রুনা লায়লা | হারানো দিনের সুপার হিটস সিনেমার গান

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠ শিল্পীদের মাঝে রুনা লায়লা এক অন্যতম কারিগর। তার সুরের মূর্ছনা শুধু বাংলাদেশই নয়, ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে। তার পরিচিতি শুধু দেশেই নয় ছড়িয়ে আছে সারা বিশ্বে। তিনি বাংলাদেশের আন্তজার্তিক শিল্পী দের মাঝে অন্যতম একজন।
    সিনেমা ও আধুনিক গানে কৃতিত্বঃ তিনি একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত; বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ায় তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন।
    ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন। ১৯৭৪ সালে তিনি কলকাতায় "সাধের লাউ" এর রেকর্ড করেন। একই বছর মুম্বাইয়ে তিনি প্রথমবারের মত কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন।
    রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।
    দেশপ্রেমঃ ভিন্ন ভাষার গান এবং চলচ্চিত্রের গানের পাশাপাশি ও তিনি বাংলাদেশের একাত্তরের সাহসী সেনাদের সম্মানে গেয়েছেন অনেক গান যেমন প্রতিদিন তোমায় দেখে সূর্য ওঠে, আমার অনেক ঋণ আছে,বাংলাদেশের মাটি আমার,আমায় গেঁথে দাওনা মাগো ইত্যাদি উল্লেখযোগ্য।
    অর্জনঃ কথায় আছে "মেহেনাত কি ফল মিঠা হোতা হ্যা" ঠিক তেমনি তিনি যেমন দিয়েছেন তেমনি পেয়েছেন। তিনি বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন জায়গা থেকে অনেক পুরষ্কার পেয়েছেন। এগুলো হলো, জাতীয় চলচিত্র পুরষ্কার " " স্বাধীনতা পুরষ্কার " এছাড়াও রয়েছে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী -দি রেইন (১৯৭৬) শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী -দেবদাস (২০১৩), টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) পুরস্কার -আজীবন সম্মাননা। দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড জীবনের জয়গান -আজীবন সম্মাননা(২০১৮) ভারত সায়গল পুরস্কার সংগীত মহাসম্মান পুরস্কার -২০১৩ তুমি অনন্যা সম্মাননা -২০১৩ দাদা সাহেব ফালকে সম্মাননা -২০১৬ পাকিস্তান নিগার পুরস্কার (১৯৬৮, ১৯৭০) ক্রিটিক্স পুরস্কার গ্র্যাজুয়েট পুরস্কার (২ বার)।
    বিশ্ব দরবারে রুনার গানঃ গত ২০১৯ সালে রুনা লায়লা শুরু করেছিলেন ‘লেজেণ্ডস ফরেভার’ প্রজেক্ট যেখানে তিনি ভিন্নভাষী কিংবদন্তী শিল্পীদের সঙ্গে করিয়েছেন বাংলা গানের মেলবন্ধন। আশা ভোঁসলে, হারিহরণ, রাহাত ফাতেহ আলী খান, আদনান সামী ও রুনা লায়লা গেয়েছেন কয়েকটি বাংলা গান। সিটি ব্যাংকের প্রযোজনা ও বাংলাদেশের শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলোর সহযোগিতায়, রুনা লায়লার সুর ও রাজা কাশেফের সঙ্গীতে গীতিকার মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় গাওয়া গানগুলি ইতোমধ্যে জয় করেছে কোটি মানুষের মন; প্রথমআলোর ইউটিউব চ্যানেলের মাধ্যমে গানগুলো ছড়িয়ে পড়েছে অনলাইন বিশ্বে।
    ব্যাক্তিগত জীবনে রুনা লায়লাঃ তিনি যথেষ্ট বুদ্ধিমাতি, উদার ও ব্যাক্তিগত জীবনে তিনি একজন অন্যরকম মানুষ। ১৯৯৯ সালে তিনি অন্যতম কালজয়ী অভিনেতা আলমগীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।তার এক কন্যা - তানি লায়লা। মেয়ে তানি লায়লা ছোটবেলা থেকে গান করেন। বিয়ের পর স্বামী আর সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় গানে সময় দেওয়া সম্ভব হয়নি। মায়ের সুর করা গানে কণ্ঠ দিয়েছেন তানি লায়লা। গানটি লন্ডনে রেকর্ড করা হয়েছে, গানের কাজ সম্পূর্ণ করতে রাজা কাশেফের ভূমিকা ছিলো অন্যতম।
    অবাক কান্ডঃ ভারতের ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়ার সম্পাদক খুশবন্তসিং ছিলেন রুনা লায়লার ঘোর সমালোচক। তিনি রুনা লায়লার প্রশংসাতো করতেনই না বরং সমালোচনা করার জন্য মুখিয়ে থাকতেন। তিনি একবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন রুনা লায়লার গান শুনতে। এর আগে সামনে থেকে রুনা লায়লার গান না শোনা সম্পাদক লোকটি তার গান ও নাচে সেদিন এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরের দিন খবরের কাগজে তিনি লিখে দিলেন রুনাকে দিয়ে দাও, বিনিময়ে ফারাক্কার সব পানি নিয়ে যাও। সম্পাদক সাহেবের এক লাইনই বলে দেয় কি মুগ্ধতা ছিল রুনা লায়লার জাদুকরী কণ্ঠের মায়াজালে।
    পরিশেষেঃ রুনা লায়লার কণ্ঠ শুধু সংগীতাঙ্গনেই নয়, তিনি দেশের একজন সম্পদ। একজন রুনা লায়লা জন্ম নেন শতবর্ষে একবার।শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বের সংগীত সাধক দের মন জয় করেছেন তিনি।একদিন- দুদিন নয়, গানে গানে পার করেছেন নিজের সারাটা জীবন যা প্রায় পাঁচ দশকের দীর্ঘ পথ। তার স্রোতারা তাকে স্রেষ্ঠ বাংগালী দের মধ্যে একজন মনে করে।
    ===================
    if you have any concern or copy rights issues on this video, please send me an email or Facebook massage with legal documentation, your contain will be remove within 24 hours.
    ** to Copywriter owner:**
    If any part of the contents of this channel is that your property as a musician, label, image distributor or artist, please send me a message and your content will be removed within 24 hours.
    PLESE DO NOT FLAG MY CHANNEL.
    Thank you with Best regards.
    ===============(Copyright Disclaimer)=============
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE
    COPYRIGHT ACT 1976
    .
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright
    Act 1997, allowance is made for “fair use” for purposes
    such as criticism, news reporting, teaching,
    scholarship, and research. Fair use is a use permitted by
    copyright statute that might otherwise be infringing. Non-
    profit, educational or personal use tips the balance in
    the favour of fair use.
    “I am hereby declared that all images and animations are used to make this content from google search www.google.com. Usage rights: "free to use, share or modify.”
    ☎ CONTACT : email or
    Facebook:
    / infomotivatedinspired

Комментарии • 1