назад +10

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে খুবই উপকৃত হলাম আলহামদুলিল্লাহ

    • @MdSumon-pe5gb
      @MdSumon-pe5gb 3 года назад

      Apnake dekhe apnre marjito posakh obachon bonghite mone prosan ti ase geche

  • @sayrakhatun8433
    @sayrakhatun8433 3 года назад +1

    খুব ভাল লাগলো আপনার বিষয়টি। এর বিস্তারিত আলোচনা ও পরামর্শ অত্যন্ত উপকারী। আমার স্বামীও একজন পারফেকশনিস্ট। পারিবারিক জীবনে এই সমস্যাটি নিয়ে দীর্ঘদিন ভুগেছি। এখন অনেকটাই কমে এসেছে এই অভ্যাস। ধন্যবাদ আপা আপনাকে। এরকম আরো কিছু বিষয় নিয়ে শুনতে চাই।

  • @vushonkaruponno
    @vushonkaruponno 3 года назад +3

    অনেক গুরুত্ব পুর্ণ কথা বলেছেন। আর সত্যি কথা বলেছেন।

  • @chandranisdream7924
    @chandranisdream7924 3 года назад +2

    অশেষ ধন্যবাদ।আমি ও নিজে একজন এরকম রোগের শিকার।খুব উপকার হলো এটা জেনে।

  • @আগামীরপথে-ম৬চ
    @আগামীরপথে-ম৬চ 3 года назад +4

    অসাধারণ একটি আলোচনা।
    যা আমাকে সারাজীবন কষ্ট দিয়েছে। আমি কিছুতেই আগাছো ভাব দেখতে পারিনা যেটা আমাকে খুব কষ্ট দেয়। ২০ বছর আগে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। পরিবারের সবার সাথে আমার ঝগড়া হতো।

  • @syedatunnesa5819
    @syedatunnesa5819 3 года назад +2

    আপনার কথা গুলো অসম্ভব ভালো লাগলো সাথে সেই মহিলার মতো আমারও বুকটা কেপে উঠলো!!!
    আমার এরকম অনেক সমস্যা হয় যার কারণে পরিবারের সবার সাথে প্রতিদিন খিটখিটে আচরণ করতে হয়।কার্পেটে একটু ধুলা কারও পা থেকে পাপোশে একটু ধুলা বালি লাগলে মনে হয় যেন আমার গায়ে সেটা লাগলো।সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার না করলে দম বন্ধ লাগে।সোফার বালিশ এদিক থেকে ওদিক গেলে মাথা নষ্ট হয়ে যায়।সারাদিন প্রতিটা বিষয় আমি এমন করে থাকি!!এগুলো নিয়ে সবাই একটু বিরক্ত আবার আমাকে দেখলে একরকম ভয়ে থাকে আবার মাঝে মাঝে এটা নিয়ে সবাই হাসাহাসি করে।অনেক সময় আমিও বিরক্ত হয়ে যায় এগুলো থেকে মুক্ত হতে চাই কিন্তু একদম পারি না😭😭😭

  • @khadijaislam9301
    @khadijaislam9301 3 года назад +21

    অনেক সুন্দর আলোচনা, ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @sarminsultana3899
    @sarminsultana3899 3 года назад

    আপা আপনার কথাগুলো এত সুন্দর আমার হৃদয় ছুঁয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভাল থাকবেন দোয়া রইল। ❤️❤️

  • @sheolysheoly4523
    @sheolysheoly4523 3 года назад +15

    আলহামদুলিল্লাহ
    আমি, স্বামী সন্তান কে নিয়েই সব কাজ করি।সবার কাজে সবাই সহযোগিতা করি।আলহামদুলিল্লাহ
    কাজ সঠিক না হলেও উৎসাহ দিতে হবে।আমি ছেলে মেয়েদের ছোট থেকেই সব শিখাই।আমি যখন অসুস্থ হই আলহামদুলিল্লাহ আমার সন্তানরাই রান্না করে ফেলে।এবং ঘরের কাজটা ও তারা ভাগাভাগি করে সেরে ফেলে।আলহামদুলিল্লাহ
    এমনকি আমার সন্তানরা দেশ বিদেশে যেখানেই যায়।খাওয়ার পর তাদের প্লেট তারাই ধুয়ে রেখে আসে।আমরা প্রবাসী তাই দেশ বিদেশ উল্লেখ করলাম।

    • @AninditaDeyTroyee
      @AninditaDeyTroyee 3 года назад

      Ekdom thik bolsen! Utshaho dite hobe! Shikhate hobe!
      Uni ghar tera lok der support diye kotha bollo pura

    • @mimdim3136
      @mimdim3136 9 месяцев назад

      Sune khub valo laglo

  • @nasirbabu8706
    @nasirbabu8706 Год назад +1

    অনেক কিছু জীবনের সঙ্গে মিলে গেছে। অনেক কিছু শিখলাম। ধন্যবাদ।

  • @raziasultana8163
    @raziasultana8163 3 года назад +14

    এককথায় অসাধারণ, আমার মধ্যে কিছু এমন আছে।

  • @sawdagarnilufaryeasmin4464
    @sawdagarnilufaryeasmin4464 3 года назад

    আসসালামু আলাইকুম।
    আলহামদুলিল্লাহ। বহুদিন এমন উপদেশ মুলক কথা শুনে নিজেকে যাচাই করবার ইচ্ছে ছিলো।
    যদিও আমি খুব বেশি গুছানো না।
    আমার পরিবারের মা বোনেরা সবাই পারফেকশনিস্ট। ওদের জন্য আমার খুব ভাবনা হতো।আর মনে মনে খুব খুঁজে ফিরতাম কি করে ওদের বোঝাবো।আলহামদুলিল্লাহ পেয়ে গেছি।এই ভিডিওটা শেয়ার করব।দেখি কিছুটা হলেও চেন্জ হয় কিনা।
    ম্যাম, আপনার জন্য দোয়া ও ভালোবাসা।

  • @shamsunnahar8487
    @shamsunnahar8487 3 года назад +4

    আসসালামু আলাইকুম ! খুবই ভালো লাগলো আপনার কথাগুলো । বাংলাদেশে এরকম আছে, ছিলো এবং থাকবে । দেশের বাইরে কিন্তু সবটাই উলটো । যেমন আমেরিকাতে ছেলেরাই বেশি দায়িত্ব নেয় । প্রায় সবকাজই ছেলেরা করে । এখানে ছেলে এবং মেয়েরা একই ভাবে দায়িত্ব পালন করে । ধন্যবাদ ।

  • @MamunAhmed-ww5mr
    @MamunAhmed-ww5mr 3 года назад +2

    আমার কাছে ভাল লেগেছে। আমি মনে হয় এতে উপকৃত হলাম। ধন্যবাদ আপা আপনাকে।

  • @mayemarma1763
    @mayemarma1763 3 года назад +18

    আপা আসসালামু আলাইকুম। আপা আপনার পরামর্শ গুলো সত্যি খুবই গুরুত্বপূর্ণ। আমার তো অনেক ভালো লেগেছে আপা। কতো মোলায়েম করে আপনি বুঝাচ্ছেন সত্যি খুবই প্রশংসনীয় ।

  • @saidulhoque6556
    @saidulhoque6556 3 года назад

    আপনি ১০০% সঠিক vedio upload করেচেন। এমন vedio আমি গত ২ বছর এ পাইনি।

  • @shobnomislam7140
    @shobnomislam7140 3 года назад +56

    অনেক অনেক ভালো লাগলো কথাগুলো। আমারা যারা বিভিন্ন কারনে কাউন্সিলিং করার সুযোগ পাইনা তাই আমাদের জন‍্য এধরনের ভিডিও গুলো অনেক প্রয়োজন। তাই এধরনের ভিডিও আরো দেখতে চাই। ধন্যবাদ 💖

  • @nishuburi8453
    @nishuburi8453 3 года назад +1

    আসসালামু আলাইকুম ম্যাম।
    আমারও একই সমস্যা।
    আমিও খুব বিরক্ত হয়,কাজ করতে করতে অসুস্থ হয়ে যায় তবুও কাজ করি।
    ঠিকমতো ঘুম হয়না।
    অসুস্থতা যেন পিছু ছাড়ে না
    ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে বোঝানোর জন্য।
    এখন থেকে চেস্টা করবো আপনার কথা গুলো মেনে চলার।

  • @nazminbanu7450
    @nazminbanu7450 3 года назад +8

    ধন্যবাদ জানাই আপনার আলোচনা, আপনাকে আজ দেখতেই মনে পড়লো, অন্তত ১৫/১৬ বছর আগে আপনার কোনো এক সেশনে আমি অংশগ্রহন করেছিলাম।(সম্ভাবত পাবলিক হেল্থ)।ধন্যবাদ ম্যাডাম।

  • @suparnamukherjee4041
    @suparnamukherjee4041 3 года назад +2

    খুব ভালো লাগলো আপনার কথা |আমি ভারতবর্ষে থাকি| আমি লক্ষ্য করেছি যে আজকাল বহু মানুষ ডিপ্রেশনে ভুগছেন আশা করি তারা আপনার এই ভিডিওটি দেখে সঠিক সময় কাউন্সেলিং নেবেন এবং সুস্থ হবেন ধন্যবাদ|

  • @farzanachowdhury6765
    @farzanachowdhury6765 3 года назад +23

    *শ্বাস নিচ্ছি - আলহামদুলিল্লাহ্‌, বেঁচে আছি - আলহামদুলিল্লাহ্‌, ভালো আছি - আলহামদুলিল্লাহ্‌, আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ্‌*

  • @sheikhitfreelancinginstitute
    @sheikhitfreelancinginstitute 3 года назад

    Thanks,
    আমি ভুগছি, বেশি গুছানো মাইন্ড নিয়া, আসে পাশে কারো সাথে ই মিলছে না।
    যা এলোমেলো দেখি, মনের অজান্তে ডাক নিয়া বসি, লেগে যায় অশান্তি। ধন্যবাদ ভিডিওটা দিবার জন্য, চেষ্টা করবো মেনে চলার।

  • @SearchAgain-1111
    @SearchAgain-1111 3 года назад +15

    I am also a learner of Psychology from India; have done Ph.D. in the same subject. I watch your videos and learn a lot. This video is also very educative. I agree with you, endorse your views. Thank you Madam for enlightening me.

  • @reemapatoary1599
    @reemapatoary1599 3 года назад +2

    ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য।
    যদি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে আমি অনেক উপকৃত হব,এ সমস্যাটা আমার মধ্যে তীব্র ভাবে আছে।

  • @raihanasultana3461
    @raihanasultana3461 3 года назад +7

    অসাধারণ,আমার প্রবলভাবে এই সমস্যা আছে 😥😥

  • @mdferozkhan8687
    @mdferozkhan8687 3 года назад +2

    এর মধ্যে অনেকগুলো সমস্যাই আমার মধ্যে আছে 😢 অনেক ধন্যবাদ।

  • @samiaahmed2105
    @samiaahmed2105 3 года назад +21

    I’m a perfectionist,I really do appreciate for your advice. Thank you

  • @eitytv6505
    @eitytv6505 3 года назад

    খুব ভালো লাগলো মেডাম এতো ভালো করে বুঝানোর জন্য

  • @azmeribegum2044
    @azmeribegum2044 3 года назад +26

    খুবি শিক্ষণীয় একটি ভিডিও, ধন্যবাদ মেডাম।

  • @ayshaakter3807
    @ayshaakter3807 3 года назад

    Ashole akjon doctor hote gele onek kosto korte hoy ....ki shundor vabe guchiye kotha bolchen onek valo laglo thanks a lot

  • @jannatulbakia6669
    @jannatulbakia6669 3 года назад +3

    ধন্যবাদ ম্যাডাম,আপনার কথা গুলো শুনে অনেক উপকার হলো।

  • @zeri_gameing
    @zeri_gameing 3 года назад +2

    আমিও এমন ছিলাম।নিজে নিজে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম এ স্বভাবের জন্য।অসুস্থ হয়ে দুব্লল হয়ে গেছি।আল্লাহর রহমতে এখন একটু ঠিক হয়েছি।নিজের চেষ্টায়।

  • @naemhossainshaon2240
    @naemhossainshaon2240 3 года назад

    অনেক সুন্দর উপস্থাপনা ম্যাম! আমার মধ্যেও এই পারফেকশনিস্ট হওয়ার প্রবণতাটা অনেক বেশি! আমার সবকিছু নিখুঁত হওয়া চাই! কোনো কিছু অগোছালো দেখলেই আমার মনের মধ্যে খুঁতখুঁত করতে থাকে, যতক্ষণ না আমি সেটা ঠিক করবো! এজন্যই দেখা যায়, আমি নিজেই কাজের অনেক লোড নেই! ভাবছি, এখন থেকে এটা একটু এভয়েড করার চেষ্টা করবো!

  • @rubyislam1730
    @rubyislam1730 3 года назад +7

    অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন।

  • @chandanasaha2360
    @chandanasaha2360 3 года назад +1

    আমার এই স্বভাবটা খুব আছে, এই নিয়ে বাড়িতে খুব অশান্তি হয়, কথা গুলো খুব ভালো লাগলো ধন্যবাদ 👍😀

  • @shamimparvin9291
    @shamimparvin9291 3 года назад +3

    Apnar second story ta amar chokhey pani choley ascchey. Amar kisu change aslo . problem ta amaro asey. Dhonnobad r duaa riolo apnar jonno.

  • @badshafaisal7465
    @badshafaisal7465 5 месяцев назад

    ভীষণ সুন্দর একটা আলোচনা করেছেন । সত্যি আইটা অনেক উপরকার করবে ।

  • @kblitonkbliton3431
    @kblitonkbliton3431 3 года назад +10

    অনেক অনেক উপকারী একটা ভিডিও। কিছু শিখতে পারলাম ধন্যবাদ।

  • @tanimkaysar6040
    @tanimkaysar6040 3 года назад +2

    Such a good speech ma'am..
    আল্লাহ আপনাকে বারাকাহ দিন।

  • @sumayiaakter6442
    @sumayiaakter6442 3 года назад

    খুব সুন্দর একটা আলোচনা করছেন ম্যাডাম ۔۔আমার জীবনটা এই ঝামেলায় শেষ হয়ে যাচ্ছে

  • @sakibraza1495
    @sakibraza1495 3 года назад +3

    খুব সুন্দর আলোচনা করেছেন খুব ভালো লাগলো।অনেক কিছু বুঝতে পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে

  • @shumsunnaher5585
    @shumsunnaher5585 3 года назад +1

    আমি একটা মহিলা রিলেটিভিটিভের বাসায় ঢাকায় বেড়াতে গিয়েছিলাম, উনি প্রচন্ড সূচিবাহি ছিলেন, আমি বাইরে থেকে গিয়ে, রাত ১০ টায় গোসল করে বাথরুম থেকে বের হয়ে দেখি উনি ঘর মুছছে, আমাকে বললো বাথরুমের সামনেই পাপোশের সামনে দাড়িয়ে থাক, ঘর শুকালে, তারপর যেন রুমে যাই, আমাকে উনি রাত ১১ঃ৩০ পর্যন্ত ওই বাথরুমে সামনে দাড়িয়ে থাকতে হয়েছিলো, এই রকম আগেও অনেক সমস্যার সম্মুখীন হয়ে ছিলাম, তাদের বাসায় থাকতে গিয়ে, পরের দিন আমি বাসা ছেড়ে চলে এসেছি 😪

  • @pmshobouz712
    @pmshobouz712 3 года назад +15

    খুব সুন্দর আলোচনা করছেন আপা। জাযাকাল্লাহ খাইরান।

  • @bangladeshivlogsmaisha9362
    @bangladeshivlogsmaisha9362 3 года назад

    আসসালামুয়ালাইকুম কথা গুল মন দিয়ে শুনলাম কত সুন্দর করে গুছিয়ে কথা গুল বললেন আমার কাছে এত ভালো লাগছে বলে বুঝানু যাবে না 🥰🌹

  • @noornabil3107
    @noornabil3107 3 года назад +4

    আপা অসাধারন ভাবে বুঝাচেছন। আপনার প্রতিটি আলোচনায়ই, এক একটি মাইলফলক। শুভ কামনা রইলো।

  • @MdAjim-dg7zo
    @MdAjim-dg7zo 8 месяцев назад +1

    মাশা-আল্লাহ অনেক ভালো লাগলো

  • @sulatachakraborty4908
    @sulatachakraborty4908 3 года назад +3

    অসাধারণ ম্যাম।উদাহরণ দিয়ে বোঝালেন অসাধারণ লাগলো।আমারও এই রকম অভ্যাস আছে, সব কাজ নিখুঁত ভাবে করতে গিয়ে পরবর্তী তে আমার হাতে পায়ে খুব ব্যথা করে।শরীর খারাপ হয়ে যায়।খুব ভালো লাগলো আপনার ভিডিও টি দেখে।অনেক কিছু শিখলাম।আমার প্রনাম নেবেন।আপনি ভালো থাকবেন🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @triptibanerjee5241
    @triptibanerjee5241 3 года назад

    এই ভিডিও র প্রতিটি কথা আমার নিজের জীবনের সঙ্গে মিলে গিয়েছে। আমি ভাবতাম অতিরিক্ত গোছানোর স্বভাবটা মনে হয় আমারই একলার। জানি না আমি এর থেকে বের হতে পারবো কিনা!!!

  • @rihad3409
    @rihad3409 3 года назад +7

    আল্লাহ রহমতে অনেক সুন্দর 😍

  • @sheenhossen4975
    @sheenhossen4975 3 года назад

    অনেক ধন্যবাদ আপনাকে, আমিও আগে ভাবতাম অতিরিক্ত গুছিয়ে রাখা মানুষ গুলো মানসিক ভাবে অসুস্থ থাকে ডিপ্রেশনে ভুগে। তাই সত্যি

  • @pervinjahan7068
    @pervinjahan7068 3 года назад +10

    Thanks আপনাকে অনেক, এরকম সমস্যা কিছুটা আমার আছে,, আপনার কথা শুনে নিজেকে শুধরাবার চেষ্টা করব।

  • @rimjhimrm2151
    @rimjhimrm2151 3 года назад

    উফফ....আমি খুব খুঁত খুঁতে টাইপের! সব কিছু সাজানো গোছানো চাই😍

  • @MizanurRahman-qo1lk
    @MizanurRahman-qo1lk 3 года назад +4

    Alhamdulillah anek valo abong dami kotha,Allah apnar mongol korun.

  • @mahbubalam9334
    @mahbubalam9334 3 года назад +1

    অসাধারণ আলোচনা! খুবই গুরুত্বপূর্ণ আলোচনা! খুবই ভালো লেগেছে! অসংখ্য ধন্যবাদ, ম্যাডাম!!

  • @saidurrahman2045
    @saidurrahman2045 3 года назад +29

    অনেক ধন্যবাদ আপনাকে আমার খুব ভালো লাগলো

  • @sumanaadhikary9893
    @sumanaadhikary9893 3 года назад

    Apnake asonkho dhonyobab eto sundor kore mon niye katha bolar jonyo. R o erokom katha shunte chai. 🙏🙏

  • @rasedaakter6532
    @rasedaakter6532 3 года назад +20

    আমার মায়ের ক্ষেত্রে এরকম হয়। তিনি যেটা যে জায়গায় রাখেন সেখানেই থাকতে হবে আর না হলে চিল্লাচিল্লি পারেন। অন্যের কাজ তার পছন্দ হয় না। সে কারণে আমরা তার থেকে দূরে দূরে থাকি।

    • @modinamisu6330
      @modinamisu6330 3 года назад +1

      একই ভাবে আমার শাশুড়ি সবসময় এইসব নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে।

    • @rasedaakter6532
      @rasedaakter6532 3 года назад +1

      @@modinamisu6330 এদের নিয়ে খুবই সমস্যা।

    • @NoyonaAsmr
      @NoyonaAsmr 3 года назад

      Amar amma o aigula e korto

    • @MSZamanPurni
      @MSZamanPurni 3 года назад +1

      এই সব মানুষ এর জন্য রেসপেক্ট নষ্ট হয়ে যায়।

    • @dipannitasworld2146
      @dipannitasworld2146 3 года назад

      Amar ma o amn onner kaz tar pochondo hoy na abar onno k diye kaz korateo chan kintu tateo kono lab nei tai amra o dure thaki.

  • @tanishakhan512
    @tanishakhan512 3 года назад

    আমি এই সমস্যার ভুক্তভোগী।।। খুব ভালো লাগলো আপনার কথা গুলো

  • @firozasultana9715
    @firozasultana9715 3 года назад +6

    একদম ঠিক
    কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়,এর খারাপ প্রভাব ব্যাক্তি জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনেও পড়ে।
    তাই মানুষের উচিৎ সহজ ও স্বাভাবিক থাকা।এতে করে নিজে, পরিবার, সমাজ সবই ঠিক থাকবে।

  • @toheedurrahman265
    @toheedurrahman265 Год назад +1

    সুন্দর করে বুঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ।।।

  • @shabkhantofukhan7690
    @shabkhantofukhan7690 3 года назад +24

    আমারও এই রকম স্বভাব। কোনো কিছু অগোছালো দেখলে প্রচুর রাগ ওঠে।মাঝেমধ্যে মনেহয় এটা আমার রোগ। সবাই অগোছালো কে স্বাভাবিক ভাবে মেনে নেয়। আর খুব সিরিয়াস ভাবি😂😂

  • @nasrinkarim3180
    @nasrinkarim3180 3 года назад +1

    একদমই তা-ই আমি তো এভাবেই বিয়ের ৫বছরের মধ্যে সাংসারিক কাজের দায়িত্ব পুরোটাই নিয়ে ফেলেছি। তবে আলহামদুলিল্লাহ কাজের লোককে দিয়ে কাজ করাচ্ছি। ধন্যবাদ ম্যাম উপকারী আলোচনার জন্য।

  • @MDNASIR-on9yz
    @MDNASIR-on9yz 3 года назад +9

    মাসাল্লা কি সুন্দর করে কথা বলেন আপনি।
    খুব ভালো লাগলো পারফেকশনিস্ট না হওয়ার পরামর্শ টা।
    আমি দিন দিন পাগল হয়ে যাচৃছি।
    কাউন্সিলিং টা কোথায় কিভাবে করাবো???

    • @guddubhaiya7088
      @guddubhaiya7088 3 года назад

      Call Pabna mental hospital 🤣

    • @MDNASIR-on9yz
      @MDNASIR-on9yz 3 года назад

      @@guddubhaiya7088
      আমি তো আপনাকে চিনি না
      আপনি আপনার জন্য আপনার বাসার কেউ কে বলুন আপনাকে পাবনার মেন্টেল হসপিটালে ভর্তি করে দিতে।
      বুঝতে পারতপসি আপনি সিরিয়াস পেসেন্ট কিন্তু কি আর করার আপন লোক কে এসব কল দিতে হয় তো আপনি আপন কেউ কে বলুন 🤣🤣🤣🤣🤣😄😄

  • @ruhulazizshakil4908
    @ruhulazizshakil4908 3 года назад +1

    খুব গুরুত্বপূর্ন আলোচনা,ম্যাম অনেক অনেক ধন্যবাদ।

  • @jayeetabagchi3850
    @jayeetabagchi3850 3 года назад +7

    খুব সুন্দর বিশ্লেষণ। অত্যন্ত উপযোগী।

  • @fahimaakter6298
    @fahimaakter6298 3 года назад +3

    Thanks for sharing... It's so helpful for everyone.

  • @sakhter5432
    @sakhter5432 3 года назад +2

    JazakAllahukhairan Apa. আমার নিজের জন্য এটা অনেক message দিয়েছে। আসলে এই জীবনই তো ক্ষনসথায়ি ।এত গুছিয়ে কি হবে?
    Alhamdulillah!

    • @fiveinone8212
      @fiveinone8212 3 года назад

      সুন্দর আলোচনা, মাশাআল্লাহ।

  • @koesurrahman4436
    @koesurrahman4436 3 года назад +3

    আপনার কথাগুলো মন দিয়ে শুনছিলাম, আপনার বিদায়ের সময় মনে হলো আরও একটু সময় কথা বললে ভালো লাগত।আপনার রোগী আপনার কথা শুনেই ভালো হয়ে যাবে।

  • @NazrulIslam-nq1jl
    @NazrulIslam-nq1jl 3 года назад

    খুব সুন্দর উপস্থাপন ,আপনাকে অসংখ্য ধন্যবাদ।আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন।

  • @alludolls
    @alludolls 3 года назад +10

    ধন্যবাদ ম্যাডাম। আপনার কথা গুলো শুনে আমি ধন্য

  • @md.imrankhan734
    @md.imrankhan734 3 года назад

    Amar onk valo laglo apnar kotha guli.amar sasuri akto besi perfectionist.j karone amar jibon onk kothin hoye jacce...

  • @misuakter8430
    @misuakter8430 3 года назад +9

    অসংখ্য ধন্যবাদ ম্যাডাম!!!!🥰🥰

  • @murchhanaghosh2870
    @murchhanaghosh2870 3 года назад +1

    খুব সুন্দর করে আপনি বূঝিয়ে দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে।