পৃথিবীর শেষ প্রান্ত পাতাগোনিয়া | আদ্যোপান্ত | Patagonia: The End of the World

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • পাতাগোনিয়াকে কেন পৃথিবীর শেষ প্রান্ত বলা হয় ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : / adyopanto
    দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত ভূপ্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিশেষ অঞ্চলের নাম পাতাগোনিয়া। একই সাথে পর্বত, উপত্যকা, হিমবাহ, মালভূমি, নদী, হ্রদ ও সমুদ্র উপকূলের সমন্বয়ে গড়ে ওঠা এই অঞ্চলটি বিচিত্র ভূমিরূপের জন্য সুপরিচিত।
    এটি কোন দেশ নয়, বরং আর্জেন্টিনা ও চিলি-এই দুটি দেশের কিছু অংশ মিলে গঠিত এক অঞ্চল বিশেষ। এর মধ্যে মাত্র ১০ শতাংশের মত চিলির অন্তর্ভুক্ত, বাকি সবটাই আর্জেন্টিনার মধ্যে পড়েছে। ৬৭ লক্ষ ৩ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাতাগোনিয়ার অবস্থানও বেশ বৈচিত্র্যপূর্ণ।
    পাতাগোনিয়া পৃথিবীর এমন এক জায়গা যা তিন মহাসাগরকে ছুঁয়েছে। দুই দিক থেকে পাতাগোনিয়াকে বেষ্টন করে রেখেছে পৃথিবীর দুই বৃহত্তম মহাসাগর- পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। আর স্থানটির দক্ষিণে রয়েছে কুমেরু মহাসাগর বা দক্ষিণ মহাসাগর এবং ম্যাজেলান প্রণালী। উত্তরে কলোরাডো নদী।
    ▶ Follow Me on Facebook:
    / damahbub
    ▶ Follow Me on Instagram:
    / da.mahbub
    💻 যুক্ত হোন:
    ফেইসবুক: / adyopanto
    💻 আমাদের ওয়েবসাইট:
    www.atpoure.com
    📌 For Copyright Related Issues, please contact us:
    info.adyopanto@gmail.com

Комментарии • 314