খুবই জগন্য একটা অভিজ্ঞতার শিকার হলাম। এত নিম্ন মানের মন মানুষিকতা কোন ব্রান্ডেরই নেই। একটি আন্তর্জাতিক পন্য বিপনন প্রতিষ্ঠান থেকে কখনই এমন টা আশা করতে পারি না। প্রতিবাদ হলাম আপনাদের কথা চিন্তা করেই। ইনশাআল্লাহ আমার এই প্রতিবাদে সুফল বয়ে আনবে। পুরো ভ্লগ মনযোগ দিয়ে দেখার অনুরোধ রইলো! Action Biker Shop 43/21, Mayakanon, Sabujbag (beside Mugda footover bridge), 1214 Dhaka, Dhaka Division, Bangladesh। Mobile no 01950923872
You cant just expect that you go somewhere for a service without an appointment and can get the service whenever you want! This is a common practice and norm! It's your fault, not theirs. Having an appointment is a common sense. lol
আজকের ভ্লগ টি দারুন করেছেন... এমন প্রতিবাদ হওয়াই দরকার... যাতে এমন ছোট লোকি আর না করতে পারে... ওর সামনের মেয়েটির জন্য আপনাকে সে সময় দিতে ইতস্তত হয়েছে... সামনে এর রেজাল্ট হবে ইনশাআল্লাহ...
@@we_around_the_world why you are talking about appointment? Why? Here is many others bike without kawasaki. They are repair others bike but they marked it this is kawasaki service center And when kawasaki users talk about repair they need appointment? Totally wrong way business. If they are only repair kawasaki then you can talk to get appointment but worng way business no need to get appointment .kawasaki is a brand so people deserve they get best way Service not wrong way. Just thinking logical
ভাইয়া কি বলবো আমি নিজেও এই সমস্যার সম্মুখ হয়েছি এবং অবশেষে আমার গাড়িটা বিক্রি করে দেই । ধন্যবাদ জানাই তরু ভাইকে কাওয়াসাকির মূল সমস্যাটা তুলে ধরার জন্য ।
মনে মনে ভাবছিলাম এমন একটা বাইক নিবো। এই ব্লগার ভাইয়ের এই অবস্থা দেখে কাওয়া সাকি ব্রেন্ডের উপর থেকে একে বারেই আস্থা উঠে গেছে। ধন্যবাদ ব্লগার ভাই। অনেক দোয়া আর সুভো কামনা রইলো।😍😍😍
এতো বড়মাপের ছোট লোকের কোম্পানি ! বিশ্ববিখ্যাত কাওয়াসাকির সার্ভিস সেন্টারের অবস্থা দেখে আসলে আমিও হতাস। উপযুক্ত সার্ভিস সেন্টার তৈরী না করা পর্যন্ত এদের সকল বাইক কেনা থেকে সকলেই বিরত থাকা উত্তম হবে। ধন্যবাদ তরু ভাইকে, কাওয়াসাকির এই বেহাল দশা সকলের মাঝে তুলে ধরার জন্য।
@@faultyattitude4999 ভাই আমি ব্যাসিকালি বিজ্ঞাপন দেই, ভ্লগ ঐভাবে করিনা। বাট জেহুতু বাংলাদেশের মানুষ এই ব্যাপারটা ঐ সময় বুঝতো কম তাই নাম ভ্লগ দেয়া। আর ভাই আমার চ্যানেলে হেটার অনেক কম। আমি ভুলভাল ভিডিও করিনা। বাট আপনার মত কিছু পাবিলিকের মাথায় এই সব ঢুকবেনা
ভাইয়া,,আমিও এই সমস্যায় ভুগেছি! পরে জিদ করে,বাইক টা সেল করে দেই।। এখন Taro GP 1 V3 চালাই! আর আমি এখন enough satisfied! তাদের ওই ছোটলোকি দেখে আমারও অনেক মেজাজ খারাপ হয়েছিল,,আপনি যে-ই কথা গুলা বলেছেন,তার জন্য আপনাকে ধন্যবাদ।। 🙂🙂
ভাইয়া আমি চাইতে ছিলাম Kawasaki নিবো এখন আর না ধন্যবাদ আপনা কে ভাইয়া ভালো একটা সময় ভালো একটা Video দিয়ার জন্যে আর গুরুত্বপূর্ণ একটা information দিয়ার জন্যে thanks ভাইয়া
He is an uncultured, uncivilised, mocking hero. Siting idly in front of a customer. He does not know to grab customers rather gossiping with female colleague. Totally support ur voice.
If there is anyone in Bangladesh who is considered to be a honest and true biker, you are the only one. You have made a change in bikers group in Bangladesh. Coming bikers generation in future will always remember you. Thank a lot.
খুবই জগন্য একটা অভিজ্ঞতার শিকার হলাম। এত নিম্ন মানের মন মানুষিকতা কোন ব্রান্ডেরই নেই। একটি আন্তর্জাতিক পন্য বিপনন প্রতিষ্ঠান থেকে কখনই এমন টা আশা করতে পারি না। প্রতিবাদ হলাম আপনাদের কথা চিন্তা করেই। ইনশাআল্লাহ আমার এই প্রতিবাদে সুফল বয়ে আনবে।
প্রথমে তরু ভাইকে ধন্যবাদ জানাই।❤️ তাদের এই কর্মকান্ডের জন্য তারাই দায়ী থাকবে,,... আমরা তরুন সমাজ বাইক কেবল আমাদের কাছে একটা দুই চাক্কার বাহন না! এটা আমাদের ইমোশন, আমরা যতটা বাইকের প্রতি যত্নবান হই লক্ষ্য করলে দেখা যাবে আমরা ততটা যত্নবান নিজের প্রতিও নই,,... বাইকিংটাকে ভালোবাসার পেছনে প্রথমত কারণ হলো এটা আমাদের মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর প্রতিভা যোগায়,,-- যেখানে দুনিয়ার সকল ছোট-বড় ব্র্যান্ড তাদের ব্রেন্ডিং ধরে রাখার জন্য অফিশিয়াল ভাবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আর সেখানে কাওয়াসাকির মতো বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড তাদের সার্ভিস নিয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছে এটা সত্যিই দুঃখজনক,, অনেকটা গ্রে মার্কেটের আনঅফিসিয়াল কিছু অসাধু ব্যবসায়ীর মতো,,,,... প্রডাক্ট বিক্রির আগ পর্যন্ত তারা বেস্ট সার্ভস দেওয়ার প্রতিশ্রুতি দিবে, কিন্তু প্রোডাক্টটা বিক্রি হয়ে গেলে তখন তাদের আর কিছুই নাই /সার্ভিস সেন্টারের কাজ চলছে এমনটাই বলবে,,.. বর্তমান কাওয়াসাকি ব্র্যান্ডের অবস্থান একই,,, আমি বেশ কয়েকটা ব্র্যান্ডের অফিশিয়াল বাইকের সার্ভিস দেখেছি, তারা প্রত্যেকে চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার,, তবে এটা একবারেই বলা যাবে না একই ব্র্যান্ডের প্রত্যেকটা সার্ভিস সেন্টারে আপনি একই রেসপন্স পাবেন, কারণ ব্যবহারটা ব্যক্তিগত,, যদি সুজুকি অফিশিয়াল সার্ভিস সেন্টারের কথা বলতে হয়, তাদের সার্ভিসিং খারাপ না তবে এর মানে খুব বেশি ভালোও না,, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো,,,-- তবে আমরা সুজুকি ব্রান্ড নিয়ে এতোটা হতাশ না যতটা কাওয়াসাকি কে নিয়ে হতে দেখেছি,, কাওয়াসাকি তাদের ব্র্যান্ডিং ধরে রাখার জন্য অবশ্যই যোগ্য ব্যক্তিকেই ডিলারশিপ দেওয়া উচিত ছিলো এপার বাংলায়,,, দুঃখজনক হলেও সত্যি তারা এখানেই ব্যর্থ। আমরা কাওয়াসাকির মতো উন্নত মানের বাইক গুলো অবশ্যই চাই তবে সেটা সু-সার্ভিস নিশ্চিত রেখে,,, আর পরিশেষে এই ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই,,
The Outsider চ্যানেলের রাহাত ভাইও ওদের একটা বাইক রিভিউ করতে গিয়ে ওদের ব্যাপারে কমপ্লেইন করেছিলো যে ওদের ব্যবহার খারাপ।btw খুব ভালোভাবেই ওদের জবাব দিয়েছেন।❤️❤️
প্লাটিনা বেচেন, প্লাটিনা ভালো বিক্রি হয় ! জোশ ছিল ভাই ।একেবারে ভইরা দিছেন ভাই কথা গুলো ভাল্লাগছে। শিক্ষামূলক একটা অপমান করলেন এটা একজন প্রতিবাদী এবং আদর্শ পথ প্রদর্শকের কর্তব্য।
Sera dialogue diyecho bhaiya....etai dorkar as as a rider point of view....but in India Kawasaki service centre is wonderful , fabulous no words to define ....khub bhalo r customer satisfaction is their 1st priority.
বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা সাধারন ইউজার আছি, এমত অবস্থায় Kawasaki উপর আস্থা রাখতে পারবো না ভালো কিছুর জন্য, তবে আপনার ভিডিও টি দেখার পরে মনে হল আপনি কাজটা ঠিক করেন নি, এত কম কেনো বললেন ওদের আরো কিছু বলার দরকার ছিলো, যাই হোক সর্ব পারি একটাই কথা বলবো তরু ভাই We 💗 You & স্যালুট ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক আমিন, ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম তরু ভাইয়া আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের পাসে থেকে এতো সুন্দর করে বুজিয়ে দেওয়ার জন্য আর দুয়া রইলো আপনার জন্য,ঈদ মোবারক তরু ভাইয়া।।।।
তরু ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার অভিজ্ঞতা টি শেয়ার করার জন্য... উনি এত বড় লেভেলের বাইকার উনার এই অবস্থা, তাহলে আমাদের মত সাধারণ বাইকারদের কি হবে 🥴🥴🤮🤮😱😱😱 Shame, 😭😭😭 Asian motor bikes limited 😡😡😡
We forget that all support is to reduce struggle of Man kind. These businessmen only turning black cash into white under a name. Awesome video brother! I hope they start respecting themselves to respect the brand afterwards.
After sells service খারাপ হলে ব্র্যান্ডের পরিনতি কি হয়, সেটা আমরা Citycell এর বেলায় স্পষ্টভাবে দেখেছি। Kawasaki কে অভিনন্দন, একই পথে হাটার জন্য। আর ভাইয়ের যুক্তিগুলো একদম পাক্কা 😊
এগুলা ভাই অন্য দেশে হয় না।আমাদের মতো বাটপারদের দেশেই হয়। ফুডপান্ডার মতো ভালো প্রতিষ্ঠান এদেশে এসে বাজে সার্ভিস দিতাছে বাজে দূর্নাম হইতাছে। এসব কারনে এদেশে গুগল,আমাজন,পেপাল তাদের প্রতিষ্ঠান খুলতে সাহস পায় না।
ভাইয়া ইটের জবাব পাটকেলে দিয়েছেন, ঘটনার আরেকটু অন্তরালে যান ভাই । আপনার বাইক 3000+ কিলোমিটার চলছে । আমার মনে হয় না কেউ যদি 20 হাজার কিলোমিটারের উপরে চালায় এবং ইঞ্জিনের কাজ করানো লাগে এই সার্ভিস সেন্টারে ক্যাম, রোকার, সিলিন্ডার, গ্যাসকিট সেট প্রয়োজন মাফিক সরবরাহ করতে পারবেনা। স্লিপ বোরিং করবে, লেদের কাজ করাবে ইত্যাদি, ইত্যাদি।
এতে Kawasaki এর দোষ নাই এটা ডিলার এর দোষ । আমাদের ইন্ডিয়ায় Kawasaki এর খুব ভালো sarvic আর ওখান অন্যান্য কোনো bike sarvic হয়না আমি ইন্ডিয়া থেকে বলছি। আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আপনার ভিডিও গুলি খুবই ভালো লাগে।
দ্রুত ইমেইল করে বাংলাদেশের অবস্থা জানান তাহলে আমরাও বাইকের হিসেবে খুশি হব আপনার প্রতি না হয়তো ধরে নেব আপনি একটা চাপাবাজ আমরাও আছি আপনার সাথে আপনার এই প্রতিবাদ আমরা সমর্থন করি ধন্যবাদ আপনাকে
@@naeem7708 ভাইয়া এমনও তো হতে পারে মেয়ে/ মহিলা টি উনার মুরুব্বি বা বোন। তবে লোকটি বেয়াদব বলেই মনে হয়। আমি খুব ভালো ভাবে দেখলাম তরু ভাইয়া কোথাও তাকে নিয়ে কোনো মন্তব্য করেনি, আর এখানেই তার ভদ্রতা প্রকাশ পেল।
Automatically your video comes in my tv youtube channel. I have been watching for the last 6-7 months. I am not a biker. I don't know how to drive bike and don't have a wish to learn. Even I discourage people especially in Bangladesh not driving bikes due to road conditions and seems it's a kind of suicide. However, i watch your video only of your good presentation, way of speaking. I think you made this difference with the moto bloggoer in here.
ভাইয়া আমি কাওয়াসাকি ডার্ট বাইক নেওয়ার অনেক দিনের ইচ্ছা। খুব শীঘ্রই আপনার কাছে প্রত্যাশা করছি এই কেএলক্স বাইক টার ফুল রিভিউ আপনার চ্যানেলে দেখতে পাবো। ভালো থাকবেন সবসময়, নিরাপদ থাকবেন সবসময়। সন্দ্বীপ থেকে আপনার চ্যানেলে প্রতিটি রিভিউ দেখার চেষ্টা করি।
ধন্যবাদ ভাই💗💖💖💖৷ ভাই আশা করি আপনি যেকোনো অন্যায় এর বিরুদ্ধে অভিযোগ করবেন। (ভাই আপনার মধ্যে আমি সততা দেখেছি..... দোয়া করি যাতে করে এই সততা অটল রাখতে পারেন।)
খুবই জগন্য একটা অভিজ্ঞতার শিকার হলাম। এত নিম্ন মানের মন মানুষিকতা কোন ব্রান্ডেরই নেই। একটি আন্তর্জাতিক পন্য বিপনন প্রতিষ্ঠান থেকে কখনই এমন টা আশা করতে পারি না। প্রতিবাদ হলাম আপনাদের কথা চিন্তা করেই। ইনশাআল্লাহ আমার এই প্রতিবাদে সুফল বয়ে আনবে। পুরো ভ্লগ মনযোগ দিয়ে দেখার অনুরোধ রইলো!
Action Biker Shop 43/21, Mayakanon, Sabujbag (beside Mugda footover bridge), 1214 Dhaka, Dhaka Division, Bangladesh।
Mobile no 01950923872
চাচ্চু তোমার গরুর নিয়ে একটি ভ্লগ দিও
I dont think so
You cant just expect that you go somewhere for a service without an appointment and can get the service whenever you want! This is a common practice and norm! It's your fault, not theirs. Having an appointment is a common sense. lol
আজকের ভ্লগ টি দারুন করেছেন...
এমন প্রতিবাদ হওয়াই দরকার...
যাতে এমন ছোট লোকি আর না করতে পারে...
ওর সামনের মেয়েটির জন্য আপনাকে সে সময় দিতে ইতস্তত হয়েছে...
সামনে এর রেজাল্ট হবে ইনশাআল্লাহ...
@@we_around_the_world why you are talking about appointment? Why? Here is many others bike without kawasaki. They are repair others bike but they marked it this is kawasaki service center And when kawasaki users talk about repair they need appointment? Totally wrong way business. If they are only repair kawasaki then you can talk to get appointment but worng way business no need to get appointment .kawasaki is a brand so people deserve they get best way Service not wrong way. Just thinking logical
প্লাটিনা বেচেন, প্লাটিনা ভালো বিক্রি হয় !
জোশ ছিল ভাই ।
😂😂😂op silo 👌👌👌
হহহ ভাই ...
জোশ
Ekkebare vre dise 😅😅😅😅
তরু ভাইকে অসংখ্য ধন্যবাদ ওই বেটা কে আছোলা বাঁশ দেয়ার জন্য...
প্রিয় বাইকার কে হৃদয়ের অন্তস্থল থেকে জানাই সেলুট 🙋♂️
চকলেট বাইকারের সাথে আছি পাশে থাকব ইনশাআল্লাহ 🥰😍😍
ভাইয়া কি বলবো আমি নিজেও এই সমস্যার সম্মুখ হয়েছি এবং অবশেষে আমার গাড়িটা বিক্রি করে দেই । ধন্যবাদ জানাই তরু ভাইকে কাওয়াসাকির মূল সমস্যাটা তুলে ধরার জন্য ।
Vhai same too you
আমিও ধন্যবাদ জানাচ্ছি সকলকে
exactly
ডন,
স্টিকার গুলা তুলে ফালাইয়েন।
just awesome part of this video
ভাই ডিলার পয়েন্ট এর লোকটাকে যেভাবে ধুয়ে দিছেন, অসাধারণ হইছে, স্যালুট ভাই।
💯❤️
ভালো লাগছে ভাই এইভাবেই ধুয়ে দেওয়া উচিত এইসব কে 👌👍
ইচ্ছে ছিল একটা কাওয়াসাকি নিনজা কিনব এই অবস্থা দেখে ইচ্ছাটা মরে গেল ভাই এখন আর কিনতে ইচ্ছা করছে না অন্য ব্র্যান্ডের ভালো বাইক কিনবো
Go for gsxr
হাহাহা, শোরুমে যেয়ে যেভাবে ইজ্জত মেরে দিছেন, হাহা, প্রতিটা কথাই ছিলো অস্থির। শেইম অন এশিয়ান মোটর বাইক।
🙄🙄🙄
এরকম লোকেরা থাকলে বাইকার রা এগিয়ে যাবে ছোটলোকেরা গর্তে পালাবে
তরু ভাই, সালাম। Kawasaki কে email ইমেইল করতে ভুলবেন না। paperworks does count as an official complain document.
বাঁশটা দারুন ছিলো,,,,( cbr বিক্রি করেন🤣)
tvs o valo cholse ... ha ha ha ..
Ekdom purai bash vai😂😂toru vai kotha jane sudhu kisu bole kawkw okarone
@@Grafixsoul_Design platina oo kharap na onk valo cholbe😂😂😂😂
amioo moja paisi
platinA bechte bollo
😂🤣
মনে মনে ভাবছিলাম এমন একটা বাইক নিবো। এই ব্লগার ভাইয়ের এই অবস্থা দেখে কাওয়া সাকি ব্রেন্ডের উপর থেকে একে বারেই আস্থা উঠে গেছে। ধন্যবাদ ব্লগার ভাই। অনেক দোয়া আর সুভো কামনা রইলো।😍😍😍
💞ভালো লাগলো তরুভাই💞
ঠান্ডা মাথায় কড়া জবাব👍
পুরাই বইড়া দিছেন 😂😂😂
বিনদাইয়া দিছে 🦍🦍🐂
সত্তের সাথে অন্যায়ের বিরুদ্ধে। cai vlo lagca
আমি এই প্রথম দেখলাম, নিজস্ব সার্ভিস সেন্টারে নিজেদের বাইক সার্ভিস হয় না 🤣🤣
ভাই উচিত শিক্ষা দিয়েছেন।
exactly
বারোভাতারী সার্ভিস সেন্টার
আপনাকে দেখে আমিও ভেবেছিলাম Kawasaki KLX কিনবো কিন্তু আজকের এই ভিডিও টি দেখে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হইলাম।
good
Same to u bro.
এতো বড়মাপের ছোট লোকের কোম্পানি ! বিশ্ববিখ্যাত কাওয়াসাকির সার্ভিস সেন্টারের অবস্থা দেখে আসলে আমিও হতাস। উপযুক্ত সার্ভিস সেন্টার তৈরী না করা পর্যন্ত এদের সকল বাইক কেনা থেকে সকলেই বিরত থাকা উত্তম হবে। ধন্যবাদ তরু ভাইকে, কাওয়াসাকির এই বেহাল দশা সকলের মাঝে তুলে ধরার জন্য।
আমি একজন মিউজিশিয়ান কিন্তু বাইক খুব ভালোবাসি, ভালোবাসি আপনাকেও। ভালো লাগে আপনার ভ্লগ।
ভাই জোস💓 একেবারে ভইরা দিছেন 💓
তোমাদের মত আবাল চোদা ব্লগার দের মানুষ যেভাবে ভরে ঠিক সেভাবে না ব্রো?
lol
@@faultyattitude4999 ভাই আমি ব্যাসিকালি বিজ্ঞাপন দেই, ভ্লগ ঐভাবে করিনা। বাট জেহুতু বাংলাদেশের মানুষ এই ব্যাপারটা ঐ সময় বুঝতো কম তাই নাম ভ্লগ দেয়া। আর ভাই আমার চ্যানেলে হেটার অনেক কম। আমি ভুলভাল ভিডিও করিনা। বাট আপনার মত কিছু পাবিলিকের মাথায় এই সব ঢুকবেনা
@@NomanVlogs ইহাই বেয়াদব এর পরিচয় ভাউ
@@Habib_779 🤣ঠিক কইছস।
তরু ভাই, সেলস মেনেজার কে একেবারে ঝামা ঘসে দিয়েছেন! সেই।
মেয়েছেলের সামনে ঘসা টা দিসেন।
জমসে।🖤🖤🖤
ভাইয়া,,আমিও এই সমস্যায় ভুগেছি! পরে জিদ করে,বাইক টা সেল করে দেই।। এখন Taro GP 1 V3 চালাই! আর আমি এখন enough satisfied! তাদের ওই ছোটলোকি দেখে আমারও অনেক মেজাজ খারাপ হয়েছিল,,আপনি যে-ই কথা গুলা বলেছেন,তার জন্য আপনাকে ধন্যবাদ।। 🙂🙂
ভাইয়া আমি চাইতে ছিলাম Kawasaki নিবো এখন আর না ধন্যবাদ আপনা কে ভাইয়া ভালো একটা সময় ভালো একটা Video দিয়ার জন্যে আর গুরুত্বপূর্ণ একটা information দিয়ার জন্যে thanks ভাইয়া
He is an uncultured, uncivilised, mocking hero. Siting idly in front of a customer. He does not know to grab customers rather gossiping with female colleague. Totally support ur voice.
exactly
If there is anyone in Bangladesh who is considered to be a honest and true biker, you are the only one. You have made a change in bikers group in Bangladesh. Coming bikers generation in future will always remember you. Thank a lot.
ভাই Twitter এ tweet করলে ভালো হতো,আমরা retweet করলে kawasaki র গায়ে লাগত ❤️❤️❤️❤️❤️❤️❤️ 🍫🍫🍫biker
Good idea
Absolutely right ....
right
Yes
তরু ভাই গত দুই বছর যাবত আপনার ব্লক দেখি,, কোনো ব্লকে কাউকে বাঁশ দিতে দেখি নাই,, এই বাঁশ দেওয়াটা ভাল লাগছে
ভাইয়া তাদের পরবর্তী খবর দ্রুত জানাবেন। এরপর তাদের ব্যবহার পরিবর্তন হয় কিনা সবার জানার ইচ্ছা। 🤲
Agree 😊
খুবই জগন্য একটা অভিজ্ঞতার শিকার হলাম। এত নিম্ন মানের মন মানুষিকতা কোন ব্রান্ডেরই নেই। একটি আন্তর্জাতিক পন্য বিপনন প্রতিষ্ঠান থেকে কখনই এমন টা আশা করতে পারি না। প্রতিবাদ হলাম আপনাদের কথা চিন্তা করেই। ইনশাআল্লাহ আমার এই প্রতিবাদে সুফল বয়ে আনবে।
❤️আসুন আমরা সবাই মিলে ভাই এর জন্য দোয়া করি❤️🇮🇳❤️🇧🇩❤️
আমারও খুব ইচ্ছে ছিল কাওয়াসাকি কিনব কিন্তু আপনার এই ব্লক আমার খুব ওপকার করল থ্যাংকস ভাইয়া❤️❤️❤️
প্রথমে তরু ভাইকে ধন্যবাদ জানাই।❤️
তাদের এই কর্মকান্ডের জন্য তারাই দায়ী থাকবে,,...
আমরা তরুন সমাজ
বাইক কেবল আমাদের কাছে একটা দুই চাক্কার বাহন না!
এটা আমাদের ইমোশন, আমরা যতটা বাইকের প্রতি যত্নবান হই লক্ষ্য করলে দেখা যাবে আমরা ততটা যত্নবান নিজের প্রতিও নই,,... বাইকিংটাকে ভালোবাসার পেছনে প্রথমত কারণ হলো এটা আমাদের মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর প্রতিভা যোগায়,,-- যেখানে দুনিয়ার সকল ছোট-বড় ব্র্যান্ড তাদের ব্রেন্ডিং ধরে রাখার জন্য অফিশিয়াল ভাবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আর সেখানে কাওয়াসাকির মতো বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড তাদের সার্ভিস নিয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছে এটা সত্যিই দুঃখজনক,, অনেকটা গ্রে মার্কেটের আনঅফিসিয়াল কিছু অসাধু ব্যবসায়ীর মতো,,,,... প্রডাক্ট বিক্রির আগ পর্যন্ত তারা বেস্ট সার্ভস দেওয়ার প্রতিশ্রুতি দিবে, কিন্তু প্রোডাক্টটা বিক্রি হয়ে গেলে তখন তাদের আর কিছুই নাই /সার্ভিস সেন্টারের কাজ চলছে এমনটাই বলবে,,.. বর্তমান কাওয়াসাকি ব্র্যান্ডের অবস্থান একই,,, আমি বেশ কয়েকটা ব্র্যান্ডের অফিশিয়াল বাইকের সার্ভিস দেখেছি, তারা প্রত্যেকে চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার,, তবে এটা একবারেই বলা যাবে না একই ব্র্যান্ডের প্রত্যেকটা সার্ভিস সেন্টারে আপনি একই রেসপন্স পাবেন, কারণ ব্যবহারটা ব্যক্তিগত,, যদি সুজুকি অফিশিয়াল সার্ভিস সেন্টারের কথা বলতে হয়, তাদের সার্ভিসিং খারাপ না তবে এর মানে খুব বেশি ভালোও না,, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো,,,-- তবে আমরা সুজুকি ব্রান্ড নিয়ে এতোটা হতাশ না যতটা কাওয়াসাকি কে নিয়ে হতে দেখেছি,, কাওয়াসাকি তাদের ব্র্যান্ডিং ধরে রাখার জন্য অবশ্যই যোগ্য ব্যক্তিকেই ডিলারশিপ দেওয়া উচিত ছিলো এপার বাংলায়,,, দুঃখজনক হলেও সত্যি তারা এখানেই ব্যর্থ। আমরা কাওয়াসাকির মতো উন্নত মানের বাইক গুলো অবশ্যই চাই তবে সেটা সু-সার্ভিস নিশ্চিত রেখে,,, আর পরিশেষে এই ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই,,
ভাই কাওয়াসাকি কোম্পানীতে মেল কইরা ভইরা দেন
☎️
hum
ভাই kawasaki রে ই-মেইল করার পর কোন action আসলে ,একটা review কইরেন।
ভাইয়া আপনি ওনাকে যেভাবে কথাগুলো বলছেন। সেই রকম লাগছে। আপনি একদম ঠিক কথাই বলছেন। এদের শিক্ষা হওয়া উচিত। সেলুট। ❤️❤️❤️❤️❤️
ভাই অনেক জোস ছিলো 👍❤👍 Really Appreciate you Brother 👌
''Patina bachen! Platina onek bikri hoi'' Best line
এর আগে আপনাকে কখনো এত কঠোর/রাগান্বিত হতে দেখি।।খুব ভাল লাগছে ভাই প্রতিবাদের জন্য।।
The Outsider চ্যানেলের রাহাত ভাইও ওদের একটা বাইক রিভিউ করতে গিয়ে ওদের ব্যাপারে কমপ্লেইন করেছিলো যে ওদের ব্যবহার খারাপ।btw খুব ভালোভাবেই ওদের জবাব দিয়েছেন।❤️❤️
প্লাটিনা বেচেন, প্লাটিনা ভালো বিক্রি হয় !
জোশ ছিল ভাই ।একেবারে ভইরা দিছেন ভাই কথা গুলো ভাল্লাগছে। শিক্ষামূলক একটা অপমান করলেন এটা একজন প্রতিবাদী এবং আদর্শ পথ প্রদর্শকের কর্তব্য।
Kawasaki pulsar🤣 Kawasaki r15😂 Kawasaki cbr🤔 I think it’s a little joke 🥴
R.I.P Kawasaki 🤞
Kawasaki Pulsar এর সাথে পার্টনারশীপ ছিল. 😄.।
লকডাউন শেষে খুব ইচ্ছে ছিলো কাওয়াসাকি বাইক কেনার। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ তরু ভাই। এখন যদি কাওয়াসাকি ফ্রি ও দেয় নিবো না। থু
ভাই কথা গুলো ভাল্লাগছে। শিক্ষামূলক একটা অপমান করলেন এটা একজন প্রতিবাদী এবং আদর্শ পথ প্রদর্শকের কর্তব্য। ❤️
ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক টা অসাধারন ছিল, পুরাই অ্যাডভেঞ্চারাস। মনে হচ্ছিল একটা অভিযান। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফ্যান্টাস্টিক ছিল।
ভাই kawasaki কে mail করা লাগবে না আপনার এই ভিডিওটাই যথেষ্ট!
কেন ভাই। আমি ও চাই একটা একটা mail করা হোক।
ভাইয়া আপনাকে যদি এমন প্রবলেমে পরতে হয় তাহলে সাধারণ ইউজারদের অবস্থা কি
Bro, he IS an ordinary user too!
"Ekhane CBR pawa jay na"
question ta savage chilo
Kolija ase vai tar koita hoibo
Sera dialogue diyecho bhaiya....etai dorkar as as a rider point of view....but in India Kawasaki service centre is wonderful , fabulous no words to define ....khub bhalo r customer satisfaction is their 1st priority.
ভাই সবাই তো আর মেইল করার যোগ্যতা রাখে না। মেইলটা করবেন একটু ভালো করে করেন।জাতি আপনার দিকে তাকিয়ে আছে।আপনার একটা মেইলের এর কারণে যদি কিছু উন্নতি হয়।
Etai bolte cheyechilam. Vai, valo kore ejta mail diyen.
Vai mail korte vulben nahhh....
বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা সাধারন ইউজার আছি, এমত অবস্থায় Kawasaki উপর আস্থা রাখতে পারবো না ভালো কিছুর জন্য, তবে আপনার ভিডিও টি দেখার পরে মনে হল আপনি কাজটা ঠিক করেন নি, এত কম কেনো বললেন ওদের আরো কিছু বলার দরকার ছিলো, যাই হোক সর্ব পারি একটাই কথা বলবো তরু ভাই We 💗 You & স্যালুট ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক আমিন, ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম
*কতোটা ডিসেন্ট আর স্ট্রিক্ট ভাবে তরু ভাই উনাকে বাশ দিলেন* 🔥
Hmm vai
Toru Vai Onader Kace Extra Facilitie Na paowar Karone.. Onader Name Bodnam.
@@MSFarid126 apni akta haler kolo... Main koiren na vhai.. Bolte baddho holam.. Shobay ke ak vab ben na.
@@the_oxygen4654 Vai Ami Kintu Toru Viyer Sob Video E Dekhi Mota Moti..But Kono Ek jagay Amr Kace Fold Mone Hoice Tai Bolci.
this is the real chocolate biker. after long time. salute .
আসসালামু আলাইকুম তরু ভাইয়া আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের পাসে থেকে এতো সুন্দর করে বুজিয়ে দেওয়ার জন্য আর দুয়া রইলো আপনার জন্য,ঈদ মোবারক তরু ভাইয়া।।।।
তরু ভাই আপনাকে ভালবাসি কাউওয়া সাকি Band আমার ছিল আমি বিক্রি করতে বাধ্য হইছি শুরু কাউওয়া সাকি soroom এর লোকজনদের ব্যবহার শুনে।
Showroom হবে।
তরু ভাই,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার অভিজ্ঞতা টি শেয়ার করার জন্য...
উনি এত বড় লেভেলের বাইকার উনার এই অবস্থা, তাহলে আমাদের মত সাধারণ বাইকারদের কি হবে 🥴🥴🤮🤮😱😱😱
Shame, 😭😭😭
Asian motor bikes limited 😡😡😡
CT100 বিক্রি করতে বল্লে আরো ভালো হতো😆😆ভাই❤️#loveToruBhai
Na mettro +
ভাই আরো দুই বছর আগে ভিডিও দেখতাম আমার ফোন আর জিমেইল চেন্জ হবার পর আর পাই নি আপনাকে
কনেক দিন পর খুজে পেলাম🥰
We forget that all support is to reduce struggle of Man kind. These businessmen only turning black cash into white under a name. Awesome video brother! I hope they start respecting themselves to respect the brand afterwards.
এমন কোন বাইক নাই যা ওরা সার্ভিস করেনা।ভালভাবে ভইরা দিছেন ভাই।ধন্যবাদ
Joss hoeche ajker video ta ❤️🔥🔥. Kawasaki ke step nite hobe ei matter nie.
ভাই জোস হইছে বাশটা ভালো করে দিলেন ধন্যবাদ ভাই আমার ও ইচ্ছে ছিল এই বাইটা নেওয়ার কিন্তু না
"বড় ধরনের ছোটলোক" - ভাল লাগছে ভাই
After sells service খারাপ হলে ব্র্যান্ডের পরিনতি কি হয়, সেটা আমরা Citycell এর বেলায় স্পষ্টভাবে দেখেছি। Kawasaki কে অভিনন্দন, একই পথে হাটার জন্য। আর ভাইয়ের যুক্তিগুলো একদম পাক্কা 😊
মানুষ এত টাকা দিয়ে ব্র্যান্ড ভ্যালুর বাইক কিনবে এত বাজে সার্ভিস পাওয়ার জন্য?
এগুলা ভাই অন্য দেশে হয় না।আমাদের মতো বাটপারদের দেশেই হয়।
ফুডপান্ডার মতো ভালো প্রতিষ্ঠান এদেশে এসে বাজে সার্ভিস দিতাছে বাজে দূর্নাম হইতাছে।
এসব কারনে এদেশে গুগল,আমাজন,পেপাল তাদের প্রতিষ্ঠান খুলতে সাহস পায় না।
Vaia kono din comment kori ni...but ajk na kore parlam na...osthir chilo vai....😍🤩😆
ভাই বাইক সেল হচ্ছে না, বাইক সার্ভিস সেন্টার নাই,,,, অথচ Kawasaki ZX10R দিয়ে সোপিচ করে রাখছে🤣🤣
সেই হইছে। কাওয়াসাকির লোগো উঠায়ফেলেন। 👍👍😉
তরু ভাই be like : oops, হালকা করে kawasaki কে দুচে দিলাম🤣
Ducha + chud*🤣🤣🤣
ভাই কথা গুলো চরম লাগছে 😘😘😘
একদম মনটা ভরে গেছে 🥰🥰🥰
সারাজীবন মনে রাখতে হবে ওদের 😁😁😁
Aci ওরাও yamaha বাইক গুলার দাম অনেক বেশী রাখে, এটা নিয়ে কথা বলতে হবে ভাই❤️
আপনার পাশে ছিলাম আছি প্রায় 2.5 বছর ধরে
ACI এর আফটার সেলস্ সার্ভিস বাংলাদেশে কোন বাইক কোম্পানির নাই
ভাই খুব সুন্দর একটা মাইর দিছেন, ওদের লজ্জা নাই, আমার বাইক নাই, কিন্তু আমি বাইক খুব পছন্দ করি, আপনার ভিডিও গুলো আমি দেখি,
অসাধারণ দিয়েছেন ভাই
প্লাটিনা টিভিএস বেচেন
এটা সুনে হাসতে হাসতে পেট বেথা হয়ে গেছে🤣😂😂🤣😂😂😂
ভাইয়া ইটের জবাব পাটকেলে দিয়েছেন, ঘটনার আরেকটু অন্তরালে যান ভাই । আপনার বাইক 3000+ কিলোমিটার চলছে । আমার মনে হয় না কেউ যদি 20 হাজার কিলোমিটারের উপরে চালায় এবং ইঞ্জিনের কাজ করানো লাগে এই সার্ভিস সেন্টারে ক্যাম, রোকার, সিলিন্ডার, গ্যাসকিট সেট প্রয়োজন মাফিক সরবরাহ করতে পারবেনা। স্লিপ বোরিং করবে, লেদের কাজ করাবে ইত্যাদি, ইত্যাদি।
ভাই এদের কে আরো বাঁশ দেওয়ার দরকার ছিল । ধন্যবাদ তরু ভাই
আমি আপনাকে দেখে ভাবছিলাম একটা Kawasaki klx কিনবো but এখন আর কিনব না।
এতে Kawasaki এর দোষ নাই এটা ডিলার এর দোষ ।
আমাদের ইন্ডিয়ায় Kawasaki এর খুব ভালো sarvic আর ওখান অন্যান্য কোনো bike sarvic হয়না
আমি ইন্ডিয়া থেকে বলছি।
আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আপনার ভিডিও গুলি খুবই ভালো লাগে।
Vhai matro dekhlam apnar vedio dekhar por kawasay Bangladesh official Facebook page e post dise 😂 je they are looking for franchise service center.
mane
দ্রুত ইমেইল করে বাংলাদেশের অবস্থা জানান তাহলে আমরাও বাইকের হিসেবে খুশি হব আপনার প্রতি না হয়তো ধরে নেব আপনি একটা চাপাবাজ আমরাও আছি আপনার সাথে আপনার এই প্রতিবাদ আমরা সমর্থন করি ধন্যবাদ আপনাকে
KAWASAKI BD te service dite pacche naaa....r showroom e ZX10R 😂😂
Oitaa zx 10 na, 125
@@Kanakx First er ta zx10r😐
@@Kanakx right side er prothom ta zx10r
Zx10r ... take opman korar jnno mome hoy niya assa...taw ota 2020 ar model
Onek sundor vabe khota bolsen vaiya
Tnx vaiya
ভাই অফিসে তো মেয়ে নিয়ে ব্যস্ত
পাশে মেয়ে থাকলে মাথা ঠিক থাকে না।
@@naeem7708 ভাইয়া এমনও তো হতে পারে মেয়ে/ মহিলা টি উনার মুরুব্বি বা বোন। তবে লোকটি বেয়াদব বলেই মনে হয়। আমি খুব ভালো ভাবে দেখলাম তরু ভাইয়া কোথাও তাকে নিয়ে কোনো মন্তব্য করেনি, আর এখানেই তার ভদ্রতা প্রকাশ পেল।
এটা কেমন কথা? তোর বোনও তো হতে পারে।
"CBR v3 eigula pawa jay na'' kotha ta joss lagse bro
Vaia apnar vlog Amar husband ar and Amar khub e valo lage
স্যালুট ভাই. apni shob kotha thik bolsen.. rager mathay kono vul bolen nai..
ভাই, এই ভ্লগটিতেই ইংরেজি সাবটাইটেল যুক্ত করে দিন। তারপর যে মেইল টি করবেন সেখানে লিংক এটাচ করে দিবেন। আশা করি কাজ হবে।
Yes bro.. Joss hobe😆🤣
Joss hoichey bhai. Ekbaray voira disen bhai.
Don't tell everyone who is Asian Motor, I was shocked by the behavior of the service center staff
ভাই অনেক জোস হইসে।আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি। মানুষকে কেমনে বাঁশ দিতে হয়। দুয়া করি আপনি যাতে সামনে আরো এগিয়ে যেতে পারেন।
Thanks to explore the real situation.
Salam, onek din por ekta valo vlog dekhlam. Vlog should be informative like this. Bhai excellent.
Automatically your video comes in my tv youtube channel. I have been watching for the last 6-7 months. I am not a biker. I don't know how to drive bike and don't have a wish to learn. Even I discourage people especially in Bangladesh not driving bikes due to road conditions and seems it's a kind of suicide. However, i watch your video only of your good presentation, way of speaking. I think you made this difference with the moto bloggoer in here.
Thanks 🥰🥰🥰
ভাই এই রকম একটা ঘষা আপনার খাওয়ার দরকার ছিল.. Thanks to KKAWASAKI.
ভারতের পশ্চিমবঙ্গ ❤
লাভ ইউ অল
ভাইয়া আমি কাওয়াসাকি ডার্ট বাইক নেওয়ার অনেক দিনের ইচ্ছা। খুব শীঘ্রই আপনার কাছে প্রত্যাশা করছি এই কেএলক্স বাইক টার ফুল রিভিউ আপনার চ্যানেলে দেখতে পাবো। ভালো থাকবেন সবসময়, নিরাপদ থাকবেন সবসময়। সন্দ্বীপ থেকে আপনার চ্যানেলে প্রতিটি রিভিউ দেখার চেষ্টা করি।
আপনাকে দেখে ভাবছিলাম একটা Kawasaki কিনবো। কিন্তু তাদের ব্যবহার টা দেখে আমার শখ মিটে গেছে
এতোদিনে একটা রিয়েকশন দেখলাম ভাইয়ের।এমনই হওয়া উচিত সবার।মানুষকে ভোগান্তিতে ফালাই তারা।বাঁশ আরও দেওয়া উচিত ছিল।
Kawasaki অনেক ভাল বাইক,কিন্ত ডিলার অনেক ছেচরা
ধন্যবাদ ভাই💗💖💖💖৷ ভাই আশা করি আপনি যেকোনো অন্যায় এর বিরুদ্ধে অভিযোগ করবেন। (ভাই আপনার মধ্যে আমি সততা দেখেছি..... দোয়া করি যাতে করে এই সততা অটল রাখতে পারেন।)
TVS ও খুব ভালো চলে 🤣🤣 Savage
ভাইয়া ওদের সাথে এ ব্যবহার করাটা খুবই দরকার ছিলো- যা করছেন অনেক ভালো করছেন ভাই.আপনাকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ।